আইনকানুন একাডেমি

/100
21

Bar Exam Paper [2015]

বার কাউন্সিল ২০১৫ সালের এমসিকিউ পরীক্ষার পুরো প্রশ্নটি এখানে রয়েছে। এই পরীক্ষাটি দিয়ে নিজেকে পুনরায় যাচাই করুন বিগত সালের প্রশ্নে।

এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন। ইমেইলটি লেখা বাধ্যতামূলক নয়; তবে, ইমেইল এড্রেস দিলে আপনার ইমেইলে বিস্তারিত ফলাফল চলে যাবে।

1 / 100

1. আদালত প্রদত্ত অস্থায়ী নিষেধাজ্ঞাদেশ অমান্যের ক্ষেত্রে অমান্যকারী পক্ষকে দেওয়ানি কয়েদে আটক রাখা যায় অনূর্ধ্ব- [বার : ২০১৫]

2 / 100

2. নালিশী দরখাস্ত গ্রহণকালে নালিশকারীকে পরীক্ষা করা একজন ম্যাজিস্ট্রেটের জন্য- [বার : ২০১৫]

3 / 100

3. বিবাহ বিচ্ছেদের পর বিলম্বিত দেনমোহরের জন্য একজন মুসলিম স্ত্রী কর্তৃক মামলা দায়েরের ক্ষেত্রে তামাদি সময়কাল হলো- [বার : ২০১৫]

4 / 100

4. অন্যের দখলীয় সম্পত্তিতে কোনো অপরাধ সংঘটনের জন্য যে কেহ প্রবেশ করে যে অপরাধটি করে তা হলো- [বার : ২০১৫]

5 / 100

5. পেনাল কোডে বর্ণিত ‘দ্বীপান্তর’—এর শাস্তি স্থলাভিষিক্ত করা হয় যে প্রকারের কারাদণ্ড দিয়ে তা হলো - [বার : ২০১৫]

6 / 100

6. সকল দেওয়ানি কার্যক্রমে কোনো পক্ষের স্বামী বা স্ত্রী গণ্য হবে- [বার : ২০১৫]

7 / 100

7. চুক্তির সুনির্দিষ্ট কার্যসম্পাদনের কোনো মামলায় যেক্ষেত্রে কোনো সময়কাল নির্ধারিত নেই, সেক্ষেত্রে তামাদির মেয়াদ গণনা আরম্ভ হবে- [বার : ২০১৫]

8 / 100

8. সরকারের বিপক্ষে বিরুদ্ধ দখলজনিত স্বত্বের দাবি প্রতিষ্ঠায় বাদীকে প্রমাণ করতে হবে তার নিরবিচ্ছিন্ন দখল— [বার : ২০১৫]

9 / 100

9. সুনির্দিষ্ট প্রতিকার দেওয়া যেতে পারে- [বার : ২০১৫]

10 / 100

10. যুগ্ম দায়রা জজ প্রদত্ত খালাস আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করতে হয়Ñ [বার : ২০১৫]

11 / 100

11. অর্থদণ্ডের বিরুদ্ধের আনীত আপিল চলাকালে আসামি মারা গেলে আপিলটি Ñ [বার : ২০১৫]

12 / 100

12. ‘ক’ থানায় অভিযোগ করে যে, তার ভাই ‘খ’ একটি সাদা কাগজে তাদের পিতার সই নকল করেছে। দণ্ডবিধি অনুসারে এটা কোন অপরাধ? [বার : ২০১৫]

13 / 100

13. মৃত্যুদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধের তদন্ত যদি ১২০ দিনের মধ্যে সমাপ্ত না হয়, তবে আসামি- [বার : ২০১৫]

14 / 100

14. দায়রা আদালতের রায় ও দণ্ডাদেশের অনুলিপি অগ্রবর্তী করতে হবে — [বার : ২০১৫]

15 / 100

15. দেওয়ানি আপিলের মেমোতে কোনো একটি হেতু উল্লেখ না করলে, শুনানিকালে তা উত্থাপন করা যাবে শুধু— [বার : ২০১৫]

16 / 100

16. সাক্ষ্য আইন অনুযায়ী একজন শিশু সাক্ষীর যোগ্যতা নির্ভর করে তার— [বার : ২০১৫]

17 / 100

17. নাবালকের পক্ষে কোনো মামলা আসন্ন বন্ধু ছাড়া দায়ের করা হলে বিবাদী দরখাস্ত করতে পারে আরজিটি খরচাসহ— [বার : ২০১৫]

18 / 100

18. `A’, `Z’ কে হুমকি দেয় যে, তাকে `Z’) টাকা না দিলে দত’ সম্পর্কে সে মানহানিকর বক্তব্য প্রকাশ করবে।`A’’ যে অপরাধ করেছে তা— [বার : ২০১৫]

19 / 100

19. প্রত্যেকটি মামলা দাখিল করতে হবে- [বার : ২০১৫]

20 / 100

20. প্রতারণার সর্বোচ্চ শাস্তি কী? [বার : ২০১৫]

21 / 100

21. একজন সহকারী জজের ডিক্রির বিরুদ্ধে রিভিশন দায়ের করা যাবে— [বার : ২০১৫]

22 / 100

22. কোনো আমলযোগ্য অপরাধ সংঘটন সম্পর্কে ফৌজদারি কার্যবিধির ১৫৪ ধারায় প্রদত্ত লিখিত এজাহার স্বাক্ষর করবে— [বার : ২০১৫]

23 / 100

23. বাদী প্রশ্নোত্তর প্রদানের আদেশ পালনে ব্যর্থ হলে তার মামলা— [বার : ২০১৫]

24 / 100

24. কোনো অ্যাডভোকেট বার কাউন্সিলের সদস্য পদে থাকবে না উপযুর্পরি— [বার : ২০১৫]

25 / 100

25. একটি দেওয়ানি মামলায় কোনো ঘটনা প্রমাণের জন্য সর্বনিম্ন যে ক’জন সাক্ষীর প্রয়োজন হয় তা- [বার : ২০১৫]

26 / 100

26. কোনো মামলায় আদালত চূড়ান্তÍ শুনানির পূর্বে যেকোনো এক পক্ষের প্রার্থনায় খরচাসহ সময় প্রদান করতে পারে অনধিক- [বার : ২০১৫]

27 / 100

27. বার কাউন্সিলের মেয়াদ উত্তীর্ণের বছরে বার কাউন্সিল নির্বাচন যে তারিখে বা তারিখের পূর্বে সম্পন্ন করতে হবে তা হলো- [বার : ২০১৫]

28 / 100

28. নিম্নের কোনটি পাবলিক ডকুমেন্ট? [বার : ২০১৫]

29 / 100

29. দেওয়ানি মামলায় কোনটি রক্ষণীয়? [বার : ২০১৫]

30 / 100

30. মিথ্যা অভিযোগের ক্ষেত্রে একজন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট খালাসের আদেশ প্রদানের সময় নালিশকারীর বিরুদ্ধে এরূপ ক্ষতিপূরণের আদেশ দিতে পারে, যা হবে অনধিকÑ [বার : ২০১৫]

31 / 100

31. অর্থদণ্ড কত বছরের মধ্যে যেকোনো সময় আদায় করা যায়— [বার : ২০১৫]

32 / 100

32. পেনাল কোডে কত প্রকারের শাস্তি আছে? [বার : ২০১৫]

33 / 100

33. বিচারিক আদালত একজন দণ্ডিতকে জামিন দিতে পারে যদি তার কারদণ্ডের মেয়াদ হয় অনধিকÑ [বার : ২০১৫]

34 / 100

34. একটি দলিল সংশোধিত হতে পারে শুধু— [বার : ২০১৫]

35 / 100

35. ফৌজদারি কার্যবিধির ২৯সি ধারাবলে বিশেষ ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট সাজা দিতে পারে অনধিকÑ [বার : ২০১৫]

36 / 100

36. ৩০ বছরের পুরাতন দলিলের সম্পাদন সঠিক ধরে নেওয়া যেতে পারে যদি তা উপস্থাপিত হয়Ñ [বার : ২০১৫]

37 / 100

37. আদি আদালত কর্তৃক প্রদত্ত যেকোনো আদেশকে সাধারণত আইনের প্রশ্নে চ্যালেঞ্জ করা যায় Ñ [বার : ২০১৫]

38 / 100

38. সংক্ষিপ্ত বিচারে অনধিক ২০০/— টাকা অর্থদণ্ড হলে উক্ত আদেশের বিরুদ্ধে প্রতিকার কী? [বার : ২০১৫]

39 / 100

39. তামাদি আইনে সুনির্দিষ্টভাবে তামাদির মেয়াদ সংক্রান্ত বিধান নেই Ñ [বার : ২০১৫]

40 / 100

40. আদালতের ডিক্রির কপি সংশ্লিষ্ট নিবন্ধন কর্মকর্তার কাছে প্রেরণ করতে হয় একটি— [বার : ২০১৫]

41 / 100

41. সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারার অধীনে কোনো মামলা দায়ের করা যাবে না- [বার : ২০১৫]

42 / 100

42. সুনির্দিষ্ট প্রতিকার আইনের ২৯ ধারানুসারে চুক্তির সুনির্দিষ্ট প্রতিপালনের মামলা খারিজ হলে বাদী অবশ্যই বারিত হবে .... [বার : ২০১৫]

43 / 100

43. কোনো স্থাবর সম্পত্তির বিক্রয় চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎ করা যাবে না, যদি না চুক্তিটি হয়Ñ [বার : ২০১৫]

44 / 100

44. পেনাল কোডের কোন ধারায় ঈভ টিজিং এর শাস্তির বিধান আছে? [বার : ২০১৫]

45 / 100

45. `Z’ এর সম্মতি ছাড়া তার দখল হতে অসাধুভাবে নিয়ে যাবার উদ্দেশ্যে `Z’ এর জমিতে একটি গাছ কাটে। এক্ষেত্রে `Z’’ সংঘটন করে— [বার : ২০১৫]

46 / 100

46. কোন ফৌজদারি আদালতের রিভিশন ক্ষমতা আছে? [বার : ২০১৫]

47 / 100

47. শাস্তির মেয়াদের ভগ্নাংশ নিরূপণের ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ডকে যে মেয়াদের সশ্রম কারাদণ্ড হিসেবে গণনা করা হয় তা হলো - [বার : ২০১৫]

48 / 100

48. সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করা যায় না— [বার : ২০১৫]

49 / 100

49. ডিক্রিদারের মৌখিক আবেদনের প্রেক্ষিতে জারি কার্যক্রম শুরু হতে পারে, যদি ডিক্রিটি হয়Ñ [বার : ২০১৫]

50 / 100

50. ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারানুসারে একজন আসামির দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করার ক্ষমতা কার? [বার : ২০১৫]

51 / 100

51. চুরি করতে গিয়ে আসামি যদি স্বেচ্ছাক্রমে আঘাত দেয়, তবে অপরাধটি হবে Ñ [বার : ২০১৫]

52 / 100

52. B এর হত্যার জন্য A অভিযুক্ত। বিচারকালে নিচের কোন ঘটনাটি বিচার্য বিষয় হবে না— [বার : ২০১৫]

53 / 100

53. আত্মহত্যা প্রচেষ্টার সর্বোচ্চ শাস্তি কী? [বার : ২০১৫]

54 / 100

54. কোনো মামলার অ্যাবেটের আদেশ রদের জন্য মৃত বাদীর বৈধ প্রতিনিধি সরাসরি দরখাস্ত করতে পারে- [বার : ২০১৫]

55 / 100

55. জারির জন্য নতুন দরখাস্ত দাখিল করা যায় না— [বার : ২০১৫]

56 / 100

56. বাংলাদেশ বার কাউন্সিলের সচিব নিযুক্ত হয়Ñ [বার : ২০১৫]

57 / 100

57. আপসমূলক ডিক্রির বিরুদ্ধে প্রতিকার পাওয়া যায়- [বার : ২০১৫]

58 / 100

58. যে অপরাধের একমাত্র শাস্তি জরিমানা, সেক্ষেত্রে জরিমানা অনাদায়ে কারাদণ্ড হবে- [বার : ২০১৫]

59 / 100

59. আদালত অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ড দিলে, তা ১/৪ অংশের বেশি হবে না — [বার : ২০১৫]

60 / 100

60. নিম্নবর্ণিত কোন বক্তব্যটি সঠিক? [বার : ২০১৫]

61 / 100

61. একজন সাক্ষীর আচরণ সংক্রান্ত মন্তব্য প্রাসঙ্গিক হলে তা লিপিবদ্ধ করবে Ñ [বার : ২০১৫]

62 / 100

62. ডিক্রির অন্তর্ভুক্ত মর্মে গণ্য হবে- [বার : ২০১৫]

63 / 100

63. সাক্ষ্য আইনে একজন সাক্ষীকে অধিকতর জেরা করা যায়- [বার : ২০১৫]

64 / 100

64. একজন দুষ্কর্মের সহযোগী যোগ্য সাক্ষী হবে- [বার : ২০১৫]

65 / 100

65. রিভিউ—এ সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা প্রয়োগ করতে পারে সে আদালত যে— [বার : ২০১৫]

66 / 100

66. প্রাথমিক ডিক্রি প্রাপ্তির পর কোনো পক্ষ চূড়ান্ত ডিক্রির জন্য দরখাস্ত দাখিল করতে পারেÑ [বার : ২০১৫]

67 / 100

67. পেনাল কোড এর যে ধারায় ‘ডাকাতি’ সংজ্ঞায়িত হয়েছে তা হলোÑ [বার : ২০১৫]

68 / 100

68. তদন্তকালে ম্যাজিস্ট্রেট কোনো আসামিকে পুলিশ হেফাজতে রাখার জন্য তদন্তকারী পুলিশ কর্মকর্তাকে ক্ষমতা দিতে পারে অনধিক- [বার : ২০১৫]

69 / 100

69. একজন সাক্ষীকে আইনগতভাবে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যেতে পারে- [বার : ২০১৫]

70 / 100

70. দেওয়ানি আদালতের ডিক্রি জারির ক্ষেত্রে তামাদির মেয়াদÑ [বার : ২০১৫]

71 / 100

71. বাতিলযোগ্য দলিল বাতিলের ডিক্রি প্রদানের ক্ষেত্রে দেওয়ানি আদালতের ক্ষমতা— [বার : ২০১৫]

72 / 100

72. অপরাধীর সংখ্যা ছাড়া নিম্নবর্ণিত কোন দুটি অপরাধের উপাদানসমূহ অভিন্ন? [বার : ২০১৫]

73 / 100

73. নিম্নের কোনটি আইন অনুযায়ী বলবৎযোগ্য? [বার : ২০১৫]

74 / 100

74. একটি আদালত খরচার ওপর সুদ প্রদান করতে পারে অনধিক Ñ [বার : ২০১৫]

75 / 100

75. তৃতীয় শ্রেণির ম্যাজিস্ট্রেট প্রদত্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করতে হয়Ñ [বার : ২০১৫]

76 / 100

76. বেপরোয়া গাড়ি চালিয়ে মৃত্যু ঘটালে যে অপরাধ হয় তা — [বার : ২০১৫]

77 / 100

77. প্রতিটি জেলায় সর্বোচ্চ ফৌজদারি আদালতের বিচারক হন— [বার : ২০১৫]

78 / 100

78. পেনাল কোডের ৩২৪ ধারায় শাস্তিযোগ্য অপরাধ আপস করতে পারে — [বার : ২০১৫]

79 / 100

79. তামাদি আইনের ৫ ধারা প্রযোজ্য হয় যেখানে কোনো- [বার : ২০১৫]

80 / 100

80. একজন বেসরকারি ব্যক্তি কর্তৃক বর্তস্বত্ব অধিকার অর্জনের ন্যূনতম সময়কাল হলো- [বার : ২০১৫]

81 / 100

81. নিম্নের কোন দলিলটি মাধ্যমিক সাক্ষ্য হিসেবে গণ্য হয়? [বার : ২০১৫]

82 / 100

82. কোনো আদালত দৈনিক কার্য—তালিকায় কয়টি মামলা চূড়ান্তÍ শুনানির জন্য ধার্য করতে পারে? [বার : ২০১৫]

83 / 100

83. অনধিক ৫০ টাকার ডিক্রি জারিতে একজন ব্যক্তিকে আটক রাখা যাবে— [বার : ২০১৫]

84 / 100

84. বিচার চলাকালে ১ বছর হাজতে থাকা একজন আসামির ৫ বছরের কারাদণ্ডের আদেশ হয়। দণ্ডিত আসামিকে কত দিন কারাগারে সাজা ভোগ করতে হবে? [বার : ২০১৫]

85 / 100

85. কোনো পাবলিক প্রসিকিউটর কোনো আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রত্যাহার করতে পারে Ñ [বার : ২০১৫]

86 / 100

86. কোন মামলায় আদালত রায়ের পূর্বে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করতে পারে? [বার : ২০১৫]

87 / 100

87. অ অজ্ঞাত মালিকের একটি সোনার আংটি পায়। মালিককে খঁুজে বের করার চেষ্টা না করেই অ তা বিক্রি করে। অ যে অপরাধে দোষী হবে, তা— [বার : ২০১৫]

88 / 100

88. B একটি অপরাধ করেছে। এখন A চায় আদালতের রায়ে B এর সাজা হোক। কোন বক্তব্যটি সঠিক? [বার : ২০১৫]

89 / 100

89. ব্যভিচারের জন্য কাকে অভিযুক্ত করা যায়? [বার : ২০১৫]

90 / 100

90. একজন ব্যক্তি জীবিত মর্মে যে দাবি করে তা তাকেই প্রমাণ করতে হবে, যদি ঐ ব্যক্তির কোনো সংবাদ পাওয়া না যায়— [বার : ২০১৫]

91 / 100

91. কোনো মামলায় একাধিক বাদী থাকলে কোনো একজনকে আদালত মামলাটির দাবি প্রত্যাহারের অনুমতি দিতে পারে- [বার : ২০১৫]

92 / 100

92. সাক্ষ্য আইনের কোন ধারা অনুযায়ী একজন সাক্ষীকে বৈরী ঘোষণা করা যেতে পারে? [বার : ২০১৫]

93 / 100

93. সাধারণত একজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের ধরণ হয়- [বার : ২০১৫]

94 / 100

94. একজন প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট কারাদণ্ড দিতে পারে অনধিক [বার : ২০১৫]

95 / 100

95. সরকারি চাকরি হতে নৈতিক স্খলনের দায়ে বরখাস্তকৃত একজন ব্যক্তি অ্যাডভোকেট হবার জন্য অযোগ্য হবে, যদি না সে অতিবাহিত করে— [বার : ২০১৫]

96 / 100

96. প্রতিটি জেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সর্বোচ্চ পদ হচ্ছে— [বার : ২০১৫]

97 / 100

97. কোনো মামলা দায়েরের সময়সীমা বিষয়ে তামাদি আইনে সুনির্দিষ্ট বিধান না থাকলে তামাদির মেয়াদ হলো- [বার : ২০১৫]

98 / 100

98. ফৌজদারি কার্যবিধি অনুসারে কোনো ব্যক্তির সদাচরণের মুচলেকা দেয়ার আদেশ দিতে পারেন- [বার : ২০১৫]

99 / 100

99. যুক্তরাজ্যে বসবাসকারী X একজন বাংলাদেশী নাগরিক। সে উগাণ্ডায় এক ব্যক্তিকে হত্যা করে। বাংলাদেশের যোগ্যতাসম্পন্ন কোনো আদালত X এর বিচার করতে পারে, যদি তাকে পাওয়া যায়— [বার : ২০১৫]

100 / 100

100. বার কাউন্সিল কর্তৃক প্রাপ্ত অ্যাডভোকেট হবার সকল আবেদনপত্র এর যে কমিটিতে উপস্থাপন করতে হয় তা হলো - [বার : ২০১৫]

Your score is

0%