/9 13 Judi Exam Paper [2007] জুডিসিয়ারি ২০০৭ সালের প্রশ্নের বার কাউন্সিলের কমন অংশের প্রশ্ন এটি। মাত্র ৯টি প্রশ্ন আছে। এই ছোট্ট পরীক্ষাটি দিয়ে নিজেকে পুনরায় যাচাই করুন। এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন। ইমেইলটি লেখা বাধ্যতামূলক নয়; তবে, ইমেইল এড্রেস দিলে আপনার ইমেইলে বিস্তারিত ফলাফল চলে যাবে। 1 / 9 1. পেনাল কোডে কয় ধরনের শাস্তির বিধান আছে? [জুডি. : ২০০৭] ৩ প্রকার ৪ প্রকার ৫ প্রকার ৬ প্রকার সঠিক উত্তর : ৫ প্রকার ; [ধারা : ৫৩, দণ্ডবিধি] সঠিক উত্তর : ৫ প্রকার ; [ধারা : ৫৩, দণ্ডবিধি] 2 / 9 2. বেআইনি সমাবেশের জন্য ন্যূনতম কত জনের উপস্থিতি প্রয়োজন? [জুডি. : ২০০৭] ৬ জন ৪ জন ৫ জন ৭ জন সঠিক উত্তর : ৫ জন ; [ধারা : ১৪১, দণ্ডবিধি] সঠিক উত্তর : ৫ জন ; [ধারা : ১৪১, দণ্ডবিধি] 3 / 9 3. `Pleadings’ এর অর্থ কী? [জুডি. : ২০০৭] আরজি লিখিত জবাব আরজি ও লিখিত জবাব উকিলের বক্তব্য সঠিক উত্তর : আরজি ও লিখিত জবাব ; [আদেশ ৬ : বিধি ১, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : আরজি ও লিখিত জবাব ; [আদেশ ৬ : বিধি ১, দেওয়ানি কার্যবিধি] 4 / 9 4. Cheating এর সংজ্ঞা পেনাল কোডের কোন ধারায় আছে? [জুডি. : ২০০৭] ৪২০ ৪১৭ ৪১৯ ৪১৫ সঠিক উত্তর : ৪১৫; [ধারা : ৪১৫, দণ্ডবিধি] সঠিক উত্তর : ৪১৫; [ধারা : ৪১৫, দণ্ডবিধি] 5 / 9 5. ‘Penal Code’ অনুযায়ী কোন ধারার অপরাধের জন্য মৃত্যুদণ্ড দেয়া যায় না? [জুডি. : ২০০৭] ৩০২ ৩০৩ ৩০৪ ৩৯৬ সঠিক উত্তর : ৩০৪ ; [ধারা : ৩০৪, দণ্ডবিধি] সঠিক উত্তর : ৩০৪ ; [ধারা : ৩০৪, দণ্ডবিধি] 6 / 9 6. FIR কার নিকট দায়ের করা যায়? [জুডি. : ২০০৭] স্থানীয় ম্যাজিস্ট্রেট বিচারকারী আদালত স্থানীয় থানা কোনোটিই নয় সঠিক উত্তর : স্থানীয় থানা ; [ধারা : ১৫৪, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : স্থানীয় থানা ; [ধারা : ১৫৪, ফৌজদারি কার্যবিধি] 7 / 9 7. নিম্নবর্ণিত কোন মামলায় ad valorem কোর্ট ফি দিতে হবে না? [জুডি. : ২০০৭] দলিল বাতিল বণ্টন মামলা চুক্তি বলবৎকরণ দখল পুনরুদ্ধার সঠিক উত্তর : বণ্টন মামলা ; [ধারা : ৯, সুনির্দিষ্ট প্রতিকার আইন] সঠিক উত্তর : বণ্টন মামলা ; [ধারা : ৯, সুনির্দিষ্ট প্রতিকার আইন] 8 / 9 8. জমি থেকে বেদখল হওয়ার পর কতদিনের মধ্যে স্বত্ব দখল পুনরুদ্ধারের মামলা দায়ের করতে হবে? [জুডি. : ২০০৭] ৬ মাস ৩ বছর ৬ বছর ১২ বছর সঠিক উত্তর : ১২ বছর ; [অনুচ্ছেদ : ১৪২, তামাদি আইনের প্রথম তফসিল] সঠিক উত্তর : ১২ বছর ; [অনুচ্ছেদ : ১৪২, তামাদি আইনের প্রথম তফসিল] 9 / 9 9. সর্বোচ্চ আদালত কতৃর্ক বিচার বিভাগ পৃথকীকরণ মামলার রায় দেয়া হয় কোন সালে? [জুডি. : ২০০৭] ১৯৯৬ ১৯৯৭ ১৯৯৮ ১৯৯৯ সঠিক উত্তর : ১৯৯৯ ; [প্রাথমিক : ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ১৯৯৯ ; [প্রাথমিক : ফৌজদারি কার্যবিধি] Your score is Facebook 0% Restart quiz By Wordpress Quiz plugin