আইনকানুন একাডেমি

Welcome to all the exams!

The Exhaustive exam list!

The Exhaustive exam list!

এটি এক্সসটিভ এক্সাম লিংকের পেইজ। এক্সসটিভ মানে হলো – সব আইনের সব পরীক্ষা শুধু তাই নয়; বরং সবধরণের মানসম্মত প্রশ্নের সমাহার। এই প্রশ্নগুলোর বাইরে আর কোনো প্রশ্ন প্রায় সম্ভবই না! শুধু প্রশ্নের ভাষার বদল হতে পারে মাত্র!

সব আইনের অধ্যায়ভিত্তিক এমসিকিউ টেস্ট / কুইজ

এখানে ৭টি আইনের অধ্যায় অথবা বিষয় ভিত্তিক এমসিকিউ রয়েছে ধারাবাহিকভাবে। একটি একটি করে পড়া শেষ করবেন এবং পরীক্ষাগুলো দিতে থাকবেন। আপনার প্রস্তুতির সর্বোচ্চ মানসম্মত অনুশীলন সম্পন্ন হবে নিচের প্রতিটি পরীক্ষা দেবার মাধ্যমে। এখুনি নেমে পড়ুন!

The Specific Relief Act, 1887

সুনির্দিষ্ট প্রতিকার আইনের এক্সসটিভ এক্সামগুলো আইনটির অধ্যায়ভিত্তিতে এখানে বিন্যস্ত আছে। কিছু কিছু ক্ষেত্রে অধ্যায়গুলো ছোট হওয়ায় একত্রে, কোনো ক্ষেত্রে অধ্যায় বড় হবার কারণে একাধিক ভাগে এক্সামগুলো রয়েছে। তো, শুরু করে দিন! প্রয়োজনে একবার করে মূল আইন রিভিশন দিয়ে এক্সামগুলো দিন।

  1. Exam on Section 1-7
  2. Exam on Section 8-11
  3. Exam on Section 12-21a
  4. Exam on Section 22-30
  5. Exam on Section 31-41
  6. Exam on Section 42-44
  7. Exam on Section 52-57
The Penal Code, 1860

দণ্ডবিধি ২৫টি অধ্যায়ে বিভক্ত। তবে ১৬ ও ১৭ নং অধ্যায় বড় হওয়ায় বাড়তি কিছু ভাগে বিভক্ত করে এবং কিছু অধ্যায় ছোট হওয়ায় একাধিক অধ্যায়ের পরীক্ষা একসাথে করে নিয়ে মোট ২৩টি এক্সাম রয়েছে দণ্ডবিধির। সবচাইতে গোছানোভাবে প্রস্তুতকৃত এই পরীক্ষাগুলোতে অংশ নিলে প্রস্তুতির সর্বেোচ্চ শিখরে থাকবেন বলা বাহুল্য!

তো, শুরু করে দিন! প্রয়োজনে একবার করে মূল আইন রিভিশন দিয়ে এক্সামগুলো দিন।

  1. Exam on Section 1-5
  2. Exam on Section 6-52
  3. Exam on Section 34-38
  4. Exam on Section 53-75
  5. Exam on Section 76-95
  6. Exam on Section 96-106
  7. Exam on Section 107-120
  8. Exam on Section 120a-120b
  9. Exam on Section 121-130
  10. Exam on Section 141-160
  11. Exam on Section 161-171i
  12. Exam on Section 172-190
  13. Exam on Section 191-229
  14. Exam on Section 230-263a
  15. Exam on Section 264-298
  16. Exam on Section 299-318
  17. Exam on Section 319-338a
  18. Exam on Section 339-358
  19. Exam on Section 359-377
  20. Exam on Section 378-402
  21. Exam on Section 403-462b
  22. Exam on Section 463-502
  23. Exam on Section 503-511 
The Code of Criminal Procedure, 1898

ফৌজদারি কার্যবিধি অনেক বড় আইন বটে, তবে, প্রক্রিয়াগত বিষয়গুলো বুঝে উঠতে পারলে পুরো কার্যবিধি সহজেই আয়ত্বে আনা সম্ভব। ৪৬টি অধ্যায়ে বিভক্ত এই আইনটির সুবিধাজনক টপিক ভিত্তিতে অথবা কখনো অধ্যায়ভিত্তিতে প্রশ্নসমূহ রয়েছে।

তো, শুরু করে দিন! প্রয়োজনে একবার করে মূল আইন রিভিশন দিয়ে এক্সামগুলো দিন।

  1. Exam on Section 1-5
  2. Exam on Section 6-25
  3. Exam on Section 28-41
  4. Exam on Section 42-86
  5. Exam on Section 87-105
  6. Exam on Section 106-153
  7. Exam on Section 154-176
  8. Exam on Section 177-199b
  9. Exam on Section 200-205d
  10. Exam on Section 221-240
  11. Exam on Section 241-265
  12. Exam on Section 265a-345
  13. Exam on Section 346-373
  14. Exam on Section 374-403
  15. Exam on Section 404-416
  16. Exam on Section 417-431
  17. Exam on Section 432-442a
  18. Exam on Section 476-525
  19. Exam on Section 525a-565
The Evidence Act, 1872

সাক্ষ্য আইনের মাত্র ১৬৭টি ধারা থেকেই ১৫ নম্বরের এমসিকিউ প্রশ্ন এসে থাকে। এই আইনটিতে নম্বর তোলা তুলনামূলক সহজ হলেও মনে রাখবেন যে, সাক্ষ্য আইন অতি মৌল একটি আইন। এর খুঁটিনাটি বুঝে পড়া উচিত এবং এখান থেকে মারাত্মক কঠিন আকারে প্রশ্ন আসতে পারে। সাক্ষ্য আইনের এক্সসটিভ প্রশ্নগুলো আশা করি আপনাদের প্রস্তুতির সকল দিক পরিপূর্ণ  করে তুলবে। মূল ধারা ও আইনটির সম্যক উপলব্ধি নিয়ে নিচের এমসিকিউ টেস্টগুলো চেষ্টা করুন।

  1. Exam on Section 1-4
  2. Exam on Section 5-16
  3. Exam on Section 17-31
  4. Exam on Section 32-39
  5. Exam on Section 40-55
  6. Exam on Section 56-60
  7. Exam on Section 61-73b
  8. Exam on Section 74-100
  9. Exam on Section 101-117
  10. Exam on Section 118-134
  11. Exam on Section 135-145
  12. Exam on Section 146-167
The Code of Civil Procedure, 1908

দেওয়ানি কার্যবিধি নিয়ে সকলের মনে ভয় ভীষণ। কিন্তু, প্রসিডিওর সংক্রান্ত আইনের কারণে এটিকে সহজ করে উপলব্ধি করা সম্ভব। কার্যবিধি সংক্রান্ত আইন বলতেই মূলত দেওয়ানি কার্য প্রক্রিয়ার তত্ত্ব কিংবা প্রক্রিয়াগুলোকেই মৌল ভিত্তি ধরা হয়ে থাকে বিধায় এই আইন ভালোভাবে সম্পন্ন করা বাধ্যতামূলক যেকোনো পরীক্ষার্থীর। নিচের টপিক ও আদেশভিত্তিক পরীক্ষাগুলো সযত্নে অংশগ্রহণ করলেই আশা করি আপনাদের প্রস্তুতির পরিপূর্ণতা আসবে! তো, শুরু করে দিন!

  1. Exam on Order 1
  2. Exam on Order 2-4
  3. Exam on Order 5
  4. Exam on Order 6
  5. Exam on Order 7
  6. Exam on Order 8
  7. Exam on Order 9
  8. Exam on Order 10-14
  9. Exam on Order 15-19
  10. Exam on Order 20
  11. Exam on Order 21
  12. Exam on Order 22-24-25
  13. Exam on Order 32-33-34-37
  14. Exam on Order 38
  15. Exam on Order 39-40
  16. Exam on Order 41
  17. Exam on Section 1-8
  18. Exam on Section 9-14
  19. Exam on Section 15-24a
  20. Exam on Section 27-35b
  21. Exam on Section 36-74
  22. Exam on Section 75-78-ord-26
  23. Exam on Section 79-95-ord-35-36-27-27a-23
  24. Exam on Section 96-99
  25. Exam on Section 104-112-ord-42-45
  26. Exam on Section 113-115-ord-46-47
  27. Exam on Section 116-158
The Limitation Act, 1908

তামাদি আইনের প্রশ্নগুলো এখানে যুক্ত করা রয়েছে ছোট ছোট ভাগে । এই প্রশ্নগুলো অনুশীলন করুন।

  1. Exam on Section 1-2
  2. Exam on Section 3-5
  3. Exam on Section 6-11
  4. Exam on Section 12-16
  5. Exam on Section 17-25
  6. Exam on Section 26-29
  7. Exam on Article 1-36
  8. Exam on Article 37-115
  9. Exam on Article 116-149
  10. Exam on Article 150-157
  11. Exam on Article 158-183
Bar Council Order, Rules & Etiquette, 1972

বিবিসি অর্ডার, রুলস ও আচরণবিধির প্রশ্নগুলো এখানে যুক্ত করা রয়েছে ছোট ছোট ভাগে । এই প্রশ্নগুলো অনুশীলন করুন।

  1. Exam on Article 1-26
  2. Exam on Article 27-46
  3. Exam on Rules and Etiquette 

 

 

 

 

 

 

বিগত সালভিত্তিক প্রশ্নগুলো!

বিগত সালের বার কাউন্সিল ও জুডিসিয়ারির সবগুলো পরীক্ষার লিংক নিচে রয়েছে। এগুলো একে একে দিয়ে নিজেকে বিগত প্রশ্নগুলোতে সর্বোচ্চ মাত্রায় প্রস্তুত করে রাখুন। ২০/৩০ টি প্রশ্ন এগুলো থেকেই প্রতিটি পরীক্ষায় কোনো না কোনোভাবে পেতে থাকবেন বলে আশা করি। 

BBC Previous MCQ Questions

এখানে ২০১২ সাল থেকে একেবারে সবশেষ ২০২৩ সালের এমসিকিউ পরীক্ষার প্রশ্নগুলো আছে । একে একে নিচের লিংকগুলোতে নিজেকে যাচাই করুন পুরোনো সব সালের প্রশ্নে আপনার দক্ষতাকে!

নিচের লিংকগুলোতে এখনো প্রশ্ন যুক্ত করা হয়নি; খুব শীঘ্রই যুক্ত করা হবে। অপেক্ষা করবেন। [জুলাই ২০ তারিখ নাগাদ যুক্ত হবে]

Bar MCQ Exam : 2012

Bar MCQ Exam : 2013

Bar MCQ Exam : 2015

Bar MCQ Exam : 2017

Bar MCQ Exam : 2020

Bar MCQ Exam : 2022

Bar MCQ Exam : 2023

BJSC Previous MCQ Questions

এখানে ২০০৭ সাল থেকে জুডিসিয়ারির একেবারে সবশেষ ২০২৪ সালের এমসিকিউ পরীক্ষার প্রশ্নগুলো আছে [শুধুই বার কাউন্সিল পরীক্ষা-সংশ্লিষ্ট আইনসমূহের]। ফলে, আপনার বার কাউন্সিলের পরীক্ষা পাকাপোক্ত প্রস্তুতির জন্য এই প্রশ্নগুলো সমাধানের মাধ্যমে প্রস্তুতির পূর্ণাঙ্গতা আনা সম্ভব। একে একে নিচের লিংকগুলোতে নিজেকে যাচাই করুন।

নিচের লিংকগুলোতে এখনো প্রশ্ন যুক্ত করা হয়নি; খুব শীঘ্রই যুক্ত করা হবে। অপেক্ষা করবেন। [জুলাই ২০ তারিখ নাগাদ যুক্ত হবে]

Judi. MCQ Exam : 2007

Judi. MCQ Exam : 2008

Judi. MCQ Exam : 2010

Judi. MCQ Exam : 2011

Judi. MCQ Exam : 2012

Judi. MCQ Exam : 2013

Judi. MCQ Exam : 2014

Judi. MCQ Exam : 2015

Judi. MCQ Exam : 2017

Judi. MCQ Exam : 2018

Judi. MCQ Exam : 2019

Judi. MCQ Exam : 2021

Judi. MCQ Exam : 2022

Judi. MCQ Exam : 2023

Judi. MCQ Exam : 2024

পূর্ণাঙ্গ মডেল টেস্ট!

মুরাদ স্যারের প্রস্তুতকৃত মডেল টেস্ট মানেই হলো – সবচাইতে মানসম্মত প্রশ্ন! এবং অহেতুক জটিল প্রশ্ন যা কিনা পরীক্ষাতেও আসবে না এরূপ প্রশ্ন বাদে মডেল টেস্ট! অনেকেই এমন সকল প্রশ্ন তৈরি করে থাকেন যেগুলো সাধারণত পরীক্ষাতে কোনোভাবেই আসার মতো নয়! যাইহোক, এই মডেল টেস্টগুলো দেবার মাধ্যমে সর্বোচ্চ মাত্রায় চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন হবে আপনাদের।

10 Shadow Model Test [100 Marks]

বার কাউন্সিলের বিগত ৭টি এমসিকিউ পরীক্ষার আদলে একই ধারা অথবা ধারণা থেকে প্রস্তুতকৃত মডেল টেস্টগুলোর নাম দিয়েছি আমরা শ্যাডো মডেল টেস্ট। অনুরূপভাবে জুডিসিয়ারির বিগত সকল পরীক্ষায় বার কাউন্সিলের অংশ থেকে আসা প্রশ্নগুলোর মোট সংখ্যা ৩১৮টি প্রশ্নের আদলে আরো ৩টি পূর্ণাঙ্গ মডেল টেস্ট প্রস্তুত করা আছে। এই মডেল টেস্টগুলো আরেকটি নতুন অভিজ্ঞতার মধ্য দিয়ে নিজেকে যাচাই করতে পারবেন। বিগত সালের প্রতিটি ধারার প্রশ্নে কতোটা দক্ষতা অর্জন হয়েছে আপনার তা যাচাই করার এর চেয়ে ভালো পদ্ধতি আর হয় না! প্রতিটি পরীক্ষা যত্ন করে অংশ নিন।

এই টেস্টগুলো আইনের ধারাপাত সিরিজ গ্রন্থের মডেল টেস্ট বুকটিতে থাকা শ্যাডো মডেল টেস্টগুলোর অনুরূপ।

 

মডেল টেস্ট : ১ [বার ২০১২ অনুরূপ]

মডেল টেস্ট : ২ [বার ২০১৩ অনুরূপ]

মডেল টেস্ট : ৩ [বার ২০১৫ অনুরূপ]

মডেল টেস্ট : ৪ [বার ২০১৭ অনুরূপ]

মডেল টেস্ট : ৫ [বার ২০২০ অনুরূপ]

মডেল টেস্ট : ৬ [বার ২০২২ অনুরূপ]

মডেল টেস্ট : ৭ [বার ২০২৩ অনুরূপ]

মডেল টেস্ট : ৮ [জুডিসিয়ারির অনুরূপ]

মডেল টেস্ট : ৯ [জুডিসিয়ারির অনুরূপ]

মডেল টেস্ট : ১০ [জুডিসিয়ারির অনুরূপ]

15 New Model Tests [100 Marks]

সর্বোচ্চ মানসম্মত প্রশ্নের ১৫ টি পূর্ণাঙ্গ মডেল টেস্ট এখানে রাখা আছে। এর আগে থাকা শ্যাডো মডেল টেস্টগুলো ছিলো বিগত সালে আসা ধারাগুলোর সাথে সম্পর্কিত। অপরদিকে এই ১৫টি পূর্ণাঙ্গ টেস্টে মূলত যে ধারাগুলো থেকে প্রশ্ন আসেনি, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ধারা যা থেকে প্রশ্ন আসবে, সেগুলো থেকে মডেল টেস্টগুলো প্রধানত সাজানো। ফলে, আগের শ্যাডো মডেল টেস্টের পরেপরে এই ১৫টি মডেল টেস্ট আপনার প্রস্তুতিতে ৯০ ভাগ সিকিউর করে ফেলবে।

এই টেস্টগুলো আইনের ধারাপাত সিরিজ গ্রন্থের মডেল টেস্ট বুকটিতে থাকা স্বতন্ত্র মডেল টেস্টগুলোর অনুরূপ।

অনেক অনেক সুচিন্তিতভাবে এই সকল মডেল টেস্ট প্রশ্ন তৈরি করা আছে। আশা করি দারুণ অভিজ্ঞতা হবে এই সকল প্রশ্নের চর্চা ও অনুশীলনের মাধ্যমে।

 

মডেল টেস্ট : ১১ [স্বতন্ত্র মডেল টেস্ট ০১]

মডেল টেস্ট : ১২ [স্বতন্ত্র মডেল টেস্ট ০২]

মডেল টেস্ট : ১৩ [স্বতন্ত্র মডেল টেস্ট ০৩]

মডেল টেস্ট : ১৪ [স্বতন্ত্র মডেল টেস্ট ০৪]

মডেল টেস্ট : ১৫ [স্বতন্ত্র মডেল টেস্ট ০৫]

মডেল টেস্ট : ১৬ [স্বতন্ত্র মডেল টেস্ট ০৬]

মডেল টেস্ট : ১৭ [স্বতন্ত্র মডেল টেস্ট ০৭]

মডেল টেস্ট : ১৮ [স্বতন্ত্র মডেল টেস্ট ০৮]

মডেল টেস্ট : ১৯ [স্বতন্ত্র মডেল টেস্ট ০৯]

মডেল টেস্ট : ২০ [স্বতন্ত্র মডেল টেস্ট ১০]

মডেল টেস্ট : ২১ [স্বতন্ত্র মডেল টেস্ট ১১]

মডেল টেস্ট : ২২ [স্বতন্ত্র মডেল টেস্ট ১২]

মডেল টেস্ট : ২৩ [স্বতন্ত্র মডেল টেস্ট ১৩]

মডেল টেস্ট : ২৪ [স্বতন্ত্র মডেল টেস্ট ১৪]

মডেল টেস্ট : ২৫ [স্বতন্ত্র মডেল টেস্ট ১৫]