আইনকানুন একাডেমি

/107
85

Model test [10]

এটি ১০ নং পূর্ণাঙ্গ মডেল টেস্ট; যা কিনা আইনের ধারাপাত মডেল টেস্ট বুক এর ১০ নং টেস্টটির অবিকল অনুরূপ। আরো জ্ঞাতব্য যে, এই টেস্টটি মূলত বিগত সালের জুডিসিয়ারি এমসিকিউ পরীক্ষায় আসা প্রশ্নসমূহের একটি শ্যাডো টেস্ট এবং এটি আসন্ন ২০২৫ সালের এমসিকিউ পরীক্ষায় কমন পাবার ক্ষেত্রে অত্যন্ত উপযোগী একটি পূর্ণাঙ্গ মডেল টেস্ট।

এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন। ইমেইলটি লেখা বাধ্যতামূলক নয়; তবে, ইমেইল এড্রেস দিলে আপনার ইমেইলে বিস্তারিত ফলাফল চলে যাবে।

1 / 107

1. দেওয়ানি কার্যবিধির ৯৯ ধারায় উল্লেখিত remand শব্দের অর্থ কী?

2 / 107

2. সাক্ষ্য আইনের ১৫৯ ধারানুসারে - ....... may refresh his memory by reference to professional treatises. - শুণ্যস্থানে কী বসবে?

3 / 107

3. মধ্যস্থতা সফল হলে সংশ্লিষ্ট আদালত কত দিনের ভেতরে আদেশ বা ডিক্রি মঞ্জুর করবেন?

4 / 107

4. দেওয়ানি কার্যবিধি অনুসারে বিধি কমিটিতে কতজন থাকেন?

5 / 107

5. ফৌজদারি কার্যবিধির অধীন প্রত্যেকটি তদন্ত শেষ করতে হয় কতদিনের মধ্যে?

6 / 107

6. ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারার আদেশ অমান্য করলে দণ্ডবিধির কোন ধারানুসারে সাজা প্রদান করা যায়?

7 / 107

7. আদালত কর্তৃক প্রদত্ত ডিক্রিতে একজন সংক্ষুব্ধ ব্যক্তি দেওয়ানি কোন ধারা বা আদেশের অনুসারে রিভিউ আবেদন করবেন এবং তা কোন আদালতে?

8 / 107

8. ফৌজদারি কার্যবিধি অনুসারে একজন অভিযোগকারী নালিশ প্রত্যাহার করতে পারে -

9 / 107

9. মৃত্যুদণ্ড ও খালাস আদেশ ব্যতীত অন্যান্য ক্ষেত্রে হাইকোর্টে ফৌজদারি আপিলের তামাদির মেয়াদ কত দিনের?

10 / 107

10. একটি দেওয়ানি রিভিশনের এখতিয়ার নিচের কোন জজ বা আদালতের আছে?

11 / 107

11. মোকদ্দমার বাদীর মৃত্যুতে পদ্ধতিগত বিধান কোন আদেশের কোন বিধির বিষয়বস্তু?

12 / 107

12. কোনো Judicial Proceeding ব্যতীত অন্যান্য কোনো ক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে মিথ্যা সাক্ষ্য প্রদানের শাস্তির বিধান বর্ণিত হয়েছে দণ্ডবিধিা কোন ধারায়?

13 / 107

13. আপিল সংক্রান্তে দেওয়ানি কার্যবিধির কোনো ক্ষমতা কোনোভাবেই বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদের ক্ষমতাকে খর্ব করবে না বলে দেওয়ানি কার্যবিধিতে বলা আছে?

14 / 107

14. গুরুতর আঘাতের শাস্তি কি?

15 / 107

15. ফৌজদারি কার্যবিধির চতুর্থ তফসিল এই আইনের কোন ধারার সাথে সংশ্লিষ্ট?

16 / 107

16. আপিল আদালত হিসেবে হাইকোর্ট বিভাগ যে রায় দেন তা কোনো প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেটের নিকট কার মারফত পাঠানোর বাধ্যবাধকতা রয়েছে?

17 / 107

17. Comparison of physical or forensic evidence with others, admitted or proved - সাক্ষ্য আইনের কোন ধারার বিধান?

18 / 107

18. Special law prevails over general law এই ম্যাক্সিমটির প্রকাশ দণ্ডবিধির নিচের কোন ধারায় প্রকাশ পেয়েছে?

19 / 107

19. কোনো লিখিত জবাবের সর্বোচ্চ সময়সীমা ৬০ কর্মদিবস - এটির ব্যতিক্রম কোনটি?

20 / 107

20. ‘ক’ ‘খ’—এর জন্য ছবি অঁাকার ব্যাপারে ‘খ’ এর সহিত চুক্তিবদ্ধ হয় এবং ‘খ’ তিনটি ছবির জন্য ১০০০ টাকা প্রদানে সম্মত হয়। এই ঘটনায় নিচে বর্ণিত কোন ক্ষেত্রে চুক্তি প্রবলের মোকদ্দমা করে ডিক্রি পাওয়া সম্ভব নয়?

21 / 107

21. বেসরকারি দলিল এর সংজ্ঞা সাক্ষ্য আইনের কত ধারার বিষয়বস্তু?

22 / 107

22. কলেজের অধ্যক্ষ হিসেবে কোনো ব্যক্তির অবস্থান অস্বীকৃত হলে সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন ধারায় প্রতিকার পাওয়া সম্ভব? [বার : ২০১২]

23 / 107

23. বকেয়া বাড়ি ভাড়া আদায়ে দায়ের করা মোকদ্দমায় তামাদির মেয়াদ -

24 / 107

24. যাকে গ্রেফতার করা হবে তাকে গ্রেফতারি ওয়ারেন্ট এর সারমর্ম জানানো বা ওয়ারেন্টটি দেখানো .....।

25 / 107

25. কোনো খালাস আদেশের বিরুদ্ধে আপিল সংক্ষিপ্তভাবে খারিজ বা প্রত্যাখ্যাত হবার আদেশের বিরুদ্ধে আপিল চলে না - বিধানটি ফৌজদারি কার্যবিধির -

26 / 107

26. কোনো যুগ্ম জেলা জজ আদালতে ৫ কোটি টাকা মূল্যমানের মোকদ্দমার ক্ষেত্রে এখতিয়ার নিয়ে আপত্তি উঠলে এই আপত্তির দরখাস্ত কোথায় করতে হবে?

27 / 107

27. কোনো বিষয়কে স্বীকৃত বলে ধরে নির্দিষ্ট করতে নিচের কোনটি যথাযথ উৎস হিসেবে গণ্য হতে পারে?

28 / 107

28. যুক্তিতর্ক শুনানি সমাপ্তির পর আদালতকে ৭ দিনের মধ্যে রায় ঘোষণা করতে হবে বিধানটি বর্ণিত আছে -

29 / 107

29. ফৌজদারি কার্যবিধি অনুসারে অভ্যাসগত দস্যুকে কোন ধারামতে বিনা পরোয়ানায় গ্রেফতার করা যায়?

30 / 107

30. it is expedient to define and amend the law relating to certain kinds of specific relief obtainable in ... - শূণ্যস্থানে কী বসবে?

31 / 107

31. কোনো মোকদ্দমা সরাসরি একতরফা ডিক্রি আদেশ রদ করলে বাদীকে দেয় নোটিশটির খরচ কে দেবেন?

32 / 107

32. দণ্ডবিধি অনুসারে 'The word “......” denotes any harm whatever illegally caused to any person, in body, mind, reputation or property.- শূণ্যস্থানে কী বসবে?

33 / 107

33. কোনো একজন অ্যাডভোকেটকে তার মোকদ্দমা পরিচালনায় গমনকালে বা পরিচালনাকালে গ্রেফতার থেকে অব্যাহতি দেওয়া যায় দেওয়ানি কার্যবিধির কোন ধারামতে?

34 / 107

34. দলিলে প্রতারণার মাধ্যমে অর্জিত দুইটি বাড়ি ভাড়া হিসেবে প্রদান করা হয়েছে। এরূপ ক্ষেত্রে দলিল সংশোধনের মাধ্যমে উক্ত প্রতারণার বিষয়টি সংশোধিত হলে উক্ত বাড়ি দুইটির ভাড়াটিয়াদের পরিণতি হিসেবে নিচের কোনটি সঠিক?

35 / 107

35. Assault or criminal force to woman with intent to outage her modesty- অপরাধটির শাস্তি দণ্ডবিধির কোন ধারায় বর্ণিত আছে?

36 / 107

36. একটি দস্যুতার অপরাধে সর্বোচ্চ কত জন সদস্য থাকতে পারে?

37 / 107

37. কয় ধরনের ব্যক্তির ক্ষেত্রে জবানবন্দি গ্রহণের জন্য কমিশন পাঠানো যেতে পারে বলে উল্লেখ করা আছে দেওয়ানি কার্যবিধির ২৬ আদেশের ৪ বিধিতে?

38 / 107

38. দণ্ডবিধির ৩১ ধারানুসারে ÔThe words “....... ” denote any testamentary documentÕ Ñ শূণ্যস্থানে কী বসবে?

39 / 107

39. সাক্ষ্য আইনের ৪৭ ধারামতে any person acquainted with the handwriting এর সংজ্ঞা কোথায় বর্ণিত আছে?

40 / 107

40. একজন কালেক্টরকে রিসিভার হিসেবে নিয়োগ দেওয়া যায় কোন বিধিবলে?

41 / 107

41. বিবাদী কর্তৃক দাবি সমন্বয়ের ক্ষেত্রে কি কি জমা দিতে হবে তা দেওয়ানি কার্যবিধি কোথায় বর্ণিত আছে?

42 / 107

42. দেওয়ানি কার্যবিধি অনুযায়ী Rules বলতে নিচের কোনটি বোঝায়?

43 / 107

43. একজন বেসরকারি ব্যক্তি নিচে বর্ণিত কোন ক্ষেত্রে কাউকে গ্রেফতার করতে পারেন না?

44 / 107

44. ফরম প্রণয়নের বা প্রয়োজনীয় পরিবর্তনের ক্ষমতা ফৌজদারি কার্যবিধির কোন ধারায় বর্ণিত আছে?

45 / 107

45. ক চ—এর নাক ধরে টানার চেষ্টা করে। চ তার আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে ক—কে আটক করে যাতে সে (ক) তার (চ—এর) নাক ধরে টানতে না পারে। এটিতে ক হঠাৎ মারাত্মকভাবে উত্তেজিত হয়ে উঠে এবং চ—কে হত্যা করে। এখানে ক এর অপরাধ কী?

46 / 107

46. আমলযোগ্য অপরাধের তদন্তের বিধান ফৌজদারি কার্যবিধির কত ধারায় উল্লেখ আছে?

47 / 107

47. ‘ক’ নাবালক থাকাকালে একটি মোকদ্দমা করার অধিকার পায়। এই অধিকার পাবার পর কিন্তু নাবালক থাকাকালেই সে পাগল হয়ে পরে। এক্ষেত্রে তার তামাদির মেয়াদ গণনা নিচে বর্ণিত কোন পদ্ধতিতে হবে?

48 / 107

48. মানসিকভাবে অসুস্থ থাকা অবস্থায় হস্তান্তরিত হওয়া সম্পত্তির জন্য মোকদ্দমায় তামাদির মেয়াদ কত?

49 / 107

49. ধারা বলতে কী বোঝাবে তা দণ্ডবিধির কত ধারায় বর্ণিত আছে?

50 / 107

50. একটি জাহাজের মালিক ‘ক’, প্রতারণামূলকভাবে তা সমুদ্রে যাত্রার উপযুক্ত বলে বর্ণনা প্রদান করে এবং তা একজন দায়গ্রাহক ‘খ’-কে ঐ জাহাজের বীমা করতে প্রবৃত্ত করে। ‘খ’-এর প্রতিকার কি?

51 / 107

51. মিথ্যা বা তুচ্ছ অভিযোগের জন্য একজন ব্যক্তিকে সর্বোচ্চ কত জরিমানার আদেশ দিতে পারে আদালত?

52 / 107

52. একটি দেওয়ানি মোকদ্দমার আপিল রেজিস্টারের প্রাথমিক উদ্দেশ্য কী?

53 / 107

53. অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ করলে তার শাস্তি সাধারণভাবে কোনটি?

54 / 107

54. মামলার তদন্তের প্রয়োজনে পুলিশ কর্তৃক তলবকৃত সাক্ষীকে কোন ধরণের প্রশ্ন জিজ্ঞাসা থেকে বিরত থাকতে বলে বিধান আছে ফৌজদারি কার্যবিধিতে?

55 / 107

55. কোনো ফৌজদারি মামলার আপোষ প্রসঙ্গে নিচের কোন উক্তিটি সঠিক নয়?

56 / 107

56. সাক্ষ্য আইনের ৪৫ ধারায় নিচে বর্ণিত কোন ক্ষেত্রে বিশারদের মতামত প্রাসঙ্গিক নয়?

57 / 107

57. সাক্ষ্য আইন অনুসারে - Admissions are not conclusive proof of the matters admitted but they may operate as ...... under the provisions hereinafter contained. - শুণ্যস্থানে কী বসবে?

58 / 107

58. কোনো দেওয়ানি আদালত চূড়ান্ত শুনানির আগে এবং পরে প্রত্যেক ক্ষেত্রে খরচাসহ তিনবারের অধিক মুলতুবি মঞ্জুর করতে পারবেন না - এটি আদালতের জন্য .....।

59 / 107

59. দণ্ডবিধির কোন ধারায় দস্যুতার সংজ্ঞা দেওয়া আছে?

60 / 107

60. ‘ক’ নির্দিষ্ট জমি বিক্রয় করতে এবং ‘খ’ তা ক্রয় করতে চুক্তিবদ্ধ হলো। তবে, বন্যার হাত হতে জমি রক্ষা করার জন্য এর মালিক কতৃর্ক ব্যায়বহুল বাঁধের রক্ষণাবেক্ষণ করা আবশ্যক। ‘খ’ এই অবস্থার কথা জানতো না এবং ‘ক’ তার নিকট হতে এই কথা গোপন রেখেছিল। এই চুক্তির প্রতিকার হবে সুনির্দিষ্ট প্রতিকার আইন অনুসারে নিচের কোন প্রকারে হবে?

61 / 107

61. পুলিশ অফিসার তদন্ত রিপোর্ট জমা দেয় ফৌজদারি কার্যবিধির কত ধারা অনুসারে?

62 / 107

62. দেওয়ানি কার্যবিধির ৮ আদেশের ৯ বিধি মোতাবেক আদালত কর্তৃক চাহিত জবাব দানে ব্যর্থ হলে আদালত তার বিরুদ্ধে -

63 / 107

63. দেওয়ানি কার্যবিধির ১৮ বিধিটির প্রযোজ্য হয় না নিচের কোন ক্ষেত্রে?

64 / 107

64. দেওয়ানি কার্যবিধির ৪৩ আদেশে নিচে বর্ণিত কোন তালিকা দেওয়া আছে?

65 / 107

65. যে ব্যক্তি ১ বছরের কম দণ্ডে দণ্ডনীয় অপরাধের অপরাধমূলক ষড়যন্ত্রে অংশগ্রহণ করে তার কি শাস্তি হতে পারে?

66 / 107

66. demeanour of witnesses সম্পর্কে দেওয়ানি কার্যবিধি ও ফৌজদারি কার্যবিধিতে যথাক্রমে কোথায় বিধান বর্ণিত আছে?

67 / 107

67. কোন সরকারী কর্মচারী যার দ্বায়িত্ব অপরাধ প্রতিরোধ করা, তিনি কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধে অপসহায়তা করলে তার শাস্তি কি?

68 / 107

68. দায়রা আদালতের চার্জ গঠন ফৌজদারি কার্যবিধির কোন ধারামতে হয়?

69 / 107

69. দলিল বলতে বোঝায়-

70 / 107

70. আদেশসমূহ হতে আপিল করার পদ্ধতি অনুসরণ করার ক্ষেত্রে দেওয়ানি কার্যবিধির কোন আদেশের বিধিসমূহ যথাসম্ভব অনুসরণ করতে হয়?

71 / 107

71. স্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধারের জন্য সরকারের বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করা যায় না এটি সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারার বিধান?

72 / 107

72. কোনো যুগ্ম জেলা জজ আদালতে ৬ কোটি টাকা মূল্যমানের মোকদ্দমার ক্ষেত্রে এখতিয়ার নিয়ে আপত্তি উঠলে এই আপত্তির দরখাস্ত কোথায় করতে হবে?

73 / 107

73. করিম সুস্থ থাকা অবস্থায় মোকদ্দমা করার অধিকার অর্জন করে। কিন্তু মোকদ্দমা দায়ের করার আগেই সে উন্মাদ হয়ে যায়। এক্ষেত্রে মোকদ্দমা দায়েরের জন্য তামাদি গণনার পরিণতি হিসেবে নিচের কোনটি সঠিক?

74 / 107

74. নালিশের সত্যতা বা অসত্যতা নির্ধারণে ব্যতীত আর কোন কারণে সমন প্রদান স্থগিত থাকতে পারে?

75 / 107

75. ফৌজদারি কার্যবিধির ১৭৬ ধারাবলে একজন ম্যাজিস্ট্রেট নিচের কোন ধরণের মৃত্যু বিষয়ে অনুসন্ধান করতে পারেন?

76 / 107

76. মৌখিক সাক্ষ্য প্রত্যক্ষ না হলেও প্রাসঙ্গিক হয় কখন?

77 / 107

77. নিঃসম্বল ব্যক্তির মোকদ্দমা ও আপিল যথাক্রমে কোন কোন আদেশের বিষয়বস্তু?

78 / 107

78. Accomplice শব্দের সাক্ষ্য আইনে কী অর্থে ব্যবহার হয়?

79 / 107

79. দেওয়ানি কার্যবিধি অনুসারে ‘আদেশ’ বলতে তা কোনো .... নয়।

80 / 107

80. ফৌজদারি কার্যবিধির ৪০৩ ধারাটি একই আইনের কোন ধারাকে প্রভাবিত করবে না?

81 / 107

81. কয়ভাবে আদালত নিরোধক প্রতিকার মঞ্জুর করতে পারে?

82 / 107

82. ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় আদেশ জারি করতে পারেন কে?

83 / 107

83. The Code of Civil Procedure, ১৯০৮ আদেশ ২১ এর বিধি ৯০ এর বিষয়বস্তু - [জুডি. : ২০১৭]

84 / 107

84. সরকারি রাস্তা, পুল, নদী বা খালের ক্ষতি করে অনিষ্টসাধন এর সর্বোচ্চ শাস্তি হিসেবে নিচের কোনটি সঠিক?

85 / 107

85. বিনা পরোয়ানায় গ্রেফতারকৃত কোনো ব্যক্তির বিরুদ্ধে অপরাধের তদন্ত সাপেক্ষে যদি অভিযোগের সত্যতা পাওয়া যায় তাহলে করণীয় হিসেবে নিচের কোনটি সঠিক?

86 / 107

86. নিচের কোন বিষয়ে নিজের সাক্ষীকে ইঙ্গিতপূর্ণ প্রশ্ন করা যায়?

87 / 107

87. বোবা সাক্ষীর ইশারায় প্রদানকৃত সাক্ষ্যকে কোন ধরনের সাক্ষ্য হিসেবে গ্রহণ করা হয়?

88 / 107

88. একটি আপিল দায়েরে তামাদির মেয়াদ গণনার সময় সংশ্লিষ্ট রায় ও ডিক্রির জাবেদা নকল তুলতে ব্যয়িত সময় বাদ দিয়ে গণনা করতে হবে - এটি তামাদি আইনের কোন ধারায় বর্ণিত আছে?

89 / 107

89. তামাদি আইনের ৬ ধারার বিধান কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে না?

90 / 107

90. অবিলম্বে পরিশোধযোগ্য দেনমোহরের জন্য মোকদ্দমার তামাদির মেয়াদ তামাদি আইনের কোন অনুচ্ছেদে বর্ণিত আছে?

91 / 107

91. চার্জ গঠনকালীন সময়ে একজন আসামি যদি তার প্রতি অভিযোগ অস্বীকার করে তবে তার পরিপ্রেক্ষিতে নিচের কোন বাক্যটি সঠিক নয়?

92 / 107

92. ফৌজদারি কার্যবিধির ৪ক ধারামতে - Assistant Sessions Judge, shall be construed as a reference to a ....... . - শূন্যস্থানে কী বসবে?

93 / 107

93. অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ এর বিষয়বস্তু নিচের কোনটি হতে পারে-

94 / 107

94. কোন ক্ষেত্রে বাংলাদেশ পক্ষের বিবাদীকে গ্রেফতার করা যায় না?

95 / 107

95. হাইকোর্ট কর্তৃক মূল দেওয়ানি এখতিয়ার প্রয়োগকালীন সময়ে প্রদত্ত ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপিলের তামাদির মেয়াদ তামাদি আইনের কোন অনুচ্ছেদে বর্ণিত আছে?

96 / 107

96. ডাক্তারের অবহেলায় কারো মৃত্যু ঘটলে দণ্ডবিধির কত ধারায় তা শাস্তিযোগ্য?

97 / 107

97. ফৌজদারি কার্যবিধির ২০২ ধারামতে সমন প্রদান স্থগিতের মূল উদ্দেশ্য কী?

98 / 107

98. Of the trial of cases by magistrates - এ বিষয়ে ফৌজদারি কার্যবিধির কোন ধারাসমূহে বিধান বর্ণিত আছে?

99 / 107

99. মধ্যস্থতায় প্রদত্ত বিবৃতি, সাক্ষ্য, স্বীকৃতি, মন্তব্য ইত্যাদি সম্পর্কে কোন কথাটি সঠিক?

100 / 107

100. ‘খ’ এর দেহ হতে সম্পত্তি চুরি করার জন্য জনৈক প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট ‘ক’ কে অভিযুক্ত ও দণ্ডিত করলেন। পরে একই ঘটনার ভিত্তিতে ‘ক’ কে দস্যুতার জন্য অভিযুক্ত করা যাবে কি?

101 / 107

101. দেওয়ানি কার্যবিধি অনুসারে আপিল বিভাগে লিভ টু আপিলের আবেদন এর ক্ষেত্রে তামাদির মেয়াদ কত?

102 / 107

102. চ আইনসম্মতভাবে ক—কে গ্রেফতার করে। গ্রেফতারের ফলে ক হঠাৎ ও আকস্মিকভাবে উত্তেজিত হয়ে চ—কে হত্যা করে। ক এর অপরাধ কী?

103 / 107

103. সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারার অধীনে প্রদত্ত ডিক্রি বা আদেশের বিরুদ্ধে ........ বা ........ দায়ের করা যাবে না।

104 / 107

104. Joinder of causes of action - এটি কোন আদেশের কোন বিধিমতে করার বিধান রয়েছে দেওয়ানি কার্যবিধিতে?

105 / 107

105. ৫ বছরের কারাদণ্ডে দণ্ডনীয় একটি অপরাধে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত একজন আসামিকে ৪ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। আসামি জরিমানা দিতে ব্যর্থ হলে তা অনাদায়ে আরো সর্বোচ্চ কত সময়ের কারাদণ্ড দিতে পারবেন উক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট?

106 / 107

106. দণ্ডবিধির ৪১৫ ধারার শিরোনাম হিসেবে নিচের কোনটি সঠিক?

107 / 107

107. একজনের খারাপ চরিত্রের সাক্ষ্য হিসেবে নিচের কোনটি প্রাসঙ্গিক?

Your score is

0%