/100 25 Model test [21] এটি ২১ নং পূর্ণাঙ্গ মডেল টেস্ট; যা কিনা আইনের ধারাপাত মডেল টেস্ট বুক এর ২১ নং টেস্টটির অবিকল অনুরূপ। আরো জ্ঞাতব্য যে, এই টেস্টটি মূলত বিগত সালে প্রশ্ন আসেনি, কিন্তু গুরুত্বপূর্ণ - এমন ধারাসমূহের ওপরে প্রধানত জোর দিয়ে তৈরি করা প্রশ্ন এবং এটি আসন্ন ২০২৫ সালের এমসিকিউ পরীক্ষায় কমন পাবার ক্ষেত্রে অত্যন্ত উপযোগী একটি পূর্ণাঙ্গ মডেল টেস্ট। এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন। ইমেইলটি লেখা বাধ্যতামূলক নয়; তবে, ইমেইল এড্রেস দিলে আপনার ইমেইলে বিস্তারিত ফলাফল চলে যাবে। 1 / 100 1. আইনজীবী হিসেবে তালিকাভূক্তির পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন এর মেয়াদ হবে- ৬ মাস ১২ বছর ৫ বছর ১০ বছর সঠিক উত্তর : ৫ বছর ; [বিধি: ৬০, বিবিসি রুলস] সঠিক উত্তর : ৫ বছর ; [বিধি: ৬০, বিবিসি রুলস] 2 / 100 2. Forgery for purpose of harming reputation অপরাধটির সর্বোচ্চ সাজা কত? ২ বছর পর্যন্ত কারাদণ্ড ৩ বছর পর্যন্ত কারাদণ্ড ৭ বছর পর্যন্ত কারাদণ্ড যাবজ্জীবন কারাদণ্ড সঠিক উত্তর : ৩ বছর পর্যন্ত কারাদণ্ড ; [ধারা : ৪৬৯, দণ্ডবিধি] সঠিক উত্তর : ৩ বছর পর্যন্ত কারাদণ্ড ; [ধারা : ৪৬৯, দণ্ডবিধি] 3 / 100 3. সুনির্দিষ্ট প্রতিকার আইনের ১৮ ধারায় ত্রুটিপূর্ণ স্বত্ব সম্পন্ন বিক্রেতার বিরুেদ্ধে ক্রেতার কয়টি অধিকারের কথা বলা হয়েছে? ৩ টি ৪ টি ৫ টি ৬ টি সঠিক উত্তর : ৪ টি ; [ধারা : ১৮, সুনির্দিষ্ট প্রতিকার আইন] সঠিক উত্তর : ৪ টি ; [ধারা : ১৮, সুনির্দিষ্ট প্রতিকার আইন] 4 / 100 4. কোনো দায়রা জজের অনুপস্থিতিতে নিচের কোন আদালত কোনো জরুরি বিষয়ের নিষ্পত্তি করতে পারেন? অতিরিক্ত দায়রা জজের আদালত যুগ্ম দায়রা জজের আদালত হাইকোর্ট বিভাগ অতিরিক্ত ও যুগ্ম দায়রা জজের আদালত উভয়েই সঠিক উত্তর : যুগ্ম দায়রা জজের আদালত ; [ধারা : ১৭ক, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : যুগ্ম দায়রা জজের আদালত ; [ধারা : ১৭ক, ফৌজদারি কার্যবিধি] 5 / 100 5. নিচের কোন ক্ষেত্রে অপরাধমূলক ভীতি প্রদর্শনের সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড হতে পারে? to cause an offence punishable with death or imprisonment for life to impute unchastity to a woman to cause death or grievous hurt, or to cause the destruction of any property by fire বর্ণিত সবগুলো ক্ষেত্রেই ৭ বছরের কারাদণ্ড হতে পারে সঠিক উত্তর : বর্ণিত সবগুলো ক্ষেত্রেই ৭ বছরের কারাদণ্ড হতে পারে ; [ধারা ৫০৬, দণ্ডবিধি] সঠিক উত্তর : বর্ণিত সবগুলো ক্ষেত্রেই ৭ বছরের কারাদণ্ড হতে পারে ; [ধারা ৫০৬, দণ্ডবিধি] 6 / 100 6. রিভিশন আদালত হিসেবে হাইকোর্ট বিভাগ নিচের কোনটি করতে পারেন না? - আসামির দণ্ড বৃদ্ধি করতে আসামিকে খালাস দিতে ৪৩৯ক ধারানুসারে প্রদত্ত আদেশ বিষয়ে কার্যক্রম গ্রহণ করতে বর্ণিত প্রত্যেকটিই সঠিক সঠিক উত্তর : ৪৩৯ক ধারানুসারে প্রদত্ত আদেশ বিষয়ে কার্যক্রম গ্রহণ করতে ; [ধারা : ৪৩৯, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ৪৩৯ক ধারানুসারে প্রদত্ত আদেশ বিষয়ে কার্যক্রম গ্রহণ করতে ; [ধারা : ৪৩৯, ফৌজদারি কার্যবিধি] 7 / 100 7. কোনো চলমান ফৌজদারি মামলায় অভিযোগ প্রমাণিত হবার ভিত্তিতে দণ্ডিত হবার পর্যায়ে আসামি তার পূর্বদণ্ড থাকলেও সে বিষয়ে স্বীকার না করলে - আদালত তাকে মিথ্যা সাক্ষ্যের অভিযোগেও দণ্ডিত করতে পারবে আদালত তার মামলাটি হাইকোর্ট বিভাগে প্রেরণ করবে আদালত সে বিষয়ে সাক্ষ্য গ্রহণে অগ্রসর হবে আদালত পুলিশকে সে বিষয়ে তদন্ত করতে নির্দেশ দেবেন সঠিক উত্তর : আদালত সে বিষয়ে সাক্ষ্য গ্রহণে অগ্রসর হবে ; [ধারা : ২৬৫ঠ, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : আদালত সে বিষয়ে সাক্ষ্য গ্রহণে অগ্রসর হবে ; [ধারা : ২৬৫ঠ, ফৌজদারি কার্যবিধি] 8 / 100 8. Opinion as to digital signature where relevant- এটি সাক্ষ্য আইনের কত ধারার বিধান? ৩ ধারা ৪৫ক ধারা ৪৭ক ধারা ১২২ ধারা সঠিক উত্তর : ৪৭ক ধারা ; [ধারা : ৪৭ক, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ৪৭ক ধারা ; [ধারা : ৪৭ক, সাক্ষ্য আইন] 9 / 100 9. তামাদি আইন, ১৯০৮ অনুসারে কোনো একটি কাজকে সরল বিশ্বাসের সংজ্ঞার আওতায় আসতে হলে কোনো কাজ নিচের কোন ধরণে সম্পাদিত হতে হবে? Without guilty mind Without any negligence With due caution With due care and attention সঠিক উত্তর : With due care and attention ; [ধারা : ২(৭), তামাদি আইন] সঠিক উত্তর : With due care and attention ; [ধারা : ২(৭), তামাদি আইন] 10 / 100 10. জহির উন্মাদ থাকা অবস্থায় স্বত্বসহ দখল পুনরুদ্ধারের মোকদ্দমা দায়েরের অধিকার অর্জন করে। এর ১০ বৎসর পর সে সুস্থ হলো। সাধারণ নিয়ম অনুযায়ী তার মোকদ্দমা দায়ের করার তামাদির মেয়াদ অবশিষ্ট আছে ২ বছর। কিন্তু প্রকৃতপক্ষে সে সর্বোচ্চ কত বছরের মধ্যে মোকদ্দমা করতে পারবে? ১ বছর ২ বছর ৩ বছর ১২ বছর সঠিক উত্তর : ৩ বছর ; [ধারা : ৮, তামাদি আইন] সঠিক উত্তর : ৩ বছর ; [ধারা : ৮, তামাদি আইন] 11 / 100 11. Abetment শব্দের অর্থ কী? সহায়তা অপসহায়তা ষড়যন্ত্র বাতিল বা রদ সঠিক উত্তর : অপসহায়তা ; [ধারা : ১০৭, দণ্ডবিধি] সঠিক উত্তর : অপসহায়তা ; [ধারা : ১০৭, দণ্ডবিধি] 12 / 100 12. বার কাউন্সিলের রিলিফ ফান্ড গঠনের উদ্দেশ্য হিসেবে নিচের কোনটি সঠিক? অসহায় অ্যাডভোকেটগণের জন্য অসহায় অ্যাডভোকেটগণের পোষ্যদের সুবিধার জন্য ক্ষতিগ্রস্থ বার অ্যাসোসিয়েশনের জন্য বর্ণিত সবগুলোই সঠিক সঠিক উত্তর : বর্ণিত সবগুলোই সঠিক ; [অনুচ্ছেদ: ১৫, বিবিসি অর্ডার] সঠিক উত্তর : বর্ণিত সবগুলোই সঠিক ; [অনুচ্ছেদ: ১৫, বিবিসি অর্ডার] 13 / 100 13. একজন ব্যবসায়ী ক, খ-কে তার ইচ্ছার বিরুদ্ধে এবং খ এর অনুমতি ছাড়া তার অংশীদার হিসেবে প্রচার করে। ‘খ’ এর করনীয় হিসেবে নিচের কোনটি সঠিক? ‘ক’ এর বিরুদ্ধে প্রতারণার মোকদ্দমা করা ‘ক’ এর বিরুদ্ধে মানহানির মোকদ্দমা করা ‘ক’ এর বিরুদ্ধে নিষেধাজ্ঞার মোকদ্দমা করা ‘ক’ এর বিরুদ্ধে ক্ষতিপূরণের মোকদ্দমা করা সঠিক উত্তর : ‘ক’ এর বিরুদ্ধে নিষেধাজ্ঞার মোকদ্দমা করা ; [ধারা : ৫৪, সুনির্দিষ্ট প্রতিকার আইন] সঠিক উত্তর : ‘ক’ এর বিরুদ্ধে নিষেধাজ্ঞার মোকদ্দমা করা ; [ধারা : ৫৪, সুনির্দিষ্ট প্রতিকার আইন] 14 / 100 14. No suit shall be defeated by reason of the misjoinder or nonjoinder of parties - এই নীতিমূলক বিধানটি দেওয়ানি কার্যবিধির কোথায় বর্ণিত আছে? আদেশ ১ এর ৩ বিধি আদেশ ১ এর ৮ বিধি আদেশ ১ এর ৯ বিধি আদেশ ১ এর ১৩ বিধি সঠিক উত্তর : আদেশ ১ এর ৯ বিধি ; [আদেশ ১ : বিধি ৯, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : আদেশ ১ এর ৯ বিধি ; [আদেশ ১ : বিধি ৯, দেওয়ানি কার্যবিধি] 15 / 100 15. ভুল আদালতে মামলা দায়ের করায় বিলম্ব হলে বিলম্ব মওকুফের জন্য তামাদি আইনের কত ধারায় আবেদন করতে হয়? ১২ ধারায় ১৪ ধারায় ১৬ ধারায় ১৮ ধারায় সঠিক উত্তর : ১৪ ধারায় ; [ধারা : ১৪, তামাদি আইন] সঠিক উত্তর : ১৪ ধারায় ; [ধারা : ১৪, তামাদি আইন] 16 / 100 16. দশ বছরের কম বয়স্ক কোনো ব্যক্তিকে কিডন্যাপিংয়ের শাস্তি দণ্ডবিধির কত ধারায় বলা আছে? ৩৬২ ধারায় ৩৬৪ক ধারায় ৩৬৪ ধারায় ৩৬৬ ধারায় সঠিক উত্তর : ৩৬৪ক ধারায় ; [ধারা : ৩৬৪ক, দণ্ডবিধি] সঠিক উত্তর : ৩৬৪ক ধারায় ; [ধারা : ৩৬৪ক, দণ্ডবিধি] 17 / 100 17. জাবেদা নকল দাখিল করে দলিল প্রমাণ করা যেতে পারে - এই আইনি বৈধতা সাক্ষ্য আইনের কোন ধারায় দেওয়া আছে? ৭৪ ধারা ৭৫ ধারা ৭৬ ধারা ৭৭ ধারা সঠিক উত্তর : ৭৭ ধারা ; [ধারা : ৭৭, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ৭৭ ধারা ; [ধারা : ৭৭, সাক্ষ্য আইন] 18 / 100 18. ফৌজদারি কার্যবিধি অনুসারে aggregate punishment বলতে নিচের কোনটি বোঝায়? একাধিক শাস্তি একত্রে চলতে থাকা একাধিক শাস্তি একের পর এক ধারাবাহিকভাবে চলতে থাকা একাধিক অপরাধের শাস্তির সর্বমোট পরিমাণ একাধিক শাস্তি একের পর এক, কিন্তু বিরতি দিয়ে চলতে থাকবে সঠিক উত্তর : একাধিক অপরাধের শাস্তির সর্বমোট পরিমাণ ; [ধারা : ৩৫, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : একাধিক অপরাধের শাস্তির সর্বমোট পরিমাণ ; [ধারা : ৩৫, ফৌজদারি কার্যবিধি] 19 / 100 19. আদালত নিচের কোন কারণে একজন আইনজীবী সম্পর্কে সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের নিকট রিপোর্ট দিতে পারেন? সাক্ষ্যের সময় আইনজীবী সাক্ষীকে তার মর্যাদা বিষয়ক প্রশ্ন করলে সাক্ষ্যের সময় আইনজীবী সাক্ষীকে অপমানের উদ্দেশ্যে প্রশ্ন করলে সাক্ষ্যের সময় আইনজীবী যুক্তিসঙ্গত কারণ ছাড়া প্রশ্ন করলে বর্ণিত প্রত্যেকটিই সঠিক সঠিক উত্তর : সাক্ষ্যের সময় আইনজীবী যুক্তিসঙ্গত কারণ ছাড়া প্রশ্ন করলে ; [ধারা : ১৫০, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : সাক্ষ্যের সময় আইনজীবী যুক্তিসঙ্গত কারণ ছাড়া প্রশ্ন করলে ; [ধারা : ১৫০, সাক্ষ্য আইন] 20 / 100 20. বিচারকের দৃষ্টিগোচর হবার সাধারণ কারণে নিচের কোন বিষয়টি আদালতে প্রমাণের কোনো প্রয়োজন পড়ে না? আইনজীবীর বক্তব্য প্রধানমন্ত্রীর বক্তব্য সরকারি গেজেট ম্যাজিস্ট্রেটের নিকট আসামির দোষ স্বীকারোক্তি সঠিক উত্তর : সরকারি গেজেট ; [ধারা : ৫৭, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : সরকারি গেজেট ; [ধারা : ৫৭, সাক্ষ্য আইন] 21 / 100 21. `Continuing breaches and wrongs’- এটি তামাদি আইনের কত ধারার শিরোনাম? ১৮ ধারা ১৯ ধারা ২৩ ধারা ২৪ ধারা সঠিক উত্তর : ২৩ ধারা ; [ধারা : ২৩, তামাদি আইন] সঠিক উত্তর : ২৩ ধারা ; [ধারা : ২৩, তামাদি আইন] 22 / 100 22. স্মল কজ কোর্টে দেওয়ানি কার্যবিধির কোন ধারাটি প্রযোজ্য হবে না? ৯ ধারা ৯১ ধারা ৯২ ধারা সবগুলোই সঠিক সঠিক উত্তর : সবগুলোই সঠিক ; [ধারা : ৭, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : সবগুলোই সঠিক ; [ধারা : ৭, দেওয়ানি কার্যবিধি] 23 / 100 23. তামাদি আইনের ১৭ ধারানুসারে - Nothing in sub-sections (1) and (2) applied to suits to enforce rights of pre-emption or to suits for the possession of immoveable property or of ............. - শুণ্যস্থানে কী বসবে? an administrative office a government office an hereditary office বর্ণিত কোনোটিই সঠিক নয় সঠিক উত্তর : an hereditary office ; [ধারা : ১৭, তামাদি আইন] সঠিক উত্তর : an hereditary office ; [ধারা : ১৭, তামাদি আইন] 24 / 100 24. শাস্তি হিসেবে কেবলমাত্র জরিমানা করা হলে এবং তা অনাদায়ে কেউ দণ্ডিত হলে আাদশের তারিখ হতে আদালত সাধারণত কতদিনের ভেতরে তা পরিশোধের নির্দেশ দেবেন? সর্বোচ্চ ৩০ দিনের ভেতরে সর্বোচ্চ ৪৫ দিনের ভেতরে সর্বোচ্চ ৬০ দিনের ভেতরে সর্বোচ্চ ৯০ দিনের ভেতরে সঠিক উত্তর : সর্বোচ্চ ৩০ দিনের ভেতরে ; [ধারা : ৩৮৮, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : সর্বোচ্চ ৩০ দিনের ভেতরে ; [ধারা : ৩৮৮, ফৌজদারি কার্যবিধি] 25 / 100 25. একটি দেওয়ানি মোকদ্দমায় নিচে বর্ণিত কোন কারণে বিবাদীর জামিনদারের প্রয়োজর পড়তে পারে? অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করলে রায়ের পূর্বে গ্রেফতারের আবেদন করা হলে দখলচ্যুত হবার মোকদ্দমার ক্ষেত্রে বর্ণিত সবগুলো কারণেই সঠিক উত্তর : রায়ের পূর্বে গ্রেফতারের আবেদন করা হলে ; [আদেশ ৩৮ : বিধি ২, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : রায়ের পূর্বে গ্রেফতারের আবেদন করা হলে ; [আদেশ ৩৮ : বিধি ২, দেওয়ানি কার্যবিধি] 26 / 100 26. সাক্ষ্য আইনের ১২৬ ধারানুসারে মোকদ্দমা চলাকালে মোকদ্দমা সংশ্লিষ্ট মোকদ্দমা সংক্রান্তে কোনো প্রতারণা আইনজীবীর নজরে এলে বা অনুষ্ঠিত হলে - আইনজীবী এই ঘটনার গোপণীয়তা রক্ষা করতে বাধ্য আইনজীবী এই ঘটনার গোপণীয়তা রক্ষা করতে বাধ্য নয় আইনজীবী তার মক্কেলকে বৈরি ঘোষণা করবেন আইনজীবী উক্ত মক্কেলের মোকদ্দমা চালাতে অস্বীকৃতি জ্ঞাপন করবেন সঠিক উত্তর : আইনজীবী এই ঘটনার গোপণীয়তা রক্ষা করতে বাধ্য নয় ; [ধারা : ১২৬, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : আইনজীবী এই ঘটনার গোপণীয়তা রক্ষা করতে বাধ্য নয় ; [ধারা : ১২৬, সাক্ষ্য আইন] 27 / 100 27. বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার ‘অপসহায়তা’ এর সর্বোচ্চ সাজা নিচের কোনটি? ১০ বছরের কারাদণ্ড যাবজ্জীবনের ভগ্নাংশের হিসেবে সাড়ে ৭ বছরের কারাদণ্ড যাবজ্জীবন কারাদণ্ড মৃত্যুদণ্ড 28 / 100 28. বাংলাদেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী বা প্রধান বিচারপতি প্রমুখদের প্রতি মানহানিকর হলে সরকার তা বাজেয়াপ্ত করতে পারে কত ধারা অনুসারে? ৫০৯ ধারা ৯৯খ ধারা ৯৯ক ধারা ৫০৫ক ধারা সঠিক উত্তর : ৯৯ক ধারা ; [ধারা : ৯৯ক, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ৯৯ক ধারা ; [ধারা : ৯৯ক, ফৌজদারি কার্যবিধি] 29 / 100 29. স্থাবর সম্পত্তির বাটোয়ারর জন্য কমিশনের বিধান দেওয়ানি কার্যবিধির কোথায় দেওয়া আছে? ১৭ আদেশের ৩ নিয়মে ১৮ আদেশের ৫ নিয়মে ২৬ আদেশের ১৩ নিয়মে ২৬ আদেশের ৯ নিয়মে সঠিক উত্তর : ২৬ আদেশের ১৩ নিয়মে ; [আদেশ ২৬ : বিধি ১৩, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ২৬ আদেশের ১৩ নিয়মে ; [আদেশ ২৬ : বিধি ১৩, দেওয়ানি কার্যবিধি] 30 / 100 30. ফৌজদারি কার্যবিধির ১৯১ ধারা মোতাবেক আসামির আবেদনে মামলা স্থানান্তর করা যায় ...... ? ১৯০ ধারার ১ উপধারার ক দফা মোতাবেক গৃহীত মামলার ক্ষেত্রে ১৯০ ধারার ১ উপধারার গ দফা মোতাবেক গৃহীত মামলার ক্ষেত্রে ১৯১ ধারার ১ উপধারার খ দফা মোতাবেক গৃহীত মামলার ক্ষেত্রে ১৯০ ধারার ১ উপধারার ঘ দফা মোতাবেক গৃহীত মামলার ক্ষেত্রে সঠিক উত্তর : ১৯০ ধারার ১ উপধারার গ দফা মোতাবেক গৃহীত মামলার ক্ষেত্রে ; [ধারা : ১৯১, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ১৯০ ধারার ১ উপধারার গ দফা মোতাবেক গৃহীত মামলার ক্ষেত্রে ; [ধারা : ১৯১, ফৌজদারি কার্যবিধি] 31 / 100 31. দেওয়ানি কার্যবিধির ৪১ আদেশের ১২ক বিধি মোতাবেক আপিল শুনানির জন্য পুনরুজ্জীবীত করতে গেলে আদালত সর্বোচ্চ কত টাকা খরচা প্রদানের আদেশ দিতে পারেন? ৩০০০ টাকা ৫০০ টাকা ১০০০ টাকা ২০০০ টাকা সঠিক উত্তর : ১০০০ টাকা ; [আদেশ ৪১ : বিধি ১২ক, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ১০০০ টাকা ; [আদেশ ৪১ : বিধি ১২ক, দেওয়ানি কার্যবিধি] 32 / 100 32. মহানগর এলাকায় সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার করার ক্ষমতার অধিকারী কে? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট দ্বিতীয় শ্রেণির ম্যাজিস্ট্রেট সঠিক উত্তর : মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ; [ধারা : ২৬০, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ; [ধারা : ২৬০, ফৌজদারি কার্যবিধি] 33 / 100 33. সাক্ষ্য আইনের কত ধারার বিধান অনুসারে মৌখিক চুক্তির সাক্ষ্য বর্জন করা যায়? ৯১ ধারা ৯৮ ধারা ১০৮ ধারা ৯২ ধারা সঠিক উত্তর : ৯২ ধারা ; [ধারা : ৯২, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ৯২ ধারা ; [ধারা : ৯২, সাক্ষ্য আইন] 34 / 100 34. কোন ধরণের ঘটনার পরিপ্রেক্ষিতে প্লিডিংয়ে বিশদ বিবরণ দেবার ব্যতিক্রমী বিধান রয়েছে? মিথ্যা বিবরণ প্রতারণা বিশ^াসভঙ্গ বর্ণিত সবগুলো ক্ষেত্রেই সঠিক উত্তর : বর্ণিত সবগুলো ক্ষেত্রেই ; [আদেশ ৬ : বিধি ৪, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : বর্ণিত সবগুলো ক্ষেত্রেই ; [আদেশ ৬ : বিধি ৪, দেওয়ানি কার্যবিধি] 35 / 100 35. অপরাধমূলক অনধিকার প্রবেশের শাস্তি কি? ৩ বছর পর্যন্ত কারাদণ্ড ৩ মাস পর্যন্ত কারাদণ্ড ২ বছর পর্যন্ত কারাদণ্ড ৬ মাস পর্যন্ত কারাদণ্ড সঠিক উত্তর : ৩ মাস পর্যন্ত কারাদণ্ড ; [ধারা : ৪৪৭, দণ্ডবিধি] সঠিক উত্তর : ৩ মাস পর্যন্ত কারাদণ্ড ; [ধারা : ৪৪৭, দণ্ডবিধি] 36 / 100 36. Form of summons - এটি ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিষয়বস্তু? ৬৮ ধারা ৭৫ ধারা ৮৮ ধারা ৯৬ ধারা সঠিক উত্তর : ৬৮ ধারা ; [ধারা : ৬৮, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ৬৮ ধারা ; [ধারা : ৬৮, ফৌজদারি কার্যবিধি] 37 / 100 37. দেওয়ানি কার্যবিধিতে মধ্যস্থতা বা Mediation এর বিধান কোন ধারায় বর্ণিত আছে? ৮৯ক ৮৯খ ৮৯গ ৮৯ সঠিক উত্তর : ৮৯ক ; [ধারা : ৮৯ক, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ৮৯ক ; [ধারা : ৮৯ক, দেওয়ানি কার্যবিধি] 38 / 100 38. আইনী প্রক্রিয়ায় ভুলভাবে অস্থাবর সম্পত্তি জব্দ করার জন্য ক্ষতিপূরণের মোকদ্দমা দায়েরে তামাদির মেয়াদ কত? ১ বছর ১ মাস ৬ মাস ৯ মাস সঠিক উত্তর : ১ বছর ; [অনুচ্ছেদ : ২৯, প্রথম তফসিল, তামাদি আইন] সঠিক উত্তর : ১ বছর ; [অনুচ্ছেদ : ২৯, প্রথম তফসিল, তামাদি আইন] 39 / 100 39. নিম্নের কোনটি সুনির্দিষ্ট প্রতিকার আইনের আওতা বহিভূর্ত? ঘোষণামূলক ডিক্রি প্রদান শুধুই আর্থিক ক্ষতিপূরণ প্রদান রিসিভার নিয়োগ চুক্তির সুনির্দিষ্ট প্রতিপালন সঠিক উত্তর : শুধুই আর্থিক ক্ষতিপূরণ প্রদান ; [ধারা : ৫, সুনির্দিষ্ট প্রতিকার আইন] সঠিক উত্তর : শুধুই আর্থিক ক্ষতিপূরণ প্রদান ; [ধারা : ৫, সুনির্দিষ্ট প্রতিকার আইন] 40 / 100 40. মূল মামলায় তামাদির সময়সীমা সম্পর্কে বিধান রয়েছে তামাদি আইনের প্রথম তফসিলের কোন অনুচ্ছেদসমূহে? ১—১৪৮ নং অনুচ্ছেদে ১—১৪৯ নং অনুচ্ছেদে ১—১৫০ নং অনুচ্ছেদে ১—১৫৭ নং অনুচ্ছেদে সঠিক উত্তর : ১—১৪৯ নং অনুচ্ছেদে ; [বেসিক, তামাদি আইন] সঠিক উত্তর : ১—১৪৯ নং অনুচ্ছেদে ; [বেসিক, তামাদি আইন] 41 / 100 41. যখন একটি দলিলের প্রত্যয়ন আইন অনুসারে প্রয়োজন নেই, তবুও যদি তা প্রত্যায়িত হয়ে থাকে, তবে সে ক্ষেত্রে উক্ত দলিল প্রমাণ করা যাবে- প্রত্যয়িত দলিল হিসেবে খাঁটি দলিল হিসেবে অপ্রত্যয়িত দলিল হিসেবে উপরের কোনোটিই সঠিক নয় সঠিক উত্তর : অপ্রত্যয়িত দলিল হিসেবে ; [ধারা : ৭২, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : অপ্রত্যয়িত দলিল হিসেবে ; [ধারা : ৭২, সাক্ষ্য আইন] 42 / 100 42. Every such summons shall be signed ........ , and shall be sealed with the seal of the Court - শূণ্যস্থানে কী বসবে? by the Judge or such officer as he appoints by the Judge and such officer as he appoints by the Judge by the officer as he (Judge) appoints সঠিক উত্তর : by the Judge or such officer as he appoints ; [আদেশ ৫ : বিধি ১, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : by the Judge or such officer as he appoints ; [আদেশ ৫ : বিধি ১, দেওয়ানি কার্যবিধি] 43 / 100 43. চুক্তির সুনির্দিষ্ট কার্যসম্পাদনের মোকদ্দমার ক্ষেত্রে কোর্ট ফি দিতে হবে- অ্যাডভোলেরাম কোর্ট ফি নির্দিষ্ট কোর্ট ফি নির্ধারিত ২০০ টাকা কোর্ট ফি অ্যাডভোলেরাম কোর্ট ফি এর আর্ধেক সঠিক উত্তর : অ্যাডভোলেরাম কোর্ট ফি ; [ধারা : ১২, সুনির্দিষ্ট প্রতিকার আইন] সঠিক উত্তর : অ্যাডভোলেরাম কোর্ট ফি ; [ধারা : ১২, সুনির্দিষ্ট প্রতিকার আইন] 44 / 100 44. জবর দখল পুনরুদ্ধারের মোকদ্দমা দায়েরের তামাদি মেয়াদ কত বছরের? ২ বছর ৩ বছর ৬ বছর ১২ বছর সঠিক উত্তর : ১২ বছর ; [অনুচ্ছেদ : ১৪৪, প্রথম তফসিল, তামাদি আইন] সঠিক উত্তর : ১২ বছর ; [অনুচ্ছেদ : ১৪৪, প্রথম তফসিল, তামাদি আইন] 45 / 100 45. নিম্নলিখিত কোন ক্ষেত্রে বিলম্ব মওকুফের জন্য আবেদন করা যাবে না? আপিল রিভিশন রিভিউ মূল মামলা দায়েরে সঠিক উত্তর : মূল মামলা দায়েরে ; [ধারা : ৫, তামাদি আইন] সঠিক উত্তর : মূল মামলা দায়েরে ; [ধারা : ৫, তামাদি আইন] 46 / 100 46. আদালত কর্তৃক পক্ষগণের জবানবন্দি বিষয়ে পদ্ধতিগত বিধান দেওয়ানি কার্যবিধির কোন আদেশে বলা আছে? ৪ নং আদেশ ৬ নং আদেশ ৮ নং আদেশ ১০ নং আদেশ সঠিক উত্তর : ১০ নং আদেশ ; [আদেশ ১০, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ১০ নং আদেশ ; [আদেশ ১০, দেওয়ানি কার্যবিধি] 47 / 100 47. সাক্ষীর আচরণ সম্পর্কে মন্তব্য লিখতে বিচারক ক্ষমতাবান কোন আদেশের কোন বিধিবলে? ৯ আদেশের ১২ বিধিবলে ১০ আদেশের ১২ বিধিবলে ১৮ আদেশের ১২ বিধিবলে ৪৬ আদেশের ১২ বিধিবলে সঠিক উত্তর : ১৮ আদেশের ১২ বিধিবলে ; [আদেশ ১৮ : বিধি ১২, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ১৮ আদেশের ১২ বিধিবলে ; [আদেশ ১৮ : বিধি ১২, দেওয়ানি কার্যবিধি] 48 / 100 48. চিরস্থায়ী নিষেধাজ্ঞার প্রকৃতি সম্পর্কে সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারায় আলোচনা করা আছে? ৪২ ধারা ৪৩ ধারা ৫২ ধারা ৫৩ ধারা সঠিক উত্তর : ৫৩ ধারা ; [ধারা : ৫৩, সুনির্দিষ্ট প্রতিকার আইন] সঠিক উত্তর : ৫৩ ধারা ; [ধারা : ৫৩, সুনির্দিষ্ট প্রতিকার আইন] 49 / 100 49. স্বীকৃতির বাধা সাক্ষ্য আইনের কোন ধারার বিষয়বস্তু? ১১০ ধারায় ১১২ ধারায় ১১৫ ধারায় ১১৪ ধারায় সঠিক উত্তর : ১১৫ ধারায় ; [ধারা : ১১৫, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ১১৫ ধারায় ; [ধারা : ১১৫, সাক্ষ্য আইন] 50 / 100 50. একজন অ্যাডভোকেট ‘ক’, তার মক্কেল একজন হিন্দু বিধবা ‘খ’ কে, ‘খ’-এর পাওনাদারগণকে প্রতারণা করার উদ্দেশ্যে সম্পত্তি তার নামে হস্তান্তর করতে প্ররোচনা করেন। এই চুক্তির ফলাফল কি হবে? দলিলটির সুনির্দিষ্টভাবে কার্যসম্পাদন করতে হবে দলিলটির সুনির্দিষ্টভাবে কার্যসম্পাদন করা যাবে না ‘খ’-এর আবেদনক্রমে দলিলটি রদ করা যাবে ‘খ’ ক্ষতিপূরণ পাবার হকদার সঠিক উত্তর : ‘খ’-এর আবেদনক্রমে দলিলটি রদ করা যাবে ; [ধারা : ৩৫, সুনির্দিষ্ট প্রতিকার আইন] সঠিক উত্তর : ‘খ’-এর আবেদনক্রমে দলিলটি রদ করা যাবে ; [ধারা : ৩৫, সুনির্দিষ্ট প্রতিকার আইন] 51 / 100 51. বার কাউন্সিল ট্রাইবুনালের দেওয়ানি আদালতের অনুরূপ ক্ষমতা থাকে নিচের কোন ক্ষেত্রে? enforcing the attendance of any person compelling the production of documents issuing commissions for the examination of witnesses বর্ণিত সবগুলোই সঠিক সঠিক উত্তর : বর্ণিত সবগুলোই সঠিক ; [অনুচ্ছেদ: ৩৫, বিবিসি অর্ডার] সঠিক উত্তর : বর্ণিত সবগুলোই সঠিক ; [অনুচ্ছেদ: ৩৫, বিবিসি অর্ডার] 52 / 100 52. তামাদি আইন, ১৯০৮ এর কোনো কিছুই প্রযোজ্য হবে না— দেওয়ানি কার্যবিধির ১০৭ ধারার ক্ষেত্রে ১৮৬৯ সালের বিবাহ—বিচ্ছেদ আইনে দেওয়ানি কার্যবিধির ৫৪ ধারার ক্ষেত্রে চুক্তি আইনের ৫৬ ধারাটি প্রয়োগের ক্ষেত্রে সঠিক উত্তর : ১৮৬৯ সালের বিবাহ—বিচ্ছেদ আইনে ; [ধারা : ২৯, তামাদি আইন] সঠিক উত্তর : ১৮৬৯ সালের বিবাহ—বিচ্ছেদ আইনে ; [ধারা : ২৯, তামাদি আইন] 53 / 100 53. ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারানুসারে আদালত মামলার কোন পর্যায়ে অভিযুক্তকে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে? শুধুই চার্জ গঠনের পরে শুধুই চার্জ গঠনের আগে শুধুই তদন্তের পর্যায়ে অনুসন্ধান ও বিচারের যেকোনো পর্যায়ে সঠিক উত্তর : অনুসন্ধান ও বিচারের যেকোনো পর্যায়ে ; [ধারা : ৩৪২, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : অনুসন্ধান ও বিচারের যেকোনো পর্যায়ে ; [ধারা : ৩৪২, ফৌজদারি কার্যবিধি] 54 / 100 54. ক একজন সরকারি কর্মচারী। খ তার স্ত্রী। স্বামীকে প্রভাবিত করে চাকরির সংস্থান করে দেওয়ার উদ্দেশ্যে খ জনৈক ব্যক্তির নিকট থেকে একটি উপহার গ্রহণ করেন। ক তার স্ত্রীর কার্যে সহায়তা করেন। এখানে ক কর্তৃক কৃত অপরাধটির নাম হিসেবে নিচের কোনটি সঠিক? সরকারি কর্মচারী কর্তৃক ঘুষ গ্রহণের অপরাধ সরকারি কর্মচারী কর্তৃক চাকুরির বিধি লংঘণের অপরাধ সরকারি কর্মচারী কর্তৃক ঘুষ গ্রহণের অপসহায়তার অপরাধ বর্ণিত যেকোনো অপরাধেই তিনি অভিযুক্ত হতে পারেন সঠিক উত্তর : সরকারি কর্মচারী কর্তৃক ঘুষ গ্রহণের অপসহায়তার অপরাধ ; [ধারা : ১৬৪, দণ্ডবিধি] সঠিক উত্তর : সরকারি কর্মচারী কর্তৃক ঘুষ গ্রহণের অপসহায়তার অপরাধ ; [ধারা : ১৬৪, দণ্ডবিধি] 55 / 100 55. কোনো আরজি প্রণয়নে দেওয়ানি কার্যবিধির ৬ ও ৭ নং আদেশে বর্ণিত নিয়মাবলী অনুসরণ করা - বাধ্যতামূলক বিবেচনামূলক স্বেচ্ছাধীন নির্দেশনামূলক সঠিক উত্তর : বাধ্যতামূলক ; [আদেশ ৪ : বিধি ১, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : বাধ্যতামূলক ; [আদেশ ৪ : বিধি ১, দেওয়ানি কার্যবিধি] 56 / 100 56. ‘ক’ ‘খ’ এর পকেটে এই উদ্দেশ্যে কিছু অলংকার রাখে যে, উক্ত অলংকার উক্ত পকেটে পাওয়া যেতে পারে, এবং এই ঘটনার জন্য ‘খ’ চুরির অপরাধে দণ্ডিত হতে পারে। ‘ক’ এর অপরাধ কি? সত্য লুকানো মিথ্যা সাক্ষ্যদান মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন মিথ্যা দলিল প্রণয়ন সঠিক উত্তর : মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন ; [ধারা : ১৯২, দণ্ডবিধি] সঠিক উত্তর : মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন ; [ধারা : ১৯২, দণ্ডবিধি] 57 / 100 57. সরেজমিন পরিদর্শন সংক্রান্ত ফৌজদারি কার্যবিধির বিধান কোন ধারায় বর্ণিত আছে? ৫২৫ক ধারা ৫৩৩ক ধারা ৫৩৯খ ধারা ৫৬৫ক ধারা সঠিক উত্তর : ৫৩৯খ ধারা ; [ধারা : ৫৩৯খ, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ৫৩৯খ ধারা ; [ধারা : ৫৩৯খ, ফৌজদারি কার্যবিধি] 58 / 100 58. দেওয়ানি কার্যবিধি অনুসারে বিধি কমিটিতে কতজন নিম্ন আদালতের বিচারক যুক্ত থাকবেন? ১ জন ২ জন ৩ জন ৪ জন সঠিক উত্তর : ১ জন ; [ধারা : ১২৩, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ১ জন ; [ধারা : ১২৩, দেওয়ানি কার্যবিধি] 59 / 100 59. কোনো গুদামের রক্ষক হিসেবে কেউ যদি অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করেন, তাহলে তার সর্বোচ্চ শাস্তি হিসেবে নিচের কোনটি হতে পারে? সর্বোচ্চ ৩ বছরের কারাদণ্ড সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড সঠিক উত্তর : সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড ; [ধারা : ৪০৭, দণ্ডবিধি] সঠিক উত্তর : সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড ; [ধারা : ৪০৭, দণ্ডবিধি] 60 / 100 60. সাক্ষ্য আইনের ২২ক ধারা অনুসারে - Oral admissions as to the contents of digital records are not relevant, unless the ..... .... produced is in question. - শুণ্যস্থানে কী বসবে? genuineness of the physical evidence genuineness of a document genuineness of the forensic evidence genuineness of the digital record সঠিক উত্তর : genuineness of the digital record ; [ধারা : ২২ক, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : genuineness of the digital record ; [ধারা : ২২ক, সাক্ষ্য আইন] 61 / 100 61. কোনো একটি ঘটনার ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে পারে এমন বিষয়গুলো সাক্ষ্য হিসেবে কখন প্রাসঙ্গিক? সুনির্দিষ্ট কার্যসম্পাদনের মোকদ্দমায় দখল পুনরুদ্ধারের মোকদ্দমায় নিষেধাজ্ঞা চেয়ে করা মোকদ্দমায় ক্ষতিপূরণের মোকদ্দমায় সঠিক উত্তর : ক্ষতিপূরণের মোকদ্দমায় ; [ধারা : ১২, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ক্ষতিপূরণের মোকদ্দমায় ; [ধারা : ১২, সাক্ষ্য আইন] 62 / 100 62. আক্রমণ এবং অপরাধমূলক বলপ্রয়োগের সাজা যথাক্রমে — যথাক্রমে ৬ মাস ও ৩ মাসের কারাদণ্ড যথাক্রমে ২ বছর ও ১ বছরের কারাদণ্ড যথাক্রমে ৩ মাস ও ৩ মাসের কারাদণ্ড যথাক্রমে ১ বছর ও ৬ মাসের কারাদণ্ড সঠিক উত্তর : যথাক্রমে ৩ মাস ও ৩ মাসের কারাদণ্ড ; [ধারা : ৩৫২, দণ্ডবিধি] সঠিক উত্তর : যথাক্রমে ৩ মাস ও ৩ মাসের কারাদণ্ড ; [ধারা : ৩৫২, দণ্ডবিধি] 63 / 100 63. ময়না তদন্তের রিপোর্ট স্বয়ং সাক্ষ্য হিসেবে মর্যাদা পাবে — এটি ফৌজদারি কার্যবিধির কোন ধারায় বর্ণিত আছে? ৪০৩ ধারা ৪২৬ ধারা ৫০৯ক ধারা ১৭৬ ধারা সঠিক উত্তর : ৫০৯ক ধারা ; [ধারা : ৫০৯ক, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ৫০৯ক ধারা ; [ধারা : ৫০৯ক, ফৌজদারি কার্যবিধি] 64 / 100 64. জনদাতব্য প্রতিষ্ঠানের ক্ষেত্রে নিচের কোন ধরণের ডিক্রি লাভের জন্য মোকদ্দমা করা যায়? ট্রাস্টি নিয়োগ বা অপসারণ প্রতিষ্ঠানটির হিসাব দাখিল সংক্রান্ত জিম্মাভুক্ত সম্পত্তি বিক্রয়, বন্ধক ইত্যাদি বিষয়ে বর্ণিত সবগুলোই সঠিক সঠিক উত্তর : ট্রাস্টি নিয়োগ বা অপসারণ ; [ধারা : ৯২, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ট্রাস্টি নিয়োগ বা অপসারণ ; [ধারা : ৯২, দেওয়ানি কার্যবিধি] 65 / 100 65. সুনির্দিষ্ট প্রতিকার আইনের ২২ ধারার বিধান অনুসারে কয়টি ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করতে যথাযথভাবে বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করতে পারে? ১টি ২টি ৩টি ৪টি সঠিক উত্তর : ১টি ; [ধারা : ২২, সুনির্দিষ্ট প্রতিকার আইন] সঠিক উত্তর : ১টি ; [ধারা : ২২, সুনির্দিষ্ট প্রতিকার আইন] 66 / 100 66. পদাধিকারবলে বাংলাদেশ বার কাউন্সিল এর চেয়ারম্যান - আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি প্রধান বিচারপতি অ্যাটর্নি জেনারেল ডেপুটি অ্যাটর্নি জেনারেল সঠিক উত্তর : অ্যাটর্নি জেনারেল ; [অনুচ্ছেদ: ৬, বিবিসি অর্ডার] সঠিক উত্তর : অ্যাটর্নি জেনারেল ; [অনুচ্ছেদ: ৬, বিবিসি অর্ডার] 67 / 100 67. সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নে যোগদানকারী ব্যক্তিবর্গ নিম্নোক্ত কোন মতে দোষী সাব্যস্ত হবে? যোগদানকারী প্রত্যেকেই সমানভাবে অপরাধী হবে যোগদানকারীদের ভেতর যিনি মূল অপরাধটি সংঘটিত করেন তিনিই শুধু দোষী হবেন যোগদানকারীদের স্ব স্ব ভূমিকা অনুযায়ী দোষী সাব্যস্ত হবেন মূল অপরাধটি সংঘটিতকারী ব্যক্তির সর্বোচ্চ শাস্তি হবে এবং অন্যদের তার অর্ধেক শাস্তি হবে সঠিক উত্তর : যোগদানকারী প্রত্যেকেই সমানভাবে অপরাধী হবে ; [ধারা : ১৪৯, দণ্ডবিধি] সঠিক উত্তর : যোগদানকারী প্রত্যেকেই সমানভাবে অপরাধী হবে ; [ধারা : ১৪৯, দণ্ডবিধি] 68 / 100 68. জেরার সংজ্ঞা সাক্ষ্য আইনের কত ধারার বিষয়বস্তু? ১৩৬ ধারা ১৩৭ ধারা ১৩৮ ধারা ১৩৯ ধারা সঠিক উত্তর : ১৩৭ ধারা ; [ধারা : ১৩৭, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ১৩৭ ধারা ; [ধারা : ১৩৭, সাক্ষ্য আইন] 69 / 100 69. সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৩১ ধারামতে দলিল সংশোধনের কারণ হিসেবে নিচের কোনটি যথার্থ নয়? দলিলটিতে কোনো পক্ষের প্রতারণা থাকে দলিটিতে যখন পারস্পরিক কোনো ভুল তথ্য উল্লেখ থাকে দলিলটিতে দলিলের উদ্দেশ্য প্রকাশিত না হলে দলিলটি শুরু হতেই বাতিল হলে সঠিক উত্তর : দলিলটি শুরু হতেই বাতিল হলে ; [ধারা : ৩১, সুনির্দিষ্ট প্রতিকার আইন] সঠিক উত্তর : দলিলটি শুরু হতেই বাতিল হলে ; [ধারা : ৩১, সুনির্দিষ্ট প্রতিকার আইন] 70 / 100 70. ১৪৪ ধারার আদেশ অমান্য করা দণ্ডবিধির কোন ধারাবলে অপরাধ? দণ্ডবিধির ১৬৬ ধারাবলে দণ্ডবিধির ১৮৮ ধারাবলে দণ্ডবিধির ১৯২ ধারাবলে দণ্ডবিধির ৯০ ধারাবলে সঠিক উত্তর : দণ্ডবিধির ১৮৮ ধারাবলে ; [ধারা : ১৪৪, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : দণ্ডবিধির ১৮৮ ধারাবলে ; [ধারা : ১৪৪, ফৌজদারি কার্যবিধি] 71 / 100 71. নিচে বর্ণিত কোন ক্ষেত্রে দলিল মাধ্যমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যেতে পারে? দলিলটি সহজে স্থানান্তরযোগ্য নয় এমন দলিল সর্বসাধারণের জন্য সংরক্ষিত পাবলিক ডকুমেন্ট মূল দলিল যেক্ষেত্রে বিনষ্ট হয়েছে বা হারিয়ে গিয়েছে বর্ণিত প্রত্যেকটিই মাধ্যমিক সাক্ষ্য দ্বারা প্রমাণযোগ্য সঠিক উত্তর : বর্ণিত প্রত্যেকটিই মাধ্যমিক সাক্ষ্য দ্বারা প্রমাণযোগ্য ; [ধারা : ৬৫, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : বর্ণিত প্রত্যেকটিই মাধ্যমিক সাক্ষ্য দ্বারা প্রমাণযোগ্য ; [ধারা : ৬৫, সাক্ষ্য আইন] 72 / 100 72. নিচের কোন ক্ষেত্রে আপিল করা চলে না? চুরির মামলায় তুচ্ছ মামলার ক্ষেত্রে ঘুষ গ্রহণের ক্ষেত্রে সামান্য জখমের ক্ষেত্রে সঠিক উত্তর : তুচ্ছ মামলার ক্ষেত্রে ; [ধারা : ৪১৩, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : তুচ্ছ মামলার ক্ষেত্রে ; [ধারা : ৪১৩, ফৌজদারি কার্যবিধি] 73 / 100 73. সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারার বিধান অনুসারে সুনির্দিষ্ট অস্থাবর সম্পত্তি পুনরুদ্ধারের মোকদ্দমা দায়ের করা যায়? ১০ ধারা ১১ ধারা ৯ ধারা ৮ ধারা সঠিক উত্তর : ১০ ধারা ; [ধারা : ১০, সুনির্দিষ্ট প্রতিকার আইন] সঠিক উত্তর : ১০ ধারা ; [ধারা : ১০, সুনির্দিষ্ট প্রতিকার আইন] 74 / 100 74. উদ্দিষ্ট ব্যক্তিকে খুন করতে গিয়ে অনিচ্ছায় অপর ব্যক্তি খুনের শিকার হলে উক্ত অপরাধ সংঘটনকারী অপরাধ করেছেন - অপরাধমূলক নরহত্যা যা কিনা খুন অপরাধমূলক নরহত্যা যা কিনা খুন নয় অবহেলাজনিত নরহত্যার অপরাধ অপরাধমূলক নরহত্যার চেষ্টার অপরাধ সঠিক উত্তর : অপরাধমূলক নরহত্যা যা কিনা খুন ; [ধারা : ৩০১, দণ্ডবিধি] সঠিক উত্তর : অপরাধমূলক নরহত্যা যা কিনা খুন ; [ধারা : ৩০১, দণ্ডবিধি] 75 / 100 75. নেতিবাচক নিষেধাজ্ঞা নিচের কোন ধরণের চুক্তিতে প্রয়োগযোগ্য? যে চুক্তিটিতে হঁ্যা বাচক ও না বাচক উভয় ধরণের কাজের সমন্বয় রয়েছে যে চুক্তিটিতে হঁ্যা বাচক বাধ্যবাধকতা রয়েছে চুক্তিটিতে যদি শিল্পী—কবি—লেখক তথা সৃজনশীল ব্যক্তির সাথে কোনো কাজের প্রসঙ্গ আছে চুক্তিটি যদি নাবালকের প্রতিনিধির সাথে হয়ে থাকে সঠিক উত্তর : যে চুক্তিটিতে হঁ্যা বাচক ও না বাচক উভয় ধরণের কাজের সমন্বয় রয়েছে ; [ধারা : ৫৭, সুনির্দিষ্ট প্রতিকার আইন] সঠিক উত্তর : যে চুক্তিটিতে হঁ্যা বাচক ও না বাচক উভয় ধরণের কাজের সমন্বয় রয়েছে ; [ধারা : ৫৭, সুনির্দিষ্ট প্রতিকার আইন] 76 / 100 76. স্মৃতি পুনরুজ্জীবনে ব্যবহৃত কোনো লেখা সম্পর্কে বিরুদ্ধ পক্ষের অধিকার সম্পর্কে নিচের কোনটি সঠিক? বিরুদ্ধ পক্ষ চাইলে তা আদালতে দাখিলের জন্য আবেদন করতে পারবে বিরুদ্ধ পক্ষ উক্ত লেখা দেখতে পারবে বিরুদ্ধ পক্ষ এ সম্পর্কে উক্ত সাক্ষীকে জেরা করতে পারবে বর্ণিত সবগুলোই সঠিক সঠিক উত্তর : বর্ণিত সবগুলোই সঠিক ; [ধারা : ১৬১, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : বর্ণিত সবগুলোই সঠিক ; [ধারা : ১৬১, সাক্ষ্য আইন] 77 / 100 77. কোনো দণ্ডের কঠোরতা কি ধরনের বিষয় বলে গণ্য করা হয় আইনে? আইনের বিষয় ঘটনার বিষয় আইনের প্রাধান্যের বিষয় আইন ও ঘটনার মিশ্র বিষয় সঠিক উত্তর : আইনের বিষয় ; [ধারা : ৪১৮, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : আইনের বিষয় ; [ধারা : ৪১৮, ফৌজদারি কার্যবিধি] 78 / 100 78. “Digital Signature” or “electronic Signature” means any electronic signature as defined in ..... .... .- শুণ্যস্থানে কী বসবে? Digital Technology Security Act, 2018 Cyber Security Act, 2022 Digital Security Act, 2018 Information and Communication Technology Act, 2006 সঠিক উত্তর : Information and Communication Technology Act, 2006 ; [ধারা : ৩, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : Information and Communication Technology Act, 2006 ; [ধারা : ৩, সাক্ষ্য আইন] 79 / 100 79. ‘ক’ একটি ঘটনায় চুরির অভিযোগে অভিযুক্ত হয় এবং চুরির ঘটনার ৩ মাসের ভেতরে অন্য একটি ঘটনায় ‘ক’ মারাত্মক জখম করার অপরাধে অভিযুক্ত হয়; এক্ষেত্রে ‘ক’ এর এই দুই অপরাধের অভিযোগ গঠিত হবে কিভাবে? একত্রে আলাদা আলাদা একত্রে দায়রা আদালতে যেকোনোভাবেই হতে পারে সঠিক উত্তর : আলাদা আলাদা ; [ধারা : ২৩৩, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : আলাদা আলাদা ; [ধারা : ২৩৩, ফৌজদারি কার্যবিধি] 80 / 100 80. স্থাবর সম্পত্তি কোন আদালতের এখতিয়ারে অবস্থিত, সে বিয়য়ে অনিশ্চয়তায় আদালতের করণীয় সম্পর্কে নিচের কোনটি সঠিক নয়? অনিশ্চয়তার যুক্তিসঙ্গত কারণ লিপিবদ্ধ করবেন সংশ্লিষ্ট আদালত অনিশ্চয়তাহেতু মোকদ্দমাটি হাইকোর্টে প্রেরণ করে মতামত নিতে হবে অনিশ্চয়তা থাকা সত্ত্বেও মোকদ্দমাটি শ্রবণ ও নিষ্পত্তি করা যাবে অনিশ্চয়তা থাকা সত্ত্বেও মোকদ্দমাটি নিষ্পত্তি করে ডিক্রি প্রদান করা যাবে সঠিক উত্তর : অনিশ্চয়তাহেতু মোকদ্দমাটি হাইকোর্টে প্রেরণ করে মতামত নিতে হবে ; [ধারা : ১৮, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : অনিশ্চয়তাহেতু মোকদ্দমাটি হাইকোর্টে প্রেরণ করে মতামত নিতে হবে ; [ধারা : ১৮, দেওয়ানি কার্যবিধি] 81 / 100 81. আমলযোগ্য অপরাধ বলতে নিচের কোনটি বোঝানো হয়ে থাকে? পুলিশ কর্তৃক ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে গ্রেফতার করতে পারা পুলিশ কর্তৃক বিনা পরোয়ানায় গ্রেফতার ম্যাজিস্ট্রেট কর্তৃক মামলা আমলে নেওয়া যে সমস্ত অপরাধের শাস্তি ৬ মাসের বেশি সঠিক উত্তর : পুলিশ কর্তৃক বিনা পরোয়ানায় গ্রেফতার ; [ধারা : ৪(১) এর চ, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : পুলিশ কর্তৃক বিনা পরোয়ানায় গ্রেফতার ; [ধারা : ৪(১) এর চ, ফৌজদারি কার্যবিধি] 82 / 100 82. আদালত কোন বিধিবলে নিষেধাজ্ঞার আদেশ বাতিল, পরিবর্তন ও রদ করতে পারে? ৩৯ আদেশের ২ বিধিবলে ৩৯ আদেশের ৩ বিধিবলে ৩৯ আদেশের ৪ বিধিবলে ৩৯ আদেশের ৫ক বিধিবলে সঠিক উত্তর : ৩৯ আদেশের ৪ বিধিবলে ; [আদেশ : ৩৯, বিধি : ৪, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ৩৯ আদেশের ৪ বিধিবলে ; [আদেশ : ৩৯, বিধি : ৪, দেওয়ানি কার্যবিধি] 83 / 100 83. বিনা পরোয়ানায় গ্রেফতার হওয়া একজন ব্যক্তিকে ঢাকা মহানগরীর শাহবাগ থানা—সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট যদি আসামিকে হেফাজতে আটক রাখার নির্দেশ দেন, তাহলে এ বিষয়ে কার কাছে রিপোর্ট প্রদান করবেন উক্ত ম্যাজিস্ট্রেট? চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মহানগর দায়রা জজ দায়রা জজ মহানগর মুখ্য হাকিম সঠিক উত্তর : মহানগর মুখ্য হাকিম ; [ধারা : ১৬৭, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : মহানগর মুখ্য হাকিম ; [ধারা : ১৬৭, ফৌজদারি কার্যবিধি] 84 / 100 84. দণ্ডবিধি অনুসারে quarantine rule অমান্য করার সর্বোচ্চ সাজা কত? সর্বোচ্চ দুই বছর জেল ৬ মাসের জেল সর্বোচ্চ এক বছর জেল ৯ মাসের জেল সঠিক উত্তর : ৬ মাসের জেল ; [ধারা : ২৭১, দণ্ডবিধি] সঠিক উত্তর : ৬ মাসের জেল ; [ধারা : ২৭১, দণ্ডবিধি] 85 / 100 85. মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধের ক্ষেত্রে, অপরাধীকে আশ্রয়দানে আশ্রয়দাতার সর্বোচ্চ সাজা কত? ১ বছর ২ বছর ৩ বছর ৫ বছর সঠিক উত্তর : ৫ বছর ; [ধারা : ২১২, দণ্ডবিধি] সঠিক উত্তর : ৫ বছর ; [ধারা : ২১২, দণ্ডবিধি] 86 / 100 86. দণ্ডবিধির ৩০০ ধারার ১ নং ব্যতিক্রমের শর্তাবলী দণ্ডবিধির কোন কোন ধারার জন্য প্রযোজ্য? ৩০০ ধারার ১ নং ব্যতিক্রমের জন্য ৩৩৪ ধারার প্রয়োগের জন্য ৩৩৫ ধারার প্রয়োগের জন্য বর্ণিত সব ধারার জন্যই সঠিক উত্তর : বর্ণিত সব ধারার জন্যই ; [ধারা : ৩৩৫, দণ্ডবিধি] সঠিক উত্তর : বর্ণিত সব ধারার জন্যই ; [ধারা : ৩৩৫, দণ্ডবিধি] 87 / 100 87. ফৌজদারি কার্যবিধির কোন ধারায় ম্যাজিস্ট্রেট কর্তৃক মূল বিচারিক কার্যক্রম পরিচালনার পদ্ধতি বর্ণিত আছে? ২৪২ ধারায় ২৪৪ ধারায় ২৪৭ ধারায় ২৪৯ ধারায় সঠিক উত্তর : ২৪৪ ধারায় ; [ধারা : ২৪৪, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ২৪৪ ধারায় ; [ধারা : ২৪৪, ফৌজদারি কার্যবিধি] 88 / 100 88. আপিল আদালত কর্তৃক অতিরিক্ত সাক্ষ্য গ্রহণের বিধান বর্ণিত আছে দেওয়ানি কার্যবিধির - ৪১ আদেশের ২৩ বিধিতে ৪১ আদেশের ২৪ বিধিতে ৪১ আদেশের ২৫ বিধিতে ৪১ আদেশের ২৭ বিধিতে সঠিক উত্তর : ৪১ আদেশের ২৭ বিধিতে ; [আদেশ ৪১ : বিধি ২৭, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ৪১ আদেশের ২৭ বিধিতে ; [আদেশ ৪১ : বিধি ২৭, দেওয়ানি কার্যবিধি] 89 / 100 89. দেওয়ানি কার্যবিধির ২২ আদেশমতে বিবাদী পক্ষ কর্তৃক কায়মোকাম বা Substitution করতে হয় সর্বোচ্চ - ১২০ দিনের ভেতরে ৬০ দিনের ভেতরে ৩০ দিনের ভেতরে ৯০ দিনের ভেতরে সঠিক উত্তর : ৯০ দিনের ভেতরে ; [আদেশ ২২, দেওয়ানি কার্যবিধি; তামাদি আইনের ১৭৭ অনুচ্ছেদ দ্রষ্টব্য] সঠিক উত্তর : ৯০ দিনের ভেতরে ; [আদেশ ২২, দেওয়ানি কার্যবিধি; তামাদি আইনের ১৭৭ অনুচ্ছেদ দ্রষ্টব্য] 90 / 100 90. স্থাবর সম্পত্তি সংক্রান্ত মোকদ্দমা করার বিধান দেওয়ানি কার্যবিধির কোন আদেশের কোন বিধির বিষয়বস্তু? ৬ আদেশের ২ বিধি ৬ আদেশের ৩ বিধি ৭ আদেশের ২ বিধি ৭ আদেশের ৩ বিধি সঠিক উত্তর : ৭ আদেশের ৩ বিধি ; [আদেশ ৭ : বিধি ৩, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ৭ আদেশের ৩ বিধি ; [আদেশ ৭ : বিধি ৩, দেওয়ানি কার্যবিধি] 91 / 100 91. Enhanced sentence এর ধারণা হিসেবে নিচের কোনটি সঠিক? কোনো অপরাধের আইনে বর্ণিত সর্বোচ্চ শাস্তিটি প্রদান করা একাধিক অপরাধের শাস্তিগুলোকে একের পর এক যোগ করে মোট শাস্তিটি নির্ধারণ করা কোনো অপরাধে বর্ণিত কারাদণ্ডের সাথে অর্থদণ্ড যোগ করে শাস্তিটি প্রদান করা কোনো অপরাধ একাধিকবার অনুষ্ঠিত করলে শাস্তির পরিমাণ বৃদ্ধি করা সঠিক উত্তর : কোনো অপরাধ একাধিকবার অনুষ্ঠিত করলে শাস্তির পরিমাণ বৃদ্ধি করা ; [ধারা : ৭৫, দণ্ডবিধি] সঠিক উত্তর : কোনো অপরাধ একাধিকবার অনুষ্ঠিত করলে শাস্তির পরিমাণ বৃদ্ধি করা ; [ধারা : ৭৫, দণ্ডবিধি] 92 / 100 92. মোকদ্দমার সমনের মাধ্যমে বিবাদীর উপস্থিতি ও জবাব প্রদানের নির্ধারিত দিনে - শুধু বিবাদী বা তার অ্যাডভোকেট হাজিরা দেবেন শুধু বিবাদী বা তার অ্যাডভোকেট হাজিরা দেবেন বাদী ও বিবাদী উভয়কে বা তাদের অ্যাডভোকেটগণ হাজির দেবেন বাদী ও বিবাদী উভয়কে বা তাদের অ্যাডভোকেটগণ এবং সরকারি উকিল হাজিরা দেবেন সঠিক উত্তর : বাদী ও বিবাদী উভয়কে বা তাদের অ্যাডভোকেটগণ হাজির দেবেন ; [আদেশ ৯ : বিধি ১, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : বাদী ও বিবাদী উভয়কে বা তাদের অ্যাডভোকেটগণ হাজির দেবেন ; [আদেশ ৯ : বিধি ১, দেওয়ানি কার্যবিধি] 93 / 100 93. বার কাউন্সিল অর্ডার অনুসারে ‘তালিকা’ [roll] বলতে নিচের কোনটি বোঝায়? সরকারি উকিলের তালিকা অ্যাডভোকেট তালিকাভুক্তি পরীক্ষার রোল বা তালিকা পাবলিক প্রসিকিউটরগণের তালিকা বার কাউন্সিলের প্রস্তুতকৃত ও রক্ষিত অ্যাডভোকেটগণের তালিকা সঠিক উত্তর : বার কাউন্সিলের প্রস্তুতকৃত ও রক্ষিত অ্যাডভোকেটগণের তালিকা ; [অনুচ্ছেদ: ২, বিবিসি অর্ডার] সঠিক উত্তর : বার কাউন্সিলের প্রস্তুতকৃত ও রক্ষিত অ্যাডভোকেটগণের তালিকা ; [অনুচ্ছেদ: ২, বিবিসি অর্ডার] 94 / 100 94. স্ত্রীলোকের সম্মতি ছাড়া গর্ভপাত করানোর সর্বোচ্চ শাস্তি নিচের কোনটি? যাবজ্জীবন কারাদণ্ড ১০ বছরের কারাদণ্ড ৭ বছরের কারাদণ্ড ৩ বছরের কারাদণ্ড সঠিক উত্তর : যাবজ্জীবন কারাদণ্ড ; [ধারা : ৩১৩, দণ্ডবিধি] সঠিক উত্তর : যাবজ্জীবন কারাদণ্ড ; [ধারা : ৩১৩, দণ্ডবিধি] 95 / 100 95. Contents of judgment — ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিষয়বস্তু? ৪৬৩ ধারার ৩৬৬ ধারার ৩৬৭ ধারার ৩৭০ ধারার সঠিক উত্তর : ৩৬৭ ধারার ; [ধারা : ৩৬৭, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ৩৬৭ ধারার ; [ধারা : ৩৬৭, ফৌজদারি কার্যবিধি] 96 / 100 96. ‘প্রবেট, এখতিয়ার ইত্যাদির ক্ষেত্রে কোনো রায়ের প্রাসঙ্গিকতা’ - এটি সাক্ষ্য আইনের কত ধারার শিরোনাম? ৩৯ ধারা ৫১ ধারা ৪১ ধারা ৪৫ ধারা সঠিক উত্তর : ৪১ ধারা ; [ধারা : ৪১, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ৪১ ধারা ; [ধারা : ৪১, সাক্ষ্য আইন] 97 / 100 97. জেরাকৃত সাক্ষীর স্মৃতি পুনরুজ্জীবীত কে করেন? আদালত উক্ত সাক্ষী নিজে জেরাকৃত ব্যক্তির স্বপক্ষীয় আইনজীবী জেরাকারী আইনজীবী সঠিক উত্তর : জেরাকারী আইনজীবী ; [ধারা : ১৪৫, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : জেরাকারী আইনজীবী ; [ধারা : ১৪৫, সাক্ষ্য আইন] 98 / 100 98. শুধুই আইন সংক্রান্ত বিচার্য বিষয়ের ওপর যদি কোনো মোকদ্দমার আংশিক অংশের নিষ্পত্তি নির্ভর করে তাহলে নিচের কোনটি সত্য? নিম্ন আদালত মোকদ্দমাটি হাইকোর্টে প্রেরণ করবে আইনগত অংশের নিষ্পত্তির জন্য নিম্ন আদালত মোকদ্দমাটির আইনগত অংশ নিষ্পত্তি করে তারপরে ঘটনাগত বিচার্য বিষয় বিবেচনায় নেবে নিম্ন আদালত সংশ্লিষ্ট আপিল আদালতের মতামতের জন্য মোকদ্দমার নথি প্রেরণ করবেন নিম্ন আদালত ঘটনাগত বিচার্য বিষয়ের সমস্ত দলিল হাজির করতে বলবেন সঠিক উত্তর : নিম্ন আদালত মোকদ্দমাটির আইনগত অংশ নিষ্পত্তি করে তারপরে ঘটনাগত বিচার্য বিষয় বিবেচনায় নেবে ; [আদেশ ১৪ : বিধি ২, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : নিম্ন আদালত মোকদ্দমাটির আইনগত অংশ নিষ্পত্তি করে তারপরে ঘটনাগত বিচার্য বিষয় বিবেচনায় নেবে ; [আদেশ ১৪ : বিধি ২, দেওয়ানি কার্যবিধি] 99 / 100 99. ক গ—এর বাড়িতে একটি টেবিলের উপর গ—এর একটি আংটি দেখতে পায়। সঙ্গে সঙ্গে আংটিটি হস্তগত করলে তল্লাশি হতে পারে ও ধরা পড়তে পারে এই ভয়ে ক তৎক্ষণাৎ আংটিটি না সরায়ে বরং উহা এমন এক স্থানে গোপন করে রাখে যেখান হতে গ—এর পক্ষে উহা খঁুজে বাহির করা এক রকম অসম্ভব হবে। এটি দণ্ডবিধিতে বর্ণিত কোন অপরাধটির আওতাধীন? অসাধুভাবে আত্মসাৎ অপরাধমূলক বিশ্বাসভঙ্গ চুরি বলপূর্বক গ্রহণ সঠিক উত্তর : চুরি ; [ধারা : ৩৭৮, দণ্ডবিধি] সঠিক উত্তর : চুরি ; [ধারা : ৩৭৮, দণ্ডবিধি] 100 / 100 100. দণ্ডবিধি অনুসারে `”Wrongful gain” is gain by unlawful means of property to which the person gaining is .....’ -শূণ্যস্থানে কী বসবে? legally entitled. not legally entitled. in possesion of any property. not in possesion of any property. সঠিক উত্তর : not legally entitled.; [ধারা : ২৩, দণ্ডবিধি] সঠিক উত্তর : not legally entitled.; [ধারা : ২৩, দণ্ডবিধি] Your score is Facebook 0% Restart quiz By Wordpress Quiz plugin