আইনকানুন একাডেমি

/100
9

Model test [24]

এটি ২৪ নং পূর্ণাঙ্গ মডেল টেস্ট; যা কিনা আইনের ধারাপাত মডেল টেস্ট বুক এর ২৪ নং টেস্টটির অবিকল অনুরূপ। আরো জ্ঞাতব্য যে, এই টেস্টটি মূলত বিগত সালে প্রশ্ন আসেনি, কিন্তু গুরুত্বপূর্ণ - এমন ধারাসমূহের ওপরে প্রধানত জোর দিয়ে তৈরি করা প্রশ্ন এবং এটি আসন্ন ২০২৫ সালের এমসিকিউ পরীক্ষায় কমন পাবার ক্ষেত্রে অত্যন্ত উপযোগী একটি পূর্ণাঙ্গ মডেল টেস্ট।

এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন। ইমেইলটি লেখা বাধ্যতামূলক নয়; তবে, ইমেইল এড্রেস দিলে আপনার ইমেইলে বিস্তারিত ফলাফল চলে যাবে।

1 / 100

1. কোনো মামলায় যেকোনো পক্ষে একের অধিক অ্যাডভোকেট নিযুক্ত থাকলে, মামলা পরিচালনার অধিকার থাকবে— [বার : ২০১৩]

2 / 100

2. নোটিশ দেওয়া সত্ত্বেও কোনো দলিল হাজির না করলে তা সাক্ষ্য হিসেবে ব্যবহার করার সুযোগ কীভাবে হতে পারে?

3 / 100

3. Previous conviction or acquittal how proved - এটি ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিধান?

4 / 100

4. ‘খ’ এর নিকট একটি বাড়ি এক লক্ষ টাকায় বিক্রয় করিতে ‘ক’ চুক্তিবদ্ধ হইল। চুক্তি সম্পন্ন করিবার পরদিন ঘূর্ণিঝড়ে বাড়িটি বিধ্বস্ত হইল। এই ঘটনায় পরিণতি হিসেবে নিচের কোনটি সঠিক?

5 / 100

5. নিঃসম্বল ব্যক্তির আপিল দেওয়ানি কার্যবিধির কোন আদেশের বিষয়বস্তু?

6 / 100

6. সুনির্দিষ্ট প্রতিকার আইনের ১১ ধারায় মোকদ্দমা দায়ের করতে পারে-

7 / 100

7. আইনজীবী হিসেবে তালিকাভূক্তির পরীক্ষা পদ্ধতি সংক্রান্ত বিধান করা হয়েছে বার কাউন্সিল রুলস এর কত বিধিতে?

8 / 100

8. তামাদি আইন সবশেষ কত সালে সংশোধিত হয়?

9 / 100

9. আসামি তার বিরুদ্ধে দেওয়া রায়ের নকল তুলতে পারে ফৌজদারি কার্যবিধির কোন ধারা অনুসারে?

10 / 100

10. আইনগত অপারগতা শেষ হওয়ার পর সর্বোচ্চ কত বছর পর তামাদির মেয়াদ শেষ হয়?

11 / 100

11. জাবেদা নকলের শুদ্ধতা সম্পর্কে অনুমান সাক্ষ্য আইনের কোন ধারার বিষয়বস্তু?

12 / 100

12. মধ্যস্থতার জন্য প্রেরিত মোকদ্দমা সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক?

13 / 100

13. একটি চোরাইমাল গ্রহণ কখন অপরাধ বলে গণ্য হয়?

14 / 100

14. ক চট্টগ্রামে বসবাস করে। ঢাকায় ক খ এর বিরুদ্ধে মানহানিকর বক্তব্য প্রকাশ করলে কোথায় মামলা দায়ের করা যাবে?

15 / 100

15. সুমনা একটি মামলার আসামি। একটি মামলায় সুমনার কাছে পাঠানো সমনটি তার অনুপস্থিতিতে নিচের কোন ব্যক্তিটির কাছে জারি করা যাবে?

16 / 100

16. বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার জন্য ‘অপরাধমূলক ষড়যন্ত্র’ করার অপরাধের সর্বোচ্চ শাস্তি কী?

17 / 100

17. আদালত কোনো চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করতে অস্বীকার করলে তার বিকল্প হিসেবে কী সিদ্ধান্ত দিতে পারে?

18 / 100

18. ফৌজদারি কার্যবিধির পঞ্চম তফসিলে কতটি ফরমের নমুনা দেওয়া আছে?

19 / 100

19. দণ্ডবিধি অনুসারে সরকারি কর্মচারীর ছদ্মবেশ ধারণের সর্বোচ্চ সাজা কত?

20 / 100

20. একতরফাভাবে নিষেধাজ্ঞা প্রদান করলে অপর পক্ষের হাজিরার পর নির্ধারিত শুনানির দিনে নিষেধাজ্ঞা আবেদনকারী মুলতুবি প্রার্থনা করলে আদালত নিচে বর্ণিত কোন আদেশ দেবেন?

21 / 100

21. তামাদি আইনের ১৪ ধারানুসারে মোকদ্দমার কারণের ভ্রমাত্মক ভুক্তি কোন ধরণের ত্রুটি বলে গণ্য হবে?

22 / 100

22. লিখিতভাবে দায় স্বীকারের ফলে তামাদির গণনায় কী প্রভাব পড়বে?

23 / 100

23. রায়ের পূর্বে বিবাদীকে গ্রেফতার করার প্রয়োজনে আদালত নির্ধারিত জামানত দেবার আদেশ পালন না করলে আদালত সর্বোচ্চ কতদিনের জন্য তাকে দেওয়ানি কারাগারে আটক রাখতে পারেন?

24 / 100

24. Adulteration of drugs দণ্ডবিধির কোন ধারা অনুসারে অপরাধ বলে গণ্য হয়?

25 / 100

25. Powers of Appellate Court in disposing of appeal - এটি ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিষয়বস্তু?

26 / 100

26. সাক্ষ্য প্রদানের সময় কোনো সাক্ষীই জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর করা থেকে অব্যাহতি পাবেন না - এই বিধান সাক্ষ্য আইনের কোন ধারায় বর্ণিত আছে?

27 / 100

27. inquest report বলতে আপনি নিচের কোনটি বোঝেন?

28 / 100

28. যদি আপিলকারী বা দরখাস্তকারী হাইকোর্ট বিভাগের কোনো আদেশ, কর্ম বা রায় দ্বারা তামাদির মেয়াদ নির্ধারণ বা গণনায় বিভ্রান্ত হয়, তবে তা তামাদির মেয়াদ গণনার ক্ষেত্রে -

29 / 100

29. পূর্ববর্তী কোনো রায় বা আদেশকে কেন্দ্র করে কোনো আদালতের অযোগ্যতা অথবা এখতিয়ারবিহীন অবস্থা প্রাসঙ্গিক সাক্ষ্য আইনের কোন ধারামতে?

30 / 100

30. Reason to belive’- এর সংজ্ঞা দণ্ডবিধির কত ধারায় বলা আছে?

31 / 100

31. একটি দেওয়ানি মোকদ্দমার সমন বিনা জারিতে ফেরত আসার ৩০ দিনের মধ্যে বাদী নতুন করে সমন পাঠানোর পদক্ষেপ না নিলে মোকদ্দমাটি খারিজ হবে - এই ৩০ দিনের হিসাব কবে থেকে গণনা শুরু হবে?

32 / 100

32. সাধারণভাবে খুনের উদ্যোগের সর্বোচ্চ সাজা দণ্ডবিধি অনুযায়ী নিচের কোনটি?

33 / 100

33. শুনানির পরে মৃত্যু হওয়ার কারণে মোকদ্দমা ....।

34 / 100

34. আদালত পক্ষগণের মৌখিক জবানবন্দি গ্রহণ করতে পারেন কোন বিধিবলে?

35 / 100

35. সর্বসাধারণের জন্য সংরক্ষিত সরকারি দলিল কোনো প্রমাণে প্রাসঙ্গিক হলে সাক্ষ্য আইন অনুযায়ী তা প্রমাণের পদ্ধতি কী?

36 / 100

36. `Dumb witnesses’ - এটি সাক্ষ্য আইনের কত ধারার শিরোনাম?

37 / 100

37. দণ্ডবিধি অনুসারে - Whoever causes bodily pain, .... to any person is said to cause hurt- শুণ্যস্থানে কী বসবে?

38 / 100

38. সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের ক্ষেত্রে সংক্ষিপ্ত বিচার করা যাবে - এটি ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিষয়বস্তু?

39 / 100

39. সুনির্দিষ্ট প্রতিকার আইনের ২৩ ধারানুসারে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন কে পেতে পারে?

40 / 100

40. সাক্ষ্য প্রমাণ সংগ্রহের উদ্দেশ্যে পরিচালিত কার্যক্রমকে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী কী বলা হয়?

41 / 100

41. `Preventive relief’- এটি সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারার শিরোনাম?

42 / 100

42. আদালতের কর্ম—সময়ের পর যেকোনো জরুরি বিরোধীর বিষয় সম্পর্কে সংশ্লিষ্ট আদালতের বিচারকের সাথে একজন নিযুক্তির অ্যাডভোকেটের যোগাযোগ করার উপযুক্ত পন্থা হলো- [বার : ২০১৩]

43 / 100

43. ফৌজদারি কার্যবিধি অনুযায়ী খালাস আদেশের বিরুদ্ধে আপিল সংক্রান্ত বিধান তামাদি আইনের কোন অনুচ্ছেদের বিষয়বস্তু?

44 / 100

44. একটি দেওয়ানি মোকদ্দমার সমন প্রেরণ সংক্রান্ত নিচের কোনটি সঠিক বক্তব্য?

45 / 100

45. Dismissal of suits, etc, instituted, etc, after period of limitation — এটি তামাদি আইনের কোন ধারার বিষয়বস্তু?

46 / 100

46. সাধারণভাবে নিচের কোন বিষয়টি প্লিডিংয়ে উল্লেখের কোনো প্রয়োজন নেই?

47 / 100

47. দণ্ডবিধি অনুযায়ী ‘জনশৃঙ্খলা বিরোধী অপরাধ’ নিচের কোনটি?

48 / 100

48. একটি আরজি গ্রহণের পদ্ধতি কী হবে তা দেওয়ানি কার্যবিধির কোথায় বর্ণিত আছে?

49 / 100

49. কোনো মহানগরী এলাকার ম্যাজিস্ট্রেট এর এজলাসে বসার সময় ও স্থান সম্পর্কে কে প্রয়োজনীয় বিধি প্রণয়ন করতে পারেন?

50 / 100

50. ........ shall be drawn up within seven days from the date of pronouncement of the judgment. - শুণ্যস্থানে কী বসবে?

51 / 100

51. দণ্ডবিধির কত ধারার বিধান অনুসারে আইনানুগ কার্য সম্পাদনকালে দূর্ঘটনা অপরাধ হিসেবে বিবেচিত হবেনা?

52 / 100

52. রিভিশন আদালত কর্তৃক পক্ষগণের বক্তব্য শ্রবণ করা আদালতের জন্য -

53 / 100

53. Questions lawful in cross-examination- এ প্রসঙ্গে সাক্ষ্য আইনের কোন ধারায় বিধান রয়েছে?

54 / 100

54. কোনো ব্যক্তি পুলিশের কাছে স্বীকারোক্তি করলো এবং তদনুযায়ী কিছু আলামত উদ্ধার করা হলো। এরূপ পরিস্থিতিতে নিচের কোন বাক্যটি সঠিক?

55 / 100

55. একটি ফৌজদারি আপিল সরাসরি খারিজ করার আগে নিচের কোনটি বাধ্যতামূলক?

56 / 100

56. আদালত স্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করেন নিচে বর্ণিত কোন পদ্ধতিতে?

57 / 100

57. `Discovery of Persons Wrongfully Confined’- এটি ফৌজদারি কার্যবিধির কোন ধারার শিরোনাম?

58 / 100

58. ফৌজদারি কার্যবিধির অনুযায়ী একজন আসামির জরিমানা কোন ক্ষেত্রে মওকুফ হতে পারে?

59 / 100

59. এবেটরের সংজ্ঞা দণ্ডবিধির কোন ধারার বিষয়বস্তু?

60 / 100

60. কোনো ত্রুটির জন্য একটি দেওয়ানি আপিল খারিজ হলে উপযুক্ত কারণের ভিত্তিতে তা আবারো সরাসরি পুনরায় গ্রহণ হতে পারে ৪১ নং আদেশের কোন বিধিমতে?

61 / 100

61. কোন পথ বা পানিপ্রবাহের গতিপথে বাঁধার সৃষ্টি করা হলে তার বিরুদ্ধে ক্ষতিপূরণের মোকদ্দমায় তামাদির মেয়াদ কত?

62 / 100

62. Any person suing for the specific performance of a contract may also ask for compensation for its breach, either in addition to, or in substitution for, such performance- এটি সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন ধারার বিধান?

63 / 100

63. বিশেষ ক্ষতি না হলে যে কাজের জন্য মামলা করা যায়না তার জন্য ক্ষতিপূরণের মোকদ্দমায় তামাদির মেয়াদ গণনা শুরু হবে-

64 / 100

64. রাষ্ট্রবিরোধী অপরাধের মামলার পদ্ধতিগত সংক্রান্ত বিধান ফৌজদারি কার্যবিধির কোন ধারায় বর্ণিত আছে?

65 / 100

65. দণ্ডবিধির ৩৫২ ধারা অনুসারে- Whether the provocation was grave and sudden enough to mitigate the offence, is a ... . - শুণ্যস্থানে কী বসবে?

66 / 100

66. অবৈধ সহবাস এর সংজ্ঞা দণ্ডবিধির কোন ধারায় বিধৃত আছে?

67 / 100

67. যখন কোনো দলিলে পক্ষসমূহের অনিচ্ছাকৃত কোনো ভুল থেকে যায়, যা কিনা দলিলের সঠিক উদ্দেশ্য ব্যক্ত করতে সক্ষম নয় - এরূপ ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার আইন অনুসারে নিচের কোনটি করা যেতে পারে?

68 / 100

68. সাভারে অবস্থিত একটি পোশাক কারখানার একজন শ্রমিককে তার পাওনা মজুরি থেকে বঞ্চিত করলে উক্ত শ্রমিক তামাদি আইনের বিধান অনুযায়ী সর্বোচ্চ কতদিনের ভেতরে মজুরি আদায়ের জন্য মোকদ্দমা করতে পারবেন?

69 / 100

69. কোন কোন বিষয় ফৌজদারি কার্যবিধির ৪০৩ ধারানুসারে খালাস বলে গণ্য হবে না?

70 / 100

70. কোনো চুক্তি আইনসঙ্গত হলেও Specific Relief Act — এর কোন ধারার বিধান অনুযায়ী আদালত চুক্তিটি বলবৎ করতে অস্বীকার করতে পারে? [জুডি. : ২০০৮]

71 / 100

71. বার কাউন্সিল রুলস এর ৭৫এ বিধিতে কয়টি কমিটির কথা উল্লেখ আছে?

72 / 100

72. সাক্ষ্য আইনের ১৫০ ধারা মোতাবেক একজন আইনজীবীর বিরুদ্ধে আদালত কার নিকট রিপোর্ট দিতে পারেন?

73 / 100

73. An admission is a statement, oral or documentary or contained in digital record, which suggests any inference as to any fact in issue or relevant fact, and which is made by any of the persons.- এটি সাক্ষ্য আইনের কত ধারায় বলা আছে?

74 / 100

74. দণ্ডবিধির ১৯৩ ধারায় কতটি ব্যাখ্যা অংশ রয়েছে?

75 / 100

75. সাক্ষ্য আইন অনুসারে আদালতের অনুমান কয় প্রকারের হতে পারে?

76 / 100

76. ‘ক’ ব্যভিচারের উদ্দেশ্যে দিবাভাগে ঘর ভাঙ্গে এবং ঘরে প্রবেশ করে ‘খ’ এর সাথে ব্যভিচার সংঘটন করে। ক এর বিরুদ্ধে কীভাবে চার্জ গঠিত হবে?

77 / 100

77. মোকদ্দমার কোনো পক্ষই সাক্ষ্য না দিলে প্রমাণ করার দায়িত্ব কার ওপর বর্তায়?

78 / 100

78. Local inquiry - ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিষয়বস্তু?

79 / 100

79. Opinion as to usages, tenets, etc, when relevant - এটি সাক্ষ্য আইনের কোন ধারার বিষয়বস্তু?

80 / 100

80. দণ্ডবিধির ৫০৯ ধারার বিষয়বস্তু কী?

81 / 100

81. মুদ্রার সংজ্ঞা দণ্ডবিধির কত ধারার বিষয়বস্তু?

82 / 100

82. দেওয়ানি কার্যবিধির ৯৪ ধারানুসারে আদালত যে ৫টি ক্ষেত্রে যে অতিরিক্ত কার্যক্রমের আদেশ দিতে পারেন তার প্রধান উদ্দেশ্য নিচের কোনটি?

83 / 100

83. উপযুক্ত শর্তের অধীনে দেওয়ানি পরোয়ানার অধীনে গ্রেফতার থেকে অব্যাহতি পেতে পারেন কারা কারা?

84 / 100

84. ব্যাংক অফিসার ও কর্মচারীদের অবহেলামূলক আচরণের অপরাধটি দণ্ডবিধির কোন ধারায় বর্ণিত রয়েছে?

85 / 100

85. আপোষযোগ্য অপরাধসমূহের তালিকা কোন আইনের কোথায় দেওয়া আছে?

86 / 100

86. কোনো দেওয়ানি মোকদ্দমার রেজিস্টারে কখন একটি মোকদ্দমার ক্রমিক নম্বর নির্দিষ্ট হয়?

87 / 100

87. দণ্ডবিধির ৩৪০ ধারার শিরোনাম হিসেবে নিচের কোনটি সঠিক?

88 / 100

88. নিম্নের কোন আচরণ একজন আইনজীবীর পেশাগত সদাচরণের লংঘন? [বার : ২০২০]

89 / 100

89. নিচের কোন শব্দটি সাক্ষ্য আইনে ব্যবহৃত হয়নি?

90 / 100

90. ফৌজদারি কার্যবিধির ৪০৩ ধারামতে - An order of ...... of the accused is not an acquittal for the purposes of this section.

91 / 100

91. কোনো দেওয়ানি মোকদ্দমার কমিশনের জন্য ব্যয়িত সময় আদালতের প্রসিডিংস থেকে বাদ দিয়ে গণনা করতে হবে - এটি কোন আদেশের কোন বিধিতে বর্ণিত আছে?

92 / 100

92. কোনো ব্যক্তি যদি অপর কোনো ব্যক্তির গোপনীয়তা নষ্ট করার হুমকি প্রদান করে তবে তার বিরুদ্ধে-

93 / 100

93. কোনো দেওয়ানি আদালত কোনো বিচার্য বিষয় কেটে দেবার বা সংশোধন করতে পারে মোকদ্দমার কোন সময়ে?

94 / 100

94. দণ্ডবিধির কত ধারায় ট্রেডমার্ক এর সংজ্ঞা দেওয়া হয়েছে?

95 / 100

95. কোনো ভবঘুরে, অভ্যাসগত দস্যু প্রভৃতিকে গ্রেফতার করার বিধান ফৌজদারি কার্যবিধির কোথায় বর্ণিত আছে?

96 / 100

96. কোন ক্ষেত্রে রেস সাবজুডিস নীতির ব্যতিক্রম আছে?

97 / 100

97. সাক্ষ্য আইনের ৫৭ ধারায় কতটি অনুচ্ছেদের সরাসরি উল্লেখ আছে যেগুলো একজন বিচারক দৃষ্টিগোচরে নিতে বাধ্য?

98 / 100

98. সাধারণভাবে বলপূর্বক গ্রহণের সর্বোচ্চ শাস্তি নিচের কোনটি?

99 / 100

99. বিবাদী নতুনভাবে সংযোজন করতে হলে নিচের কোনটি সংশোধন করতে হয়?

100 / 100

100. অনুমান বিষয়ে প্রাথমিক বা সংজ্ঞাগত ধারণা সাক্ষ্য আইনের কোন ধারায় আছে?

Your score is

0%