আইনকানুন একাডেমি

/94
38

BBC [Art. 1-26] - Advanced Exam

এখানে বার কাউন্সিল অর্ডারের ০১-২৬ অনুচ্ছেদ নিয়ে অ্যাডভান্সড লেভেলের এমসিকিউ টেস্ট আছে। সংশ্লিষ্ট ধারাগুলো পড়ে নিয়ে এটি অনুশীলন করুন।

এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন। ইমেইলটি লেখা বাধ্যতামূলক নয়; তবে, ইমেইল এড্রেস দিলে আপনার ইমেইলে বিস্তারিত ফলাফল চলে যাবে।

1 / 94

1. বার কাউন্সিল অর্ডার অনুসারে বার অ্যাসোসিয়েশন কত প্রকার হতে পারে?

2 / 94

2. কোনো অ্যাডভোকেট বার কাউন্সিলের সদস্য পদে থাকবে না উপযুর্পরি— [বার : ২০১৫]

3 / 94

3. অ্যাটর্নি জেনারেল ব্যতীত অন্যান্য অ্যাডভোকেটগণের মধ্যে কার Right of Pre-audience রয়েছে?

4 / 94

4. বার কাউন্সিলের অর্থ কমিটির সদস্য সংখ্যা কত হবে?

5 / 94

5. বার কাউন্সিলের রিলিফ ফান্ড এর গঠন বিষয়ক বিধান রয়েছে বার কাউন্সিল অর্ডারের -

6 / 94

6. বার কাউন্সিলে অ্যাডভোকেটগণের তালিকাভুক্তি জ্যেষ্ঠতার ভিত্তিতে হবে। এই জ্যেষ্ঠতা নির্ধারিত হয় সাধারণত -

7 / 94

7. দ্যা বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার, ১৯৭২ - এ মোট কতটি অনুচ্ছেদ আছে?

8 / 94

8. বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার, ১৯৭২ - সংশোধন করতে পারে -

9 / 94

9. পেশাগত আচরণ ও শিষ্টাচার বিধিমালার অধ্যায়—৩ এ কতটি বিধি উল্লেখ আছে?

10 / 94

10. বার কাউন্সিল অর্ডার অনুসারে ‘তালিকা’ [roll] বলতে নিচের কোনটি বোঝায়?

11 / 94

11. the right to be heard before another - নীতি সম্পর্কে বার কাউন্সিল অর্ডারের কোন অনুচ্ছেদে বর্ণিত রয়েছে?

12 / 94

12. সরকার ........... এর মধ্য হতে বার কাউন্সিল এর সচিব নিয়োগ দিবেন।

13 / 94

13. নিম্নের কে পদাধিকার বলে বার কাউন্সিলে যুক্ত থাকবেন?

14 / 94

14. বাংলাদেশ বার কাউন্সিল প্রতিষ্ঠাকারী আইন একটি— [বার : ২০১২]

15 / 94

15. বার কাউন্সিলের নির্বাহী কমিটিতে নিচের কারা কারা থাকবেন?

16 / 94

16. বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল রুলস, ১৯৭২ - প্রণয়ন করে—

17 / 94

17. লিগ্যাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার এর ১১ অনুচ্ছেদে কয়টি স্থায়ী কমিটির উল্লেখ আছে?

18 / 94

18. বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার, ১৯৭২ - একটি -

19 / 94

19. বার কাউন্সিলের হিসাব নিরীক্ষণ করার জন্য হিসাবনিরীক্ষক বা অডিটর নিয়োগ দিবে -

20 / 94

20. বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান পদে আসীন ব্যক্তি হচ্ছেন- [বার : ২০১২]

21 / 94

21. একই তারিখে তালিকাভুক্ত অ্যাডভোকেটগণের জ্যেষ্ঠতা কীভাবে নির্ধারিত হয়?

22 / 94

22. নিম্নের কোনটি বার কাউন্সিলের কাজ নয়?

23 / 94

23. কোন কাজটি বাংলাদেশ বার কাউন্সিল আওতাভুক্ত নয়? [বার : ২০১২]

24 / 94

24. বার কাউন্সিল এনরোলমেন্ট কমিটির মধ্যে কতজন হাইকোর্ট বিভাগের বিচারক থাকবেন?

25 / 94

25. লিগ্যাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার এর কত অনুচ্ছেদে বার কাউন্সিলের স্থায়ী কমিটির বিধান করা হয়েছে?

26 / 94

26. বার কাউন্সিল প্রতিষ্ঠানটির বৈশিষ্ট্য হিসেবে নিচের কোনটি সঠিক?

27 / 94

27. নিম্নের কে বার কাউন্সিলের সচিব হিসাবে সরকার কর্তৃক নিয়োগ পেতে পারেন? [বার : ২০২২]

28 / 94

28. নিম্নের কোনটি বার কাউন্সিল এর কাজ?

29 / 94

29. প্রধান বিচারপতি নিম্নের কোন কমিটির চেয়ারম্যান মনোনীত করেন?

30 / 94

30. বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির বিষয়ে বার কাউন্সিল অর্ডারের কত অনুচ্ছেদে বলা আছে?

31 / 94

31. পদাধিকারবলে বাংলাদেশ বার কাউন্সিল এর চেয়ারম্যান -

32 / 94

32. সাধারণত বার কাউন্সিলের নির্বাচন হবে বার কাউন্সিলের মেয়াদ শেষ হবার বছরের — [বার : ২০১৭]

33 / 94

33. অন্যান্য আইনজীবী এর উপর কার প্রাক—শ্রোতা অধিকার (Right of Pre-audience) রয়েছে? [বার : ২০২২]

34 / 94

34. বার কাউন্সিলের নির্বাচিত সদস্যগণের কার্যকাল সমাপ্ত হয়Ñ [বার : ২০১৩]

35 / 94

35. বার কাউন্সিলের ফান্ড গঠন সংক্রান্ত বিধানাবলী বার কাউন্সিল অর্ডারের কত অনুচ্ছেদে বলা আছে?

36 / 94

36. বার কাউন্সিল এর অ্যাডভোকেটগণের তালিকা তৈরী ও এর রক্ষণাবেক্ষণ সংক্রান্ত বিধান বার কাউন্সিল অর্ডারের কত অনুচ্ছেদে বলা আছে?

37 / 94

37. বার কাউন্সিল বা বার কাউন্সিলের যেকোন ট্রাইব্যুনাল, কমিটি বা অফিসার বা কর্মকর্তা কতৃর্ক বার কাউন্সিলের অর্ডার বা রুলসের বিধানসমূহ কার্যকর করতে সরল বিশ্বাসে সম্পাদিত কোন কাজের জন্য তার বিরুদ্ধে কোন মামলা বা আইনগত কার্যধারা দায়ের করা যাবেনা - বাংলাদেশ বার কাউন্সিল অর্ডারের কত অনুচ্ছেদ এর বিধান?

38 / 94

38. বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান নিয়োগ হয় -

39 / 94

39. বার কাউন্সিলের আইন শিক্ষা কমিটিতে কতজন বার কাউন্সিলের সদস্য থাকবে?

40 / 94

40. বার কাউন্সিলের সাময়িক শূন্যতা পূরণের জন্য বিধান করা আছে কত অনুচ্ছেদে?

41 / 94

41. গ্রুপ বা অঞ্চলভিত্তিক ৭টি পদের জন্য সমস্ত বার অ্যাসোসিয়েশনগুলোকে ৭টি গ্রুপে নির্দিষ্ট কে করে দেবেন?

42 / 94

42. বাংলাদেশ বার কাউন্সিল সদস্য সংখ্যা কত? [বার : ২০১২]

43 / 94

43. বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস—চেয়ারম্যান নিয়োগ হয় -

44 / 94

44. একজন অ্যাডভোকেট সারা বাংলাদেশের সর্বত্র যেকোনো আদালতে বা রাজস্ব আদালতে বা ট্রাইবুন্যাল আদালতে কার্য সম্পাদন ও মামলা পরিচালনা করতে পারেন বার কাউন্সিল অর্ডারের কত অনুচ্ছেদ অনুসারে?

45 / 94

45. বার কাউন্সিল এনরোলমেন্ট কমিটিতে বার কাউন্সিলের সদস্যদের দ্বারা নির্বাচিত সদস্য থাকবেন কতজন?

46 / 94

46. Enrollment Committee এর চেয়ারম্যানকে মনোনয়ন দেন কে? [বার : ২০২৩]

47 / 94

47. সাধারণ নির্বাচনের মাধ্যমে গঠিত বার কাউন্সিল এর কমিটির মেয়াদ কত দিনের জন্য হয়ে থাকে?

48 / 94

48. বার কাউন্সিলের একজন সদস্য সর্বোচ্চ কয় মেয়াদের জন্য বার কাউন্সিলের সদস্যরূপে থাকতে পারবে?

49 / 94

49. বাংলাদেশ বার কাউন্সিল একটি -

50 / 94

50. “advocate” means an advocate entered in the roll under the provisions of this Order - অ্যাডভোকেটের এই সংজ্ঞাটি কোন আইনে সংজ্ঞায়িত রয়েছে?

51 / 94

51. the right to be heard before another - নীতিকে সংক্ষেপে কি বলা হয়?

52 / 94

52. বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল রুলস প্রণয়ন করে -

53 / 94

53. বাংলাদেশ বার কাউন্সিলের সচিব নিযুক্ত হয়Ñ [বার : ২০১৫]

54 / 94

54. বাংলাদেশ বার কাউন্সিল একটি — [বার : ২০১৭]

55 / 94

55. অ্যাডভোকেট এনরোলমেন্ট কমিটির সভাপতি কে হবেন?— [বার : ২০১৩]

56 / 94

56. বার কাউন্সিল অর্ডারের ১০ অনুচ্ছেদ অনুসারে বার কাউন্সিলের কাজ কতটি ক্ষেত্রে বিভক্ত?

57 / 94

57. বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার, ১৯৭২ - কার্যকর হয় -

58 / 94

58. পেশাগত আচরণ ও শিষ্ঠাচার বিধিমালাতে মোট কতটি অধ্যায় আছে?

59 / 94

59. হাইকোর্ট বিভাগে আইনপেশা চর্চার যোগ্যতা সম্পর্কে বার কাউন্সিল অর্ডারের কত অনুচ্ছেদে বিধান করা আছে?

60 / 94

60. যে বছর বার কাউন্সিলের মেয়াদ শেষ হবে সেই বছর বার কাউন্সিলের নির্বাচনের সর্বশেষ সময় -

61 / 94

61. বার কাউন্সিলের হিসাব সংরক্ষণ ও অডিট সংক্রান্ত বিষয়ে বার কাউন্সিল অর্ডারের কত অনুচ্ছেদে বিধান করা আছে?

62 / 94

62. নিম্নের কোনটি বার কাউন্সিলের কাজ?

63 / 94

63. ‘স্থানীয় বার এসোসিয়েশন’ - এর সংজ্ঞা বার কাউন্সিল অর্ডার এর কত অনুচ্ছেদে বলা আছে?

64 / 94

64. বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার, ১৯৭২ - রাষ্ট্রপতির কত নং আদেশ?

65 / 94

65. রাষ্ট্রপতির কত নং আদেশ দ্বারা বাংলাদেশ বার কাউন্সিল গঠিত হয়? [বার : ২০১৭]

66 / 94

66. বার কাউন্সিলের আইন শিক্ষা কমিটির সদস্য সংখ্যা কত?

67 / 94

67. বার কাউন্সিলের কতজন সদস্য নির্বাচনের মাধ্যমে বার কাউন্সিলে যুক্ত হবে -

68 / 94

68. বাংলাদেশ বার কাউন্সিলের কতজন সদস্য নির্বাচিত হয়? [বার : ২০১৭]

69 / 94

69. বাংলাদেশ বার কাউন্সিলের সচিব নিয়োগ দেন?

70 / 94

70. বাংলাদেশ বার কাউন্সিল বার কাউন্সিল অর্ডারের কোন অনুচ্ছেদবলে তালিকাভুক্ত অ্যাডভোকেটগণকে সনদপত্র প্রদান করেন?

71 / 94

71. বার কাউন্সিল অর্ডার অনুসারে “Local Bar Association” বলতে নিচের কোনটি বোঝাবে না?

72 / 94

72. “Bar Association” means Supreme Court Bar Association or a .............. - শুণ্যস্থানে কী বসবে?

73 / 94

73. বাংলাদেশ বার কাউন্সিল কত জন সদস্যের সমন্বয়ে গঠিত হবে?

74 / 94

74. “......... means an advocate entered in the roll under the provisions of this Order- শুণ্যস্থানে কী বসবে?

75 / 94

75. পেশাগত আচরণ ও শিষ্টাচার বিধিমালার অধ্যায়—৪ এ কতটি বিধি উল্লেখ আছে?

76 / 94

76. স্থানীয় বার এসোসিয়েশনের সদস্যগণের সাধারণ ভোটের মাধ্যমে কতজন সদস্য বার কাউন্সিলে যুক্ত হবে?

77 / 94

77. পেশাগত আচরণ ও শিষ্টাচার বিধিমালার অধ্যায়—২ এ কতটি বিধি উল্লেখ আছে?

78 / 94

78. বার কাউন্সিলের মেয়াদ উত্তীর্ণের বছরে বার কাউন্সিল নির্বাচন যে তারিখে বা তারিখের পূর্বে সম্পন্ন করতে হবে তা হলো- [বার : ২০১৫]

79 / 94

79. বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটিতে কতজন সদস্য থাকবে?

80 / 94

80. বাংলাদেশ বার কাউন্সিল গঠনের জন্য গ্রুপ ভিত্তিতে নির্বাচনযোগ্য সদস্য সংখ্যা কত? [বার : ২০১২]

81 / 94

81. বাংলাদেশ বার কাউন্সিলের আইনশিক্ষা কমিটিতে সর্বনিম্ন কতজন বিশ্ববিদ্যালয়ের সদস্য থাকবে — [বার : ২০১৭]

82 / 94

82. বাংলাদেশ বার কাউন্সিল অর্ডার এর কত অনুচ্ছেদে বার কাউন্সিল এর সম্পত্তি অর্জন, উত্তরাধিকার এরং মোকদ্দমার পক্ষ সংক্রান্ত বিধান বর্ণিত আছে?

83 / 94

83. বার কাউন্সিলের রিলিফ ফান্ড গঠনের উদ্দেশ্য হিসেবে নিচের কোনটি সঠিক?

84 / 94

84. বার কাউন্সিলের নির্বাহী কমিটির সদস্য সংখ্যা কতজন?

85 / 94

85. বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার এর কত অনুচ্ছেদে বার কাউন্সিল এর কার্যাবলী সম্পর্কে আলোচনা করা আছে?

86 / 94

86. বাংলাদেশ বার কাউন্সিল একটি- [বার : ২০১২]

87 / 94

87. বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল রুলস, ১৯৭২ - এ কতটি বিধি আছে?

88 / 94

88. বার কাউন্সিলের একজন সদস্য সর্বোচ্চ কত বছরের জন্য বার কাউন্সিলের সদস্যরূপে একটানা থাকতে পারবে?

89 / 94

89. বার কাউন্সিল এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান হবেন -

90 / 94

90. পদাধিকারবলে বার কাউন্সিলের সদস্য কতজন সদস্য বার কাউন্সিলের কমিটিতে থাকেন?

91 / 94

91. বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার, ১৯৭২ - কার্যকর করার উদ্দেশ্যে বিধি প্রণয়ন করতে পারে -

92 / 94

92. পেশাগত আচরণ ও শিষ্টাচার বিধিমালার অধ্যায়—১ এ কতটি বিধি উল্লেখ আছে?

93 / 94

93. বার কাউন্সিলের নির্বাহী কমিটিতে নিচের কারা কারা থাকবেন?

94 / 94

94. বার কাউন্সিল এর সংজ্ঞা বার কাউন্সিল অর্ডারের কত অনুচ্ছেদে বলা আছে?

Your score is

0%