/100 106 Model test [11] এটি ১১ নং পূর্ণাঙ্গ মডেল টেস্ট; যা কিনা আইনের ধারাপাত মডেল টেস্ট বুক এর ১১ নং টেস্টটির অবিকল অনুরূপ। আরো জ্ঞাতব্য যে, এই টেস্টটি মূলত বিগত সালে প্রশ্ন আসেনি, কিন্তু গুরুত্বপূর্ণ - এমন ধারাসমূহের ওপরে প্রধানত জোর দিয়ে তৈরি করা প্রশ্ন এবং এটি আসন্ন ২০২৫ সালের এমসিকিউ পরীক্ষায় কমন পাবার ক্ষেত্রে অত্যন্ত উপযোগী একটি পূর্ণাঙ্গ মডেল টেস্ট। এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন। ইমেইলটি লেখা বাধ্যতামূলক নয়; তবে, ইমেইল এড্রেস দিলে আপনার ইমেইলে বিস্তারিত ফলাফল চলে যাবে। 1 / 100 1. দণ্ডবিধি সর্বশেষ কত সালে সংশোধিত হয়? ২০০২ সালে ২০০৪ সালে ১৯৭২ সালে ১৮৯৮ সালে সঠিক উত্তর : ২০০৪ সালে; [দণ্ডবিধির ইতিহাস, দণ্ডবিধি] সঠিক উত্তর : ২০০৪ সালে; [দণ্ডবিধির ইতিহাস, দণ্ডবিধি] 2 / 100 2. বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার এর কত অনুচ্ছেদে বার কাউন্সিল এর কার্যাবলী সম্পর্কে আলোচনা করা আছে? ১০ অনুচ্ছেদ ৮ অনুচ্ছেদ ১২ অনুচ্ছেদ ৩০ অনুচ্ছেদ সঠিক উত্তর : ১০ অনুচ্ছেদ ; [অনুচ্ছেদ: ১০, বিবিসি অর্ডার] সঠিক উত্তর : ১০ অনুচ্ছেদ ; [অনুচ্ছেদ: ১০, বিবিসি অর্ডার] 3 / 100 3. সাক্ষ্যে কোনো প্রশ্নের উত্তরদানের মধ্য দিয়ে যদি কেউ ফৌজদারি দোষে দোষী সাব্যস্ত হতে পারে এমন সম্ভাবনা থাকে সেক্ষেত্রে উক্ত সাক্ষীর পরিণতি হিসেবে নিচের কোনটি সঠিক নয়? তার অপরাধকর্ম জানা গেলেও তাকে ফৌজদারি অপরাধে সোপর্দ করা যাবে না তার অপরাধকর্ম জানা গেলে তাকে ফৌজদারি অপরাধে সোপর্দ করা যাবে এমন সম্ভাবনা থাকলেও তাকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে কোনো বাধা নেই উক্ত সাক্ষীকে মিথ্যা সাক্ষ্য দেবার অজুহাতে ফৌজদারিতে সোপর্দ করা যাবে সঠিক উত্তর : তার অপরাধকর্ম জানা গেলে তাকে ফৌজদারি অপরাধে সোপর্দ করা যাবে ; [ধারা : ১৩২, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : তার অপরাধকর্ম জানা গেলে তাকে ফৌজদারি অপরাধে সোপর্দ করা যাবে ; [ধারা : ১৩২, সাক্ষ্য আইন] 4 / 100 4. ফৌজদারি মামলার ক্ষেত্রে G.R Case শব্দের অর্থ হিসেবে নিচের কোনটি সঠিক? এজাহারের মাধ্যমে পুলিশের কাছে করা মামলা ম্যাজিস্ট্রেটের কাছে দায়েরকৃত মামলা নালিশের মাধ্যমে দায়ের করা মামলা পুলিশের কাছে দায়েরকৃত মামলা সঠিক উত্তর : এজাহারের মাধ্যমে পুলিশের কাছে করা মামলা ; [ধারা : ১৪ অধ্যায়—সংশ্লিষ্ট ধারণা, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : এজাহারের মাধ্যমে পুলিশের কাছে করা মামলা ; [ধারা : ১৪ অধ্যায়—সংশ্লিষ্ট ধারণা, ফৌজদারি কার্যবিধি] 5 / 100 5. দায়রা আদালত মৃত্যুদণ্ডাদেশ হাইকোর্টের কাছে পেশ করবেন ফৌজদারি কার্যবিধির কোন ধারা অনুযায়ী? ৫১২ ২২৬ ৪৩২ ৩৭৪ সঠিক উত্তর : ৩৭৪ ; [ধারা : ৩৭৪, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ৩৭৪ ; [ধারা : ৩৭৪, ফৌজদারি কার্যবিধি] 6 / 100 6. পলাতক ব্যক্তির জন্য হুলিয়া জারি হলে হুলিয়া প্রকাশের পরে একটি নির্দিষ্ট সময়ে তাকে হাজির হবার জন্য আদালত নির্দেশ দিয়ে থাকে। এক্ষেত্রে হুলিয়াধীন ব্যক্তি হাজির হবার জন্য কমপক্ষে কতদিনের সময় পাবে? কমপক্ষে ৩০ দিন কমপক্ষে ৬০ দিন কমপক্ষে ৯০ দিন কমপক্ষে ৪৫ দিন সঠিক উত্তর : কমপক্ষে ৩০ দিন ; [ধারা : ৮৭, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : কমপক্ষে ৩০ দিন ; [ধারা : ৮৭, ফৌজদারি কার্যবিধি] 7 / 100 7. তামাদি আইনের ৩ ধারার বিধান মান্য করা আদালতের জন্য— বিবেচনামূলক বাধ্যতামূলক বিবেচনামূলক ও বাধ্যতামূলক উভয়ই কোনোটিই নয় সঠিক উত্তর : বাধ্যতামূলক ; [ধারা : ৩, তামাদি আইন] সঠিক উত্তর : বাধ্যতামূলক ; [ধারা : ৩, তামাদি আইন] 8 / 100 8. Striking out pleadings — বলতে আপনি কী বোঝেন? আরজি—জবাবে কর্তন আরজি—জবাবে সংশোধন আরজি—জবাব বাতিল করা আরজি—জবাব মুছে ফেলা সঠিক উত্তর : আরজি—জবাবে কর্তন ; [আদেশ ৬ : বিধি ১৬, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : আরজি—জবাবে কর্তন ; [আদেশ ৬ : বিধি ১৬, দেওয়ানি কার্যবিধি] 9 / 100 9. বাদীর ত্রুটির কারণে সমন জারি বিলম্বিত হওয়ায় নির্ধারিত হাজিরার দিনে বিবাদী হাজির না থাকলে আদালত বাদীকে - মোকদ্দমার কার্য মুলতুবি রাখার কারণে বাদীকে ৬ সপ্তাহের আটকাদেশ দেবেন মোকদ্দমার কার্য মুলতুবি রাখার কারণে বাদীকে খরচ প্রদানের আদেশ দেবেন বাদীর মোকদ্দমাটি খারিজ করার আদেশ দেবেন বাদীর মোকদ্দমাটি জেলা জজের কাছে প্রেরণ করবেন সঠিক উত্তর : মোকদ্দমার কার্য মুলতুবি রাখার কারণে বাদীকে খরচ প্রদানের আদেশ দেবেন ; [আদেশ ৯ : বিধি ৬, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : মোকদ্দমার কার্য মুলতুবি রাখার কারণে বাদীকে খরচ প্রদানের আদেশ দেবেন ; [আদেশ ৯ : বিধি ৬, দেওয়ানি কার্যবিধি] 10 / 100 10. দেওয়ানি কার্যবিধিতে কোড বলতে কি বোঝায়? ১৫৮ টি ধারা ও ৫১ টি আদেশসমূহ একত্রে ১৫৮ টি ধারা ৫১ টি আদেশের বিধিসমূহ ৫১ টি আদেশ সঠিক উত্তর : ১৫৮ টি ধারা ও ৫১ টি আদেশসমূহ একত্রে ; [ধারা : ২(১), দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ১৫৮ টি ধারা ও ৫১ টি আদেশসমূহ একত্রে ; [ধারা : ২(১), দেওয়ানি কার্যবিধি] 11 / 100 11. একটি ডিক্রিতে নিচের কোনটি থাকতে হবে? মোকদ্দমার নম্বর এবং পক্ষগণের নাম ও পরিচয় প্রার্থিত দাবির বিবরণ মঞ্জুরীকৃত প্রতিকার বর্ণিত সবগুলোই থাকবে সঠিক উত্তর : বর্ণিত সবগুলোই থাকবে ; [আদেশ ২০ : বিধি ৬, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : বর্ণিত সবগুলোই থাকবে ; [আদেশ ২০ : বিধি ৬, দেওয়ানি কার্যবিধি] 12 / 100 12. যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি কর্তৃক ‘খুনের উদ্যোগ’ নিলে এবং তদ্বারা কেউ আঘাতপ্রাপ্ত হলে তার সর্বোচ্চ শাস্তি নিচের কোনটি? যাবজ্জীবন কারাদণ্ড ১০ বছরের কারাদণ্ড ৭ বছরের কারাদণ্ড মৃত্যুদণ্ড সঠিক উত্তর : মৃত্যুদণ্ড ; [ধারা : ৩০৭, দণ্ডবিধি] সঠিক উত্তর : মৃত্যুদণ্ড ; [ধারা : ৩০৭, দণ্ডবিধি] 13 / 100 13. Doctrine of alternative danger এর ধারণা দণ্ডবিধির ব্যতিক্রমের কোন ধারার সাথে সম্পর্কিত? ৭৬ ধারা ৯৬ ধারা ৯১ ধারা ৮১ ধারা সঠিক উত্তর :৮১ ধারা ; [ধারা : ৮১, দণ্ডবিধি] সঠিক উত্তর :৮১ ধারা ; [ধারা : ৮১, দণ্ডবিধি] 14 / 100 14. কোনো চুক্তিতে যদি চুক্তিভঙ্গের জন্য ক্ষতিপূরণের উল্লেখ থাকে এবং চুক্তি ভঙ্গকারী পক্ষ যদি তা দিতে রাজি থাকে তবুও ...... চুক্তির কার্য সম্পাদনের আদেশ দেওয়া যাবে না কার্য সম্পাদনের উপযুক্ততা সাপেক্ষে কার্য সম্পাদনের আদেশ দেওয়া যাবে শুধু ক্ষতিপূরণ প্রদানের আদেশ দেওয়া যাবে চুক্তিতে উল্লেখিত ক্ষতিপূরণেরও অতিরিক্ত ক্ষতিপূরণের আদেশ দেওয়া যাবে সঠিক উত্তর : কার্য সম্পাদনের উপযুক্ততা সাপেক্ষে কার্য সম্পাদনের আদেশ দেওয়া যাবে ; [ধারা : ২০, সুনির্দিষ্ট প্রতিকার আইন] সঠিক উত্তর : কার্য সম্পাদনের উপযুক্ততা সাপেক্ষে কার্য সম্পাদনের আদেশ দেওয়া যাবে ; [ধারা : ২০, সুনির্দিষ্ট প্রতিকার আইন] 15 / 100 15. বিবাদী বা তার কোনো প্রতিনিধি বা পরিবারের কোনো প্রাপ্তবয়স্ক সদস্যকে না পাওয়া গেলে সমন জারির পদ্ধতি দেওয়ানি কার্যবিধির কোন বিধিতে বর্ণিত আছে? ৫ আদেশের ১৫ নং বিধিতে ৫ আদেশের ১৭ নং বিধিতে ৫ আদেশের ২০ নং বিধিতে ৫ আদেশের ৩০ নং বিধিতে সঠিক উত্তর : ৫ আদেশের ১৭ নং বিধিতে ; [আদেশ ৫ : বিধি ১৭, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ৫ আদেশের ১৭ নং বিধিতে ; [আদেশ ৫ : বিধি ১৭, দেওয়ানি কার্যবিধি] 16 / 100 16. শ্রমিকের মজুরির জন্য মোকদ্দমা দায়েরের তামাদির মেয়াদ কত ? ১ বছর ১ মাস ৩ বছর ৩ মাস সঠিক উত্তর : ১ বছর ; [অনুচ্ছেদ : ৭, প্রথম তফসিল, তামাদি আইন] সঠিক উত্তর : ১ বছর ; [অনুচ্ছেদ : ৭, প্রথম তফসিল, তামাদি আইন] 17 / 100 17. বাংলাদেশ সরকার কর্তৃক পরিচালিত ওয়েবসাইটে থাকা কোনো গেজেটের ডিজিটাল সংস্করণ সম্পর্কে আদালতের অনুমান নিচের কোন ধরণে গ্রহণীয়? তা চূড়ান্ত প্রমাণ আকারে গ্রহণ করবেন তা অনুমান করে নেবেন তা অবশ্যই অনুমান করবেন এটি আদালতের ইচ্ছাধীন সঠিক উত্তর : তা অবশ্যই অনুমান করবেন ; [ধারা : ৮১ক, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : তা অবশ্যই অনুমান করবেন ; [ধারা : ৮১ক, সাক্ষ্য আইন] 18 / 100 18. বাদীর দেউলিয়াত্বের কারণে কোনো মোকদ্দমা ....। অ্যাবেট হবে অ্যাবেট হবে না স্থগিত হয়ে যাবে খারিজ হবে সঠিক উত্তর : অ্যাবেট হবে না ; [আদেশ ২২ : বিধি ৮, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : অ্যাবেট হবে না ; [আদেশ ২২ : বিধি ৮, দেওয়ানি কার্যবিধি] 19 / 100 19. কোনো বিল্ডিং মেরামতের কাজে অবহেলাজনিত কারণে কারো ক্ষতি হবার সম্ভাবনা থাকলে দণ্ডবিধি অনুযায়ী তার শাস্তি কি হবে? সর্বোচ্চ ৬ মাস পর্যন্ত কারাদণ্ড সর্বোচ্চ ৩ মাস পর্যন্ত কারাদণ্ড সর্বোচ্চ ৯ মাস পর্যন্ত কারাদণ্ড সর্বোচ্চ ১২ মাস পর্যন্ত কারাদণ্ড সঠিক উত্তর : সর্বোচ্চ ৬ মাস পর্যন্ত কারাদণ্ড ; [ধারা : ২৮৮, দণ্ডবিধি] সঠিক উত্তর : সর্বোচ্চ ৬ মাস পর্যন্ত কারাদণ্ড ; [ধারা : ২৮৮, দণ্ডবিধি] 20 / 100 20. কোনো ধর্ষণ বা ধর্ষণচেষ্টা মামলার অভিযোগকারীর বিশ্বাসযোগ্যতা নিয়ে অনিশ্চয়তা তৈরি করতে চাইলে নিচে বর্ণিত কোন ধরণের প্রশ্ন করা থেকে বারিত করা হয়েছে? সাধারণ অনৈতিক চরিত্র পূর্ববর্তী যৌন আচরণ পূর্ববর্তী একই ধরণের মামলার রায় আছে কি না সাধারণ অনৈতিক চরিত্র ও পূর্ববর্তী যৌন আচরণ সঠিক উত্তর : সাধারণ অনৈতিক চরিত্র ও পূর্ববর্তী যৌন আচরণ ; [ধারা : ১৪৬, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : সাধারণ অনৈতিক চরিত্র ও পূর্ববর্তী যৌন আচরণ ; [ধারা : ১৪৬, সাক্ষ্য আইন] 21 / 100 21. লিখিত চুক্তি সংশোধন করার উদ্দেশ্যে আদালত অবশ্যই সন্তুষ্ট হবেন যে- চুক্তিটি প্রতারণামূলকভাবে করা হয়েছিল চুক্তির পক্ষগন কতৃর্ক অসৎ উদ্দেশ্যে চুক্তিটি করা হয়েছিল চুক্তির সকল পক্ষের উদ্দেশ্য ছিল ন্যয়পর ও সুবিবেচনামূলক আইনত চুক্তিটি সংশোধন করা যাবে সঠিক উত্তর : চুক্তির সকল পক্ষের উদ্দেশ্য ছিল ন্যয়পর ও সুবিবেচনামূলক ; [ধারা : ৩২, সুনির্দিষ্ট প্রতিকার আইন] সঠিক উত্তর : চুক্তির সকল পক্ষের উদ্দেশ্য ছিল ন্যয়পর ও সুবিবেচনামূলক ; [ধারা : ৩২, সুনির্দিষ্ট প্রতিকার আইন] 22 / 100 22. দেওয়ানি কার্যবিধির ৮৯খ ধারা মোতাবেক সালিশ নিষ্পত্তিতে কোন আইনকে বিশেষভাবে অনুরসরণ করতে হয়? সালিশ আইন, ২০০০ সালিশ আইন, ২০০৬ সালিশ আইন, ২০০১ সালিশ আইন, ২০০৭ সঠিক উত্তর : সালিশ আইন, ২০০১ ; [ধারা : ৮৯খ, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : সালিশ আইন, ২০০১ ; [ধারা : ৮৯খ, দেওয়ানি কার্যবিধি] 23 / 100 23. তামাদি মেয়াদ গণনা একবার আরম্ভ হইলে ইহা আর স্থগিত হয় না - এটি তামাদি আইনের কত ধারায় বলা আছে? ৭ ধারায় ৮ ধারায় ৯ ধারায় ১০ ধারায় সঠিক উত্তর : ৯ ধারায় ; [ধারা : ৯, তামাদি আইন] সঠিক উত্তর : ৯ ধারায় ; [ধারা : ৯, তামাদি আইন] 24 / 100 24. X, Y এর নাকে ঘুষি মেরে নাক ভেঙ্গে দেয়। The Penal Code,1860 এর কোন ধারায় X অপরাধ করেছে? [বার : ২০২২] ৩২৩ ৩২৪ ৩২৫ ৩২৬ সঠিক উত্তর : ৩২৫ ; [ধারা : ৩২৫, দণ্ডবিধি] সঠিক উত্তর : ৩২৫ ; [ধারা : ৩২৫, দণ্ডবিধি] 25 / 100 25. Questions intended to insult or annoy- সম্পর্কে জেরা করার বিধান বিষয়ে সাক্ষ্য আইনের কত ধারায় বিধান রয়েছে? ১৫০ ধারা ১৫১ ধারা ১৫২ ধারা ১৫৩ ধারা সঠিক উত্তর : ১৫২ ধারা ; [ধারা : ১৫২, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ১৫২ ধারা ; [ধারা : ১৫২, সাক্ষ্য আইন] 26 / 100 26. ` Offences under Penal Code’ - ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিষয়বস্তু? ২২ ধারা ২৮ ধারা ৩৫ক ধারা ৪১ ধারা সঠিক উত্তর : ২৮ ধারা ; [ধারা : ২৮, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ২৮ ধারা ; [ধারা : ২৮, ফৌজদারি কার্যবিধি] 27 / 100 27. স্থাবর সম্পত্তিতে অনধিকার প্রবেশে ক্ষতিগ্রস্থ ব্যক্তি কতদিনের ভেতরে ক্ষতিপূরণের মোকদ্দমা করতে পারবেন? ৬ মাস ১ বছর ২ বছর ৩ বছর সঠিক উত্তর : ৩ বছর ; [অনুচ্ছেদ : ৩৯, প্রথম তফসিল, তামাদি আইন] সঠিক উত্তর : ৩ বছর ; [অনুচ্ছেদ : ৩৯, প্রথম তফসিল, তামাদি আইন] 28 / 100 28. সাক্ষীর হাজির হবার জন্য যুক্তিসঙ্গত খরচ প্রদানের জন্য কোনো ম্যাজিস্ট্রেট নির্দেশ দিতে পারেন ফৌজদারি কার্যবিধির কোন ধারামতে? ২৪১ক ধারামতে ২৪৩ ধারামতে ২৪৪ ধারামতে ২৪৫ ধারামতে সঠিক উত্তর : ২৪৪ ধারামতে ; [ধারা : ২৪৪, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ২৪৪ ধারামতে ; [ধারা : ২৪৪, ফৌজদারি কার্যবিধি] 29 / 100 29. সুনির্দিষ্ট প্রতিকার আইনের ১১ ধারার বিধানুসারে আদালত কয়টি ক্ষেত্রে অস্থাবর সম্পত্তি অর্পণের আদেশ দিতে পারে? ২টি ৩টি ৪টি ৫টি সঠিক উত্তর : ৪টি ; [ধারা : ১১, সুনির্দিষ্ট প্রতিকার আইন] সঠিক উত্তর : ৪টি ; [ধারা : ১১, সুনির্দিষ্ট প্রতিকার আইন] 30 / 100 30. সর্বশেষ ২০০৪ সালে তামাদি আইনের সংশোধনী কি বিষয়ে করা হয়েছিলো? ২৯ ধারাটির সংশোধন ১৮ ধারার সংশোধন ১১৩—১১৪ অনুচ্ছেদ দুইটির সংশোধন ১৫৭ অনুচ্ছেদের সংশোধন সঠিক উত্তর : ১১৩—১১৪ অনুচ্ছেদ দুইটির সংশোধন ; [বেসিক, তামাদি আইন] সঠিক উত্তর : ১১৩—১১৪ অনুচ্ছেদ দুইটির সংশোধন ; [বেসিক, তামাদি আইন] 31 / 100 31. আপিল বিভাগে আপিল করতে চাইলে কোথায় দরখাস্ত করতে হয়? হাইকোর্ট বিভাগে জেলা জজ আদালতে অতিরিক্ত জেলা জজ আদালতে ডিক্রি প্রদানকারী আদালতে সঠিক উত্তর : ডিক্রি প্রদানকারী আদালতে ; [আদেশ : ৪৫ : বিধি ২, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ডিক্রি প্রদানকারী আদালতে ; [আদেশ : ৪৫ : বিধি ২, দেওয়ানি কার্যবিধি] 32 / 100 32. সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৫৪ ধারা অনুসারে চিরস্থায়ী নিষেধাজ্ঞা কয়টি ক্ষেত্রে মঞ্জুর করা যেতে পারে? ২টি ক্ষেত্রে ৩টি ক্ষেত্রে ৪টি ক্ষেত্রে ৫টি ক্ষেত্রে সঠিক উত্তর : ৫টি ক্ষেত্রে ; [ধারা : ৫৪, সুনির্দিষ্ট প্রতিকার আইন] সঠিক উত্তর : ৫টি ক্ষেত্রে ; [ধারা : ৫৪, সুনির্দিষ্ট প্রতিকার আইন] 33 / 100 33. Evidence may be given of facts in issue and relevant facts’- এটি সাক্ষ্য আইনের কত ধারার বিধান? ৫ ধারা ৭ ধারা ১২ ধারা ৪৫ ধারা সঠিক উত্তর : ৫ ধারা ; [ধারা : ৫, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ৫ ধারা ; [ধারা : ৫, সাক্ষ্য আইন] 34 / 100 34. In civil cases, character to prove conduct imputed, irrelevant- এটি সাক্ষ্য আইনের কোন ধারার বিষয়বস্তু? ৪০ ধারায় ৫০ ধারায় ৫২ ধারায় ৪২ ধারায় সঠিক উত্তর : ৫২ ধারায় ; [ধারা : ৫২, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ৫২ ধারায় ; [ধারা : ৫২, সাক্ষ্য আইন] 35 / 100 35. Objections to jurisdictions - দেওয়ানি কার্যবিধির কোন ধারার শিরোনাম ও বিষয়বস্তু? ৬ ধারার ১৫ ধারার ২১ ধারার ২৪ক ধারার সঠিক উত্তর : ২১ ধারার ; [ধারা : ২১, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ২১ ধারার ; [ধারা : ২১, দেওয়ানি কার্যবিধি] 36 / 100 36. নিষেধাজ্ঞা আবেদনকারীকে নিষেধাজ্ঞা আদেশ প্রদানের পর যদি দেখা যায় যে, নিষেধাজ্ঞার কারণে অপর পক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছেন - তাহলে আদালত - সর্বোচ্চ৫ হাজার টাকা ক্ষতিপূরণমূলক খরচার আদেশ দেবেন সর্বোচ্চ ১০ হাজার টাকা ক্ষতিপূরণমূলক খরচার আদেশ দেবেন সর্বোচ্চ ১৫ হাজার টাকা ক্ষতিপূরণমূলক খরচার আদেশ দেবেন সর্বোচ্চ ২০ হাজার টাকা ক্ষতিপূরণমূলক খরচার আদেশ দেবেন সঠিক উত্তর : সর্বোচ্চ ১০ হাজার টাকা ক্ষতিপূরণমূলক খরচার আদেশ দেবেন ; [আদেশ : ৩৯, বিধি : ৫ক, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : সর্বোচ্চ ১০ হাজার টাকা ক্ষতিপূরণমূলক খরচার আদেশ দেবেন ; [আদেশ : ৩৯, বিধি : ৫ক, দেওয়ানি কার্যবিধি] 37 / 100 37. ফৌজদারি কার্যবিধি মোতাবেক - In every trial before a....... , the prosecution shall be conducted by a Public Prosecutor - শুণ্যস্থানে কী বসবে? Court of Magistrate Court of Session Court of Commission বর্ণিত সবগুলোই সঠিক সঠিক উত্তর : Court of Session ; [ধারা : ২৬৫ক, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : Court of Session ; [ধারা : ২৬৫ক, ফৌজদারি কার্যবিধি] 38 / 100 38. সুনির্দিষ্ট প্রতিকার আইনের ১৪ ধারা প্রযোজ্য হয়, যেক্ষেত্রে চুক্তির অসম্পাদিত অংশ হয়- সম্পাদিত অংশের সমান সম্পাদিত অংশের থেকে বড় সম্পাদিত অংশের থেকে ছোট সম্পাদিত অংশ স্বতন্ত্র অংশ হয় সঠিক উত্তর : সম্পাদিত অংশের থেকে ছোট ; [ধারা : ১৪, সুনির্দিষ্ট প্রতিকার আইন] সঠিক উত্তর : সম্পাদিত অংশের থেকে ছোট ; [ধারা : ১৪, সুনির্দিষ্ট প্রতিকার আইন] 39 / 100 39. সুনির্দিষ্ট প্রতিকার আইন অনুসারে সুনির্দিষ্ট কার্য সম্পাদন নিচের কে পেতে পারে? Reversioner in possession Amalgamated company Promoter of company বর্ণিত প্রত্যেকেই পেতে পারে সঠিক উত্তর : বর্ণিত প্রত্যেকেই পেতে পারে ; [ধারা : ২৩, সুনির্দিষ্ট প্রতিকার আইন] সঠিক উত্তর : বর্ণিত প্রত্যেকেই পেতে পারে ; [ধারা : ২৩, সুনির্দিষ্ট প্রতিকার আইন] 40 / 100 40. কোনো জজ বা ম্যাজিস্ট্রেট সাক্ষ্য আইনের কোন ধারা অনুযায়ী সাক্ষ্য দিতে পারবেন? ১২০ ধারা ১২১ ধারা ১২২ ধারা ১২৩ ধারা সঠিক উত্তর : ১২১ ধারা ; [ধারা : ১২১, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ১২১ ধারা ; [ধারা : ১২১, সাক্ষ্য আইন] 41 / 100 41. `without any qualifying word, to a Magistrate, shall be construed as a reference to a Judicial Magistrate’ - এই সংজ্ঞাটি ফৌজদারি কার্যবিধির কোন ধারায় বর্ণিত আছে? ৬ ধারায় ৫৬১ক ধারায় ৯ ধারায় ৪ক ধারায় সঠিক উত্তর : ৪ক ধারায় ; [ধারা : ৪ক ধারা, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ৪ক ধারায় ; [ধারা : ৪ক ধারা, ফৌজদারি কার্যবিধি] 42 / 100 42. ম্যাজিস্ট্রেটগণকে কয়ভাগে প্রধানত ভাগ করা যায়? ২ ভাগে ৩ ভাগে ৪ ভাগে ৫ ভাগে সঠিক উত্তর : ২ ভাগে ; [ধারা : ৬, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ২ ভাগে ; [ধারা : ৬, ফৌজদারি কার্যবিধি] 43 / 100 43. ‘বাধ্যবাধকতা’ বলতে বোঝায়- অবশ্য পালনীয় কর্তব্য আইন দ্বারা কার্যকরীকরণযোগ্য কর্তব্য আদেশমূলক কর্তব্য নির্দেশমূলক কর্তব্য সঠিক উত্তর : আইন দ্বারা কার্যকরীকরণযোগ্য কর্তব্য ; [ধারা : ৩, সুনির্দিষ্ট প্রতিকার আইন] সঠিক উত্তর : আইন দ্বারা কার্যকরীকরণযোগ্য কর্তব্য ; [ধারা : ৩, সুনির্দিষ্ট প্রতিকার আইন] 44 / 100 44. ‘ক’ একটি মাঠের উপরিভাগের মালিক। ‘খ’ ভূ—গর্ভের মালিক। উপরিভাগের তাৎক্ষণিক স্পষ্ট কোন ক্ষতি না করে ‘খ’ ভূ—গর্ভ হতে কয়লা খনন ও উত্তোলন করে। কিন্তু অবশেষে জমিটির উপরিভাগ ধ্বসে পড়ে। ‘ক’ কতৃর্ক ‘খ’- এর বিরুদ্ধে মোকদ্দমা দায়েরের ক্ষেত্রে তামাদির মেয়াদ শুরু হবে - ‘খ’- যেদিন থেকে খনন কাজ শুরু করেছে সেদিন থেকে যেদিন জমির উপরিভাগ ধ্বসে পড়েছে সেদিন থেকে ‘খ’- যেদিন ক্ষতিপূরণ প্রদানে অস্বীকার করেছে যেদিন থেকে উপরের কোনোটিই নয় সঠিক উত্তর : যেদিন জমির উপরিভাগ ধ্বসে পড়েছে সেদিন থেকে ; [ধারা : ২৪, তামাদি আইন] সঠিক উত্তর : যেদিন জমির উপরিভাগ ধ্বসে পড়েছে সেদিন থেকে ; [ধারা : ২৪, তামাদি আইন] 45 / 100 45. No appeal shall lie from any judgment or order of a Criminal Court except as provided for by this Code or by any other law for the time being in force. - এটি ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিধান? ৪০৪ ধারা ৫০৩ ধারা ৪১৮ ধারা ৪৩১ ধারা সঠিক উত্তর : ৪০৪ ধারা ; [ধারা : ৪০৪, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ৪০৪ ধারা ; [ধারা : ৪০৪, ফৌজদারি কার্যবিধি] 46 / 100 46. ‘...the Court may, at any time, either of its own motion or on the application of any party, ... order any fact to be proved by affidavit.’ - দেওয়ানি কার্যবিধিতে আদালতের এই ক্ষমতা কোন ধারায় বর্ণিত আছে? ২৭ ধারা ২৯ ধারা ৩০ ধারা ৪৮ ধারা সঠিক উত্তর : ৩০ ধারা ; [ধারা : ৩০, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ৩০ ধারা ; [ধারা : ৩০, দেওয়ানি কার্যবিধি] 47 / 100 47. বেআইনি সমাবেশে যোগদান করার জন্য একজনের সবোর্চ্চ কত সময়ের কারাদণ্ড হতে পারে? ১২ মাস ৯ মাস ৬ মাস ৩ মাস সঠিক উত্তর : ৬ মাস ; [ধারা : ১৪৩, দণ্ডবিধি] সঠিক উত্তর : ৬ মাস ; [ধারা : ১৪৩, দণ্ডবিধি] 48 / 100 48. দেওয়ানি কার্যবিধি অনুসারে Direct re-admission of appeal - এর আবেদন কতদিনের ভেতরে করতে হয়? আপিলটি খারিজ হবার ৩০ দিনের ভেতরে আপিলটি খারিজ হবার ২১ দিনের ভেতরে আপিলটি খারিজ হবার ১৪ দিনের ভেতরে আপিলটি খারিজ হবার ৭ দিনের ভেতরে সঠিক উত্তর : আপিলটি খারিজ হবার ৩০ দিনের ভেতরে ; [আদেশ ৪১ : বিধি ১৯ক, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : আপিলটি খারিজ হবার ৩০ দিনের ভেতরে ; [আদেশ ৪১ : বিধি ১৯ক, দেওয়ানি কার্যবিধি] 49 / 100 49. দণ্ডবিধি অনুসারে illegal বলতে কী বোঝাবে? everything which is an offence prohibited by law which furnishes ground for a civil action বর্ণিত সবগুলোই সঠিক সঠিক উত্তর : বর্ণিত সবগুলোই সঠিক; [ধারা : ৪৩, দণ্ডবিধি] সঠিক উত্তর : বর্ণিত সবগুলোই সঠিক; [ধারা : ৪৩, দণ্ডবিধি] 50 / 100 50. Every offence shall ordinarily be inquired into and tried by a Court within the local limits of whose jurisdiction it was committed- এটি ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিষয়বস্তু? ৩৩ ধারা ৩৩ক ধারা ১৭৭ ধারা ১৮৫ ধারা সঠিক উত্তর : ১৭৭ ধারা ; [ধারা : ১৭৭, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ১৭৭ ধারা ; [ধারা : ১৭৭, ফৌজদারি কার্যবিধি] 51 / 100 51. কোন ক্ষেত্রে একই মামলা দ্বিতীয় বার করতে কোনো বাধা নেই? অন্য একটি জেলায় মামলা হয়ে থাকলে বিদেশের আদালতে পূর্বের মামলাটি হয়ে থাকলে মামলার আরজিতে ভুল থাকলে বর্ণিত কোনোটিই সঠিক নয় সঠিক উত্তর : বিদেশের আদালতে পূর্বের মামলাটি হয়ে থাকলে ; [ধারা : ১০, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : বিদেশের আদালতে পূর্বের মামলাটি হয়ে থাকলে ; [ধারা : ১০, দেওয়ানি কার্যবিধি] 52 / 100 52. আপিল আদালতের রায় ঘোষণার সময় আসামিকে আদালতে হাজির করা - বাধ্যতামূলক বিবেচনামূলক হাইকোর্টের অনুমতি নিতে হয় আসামির ইচ্ছাধীন সঠিক উত্তর : বিবেচনামূলক ; [ধারা : ৪২৪, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : বিবেচনামূলক ; [ধারা : ৪২৪, ফৌজদারি কার্যবিধি] 53 / 100 53. ব্যভিচারের শাস্তি দণ্ডবিধি অনুযায়ী নিচের কোনটি? সবোর্চ্চ ৩ বছর কারাদণ্ড সবোর্চ্চ ৫ বছর কারাদণ্ড সবোর্চ্চ ৭ বছর কারাদণ্ড সবোর্চ্চ ১০ বছর কারাদণ্ড সঠিক উত্তর : সবোর্চ্চ ৫ বছর কারাদণ্ড ; [ধারা : ৪৯৭, দণ্ডবিধি] সঠিক উত্তর : সবোর্চ্চ ৫ বছর কারাদণ্ড ; [ধারা : ৪৯৭, দণ্ডবিধি] 54 / 100 54. মৃত্যুদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধের ক্ষেত্রে কাউকে দণ্ডিত করার উদ্দেশ্যে মিথ্যা সাক্ষ্য দিলে সর্বোচ্চ শাস্তি নিচের কোনটি হতে পারে? মৃত্যুদণ্ড ৭ বছরের কারাদণ্ড ১০ বছরের কারাদণ্ড যাবজ্জীবন সঠিক উত্তর : যাবজ্জীবন ; [ধারা : ১৯৪, দণ্ডবিধি] সঠিক উত্তর : যাবজ্জীবন ; [ধারা : ১৯৪, দণ্ডবিধি] 55 / 100 55. বাদীর মোকদ্দমাটি ব্যর্থ হলে এবং মোকদ্দমাটির যুক্তিসঙ্গত কারণ না থাকলে বিবাদী দেওয়ানি কার্যবিধির কোন ধারাবলে ক্ষতিপূরণের দাবি করে আদালতে দরখাস্ত করতে পারে? ৯৪ ধারাবলে ৯৫ ধারাবলে ১২২ ধারাবলে ১৩২ ধারাবলে সঠিক উত্তর : ৯৫ ধারাবলে ; [ধারা : ৯৫, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ৯৫ ধারাবলে ; [ধারা : ৯৫, দেওয়ানি কার্যবিধি] 56 / 100 56. তথ্য বা আইনগত বিষয় চুক্তি আকারে বর্ণনা করে বিচার্য বিষয় গঠন করা যায় দেওয়ানি কার্যবিধির কোন বিধানুসারে? ৯০ ধারায় ১৪ আদেশের ৬ বিধি ২০ আদেশের ৮ বিধি ৩৬ আদেশের ২ বিধি সঠিক উত্তর : ১৪ আদেশের ৬ বিধি ; [আদেশ ১৪ : বিধি ৬, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ১৪ আদেশের ৬ বিধি ; [আদেশ ১৪ : বিধি ৬, দেওয়ানি কার্যবিধি] 57 / 100 57. সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৫(গ) উপধারার অধীনে মঞ্জুরকৃত সুনির্দিষ্ট প্রতিকারকে কোন ধরনের প্রতিকার হিসেবে গণ্য করা হয়? আদেশাত্মক প্রতিকার বাধ্যতামূলক প্রতিকার নিরোধক প্রতিকার অস্থায়ী প্রতিকার সঠিক উত্তর : নিরোধক প্রতিকার ; [ধারা : ৬, সুনির্দিষ্ট প্রতিকার আইন] সঠিক উত্তর : নিরোধক প্রতিকার ; [ধারা : ৬, সুনির্দিষ্ট প্রতিকার আইন] 58 / 100 58. প্রশ্নমালার উত্তর কতদিনের ভেতর দেওয়ার বিধান আছে দেওয়ানি কার্যবিধিতে? ৩ দিন ৫ দিন ৭ দিন ১০ দিন সঠিক উত্তর : ১০ দিন ; [আদেশ ১১ : বিধি ৮, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ১০ দিন ; [আদেশ ১১ : বিধি ৮, দেওয়ানি কার্যবিধি] 59 / 100 59. চুক্তি রদ এর পাশাপাশি ন্যায়বিচারের প্রয়োজনে আদালত ক্ষতিপূরণ মঞ্জুর এর ব্যাপারে নির্দেশ দিতে পারে সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারা অনুসারে- ৩২ ধারা ৩৩ ধারা ৩৭ ধারা ৩৮ ধারা সঠিক উত্তর : ৩৮ ধারা ; [ধারা : ৩৮, সুনির্দিষ্ট প্রতিকার আইন] সঠিক উত্তর : ৩৮ ধারা ; [ধারা : ৩৮, সুনির্দিষ্ট প্রতিকার আইন] 60 / 100 60. ‘নালিশ’ এর সংজ্ঞা ফৌজদারি কার্যবিধির কত ধারার বিষয়বস্তু? ৪(১) এর জ উপধারা ৪(১) এর ঠ উপধারা ৪(১) এর চ উপধারা ৪(১) এর ট উপধারা সঠিক উত্তর : ৪(১) এর জ উপধারা ; [ধারা : ৪(১) এর জ, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ৪(১) এর জ উপধারা ; [ধারা : ৪(১) এর জ, ফৌজদারি কার্যবিধি] 61 / 100 61. `Every person is bound to assist any Magistrate whether Judicial or Executive or police officer reasonably demanding his aid’- ফৌজদারি কার্যবিধির কোন ধারায় এটি উল্লেখ রয়েছে? ৪৪০ ধারায় ৩৪০ ধারায় ৫২ ধারায় ৪২ ধারায় সঠিক উত্তর : ৪২ ধারায় ; [ধারা : ৪২, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ৪২ ধারায় ; [ধারা : ৪২, ফৌজদারি কার্যবিধি] 62 / 100 62. প্রতারণার উদ্দেশ্যে নিজের দখলে কোনো জাল মুদ্রা রাখলে তার সর্বোচ্চ শাস্তি কি? ১ বছরের সশ্রম কারাদণ্ড ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ৩ বছরের সশ্রম কারাদণ্ড ৩ বছরের বিনাশ্রম কারাদণ্ড সঠিক উত্তর : ৩ বছরের সশ্রম কারাদণ্ড ; [ধারা : ২৪২, দণ্ডবিধি] সঠিক উত্তর : ৩ বছরের সশ্রম কারাদণ্ড ; [ধারা : ২৪২, দণ্ডবিধি] 63 / 100 63. সাক্ষ্য আইন, ১৮৭২ কার্যকর হয়- ১৮৭২ সালের ১লা জানুয়ারি ১৮৭২ সালের ১লা জুলাই ১৮৭২ সালের ১লা সেপ্টেম্বর ১৮৭২ সালের ১লা ডিসেম্বর সঠিক উত্তর : ১৮৭২ সালের ১লা সেপ্টেম্বর ; [ধারা : ১, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ১৮৭২ সালের ১লা সেপ্টেম্বর ; [ধারা : ১, সাক্ষ্য আইন] 64 / 100 64. তামাদি আইনে কয়টি আইনগত অপারগতার উল্লেখ আছে? ২টি ৪টি ৩টি ৬টি সঠিক উত্তর : ৩টি ; [ধারা : ৬, তামাদি আইন] সঠিক উত্তর : ৩টি ; [ধারা : ৬, তামাদি আইন] 65 / 100 65. দণ্ডবিধি মোতাবেক অবৈধ অবরোধের দণ্ড কি? সর্বোচ্চ ১ মাস কারাদণ্ড সর্বোচ্চ ১ বছর কারাদণ্ড সর্বোচ্চ ৩ মাস কারাদণ্ড সর্বোচ্চ ৩ বছর কারাদণ্ড সঠিক উত্তর : সর্বোচ্চ ১ বছর কারাদণ্ড ; [ধারা : ৩৪২, দণ্ডবিধি] সঠিক উত্তর : সর্বোচ্চ ১ বছর কারাদণ্ড ; [ধারা : ৩৪২, দণ্ডবিধি] 66 / 100 66. সরকারের বিরুদ্ধে মোকদ্দমায় নোটিশের কতদিন অতিবাহিত হলে মোকদ্দমা করা যায়? ১৫ দিন ১ মাস ২ মাস ৩ মাস সঠিক উত্তর : ২ মাস ; [ধারা : ৮০, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ২ মাস ; [ধারা : ৮০, দেওয়ানি কার্যবিধি] 67 / 100 67. সাক্ষ্য আইনের ৫৯ ধারার শিরোনাম হিসেবে নিচের কোনটি সঠিক? Oral evidence must be direct Proof of facts by oral evidence Proof of contents of documents Proof of documents by primary evidence সঠিক উত্তর : Proof of facts by oral evidence ; [ধারা : ৫৯, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : Proof of facts by oral evidence ; [ধারা : ৫৯, সাক্ষ্য আইন] 68 / 100 68. ‘ক’, ‘গ’ কে খুন করার জন্য ‘খ’ কে প্ররোচিত করে। ‘খ’ কার্যটি করতে অস্বীকৃতি জানায়। এখানে ক দণ্ডবিধি অনুযায়ী কী নামে অভিহিত হবে? Conspirato Initiator of a attempt of murder Abettor Murderer সঠিক উত্তর : Abettor ; [ধারা : ১০৮, দণ্ডবিধি] সঠিক উত্তর : Abettor ; [ধারা : ১০৮, দণ্ডবিধি] 69 / 100 69. কোনো প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট যদি দেখতে পান যে আসামিদের কাউকে উচ্চতর দণ্ড প্রদান করতে হবে তখন ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিধান অনুসরণ করতে হবে? ৩৪২ ৩৪৬ ৩৪৭ ৪৪২ সঠিক উত্তর : ৩৪৭ ; [ধারা : ৩৪৭, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ৩৪৭ ; [ধারা : ৩৪৭, ফৌজদারি কার্যবিধি] 70 / 100 70. লিখিত দায় স্বীকার পত্রে তারিখ উল্লেখ না থাকলে সে সম্পর্কে— কোনো সাক্ষ্য বা প্রমাণ দেবার কেনো সুযোগ নেই মৌখিক সাক্ষ্য দেয়া যেতে পারে দায় স্বীকার পত্রটি বাতিল হয়ে যাবে কোনো প্রভাব পড়বে না দায় স্বীকার পত্রে সঠিক উত্তর : মৌখিক সাক্ষ্য দেয়া যেতে পারে ; [ধারা : ১৯, তামাদি আইন] সঠিক উত্তর : মৌখিক সাক্ষ্য দেয়া যেতে পারে ; [ধারা : ১৯, তামাদি আইন] 71 / 100 71. একটি ফৌজদারি আপিল নিষ্পত্তির সময় কত দিন? ৬০ দিন ৯০ দিন ১২০ দিন ১৮০ দিন সঠিক উত্তর : ৯০ দিন ; [ধারা : ৪৪২ক, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ৯০ দিন ; [ধারা : ৪৪২ক, ফৌজদারি কার্যবিধি] 72 / 100 72. চিরস্থায়ী নিষেধাজ্ঞার মোকদ্দমা দায়েরের ক্ষেত্রে তামাদির মেয়াদ কত? ৬ মাস ৬ বছর ৩ মাস ৩ বছর সঠিক উত্তর : ৬ বছর ; [ধারা : ৫৪, সুনির্দিষ্ট প্রতিকার আইন ও তামাদি আইন প্রথম তফসিল ১২০ অনু. ] সঠিক উত্তর : ৬ বছর ; [ধারা : ৫৪, সুনির্দিষ্ট প্রতিকার আইন ও তামাদি আইন প্রথম তফসিল ১২০ অনু. ] 73 / 100 73. ফৌজদারি কার্যবিধির ২০২ ধারামতে Where the police submits the final report, the Magistrate shall be competent to accept such report and ...... the accused - শুন্যস্থানে কী বসবে? acquit release discharge বর্ণিত সবগুলোই সঠিক সঠিক উত্তর : discharge ; [ধারা : ২০২, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : discharge ; [ধারা : ২০২, ফৌজদারি কার্যবিধি] 74 / 100 74. সাক্ষ্য আইনে ধষরনর শব্দের অর্থ হিসেবে নিচের কোনটি সঠিক? অপরাধের যৌথ অভিপ্রায় অপরাধের ষড়যন্ত্র করার সময় একজনের আংশিক অংশগ্রহণ করা অপরাধের সময় অন্য কোনো স্থানে অবস্থানের দাবি করা অপরাধমূলক জ্ঞান না থাকার দাবি সঠিক উত্তর : অপরাধের সময় অন্য কোনো স্থানে অবস্থানের দাবি করা ; [ধারা : ১০৩, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : অপরাধের সময় অন্য কোনো স্থানে অবস্থানের দাবি করা ; [ধারা : ১০৩, সাক্ষ্য আইন] 75 / 100 75. একজন দায়রা জজ কোন এলাকার জন্য জাস্টিস অব দ্য পিস হতে পারেন? তার নিজ বিচারিক এখতিয়ারাধীন এলাকার জন্য শুধু মহানগরী এলাকার জন্য শুধু বিভাগীয় শহরের জন্য দায়রা জজ জাস্টিস অব দ্য পিস হতে পারেন না সঠিক উত্তর : তার নিজ বিচারিক এখতিয়ারাধীন এলাকার জন্য ; [ধারা : ২৫, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : তার নিজ বিচারিক এখতিয়ারাধীন এলাকার জন্য ; [ধারা : ২৫, ফৌজদারি কার্যবিধি] 76 / 100 76. ডাকাতির মাধ্যমে লব্ধ চোরাই সম্পত্তি কেউ জেনে—বুঝে তার কাছে রাখলে সর্বোচ্চ শাস্তি নিচের কোনটি? ২ বছর পর্যন্ত কারাদণ্ড ৩ বছর পর্যন্ত কারাদণ্ড ৭ বছর পর্যন্ত কারাদণ্ড যাবজ্জীবন কারাদণ্ড সঠিক উত্তর : যাবজ্জীবন কারাদণ্ড ; [ধারা : ৪১২, দণ্ডবিধি] সঠিক উত্তর : যাবজ্জীবন কারাদণ্ড ; [ধারা : ৪১২, দণ্ডবিধি] 77 / 100 77. বেআইনি শ্রমে কাউকে বাধ্য করলে সর্বোচ্চ কী শাস্তি হতে পারে? সর্বোচ্চ ৬ মাসের কারাদণ্ড সর্বোচ্চ ১ বছরের কারাদণ্ড সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড এটি কোনো ফৌজদারি অপরাধ নয় সঠিক উত্তর : সর্বোচ্চ ১ বছরের কারাদণ্ড ; [ধারা : ৩৭৪, দণ্ডবিধি] সঠিক উত্তর : সর্বোচ্চ ১ বছরের কারাদণ্ড ; [ধারা : ৩৭৪, দণ্ডবিধি] 78 / 100 78. সাধারণ নির্বাচনের মাধ্যমে গঠিত বার কাউন্সিল এর কমিটির মেয়াদ কত দিনের জন্য হয়ে থাকে? ৫ বছর ২ বছর ৩ বছর ৪ বছর সঠিক উত্তর : ৩ বছর ; [অনুচ্ছেদ: ৪, বিবিসি অর্ডার] সঠিক উত্তর : ৩ বছর ; [অনুচ্ছেদ: ৪, বিবিসি অর্ডার] 79 / 100 79. Where defendant added, plaint to be amended - এটি দেওয়ানি কার্যবিধির কোন আদেশের কোন বিধির বিধান? ১ আদেশের ১০ বিধির ২ উপবিধি ১ আদেশের ১০ বিধির ৩ উপবিধি ১ আদেশের ১০ বিধির ৪ উপবিধি ১ আদেশের ১০ বিধির ৫ উপবিধি সঠিক উত্তর : ১ আদেশের ১০ বিধির ৪ উপবিধি ; [আদেশ ১ : বিধি ১০, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ১ আদেশের ১০ বিধির ৪ উপবিধি ; [আদেশ ১ : বিধি ১০, দেওয়ানি কার্যবিধি] 80 / 100 80. সমন জারি এড়াবার উদ্দেশ্যে আত্মগোপন করলে তার শাস্তি নিচের কোনটি হতে পারে? ১ মাসের সশ্রম কারাদণ্ড ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ৩ মাসের সশ্রম কারাদণ্ড ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড সঠিক উত্তর : ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ; [ধারা : ১৭২, দণ্ডবিধি] সঠিক উত্তর : ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ; [ধারা : ১৭২, দণ্ডবিধি] 81 / 100 81. দণ্ডিত হওয়ার পর শান্তি রক্ষার জন্য মুচলেকার আদেশ কে দিতে পারে? শুধু বিচারিক আদালত আপিল আদালত রিভিশন আদালত বর্ণিত প্রত্যেকটি আদালতই পারে সঠিক উত্তর : বর্ণিত প্রত্যেকটি আদালতই পারে ; [ধারা : ১০৬, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : বর্ণিত প্রত্যেকটি আদালতই পারে ; [ধারা : ১০৬, ফৌজদারি কার্যবিধি] 82 / 100 82. জামানত প্রদান করতে বলার পরেও বিবাদী জামানত না দিলে কোন বিধিবলে আদালত সম্পত্তি ক্রোকের আদেশ দিতে পারেন? ৩৮ আদেশের ৫ বিধিবলে ৩৮ আদেশের ৭ বিধিবলে ৩৮ আদেশের ৬ বিধিবলে ৩৮ আদেশের ৯ বিধিবলে সঠিক উত্তর : ৩৮ আদেশের ৬ বিধিবলে ; [আদেশ ৩৮ : বিধি ৬, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ৩৮ আদেশের ৬ বিধিবলে ; [আদেশ ৩৮ : বিধি ৬, দেওয়ানি কার্যবিধি] 83 / 100 83. যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ সংঘটনের উদ্যোগের সাজা হিসেবে নিচের কোন মন্তব্যটি সঠিক? উক্ত মূল অপরাধটির সর্বোচ্চ সাজার এক চতুর্থাংশ কারাদণ্ড উক্ত মূল অপরাধটির সর্বোচ্চ সাজার এক তৃতীয়াংশ কারাদণ্ড উক্ত মূল অপরাধটির সর্বোচ্চ সাজার অর্ধেক পরিমাণ কারাদণ্ড উক্ত মূল অপরাধটির সাজার সমান সাজা সঠিক উত্তর : উক্ত মূল অপরাধটির সর্বোচ্চ সাজার অর্ধেক পরিমাণ কারাদণ্ড ; [ধারা : ৫১১, দণ্ডবিধি] সঠিক উত্তর : উক্ত মূল অপরাধটির সর্বোচ্চ সাজার অর্ধেক পরিমাণ কারাদণ্ড ; [ধারা : ৫১১, দণ্ডবিধি] 84 / 100 84. স্বীকৃতি কোন ভাবে দেওয়া যেতে পারে? মৌখিকভাবে লিখিতভাবে ডিজিটাল রেকর্ডের মাধ্যমে বর্ণিত সবভাবেই দেওয়া যেতে পারে সঠিক উত্তর : বর্ণিত সবভাবেই দেওয়া যেতে পারে ; [ধারা : ১৭, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : বর্ণিত সবভাবেই দেওয়া যেতে পারে ; [ধারা : ১৭, সাক্ষ্য আইন] 85 / 100 85. বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার, ১৯৭২ - একটি - সংসদ কতৃর্ক পাশ হওয়া আইন সুপ্রীম কোর্ট এর আদেশবলে তৈরী আইন সরকার এর আদেশবলে তৈরী আইন রাষ্ট্রপতির আদেশবলে তৈরী আইন সঠিক উত্তর : রাষ্ট্রপতির আদেশবলে তৈরী আইন ; [প্রাথমিক আলোচনা, বিবিসি অর্ডার] সঠিক উত্তর : রাষ্ট্রপতির আদেশবলে তৈরী আইন ; [প্রাথমিক আলোচনা, বিবিসি অর্ডার] 86 / 100 86. Return of plaint - দেওয়ানি কার্যবিধির কোন আদেশের কোন বিধির বিষয়বস্তু? ৭ আদেশের ৯ বিধি ৭ আদেশের ১০ বিধি ৭ আদেশের ১১ বিধি ৭ আদেশের ১ বিধি সঠিক উত্তর : ৭ আদেশের ১০ বিধি ; [আদেশ ৭ : বিধি ১০, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ৭ আদেশের ১০ বিধি ; [আদেশ ৭ : বিধি ১০, দেওয়ানি কার্যবিধি] 87 / 100 87. সাক্ষ্য আইন মোতাবেক দলিল দাখিল করার জন্য আহুত লোককে - আদালত তলব করলে তাকে জেরা করা যায় আদালত তলব করলে তার জবানবন্দি নেওয়া যায় আদালত তলব করলে তাকে অধিকতর জেরা করা যায় আদালত তলব করলে তার পুনঃজবানবন্দি নেওয়া যায় সঠিক উত্তর : আদালত তলব করলে তাকে জেরা করা যায় ; [ধারা : ১৩৯, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : আদালত তলব করলে তাকে জেরা করা যায় ; [ধারা : ১৩৯, সাক্ষ্য আইন] 88 / 100 88. সাক্ষ্য আইনের 65A ধারা অনুসারে The contents of digital records may be proved in accordance with the provisions of .... .... শুণ্যস্থানে কী বসবে? section 65A. section 65B. section 65C. section 66. সঠিক উত্তর : section 65B. ; [ধারা : ৬৫ক, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : section 65B. ; [ধারা : ৬৫ক, সাক্ষ্য আইন] 89 / 100 89. করিম একজন সরকারি কর্মচারী। তার সরকারি কর্তব্যপালনে বাধা দেবার উদ্দেশ্যে সুমন মি. করিমকে আক্রমণ করলে সুমনের সর্বোচ্চ শাস্তি নিচের কোনটি হতে পারে? ৩ মাস পর্যন্ত কারাদণ্ড ২ বছর পর্যন্ত কারাদণ্ড ৩ বছর পর্যন্ত কারাদণ্ড ২ মাস পর্যন্ত কারাদণ্ড সঠিক উত্তর : ৩ বছর পর্যন্ত কারাদণ্ড ; [ধারা : ৩৫৩, দণ্ডবিধি] সঠিক উত্তর : ৩ বছর পর্যন্ত কারাদণ্ড ; [ধারা : ৩৫৩, দণ্ডবিধি] 90 / 100 90. দণ্ডবিধির ২৭২, ২৭৩, ২৭৪ বা ২৭৫ ধারার অধীন কোনো মামলায় উক্ত ভেজাল খাদ্য বা ঔষধ ধ্বংস করার আদেশ ফৌজদারি কার্যবিধির কোন ধারামতে দেওয়া যায়? ৯৯খ ধারামতে ৫১৭ ধারামতে ৫২১ ধারামতে ৫২২ ধারামতে সঠিক উত্তর : ৫২১ ধারামতে ; [ধারা : ৫২১, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ৫২১ ধারামতে ; [ধারা : ৫২১, ফৌজদারি কার্যবিধি] 91 / 100 91. বাংলাদেশ বার কাউন্সিল বার কাউন্সিল অর্ডারের কোন অনুচ্ছেদবলে তালিকাভুক্ত অ্যাডভোকেটগণকে সনদপত্র প্রদান করেন? ১৯ অনুচ্ছেদ ২০ অনুচ্ছেদ ২৩ অনুচ্ছেদ ২৪ অনুচ্ছেদ সঠিক উত্তর : ২৪ অনুচ্ছেদ ; [অনুচ্ছেদ: ২৪, বিবিসি অর্ডার] সঠিক উত্তর : ২৪ অনুচ্ছেদ ; [অনুচ্ছেদ: ২৪, বিবিসি অর্ডার] 92 / 100 92. বার কাউন্সিলের বিধি প্রনয়ণ এর ক্ষমতা বার কাউন্সিল অর্ডারের কত অনুচ্ছেদে বলা আছে? ২৭ অনুচ্ছেদ ৪০ অনুচ্ছেদ ২০ অনুচ্ছেদ ৪৪ অনুচ্ছেদ সঠিক উত্তর : ৪০ অনুচ্ছেদ ; [অনু.: ৪০, বিবিসি অর্ডার] সঠিক উত্তর : ৪০ অনুচ্ছেদ ; [অনু.: ৪০, বিবিসি অর্ডার] 93 / 100 93. নিষেধাজ্ঞা বা আদেশ দিয়ে যে সময়ের জন্য মোকদ্দমার কার্যক্রম স্থগিত থাকে, সেই সময়টুকুর ক্ষেত্রে তামাদি গণনার বিষয়ে কোন পরিণতিটি সঠিক? ব্যয়িত সময় তামাদির গণনা থেকে বাদ যাবে ব্যয়িত সময় তামাদির গণনার সাথে যুক্ত হবে না সংশ্লিষ্ট আপিল আদালতের অনুমতি নিয়ে উক্ত ব্যয়িত সময় বাদ দেয়া যাবে ব্যয়িত সময় তামাদির গণনায় কোনো প্রভাব তৈরি করবে না সঠিক উত্তর : ব্যয়িত সময় তামাদির গণনা থেকে বাদ যাবে ; [ধারা : ১৫, তামাদি আইন] সঠিক উত্তর : ব্যয়িত সময় তামাদির গণনা থেকে বাদ যাবে ; [ধারা : ১৫, তামাদি আইন] 94 / 100 94. সাক্ষ্য আইনের ৪৫ থেকে ৫১ ধারাসমূহের মূল শিরোনাম হিসেবে নিচের কোনটি সঠিক? Opinions of experts Facts bearing upon opinions of experts Opinions Of Third Persons When Relevant Character When Relevant সঠিক উত্তর : Opinions Of Third Persons When Relevant ; [ধারা : ৪৫, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : Opinions Of Third Persons When Relevant ; [ধারা : ৪৫, সাক্ষ্য আইন] 95 / 100 95. Making a false document এর সংজ্ঞা দণ্ডবিধির কত ধারার বিষয়বস্তু? ৪৬৩ ধারা ১৯১ ধারা ৪৬৪ ধারা ৩৩ ধারা সঠিক উত্তর : ৪৬৪ ধারা ; [ধারা : ৪৬৪, দণ্ডবিধি] সঠিক উত্তর : ৪৬৪ ধারা ; [ধারা : ৪৬৪, দণ্ডবিধি] 96 / 100 96. দণ্ডবিধি অনুযায়ী ডাকাতির সর্বোচ্চ শাস্তি কি? যাবজ্জীবন কারাদণ্ড ১০ বছর সশ্রম কারাদণ্ড ৭ বছর কারাদণ্ড বিনাশ্রমে যাবজ্জীবন সঠিক উত্তর : যাবজ্জীবন কারাদণ্ড ; [ধারা : ৩৯৫, দণ্ডবিধি] সঠিক উত্তর : যাবজ্জীবন কারাদণ্ড ; [ধারা : ৩৯৫, দণ্ডবিধি] 97 / 100 97. ‘তামাদি’ কোন ভাষার শব্দ? আরবী ফার্সী দেশী ইংরেজী সঠিক উত্তর : আরবী ; [তামাদি আইনের ইতিহাস, তামাদি আইন] সঠিক উত্তর : আরবী ; [তামাদি আইনের ইতিহাস, তামাদি আইন] 98 / 100 98. ‘পারিতোষিক’ এর সংজ্ঞা দণ্ডবিধির কত ধারায় দেওয়া আছে? ১২ ধারায় ১৭১ ধারায় ১৬১ ধারায় ১৬৫ ধারায় সঠিক উত্তর : ১৬১ ধারায় ; [১৬১, দণ্ডবিধি] সঠিক উত্তর : ১৬১ ধারায় ; [১৬১, দণ্ডবিধি] 99 / 100 99. কোন স্বীকারোক্তি প্রদান করা হলে তা শুধুমাত্র .............. অজুহাতে অপ্রাসঙ্গিক হবেনা। মাতাল অবস্থায় প্রদান করা হয়েছে গোপনীয়তার প্রতিশ্রম্নতির আসামির প্রতি প্রতারণার উপরের সবগুলোই সঠিক সঠিক উত্তর : উপরের সবগুলোই সঠিক ; [ধারা : ২৯, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : উপরের সবগুলোই সঠিক ; [ধারা : ২৯, সাক্ষ্য আইন] 100 / 100 100. `Words which refer to acts done, extend also to ...... ’ শুণ্যস্থানে কী বসবে? confessions admissions illegal omissions statements সঠিক উত্তর : illegal omissions ; [ধারা : ৪(২) উপধারা, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : illegal omissions ; [ধারা : ৪(২) উপধারা, ফৌজদারি কার্যবিধি] Your score is Facebook 0% Restart quiz By Wordpress Quiz plugin