/25 1 Judi Exam Paper [2015] জুডিসিয়ারি ২০১৫ সালের প্রশ্নের বার কাউন্সিলের কমন অংশের প্রশ্ন এটি। মাত্র ২৫ টি প্রশ্ন আছে। এই ছোট্ট পরীক্ষাটি দিয়ে নিজেকে পুনরায় যাচাই করুন। এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন। ইমেইলটি লেখা বাধ্যতামূলক নয়; তবে, ইমেইল এড্রেস দিলে আপনার ইমেইলে বিস্তারিত ফলাফল চলে যাবে। 1 / 25 1. The Evidence Act, 1872 এর বিধান অনুযায়ী বিবাহ বিচ্ছেদের পর তালাকপ্রাপ্ত কতদিনের মধ্যে সন্তান প্রসব করলে তা পূর্বের স্বামীর ঔরসজাত বৈধ সন্তান হিসাবে গণ্য হবে? [জুডি. : ২০১৫] ২৮০ দিন ৩১০ দিন ৪০০ দিন ২১০ দিন সঠিক উত্তর : ২৮০ দিন ; [ধারা : ১১২, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ২৮০ দিন ; [ধারা : ১১২, সাক্ষ্য আইন] 2 / 25 2. দেওয়ানি মামলায় তামাদির বিষয়টি— [জুডি. : ২০১৫] আইন ও ঘটনার মিশ্র প্রশ্ন আইনের প্রশ্ন ঘটনার প্রশ্ন অধিকারের প্রশ্ন সঠিক উত্তর : আইন ও ঘটনার মিশ্র প্রশ্ন ; [তাত্ত্বিক ধারণা, তামাদি আইন] সঠিক উত্তর : আইন ও ঘটনার মিশ্র প্রশ্ন ; [তাত্ত্বিক ধারণা, তামাদি আইন] 3 / 25 3. Penal Code প্রণয়ণের উদ্দেশ্যে গঠিত ১৮৩৭ সালের প্রথম ভারতীয় আইন কমিশনের সভাপতি ও কমিশনার কে বা কারা ছিলেন? [জুডি. : ২০১৫] সভাপতি হেস্টিং, কমিশনার লর্ড ম্যাকুলে এবং ম্যালয়েড এন্ডারসন সভাপতি লর্ড ম্যাকুলে এবং কমিশনার হেস্টিং এবং ম্যাকলয়েড এন্ডারসন সভাপতি এন্ডারসন এবং কমিশনার লর্ড ম্যাকুলে সভাপতি লর্ড ম্যাকুলে এবং কমিশনার ম্যাকলয়েড এন্ডারসন ও মিলেট সঠিক উত্তর : সভাপতি লর্ড ম্যাকুলে এবং কমিশনার ম্যাকলয়েড এন্ডারসন ও মিলেট ; [প্রাথমিক ইতিহাস, দণ্ডবিধি] সঠিক উত্তর : সভাপতি লর্ড ম্যাকুলে এবং কমিশনার ম্যাকলয়েড এন্ডারসন ও মিলেট ; [প্রাথমিক ইতিহাস, দণ্ডবিধি] 4 / 25 4. ‘A’ makes an attempt of pick the pocket of ‘Z’ by thrusting his hand into ‘Z’s pocket. ‘A’ fails in the attempt in consequence of Zs having nothing in his pocket. . এটি penal code এর কত ধারার অপরাধ? [জুডি. : ২০১৫] ১০৬ ৫১১ ৩৭৯ কোনো অপরাধ হয়নি সঠিক উত্তর : ৫১১ ; [ধারা : ৫১১, দণ্ডবিধি] সঠিক উত্তর : ৫১১ ; [ধারা : ৫১১, দণ্ডবিধি] 5 / 25 5. The Limitation Act, 1908 এর তফসিলে কোনো মামলার তামাদির সময়সীমা আলাদাভাবে উল্লেখ করা না থাকলে তার তামাদির মেয়াদ কত? [জুডি. : ২০১৫] ৩ বছর ৬ বছর ১২ বছর ১ বছর সঠিক উত্তর : ৬ বছর ; [অনুচ্ছেদ : ১২০, তামাদি আইনের প্রথম তফসিল] সঠিক উত্তর : ৬ বছর ; [অনুচ্ছেদ : ১২০, তামাদি আইনের প্রথম তফসিল] 6 / 25 6. “Persons for whose examination commission may issue” বিধানটি The Code of Civil Procedure, 1908, এর কোথায় বর্ণিত আছে? [জুডি. : ২০১৫] Order-XXVI rule 1 Order-XXVI rule Order-XXVI rule 7 ৭ Order-IX rule 13 সঠিক উত্তর : Order-XXVI rule ; [আদেশ ২৬ : বিধি ৪, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : Order-XXVI rule ; [আদেশ ২৬ : বিধি ৪, দেওয়ানি কার্যবিধি] 7 / 25 7. The Code of Criminal Procedure, 1898 ১৮৯৮ এর Section 342 এর কার্যক্রমে অভিযুক্তের দৃষ্টি আকর্ষণ করা হয় [জুডি. : ২০১৫] চার্জশিটের প্রতি গঠিত চার্জের প্রতি নির্ধারিত সাজার প্রতি প্রাপ্ত সাক্ষ্যের প্রতি সঠিক উত্তর : প্রাপ্ত সাক্ষ্যের প্রতি ; [ধারা : ৩৪২, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : প্রাপ্ত সাক্ষ্যের প্রতি ; [ধারা : ৩৪২, ফৌজদারি কার্যবিধি] 8 / 25 8. The court may presume that judicial and official acts have been regularly performed বিধানটি The Evidence Act, 1872 এর কোন section এ বর্ণিত আছে? [জুডি. : ২০১৫] ৭৯ ৮০ ১১৪ ১৪৪ সঠিক উত্তর : ১১৪ ; [ধারা : ১১৪, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ১১৪ ; [ধারা : ১১৪, সাক্ষ্য আইন] 9 / 25 9. The Evidence Act, 1872 এর কোন ধারা মতে অশালীন ও কুৎসাজনক প্রশ্ন করা যায় না? [জুডি. : ২০১৫] ১৫০ ধারা ১৫১ ধারা ১৫২ ধারা ১৫৩ ধারা সঠিক উত্তর : ১৫১ ধারা ; [ধারা : ১৫১, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ১৫১ ধারা ; [ধারা : ১৫১, সাক্ষ্য আইন] 10 / 25 10. একতরফা ডিক্রির বিরুদ্ধে বিবাদীর প্রতিকার কী? [জুডি. : ২০১৫] একতরফা ডিক্রি রদের আবেদন রিভিউ আপিল সবগুলো প্রতিকার বিদ্যমান সঠিক উত্তর : সবগুলো প্রতিকার বিদ্যমান ; [আদেশ ৯ : বিধি ১৩ক, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : সবগুলো প্রতিকার বিদ্যমান ; [আদেশ ৯ : বিধি ১৩ক, দেওয়ানি কার্যবিধি] 11 / 25 11. দায়রা জজ কর্তৃক প্রদত্ত মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে আপিল সংক্রান্ত তামাদির বিধান The Limitation Act, 1908 এর কত Article এ বর্ণিত আছে? [জুডি. : ২০১৫] ১৪৯ ১৫০ ১৭৭ ১৭৮ সঠিক উত্তর : ১৫০ ; [অনুচ্ছেদ : ১৫০, তামাদি আইনের প্রথম তফসিল] সঠিক উত্তর : ১৫০ ; [অনুচ্ছেদ : ১৫০, তামাদি আইনের প্রথম তফসিল] 12 / 25 12. ত্রিশ বছরের পুরাতন দলিল বিষয়ে অনুমান গ্রহণের বিধান The Evidence Act, 1872 এর কোন ধারায়? [জুডি. : ২০১৫] ৯০ ধারা ৮৮ ধারা ৮০ ধারা ৮৬ ধারা সঠিক উত্তর : ৯০ ধারা ; [ধারা : ৯০, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ৯০ ধারা ; [ধারা : ৯০, সাক্ষ্য আইন] 13 / 25 13. The Code of Criminal Procedure, 1898, ১৮৯৮ এর Section 249 অধীনে বিচার বন্ধ হলে অভিযুক্ত ব্যক্তি [জুডি. : ২০১৫] খালাস পাবে মুক্তি পাবে অব্যাহতি পাবে উপরের কোনোটিই নয় সঠিক উত্তর : মুক্তি পাবে ; [ধারা : ২৪৯, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : মুক্তি পাবে ; [ধারা : ২৪৯, ফৌজদারি কার্যবিধি] 14 / 25 14. ক’ ঘুষি মেরে ‘খ’ এর দাঁত ফেলে দেয়। ‘ক’ এর কৃত অপরাধ হল— [জুডি. : ২০১৫] সাধারণ জখম মারাত্মক জখম হত্যার প্রচেষ্টা অনিচ্ছাকৃত জখম সঠিক উত্তর : মারাত্মক জখম ; [ধারা : ৩২০, দণ্ডবিধি] সঠিক উত্তর : মারাত্মক জখম ; [ধারা : ৩২০, দণ্ডবিধি] 15 / 25 15. The Code of Criminal Procedure, 1898 Section 476৮ এর Complaint এর অধীন দায়েরের আবেদন প্রত্যাখান করে দেওয়ানি আদালত কতৃর্ক প্রদত্ত আদেশের বিরুদ্ধে— [জুডি. : ২০১৫] আপিল করা যায় রিভিশন করা যায় রিট করা যায় কোনোটিই নয় সঠিক উত্তর : আপিল করা যায় ; [ধারা : ৪৭৬খ, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : আপিল করা যায় ; [ধারা : ৪৭৬খ, ফৌজদারি কার্যবিধি] 16 / 25 16. দলিল বাতিলের মোকদ্দমায় কোর্ট ফি কত? [জুডি. : ২০১৫] অ্যাডভ্যালোরেম নির্ধারিত ৩০০ টাকা ২০০ টাকা আদালতের নির্দেশ মতে সঠিক উত্তর : অ্যাডভ্যালোরেম ; [ধারা : ৩৯, সুনির্দিষ্ট প্রতিকার আইন] সঠিক উত্তর : অ্যাডভ্যালোরেম ; [ধারা : ৩৯, সুনির্দিষ্ট প্রতিকার আইন] 17 / 25 17. The Code of Civil Pricedure, 1908 এর Order-XXI rule 92 এর ৯২ অনুসারে প্রদত্ত The Code of Civil Pricedure, 1908 এর Order-XXI rule 92 আদেশটি— [জুডি. : ২০১৫] রিভিশনযোগ্য আপিলযোগ্য ১৫১ ধারার বিধান মতে রদ ও রহিতযোগ্য উপরের কোনোটিই নয় সঠিক উত্তর : আপিলযোগ্য ; [আদেশ ৪৩ : বিধি ১, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : আপিলযোগ্য ; [আদেশ ৪৩ : বিধি ১, দেওয়ানি কার্যবিধি] 18 / 25 18. একতরফা শুনানিকৃত আপিল পুনঃশুনানির তামাদি সম্পর্কিত বিধান তামাদি আইন, ১৯০৮ এর কতো অনুচ্ছেদে বর্ণিত আছে? [জুডি. : ২০১৫] ১৬৯ ১৭০ ১৭২ ১৮১ সঠিক উত্তর : ১৬৯ ; [অনুচ্ছেদ : ১৬৯, তামাদি আইনের প্রথম তফসিল] সঠিক উত্তর : ১৬৯ ; [অনুচ্ছেদ : ১৬৯, তামাদি আইনের প্রথম তফসিল] 19 / 25 19. The specific performance of a contract may be obtained by any party thereto— বিধানটি The Specific Relief Act, 1877, এর কোন ধারায় বর্ণিত হয়েছে? [জুডি. : ২০১৫] ২৫এ ২৭এ ২৩ ১২এ সঠিক উত্তর : ২৩ ; [ধারা : ২৩, সুনির্দিষ্ট প্রতিকার আইন] সঠিক উত্তর : ২৩ ; [ধারা : ২৩, সুনির্দিষ্ট প্রতিকার আইন] 20 / 25 20. আদালত যে সকল বিষয় Judicial Notice এ নিতে পারেন তা The Evidence Act এর কোন ধারায় বলা হয়েছে? [জুডি. : ২০১৫] ৫৭ ৫৬ ৫৮ ৫৯ সঠিক উত্তর : ৫৭ ; [ধারা : ৫৭, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ৫৭ ; [ধারা : ৫৭, সাক্ষ্য আইন] 21 / 25 21. দায়রা মামলা বিচারের কোন পর্যায় পর্যন্ত চার্জ পরিবর্তন করা যায়? [জুডি. : ২০১৫] রায় প্রচারের পূর্ব তারিখ পর্যন্ত আসামিকে ৩৪২ ধারায় পরীক্ষার পূর্ব পযন্ত যুক্তিতর্ক শ্রবণের পূর্ব পর্যন্ত রায় প্রস্তুতের সময় পর্যন্ত সঠিক উত্তর : রায় প্রচারের পূর্ব তারিখ পর্যন্ত ; [ধারা : ২২৭, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : রায় প্রচারের পূর্ব তারিখ পর্যন্ত ; [ধারা : ২২৭, ফৌজদারি কার্যবিধি] 22 / 25 22. An appellate court shall have power to take additional evidence or to require such evidence to be taken — বিধানটি The Code of Civil Procedure, 1908, ১৯০৮ এর কোথায় বর্ণিত আছে? [জুডি. : ২০১৫] Order-XLI rule 27 Order-XLI rule 17 Section 107 Section 96 সঠিক উত্তর : Section 107 ; [ধারা : ১০৭, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : Section 107 ; [ধারা : ১০৭, দেওয়ানি কার্যবিধি] 23 / 25 23. কোনো পক্ষ কতৃর্ক প্রদত্ত ঝবঃ—Set-off দাবি করা যেতে পারে— [জুডি. : ২০১৫] নিষেধাজ্ঞার মামলায় স্বত্বের মামলায় অর্থের মামলায় বণ্টনের মামলায় সঠিক উত্তর : অর্থের মামলায় ; [আদেশ ৮ : বিধি ৬, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : অর্থের মামলায় ; [আদেশ ৮ : বিধি ৬, দেওয়ানি কার্যবিধি] 24 / 25 24. অর্থদণ্ডের বিরুদ্ধে আপিল চলাকালে আসামি মারা গেলে আপিলটি — [জুডি. : ২০১৫] অ্যাবেট হবে অ্যাবেট হবে না খারিজ হবে কোনোটিই নয় সঠিক উত্তর : অ্যাবেট হবে না ; [ধারা : ৪৩১, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : অ্যাবেট হবে না ; [ধারা : ৪৩১, ফৌজদারি কার্যবিধি] 25 / 25 25. মৃতের ওয়ারিশ কায়েম সংক্রান্ত তামাদির বিধান The Limitation Act এর কোন Article—এ বর্ণিত আছে? [জুডি. : ২০১৫] ১৭৫ ১৭৬ ১৭৭ ১৭৮ সঠিক উত্তর : ১৭৬ ; [অনুচ্ছেদ : ১৭৬, তামাদি আইনের প্রথম তফসিল] সঠিক উত্তর : ১৭৬ ; [অনুচ্ছেদ : ১৭৬, তামাদি আইনের প্রথম তফসিল] Your score is Facebook 0% Restart quiz By Wordpress Quiz plugin