/100 35 Model test [16] এটি ১৬ নং পূর্ণাঙ্গ মডেল টেস্ট; যা কিনা আইনের ধারাপাত মডেল টেস্ট বুক এর ১৬ নং টেস্টটির অবিকল অনুরূপ। আরো জ্ঞাতব্য যে, এই টেস্টটি মূলত বিগত সালে প্রশ্ন আসেনি, কিন্তু গুরুত্বপূর্ণ - এমন ধারাসমূহের ওপরে প্রধানত জোর দিয়ে তৈরি করা প্রশ্ন এবং এটি আসন্ন ২০২৫ সালের এমসিকিউ পরীক্ষায় কমন পাবার ক্ষেত্রে অত্যন্ত উপযোগী একটি পূর্ণাঙ্গ মডেল টেস্ট। এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন। ইমেইলটি লেখা বাধ্যতামূলক নয়; তবে, ইমেইল এড্রেস দিলে আপনার ইমেইলে বিস্তারিত ফলাফল চলে যাবে। 1 / 100 1. কোনো প্রশ্ন Proper নাকি Improper - এটি সম্পর্কে সংজ্ঞায়ন সাক্ষ্য আইনের কোন ধারায় বর্ণিত রয়েছে? ১৪৪ ধারা ১৪৮ ধারা ১৪৯ ধারা ১৫৩ ধারা সঠিক উত্তর : ১৪৮ ধারা ; [ধারা : ১৪৮, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ১৪৮ ধারা ; [ধারা : ১৪৮, সাক্ষ্য আইন] 2 / 100 2. ভারতীয় উপমহাদেশের তামাদি আইনের জনক কোন ব্যক্তিকে বলা হয়? লর্ড মেকলে স্যার জেমস স্টিফেন লর্ড কর্নওয়ালিস স্যার জেমস ফিটজ সঠিক উত্তর : লর্ড কর্নওয়ালিস ; [বেসিক, তামাদি আইন] সঠিক উত্তর : লর্ড কর্নওয়ালিস ; [বেসিক, তামাদি আইন] 3 / 100 3. সাক্ষ্য হিসেবে পেশ করার ব্যাপারে বাধা সৃষ্টি করার জন্য দলিল বিনষ্ট করার সর্বোচ্চ সাজা কত? ৩ মাসের কারাদণ্ড ২ বছরের কারাদণ্ড ১ মাসের করাদণ্ড ১ বছরের কারাদণ্ড সঠিক উত্তর : ২ বছরের কারাদণ্ড ; [ধারা : ২০৪, দণ্ডবিধি] সঠিক উত্তর : ২ বছরের কারাদণ্ড ; [ধারা : ২০৪, দণ্ডবিধি] 4 / 100 4. মৃত বিবাদীর বৈধ প্রতিনিধিকে স্থলাভিষিক্ত করার আবেদন ৯০ দিনের মধ্যে করতে হয় - এটি তামাদি আইনের কোন অনুচ্ছেদের বিষয়বস্তু? ১৭৫ ১৭৬ ১৭৭ ১৭৮ সঠিক উত্তর : ১৭৭ ; [অনুচ্ছেদ : ১৭৭, প্রথম তফসিল, তামাদি আইন] সঠিক উত্তর : ১৭৭ ; [অনুচ্ছেদ : ১৭৭, প্রথম তফসিল, তামাদি আইন] 5 / 100 5. বাদীর আরজির সাথে সংশ্লিষ্ট দলিল দাখিল সম্পর্কে বিধানসমূহ কোন বিধিসমূহে বর্ণিত আছে? ৭ আদেশের ৯ থেকে ১৩ বিধিসমূহে ৭ আদেশের ১৪ থেকে ১৮ বিধিসমূহে ৬ আদেশের ৯ থেকে ১৩ বিধিসমূহে ৬ আদেশের ১৪ থেকে ১৮ বিধিসমূহে সঠিক উত্তর : ৭ আদেশের ১৪ থেকে ১৮ বিধিসমূহে ; [আদেশ ৭ : বিধি ১৪—১৮, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ৭ আদেশের ১৪ থেকে ১৮ বিধিসমূহে ; [আদেশ ৭ : বিধি ১৪—১৮, দেওয়ানি কার্যবিধি] 6 / 100 6. কয়টি ক্ষেত্রে রিভিউ এর আবেদন করা যাবে বলে বিধান আছে দেওয়ানি কার্যবিধির ১১৪ ধারায়? ২টি ক্ষেত্রে ৩টি ক্ষেত্রে ৪টি ক্ষেত্রে ৫টি ক্ষেত্রে সঠিক উত্তর : ৩টি ক্ষেত্রে ; [ধারা : ১১৪, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ৩টি ক্ষেত্রে ; [ধারা : ১১৪, দেওয়ানি কার্যবিধি] 7 / 100 7. ফৌজদারি কার্যবিধি অনুসারে - “Court of Session” includes a ............... . - শুণ্যস্থানে কী বসবে? Metropolitan Court of Magistrate Chief Judicial Magistrate Chief Metropolitan Magistrate Metropolitan Court of Session সঠিক উত্তর : Metropolitan Court of Session ; [ধারা : ৪(১) এর জ, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : Metropolitan Court of Session ; [ধারা : ৪(১) এর জ, ফৌজদারি কার্যবিধি] 8 / 100 8. বিশেষ ম্যাজিস্ট্রেট এর নিয়োগ নিম্নোক্ত কোন প্রকারে কীভাবে হতে পারে? আইন মন্ত্রনালয়ের নির্দেশে প্রধান বিচারপতি হাইকোর্টের বিচারকগণের সাথে পরামর্শ করে সরকার হাইকোর্টের সাথে পরামর্শ করে প্রধান বিচারপতির স্বেচ্ছাধীন ক্ষমতাবলে সঠিক উত্তর : সরকার হাইকোর্টের সাথে পরামর্শ করে ; [ধারা : ১২, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : সরকার হাইকোর্টের সাথে পরামর্শ করে ; [ধারা : ১২, ফৌজদারি কার্যবিধি] 9 / 100 9. Previous bad character not relevant, except in reply - সাক্ষ্য আইনের এই বিধানটি কখন প্রয়োগযোগ্য নয়? যখন একটি ধর্ষণ মামলার বিচার হয় যখন খারাপ চরিত্রই মামলার বিচার্য বিষয় যখন জালিয়াতি মামলার বিচার হয় বর্ণিত প্রত্যেকটি ক্ষেত্রেই প্রয়োগযোগ্য নয় সঠিক উত্তর : যখন খারাপ চরিত্রই মামলার বিচার্য বিষয় ; [ধারা ৫৪, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : যখন খারাপ চরিত্রই মামলার বিচার্য বিষয় ; [ধারা ৫৪, সাক্ষ্য আইন] 10 / 100 10. দণ্ডবিধির অনুসারে সাধারণভাবে আঘাতের (Hurt) যেকোনো শাস্তির প্রযোজ্যতা কোন ধারার ব্যতিক্রমসাপেক্ষ? ৩৩৪ ধারা ৩৩৫ ধারা ৩৩৮ ধারা ৩৩৮ক ধারা সঠিক উত্তর : ৩৩৪ ধারা ; [ধারা : ৩৩৪, দণ্ডবিধি] সঠিক উত্তর : ৩৩৪ ধারা ; [ধারা : ৩৩৪, দণ্ডবিধি] 11 / 100 11. একটি ঝোপের একপাশে ক ও খ রয়েছে এবং অন্য পাশে চ রয়েছে। ক জানে যে, চ অন্য পাশে রয়েছে, কিন্তু খ তা জানে না। ক কর্তৃক ঝোপের দিকে গুলিবর্ষণ করালে চ এর মৃত্যুতে ক এর অপরাধ কী? কোনো অপরাধ অনুষ্ঠিত হয়নি অপরাধমূলক নরহত্যার অপরাধ অপরাধমূলক নরহত্যার অপরাধ যা কিনা খুন বলে গণ্য হবে অবহেলাজনিত মৃত্যু ঘটানোর অপরাধ সঠিক উত্তর : অপরাধমূলক নরহত্যার অপরাধ যা কিনা খুন বলে গণ্য হবে ; [ধারা : ২৯৯, দণ্ডবিধি সঠিক উত্তর : অপরাধমূলক নরহত্যার অপরাধ যা কিনা খুন বলে গণ্য হবে ; [ধারা : ২৯৯, দণ্ডবিধি 12 / 100 12. ফৌজদারি কার্যবিধির ১৯০ ধারা অনুসারে কোনো দ্বিতীয় বা তৃতীয় শ্রেণির ম্যাজিস্ট্রেটকে মামলা আমলে নেবার ক্ষমতা কে অর্পণ করতে পারেন? চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দায়রা জজ অতিরিক্ত দায়রা জজ যুগ্ম দায়রা জজ সঠিক উত্তর : চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ; [ধারা : ১৯০, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ; [ধারা : ১৯০, ফৌজদারি কার্যবিধি] 13 / 100 13. কোনো মোকদ্দমা সরাসরি খারিজ আদেশ রদ করলে বিবাদীকে দেয় নোটিশটির খরচ কে দেবেন? আদালত বাদী সরকার বাদীর আইনজীবী সঠিক উত্তর : বাদী ; [আদেশ ৯ : বিধি ৯ক, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : বাদী ; [আদেশ ৯ : বিধি ৯ক, দেওয়ানি কার্যবিধি] 14 / 100 14. রেলপথ নিমার্ণ ও চালু রাখার একমাত্র উদ্দেশ্য নিয়ে গঠিত একটি কোম্পানি একটি কটন মিল নির্মাণের জন্য একখন্ড জমি ক্রয় করার জন্য চুক্তিবদ্ধ হয়।এইরূপ চুক্তি- সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যাবে না সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যাবে চুক্তির আংশিক সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যাবে এইরূপ চুক্তি আইনদ্বারা বলবৎ করা যাবে না সঠিক উত্তর : সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যাবে না ; [ধারা : ২১, সুনির্দিষ্ট প্রতিকার আইন] সঠিক উত্তর : সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যাবে না ; [ধারা : ২১, সুনির্দিষ্ট প্রতিকার আইন] 15 / 100 15. Objections as to misjoinder of causes of action - দেওয়ানি কার্যবিধির কোন আদেশের কোন বিধিমতে প্রতিপক্ষ এরূপ আবেদন করতে পারে? আদেশ ১, বিধি ৩ আদেশ ১, বিধি ১০ আদেশ ২, বিধি ৭ আদেশ ৩, বিধি ৭ সঠিক উত্তর : আদেশ ২, বিধি ৭ ; [আদেশ ২ : বিধি ৭, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : আদেশ ২, বিধি ৭ ; [আদেশ ২ : বিধি ৭, দেওয়ানি কার্যবিধি] 16 / 100 16. ‘বিচার্য বিষয়’- এর সংজ্ঞা সাক্ষ্য আইনের কত ধারায় বলা আছে? ২ ধারা ৩ ধারা ৪১ ধারা ৪ ধারা সঠিক উত্তর : ৩ ধারা ; [ধারা : ৩, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ৩ ধারা ; [ধারা : ৩, সাক্ষ্য আইন] 17 / 100 17. কোনো সরকারি অফিসার কতৃর্ক, সরকারি পদাধিকার বলে করা কোনো কাজ বা আদেশ বাতিলের মোকদ্দমায় তামাদির মেয়াদ কত? ১ মাস ৬ মাস ৩ মাস ১ বছর সঠিক উত্তর : ১ বছর ; [অনুচ্ছেদ : ১৪, প্রথম তফসিল, তামাদি আইন] সঠিক উত্তর : ১ বছর ; [অনুচ্ছেদ : ১৪, প্রথম তফসিল, তামাদি আইন] 18 / 100 18. আদালতের আটককৃত কোন ধরনের দলিল আর ফেরত নেওয়া যায় না? ডিক্রি বলে বাতিল বা অকার্যকর হয়ে যাওয়া দলিল সুনির্দিষ্টভাবে কার্যসম্পাদনযোগ্য নয় এমন দলিল সুনির্দিষ্টভাবে কার্যসম্পাদনযোগ্য এমন দলিল কোনো অনিবন্ধিত দলিল সঠিক উত্তর : ডিক্রি বলে বাতিল বা অকার্যকর হয়ে যাওয়া দলিল ; [আদেশ ১৩ : বিধি ৯, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ডিক্রি বলে বাতিল বা অকার্যকর হয়ে যাওয়া দলিল ; [আদেশ ১৩ : বিধি ৯, দেওয়ানি কার্যবিধি] 19 / 100 19. সাক্ষ্য আইনের ৩৪ ধারা অনুসারে - Entries in books of account or digital record, regularly kept in the course of business ...... ..... .... to charge any person with liability. - শুণ্যস্থানে কী বসবে? is relevant is not relevant shall be sufficient evidence shall not alone be sufficient evidence সঠিক উত্তর : shall not alone be sufficient evidence ; [ধারা : ৩৪, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : shall not alone be sufficient evidence ; [ধারা : ৩৪, সাক্ষ্য আইন] 20 / 100 20. অ্যাডভোকেট হিসেবে তালিকাভূক্তির অযোগ্যতা সংক্রান্ত বিষয়ে বার কাউন্সিল অর্ডারের কত অনুচ্ছেদে বিধান করা আছে? ২৭ অনুচ্ছেদ ১৯ অনুচ্ছেদ ২০ অনুচ্ছেদ ২১ অনুচ্ছেদ সঠিক উত্তর : ২৭ অনুচ্ছেদ ; [অনুচ্ছেদ: ২৭, বিবিসি অর্ডার] সঠিক উত্তর : ২৭ অনুচ্ছেদ ; [অনুচ্ছেদ: ২৭, বিবিসি অর্ডার] 21 / 100 21. সাক্ষীর বিশ্বাসযোগ্যতা সম্পর্কে কে অভিযোগ তুলতে পারে? শুধুই প্রতিপক্ষের আইনজীবী কর্তৃক উভয় পক্ষের আইনজীবী কর্তৃক শুধুই আদালত কর্তৃক আদালত এবং প্রতিপক্ষের আইনজীবী কর্তৃক সঠিক উত্তর : উভয় পক্ষের আইনজীবী কর্তৃক ; [ধারা : ১৫৫, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : উভয় পক্ষের আইনজীবী কর্তৃক ; [ধারা : ১৫৫, সাক্ষ্য আইন] 22 / 100 22. “......... means an advocate entered in the roll under the provisions of this Order- শুণ্যস্থানে কী বসবে? Government pleader Pleader Advocate Public prosecutor সঠিক উত্তর : Advocate ; [অনুচ্ছেদ: ২, বিবিসি অর্ডার] সঠিক উত্তর : Advocate ; [অনুচ্ছেদ: ২, বিবিসি অর্ডার] 23 / 100 23. ওজন ও পরিমাপ সম্পর্কিত দণ্ডবিধিতে বর্ণিত সাজাগুলো কোন বর্ণনার? বাধ্যতামূলকভাবে সশ্রম কারাদণ্ড বিনাশ্রম কারাদণ্ড সশ্রম বা বিনাশ্রম যেকোনোটি নির্জন কারাবাস সঠিক উত্তর : সশ্রম বা বিনাশ্রম যেকোনোটি ; [ধারা : ২৬৪—২৬৭, দণ্ডবিধি] সঠিক উত্তর : সশ্রম বা বিনাশ্রম যেকোনোটি ; [ধারা : ২৬৪—২৬৭, দণ্ডবিধি] 24 / 100 24. দণ্ডবিধি অনুযায়ী ‘জনশৃঙ্খলা বিরোধী অপরাধ’ নিচের কোনটি? দাঙ্গা চুরি রাষ্ট্রদ্রোহিতা প্রতারণা সঠিক উত্তর : দাঙ্গা ; [ধারা : ১৪৬, দণ্ডবিধি] সঠিক উত্তর : দাঙ্গা ; [ধারা : ১৪৬, দণ্ডবিধি] 25 / 100 25. কোনো সরকারি কর্মকর্তা সরকারি পর্যায়ের যোগাযোগ বা পত্রালাপ প্রকাশ করতে বাধ্য নয় কোন কারণে? জনস্বার্থে ব্যাঘাত ঘটলে উচ্চতর কর্মকর্তার আদেশ থাকলে তথ্যটি প্রধানমন্ত্রী প্রেরিত হলে তথ্যটি রাষ্ট্রপতি প্রেরিত হলে সঠিক উত্তর : জনস্বার্থে ব্যাঘাত ঘটলে ; [ধারা : ১২৪, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : জনস্বার্থে ব্যাঘাত ঘটলে ; [ধারা : ১২৪, সাক্ষ্য আইন] 26 / 100 26. ম্যাজিস্ট্রেট কত ধারা অনুযায়ী দায়রা আদালত কতৃর্ক বিচার্য মামলা দায়রা আদালতে হস্তান্তর করতে পারে? ২০১ ধারা ২০৫ক ধারা ২০৫খ ধারা ২০৫গ ধারা সঠিক উত্তর : ২০৫গ ধারা ; [ধারা : ২০৫গ, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ২০৫গ ধারা ; [ধারা : ২০৫গ, ফৌজদারি কার্যবিধি] 27 / 100 27. কার্যবিধির ১৬০ ধারানুসারে পুলিশ সাক্ষী তলব করতে পারে - শুধুই নিজ থানার অধীনে কাউকে পুরো জেলার যেকোনো থানাধীন কাউকে নিজ থানা ও সংলগ্ন পার্শ্ববর্তী থানাধীন কাউকে পুরো বিভাগীয় এলাকার যেকোনো থানাধীন কাউকে সঠিক উত্তর : নিজ থানা ও সংলগ্ন পার্শ্ববর্তী থানাধীন কাউকে ; [ধারা : ১৬০, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : নিজ থানা ও সংলগ্ন পার্শ্ববর্তী থানাধীন কাউকে ; [ধারা : ১৬০, ফৌজদারি কার্যবিধি] 28 / 100 28. মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন দণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধ করেছে এমন কোনো সন্দেহ হবার যুক্তিসঙ্গত কারণ থাকলে এবং তা জামিনঅযোগ্য হলেও নিচে বর্ণিত কোন কারণে একজনকে আদালত জামিন দিতে পারে? আসমি যদি একজন পীড়িত বা অক্ষম ব্যক্তি হয়ে থাকে আসামি যদি ১৫ বছর বয়স্ক হয়ে থাকে আসামি যদি একজন স্ত্রীলোক হয়ে থাকে উপরোক্ত প্রত্যেকেই প্রকৃতপক্ষে জামিন পেতে পারেন সঠিক উত্তর : উপরোক্ত প্রত্যেকেই প্রকৃতপক্ষে জামিন পেতে পারেন ; [ধারা : ৪৯৭, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : উপরোক্ত প্রত্যেকেই প্রকৃতপক্ষে জামিন পেতে পারেন ; [ধারা : ৪৯৭, ফৌজদারি কার্যবিধি] 29 / 100 29. মোকদ্দমা করিবার অধিকার অর্জনের পূর্বে মৃত্যুর ফলাফল নিয়ে তামাদি আইনের কত ধারায় আলোচনা করা হয়েছে? ১৭ ধারায় ১৯ ধারায় ২২ ধারায় ২৫ ধারায় সঠিক উত্তর : ১৭ ধারায় ; [ধারা : ১৭, তামাদি আইন] সঠিক উত্তর : ১৭ ধারায় ; [ধারা : ১৭, তামাদি আইন] 30 / 100 30. শাসনতান্ত্রিক আইন বা সংবিধান সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠলে সে বিষয়ে কাকে নোটিশ না দেওয়া পর্যন্ত উক্ত মোকদ্দমার বিচার করা যায় না? প্রধানমন্ত্রীকে আইনমন্ত্রীকে অ্যাটর্নি জেনারেলকে স্বরাষ্ট্রমন্ত্রীকে সঠিক উত্তর : অ্যাটর্নি জেনারেলকে ; [আদেশ ২৭ক : বিধি ১, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : অ্যাটর্নি জেনারেলকে ; [আদেশ ২৭ক : বিধি ১, দেওয়ানি কার্যবিধি] 31 / 100 31. ‘ক’- তার বাড়ির ছাদ এর একটি অংশ ‘খ’ এর জমির উপর দিয়ে নির্মাণ করে। ‘খ’- এর প্রতিকার কি? ‘খ’, অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ পেতে পারে ‘খ’, ক্ষতিপূরণের আদেশ পেতে পারে ‘খ’, বাধ্যতামূলক নিষেধাজ্ঞার আদেশ পেতে পারে ‘খ’,‘ক’—কে উক্ত সম্পত্তি ক্রয় করতে বাধ্য করতে পারে সঠিক উত্তর : ‘খ’, বাধ্যতামূলক নিষেধাজ্ঞার আদেশ পেতে পারে ; [ধারা : ৫৫, সুনির্দিষ্ট প্রতিকার আইন] সঠিক উত্তর : ‘খ’, বাধ্যতামূলক নিষেধাজ্ঞার আদেশ পেতে পারে ; [ধারা : ৫৫, সুনির্দিষ্ট প্রতিকার আইন] 32 / 100 32. নোটিশ দেওয়া সত্ত্বেও কোনো দলিল হাজির না করলে পরবর্তীতে তা সাক্ষ্য হিসেবে ব্যবহার করার সুযোগ সম্পর্কে সাক্ষ্য আইনের সাধারণ নীতি কী? সাধারণত এটি সাক্ষ্য হিসেবে ব্যবহার করার সুযোগ নেই দলিলটি সম্পর্কে এফিডেভিট করে সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে দলিলটির পক্ষগণকে নোটিশ দিয়ে আদালতে হাজির করতে হবে কোনোটিই সঠিক নয় সঠিক উত্তর : সাধারণত এটি সাক্ষ্য হিসেবে ব্যবহার করার সুযোগ নেই ; [ধারা : ১৬৪, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : সাধারণত এটি সাক্ষ্য হিসেবে ব্যবহার করার সুযোগ নেই ; [ধারা : ১৬৪, সাক্ষ্য আইন] 33 / 100 33. For the purpose of this section a trademark is property. - এটি সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন ধারার বিধান প্রসঙ্গে বলা হয়েছে? ৫৫ ধারা ৫৪ ধারা ৫৩ ধারা ৫২ ধারা সঠিক উত্তর : ৫৪ ধারা ; [ধারা : ৫৪, সুনির্দিষ্ট প্রতিকার আইন] সঠিক উত্তর : ৫৪ ধারা ; [ধারা : ৫৪, সুনির্দিষ্ট প্রতিকার আইন] 34 / 100 34. Who may be joined as plaintiffs- এটি দেওয়ানি কার্যবিধির কোন বিধির বিধান? আদেশ ১ এর ১ বিধি আদেশ ১ এর ৩ বিধি আদেশ ২ এর ১ বিধি আদেশ ৮ এর ৮ বিধি সঠিক উত্তর : আদেশ ১ এর ১ বিধি ; [আদেশ ১ : বিধি ১, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : আদেশ ১ এর ১ বিধি ; [আদেশ ১ : বিধি ১, দেওয়ানি কার্যবিধি] 35 / 100 35. সুনির্দিষ্ট প্রতিকার আইন অনুসারে নিচের কোন বক্তব্যটি সঠিক নয়? আইনটি কোনো সম্মতিকে [agreement] কার্যকরের আওতায় নিয়ে আসতে পারবে না আইনটি কোনো দেওয়ানি অধিকারকে খর্ব করে সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করবে আইনটি রেজিস্ট্রেশন আইনকে প্রভাবিত করবে না আইনটি দণ্ডমূলক ব্যবস্থার জন্য প্রয়োগযোগ্য নয় সঠিক উত্তর : আইনটি কোনো দেওয়ানি অধিকারকে খর্ব করে সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করবে ; [ধারা : ৪, সুনির্দিষ্ট প্রতিকার আইন] সঠিক উত্তর : আইনটি কোনো দেওয়ানি অধিকারকে খর্ব করে সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করবে ; [ধারা : ৪, সুনির্দিষ্ট প্রতিকার আইন] 36 / 100 36. ভূমি নিয়ে বিরোধে খরচ সম্পর্কে আদেশ কে দিতে পারেন? শুধুই জেলা ম্যাজিস্ট্রেট শুধুই নির্বাহী ম্যাজিস্ট্রেট জেলা অথবা নির্বাহী উভয় ম্যাজিস্ট্রেট নির্বাহী এবং জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট উভয়ই সঠিক উত্তর : জেলা অথবা নির্বাহী উভয় ম্যাজিস্ট্রেট ; [ধারা : ১৪৮, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : জেলা অথবা নির্বাহী উভয় ম্যাজিস্ট্রেট ; [ধারা : ১৪৮, ফৌজদারি কার্যবিধি] 37 / 100 37. জেরা শেষ হওয়ার পর যদি সাক্ষীকে নিজের পক্ষের আইনজীবী কিছু জিজ্ঞেস করে তবে তাকে কি বলে? জেরা জবানবন্দি পুনঃজবানবন্দি পুনঃজেরা সঠিক উত্তর : পুনঃজবানবন্দি ; [ধারা : ১৩৭, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : পুনঃজবানবন্দি ; [ধারা : ১৩৭, সাক্ষ্য আইন] 38 / 100 38. নিষেধাজ্ঞার অবাধ্যতা অব্যাহত থাকায় ক্রোককৃত সম্পত্তি নিলামে বিক্রয়লব্ধ অর্থ থেকে ক্ষতিগ্রস্ত পক্ষকে খেসারত প্রদান করার পর অবশিষ্ট অর্থ পাবে - রাষ্ট্রের রাজস্ব খাতে জমা করা হবে আদালতের ব্যয় নির্বাহে সরাসরি খরচ করা হবে দরখাস্তকারীর অ্যাডভোকেট পাবেন অবাধ্যতাকারী দোষী ব্যক্তিকে ফেরত প্রদান করা হবে সঠিক উত্তর : অবাধ্যতাকারী দোষী ব্যক্তিকে ফেরত প্রদান করা হবে ; [আদেশ : ৩৯, বিধি : ২(৪), দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : অবাধ্যতাকারী দোষী ব্যক্তিকে ফেরত প্রদান করা হবে ; [আদেশ : ৩৯, বিধি : ২(৪), দেওয়ানি কার্যবিধি] 39 / 100 39. কোনো অস্থাবর সম্পত্তির চুক্তিভঙ্গের আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত প্রতিকার বলে গণ্য করার বিষয়টি আদালতের ‘অবশ্য অনুমান’ হলে তার পরিণতি হিসেবে সাধারণভাবে নিচের কোনটি ঘটতে পারে? আদালত চুক্তিটির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দেবেন আদালত চুক্তিটির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দেবেন না আদালত উক্ত অনুমান খণ্ডনের জন্য আহ্বান জানাবেন সংশ্লিষ্ট পক্ষকে আদালত তাৎক্ষণিকভাবে রায় দিতে পারবেন সঠিক উত্তর : আদালত চুক্তিটির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দেবেন না ; [ধারা : ১২, সুনির্দিষ্ট প্রতিকার আইন] সঠিক উত্তর : আদালত চুক্তিটির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দেবেন না ; [ধারা : ১২, সুনির্দিষ্ট প্রতিকার আইন] 40 / 100 40. কোনো মোকদ্দমার সাক্ষীদেরকে সাক্ষ্য দেবার জন্য সমন দেবার ক্ষেত্রে কোন আদেশ অনুসরণে সমন দিতে হয়? ৪ আদেশে বর্ণিত নিয়মানুসারে ৫ আদেশে বর্ণিত নিয়মানুসারে ১২ আদেশে বর্ণিত নিয়মানুসারে ১৬ আদেশে বর্ণিত নিয়মানুসারে সঠিক উত্তর : ৫ আদেশে বর্ণিত নিয়মানুসারে ; [আদেশ ১৬ : বিধি ৮, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ৫ আদেশে বর্ণিত নিয়মানুসারে ; [আদেশ ১৬ : বিধি ৮, দেওয়ানি কার্যবিধি] 41 / 100 41. তামাদির মেয়াদ শেষ হবার পর দায়েরকৃত মামলার পরিণতি হিসেবে নিচের কোনটি সঠিক? মামলা গ্রহণ করে বিচার শুরু করবে মামলা খারিজ করবে আইন—নির্দিষ্ট শর্তসাপেক্ষে মামলা গ্রহণ করবে তামাদি মওকুফ করে আদালত মামলা আমলে নেবেন সঠিক উত্তর : মামলা খারিজ করবে; [ধারা : ৩, তামাদি আইন] সঠিক উত্তর : মামলা খারিজ করবে; [ধারা : ৩, তামাদি আইন] 42 / 100 42. দলিল বাতিলের রায় প্রদানের সময় আদালত যে পক্ষকে এইরূপ প্রতিকার মঞ্জুর করেছেন, সেই পক্ষের তরফ হতে অপর পক্ষকে ন্যায়বিচারের প্রয়োজনে .............. নির্দেশ দিতে পারেন। দলিলের আংশিক কার্য সম্পাদনের ক্ষতিপূরণ প্রদানের সুবিবেচনামূলক প্রতিকার প্রদানের উপরের কোনোটিই নয় সঠিক উত্তর : ক্ষতিপূরণ প্রদানের ; [ধারা : ৪১, সুনির্দিষ্ট প্রতিকার আইন] সঠিক উত্তর : ক্ষতিপূরণ প্রদানের ; [ধারা : ৪১, সুনির্দিষ্ট প্রতিকার আইন] 43 / 100 43. দণ্ডাদেশের অপর্যাপ্ততার বিরুদ্ধে ফরিয়াদি ও পাবলিক প্রসিকিউটর এর আপিল দায়ের করার সময়সীমা যথাক্রমে — ৬০ দিন ও ৬ সপ্তাহের ভেতরে ৬ সপ্তাহ ও ৬০ দিনের ভেতরে ৬ মাস ও ৬০ দিনের ভেতরে ৬০ দিন ও ৬০ দিনের ভেতরে সঠিক উত্তর : ৬০ দিন ও ৬০ দিনের ভেতরে ; [ধারা : ৪১৭ক, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ৬০ দিন ও ৬০ দিনের ভেতরে ; [ধারা : ৪১৭ক, ফৌজদারি কার্যবিধি] 44 / 100 44. ফৌজদারি কার্যবিধির ৩৮২ ধারানুসারে গর্ভবতী স্ত্রী লোকের মৃত্যুদণ্ড কমিয়ে হাইকোর্ট নিচের কোনটি করতে পারে? যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তর করতে পারেন ১০ বছরের কারাদণ্ডে রূপান্তর করতে পারে ৭ বছরের কারাদণ্ডে রূপান্তর করতে পারে বর্ণিত যেকোনোটি করতে পারে সঠিক উত্তর : যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তর করতে পারেন ; [ধারা : ৩৮২, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তর করতে পারেন ; [ধারা : ৩৮২, ফৌজদারি কার্যবিধি] 45 / 100 45. ‘ক’-কতৃর্ক ‘খ’-এর নিকট বিক্রিত একটি ঘোড়া সুস্থ কি না এই প্রশ্নে, ‘ক’,‘খ’-কে বলল, ‘গ’-এর কাছে গিয়ে জিজ্ঞাসা কর, ‘গ’-এ সম্পর্কে সবকিছু জানে। ‘গ’ এর প্রদত্ত বিবৃতি- গ্রহণযোগ্য নয় আদালত মনে করলে তা গ্রহণ করতে পারে ‘গ’-কোনো বিবৃতি প্রদান করার অধিকার রাখে না স্বীকৃতি হিসেবে গণ্য হবে সঠিক উত্তর : স্বীকৃতি হিসেবে গণ্য হবে ; [ধারা : ২০, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : স্বীকৃতি হিসেবে গণ্য হবে ; [ধারা : ২০, সাক্ষ্য আইন] 46 / 100 46. constructive res judicata - ধারণাটি দেওয়ানি কার্যবিধির কোন ধারায় বর্ণিত হয়েছে? ১১ ধারার ১ নং ব্যাখ্যায় ১১ ধারার ২ নং ব্যাখ্যায় ১১ ধারার ৩ নং ব্যাখ্যায় ১১ ধারার ৪ নং ব্যাখ্যায় সঠিক উত্তর : ১১ ধারার ৪ নং ব্যাখ্যায় ; [ধারা : ১১, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ১১ ধারার ৪ নং ব্যাখ্যায় ; [ধারা : ১১, দেওয়ানি কার্যবিধি] 47 / 100 47. বিবাদী সমন জারি এড়ানোর জন্য লুকিয়ে থাকলে বিকল্পভাবে আদালত সমন জারি করতে পারেন Ñ এই বিধান দেওয়ানি কার্যবিধির ৫ আদেশের কোন বিধিতে বলা আছে? ৫ বিধি ৯ বিধি ৯ক বিধি ২০ বিধি সঠিক উত্তর : ২০ বিধি ; [আদেশ ৫ : বিধি ২০, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ২০ বিধি ; [আদেশ ৫ : বিধি ২০, দেওয়ানি কার্যবিধি] 48 / 100 48. ‘ক’.‘খ’-কে বিষ প্রয়োগ করেছে কি না এর বিচারে, বিষক্রিয়ার লক্ষণ প্রকাশের পূর্বে খ-এর স্বাস্থ্যের অবস্থা এবং খ এর অভ্যাস ক-এর জানা ছিল। এই জ্ঞান এই বিচারের সাক্ষ্য হিসেবে- অপ্রয়োজনীয় প্রাসঙ্গিক হবে সাক্ষ্যগত মূল্য নেই আদালতের বিবেচনায় তা সাক্ষ্য হিসেবে গ্রহণ হতে পারে সঠিক উত্তর : প্রাসঙ্গিক হবে ; [ধারা : ৭, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : প্রাসঙ্গিক হবে ; [ধারা : ৭, সাক্ষ্য আইন] 49 / 100 49. ফৌজদারি কার্যবিধির ৫৭ ধারামতে বেসরকারি ব্যক্তি কর্তৃক গ্রেফতারকৃত ব্যক্তিকে পুলিশে সোপর্দ করার পর পুলিশের কাছে নাম—বাসস্থান সম্পর্কে জানাতে অস্বীকৃতি জানালে পুলিশ কোন ধারামতে অগ্রসর হবে? ৪৮ ধারামতে ৫৪ ধারামতে ৫৫ ধারামতে ৫৭ ধারামতে সঠিক উত্তর : ৫৭ ধারামতে ; [ধারা : ৫৯, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ৫৭ ধারামতে ; [ধারা : ৫৯, ফৌজদারি কার্যবিধি] 50 / 100 50. কোন কোন ক্ষেত্রে আদালত ফৌজদারি কার্যবিির্ধর ৪৩৬ ধারা মোতাবেক further inquiry করার আদেশ দিতে পারেন না? ২০৩ ধারায় নালিশ খারিজ হলে ২০৪(৩) ধারায় নালিশ খারিজ হলে অব্যাহতিপ্রাপ্ত কোনো ব্যক্তির ক্ষেত্রে ঘ. খালাসপ্রাপ্ত কোনো ব্যক্তির ক্ষেত্রে খালাসপ্রাপ্ত কোনো ব্যক্তির ক্ষেত্রে সঠিক উত্তর : খালাসপ্রাপ্ত কোনো ব্যক্তির ক্ষেত্রে ; [ধারা : ৪৩৬, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : খালাসপ্রাপ্ত কোনো ব্যক্তির ক্ষেত্রে ; [ধারা : ৪৩৬, ফৌজদারি কার্যবিধি] 51 / 100 51. দণ্ডিত হবার ক্ষেত্র ছাড়া অন্যান্য ক্ষেত্রে শান্তিরক্ষার জন্য মুচলেকার আদেশ দেওয়া হলে তার গণনা কখন থেকে শুরু হবে? যে তারিখে মুচলেকার আদেশ কেন দেওয়া হবে না মর্মে নোটিশ দেওয়া হয় যে তারিখে উক্ত মুচলেকার আদেশ ঘোষণা করা হয় যে তারিখে সংশ্লিষ্ট ব্যক্তি আদালতে নোটিশের জবাব দেয় মুচলেকার আদেশের পূর্ববর্তী কোনো তারিখ থেকে সঠিক উত্তর : যে তারিখে উক্ত মুচলেকার আদেশ ঘোষণা করা হয় ; [ধারা : ১২০, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : যে তারিখে উক্ত মুচলেকার আদেশ ঘোষণা করা হয় ; [ধারা : ১২০, ফৌজদারি কার্যবিধি] 52 / 100 52. বাটোয়ারা মোকদ্দমায় ডিক্রির ধরণ সম্পর্কে দেওয়ানি কার্যবিধির কোন বিধিতে বর্ণিত রয়েছে? ২০ আদেশের ১৪ বিধিতে ২০ আদেশের ৯ বিধিতে ২০ আদেশের ১৮ বিধিতে ২০ আদেশের ১৯ বিধিতে সঠিক উত্তর : ২০ আদেশের ১৮ বিধিতে ; [আদেশ ২০ : বিধি ১৮, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ২০ আদেশের ১৮ বিধিতে ; [আদেশ ২০ : বিধি ১৮, দেওয়ানি কার্যবিধি] 53 / 100 53. সাক্ষ্য আইনের ৬৩ ধারায় কয় ধরনের মাধ্যমিক সাক্ষ্যের কথা বলা আছে? ৩ রকমের ৪ রকমের ৫ রকমের ৬ রকমের সঠিক উত্তর : ৫ রকমের ; [ধারা : ৬৩, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ৫ রকমের ; [ধারা : ৬৩, সাক্ষ্য আইন] 54 / 100 54. ৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০০০ টাকা অর্থদণ্ডে, তথা উভয় দণ্ডে দণ্ডনীয় একজন আসামি যদি তার অর্থদণ্ড পরিশোধ করতে না পারে তবে নিচের কোন বাক্যটি সঠিক? অনাদায়ী অর্থদণ্ডটি মওকুফ হবে কারাভোগের কারণে আসামিকে আরো কারাদণ্ড দেবে আদালত এবং তা সশ্রম হবে আসামিকে আরো কারাদণ্ড দেবে আদালত এবং তা বিনাশ্রম হবে অর্থদণ্ড অনাদায়ে আসামিকে ৭ দিনের নির্জন কারাবাস ভোগ করতে হবে সঠিক উত্তর : আসামিকে আরো কারাদণ্ড দেবে আদালত এবং তা সশ্রম হবে ; [ধারা : ৬৬, দণ্ডবিধি] সঠিক উত্তর : আসামিকে আরো কারাদণ্ড দেবে আদালত এবং তা সশ্রম হবে ; [ধারা : ৬৬, দণ্ডবিধি] 55 / 100 55. দণ্ডবিধিতে Giving false evidence এর সংজ্ঞা দণ্ডবিধির কত ধারায় দেওয়া আছে? ১৯২ ধারায় ১৯১ ধারায় ১৭২ ধারায় ২৭২ ধারায় সঠিক উত্তর : ১৯১ ধারায় ; [ধারা : ১৯১, দণ্ডবিধি] সঠিক উত্তর : ১৯১ ধারায় ; [ধারা : ১৯১, দণ্ডবিধি] 56 / 100 56. আসামির লিখিত বিবৃতি দেওয়া থাকলে সে সম্পর্কে সাক্ষ্য আইনের কত ধারা অনুযায়ী জেরা করা যাবে? ১৩২ ধারা ১৪১ ধারা ১৪৫ ধারা ১৫৩ ধারা সঠিক উত্তর : ১৪৫ ধারা ; [ধারা : ১৪৫, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ১৪৫ ধারা ; [ধারা : ১৪৫, সাক্ষ্য আইন] 57 / 100 57. Presumption as to digital record and digital signatures - এটি সাক্ষ্য আইনের কোন ধারার বিষয়বস্তু? ৮৪ ধারা ৮৫ক ধারা ৮৫খ ধারা ৯০ক ধারা সঠিক উত্তর : ৮৫খ ধারা ; [ধারা : ৮৫খ, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ৮৫খ ধারা ; [ধারা : ৮৫খ, সাক্ষ্য আইন] 58 / 100 58. অভিযোগকারী নালিশ প্রত্যাহার করতে পারে- চার্জ গঠনের আগে মামলার চূড়ান্ত আদেশের পর চার্জ গঠনের পরে মামলার চূড়ান্ত আদেশের পূর্বে যেকোনো সময় সঠিক উত্তর : মামলার চূড়ান্ত আদেশের পূর্বে যেকোনো সময় ; [ধারা : ২৪৮, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : মামলার চূড়ান্ত আদেশের পূর্বে যেকোনো সময় ; [ধারা : ২৪৮, ফৌজদারি কার্যবিধি] 59 / 100 59. হত্যার দায়ে অভিযুক্ত ‘ক’- দাবী করে যে, মানসিক অসুস্থতার কারণে সে তার কাজের প্রকৃতি বুঝতে পারে নাই। ‘ক’-এর এই দাবী প্রমাণের দায়- বাদীর প্রসিকিউটর প্রমাণ করবে ‘ক’-এর নিজের ক ও খ উভয়ই সঠিক উত্তর : ‘ক’-এর নিজের ; [ধারা : ১০৫, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ‘ক’-এর নিজের ; [ধারা : ১০৫, সাক্ষ্য আইন] 60 / 100 60. সম্পত্তি অসাধুভাবে আত্মসাৎকরণের শাস্তি হিসেবে নিচের কোনটি সঠিক? ২ বছর পর্যন্ত কারাদণ্ড ৩ বছর পর্যন্ত কারাদণ্ড ৭ বছর পর্যন্ত কারাদণ্ড বর্ণিত সবগুলোই সঠিক সঠিক উত্তর : বর্ণিত সবগুলোই সঠিক ; [ধারা : ৪০৩ ও ৪০৪, দণ্ডবিধি] সঠিক উত্তর : বর্ণিত সবগুলোই সঠিক ; [ধারা : ৪০৩ ও ৪০৪, দণ্ডবিধি] 61 / 100 61. নিম্নের কে পদাধিকার বলে বার কাউন্সিলে যুক্ত থাকবেন? আইনমন্ত্রী প্রধান বিচারপতি আইন বিষয়ক সংসদীয় উপ কমিটির প্রধান অ্যাটর্নি জেনারেল সঠিক উত্তর : অ্যাটর্নি জেনারেল ; [অনুচ্ছেদ: ৫, বিবিসি অর্ডার] সঠিক উত্তর : অ্যাটর্নি জেনারেল ; [অনুচ্ছেদ: ৫, বিবিসি অর্ডার] 62 / 100 62. খরচের জন্য জামানত প্রদানের ব্যর্থতার ফলাফল কী? জামানতের জন্য আইনজীবীকে তলব করা হবে বাদীকে দেওয়ানি কারাগারে আটক করা হবে মোকদ্দমাটি খারিজ করবে আদালত মোকদ্দমাটি স্থগিত ঘোষণা করবে আদালত সঠিক উত্তর : মোকদ্দমাটি খারিজ করবে আদালত ; [আদেশ ২৫ : বিধি ২, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : মোকদ্দমাটি খারিজ করবে আদালত ; [আদেশ ২৫ : বিধি ২, দেওয়ানি কার্যবিধি] 63 / 100 63. ফৌজদারি কার্যবিধির ২০৪ ধারা অনুসারে নিচের কোন ক্ষেত্রে সমন বা পরোয়ানা ইস্যু করা যায় না? যদি প্রসিকিউশন পক্ষ সাক্ষীদের তালিকা প্রদান না করে থাকে যদি প্রসিকিউশন পক্ষের সকল সাক্ষী মামলা দায়েরের দিনে হাজির না থাকে যদি নালিশের সত্যতা নিয়ে কোনো সন্দেহ তৈরি হয় বর্ণিত যেকোনো কারণই প্রযোজ্য হতে পারে সঠিক উত্তর : যদি প্রসিকিউশন পক্ষ সাক্ষীদের তালিকা প্রদান না করে থাকে ; [ধারা : ২০৪, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : যদি প্রসিকিউশন পক্ষ সাক্ষীদের তালিকা প্রদান না করে থাকে ; [ধারা : ২০৪, ফৌজদারি কার্যবিধি] 64 / 100 64. ক জনৈক ব্যাঙ্কারের নামে খ দ্বারা স্বাক্ষরিত একটি বাহককে প্রদেয় চেক পায়। চেকটিতে কোনো পরিমাণ উল্লেখ নাই। ক প্রবঞ্চনামূলক ভাবে চেকটিতে দশ হাজার টাকা লিখে উহা পূরণ করে নেয়। এটি নিচে বর্ণিত কোন অপরাধ? মানহানি প্রতারণা জালিয়াতি অপরাধমূলক বিশ্বাসভঙ্গ সঠিক উত্তর : জালিয়াতি ; [ধারা : ৪৬৪, দণ্ডবিধি] সঠিক উত্তর : জালিয়াতি ; [ধারা : ৪৬৪, দণ্ডবিধি] 65 / 100 65. কোনো ব্যক্তি খুনসহ দস্যুতায় নিয়মিতভাবে যুক্ত থাকলে দণ্ডবিধি অনুযায়ী তাকে কী নামে অভিহিত করা হয়? অভ্যাসগত দস্যু সিরিয়াল কিলার খুনী ঠগ সঠিক উত্তর : ঠগ ; [ধারা : ৩১০, দণ্ডবিধি] সঠিক উত্তর : ঠগ ; [ধারা : ৩১০, দণ্ডবিধি] 66 / 100 66. তামাদি আইনের ৬ ধারানুসারে আইনগত অপারগতার সুবিধা নিচের কোন কোন ক্ষেত্রে নেওয়া যায়? স্যুটের ক্ষেত্রে জারির ক্ষেত্রে প্রসিডিংস এর ক্ষেত্রে বর্ণিত সবগুলো ক্ষেত্রেই সঠিক উত্তর : বর্ণিত সবগুলো ক্ষেত্রেই ; [ধারা : ৬, তামাদি আইন] সঠিক উত্তর : বর্ণিত সবগুলো ক্ষেত্রেই ; [ধারা : ৬, তামাদি আইন] 67 / 100 67. মারাত্মক প্ররোচনার ফলে অপরাধমূলক বলপ্রয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ কত টাকা অর্থদণ্ড প্রদত্ত হতে পারে? ২০০ টাকা ৩০০ টাকা ৫০০ টাকা ১০০০ টাকা সঠিক উত্তর : ২০০ টাকা ; [ধারা : ৩৫৮, দণ্ডবিধি] সঠিক উত্তর : ২০০ টাকা ; [ধারা : ৩৫৮, দণ্ডবিধি] 68 / 100 68. আরজি—জবাব সংশোধনের জন্য সাধারণভাবে কতদিনের সময় থাকে? ৭ দিন ১৪ দিন ১৫ দিন ২৮ দিন সঠিক উত্তর : ১৪ দিন ; [আদেশ ৬ : বিধি ১৮, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ১৪ দিন ; [আদেশ ৬ : বিধি ১৮, দেওয়ানি কার্যবিধি] 69 / 100 69. বিলম্বে পরিশোধযোগ্য দেনমোহরের জন্য মোকদ্দমার তামাদির মেয়াদ তামাদি আইনের কোন অনুচ্ছেদে বর্ণিত আছে? ১০০ অনুচ্ছেদ ১০৩ অনুচ্ছেদ ১০৪ অনুচ্ছেদ ১১০ অনুচ্ছেদ সঠিক উত্তর : ১০৪ অনুচ্ছেদ ; [অনুচ্ছেদ : ১০৪, প্রথম তফসিল, তামাদি আইন] সঠিক উত্তর : ১০৪ অনুচ্ছেদ ; [অনুচ্ছেদ : ১০৪, প্রথম তফসিল, তামাদি আইন] 70 / 100 70. দেওয়ানি কার্যবিধি অনুসারে Direct re-hearing of appeal - এর আবেদনের জন্য সর্বোচ্চ কত টাকা খরচ পরিশোধের নির্দেশ দিতে পারে আদালত? অনধিক ১ হাজার টাকা অনধিক ২ হাজার টাকা অনধিক ৩ হাজার টাকা অনধিক ৫ হাজার টাকা সঠিক উত্তর : অনধিক ৩ হাজার টাকা ; [আদেশ ৪১ : বিধি ২১ক, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : অনধিক ৩ হাজার টাকা ; [আদেশ ৪১ : বিধি ২১ক, দেওয়ানি কার্যবিধি] 71 / 100 71. Time for disposal of cases - এটি ফৌজদারি কার্যবিধির কোন ধারার শিরোনাম? ৫১২ ৫২৫ ৩৩৯গ ৩৩৭ সঠিক উত্তর : ৩৩৯গ ; [ধারা : ৩৩৯গ, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ৩৩৯গ ; [ধারা : ৩৩৯গ, ফৌজদারি কার্যবিধি] 72 / 100 72. তামাদি আইনের কত ধারায় ‘বাদী’র সংজ্ঞা দেওয়া আছে? ২ ধারার ৭ উপধারায় ২ ধারার ৮ উপধারায় ২ ধারার ৯ উপধারায় ২ ধারার ৪ উপধারায় সঠিক উত্তর : ২ ধারার ৮ উপধারায় ; [ধারা : ২(৮), তামাদি আইন] সঠিক উত্তর : ২ ধারার ৮ উপধারায় ; [ধারা : ২(৮), তামাদি আইন] 73 / 100 73. অনধিক ৫০ টাকার ডিক্রি জারিতে একজন ব্যক্তিকে আটক রাখা যাবে— [বার : ২০১৫] ২ সপ্তাহ ৩ সপ্তাহ ৫ সপ্তাহ ৬ সপ্তাহ সঠিক উত্তর : ৬ সপ্তাহ ; [ধারা : ৫৮, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ৬ সপ্তাহ ; [ধারা : ৫৮, দেওয়ানি কার্যবিধি] 74 / 100 74. দণ্ডবিধির প্রতিটি সংজ্ঞা নিচের কোনটি সাপেক্ষে বিবেচনা করতে হয়? দণ্ডবিধির ৫ ধারার বর্ণনা সাপেক্ষে ফৌজদারি কার্যবিধির কর্মপদ্ধতি সাপেক্ষে দণ্ডবিধির ব্যতিক্রমসমূহ সাপেক্ষে দণ্ডবিধির শাস্তির সংজ্ঞা সাপেক্ষে সঠিক উত্তর : দণ্ডবিধির ব্যতিক্রমসমূহ সাপেক্ষে; [ধারা : ৬, দণ্ডবিধি] সঠিক উত্তর : দণ্ডবিধির ব্যতিক্রমসমূহ সাপেক্ষে; [ধারা : ৬, দণ্ডবিধি] 75 / 100 75. ঢাকা মহানগরীর শাহবাগ থানার মামলা ঢাকা জেলার সাভার থানায় স্থানান্তরের ক্ষমতা নিচের কোন আদালতের আছে? হাইকোর্ট বিভাগের ঢাকা মহানগরীর দায়রা জজ আদালতের ঢাকা জেলার জেলা ম্যাজিস্ট্রেট আদালতের ঢাকা জেলার দায়রা জজ আদালতের সঠিক উত্তর : হাইকোর্ট বিভাগের ; [ধারা : ৫২৬, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : হাইকোর্ট বিভাগের ; [ধারা : ৫২৬, ফৌজদারি কার্যবিধি] 76 / 100 76. একজন পলাতক ব্যক্তির প্রতি হুলিয়ার কারণে সম্পত্তি ক্রোক হলে তা উক্ত পলাতক ব্যক্তি কতদিনের ভেতরে পুনরুদ্ধারের আবেদন করতে পারবে? ৬ মাসের ভেতরে ১ বছরের ভেতরে ২ বছরের ভেতরে ৩ বছরের ভেতরে সঠিক উত্তর : ২ বছরের ভেতরে ; [ধারা : ৮৯, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ২ বছরের ভেতরে ; [ধারা : ৮৯, ফৌজদারি কার্যবিধি] 77 / 100 77. ‘ক’, ‘গ’-এর ক্ষমতা প্রদান ছাড়াই এমন একটি সম্পত্তি ‘খ’-এর নিকট বিক্রয় করতে চুক্তিবদ্ধ হয়, যে সম্পর্কে ‘ক’ জানে যে, তা ‘গ’ এর মালিকানাধীন। ‘গ’ উক্ত চুক্তি অনুমোদন দানের ইচ্ছা পোষণ করে। তবুও- চুক্তিটি বাতিল হবে ‘খ’ কে সুনির্দিষ্ট কার্য সম্পাদন করতে বাধ্য করা যাবে ‘ক’ এই চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন করতে পারে না ‘খ’, ‘ক’- কে এই চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন করতে বাধ্য করতে পারে সঠিক উত্তর : ‘ক’ এই চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন করতে পারে না ; [ধারা : ২৫, সুনির্দিষ্ট প্রতিকার আইন] সঠিক উত্তর : ‘ক’ এই চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন করতে পারে না ; [ধারা : ২৫, সুনির্দিষ্ট প্রতিকার আইন] 78 / 100 78. দণ্ডবিধির কোন ধারা অনুসারে বাংলাদেশে সমকামিতা একটি অপরাধ বলে গণ্য হয়? ৩৯৭ ধারা ৩৯৮ ধারা ৩৭৬ ধারা ৩৭৭ ধারা সঠিক উত্তর : ৩৭৭ ধারা ; [ধারা : ৩৭৭, দণ্ডবিধি] সঠিক উত্তর : ৩৭৭ ধারা ; [ধারা : ৩৭৭, দণ্ডবিধি] 79 / 100 79. সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৮ ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক? চুক্তির সুনির্দিষ্ট প্রতিপালন বেআইনিভাবে উচ্ছেদকৃত ব্যক্তি কর্তৃক দখল পুনরুদ্ধার স্বত্ব প্রমাণসহ স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার অস্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার সঠিক উত্তর : স্বত্ব প্রমাণসহ স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার ; [ধারা : ৮, সুনির্দিষ্ট প্রতিকার আইন] সঠিক উত্তর : স্বত্ব প্রমাণসহ স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার ; [ধারা : ৮, সুনির্দিষ্ট প্রতিকার আইন] 80 / 100 80. Adjournment in appeal - এটি দেওয়ানি কার্যবিধির কোথায় বর্ণিত আছে? ৯৯ ধারায় ৪১ আদেশের ১২ক নং বিধিতে ১০৩ ধারায় ৪১ আদেশের ২২ নং বিধিতে সঠিক উত্তর : ৪১ আদেশের ১২ক নং বিধিতে ; [আদেশ ৪১ : বিধি ১২ক, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ৪১ আদেশের ১২ক নং বিধিতে ; [আদেশ ৪১ : বিধি ১২ক, দেওয়ানি কার্যবিধি] 81 / 100 81. বার কাউন্সিলের নির্বাহী কমিটিতে নিচের কারা কারা থাকবেন? ৩ জন বার কাউন্সিলের সদস্য এবং অন্য ২ জন অ্যাডভোকেট ৩ জন বার কাউন্সিলের সদস্য এবং ১ জন অ্যাডভোকেট ও অধস্তন আদালতের বিচারক শুধুই বার কাউন্সিলের ৫ জন সদস্য শুধুই বার কাউন্সিলের ৭ জন সদস্য সঠিক উত্তর : শুধুই বার কাউন্সিলের ৫ জন সদস্য ; [অনুচ্ছেদ: ১১, বিবিসি অর্ডার] সঠিক উত্তর : শুধুই বার কাউন্সিলের ৫ জন সদস্য ; [অনুচ্ছেদ: ১১, বিবিসি অর্ডার] 82 / 100 82. সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৩৪ ধারা মোতাবেক লিখিত চুক্তি সংশোধনের পাশাপাশি বাদীর আরজিতে প্রার্থনা সাপেক্ষে আদালত আরো কী আদেশ দিতে পারে? নিষেধাজ্ঞার আদেশ দিতে পারে সুনির্দিষ্ট কার্যসম্পাদনের আদেশ দিতে পারে আদেশাত্মক আদেশ দিতে পারে ঘোষণামূলক ডিক্রি দিতে পারে সঠিক উত্তর : সুনির্দিষ্ট কার্যসম্পাদনের আদেশ দিতে পারে ; [ধারা : ৩৪, সুনির্দিষ্ট প্রতিকার আইন] সঠিক উত্তর : সুনির্দিষ্ট কার্যসম্পাদনের আদেশ দিতে পারে ; [ধারা : ৩৪, সুনির্দিষ্ট প্রতিকার আইন] 83 / 100 83. অপরাধমূলক বলপ্রয়োগ এর সংজ্ঞা দণ্ডবিধির কত ধারায় বর্ণিত আছে? ৩৪৯ ধারায় ৩৫০ ধারায় ৩৫১ ধারায় ৩৫২ ধারায় সঠিক উত্তর : ৩৫০ ধারায়; [ধারা : ৩৫০, দণ্ডবিধি] সঠিক উত্তর : ৩৫০ ধারায়; [ধারা : ৩৫০, দণ্ডবিধি] 84 / 100 84. তামাদির মেয়াদ গণনার পদ্ধতি আইনটির কত থেকে কত ধারায় বর্ণিত আছে? ৪—৯ ধারায় ১১—১৯ ধারায় ১২—২৫ ধারায় ২৬—২৯ ধারায় সঠিক উত্তর : ১২—২৫ ধারায় ; [তামাদি আইন] সঠিক উত্তর : ১২—২৫ ধারায় ; [তামাদি আইন] 85 / 100 85. নিচে উল্লেখিত কোন ধরনের ম্যাজিস্ট্রেট আসামির দোষ স্বীকারোক্তি লিপিবদ্ধ করতে পারেন? প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট প্রথম শ্রেণির আমলী আদালত প্রথম শ্রেণির বিচারিক আদালত বর্ণিত প্রত্যেকেই পারেন সঠিক উত্তর : বর্ণিত প্রত্যেকেই পারেন ; [ধারা : ১৬৪, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : বর্ণিত প্রত্যেকেই পারেন ; [ধারা : ১৬৪, ফৌজদারি কার্যবিধি] 86 / 100 86. বার কাউন্সিলের সভার জন্য কতদিনের নোটিশের প্রয়োজন? ৭ দিন ৮ দিন ১৫ দিন ৩০ দিন সঠিক উত্তর : ৮ দিন ; [বিধি: ৩২, বিবিসি রুলস] সঠিক উত্তর : ৮ দিন ; [বিধি: ৩২, বিবিসি রুলস] 87 / 100 87. দণ্ডবিধির ৪৪১ ধারার শিরোনাম হিসেবে নিচের কোনটি সঠিক? অপথে গৃহপ্রবেশ সঙ্গোপনে অনধিকার গৃহপ্রবেশ অপরাধমূলক অনধিকার প্রবেশ রাত্রিকালে সঙ্গেপনে অনধিকার গৃহপ্রবেশ সঠিক উত্তর : অপরাধমূলক অনধিকার প্রবেশ ; [ধারা : ৪৪১, দণ্ডবিধি] সঠিক উত্তর : অপরাধমূলক অনধিকার প্রবেশ ; [ধারা : ৪৪১, দণ্ডবিধি] 88 / 100 88. কোনো একজন সহকারী জজ আদালত কার অধীন? জেলা জজ আদালতের হাইকোর্ট বিভাগের সিনিয়র সহকারী জজ আদালতের জেলা জজ ও হাইকোর্ট উভয়ের অধীন সঠিক উত্তর : জেলা জজ ও হাইকোর্ট উভয়ের অধীন ; [ধারা : ৩, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : জেলা জজ ও হাইকোর্ট উভয়ের অধীন ; [ধারা : ৩, দেওয়ানি কার্যবিধি] 89 / 100 89. The right of private defence in no case extends to the inflicting of more harm than it is necessary to inflict for the purpose of defence. এই বিধানটি দণ্ডবিধির কোন ধারার বিষয়বস্তু? ৯৬ ধারা ১০০ ধারা ১০৬ ধারা ৯৯ ধারা সঠিক উত্তর : ৯৯ ধারা ; [ধারা : ৯৯, দণ্ডবিধি] সঠিক উত্তর : ৯৯ ধারা ; [ধারা : ৯৯, দণ্ডবিধি] 90 / 100 90. কোনো বিচারকের কাছে মামলার সওয়াল জবাব করার জন্য যে আইনজীবী পারিশ্রমিক গ্রহণ করেন তা দণ্ডবিধির কোন ধারা মোতাবেক পারিতোষিক বা ঘুষ গ্রহণের আওতায় পড়ে না? ১৬১ ১৬৫ক ১৬২ ১৬৩ সঠিক উত্তর : ১৬৩ ; [ধারা : ১৬৩, দণ্ডবিধি] সঠিক উত্তর : ১৬৩ ; [ধারা : ১৬৩, দণ্ডবিধি] 91 / 100 91. ক খ—কে একটি দেওয়ানি মামলা পরিচালনা করা হতে বিরত করার জন্য খ—এর বাড়ি পুড়ে ফেলার ভীতি প্রদর্শন করে, ক এর অপরাধ কি? ঘরে আগুন দেওয়া অনিষ্ট সাধন অপরাধমূলক ভীতি প্রদর্শন ভয় দেখানো সঠিক উত্তর : অপরাধমূলক ভীতি প্রদর্শন ; [ধারা ৫০৩, দণ্ডবিধি] সঠিক উত্তর : অপরাধমূলক ভীতি প্রদর্শন ; [ধারা ৫০৩, দণ্ডবিধি] 92 / 100 92. ২০ লাখ টাকায় একটি বাড়ি ও জমি ক্রয় বিক্রয়ের একটি চুক্তিতে দুই পক্ষই সম্মত হয় যে, আসবাবপত্রের অংশবিশেষের মূল্য নির্ধারণ করিয়া নেওয়া হইবে — এই মর্মে সিদ্ধান্ত হয় পক্ষগণের ভেতরে। পরবর্তীতে আসবাবপত্রের মূল্যায়নের ব্যাপারে পক্ষগণ একমত হইতে অসমর্থ হলে নিচের কোন প্রকারে প্রতিকার প্রদান করা সম্ভব? শুধুই বাড়ি ও জমির ব্যাপারে কার্যসম্পাদনের ডিক্রি সীমিত থাকতে পারে আসবাবপত্রের মূল্য আদালত কর্তৃক মূল্যায়নসাপেক্ষে পুরো বিক্রয় চুক্তিটিরই কার্যসম্পাদনের আদেশ দেওয়া যাবে আসবাবপত্রের মূল্যায়ন পূর্বে অনির্দিষ্ট থাকায় চুক্তিটির কোনো কার্য সম্পাদন সম্ভব নয় ক ও খ উভয় প্রকারে কার্য সম্পাদন সম্ভব সঠিক উত্তর : ক ও খ উভয় প্রকারে কার্য সম্পাদন সম্ভব ; [ধারা : ১৪, সুনির্দিষ্ট প্রতিকার আইন] সঠিক উত্তর : ক ও খ উভয় প্রকারে কার্য সম্পাদন সম্ভব ; [ধারা : ১৪, সুনির্দিষ্ট প্রতিকার আইন] 93 / 100 93. ফরেনসিক বিশেষজ্ঞ সাক্ষ্য দিতে পারবেন যদি রিপোর্টটির অনুলিপি - আবেদনকারী পক্ষকে দেওয়া হয়ে থাকে আদালতকে দেওয়া হয়ে থাকে উভয় পক্ষকে দেওয়া হয়ে থাকে পাবলিক প্রসিকিউটরকে দেওয়া হয়ে থাকে সঠিক উত্তর : পাবলিক প্রসিকিউটরকে দেওয়া হয়ে থাকে ; [ধারা : ৪৫ক, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : পাবলিক প্রসিকিউটরকে দেওয়া হয়ে থাকে ; [ধারা : ৪৫ক, সাক্ষ্য আইন] 94 / 100 94. ১৬৪ ধারানুসারে রেকর্ডকৃত জবানবন্দি পড়ে শোনানোর পরে উক্ত অভিযুক্ত সেই জবানবন্দিতে - জবানবন্দি যুক্ত করতে পারবেন জবানবন্দিতে কোনো কিছু ব্যাখ্যা করতে পারবেন জবানবন্দিতে বক্তব্য বাদ দিতে পারবেন বর্ণিত সবগুলোই করতে পারবেন সঠিক উত্তর : বর্ণিত সবগুলোই করতে পারবেন ; [ধারা : ৩৬৪, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : বর্ণিত সবগুলোই করতে পারবেন ; [ধারা : ৩৬৪, ফৌজদারি কার্যবিধি] 95 / 100 95. জাবেদা নকল এর সংজ্ঞা সাক্ষ্য আইনের কত ধারায় বর্ণিত আছে? ৭৪ ধারা ৭৬ ধারা ৬৫ ধারা ৬৬ ধারা সঠিক উত্তর : ৭৬ ধারা ; [ধারা : ৭৬, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ৭৬ ধারা ; [ধারা : ৭৬, সাক্ষ্য আইন] 96 / 100 96. দেনা আংশিক পরিশোধের ফলে তামাদি গণনায় প্রভাব নিচের কোনটি? মামলার তামাদির মেয়াদ গণনা বন্ধ হবে নতুন করে তামাদির মেয়াদ গণনা শুরু হবে কোনো মোকদ্দমা করা যাবে না এরূপ মোকদ্দমা উচ্চতর আদালতের অনুমতি নিয়ে দায়ের করতে হবে সঠিক উত্তর : নতুন করে তামাদির মেয়াদ গণনা শুরু হবে ; [ধারা : ২০, তামাদি আইন] সঠিক উত্তর : নতুন করে তামাদির মেয়াদ গণনা শুরু হবে ; [ধারা : ২০, তামাদি আইন] 97 / 100 97. মিথ্যা দাবির ব্যাপারে সর্বোচ্চ কত টাকা ক্ষতিপূরণমূলক খরচার আদেশ দিতে পারে আদালত? ২ হাজার টাকা ৫ হাজার টাকা ১০ হাজার টাকা ২০ হাজার টাকা সঠিক উত্তর : ২০ হাজার টাকা ; [ধারা : ৩৫ক, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ২০ হাজার টাকা ; [ধারা : ৩৫ক, দেওয়ানি কার্যবিধি] 98 / 100 98. দেওয়ানি কার্যবিধির কোন ধারায় Public nuisances নিয়ে বিধান রয়েছে? ৮৮ ধারায় ৯০ ধারায় ৯১ ধারায় ৯৪ ধারায় সঠিক উত্তর : ৯১ ধারায় ; [ধারা : ৯১, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ৯১ ধারায় ; [ধারা : ৯১, দেওয়ানি কার্যবিধি] 99 / 100 99. জনসাধারণ বা দশের অধিক ব্যক্তি কর্তৃক অপরাধ সংঘটনে সহায়তাকরণের শাস্তি কি? ৬ বছরের জেল ৩ বছর পর্যন্ত জেল ১২ বছরের জেল ২ বছরের জেল সঠিক উত্তর : ৩ বছর পর্যন্ত জেল ; [ধারা : ১১৭, দণ্ডবিধি] সঠিক উত্তর : ৩ বছর পর্যন্ত জেল ; [ধারা : ১১৭, দণ্ডবিধি] 100 / 100 100. কোন অপরাধ ছাড়া যেকোনো অপরাধের বিচার করার ক্ষমতা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে হাইকোর্ট বিভাগ অর্পণ করতে পারে? যাবজ্জীবন ১০ বছর ১২ বছর মৃত্যুদণ্ড সঠিক উত্তর : মৃত্যুদণ্ড ; [ধারা : ২৯গ, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : মৃত্যুদণ্ড ; [ধারা : ২৯গ, ফৌজদারি কার্যবিধি] Your score is Facebook 0% Restart quiz By Wordpress Quiz plugin