আইনকানুন একাডেমি

/100
8

Model test [14]

এটি ১৪ নং পূর্ণাঙ্গ মডেল টেস্ট; যা কিনা আইনের ধারাপাত মডেল টেস্ট বুক এর ১৪ নং টেস্টটির অবিকল অনুরূপ। আরো জ্ঞাতব্য যে, এই টেস্টটি মূলত বিগত সালে প্রশ্ন আসেনি, কিন্তু গুরুত্বপূর্ণ - এমন ধারাসমূহের ওপরে প্রধানত জোর দিয়ে তৈরি করা প্রশ্ন এবং এটি আসন্ন ২০২৫ সালের এমসিকিউ পরীক্ষায় কমন পাবার ক্ষেত্রে অত্যন্ত উপযোগী একটি পূর্ণাঙ্গ মডেল টেস্ট।

এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন। ইমেইলটি লেখা বাধ্যতামূলক নয়; তবে, ইমেইল এড্রেস দিলে আপনার ইমেইলে বিস্তারিত ফলাফল চলে যাবে।

1 / 100

1. বিচারকাজ শুরু হবার যদি আরজি—জবাব সংশোধন করার আবেদন করা হয় এবং আদালতের কাছে যদি প্রতীয়মান হয় যে, তা শুধুই কালক্ষেপণের জন্য করা হচ্ছে, তাহলে আদালত নিচের কোনটি করতে পারেন?

2 / 100

2. ধারের টাকা যদি যথাক্রমে অর্থের মাধ্যমে এবং চেকের মাধ্যমে পরিশোধযোগ্য হয় তাহলে এ বিষয়ে ভুক্তভোগী ব্যক্তির মোকদ্দমা করার তামাদির মেয়াদ যথাক্রমে —

3 / 100

3. সাক্ষ্য গ্রহণের সময় আসামির উপস্থিতি যখন প্রয়োজন হয় না, তখন বিকল্প হিসেবে কার উপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ করা চলে?

4 / 100

4. ফৌজদারি কার্যবিধি অনুসারে পলাতক ব্যক্তির জন্য হুলিয়ার কারণে ক্রোককৃত সম্পত্তিতে কোন কারণে অন্য কোনো ব্যক্তি দাবি বা আপত্তি করতে পারেন?

5 / 100

5. দণ্ডবিধি অনুসারে নিচের কোন ক্ষেত্রে ধর্ষণের সাজা সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড হবে?

6 / 100

6. ক টাকাসহ একটি থলি পায়। থলিটি কার সে তা তখন জানে না। পরে সে জানতে পায় যে, থলিটি চ—এর, কিন্তু তবু সে উহা নিজের ব্যবহারের জন্য রেখে দেয়। এক্ষেত্রে ক এর অপরাধ নিচে বর্ণিত কোনটি?

7 / 100

7. তামাদি আইনে ৩ ধারায় কত ধারা থেকে কত ধারা পর্যন্ত তামাদির নিয়ম প্রয়োগের কথা বলা আছে?

8 / 100

8. নিচে বর্ণিত কোন শর্তের কারণে একজন বাংলাদেশি লোকের বিদেশে কৃত কোনো অপরাধের বিচার বাংলাদেশের আদালত করতে পারে?

9 / 100

9. পুনঃজবানবন্দি গ্রহণের সময় ইঙ্গিতপূর্ণ প্রশ্ন করার জন্য কার অনুমতিসাপেক্ষে করতে হয়?

10 / 100

10. আরজিতে প্রার্থনা করা হয়েছে, কিন্তু সুস্পষ্ট কোনো ডিক্রি মঞ্জুরকৃত হয়ে না থাকলে সে বিষয়ে নিচের কোনটি সঠিক?

11 / 100

11. রাষ্ট্রীয় বিষয়াদি সম্পর্কিত অপ্রকাশিত দলিলপত্র হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কারও সাক্ষ্য গ্রহণের ক্ষেত্রে প্রয়োজন-

12 / 100

12. যে পক্ষ সাক্ষীকে হাজির করে সেই পক্ষ সাক্ষীকে প্রশ্ন জিজ্ঞাসা করলে তাকে কি বলা হয়?

13 / 100

13. Frame of Suit সম্পর্কে পদ্ধতিগত বিধানসমূহ দেওয়ানি কার্যবিধির কোন আদেশে বর্ণিত আছে?

14 / 100

14. দেওয়ানি কার্যবিধির ৩০ ধারা অনুসারে কোনো ব্যক্তিকে আদালতে হাজির করতে বাধ্য করার প্রক্রিয়া হিসেবে সর্বোচ্চ কত টাকা জরিমানা করার বিধান রয়েছে?

15 / 100

15. “proclaimed offender” [অপরাধী বলে ঘোষিত ব্যক্তি] - এর সংজ্ঞা ফৌজদারি কার্যবিধির কোন ধারায় দেওয়া আছে?

16 / 100

16. বার কাউন্সিলের কতজন সদস্য নির্বাচনের মাধ্যমে বার কাউন্সিলে যুক্ত হবে -

17 / 100

17. সুপ্রিম কোর্টের নির্দেশে সমনপ্রাপ্ত মি. করিম নির্দিষ্ট দিনে আদালতে গরহাজির থাকলে তার শাস্তি নিচের কোনটি হতে পারে?

18 / 100

18. ডিক্রি জারিতে নিলামে খরিদ করা সম্পত্তির দখল পাওয়ার জন্য নিলাম ক্রেতা কতৃর্ক মামলা দায়ের করার জন্য নির্ধারিত তামাদির মেয়াদ গণনার সময় নিলাম রদের জন্য দায়েরকৃত কার্যধারা যতদিন চলেছিল -

19 / 100

19. ক,খ-এর উপরে দস্যুতা করেছে কি না, তার বিচারে, খ- দস্যুতার শিকার হওয়ার অব্যবহিত পূর্বে টাকা সঙ্গে নিয়ে মেলায় গিয়েছিল এবং সে অন্যান্য লোকদেরকে টাকা দেখিয়েছিল বা তাদের নিকট টাকার কথা উল্লেখ করেছিল। এই ঘটনাগুলো-

20 / 100

20. নিঃসম্বল ব্যক্তি হিসেবে আপিলের অনুমতির দরখাস্ত করার জন্য তামাদির মেয়াদ কত অনুচ্ছেদের বিষয়বস্তু?

21 / 100

21. বিদেশে সম্পাদিত চুক্তি সংক্রান্ত মোকদ্দমা বাংলাদেশের আদালতে করা হলে তা তামাদির বিধিসমূহের অধীনেই বিচার্য হবে - এটি তামাদি আইনের কোন ধারায় বলা আছে?

22 / 100

22. আদালত কোন ক্ষমতাবলে বাধ্যতামূলক নিষেধাজ্ঞার আদেশ দিতে পারে?

23 / 100

23. Rioting এর পূর্ব শর্ত নিচের কোনটি?

24 / 100

24. সরকারী কর্মচারীর পদাধিকারবলে তাদের বিরুদ্ধে মোকদ্দমার ক্ষেত্রে ডিক্রি জারি হয় কোন ধারাবলে?

25 / 100

25. দণ্ডবিধির ৩৪৯ ধারার শিরোনাম হিসেবে নিচের কোনটি সঠিক?

26 / 100

26. কোন ধরনের মোকদ্দমার আদালত কর্তৃক দেওয়ানি কার্যবিধির ৩৮ আদেশের বিধান প্রয়োগ করা যায় না?

27 / 100

27. কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে কার্যসম্পাদনের আদেশ দিতে সরকার কার সাথে পরামর্শ করবেন?

28 / 100

28. ফৌজদারি কার্যবিধির ২০৪ ধারা অনুসারে নিচের কোন ক্ষেত্রে নালিশ খারিজ করা যায়?

29 / 100

29. তামাদি আইন অনুসারে “suit” does not include an ....... or........ - শুণ্যস্থানে কী বসবে?

30 / 100

30. হারিয়ে যাওয়া হস্তান্তরযোগ্য দলিলে [negotiable instruments] ওপর মোকদ্দমার পদ্ধতিগত বিশেষ বিধান দেওয়ানি কার্যবিধির কোন বিধির বিষয়বস্তু?

31 / 100

31. অ্যাটর্নি জেনারেল ব্যতীত অন্যান্য অ্যাডভোকেটগণের মধ্যে কার Right of Pre-audience রয়েছে?

32 / 100

32. সাক্ষ্য আইন অনুসারে নিচে বর্ণিত কোন ধরণের লোকের বক্তব্য স্বীকৃতি হিসেবে গণ্য হতে পারে?

33 / 100

33. বার কাউন্সিল নির্বাচনের জন্য গঠিত ইলেকশন ট্রাইবুনালের চেয়ারম্যান হবে-

34 / 100

34. তামাদি আইনের ৬ ধারার বিধান কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে?

35 / 100

35. Question by party to his own witness— এটি সাক্ষ্য আইনে কোন ধারার বিধান?

36 / 100

36. ইচ্ছাকৃতভাবে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত হানলে দণ্ডবিধি অনুসারে সর্বোচ্চ সাজা কত?

37 / 100

37. কোনো সাক্ষীকে প্রশ্ন করা এবং উত্তর দিতে বাধ্য করার ব্যাপারে সিদ্ধান্ত দেবার ক্ষমতা কার?

38 / 100

38. সরকারি স্ট্যাম্প জালকরণের শাস্তি নিচের কোনটি হতে পারে?

39 / 100

39. খালাস আদেশের বিরুদ্ধে ফরিয়াদি ও পাবলিক প্রসিকিউটর এর আপিল দায়ের করতে হয় যথাক্রমে —

40 / 100

40. ফৌজদারি কার্যবিধির ১৬১ ধারায় রেকর্ডকৃত বিবৃতি উক্ত মামলার অনুসন্ধান বা বিচারে ব্যবহার করা যাবে না - বিধানটি সাক্ষ্য আইনের কোন ধারাকে প্রভাবিত না করে প্রযোজ্য হয়?

41 / 100

41. ফৌজদারি কার্যবিধি অনুসারে পলাতক ব্যক্তির জন্য হুলিয়ার কারণে ক্রোককৃত সম্পত্তিতে কোনো স্বত্ব দাবি কত সময়ের ভেতরে করতে হয়?

42 / 100

42. কোনো রেফারেন্স নিচের কোন প্রশ্নে হয়ে থাকে?

43 / 100

43. প্ররোচনার [Provocation] দরুণ আঘাত প্রদান করা হলে সর্বোচ্চ জরিমানা কত?

44 / 100

44. হাইকোর্ট বিভাগ মামলা স্থানান্তর করতে পারেন ফৌজদারি কার্যবিধির কোন ধারা অনুসারে?

45 / 100

45. কোনো দলিল মোকদ্দমায় অপ্রাসঙ্গিক বা অগ্রহণযোগ্য হলে আদালত কী সিদ্ধান্ত নেবেন?

46 / 100

46. সরকার সম্পত্তি দখল উদ্ধারের মামলা করতে পারে -

47 / 100

47. মোকদ্দমার স্থানান্তরে পক্ষগণকে উপস্থিত করা বাধ্যতামূলক - এটি দেওয়ানি কার্যবিধির কোন ধারার বিধান?

48 / 100

48. লিগ্যাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার এর ১১ অনুচ্ছেদে কয়টি স্থায়ী কমিটির উল্লেখ আছে?

49 / 100

49. জামিন অযোগ্য অপরাধের জামিনের বিধান কার্যবিধির কোন ধারার বিষয়বস্তু?

50 / 100

50. দলিল দাখিল করার জন্য সমন দেওয়ানি কার্যবিধির কত আদেশমতে দেয়া হয়?

51 / 100

51. সুনির্দিষ্ট প্রতিকার আইনে কোন আইনে প্রদত্ত সব সংজ্ঞা সমভাবে প্রযোজ্য বলে গণ্য করতে হয়?

52 / 100

52. যেখানে একটি দলিল ভিন্ন ভিন্ন অধিকার এবং ভিন্ন ভিন্ন বাধ্যবাধকতার সাক্ষ্য হয়, সেক্ষেত্রে আদালত নিচের কোনটি করতে পারে?

53 / 100

53. অ্যাটর্নি জেনারেল এর সংজ্ঞা ফৌজদারি কার্যবিধির কত ধারায় দেওয়া আছে?

54 / 100

54. ফৌজদারি কার্যবিধি মোতাবেক একজন গ্রাম প্রধান কে নিযুক্ত করতে পারেন -

55 / 100

55. দেওয়ানি কার্যবিধি অনুসারে Direct re-hearing of appeal - এর আবেদন কতদিনের ভেতরে করতে হয়?

56 / 100

56. সুনির্দিষ্ট প্রতিকার আইনের ১১ ধারার অধীনে কার বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করা যায় না?

57 / 100

57. স্থাবর সম্পত্তির উদ্ধারের ডিক্রিতে কি কি বর্ণিত থাকার বর্ণিত আছে দেওয়ানি কার্যবিধিতে?

58 / 100

58. ক্ষমা প্রদর্শিত হয়েছে এমন ব্যক্তির মিথ্যা তথ্যের কারণে তার বিচার করার প্রয়োজন হলে কোন আদালতের অনুমতি নিয়ে তা করতে হবে?

59 / 100

59. নিম্নলিখিত কোন চুক্তিটি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যাবে না?

60 / 100

60. খ’— এর সাথে একটি ইজারা চুক্তি অনুসারে ‘ক’ একটি জমি দখল—ভোগ করেছে। ‘ক’ জমির অপচয় বা জমির প্রতি অস্বামিত্বমূলক আচরণ করলে সুনির্দিষ্ট প্রতিকার আইন অনুসারে নিচের কোনটি সঠিক?

61 / 100

61. ফ্রেন্ডলি স্যুট দেওয়ানি কার্যবিধির কত ধারার বিষয়বস্তু?

62 / 100

62. ফৌজদারি কার্যবিধির কোন বিধান অনুসারে সরকার কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বিচারিক ম্যাজিস্ট্রেটদের মতো মামলা আমলে নেবার ক্ষমতা প্রদান করতে পারেন?

63 / 100

63. বিক্রয় রদের মোকদ্দমায় তামাদির মেয়াদ কত দিনের?

64 / 100

64. স্বীকৃতি সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক?

65 / 100

65. একজন ব্যক্তি যিনি সরকারি কর্মচারী নন, কিন্তু সরকারি কর্মচারীকে প্রভাবিত করার উদ্দেশ্যে তৃতীয় অন্য এক ব্যক্তির নিকট থেকে কোনো অর্থ নিয়ে থাকলে দণ্ডবিধির কোন ধারা অনুসারে তার বিরুদ্ধে মামলা করা যাবে?

66 / 100

66. বিষক্রিয়ার ফলে ‘ক’-এর মৃত্যু হয়েছে কি না তার বিচারে, যে বিষক্রিয়ার ফলে ‘ক’-এর মৃত্যু ঘটেছে বলে মনে করা হচ্ছে সেই বিষক্রিয়ার ফলে যেসমস্ত লক্ষণ দেখা যায় সে সম্পর্কে ............... এর বিবৃতি প্রাসঙ্গিক।

67 / 100

67. দলিল সংক্রান্ত সাক্ষ্য কয় রকমভাবে প্রমাণ করা যেতে পারে?

68 / 100

68. দেওয়ানি কার্যবিধির ২২ আদেশমতে কোনো মোকদ্দমার অ্যাবেট আদেশে সরাসরি রদের আবেদন ৬০ দিনের মধ্যে করার বিধানটি কার্যবিধির কোথায় বর্ণিত রয়েছে?

69 / 100

69. মি. করিম একজনকে দণ্ডবিধির ৩৯৬ ধারার অধীনে একজনকে দণ্ডিত করার জন্য মিথ্যা সাক্ষ্য দিলে উক্ত ব্যক্তি সেই ধারানুসারে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হলো এবং পরবর্তীতে করিমের মিথ্যা সাক্ষ্য প্রমাণিত হলে করিমের সর্বোচ্চ শাস্তি নিচের কোনটি?

70 / 100

70. দণ্ডপ্রাপ্ত আসামির ক্ষেত্র ছাড়া অন্যান্য ক্ষেত্রে শান্তি রক্ষার জন্য আদালত মুচলেকা দেওয়ার আদেশ সর্বোচ্চ কত সময়ের জন্য দিতে পারে?

71 / 100

71. দলিল সংশোধনের ক্ষেত্রে আদালতের অনুসন্ধানের ক্ষেত্র অসীম করা হয়েছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন ধারামতে?

72 / 100

72. দণ্ডবিধিতে কোথাও ‘যাবজ্জীবন দ্বীপান্তর’ উল্লে­খ থাকলে নিচের কোনটি হিসেবে তা প্রতিস্থাপিত হবে?

73 / 100

73. তামাদি আইনের কোন ধারায় ‘স্বাক্ষরিত’ শব্দটির সংজ্ঞা দেওয়া আছে?

74 / 100

74. A declaration made and subscribed by serving officer .............. of the facts as to the service or attempted service of summons - শূণ্যস্থানে কী বসবে?

75 / 100

75. দণ্ডবিধির ৭৪ ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক?

76 / 100

76. Previous bad character not relevant, except in reply - এটি সাক্ষ্য আইনের কোন ধারার বিষয়বস্তু?

77 / 100

77. Appeals from original decrees — দেওয়ানি কার্যবিধির কোন আদেশ ও ধারার বিষয়বস্তু?

78 / 100

78. সুমনা একজন অভিযুক্ত এবং লুকিয়ে থাকা ব্যক্তি। গ্রেফতারকালীন সময়ে তার দেহ তল্লাশী কে করতে পারেন?

79 / 100

79. আসামি পলাতক থাকলেও কোন ক্ষেত্রে আসামির অনুপস্থিতিতে বিচারের পদ্ধতি বা শর্ত অনুসরণ করার প্রয়োজন হয় না?

80 / 100

80. হাইকোর্ট মৃত্যুদণ্ডাদেশ বাতিল করতে পারে ফৌজদারি কার্যবিধির কত ধারা অনুযায়ী?

81 / 100

81. বার কাউন্সিল এর সংজ্ঞা বার কাউন্সিল অর্ডারের কত অনুচ্ছেদে বলা আছে?

82 / 100

82. আত্মহত্যা করার উদ্যোগ- দণ্ডবিধির কোন ধারা অনুযায়ী অপরাধ?

83 / 100

83. ২০ লাখ টাকায় একটি বাড়ি ও জমি ক্রয় বিক্রয়ের একটি চুক্তিতে দুই পক্ষই সম্মত হয় যে, আসবাবপত্রের অংশবিশেষের মূল্য নির্ধারণ করিয়া নেওয়া হইবে — এই মর্মে সিদ্ধান্ত হয় পক্ষগণের ভেতরে। পরবর্তীতে আসবাবপত্রের মূল্যায়নের ব্যাপারে পক্ষগণ একমত হইতে অসমর্থ হলে নিচের কোন প্রকারে প্রতিকার প্রদান করা সম্ভব?

84 / 100

84. কোনো মোকদ্দমা খারিজের আদেশ সরাসরি রদ কতদিনের মধ্যে করা যায়?

85 / 100

85. ফৌজদারি কার্যবিধির ৪৩৬ ধারানুসারে নিম্ন আদালতের নথি তলব করে আদালত আদেশ দিতে পারেন -

86 / 100

86. ফৌজদারি কার্যবিধি অনুযায়ী কত বছরের কম বয়সের কোনো শিশুর অপরাধ (মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধ ব্যতীত) চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বিচার করতে পারেন?

87 / 100

87. ফরিয়াদি সরকারি কর্মচারী হলে তাকে ব্যক্তিগত হাজিরা থেকে রেহাই দিতে পারেন ম্যাজিস্ট্রেট ফৌজদারি কার্যবিধির কোন ধারা মোতাবেক?

88 / 100

88. সরকারি দলিল ব্যতীত অন্য সকল দলিল.......

89 / 100

89. মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন দণ্ডে শাস্তিযোগ্য অপরাধে অপসহায়তাকরণের শাস্তি কী, যদি অপরাধটি প্রকৃতপক্ষে সংঘটিত না হয়?

90 / 100

90. মানহানি করার সর্বোচ্চ শাস্তি নিচের কোনটি?

91 / 100

91. দেওয়ানি কার্যবিধি অনুযায়ী Rules বলতে নিচের কোনটি বোঝায়?

92 / 100

92. কোনো নারীর শ্লীলতাহানির উদ্দেশ্যে আক্রমণ করলে সর্বোচ্চ শাস্তি নিচের কোনটি হতে পারে?

93 / 100

93. দণ্ডবিধি অনুসারে অন্যের রূপ ধারণ করে ছদ্মবেশে প্রতারণার শাস্তি কি?

94 / 100

94. যখন প্রতিবাদী বাদীর সম্পত্তির অধিকারে অথবা ভোগ দখলের অধিকারে অনধিকার হস্তক্ষেপ করে অথবা হস্তক্ষেপ করিবার হুমকি দেয় তখন আদালত নিচের কোন কারণে চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে না?

95 / 100

95. দণ্ডবিধি অনুসারে - A man’s signature of his own name may amount to ..... . - শুণ্যস্থানে কী বসবে?

96 / 100

96. আম মোক্তারনামা [powers-of-attorney] আদালত সঠিক বা যথাযথ প্রক্রিয়ায় সম্পন্ন হয়েছে বলে ধরে নিতে বাধ্য থাকবে - এই বিধান সাক্ষ্য আইনের কত ধারায় বলা আছে?

97 / 100

97. স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার সম্পর্কে সুনির্দিষ্ট প্রতিকার আইনের ......এবং......ধারায় বিধান করা হয়েছে।

98 / 100

98. মানসিক ভারসাম্যহীন ব্যক্তি কর্তৃক বা এরকম ব্যক্তির বিরুদ্ধে মোকদ্দমা সম্পর্কে পদ্ধতিগত বিধান দেওয়ানি কার্যবিধির কোন আদেশে বলা আছে?

99 / 100

99. দণ্ডবিধির চতুর্থ অধ্যায়ের বিষয়বস্তুর সাথে প্রমাণের দায়িত্ব সংক্রান্ত নিচে বর্ণিত সাক্ষ্য আইনের কোন ধারাটি সম্পর্কিত?

100 / 100

100. একটি মামলার বিচার্য বিষয়ের উদ্ভব হয় কোথায় থেকে?

Your score is

0%