/15 12 Judi Exam Paper [2011] জুডিসিয়ারি ২০১১ সালের প্রশ্নের বার কাউন্সিলের কমন অংশের প্রশ্ন এটি। মাত্র ১৫ টি প্রশ্ন আছে। এই ছোট্ট পরীক্ষাটি দিয়ে নিজেকে পুনরায় যাচাই করুন। এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন। ইমেইলটি লেখা বাধ্যতামূলক নয়; তবে, ইমেইল এড্রেস দিলে আপনার ইমেইলে বিস্তারিত ফলাফল চলে যাবে। 1 / 15 1. দণ্ডবিধি আইনে অপহরণ কত প্রকার? [জুডি. : ২০১১] ৭ প্রকার ২ প্রকার ৪ প্রকার ৫ প্রকার সঠিক উত্তর : ২ প্রকার ; [ধারা : ৩৫৯, দণ্ডবিধি] সঠিক উত্তর : ২ প্রকার ; [ধারা : ৩৫৯, দণ্ডবিধি] 2 / 15 2. স্থাবর সম্পত্তি হতে দখলদারের স্বত্ব অস্বীকারপূর্বক বেদখল করা হলে, মামলা দায়েরের ক্ষেত্রে তামাদি আইনের সময় সীমা - [জুডি. : ২০১১] ৬ মাস ৩ মাস ৬ বছর ১২ বছর সঠিক উত্তর : ১২ বছর ; [অনুচ্ছেদ : ১৪২, তামাদি আইনের প্রথম তফসিল] সঠিক উত্তর : ১২ বছর ; [অনুচ্ছেদ : ১৪২, তামাদি আইনের প্রথম তফসিল] 3 / 15 3. সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারা অনুসারে প্রদত্ত ডিক্রির বিরুদ্ধে সংক্ষুদ্ধ পক্ষের কী প্রতিকার আছে? [জুডি. : ২০১১] আপিল রিভিউ রেফারেন্স রিভিশন সঠিক উত্তর : রিভিশন ; [ধারা : ৯, সুনির্দিষ্ট প্রতিকার আইন] সঠিক উত্তর : রিভিশন ; [ধারা : ৯, সুনির্দিষ্ট প্রতিকার আইন] 4 / 15 4. কোনো ব্যক্তি কারো ক্ষতি করার উদ্দেশ্যে মিথ্যা ফৌজদারি মামলা দায়ের করলে তার শাস্তির বিধান দণ্ডবিধির কোন ধারায় উল্লেখ আছে? [জুডি. : ২০১১] ২২০ ধারায় ২১১ ধারায় ৩০৫ ধারায় ৪১২ ধারায় সঠিক উত্তর : ২১১ ধারায় ; [ধারা : ২১১, দণ্ডবিধি] সঠিক উত্তর : ২১১ ধারায় ; [ধারা : ২১১, দণ্ডবিধি] 5 / 15 5. ফৌজদারি কার্যবিধির কোন ধারায় দায়রা জজ অপরাধ আমলে নিতে পারেন? [জুডি. : ২০১১] ১৯৩ ধারা ১৯০ ধারা ১৯৫ ধারা ১৯৬ ধারা সঠিক উত্তর : ১৯৩ ধারা ; [ধারা : ১৯৩, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ১৯৩ ধারা ; [ধারা : ১৯৩, ফৌজদারি কার্যবিধি] 6 / 15 6. দলিল সংশোধন [Rectification] বিষয়ে সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন ধারায় উল্লেখ আছে— [জুডি. : ২০১১] ৪০ ধারা ৩৩ ধারা ৪২ ধারা ৩১ ধারা সঠিক উত্তর : ৩১ ধারা ; [ধারা : ৩১, সুনির্দিষ্ট প্রতিকার আইন] সঠিক উত্তর : ৩১ ধারা ; [ধারা : ৩১, সুনির্দিষ্ট প্রতিকার আইন] 7 / 15 7. ফৌজদারি কার্যবিধি অনুসারে সংক্ষিপ্ত বিচারের ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি কত বছর? [জুডি. : ২০১১] ২ বছর ৫ বছর ৩ বছর ৪ বছর সঠিক উত্তর : ২ বছর ; [ধারা : ২৬২, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ২ বছর ; [ধারা : ২৬২, ফৌজদারি কার্যবিধি] 8 / 15 8. দেওয়ানি মামলায় যুগ্ম জেলা জজের আর্থিক এখতিয়ার কত? [জুডি. : ২০১১] সর্বোচ্চ ৫ লক্ষ টাকা সর্বোচ্চ ১০ লক্ষ টাকা সর্বোচ্চ ৪ লক্ষ টাকা সীমাহীন সঠিক উত্তর : সীমাহীন ; [ধারা : ১৯, দেওয়ানি আদালত আইন, ১৮৮৭] সঠিক উত্তর : সীমাহীন ; [ধারা : ১৯, দেওয়ানি আদালত আইন, ১৮৮৭] 9 / 15 9. সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন ধারায় দলিল বাতিলের বিধান উল্লেখ আছে— [জুডি. : ২০১১] ৩৫ ধারায় ৩৯ ধারায় ১৫ ধারায় ৫০ ধারায় সঠিক উত্তর : ৩৯ ধারায় ; [ধারা : ৩৯, সুনির্দিষ্ট প্রতিকার আইন] সঠিক উত্তর : ৩৯ ধারায় ; [ধারা : ৩৯, সুনির্দিষ্ট প্রতিকার আইন] 10 / 15 10. তামাদি আইনের কোন ধারায় আদালত বিলম্ব মওকুফ করতে পারে— [জুডি. : ২০১১] ৫ ধারা ১০ ধারা ২০ ধারা ২৯ ধারা সঠিক উত্তর : ৫ ধারা ; [ধারা : ৫, তামাদি আইন] সঠিক উত্তর : ৫ ধারা ; [ধারা : ৫, তামাদি আইন] 11 / 15 11. বিচার বিভাগ পৃথকীকরণ মামলার রায় প্রদান করা হয় কোন সনে? [জুডি. : ২০১১] ১৯৯২ সনে ১৯৯৩ সনে ১৯৯০ সনে ১৯৯৯ সনে সঠিক উত্তর : ১৯৯৯ সনে ; [প্রাথমিক : ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ১৯৯৯ সনে ; [প্রাথমিক : ফৌজদারি কার্যবিধি] 12 / 15 12. সাক্ষ্য আইনের কোন ধারায় বিশেষজ্ঞদের মতামত সম্পর্কে বলা হয়েছে? [জুডি. : ২০১১] ২৫ ধারায় ৩০ ধারায় ৪৫ ধারায় ৬০ ধারায় সঠিক উত্তর : ৪৫ ধারায় ; [ধারা : ৪৫, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ৪৫ ধারায় ; [ধারা : ৪৫, সাক্ষ্য আইন] 13 / 15 13. ডাকাতি সংঘটনের জন্য কমপক্ষে কয় জন সদস্যের প্রয়োজন? [জুডি. : ২০১১] ৭ জন ৩ জন ৫ জন ১০ জন সঠিক উত্তর : ৫ জন ; [ধারা : ৩৯১, দণ্ডবিধি] সঠিক উত্তর : ৫ জন ; [ধারা : ৩৯১, দণ্ডবিধি] 14 / 15 14. দেওয়ানি আদালতের আদি এখতিয়ারকে কয় ভাগে ভাগ করা হয়েছে? [জুডি. : ২০১১] ৪ ভাগে ২ ভাগে ৩ ভাগে ৭ ভাগে সঠিক উত্তর : ৩ ভাগে ; [তাত্ত্বিক ধারণা : দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ৩ ভাগে ; [তাত্ত্বিক ধারণা : দেওয়ানি কার্যবিধি] 15 / 15 15. ঘোষণামূলক মামলায় কত টাকা কোর্ট ফি দিতে হয়? [জুডি. : ২০১১] ১০০ টাকা ২০০ টাকা ৩০০ টাকা ৫০০ টাকা সঠিক উত্তর : ৩০০ টাকা ; [ধারা : ৪২, সুনির্দিষ্ট প্রতিকার আইন] সঠিক উত্তর : ৩০০ টাকা ; [ধারা : ৪২, সুনির্দিষ্ট প্রতিকার আইন] Your score is Facebook 0% Restart quiz By Wordpress Quiz plugin