/100 21 Bar Exam Paper [2022] বার কাউন্সিল ২০২২ সালের এমসিকিউ পরীক্ষার পুরো প্রশ্নটি এখানে রয়েছে। এই পরীক্ষাটি দিয়ে নিজেকে পুনরায় যাচাই করুন বিগত সালের প্রশ্নে। এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন। ইমেইলটি লেখা বাধ্যতামূলক নয়; তবে, ইমেইল এড্রেস দিলে আপনার ইমেইলে বিস্তারিত ফলাফল চলে যাবে। 1 / 100 1. মামলা করার অধিকার সৃষ্টির পূর্বেই সংশ্লিষ্ট ব্যক্তি মৃত্যুবরণ করলে তার আইনানুগ উত্তরাধিকারী মামলা করার যোগ্য হওয়ার তারিখ থেকে তামাদি গণনা শুরু হবে। এই বিধানের ব্যতিক্রম হলো .... মামলা। [বার : ২০২২] টাকার দাবির পদাধিকারের দাবির অগ্রক্রয়ের স্বত্ব ঘোষণার দাবির সঠিক উত্তর : অগ্রক্রয়ের ; [ধারা : ১৭, তামাদি আইন] সঠিক উত্তর : অগ্রক্রয়ের ; [ধারা : ১৭, তামাদি আইন] 2 / 100 2. সুনির্দিষ্ট চুক্তি প্রবলের মোকদ্দমার তামাদির মেয়াদ .... বছর। [বার : ২০২২] ৬ ৩ ২ ১ সঠিক উত্তর : ১ ; [অনুচ্ছেদ : ১১৩, তামাদি আইন] সঠিক উত্তর : ১ ; [অনুচ্ছেদ : ১১৩, তামাদি আইন] 3 / 100 3. The Evidence Act, 1872 অনুযায়ী প্রাথমিক সাক্ষ্য (Primary Evidence) অর্থ ..... [বার : ২০২২] আদালতে সরাসরি উপস্থাপিত মৌখিক সাক্ষ্য আদালতে উপস্থাপিত আসল দলিল মামলার ঘটনা সম্পর্কিত সাধারণ প্রমাণ শ্রুত সাক্ষ্য সঠিক উত্তর : আদালতে উপস্থাপিত আসল দলিল ; [ধারা : ৬২, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : আদালতে উপস্থাপিত আসল দলিল ; [ধারা : ৬২, সাক্ষ্য আইন] 4 / 100 4. রাষ্ট্রদ্রোহের সর্বোচ্চ কারাদণ্ড কী? [বার : ২০২২] ৩ বছর ৭ বছর ১০ বছর যাবজ্জীবন সঠিক উত্তর : যাবজ্জীবন ; [ধারা : ১২৪ক, দণ্ডবিধি] সঠিক উত্তর : যাবজ্জীবন ; [ধারা : ১২৪ক, দণ্ডবিধি] 5 / 100 5. একজন আসামির দোষ স্বীকারোক্তি শুধুই তার বিরুদ্ধে কার্যকর হবে -The Evidence Act, 1872 এর কোন ধারায় এই নীতির বাতিক্রম আছে? [বার : ২০২২] ২৪ ২৫ ২৯ ৩০ সঠিক উত্তর : ৩০ ; [ধারা : ৩০, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ৩০ ; [ধারা : ৩০, সাক্ষ্য আইন] 6 / 100 6. The Code of Civil Procedure, 1908 এর Order 33, rule 1 অনুযায়ী কোনো ব্যক্তি ‘Pauper’ গণ্য হবেন, যদি মামলার সম্পত্তি ও প্রয়োজনীয় পোষাক পরিচ্ছদ ব্যতীত তার সম্পত্তির মূল্য ...... টাকা না হয়। [বার : ২০২২] ১৫০০০ ১২০০০ ১০০০০ ৫০০০ সঠিক উত্তর : ৫০০০ ; [আদেশ : ৩৩, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ৫০০০ ; [আদেশ : ৩৩, দেওয়ানি কার্যবিধি] 7 / 100 7. সাধারণভাবে একজন যুগ্ম দায়রা জজ অনধিক ..... বছরের কারাদণ্ড দিতে পারেন। [বার : ২০২২] ৭ ১০ ১২ ১৪ সঠিক উত্তর : ১০ ; [ধারা : ৩১, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ১০ ; [ধারা : ৩১, ফৌজদারি কার্যবিধি] 8 / 100 8. The Evidence Act, 1872 এর বিধান অনুযায়ী বিবাহ বিচ্ছেদের পর সর্বোচ্চ ..... দিনের মধ্যে জন্ম হলে এবং উক্ত সময়ের মধ্যে অনুযায়ী অবিবাহিত থাকলে বা কারো সাথে দৈহিক সম্পর্ক না হলে বৈধ সন্তানরূপে প্রমাণিত হবে। [বার : ২০২২] ৩ মাসের ইদ্দতকালীন সময় ৩০০ দিন ১০ মাস ১০ দিন ২৮০ দিন সঠিক উত্তর : ২৮০ দিন ; [ধারা : ১১২, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ২৮০ দিন ; [ধারা : ১১২, সাক্ষ্য আইন] 9 / 100 9. The Limitation Act, 1908 এর ২৮ ধারা অনুযায়ী নির্দিষ্ট তামাদি সময়ের মধ্যে দখল পুনরুদ্ধারের জন্য মামলা না করলে সংশ্লিষ্ট সম্পত্তির অধিকার .... । [বার : ২০২২] বিলুপ্ত হবে ক্ষতিগ্রস্ত হবে না তামাদি বারিত হবে সরকারের উপর ন্যস্ত হবে সঠিক উত্তর : বিলুপ্ত হবে ; [ধারা : ২৮, তামাদি আইন] সঠিক উত্তর : বিলুপ্ত হবে ; [ধারা : ২৮, তামাদি আইন] 10 / 100 10. ‘Clients, not Advocates, are the litigants.’ ’ এটি .... এর প্রতি একজন আইনজীবীর আচরণের সাথে সম্পর্কিত। [বার : ২০২২] মক্কেল অন্যান্য আইনজীবী আদালত সাধারণ জনগণ সঠিক উত্তর : অন্যান্য আইনজীবী : [চ্যাপ্টার ১ : আচরণবিধি] সঠিক উত্তর : অন্যান্য আইনজীবী : [চ্যাপ্টার ১ : আচরণবিধি] 11 / 100 11. মামলার যেকোনো পর্যায়ে কোনো সম্পত্তি বা বস্তু সম্পর্কে কোনো প্রশ্নের উদ্ভব হলে আদালত ... করতে পারবেন। [বার : ২০২২] পরিদর্শন অনুসন্ধান তদন্ত ক্রোক সঠিক উত্তর : পরিদর্শন ; [আদেশ ১৮ : বিধি ১৮, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : পরিদর্শন ; [আদেশ ১৮ : বিধি ১৮, দেওয়ানি কার্যবিধি] 12 / 100 12. The Evidence Act, 1872 এর কোন ধারাটি জেরার ‘আইনসঙ্গত প্রশ্ন’ সম্পর্কিত? [বার : ২০২২] ১৩৯ ১৪১ ১৪৫ ১৪৬ সঠিক উত্তর : ১৪৬ ; [ধারা : ১৪৬, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ১৪৬ ; [ধারা : ১৪৬, সাক্ষ্য আইন] 13 / 100 13. অন্যান্য আইনজীবী এর উপর কার প্রাক—শ্রোতা অধিকার (Right of Pre-audience) রয়েছে? [বার : ২০২২] বাংলাদেশের প্রধান বিচারপতি সংশ্লিষ্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল সঠিক উত্তর : বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল ; [অনুচ্ছেদ : ২৬, বিবিসি অর্ডার] সঠিক উত্তর : বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল ; [অনুচ্ছেদ : ২৬, বিবিসি অর্ডার] 14 / 100 14. ‘Exclusion of time in legal proceedings’ সম্পর্কিত বিধান রয়েছে The Limitation Act, 1908 এর ..... ধারায়। [বার : ২০২২] ১২ ১৩ ১৪ ১৫ সঠিক উত্তর : ১২ ; [ধারা : ১২, তামাদি আইন] সঠিক উত্তর : ১২ ; [ধারা : ১২, তামাদি আইন] 15 / 100 15. The Limitation Act, 1908 এর কত ধারায় ‘Legal Disability’ বিষয়ে উল্লেখ আছে? [বার : ২০২২] ৬ ৮ ৯ ১০ সঠিক উত্তর : ৬ ; [ধারা : ৬, তামাদি আইন] সঠিক উত্তর : ৬ ; [ধারা : ৬, তামাদি আইন] 16 / 100 16. The Specific Relief Act, 1877 এর কোন ধারায় সরকারের বিরুদ্ধে মামলা করা যায় না? [বার : ২০২২] ৮ ৯ ১০ ৪২ সঠিক উত্তর : ৯ ; [ধারা : ৯, সুনির্দিষ্ট প্রতিকার আইন] সঠিক উত্তর : ৯ ; [ধারা : ৯, সুনির্দিষ্ট প্রতিকার আইন] 17 / 100 17. আবশ্যকীয় সম্পূরক প্রতিকার (Further Relief) না চাইলে The Specific Relief Act, 1877এর কোন ধারার মামলা ব্যর্থ হয়? [বার : ২০২২] ৩৯ ৪২ ৪৪ ৫৩ সঠিক উত্তর : ৪২ ; [ধারা : ৪২, সুনির্দিষ্ট প্রতিকার আইন] সঠিক উত্তর : ৪২ ; [ধারা : ৪২, সুনির্দিষ্ট প্রতিকার আইন] 18 / 100 18. The Penal Code, 1860 এর ধারা ৪৯৯ এ বর্ণিত মানহানির সংজ্ঞার কয়টি ব্যতিক্রমের উল্লেখ আছে? [বার : ২০২২] ৫ ৭ ৯ ১০ সঠিক উত্তর : ১০; [ধারা : ৪৯৯, দণ্ডবিধি] সঠিক উত্তর : ১০; [ধারা : ৪৯৯, দণ্ডবিধি] 19 / 100 19. পুলিশ অফিসারের নিকট প্রদত্ত দোষ স্বীকারোক্তি The Evidence Act, 1872 এর কত ধারা অনুযায়ী গ্রহণযোগ্য নয়? [বার : ২০২২] ২৪ ২৫ ২৬ ২৭ সঠিক উত্তর : ২৫ ; [ধারা : ২৫, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ২৫ ; [ধারা : ২৫, সাক্ষ্য আইন] 20 / 100 20. X সদবিশ্বাসেY এর একটি ঘড়ি তার (X) নিজের মনে করে নিয়ে যায় এবং তা ব্যবহার করতে থাকে। X এর কৃত কাজ [বার : ২০২২] অপরাধ নয় চুরি অপরাধমূলক বিশ্বাসভঙ্গ প্রতারণা সঠিক উত্তর : অপরাধ নয় ; [ধারা : ৪০৩, দণ্ডবিধি] সঠিক উত্তর : অপরাধ নয় ; [ধারা : ৪০৩, দণ্ডবিধি] 21 / 100 21. The Code of Civil Procedure, 1908 অনুযায়ী ‘Review’ এর দরখাস্ত মঞ্জুর হলে তার বিরুদ্ধে প্রতিকার কী? [বার : ২০২২] রিভিশন আপিল রেফারেন্স কোনো প্রতিকার নেই সঠিক উত্তর : আপিল ; [ধারা : ১১৪, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : আপিল ; [ধারা : ১১৪, দেওয়ানি কার্যবিধি] 22 / 100 22. The Code of Civil Procedure, 1908 এর Section 58 এর বিধানানুযায়ী দেওয়ানি জারি মামলায় একজন দায়িককে সর্বোচ্চ কতদিন দেওয়ানি কারাগারে আটক রাখা যায়? [বার : ২০২২] ৬ মাস ৩ মাস ৯০ দিন ৬০ দিন সঠিক উত্তর : ৬ মাস ; [ধারা : ৫৮, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ৬ মাস ; [ধারা : ৫৮, দেওয়ানি কার্যবিধি] 23 / 100 23. সর্বনিম্ন কত বছর বয়সী শিশু আদালতে সাক্ষী হিসাবে সাক্ষ্য দিতে পারে? [বার : ২০২২] ১২ ১৬ ১৮ কোনো বয়সসীমা নেই সঠিক উত্তর : কোনো বয়সসীমা নেই ; [ধারা : ১১৮, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : কোনো বয়সসীমা নেই ; [ধারা : ১১৮, সাক্ষ্য আইন] 24 / 100 24. The Specific Relief Act, 1877 এর ২১ ধারার অধীন কত ধরনের চুক্তি বলবতযোগ্য নয়? [বার : ২০২২] ৫ ৭ ৮ ১০ সঠিক উত্তর : ৮ ; [ধারা : ২১, সুনির্দিষ্ট প্রতিকার আইন] সঠিক উত্তর : ৮ ; [ধারা : ২১, সুনির্দিষ্ট প্রতিকার আইন] 25 / 100 25. মৃত্যুকালীন ঘোষণা গ্রহণীয় ...... । [বার : ২০২২] কেবল ফৌজদারি কার্যধারায় কেবল দেওয়ানি কার্যধারায় দেওয়ানি ও ফৌজদারি কার্যধারায় কেবল ঘোষণাকারীর মৃত্যুর কারণ—সংশ্লিষ্ট ফৌজদারি কার্যধারায় সঠিক উত্তর : দেওয়ানি ও ফৌজদারি কার্যধারায় ; [ধারা : ৩২, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : দেওয়ানি ও ফৌজদারি কার্যধারায় ; [ধারা : ৩২, সাক্ষ্য আইন] 26 / 100 26. The Code of Civil Procedure, 1908 এর কোন ধারানুযায়ী ‘to do justice and to undo injustice’ করা যাবে? [বার : ২০২২] ৫১ ১৫১ ১৫২ ১৫৪ সঠিক উত্তর : ১৫১ ; [ধারা : ১৫১, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ১৫১ ; [ধারা : ১৫১, দেওয়ানি কার্যবিধি] 27 / 100 27. একতরফাসূত্রে আপিল শুনানি হলে পুনঃশুনানীর জন্য আবেদনের সময়সীমা কত? [বার : ২০২২] ৩০ দিন ৬০ দিন ৯০ দিন ১২০ দিন সঠিক উত্তর : ৩০ দিন ; [অনুচ্ছেদ : ১৬৯, তামাদি আইনের প্রথম তফসিল] সঠিক উত্তর : ৩০ দিন ; [অনুচ্ছেদ : ১৬৯, তামাদি আইনের প্রথম তফসিল] 28 / 100 28. টাকার ডিক্রি জারি মামলায় কোন ধরনের দায়িককে দেওয়ানি কারাগারে আটক রাখা যাবে না? [বার : ২০২২] ষাটোর্ধ্ব পুরুষ যেকোনো বয়সী স্ত্রীলোক বিকলাঙ্গ পুরুষ নিঃস্ব ব্যক্তি সঠিক উত্তর : যেকোনো বয়সী স্ত্রীলোক ; [ধারা : ৫৬, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : যেকোনো বয়সী স্ত্রীলোক ; [ধারা : ৫৬, দেওয়ানি কার্যবিধি] 29 / 100 29. নিম্নের কে বার কাউন্সিলের সচিব হিসাবে সরকার কর্তৃক নিয়োগ পেতে পারেন? [বার : ২০২২] শুধু একজন জেলা জজ শুধু একজন অতিরিক্ত জেলা জজ জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ যেকোনো বিচার বিভাগীয় কর্মকর্তা সঠিক উত্তর : জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ ; [অনুচ্ছেদ : ৬এ, বিবিসি অর্ডার] সঠিক উত্তর : জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ ; [অনুচ্ছেদ : ৬এ, বিবিসি অর্ডার] 30 / 100 30. যে মোকদ্দমার তামাদির মেয়াদ সম্পর্কে কোনো বিধান নেই সে মোকদ্দমা দাখিল করা যাবে .... বছরের মধ্যে [বার : ২০২২] ১ ৩ ৬ ১২ সঠিক উত্তর : ৬ ; [অনুচ্ছেদ : ১২০, তামাদি আইনের প্রথম তফসিল] সঠিক উত্তর : ৬ ; [অনুচ্ছেদ : ১২০, তামাদি আইনের প্রথম তফসিল] 31 / 100 31. The Penal Code, 1860 এর কোন ধারায় ‘প্রতারণা’র সংজ্ঞা বর্ণিত হয়েছে? [বার : ২০২২] ৪১৫ ৪০৬ ৪১৭ ৪২০ সঠিক উত্তর : ৪১৫ ; [ধারা : ৪১৫, দণ্ডবিধি] সঠিক উত্তর : ৪১৫ ; [ধারা : ৪১৫, দণ্ডবিধি] 32 / 100 32. The Penal Code, 1860 অনুযায়ী সর্বনিম্ন কত জনের অংশগ্রহণে বেআইনি সমাবেশ সংঘটিত হয়? [বার : ২০২২] ৪ ৫ ৭ ১০ সঠিক উত্তর : ৫ ; [ধারা : ১৪১, দণ্ডবিধি] সঠিক উত্তর : ৫ ; [ধারা : ১৪১, দণ্ডবিধি] 33 / 100 33. The Code of Criminal Procedure, 1898 অনুসারে ..... বছরের কম বয়সী ব্যক্তিকে কিশোর বলা হয়েছে। [বার : ২০২২] ১৬ ১৫ ২১ ১৮ সঠিক উত্তর : ১৫ ; [ধারা : ৩৯৯, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ১৫ ; [ধারা : ৩৯৯, ফৌজদারি কার্যবিধি] 34 / 100 34. The Code of Civil Procedure, 1908 এর কোন ধারার বিধান মতে হাইকোর্ট বিভাগ অধস্তন আদালত থেকে যেকোনো মামলা বদলী করতে পারেন? [বার : ২০২২] ২১ ২২ ২৩ ২৪ সঠিক উত্তর : ২৪ ; [ধারা : ২৪, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ২৪ ; [ধারা : ২৪, দেওয়ানি কার্যবিধি] 35 / 100 35. The Specific Relief Act, 1877 এর কোন প্রতিকারটি The Code of Civil Procedure, 1908দ্বারা নিয়ন্ত্রিত? [বার : ২০২২] অস্থায়ী নিষেধাজ্ঞা চিরস্থায়ী নিষেধাজ্ঞা প্রতিরোধমূলক প্রতিকার বাধ্যতামূলক নিষেধাজ্ঞা সঠিক উত্তর : অস্থায়ী নিষেধাজ্ঞা ; [ধারা : ৫৩, সুনির্দিষ্ট প্রতিকার আইন] সঠিক উত্তর : অস্থায়ী নিষেধাজ্ঞা ; [ধারা : ৫৩, সুনির্দিষ্ট প্রতিকার আইন] 36 / 100 36. নিম্নের কোন কাজটি সাধারণ ব্যতিক্রমের আওতায় পড়বে না? [বার : ২০২২] পুলিশ কর্তৃক বিনা পরোয়ানায় খুনিকে গ্রেপ্তার আদালতের রায় অনুযায়ী সম্পাদিত কাজ ১২ বছরের কম বয়স্ক পরিণত বোধসম্পন্ন শিশুর কাজ সদবিশ্বাসে কৃত কোনো কাজ সঠিক উত্তর : ১২ বছরের কম বয়স্ক পরিণত বোধসম্পন্ন শিশুর কাজ ; [ধারা : ৮৩, দণ্ডবিধি] সঠিক উত্তর : ১২ বছরের কম বয়স্ক পরিণত বোধসম্পন্ন শিশুর কাজ ; [ধারা : ৮৩, দণ্ডবিধি] 37 / 100 37. X অনুচিতভাবে Y এর ট্রেডমার্ক ব্যবহার করে। Y কোন ধরনের প্রতিকার চাইতে পারে? [বার : ২০২২] অস্থায়ী নিষেধাজ্ঞা চিরস্থায়ী নিষেধাজ্ঞা ঘোষণামূলক প্রতিকার বাধ্যতামূলক নিষেধাজ্ঞা সঠিক উত্তর : চিরস্থায়ী নিষেধাজ্ঞা ; [ধারা : ৫৪, সুনির্দিষ্ট প্রতিকার আইন] সঠিক উত্তর : চিরস্থায়ী নিষেধাজ্ঞা ; [ধারা : ৫৪, সুনির্দিষ্ট প্রতিকার আইন] 38 / 100 38. The Code of Criminal Procedure, 1898 এর ২৪৯ ধারার বিধান মতে ম্যাজিস্ট্রেট আসামিকে মুক্তি দেওয়ার ক্ষেত্রে মামলাটি ..... করবেন। [বার : ২০২২] মুলতুবি স্থগিত বন্ধ খারিজ সঠিক উত্তর : বন্ধ ; [ধারা : ২৪৯, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : বন্ধ ; [ধারা : ২৪৯, ফৌজদারি কার্যবিধি] 39 / 100 39. X ও Y, Z কে পৃথক সময়ে ক্ষুদ্র মাত্রার বিষ প্রয়োগে খুন করার চুক্তি করে চুক্তি মোতাবেক বিষ প্রয়োগ করে। কিন্তু ঢ এর প্রদত্ত বিষের মাত্রার কারণে ত মারা যায়। উক্ত মৃত্যুর জন্য কে/কারা দায়ী? [বার : ২০২২] শুধু X শুধু Y তারা উভয়ই কেউই নয় সঠিক উত্তর : তারা উভয়ই ; [ধারা : ৩৭, দণ্ডবিধি] সঠিক উত্তর : তারা উভয়ই ; [ধারা : ৩৭, দণ্ডবিধি] 40 / 100 40. X আদালতে দাবি করেন যে, Yএর দখলাধীন জমিতে তার অধিকার আছে। এর সমর্থনে X কতক বিষয়ের অস্তিত্ব দাবি করেন, যা Y অস্বীকার করেন। এক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ের অস্তিত্ব প্রমাণের দায় কার? [বার : ২০২২] শুধু X এর শুধু Y এর স্বীয় দাবির সমর্থনে উভয়ের এটি Judicial Notice এর বিষয় সঠিক উত্তর : শুধু X এর ; [ধারা : ১০১, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : শুধু X এর ; [ধারা : ১০১, সাক্ষ্য আইন] 41 / 100 41. The Code of Civil Procedure, 1908 এর কত ধারা অনুযায়ী আপিল আদালত মোকদ্দমা ‘Remand’ এ প্রেরণ করেন? [বার : ২০২২] ৯৬ ১০৫ ১০৭ ১০৯ সঠিক উত্তর : ১০৭ ; [ধারা : ১০৭, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ১০৭ ; [ধারা : ১০৭, দেওয়ানি কার্যবিধি] 42 / 100 42. The Code of Civil Procedure, 1908এর Order 17, rule 1 অনুযায়ী একটি দেওয়ানি মোকদ্দমায় চূড়ান্ত শুনানির স্তরে বাদীর অনুপস্থিতির কারণে মোকদ্দমা খারিজ হলে কত টাকা খরচ দাখিল করলে মোকদ্দমা পুনরায় হতে পারে? [বার : ২০২২] ১০০০ ২০০০ ৩০০০ ৫০০০ সঠিক উত্তর : ২০০০ ; [আদেশ ১৭ : বিধি ১, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ২০০০ ; [আদেশ ১৭ : বিধি ১, দেওয়ানি কার্যবিধি] 43 / 100 43. The Code of Criminal Procedure, 1898 এর কোন ধারার অধীনে পুলিশ সাক্ষীকে পরীক্ষা করে? [বার : ২০২২] ১৫৪ ১৬১ ১৬৪ ২০০ সঠিক উত্তর : ১৬১ ; [ধারা : ১৬১, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ১৬১ ; [ধারা : ১৬১, ফৌজদারি কার্যবিধি] 44 / 100 44. The Evidence Act, 1872২ অনুযায়ী সাক্ষী হিসাবে যোগ্যতার মানদণ্ড কী? [বার : ২০২২] শারিরীক সুস্থতা মোকদ্দমা সম্পর্কে জ্ঞান জিজ্ঞাসিত প্রশ্ন বুঝতে ও উত্তর দিতে পারা প্রাপ্ত বয়স্ক হওয়া সঠিক উত্তর : জিজ্ঞাসিত প্রশ্ন বুঝতে ও উত্তর দিতে পারা ; [ধারা : ১১৮, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : জিজ্ঞাসিত প্রশ্ন বুঝতে ও উত্তর দিতে পারা ; [ধারা : ১১৮, সাক্ষ্য আইন] 45 / 100 45. The Code of Civil Procedure, 1908 এর Section 89A (10) এর বিধানানুযায়ী ‘চধহবষ ড়ভ গবফরধঃড়ৎং’ প্রস্তুত করেন কে? [বার : ২০২২] জেলা জজ আইন মন্ত্রণালয় জেলা প্রশাসক হাইকোর্ট বিভাগ সঠিক উত্তর : জেলা জজ ; [ধারা : ৮৯ক(১০), দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : জেলা জজ ; [ধারা : ৮৯ক(১০), দেওয়ানি কার্যবিধি] 46 / 100 46. ম্যাজিট্রেট The Code of Criminal Procedure, 1898 এর কোন ধারা মোতাবেক ঘটনাস্থল পরিদর্শন করতে পারেন? [বার : ২০২২] 501 504 539A 539B সঠিক উত্তর : 539B ; [ধারা : ৫৩৯খ, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : 539B ; [ধারা : ৫৩৯খ, ফৌজদারি কার্যবিধি] 47 / 100 47. নালিশী মামলার ক্ষেত্রে কোনো ম্যাজিস্ট্রেটের উক্ত নালিশ গ্রহণের এখতিয়ার না থাকলে কি করবেন? [বার : ২০২২] ফেরত দিবেন উপযুক্ত আদালতে প্রেরণ করবেন খারিজ করবেন প্রাথমিক তদন্তের জন্য পাঠাবেন সঠিক উত্তর : ফেরত দিবেন ; [ধারা : ২০১, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ফেরত দিবেন ; [ধারা : ২০১, ফৌজদারি কার্যবিধি] 48 / 100 48. কোন ক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্য দেয়া যায় না? [বার : ২০২২] মূল দলিল স্থানান্তরযোগ্য না হলে মূল দলিলের অস্তিত্ব স্বীকার করা হলে মূল দলিলটি ৭৪ ধারায় বর্ণিত সরকারি দলিল হলে মূল দলিল সাক্ষ্য প্রদানকারীর দখলে থাকলে সঠিক উত্তর : মূল দলিল সাক্ষ্য প্রদানকারীর দখলে থাকলে ; [ধারা : ৬৫, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : মূল দলিল সাক্ষ্য প্রদানকারীর দখলে থাকলে ; [ধারা : ৬৫, সাক্ষ্য আইন] 49 / 100 49. শরীরের ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকারের স্থিতিকাল- [বার : ২০২২] মেয়াদহীন যুক্তিযুক্ত আতঙ্ক থাকা পর্যন্ত অপরাধের পর ২৪ ঘণ্টা পর্যন্ত আসামি ধরা না পড়া পর্যন্ত সঠিক উত্তর : যুক্তিযুক্ত আতঙ্ক থাকা পর্যন্ত ; [ধারা : ১০২, দণ্ডবিধি] সঠিক উত্তর : যুক্তিযুক্ত আতঙ্ক থাকা পর্যন্ত ; [ধারা : ১০২, দণ্ডবিধি] 50 / 100 50. দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা অর্থ এমন মোকদ্দমা যেখানে ..... সংশ্লিষ্ট স্বার্থ জড়িত থাকে। [বার : ২০২২] সম্পত্তি বা অফিস সম্পত্তি ও অফিস শুধু সম্পত্তি শুধু অফিস সঠিক উত্তর : সম্পত্তি বা অফিস ; [ধারা : ৯, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : সম্পত্তি বা অফিস ; [ধারা : ৯, দেওয়ানি কার্যবিধি] 51 / 100 51. The Evidence Act, 1872 এর ..... ধারায় অপরাধ সংঘটনের উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে। [বার : ২০২২] ৭ ৮ ৯ ১০ সঠিক উত্তর : ৮ ; [ধারা : ৮, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ৮ ; [ধারা : ৮, সাক্ষ্য আইন] 52 / 100 52. The Code of Criminal Procedure, 1898 এর বিধানানুসারে অতিরিক্ত দায়রা জজ প্রদত্ত দণ্ডের বিরুদ্ধে আপিল করতে হবে কোথায়? [বার : ২০২২] দায়রা জজ আদালতে হাইকোর্ট বিভাগে আপিল বিভাগে স্পেশাল জজ আদালতে সঠিক উত্তর : হাইকোর্ট বিভাগে ; [ধারা : ৪১০, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : হাইকোর্ট বিভাগে ; [ধারা : ৪১০, ফৌজদারি কার্যবিধি] 53 / 100 53. The Penal Code, 1860 এর কোন ধারায় ‘Culpable Homicide’এর উপাদান বর্ণিত হয়েছে? [বার : ২০২২] ২৯৯ ৩০০ ৩০২ ৩০৭ সঠিক উত্তর : ২৯৯ ; [ধারা : ২৯৯, দণ্ডবিধি] সঠিক উত্তর : ২৯৯ ; [ধারা : ২৯৯, দণ্ডবিধি] 54 / 100 54. The Evidence Act, 1872 অনুযায়ী নিম্নের কোনটি সঠিক নয়? [বার : ২০২২] মানচিত্র একটি দলিল মুদ্রিত বই একটি দলিল ব্যঙ্গচিত্র দলিল নয় বেসরকারি দপ্তরের হিসাব বই একটি দলিল সঠিক উত্তর : ব্যঙ্গচিত্র দলিল নয় ; [ধারা : ৩, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ব্যঙ্গচিত্র দলিল নয় ; [ধারা : ৩, সাক্ষ্য আইন] 55 / 100 55. নিচের কোনটি ‘Principle of Estoppel’ সম্পর্কে সঠিক নয়? [বার : ২০২২] এটি সংবিধিবদ্ধ আইনের বিরুদ্ধে কাজ করে না এটি আইনগত বিষয়ে প্রযোজ্য নয় এটির জন্য প্রতারণামূলক অভিপ্রায় আবশ্যক নয় এটি দ্ব্যর্থবোধক হতে পারে সঠিক উত্তর : এটি দ্ব্যর্থবোধক হতে পারে ; [ধারা : ১১৫ ধারা, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : এটি দ্ব্যর্থবোধক হতে পারে ; [ধারা : ১১৫ ধারা, সাক্ষ্য আইন] 56 / 100 56. The Penal Code, 1860 এর কোন অধ্যায়ে সাধারণ ব্যতিক্রমসমূহ বর্ণিত হয়েছে? [বার : ২০২২] দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম সঠিক উত্তর : চতুর্থ ; [চতুর্থ অধ্যায়, দণ্ডবিধি] সঠিক উত্তর : চতুর্থ ; [চতুর্থ অধ্যায়, দণ্ডবিধি] 57 / 100 57. একতরফা ডিক্রি রদ রহিতের জন্য আবেদনের সময়সীমা কত? [বার : ২০২২] ১৫ দিন ৩০ দিন ৬০ দিন ৯০ দিন সঠিক উত্তর : ৩০ দিন ; [অনুচ্ছেদ : ১৬৪, তামাদি আইনের প্রথম তফসিল] সঠিক উত্তর : ৩০ দিন ; [অনুচ্ছেদ : ১৬৪, তামাদি আইনের প্রথম তফসিল] 58 / 100 58. আদালতের হেফাজতে রক্ষিত অপরাধ সংক্রান্ত কোনো সম্পত্তি ফেরৎ পাওয়ার জন্য আদালতে কী দাখিল করা আবশ্যক? [বার : ২০২২] জামানত মুচলেকা চুক্তিপত্র নিশ্চয়তাপত্র সঠিক উত্তর : মুচলেকা ; [ধারা : ৫১৭, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : মুচলেকা ; [ধারা : ৫১৭, ফৌজদারি কার্যবিধি] 59 / 100 59. The Code of Criminal Procedure, 1898 এর ১৪৪ ধারার বিধানসমূহ কোন এলাকায় প্রযোজ্য হবে না? [বার : ২০২২] জেলা সদরে মহানগরীতে পৌরসভায় উপজেলা সদরে সঠিক উত্তর : মহানগরীতে ; [ধারা : ১৪৪, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : মহানগরীতে ; [ধারা : ১৪৪, ফৌজদারি কার্যবিধি] 60 / 100 60. নিম্নের কোন অপরাধের শাস্তি শুধু অর্থদণ্ড? [বার : ২০২২] আপ্যায়নের মাধ্যমে ঘুষ গ্রহণ অনিষ্ট অনধিকার গৃহে প্রবেশ অশ্লীল পুস্তক বিক্রয় সঠিক উত্তর : আপ্যায়নের মাধ্যমে ঘুষ গ্রহণ ; [ধারা : ১৭১ঙ, দণ্ডবিধি] সঠিক উত্তর : আপ্যায়নের মাধ্যমে ঘুষ গ্রহণ ; [ধারা : ১৭১ঙ, দণ্ডবিধি] 61 / 100 61. The Code of Civil Procedure, 1908 এর Order 39, rule 2 অনুযায়ী দেওয়ানি আদালত কর্তৃক আরোপিত নিষেধাজ্ঞার আদেশ ক্রমাগত লংঘনকারীকে কতদিন দেওয়ানি কারাগারে আটক রাখার বিধান আছে? [বার : ২০২২] অনধিক ৬ মাস সর্বোচ্চ ১ বছর অনধিক ৯০ দিন সর্বোচ্চ ১৮০ দিন সঠিক উত্তর : অনধিক ৬ মাস ; [আদেশ : ৩৯, বিধি : ২, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : অনধিক ৬ মাস ; [আদেশ : ৩৯, বিধি : ২, দেওয়ানি কার্যবিধি] 62 / 100 62. মারামারি (Affray) সংঘটনের জন্য সর্বনিম্ন কতজনের অংশগ্রহণ আবশ্যক? [বার : ২০২২] ২ ৩ ৪ ৫ সঠিক উত্তর : ২ ; [ধারা : ১৫৯, দণ্ডবিধি] সঠিক উত্তর : ২ ; [ধারা : ১৫৯, দণ্ডবিধি] 63 / 100 63. একজন আইনজীবীর জন্য নিচের কোন কাজটি আচরণ বিধির লংঘন? [বার : ২০২২] মামলা পরিচালনার দায়িত্ব গ্রহণে সম্মত না হওয়া নিজে অপরাগ হলে অন্য কোনো সন্তোষজনক ব্যবস্থাপনায় শুনানি সম্পন্ন করা আইন পেশার পাশাপাশি আরেকটি ব্যবসা করা ফি নির্ধারণের ক্ষেত্রে সময় ও শ্রমকে বিবেচনায় নেওয়া সঠিক উত্তর : আইন পেশার পাশাপাশি আরেকটি ব্যবসা করা ; [চ্যাপ্টার ৪ : আচরণবিধি] সঠিক উত্তর : আইন পেশার পাশাপাশি আরেকটি ব্যবসা করা ; [চ্যাপ্টার ৪ : আচরণবিধি] 64 / 100 64. The Code of Civil Procedure, 1908 এর কোন আদেশ বলে মোকদ্দমায় পক্ষভুক্ত হওয়া যায়? [বার : ২০২২] Order 1 Order 2 Order 5 Order 10 সঠিক উত্তর : Order 1 ; [আদেশ ১ : বিধি ১ ও ৩, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : Order 1 ; [আদেশ ১ : বিধি ১ ও ৩, দেওয়ানি কার্যবিধি] 65 / 100 65. সুনির্দিষ্ট কার্যসম্পাদনের প্রতিকার প্রাপ্তির বিষয়টি ....। [বার : ২০২২] একচ্ছত্র অধিকার আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা সাংবিধানিক অধিকার দেওয়ানি অধিকার সঠিক উত্তর : আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা ; [তাত্ত্বিক ধারণা : সুনির্দিষ্ট প্রতিকার আইন] সঠিক উত্তর : আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা ; [তাত্ত্বিক ধারণা : সুনির্দিষ্ট প্রতিকার আইন] 66 / 100 66. The Code of Civil Procedure, 1908 এর Order 9, rule 8 অনুযায়ী কোনো মামলা খারিজ হলে বাদী ..... [বার : ২০২২] নতুন মামলা দায়ের করতে পারবেন নতুন মামলা দায়েরে বারিত হবেন রিভিউ চাইতে পারবেন ষাট দিনের মধ্যে খারিজাদেশ সরাসরি বাতিল চাইতে পারবেন সঠিক উত্তর : নতুন মামলা দায়েরে বারিত হবেন ; [আদেশ ৯ : বিধি ৯, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : নতুন মামলা দায়েরে বারিত হবেন ; [আদেশ ৯ : বিধি ৯, দেওয়ানি কার্যবিধি] 67 / 100 67. নিচের কোন আইনটি Procedural Law? [বার : ২০২২] Limitation Act, 1908 The Evidence Act, 1872 The Specific Relief Act, 1877 The Code of Civil Procedure, 1908 সঠিক উত্তর : The Code of Civil Procedure, 1908 ; [প্রাথমিক ধারণা] সঠিক উত্তর : The Code of Civil Procedure, 1908 ; [প্রাথমিক ধারণা] 68 / 100 68. The Code of Civil Procedure, 1908 এর ... ধারা একই বিচার্য বিষয় নিয়ে একই পক্ষগণের মধ্যে একাধিক বিচারকার্য নিষিদ্ধ করে। [বার : ২০২২] ১০ ১১ ১৫ ১৫১ সঠিক উত্তর : ১০ ; [ধারা : ১০, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ১০ ; [ধারা : ১০, দেওয়ানি কার্যবিধি] 69 / 100 69. The Penal Code, 1860 অনুসারে কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির ক্ষতিসাধনের উদ্দেশ্যে কোনো কিছু করলে কাজটি ..... করেছে বলে গণ্য হবে। [বার : ২০২২] অন্যায়ভাবে বেআইনিভাবে অসাধুভাবে অবৈধভাবে সঠিক উত্তর : অসাধুভাবে ; [ধারা : ২৪, দণ্ডবিধি] সঠিক উত্তর : অসাধুভাবে ; [ধারা : ২৪, দণ্ডবিধি] 70 / 100 70. The Specific Relief Act, 1877 এর কোন ধারা অনুযায়ী স্থাবর সম্পত্তি পুনরুদ্ধারের মোকদ্দমা করা যায়? [বার : ২০২২] ৮ ৯ ৪২ ৫৪ সঠিক উত্তর : ৮ ; [ধারা : ৮, সুনির্দিষ্ট প্রতিকার আইন] সঠিক উত্তর : ৮ ; [ধারা : ৮, সুনির্দিষ্ট প্রতিকার আইন] 71 / 100 71. The Evidence Act, 1872 এর কোন ধারা বৈরী সাক্ষী সম্পর্কিত? [বার : ২০২২] ১৫২ ১৫৩ ১৫৪ ১৫৫ সঠিক উত্তর : ১৫৪ ; [ধারা : ১৫৪, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ১৫৪ ; [ধারা : ১৫৪, সাক্ষ্য আইন] 72 / 100 72. বেঞ্চ সহকারী কর্তৃক আদালতের রায় পরিবর্তন করে নথিতে সামিল করলে তার জন্য সর্বোচ্চ কারাদণ্ড কত বছর? [বার : ২০২২] ৩ ৫ ৭ ১০ সঠিক উত্তর : ৭ ; [ধারা : ২১৯, দণ্ডবিধি] সঠিক উত্তর : ৭ ; [ধারা : ২১৯, দণ্ডবিধি] 73 / 100 73. নিষেধাজ্ঞা প্রত্যাখ্যানের ক্ষেত্র সম্পর্কেThe Specific Relief Act, 1877 এর কোন ধারায় বলা হয়েছে? [বার : ২০২২] ৫৩ ৫৪ ৫৫ ৫৬ সঠিক উত্তর : ৫৬ ; [ধারা : ৫৬, সুনির্দিষ্ট প্রতিকার আইন] সঠিক উত্তর : ৫৬ ; [ধারা : ৫৬, সুনির্দিষ্ট প্রতিকার আইন] 74 / 100 74. দায়রা জজ কর্তৃক প্রদত্ত মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে সাত দিনের মধ্যে আপিল দায়ের করার বিধান The Limitation Act, 1908 এর কোন অনুচ্ছেদে উল্লেখ আছে? [বার : ২০২২] ১৪৮ ১৫০ ১৫২ ১৫৪ সঠিক উত্তর : ১৫০ ; [অনুচ্ছেদ : ১৫০, তামাদি আইনের প্রথম তফসিল] সঠিক উত্তর : ১৫০ ; [অনুচ্ছেদ : ১৫০, তামাদি আইনের প্রথম তফসিল] 75 / 100 75. কখন অধিকতর তদন্ত করা যায়? [বার : ২০২২] কেবল সাক্ষ্য অপর্যাপ্ত হলে তদন্ত কর্মকর্তা পরিবর্তন হলে আসামি আবেদন করলে মামলার যেকোনো পর্যায়ে সঠিক উত্তর : কেবল সাক্ষ্য অপর্যাপ্ত হলে ; [ধারা : ১৭৩, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : কেবল সাক্ষ্য অপর্যাপ্ত হলে ; [ধারা : ১৭৩, ফৌজদারি কার্যবিধি] 76 / 100 76. নিম্নের কোন অপরাধের ক্ষেত্রে সংক্ষিপ্ত বিচার পদ্ধতি প্রযোজ্য? [বার : ২০২২] গুরুতর আঘাত দণ্ডনীয় নরহত্যা বেপরোয়া যান চালানোর দ্বারা মৃত্যু সাধারণ আঘাত সঠিক উত্তর : সাধারণ আঘাত ; [ধারা : ২৬০, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : সাধারণ আঘাত ; [ধারা : ২৬০, ফৌজদারি কার্যবিধি] 77 / 100 77. X, Y এর নাকে ঘুষি মেরে নাক ভেঙ্গে দেয়। The Penal Code,1860 এর কোন ধারায় X অপরাধ করেছে? [বার : ২০২২] ৩২৩ ৩২৪ ৩২৫ ৩২৬ সঠিক উত্তর : ৩২৫ ; [ধারা : ৩২৫, দণ্ডবিধি] সঠিক উত্তর : ৩২৫ ; [ধারা : ৩২৫, দণ্ডবিধি] 78 / 100 78. The Code of Criminal Procedure, 1898 এর বিধানানুসারে ভূমি সংক্রান্ত বিরোধের কারণে শান্তিভঙ্গের আশংকায় কোনো ক্রোককৃত সম্পত্তিতে রিসিভার নিয়োগ করেন কে? [বার : ২০২২] দেওয়ানি আদালত দায়রা জজ জেলা ম্যাজিস্ট্রেট যেকোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট সঠিক উত্তর : জেলা ম্যাজিস্ট্রেট ; [ধারা : ১৪৬, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : জেলা ম্যাজিস্ট্রেট ; [ধারা : ১৪৬, ফৌজদারি কার্যবিধি] 79 / 100 79. কোনো চুক্তি বাতিলযোগ্য হলে The Specific Relief Act, 1877 অনুযায়ী আদালত চুক্তিটি ... [বার : ২০২২] সংশোধন করবেন রদ করবেন বাতিল করবেন পক্ষদের ইচ্ছায় সিদ্ধান্ত দেবেন সঠিক উত্তর : রদ করবেন ; [ধারা: ৩৫, সুনির্দিষ্ট প্রতিকার আইন] সঠিক উত্তর : রদ করবেন ; [ধারা: ৩৫, সুনির্দিষ্ট প্রতিকার আইন] 80 / 100 80. “An Advocate shall not represent conflicting interests.” এটি .... এর প্রতি একজন আইনজীবীর আচরণ সম্পর্কিত নীতি। [বার : ২০২২] আদালত অন্যান্য আইনজীবী সাধারণ জনগণ মক্কেল সঠিক উত্তর : মক্কেল ; [চ্যাপ্টার ২ : আচরণবিধি] সঠিক উত্তর : মক্কেল ; [চ্যাপ্টার ২ : আচরণবিধি] 81 / 100 81. যে সকল ক্ষেত্রে আদালত নিষেধাজ্ঞার প্রার্থনা নামঞ্জুর করতে পারে সেগুলো The Specific Relief Act, 1877 এর কোন ধারায় উল্লেখ করা হয়েছে? [বার : ২০২২] ৫৪ ৫৫ ৫৬ ৫৭ সঠিক উত্তর : ৫৬ ; [ধারা : ৫৬, সুনির্দিষ্ট প্রতিকার আইন] সঠিক উত্তর : ৫৬ ; [ধারা : ৫৬, সুনির্দিষ্ট প্রতিকার আইন] 82 / 100 82. প্রত্যেক মোকদ্দমা দাখিল করতে হবে বিচার এখতিয়ার সম্পন্ন ..... পর্যায়ের আদালতে। [বার : ২০২২] জেলা জজ নির্ধারিত সর্বোচ্চ সর্বনিম্ন যে—কোনো সঠিক উত্তর : সর্বনিম্ন ; [ধারা : ১৫, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : সর্বনিম্ন ; [ধারা : ১৫, দেওয়ানি কার্যবিধি] 83 / 100 83. X লাঠি হাতে নিয়ে Y কে বলে, ‘আমি তোমাকে পিটাবো।’ এর দ্বারা X এর কৃত অপরাধ .....। [বার : ২০২২] আক্রমণ আঘাত বল প্রয়োগ আঘাতের চেষ্টা সঠিক উত্তর : আক্রমণ ; [ধারা : ৩৫১, দণ্ডবিধি] সঠিক উত্তর : আক্রমণ ; [ধারা : ৩৫১, দণ্ডবিধি] 84 / 100 84. আপিলের শর্তে জামিন চাইতে হলে দণ্ডের মেয়াদ কত হতে হয়? [বার : ২০২২] ৬ মাস ১ বছর ২ বছর ৩ বছর সঠিক উত্তর : ১ বছর ; [ধারা : ৪২৬, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ১ বছর ; [ধারা : ৪২৬, ফৌজদারি কার্যবিধি] 85 / 100 85. The Code of Civil Procedure, 1908 অনুযায়ী প্রতিটি সমন ..... স্বাক্ষর করবেন। [বার : ২০২২] আদালত বিচারক জারিকারক জেলা নাজির সঠিক উত্তর : বিচারক ; [আদেশ ৫ : বিধি ১, উপবিধি ৩, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : বিচারক ; [আদেশ ৫ : বিধি ১, উপবিধি ৩, দেওয়ানি কার্যবিধি] 86 / 100 86. The Code of Criminal Procedure, 1898 এর কোন ধারায় আপসযোগ্য মামলার বিষয় বর্ণিত হয়েছে? [বার : ২০২২] ২০২ ২৫৬ ৩৪০ ৩৪৫ সঠিক উত্তর : ৩৪৫ ; [ধারা : ৩৪৫, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ৩৪৫ ; [ধারা : ৩৪৫, ফৌজদারি কার্যবিধি] 87 / 100 87. ‘অপরাধীকে আশ্রয় দান দণ্ডনীয় অপরাধ’ সংক্রান্ত বিধান নিচের কোন সম্পর্কের ক্ষেত্রে প্রযোজ্য নয়? [বার : ২০২২] পিতা—পুত্র সন্তান—বৈধ অভিভাবক স্বামী—স্ত্রী ভাই—বোন সঠিক উত্তর : স্বামী—স্ত্রী ; [ধারা : ৫২ক, দণ্ডবিধি] সঠিক উত্তর : স্বামী—স্ত্রী ; [ধারা : ৫২ক, দণ্ডবিধি] 88 / 100 88. কয়টি ক্ষেত্রে শরীরের ব্যক্তিগত প্রতিরক্ষা অধিকার মৃত্যু ঘটানোর ক্ষেত্রেও প্রযোজ্য? [বার : ২০২২] ৪ ৫ ৬ ৭ সঠিক উত্তর : ৬ ; [ধারা : ১০০, দণ্ডবিধি] সঠিক উত্তর : ৬ ; [ধারা : ১০০, দণ্ডবিধি] 89 / 100 89. তর্কাতর্কির এক পর্যায়ে X, Y কে গুরুতর আঘাত করলে তিনদিন পর Y মারা যায়। | The Penal Code, 1860 এর কোন ধারায় X অপরাধ করেছে? [বার : ২০২২] ৩০৭ ৩২৬ ৩০২ ৩০৪ সঠিক উত্তর : ৩০৪ ; [ধারা : ৩০৪, দণ্ডবিধি] সঠিক উত্তর : ৩০৪ ; [ধারা : ৩০৪, দণ্ডবিধি] 90 / 100 90. Principle of Res Judicata একটি ..... বিষয়। [বার : ২০২২] আইনগত ঘটনাগত আইন ও ঘটনার সম্মিলিত আদালতের স্বেচ্ছাধীন সঠিক উত্তর : আইন ও ঘটনার সম্মিলিত ; [ধারা : ১১, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : আইন ও ঘটনার সম্মিলিত ; [ধারা : ১১, দেওয়ানি কার্যবিধি] 91 / 100 91. The Code of Civil Procedure, 1908 এ ‘প্রতিনিধিত্বমূলক মোকদ্দমা’ দায়েরের ধারণা পাওয়া যায় .... এ [বার : ২০২২] Order 1, rule 8 Order 1, rule 13 Order 5. rule 7 Order 6, rule 3 সঠিক উত্তর : Order 1, rule 8 ; [আদেশ ১ : বিধি ৮, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : Order 1, rule 8 ; [আদেশ ১ : বিধি ৮, দেওয়ানি কার্যবিধি] 92 / 100 92. X এর বাবা মৃত Y একজন বীর মুক্তিযোদ্ধা। Z, X এর নিকট Y এর সুনাম ক্ষুণ্ণ করার ভয় দেখায়। Z এর কৃত কাজ [বার : ২০২২] অপরাধ নয় অপরাধমূলক ভীতি প্রদর্শন কথা দ্বারা অনিষ্ট মানহানি সঠিক উত্তর : অপরাধমূলক ভীতি প্রদর্শন ; [ধারা : ৫০৩, দণ্ডবিধি] সঠিক উত্তর : অপরাধমূলক ভীতি প্রদর্শন ; [ধারা : ৫০৩, দণ্ডবিধি] 93 / 100 93. জামিন অযোগ্য অপরাধ হলেও নিম্নের কোন ব্যক্তির জামিন মঞ্জুর করা যেতে পারে? [বার : ২০২২] অক্ষম স্ত্রীলোক ১৫ বছরের পুরুষ পূর্বোক্ত সবার সঠিক উত্তর : পূর্বোক্ত সবার ; [ধারা : ৪৯৭, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : পূর্বোক্ত সবার ; [ধারা : ৪৯৭, ফৌজদারি কার্যবিধি] 94 / 100 94. কোন ক্ষেত্রে রায় প্রদানের দিন আসামির উপস্থিতি বাধ্যতামূলক নয়? [বার : ২০২২] আসামিকে খালাস দিলে আসামিকে ২ মাসের কারাদণ্ড দিলে কারাদণ্ড ও জরিমানা করা হলে আসামি হাজতে থাকলে সঠিক উত্তর : আসামিকে খালাস দিলে ; [ধারা : ৩৬৬, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : আসামিকে খালাস দিলে ; [ধারা : ৩৬৬, ফৌজদারি কার্যবিধি] 95 / 100 95. একটি মামলা সংক্ষিপ্ত বিচারে প্রদত্ত ১৫০ টাকার অর্থদণ্ডের বিরুদ্ধে দায়েরকৃত আপিলে আপিল আদালত এটি ..... [বার : ২০২২] সরাসরি খারিজ করবেন শুনানির জন্য নোটিশ দিবেন মঞ্জুর করে খালাস দিবেন মঞ্জুর করে মামলা পুনর্বিচারে পাঠাবেন সঠিক উত্তর : সরাসরি খারিজ করবেন ; [ধারা : ৪১৪, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : সরাসরি খারিজ করবেন ; [ধারা : ৪১৪, ফৌজদারি কার্যবিধি] 96 / 100 96. কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে কোথায় আটক রাখা হবে তা নির্ধারণ করেন কে? [বার : ২০২২] সংশ্লিষ্ট আদালত কারা কর্তৃপক্ষ সরকার জেলা ম্যাজিস্ট্রেট সঠিক উত্তর : সরকার ; [ধারা : ৫৪১, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : সরকার ; [ধারা : ৫৪১, ফৌজদারি কার্যবিধি] 97 / 100 97. সাক্ষ্য আইনের ৫৩ ধারা অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তির পূর্ববর্তী সচ্চরিত্র কোন মামলায় প্রাসঙ্গিক? [বার : ২০২২] দেওয়ানি ফৌজদারি দেওয়ানি ও ফৌজদারি কেবল আর্থিক প্রতারণা সংশ্লিষ্ট ফৌজদারি সঠিক উত্তর : ফৌজদারি ; [ধারা : ৫৩, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ফৌজদারি ; [ধারা : ৫৩, সাক্ষ্য আইন] 98 / 100 98. The Code of Criminal Procedure, 1898 এর ২৪৭ ধারা মোতাবেক নালিশকারীর অনুপস্থিতির কারণে আসামি খালাস পাবে যদি ....। [বার : ২০২২] গ্রেফতারি পরোয়ানা ইস্যু হয় সমন ইস্যু হয় রায়ের জন্য দিন থাকে কয়েকজন সাক্ষীর সাক্ষ্য গৃহীত হয় সঠিক উত্তর : সমন ইস্যু হয় ; [ধারা : ২৪৭, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : সমন ইস্যু হয় ; [ধারা : ২৪৭, ফৌজদারি কার্যবিধি] 99 / 100 99. ‘আসামির অনুপস্থিতিতে বিচার’ সংক্রান্ত বিধানটিThe Code of Criminal Procedure, 1898 এর কোন ধারায় আছে? [বার : ২০২২] ৩৩৯অ ৩৩৯ই ৩৩৯ঈ ৩৩৯ সঠিক উত্তর : ৩৩৯ই ; [ধারা : ৩৩৯খ, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ৩৩৯ই ; [ধারা : ৩৩৯খ, ফৌজদারি কার্যবিধি] 100 / 100 100. পাওনা অর্থ আদায়ের মোকদ্দমা দাখিলের তামাদি কত? [বার : ২০২২] ৩ বছর ৬ বছর ১০ বছর ১২ বছর সঠিক উত্তর : ৩ বছর ; [অনুচ্ছেদ : ৫৭, তামাদি আইনের প্রথম তফসিল] সঠিক উত্তর : ৩ বছর ; [অনুচ্ছেদ : ৫৭, তামাদি আইনের প্রথম তফসিল] Your score is Facebook 0% Restart quiz By Wordpress Quiz plugin