আইনকানুন একাডেমি

/22
10

Judi Exam Paper [2018]

জুডিসিয়ারি ২০১৮ সালের প্রশ্নের বার কাউন্সিলের কমন অংশের প্রশ্ন এটি। মাত্র ২২ টি প্রশ্ন আছে। এই ছোট্ট পরীক্ষাটি দিয়ে নিজেকে পুনরায় যাচাই করুন।

এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন। ইমেইলটি লেখা বাধ্যতামূলক নয়; তবে, ইমেইল এড্রেস দিলে আপনার ইমেইলে বিস্তারিত ফলাফল চলে যাবে।

1 / 22

1. গ’ রাজপথে ‘চ’ কে পেয়ে পিস্তল দেখিয়ে ‘চ’ এর নিকট অর্থ দাবি করায় ‘চ’ তার নিকট থাকা অর্থ ‘গ’ এর নিকট সমর্পণ করে। এখানে ‘গ’ কতৃর্ক সংঘটিত অপরাধ— [জুডি. : ২০১৮]

2 / 22

2. The Code of Criminal Procedure, 1898 এর Section 161 অনুযায়ী সাক্ষীদের পরীক্ষা করতে পারেন— [জুডি. : ২০১৮]

3 / 22

3. অভিযোগ বিষয়ে শুনানিকালে অভিযুক্ত ব্যক্তি কতৃর্ক দাখিলকৃত বিতর্কিত দলিলাদি বিবেচনা করা যাবে কি না? [জুডি. : ২০১৮]

4 / 22

4. The Evidence Act, 1872 এর ৭৪ ধারা অনুযায়ী নিম্নের কোন দলিলটি Public Document নয়? [জুডি. : ২০১৮]

5 / 22

5. As per Section 89A of the Code of Civil Procedure, 1908 after filing written statement the court — [জুডি. : ২০১৮]

6 / 22

6. অধস্তন আদালতের ভাষা কী হবে তা The Code of Civil Procedure, 1908 এর কত ধারায় বলা হয়েছে? [জুডি. : ২০১৮]

7 / 22

7. লিখিত নোটিশ ছাড়া সরকারের কোন মামলা দায়ের করা হলে লিখিত জবাব দাখিলের জন্য আদালত সরকারকে কমপক্ষে .......সময় দিবেন। [জুডি. : ২০১৮]

8 / 22

8. The Code of Civil Procedure, 1908 এর Order VIII, Rule (1) অনুযায়ী বিবাদী প্রথম শুনানির দিন জবাব দাখিল না করলে কত দিনের মধ্যে তা দাখিল করতে হবে? [জুডি. : ২০১৮]

9 / 22

9. রিসিভার নিয়োগ দেওয়া হয় The Code of Civil Procedure, 1908 এর .....অনুযায়ী। [জুডি. : ২০১৮]

10 / 22

10. The Code of Civil Procedure, 1908 এর কত ধারা অনুযায়ী জেলা জজ এক আদালত হতে অন্য আদালতে দেওয়ানি মামলা স্থানান্তর করেন? [জুডি. : ২০১৮]

11 / 22

11. The Penal Code, 1860, ১৮৬০ অনুযায়ী দণ্ড কত প্রকার? [জুডি. : ২০১৮]

12 / 22

12. দেনমোহরের জন্য মামলা দায়েরের তামাদি মেয়াদ কত? [জুডি. : ২০১৮]

13 / 22

13. দেওয়ানি আদালত গঠিত হয় নিম্নের কোন আইন অনুযায়ী? [জুডি. : ২০১৮]

14 / 22

14. The Penal Code, 186 এর ৩০০ ধারায় উল্লিখিত খুনের সংজ্ঞায় কয়টি ব্যতিক্রম আছে? [জুডি. : ২০১৮]

15 / 22

15. কোনো ব্যক্তি সরকারি কর্মকর্তাকে ঘুষ দিয়ে কোনো কাজ করিয়ে দেওয়ার উদ্দেশ্যে ঘুষ গ্রহণ করলে তিনি The Penal Code, 1860, ১৮৬০ এর কত ধারায় শাস্তিযোগ্য অপরাধ সংঘটন করেন— [জুডি. : ২০১৮]

16 / 22

16. The Code of Criminal Procedure, 1898 এর কোন ধারার বিধান মতে দায়রা আদালত আসামিকে অব্যাহতি (ফরংপযধৎমব) দিতে পারেন? [জুডি. : ২০১৮]

17 / 22

17. The Limitation Act, 1908 এর অনুচ্ছেদ ১১৩ অনুযায়ী চুক্তি প্রবলের মামলায় Period of Limitation হলো — [জুডি. : ২০১৮]

18 / 22

18. মৃত্যুকালীন ঘোষণার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? [জুডি. : ২০১৮]

19 / 22

19. কোনো দেওয়ানি মামলার যুক্তিতর্ক শুনানি সমাপ্তির পর আদালতকে কত দিনের মধ্যে রায় প্রচার করতে হয়? [জুডি. : ২০১৮]

20 / 22

20. The Evidence Act, 1872 প্রণয়ন করেন [জুডি. : ২০১৮]

21 / 22

21. Complainant প্রত্যাহার করলে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ....। [জুডি. : ২০১৮]

22 / 22

22. ‘‘Any Person entitled to any legal character or to any right as to any property, may institute a suit....’’ বিধানটি The Specific Relief Act, 1877 এর কোন ধারায় বর্ণিত হয়েছে? [জুডি. : ২০১৮]

Your score is

0%