/100 96 Model test [5] এটি ৫ নং পূর্ণাঙ্গ মডেল টেস্ট; যা কিনা আইনের ধারাপাত মডেল টেস্ট বুক এর ৫ নং টেস্টটির অবিকল অনুরূপ। আরো জ্ঞাতব্য যে, এই টেস্টটি মূলত বার কাউন্সিলের বিগত ২০২০ সালের প্রশ্নের অনুরূপ ধরণে শ্যাডো মডেল টেস্ট এবং এটি আসন্ন ২০২৫ সালের এমসিকিউ পরীক্ষায় কমন পাবার ক্ষেত্রে অত্যন্ত উপযোগী একটি পূর্ণাঙ্গ মডেল টেস্ট। এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন। ইমেইলটি লেখা বাধ্যতামূলক নয়; তবে, ইমেইল এড্রেস দিলে আপনার ইমেইলে বিস্তারিত ফলাফল চলে যাবে। 1 / 100 1. ‘ক’,‘খ’-এর সাথে চুক্তিবদ্ধ হয় যে,‘খ’ ১০০০ টাকা প্রদান করলে সে ‘খ’ এর ছবি আঁকবে। এক্ষেত্রে চুক্তিটি- সুনির্দিষ্ট বাস্তবায়ন করা যাবে না সুনির্দিষ্ট বাস্তবায়ন করা যাবে বাদীকে চুক্তি পালনে বাধ্য করা যাবে চুক্তি ভঙ্গের কারণে ক্ষতিপূরণ প্রদান করা যাবে সঠিক উত্তর : সুনির্দিষ্ট বাস্তবায়ন করা যাবে না ; [ধারা : ২১, সুনির্দিষ্ট প্রতিকার আইন] সঠিক উত্তর : সুনির্দিষ্ট বাস্তবায়ন করা যাবে না ; [ধারা : ২১, সুনির্দিষ্ট প্রতিকার আইন] 2 / 100 2. বোবা সাক্ষীর লিখিত সাক্ষ্যকে কোন মর্যাদার সাক্ষ্য হিসেবে গ্রহণ করা হয়? দালিলিক সাক্ষ্য মৌখিক সাক্ষ্য পরোক্ষ সাক্ষ্য লিখিত সাক্ষ্য সঠিক উত্তর : মৌখিক সাক্ষ্য ; [ধারা : ১১৯, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : মৌখিক সাক্ষ্য ; [ধারা : ১১৯, সাক্ষ্য আইন] 3 / 100 3. বিচারকের দৃষ্টিগোচর হবার সাধারণ কারণে নিচের কোন বিষয়টি আদালতে প্রমাণের কোনো প্রয়োজন পড়ে না? সরকারি অফিসারের স্বাক্ষর কোনো জেলার সীমারেখা সরকারি গেজেট বর্ণিত সবগুলোই সঠিক সঠিক উত্তর : বর্ণিত সবগুলোই সঠিক ; [ধারা : ৫৭, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : বর্ণিত সবগুলোই সঠিক ; [ধারা : ৫৭, সাক্ষ্য আইন] 4 / 100 4. Mis-joinder of parties কাকে বলে? মামলায় ভুল হওয়া জবাবের বিষয়বস্তু কাউকে ভুলক্রমে মামলায় পক্ষ না করা মামলায় ভুল হওয়া আরজি মামলায় ভুলক্রমে কাউকে পক্ষ করা সঠিক উত্তর : মামলায় ভুলক্রমে কাউকে পক্ষ করা ; [আদেশ ১ : বিধি ৯, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : মামলায় ভুলক্রমে কাউকে পক্ষ করা ; [আদেশ ১ : বিধি ৯, দেওয়ানি কার্যবিধি] 5 / 100 5. সাক্ষ্য আইনের ১৬৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে কোনো ম্যাজিস্ট্রেট বা জজ যখন কোনো প্রশ্ন সাক্ষীকে জিজ্ঞাসা করেন তখন সাক্ষ্য আইনের কোন ধারার নীতি সাপেক্ষে প্রশ্ন করতে হয়? ১২১ ধারা ১৩১ ধারা ১৪৮ ধারা বর্ণিত সবগুলোই সঠিক সঠিক উত্তর : বর্ণিত সবগুলোই সঠিক ; [ধারা : ১৬৫, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : বর্ণিত সবগুলোই সঠিক ; [ধারা : ১৬৫, সাক্ষ্য আইন] 6 / 100 6. নিচের কোন ক্ষেত্রে নিষেধাজ্ঞা মঞ্জুর করতে অস্বীকার করতে পারে না আদালত? কোনো ফৌজদারি কার্যধারা স্থগিত রাখার জন্য ইন্টারপ্লিডার প্রকৃতির মোকদ্দমায় সরকারি কর্তব্য পালনে হস্তক্ষেপ করার জন্য লঙ্ঘনের ফলে সম্ভাব্য ক্ষতি নিরূপণের কোনো মানদণ্ড নাই সঠিক উত্তর : লঙ্ঘনের ফলে সম্ভাব্য ক্ষতি নিরূপণের কোনো মানদণ্ড নাই ; [ধারা : ৫৬, সুনির্দিষ্ট প্রতিকার আইন] সঠিক উত্তর : লঙ্ঘনের ফলে সম্ভাব্য ক্ষতি নিরূপণের কোনো মানদণ্ড নাই ; [ধারা : ৫৬, সুনির্দিষ্ট প্রতিকার আইন] 7 / 100 7. সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৮ ধারার মোকদ্দমার ক্ষেত্রে বাদীকে প্রমাণ করতে হবে - শুধু দখল স্বত্ব সহ দখল শুধু স্বত্ব কোনটিই নয় সঠিক উত্তর : গ ; [ধারা : ৮, সুনির্দিষ্ট প্রতিকার আইন] সঠিক উত্তর : গ ; [ধারা : ৮, সুনির্দিষ্ট প্রতিকার আইন] 8 / 100 8. নিম্নের কোনটি বার কাউন্সিলের কাজ নয়? তালিকাভূক্ত এডভোকেটগণের অসদাচরণের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ আইন তৈরীতে আইন মন্ত্রনালয়কে সহায়তা করা আইন শিক্ষার মান উন্নয়ন করা বার কাউন্সিলের ফান্ড এর ব্যবস্থা করা সঠিক উত্তর : আইন তৈরীতে আইন মন্ত্রনালয়কে সহায়তা করা ; [অনুচ্ছেদ: ১০, বিবিসি অর্ডার] সঠিক উত্তর : আইন তৈরীতে আইন মন্ত্রনালয়কে সহায়তা করা ; [অনুচ্ছেদ: ১০, বিবিসি অর্ডার] 9 / 100 9. রিভিউ এর আবেদনের নিয়ম কোন নিয়ম অনুসারে করতে হয়? রেফারেন্সের নিয়ম অনুসারে রিভিশনের নিয়ম অনুসারে আপিলের নিয়ম অনুসারে রিভিউ এর স্বতন্ত্র নিয়ম অনুসারে সঠিক উত্তর : আপিলের নিয়ম অনুসারে ; [আদেশ : ৪৭ : বিধি ৩, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : আপিলের নিয়ম অনুসারে ; [আদেশ : ৪৭ : বিধি ৩, দেওয়ানি কার্যবিধি] 10 / 100 10. তামাদি আইনের ৭ ধারামতে একাধিক ব্যক্তির মধ্যে একজনের অপারগতায় তামাদির গণনার শুরু করার ক্ষেত্রে প্রধান নির্ধারক কোনটি? অপারগতায় আক্রান্ত ব্যক্তির পক্ষে তৃতীয় যেকেউ দায়মুক্ত করার অনুমতি দিলে অপারগতায় আক্রান্ত ব্যক্তির সম্মতি ছাড়া দায়মুক্ত করা গেলে অপারগতায় আক্রান্ত ব্যক্তির অভিভাবক দায়মুক্ত করার অনুমতি দিলে ‘খ’ অপারগতায় আক্রান্ত ব্যক্তির সম্মতি ছাড়া দায়মুক্ত করা না গেলে সঠিক উত্তর : অপারগতায় আক্রান্ত ব্যক্তির সম্মতি ছাড়া দায়মুক্ত করা গেলে ; [ধারা : ৭, তামাদি আইন] সঠিক উত্তর : অপারগতায় আক্রান্ত ব্যক্তির সম্মতি ছাড়া দায়মুক্ত করা গেলে ; [ধারা : ৭, তামাদি আইন] 11 / 100 11. ফরিয়াদি কর্তৃক খালাস আদেশের বিরুদ্ধে আপিল বিষয়ে নিচের কোন বাক্যটি সঠিক নয়? ফরিয়াদি যেকোনো মূল মামলার খালাস আদেশের বিরুদ্ধে আপিল করতে পারবে ফরিয়াদি যেকোনো আপিলে প্রদত্ত খালাস আদেশের বিরুদ্ধে আপিল করতে পারবে ফরিয়াদি ম্যাজিস্ট্রেট আদালতের মূল খালাসের বিরুদ্ধে আপিল করতে পারবে ফরিয়াদি সর্বোচ্চ ৬০ দিনের ভেতরে হাইকোর্টে খালাসের আদেশের বিরুদ্ধে আপিল করতে পারবে সঠিক উত্তর : ফরিয়াদি যেকোনো আপিলে প্রদত্ত খালাস আদেশের বিরুদ্ধে আপিল করতে পারবে ; [ধারা : ৪১৭, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ফরিয়াদি যেকোনো আপিলে প্রদত্ত খালাস আদেশের বিরুদ্ধে আপিল করতে পারবে ; [ধারা : ৪১৭, ফৌজদারি কার্যবিধি] 12 / 100 12. স্থাবর সম্পত্তির দখল প্রকৃত দখলকারকে সম্পত্তিটি ফিরিয়ে দেওয়ার আদেশ ফৌজদারি কার্যবিধির কত ধারামতে দেওয়া যায়? ৩৩৯ ধারামতে ৩৭০ ধারামতে ৪৪২ ধারামতে ৫২২ ধারামতে সঠিক উত্তর : ৫২২ ধারামতে ; [ধারা : ৫২২, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ৫২২ ধারামতে ; [ধারা : ৫২২, ফৌজদারি কার্যবিধি] 13 / 100 13. ফৌজদারি কার্যবিধির ১২৮ ধারা অনুযায়ী বেসামরিক শক্তি প্রয়োগ করে কোনো বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ না হলে কোন ধারা অনুসারে সামরিক শক্তি প্রয়োগ করা যেতে পারে? ১২৭ ধারা ১২৮ ধারা ১২৯ ধারা ১৩০ ধারা সঠিক উত্তর : ১২৯ ধারা ; [ধারা : ১২৯, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ১২৯ ধারা ; [ধারা : ১২৯, ফৌজদারি কার্যবিধি] 14 / 100 14. বিচারকের বিচার পরিচালনাকালে কোনো কাজ দণ্ডবিধির কোন ধারা অনুযায়ী কোনো অপরাধ নয়? ৭৬ ধারা ৭৭ ধারা ৭৮ ধারা ৭৯ ধারা সঠিক উত্তর : ৭৭ ধারা ; [ধারা : ৭৭, দণ্ডবিধি] সঠিক উত্তর : ৭৭ ধারা ; [ধারা : ৭৭, দণ্ডবিধি] 15 / 100 15. অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্তির দরখাস্ত মঞ্জুর বা না—মঞ্জুর করার ক্ষমতা বার কাউন্সিল অর্ডারের কোন অনুচ্ছেদে বর্ণিত? ২৬ ২৭ ৩০ ৩২ সঠিক উত্তর : ৩০ ; [অনুচ্ছেদ : ৩০, বিবিসি অর্ডার] সঠিক উত্তর : ৩০ ; [অনুচ্ছেদ : ৩০, বিবিসি অর্ডার] 16 / 100 16. একটি দায়রা আদালতকে কত দিনের মধ্যে বিচার শেষ করতে হবে বলে নির্দেশনা আছে ফৌজদারি কার্যবিধিতে? ৩৬০ দিন ৩০০ দিন ২৬০ দিন ২২০ দিন সঠিক উত্তর : ৩৬০ দিন ; [ধারা : ৩৩৯গ, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ৩৬০ দিন ; [ধারা : ৩৩৯গ, ফৌজদারি কার্যবিধি] 17 / 100 17. ফৌজদারি কার্যবিধির তৃতীয় তফসিলে বর্ণিত ক্ষমতা কী ক্ষমতা নামে অভিহিত হয়? ম্যাজিস্ট্রেটদের সাধারণ ক্ষমতা ম্যাজিস্ট্রেটদের বিশেষ ক্ষমতা ম্যাজিস্ট্রেটদের উচ্চতর ক্ষমতা ম্যাজিস্ট্রেটদের তফসিলী ক্ষমতা সঠিক উত্তর : ম্যাজিস্ট্রেটদের সাধারণ ক্ষমতা ; [ধারা : ৩৬, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ম্যাজিস্ট্রেটদের সাধারণ ক্ষমতা ; [ধারা : ৩৬, ফৌজদারি কার্যবিধি] 18 / 100 18. পূর্ববর্তী দণ্ড অথবা খালাস প্রাপ্তির বিষয়ে প্রমাণ করার সময়ে অতিরিক্ত আর কোন বিষয়টি প্রমাণের প্রয়োজন পড়ে ফৌজদারি কার্যবিধি অনুসারে? হস্তলিপি বিষয়ে বিশারদের মতামত জাতীয় পরিচয়পত্রের প্রমাণ পূর্ববর্তী দণ্ডিত বা খালাসপ্রাপ্ত ব্যক্তি এবং বর্তমান অভিযুক্ত ব্যক্তি একই ব্যক্তি বর্ণিত সবগুলোই সঠিক উত্তর : পূর্ববর্তী দণ্ডিত বা খালাসপ্রাপ্ত ব্যক্তি এবং বর্তমান অভিযুক্ত ব্যক্তি একই ব্যক্তি ; [ধারা : ৫১১, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : পূর্ববর্তী দণ্ডিত বা খালাসপ্রাপ্ত ব্যক্তি এবং বর্তমান অভিযুক্ত ব্যক্তি একই ব্যক্তি ; [ধারা : ৫১১, ফৌজদারি কার্যবিধি] 19 / 100 19. সুনির্দিষ্ট প্রতিকার আইনের খসড়া প্রণয়ন করেন কে? G.M. Anderson Sir james Stephen Lord Macaulay Dr. Whitley Stokes সঠিক উত্তর : Dr. Whitley Stokes ; [প্রাথমিক তথ্য, সুনির্দিষ্ট প্রতিকার আইন] সঠিক উত্তর : Dr. Whitley Stokes ; [প্রাথমিক তথ্য, সুনির্দিষ্ট প্রতিকার আইন] 20 / 100 20. Precept কোন আদালত ইস্যু করে? [বার : ২০২০] সহকারী জজ আদালত যুগ্ম জেলা জজ আদালত ডিক্রি প্রদানকারী আদালত জেলা জজ আদালত সঠিক উত্তর : ডিক্রি প্রদানকারী আদালত ; [ধারা : ৪৬, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ডিক্রি প্রদানকারী আদালত ; [ধারা : ৪৬, দেওয়ানি কার্যবিধি] 21 / 100 21. ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারার আদেশ অমান্য করলে দণ্ডবিধি অনুসারে সর্বোচ্চ সাজা কত? ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ১ মাসের সশ্রম কারাদণ্ড ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড সঠিক উত্তর : ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ; [ধারা : ১৮৮, দণ্ডবিধি] সঠিক উত্তর : ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ; [ধারা : ১৮৮, দণ্ডবিধি] 22 / 100 22. মুলতবির আবেদনে যখন খরচ প্রদানের নির্দেশ থাকে এবং তা দিতে বাদীর ব্যর্থতায় বাদীর মোকদ্দমার পরিণতি কী ঘটবে? একতরফা ডিক্রি মোকদ্দমা খারিজ আরজি নাকচ মোকদ্দমা স্থগিত সঠিক উত্তর : মোকদ্দমা খারিজ ; [আদেশ ১৭ : বিধি ১, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : মোকদ্দমা খারিজ ; [আদেশ ১৭ : বিধি ১, দেওয়ানি কার্যবিধি] 23 / 100 23. কোনো অনিবন্ধিত চুক্তিভঙ্গজনিত ক্ষতিপূরণের মোকদ্দমার তামাদি মেয়াদ কত বছর? ১ বছর ২ বছর ৩ বছর ৫ বছর সঠিক উত্তর : ৩ বছর ; [অনুচ্ছেদ : ১১৫, প্রথম তফসিল, তামাদি আইন] সঠিক উত্তর : ৩ বছর ; [অনুচ্ছেদ : ১১৫, প্রথম তফসিল, তামাদি আইন] 24 / 100 24. সুনির্দিষ্ট প্রতিকার আইন অনুসারে চুক্তি রদ কতটি ক্ষেত্রে করা যায়? ২টি ক্ষেত্রে ৩টি ক্ষেত্রে ৪টি ক্ষেত্রে ৫টি ক্ষেত্রে সঠিক উত্তর : ৩টি ক্ষেত্রে ; [ধারা : ৩৫, সুনির্দিষ্ট প্রতিকার আইন] সঠিক উত্তর : ৩টি ক্ষেত্রে ; [ধারা : ৩৫, সুনির্দিষ্ট প্রতিকার আইন] 25 / 100 25. প্রধান বিচারপতি নিম্নের কোন কমিটির চেয়ারম্যান মনোনীত করেন? এনরোলমেন্ট কমিটির আইনশিক্ষা কমিটির অর্থ কমিটির নির্বাহী কমিটির সঠিক উত্তর : এনরোলমেন্ট কমিটির ; [অনুচ্ছেদ: ১১বি, বিবিসি অর্ডার] সঠিক উত্তর : এনরোলমেন্ট কমিটির ; [অনুচ্ছেদ: ১১বি, বিবিসি অর্ডার] 26 / 100 26. একটি দেওয়ানি আদালত কোনো অপরিশোধিত কোর্ট ফি পরবর্তীতে পরিশোধ করার অনুমতি দিতে পারেন - এটি কার্যবিধির কত ধারায় বলা আছে? ১৪৭ ধারায় ১৪৯ ধারায় ১৫১ ধারায় ১৫৩ ধারায় সঠিক উত্তর : ১৪৯ ধারায় ; [ধারা ১৪৯, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ১৪৯ ধারায় ; [ধারা ১৪৯, দেওয়ানি কার্যবিধি] 27 / 100 27. সরকারী বিধিবদ্ধ সংস্থা হতে নৈতিক স্খলনজনিত কারণে চাকুরি হতে অপসারিত বা বরখাস্ত হলে কত বছর অতিবাহিত না হলে তিনি আইনজীবী হিসেবে তালিকাভুক্তির আবেদন করতে পারবেন না? ২ বছর ৪ বছর ৫ বছর ১০ বছর সঠিক উত্তর : ২ বছর ; [অনুচ্ছেদ: ২৭, বিবিসি অর্ডার] সঠিক উত্তর : ২ বছর ; [অনুচ্ছেদ: ২৭, বিবিসি অর্ডার] 28 / 100 28. জারির দরখাস্ত ডিক্রির কত দিন পর দায়ের করা হলে দায়িকের উপর অবশ্যই নোটিশ জারি করতে হবে? [জুডি. : ২০১২] ৬ মাস ৪ বছর ২ বছর ৩ বছর সঠিক উত্তর : ২ বছর ; [আদেশ ২১ : বিধি ২২, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ২ বছর ; [আদেশ ২১ : বিধি ২২, দেওয়ানি কার্যবিধি] 29 / 100 29. কোনো ফরিয়াদি কর্তৃক মামলায় অতিরিক্ত দায়রা জজ কর্তৃক প্রদত্ত আপিলে খালাস আদেশের বিরুদ্ধে আপিল কোথায় করতে হয়? হাইকোর্ট বিভাগে দায়রা জজ আদালতে মহানগর দায়রা জজ আদালতে এরূপ আপিল করা যায় না সঠিক উত্তর : এরূপ আপিল করা যায় না ; [ধারা : ৪১৭, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : এরূপ আপিল করা যায় না ; [ধারা : ৪১৭, ফৌজদারি কার্যবিধি] 30 / 100 30. দেওয়ানি পরোয়ানার আটক ও গ্রেফতার থেকে সংসদ সদস্যগণ অব্যাহতি পেতে পারেন দেওয়ানি কার্যবিধির কোন ধারামতে? ৯৬ ধারা ১৩০ ধারা ১৩৫ক ধারা ১৫০ ধারা সঠিক উত্তর : ১৩৫ক ধারা ; [ধারা : ১৩৫ক, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ১৩৫ক ধারা ; [ধারা : ১৩৫ক, দেওয়ানি কার্যবিধি] 31 / 100 31. দণ্ডবিধির ৪৬৩ ধারার শিরোনাম হিসেবে নিচের কোনটি সঠিক? Adultry Forgery Cheating Stolen property সঠিক উত্তর : Forgery ; [ধারা : ৪৬৩, দণ্ডবিধি] সঠিক উত্তর : Forgery ; [ধারা : ৪৬৩, দণ্ডবিধি] 32 / 100 32. দেওয়ানি কার্যবিধি অনুসারে “ ........means the statement given by the Judge of the grounds of a decree or order’- Order Execution Judgment Decision সঠিক উত্তর : Judgment ; [ধারা : ২(৯), দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : Judgment ; [ধারা : ২(৯), দেওয়ানি কার্যবিধি] 33 / 100 33. মৃত বিবাদীর বৈধ প্রতিনিধিকে স্থলাভিষিক্ত করার আবেদন এর ক্ষেত্রে তামাদির মেয়াদ কত? ৯০ দিন ৬০ দিন ৩০ দিন ১৫ দিন সঠিক উত্তর : ৯০ দিন ; [অনুচ্ছেদ : ১৭৭, প্রথম তফসিল, তামাদি আইন] সঠিক উত্তর : ৯০ দিন ; [অনুচ্ছেদ : ১৭৭, প্রথম তফসিল, তামাদি আইন] 34 / 100 34. দেওয়ানি কার্যবিধির কোন ধারায় Transfer of business বিষয়ে বিধান রয়েছে? ১৪৭ ধারায় ১৪৯ ধারায় ১৫০ ধারায় ১৫৩ ধারায় সঠিক উত্তর : ১৫০ ধারায় ; [ধারা ১৫০, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ১৫০ ধারায় ; [ধারা ১৫০, দেওয়ানি কার্যবিধি] 35 / 100 35. নিঃসম্বল ব্যক্তি হিসেবে আপিলের অনুমতির দরখাস্ত করার জন্য তামাদির মেয়াদ কত অনুচ্ছেদের বিষয়বস্তু? ১১২ অনুচ্ছেদ ১৫৪ অনুচ্ছেদ ১৬৪ অনুচ্ছেদ ১৭০ অনুচ্ছেদ সঠিক উত্তর : ১৭০ অনুচ্ছেদ ; [অনুচ্ছেদ : ১৭০, প্রথম তফসিল, তামাদি আইন] সঠিক উত্তর : ১৭০ অনুচ্ছেদ ; [অনুচ্ছেদ : ১৭০, প্রথম তফসিল, তামাদি আইন] 36 / 100 36. ফৌজদারি কার্যবিধির ৪৩৫ ধারা অনুসারে তলবকৃত নথি বিষয়ে আদালত কর্তৃক অনুসন্ধানের ক্ষমতা কোন ধারায় বর্ণিত হয়েছে? ৪৩৬ ধারা ৩৭৮ ধারা ৪০৪ ধারা ৫১৯ ধারা সঠিক উত্তর : ৪৩৬ ধারা ; [ধারা : ৪৩৬, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ৪৩৬ ধারা ; [ধারা : ৪৩৬, ফৌজদারি কার্যবিধি] 37 / 100 37. চূড়ান্ত শুনানির আগে আদালত খরচ প্রদান সাপেক্ষেসহ সর্বমোট কতবার মুলতুবি মঞ্জুর করতে পারেন? ৩ ৬ ৯ ১২ সঠিক উত্তর : ৯ ; [আদেশ ১৭ : বিধি ১, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ৯ ; [আদেশ ১৭ : বিধি ১, দেওয়ানি কার্যবিধি] 38 / 100 38. ফৌজদারি কার্যবিধি অনুযায়ী খালাস আদেশের বিরুদ্ধে আপিল সংক্রান্ত বিধান তামাদি আইনের কোন অনুচ্ছেদের বিষয়বস্তু? ১১২ অনুচ্ছেদ ১৫৭ অনুচ্ছেদ ১৭৪ অনুচ্ছেদ ১৮১ অনুচ্ছেদ সঠিক উত্তর : ১৫৭ অনুচ্ছেদ ; [অনুচ্ছেদ : ১৫৭, প্রথম তফসিল, তামাদি আইন] সঠিক উত্তর : ১৫৭ অনুচ্ছেদ ; [অনুচ্ছেদ : ১৫৭, প্রথম তফসিল, তামাদি আইন] 39 / 100 39. Dishonestly making false claim in Court- এটি দণ্ডবিধির কত ধারার শিরোনাম? ২০৮ ধারা ২০৯ ধারা ২০৩ ধারা ২০৫ ধারা সঠিক উত্তর : ২০৯ ধারা ; [ধারা : ২০৯, দণ্ডবিধি সঠিক উত্তর : ২০৯ ধারা ; [ধারা : ২০৯, দণ্ডবিধি 40 / 100 40. `Every member of unlawful assembly guilty of offence committed in prosecution of common object’- এটি দণ্ডবিধির কত ধারার শিরোনাম? ১৫৪ ধারা ১৪৬ ধারা ১৫১ ধারা ১৪৯ ধারা সঠিক উত্তর : ১৪৯ ধারা ; [ধারা, ১৪৯, দণ্ডবিধি] সঠিক উত্তর : ১৪৯ ধারা ; [ধারা, ১৪৯, দণ্ডবিধি] 41 / 100 41. দেওয়ানি কার্যবিধি অনুসারে Public nuisances নিয়ে মোকদ্দমার প্রতিকার কেমন ধরণের হতে পারে? চুক্তিপত্রের ধরণে ঘোষণা এবং নিষেধাজ্ঞার ধরণে দখল বুঝিয়ে দেবার ধরণে উপরোক্ত যেকোনো প্রকারে সঠিক উত্তর : ঘোষণা এবং নিষেধাজ্ঞার ধরণে ; [ধারা : ৯১, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ঘোষণা এবং নিষেধাজ্ঞার ধরণে ; [ধারা : ৯১, দেওয়ানি কার্যবিধি] 42 / 100 42. বার কাউন্সিল ট্রাইবুনাল কর্তৃক প্রদত্ত আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার কি? আপিল রিভিশন রেফারেন্স কোনো প্রতিকার নেই সঠিক উত্তর : আপিল ; [অনুচ্ছেদ: ৩৩, বিবিসি অর্ডার] সঠিক উত্তর : আপিল ; [অনুচ্ছেদ: ৩৩, বিবিসি অর্ডার] 43 / 100 43. The mode and effect of his appointment, and his rights, powers, duties and liabilities, are regulated by the .... ... - সুনির্দিষ্ট প্রতিকার আইন অনুসারে শুণ্যস্থানে কী বসবে? The Specific Relief Act The Registration Act Code of Criminal Procedure Code of Civil Procedure সঠিক উত্তর : Code of Civil Procedure ; [ধারা : ৪৪, সুনির্দিষ্ট প্রতিকার আইন] সঠিক উত্তর : Code of Civil Procedure ; [ধারা : ৪৪, সুনির্দিষ্ট প্রতিকার আইন] 44 / 100 44. তামাদি আইনের প্রথম তফসিলে উল্লেখিত সবচেয়ে কম সময়ের তামাদির বিধান কত দিনের? ৫ দিন ৭ দিন ১০ দিন ১৫ দিন সঠিক উত্তর : ৭ দিন ; [অনুচ্ছেদ : ১৫০, প্রথম তফসিল, তামাদি আইন] সঠিক উত্তর : ৭ দিন ; [অনুচ্ছেদ : ১৫০, প্রথম তফসিল, তামাদি আইন] 45 / 100 45. আসামির অনুপস্থিতিতে বিচারকাজ শুরু করার প্রয়োজনে আসামিকে হাজির করার জন্য নিচের কোন সর্বশেষ পদক্ষেপটি নেওয়া বাধ্যতামূলক? আসামির প্রতি হুলিয়া জারি করতে হবে হুলিয়াধীন আসামির সম্পত্তি ক্রোক করা আদালতে হাজির হবার নির্দেশ সম্বলিত বিজ্ঞপ্তি দৈনিক সংবাদপত্রে প্রকাশ করা আসামির ক্রোকাধীন সম্পত্তি বিক্রয়ের ঘোষণা সম্বলিত বিজ্ঞপ্তি সংবাদপত্রে প্রকাশ করা সঠিক উত্তর : আদালতে হাজির হবার নির্দেশ সম্বলিত বিজ্ঞপ্তি দৈনিক সংবাদপত্রে প্রকাশ করা ; [ধারা : ৩৩৯খ, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : আদালতে হাজির হবার নির্দেশ সম্বলিত বিজ্ঞপ্তি দৈনিক সংবাদপত্রে প্রকাশ করা ; [ধারা : ৩৩৯খ, ফৌজদারি কার্যবিধি] 46 / 100 46. সরকার কোনো সংবাদপত্র বা পুস্তক বা কোনো দলিলে, তা যেখানেই মুদ্রিত হোক না কেন তা বাজেয়াপ্ত করতে পারে যদি তা - ? জনগণকে বিভ্রান্ত করে জনগণকে গণআন্দোলন করতে উৎসাহিত করে জনগণের মাঝে গুজব ছড়াতে সাহায্য করে আমলযোগ্য অপরাধ করতে উত্তেজিত করে সঠিক উত্তর : আমলযোগ্য অপরাধ করতে উত্তেজিত করে ; [ধারা : ৯৯ক, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : আমলযোগ্য অপরাধ করতে উত্তেজিত করে ; [ধারা : ৯৯ক, ফৌজদারি কার্যবিধি] 47 / 100 47. মৃত কোনো ব্যক্তির বিরুদ্ধে ......... অপরাধটি সংঘটিত করা যায়। মানহানি অনিষ্ট অপরাধমূলক ভীতি প্রদর্শন বর্ণিত সবগুলোই করা যায় সঠিক উত্তর : মানহানি ; [ধারা : ৪৯৯, দণ্ডবিধি] সঠিক উত্তর : মানহানি ; [ধারা : ৪৯৯, দণ্ডবিধি] 48 / 100 48. দলিল দাখিল করার জন্য যদি কোনো সমন দেওয়া হয়, তাহলে উক্ত ব্যক্তি যদি নিজে আদালতে হাজির না হয় এবং শুধু দলিলটি আদালতে উপস্থাপনের জন্য পাঠিয়ে দেয় তাহলে আদালত কী সিদ্ধান্ত নেবে? উক্ত ব্যক্তিকে দেওয়ানি কারাগারে আটকের নির্দেশ দেবেন উক্ত ব্যক্তিকে হাজির হবার জন্য পুনরায় সমন দেবেন সমনটি মান্য করা হয়েছে বলে গণ্য করবেন আদালত আদালত সংশ্লিষ্ট আইনজীবীকে তিরষ্কার করবেন সঠিক উত্তর : সমনটি মান্য করা হয়েছে বলে গণ্য করবেন আদালত ; [আদেশ ১৬ : বিধি ৬, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : সমনটি মান্য করা হয়েছে বলে গণ্য করবেন আদালত ; [আদেশ ১৬ : বিধি ৬, দেওয়ানি কার্যবিধি] 49 / 100 49. সাক্ষ্য আইন অনুসারে - Leading questions may be asked in ..... - শুণ্যস্থানে কী বসবে? examination in chief further cross-examination cross-examination further examination সঠিক উত্তর : cross-examination ; [ধারা : ১৪৩, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : cross-examination ; [ধারা : ১৪৩, সাক্ষ্য আইন] 50 / 100 50. রায়ের পূর্বে সম্পত্তি ক্রোকের বিধিসমূহ নিচের কোনগুলো? ৩৮ আদেশের ১—৪ বিধিসমূহ ৩৮ আদেশের ৪—১৪ বিধিসমূহ ৩৮ আদেশের ৫—১৩ বিধিসমূহ ৩৮ আদেশের ৮—১৩ বিধিসমূহ সঠিক উত্তর : ৩৮ আদেশের ৫—১৩ বিধিসমূহ ; [আদেশ ৩৮, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ৩৮ আদেশের ৫—১৩ বিধিসমূহ ; [আদেশ ৩৮, দেওয়ানি কার্যবিধি] 51 / 100 51. একটি মোকদ্দমায় একজন সাক্ষী বিদেশে অবস্থানের কারণে তাকে উক্ত মোকদ্দমার সাক্ষী হিসেবে হাজির করা অত্যন্ত ব্যয়বহুল হওয়ায়, একই বিষয়ে পূর্বের কোনো বিবৃতি প্রদান করা হয়ে থাকলে সাক্ষ্য আইনের কোন ধারা মোতাবেক উক্ত ব্যক্তি উপস্থিত না থাকলেও তার বিবৃতি প্রাসঙ্গিক হয়? ৯ ধারায় ৩২ ধারায় ১০৯ ধারায় ১১২ ধারায় সঠিক উত্তর : ৩২ ধারায় ; [ধারা : ৩২, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ৩২ ধারায় ; [ধারা : ৩২, সাক্ষ্য আইন] 52 / 100 52. জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটদের নিয়োগ দেওয়া হয়- নির্বাহী বিভাগ হতে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস সদস্যদের মধ্যে হতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন হতে উপরের যেকোনো মাধ্যম থেকে সঠিক উত্তর : বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস সদস্যদের মধ্যে হতে ; [ধারা : ১১, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস সদস্যদের মধ্যে হতে ; [ধারা : ১১, ফৌজদারি কার্যবিধি] 53 / 100 53. বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার ‘উদ্যোগ’ এর সর্বোচ্চ নিচের কোনটি? ১০ বছরের কারাদণ্ড যাবজ্জীবনের ভগ্নাংশের হিসেবে ১৫ বছরের কারাদণ্ড যাবজ্জীবন কারাদণ্ড মৃত্যুদণ্ড 54 / 100 54. আপিলে বিভাগে আপিলের পদ্ধতিগত বিধানের বিস্তারিত কোন আদেশে বর্ণিত আছে? ৪১ আদেশ ৪৩ আদেশ ৪৪ আদেশ ৪৫ আদেশ সঠিক উত্তর : ৪৫ আদেশ ; [আদেশ : ৪৫, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ৪৫ আদেশ ; [আদেশ : ৪৫, দেওয়ানি কার্যবিধি] 55 / 100 55. বাংলাদেশ বার কাউন্সিল অর্ডার এর কত অনুচ্ছেদে বার কাউন্সিল এর সম্পত্তি অর্জন, উত্তরাধিকার এরং মোকদ্দমার পক্ষ সংক্রান্ত বিধান বর্ণিত আছে? ২ অনুচ্ছেদ ৩ অনুচ্ছেদ ৪ অনুচ্ছেদ ৮ অনুচ্ছেদ সঠিক উত্তর : ৩ অনুচ্ছেদ ; [অনুচ্ছেদ: ৩, বিবিসি অর্ডার] সঠিক উত্তর : ৩ অনুচ্ছেদ ; [অনুচ্ছেদ: ৩, বিবিসি অর্ডার] 56 / 100 56. ক কোনো বাড়ির সকল দরজায় আগ্নেয়াস্ত্রে—সজ্জিত ব্যক্তিদের মোতায়েন করে চ—কে বলে যে, চ বাড়ি হতে বের হবার চেষ্টা করলে আগ্নেয়াস্ত্র সজ্জিত ব্যক্তিরা চ—এর প্রতি গুলিবর্ষণ করবে। ক এর অপরাধ নিচের কোনটি? অন্যায় আটক/অবরোধ অন্যায় অর্পণ অন্যায়ভাবে বাধা অন্যায় নিয়ন্ত্রণ সঠিক উত্তর : অন্যায় আটক/অবরোধ ; [ধারা : ৩৪০, দণ্ডবিধি] সঠিক উত্তর : অন্যায় আটক/অবরোধ ; [ধারা : ৩৪০, দণ্ডবিধি] 57 / 100 57. ১০ বছর কারাদণ্ডে দণ্ডনীয় ব্যক্তির অর্থদণ্ডটি অপরিশোধিত রেখে আসামিটি ৯ বছরের মাথায় কারাগারেই মারা গেলে অর্থদণ্ডের পরিণতি হিসেবে কোন কথাটি সত্য? ৬ বছরের মধ্যে তা আদায় না হওয়ায় তার তামাদির মেয়াদ শেষ হয়ে গেছে তার মৃত্যু হলেও তার সম্পত্তি থেকে তা আদায় করা যাবে অর্থদণ্ডটি আদালত তার সুবিবেচনায় মওকুফ ঘোষণা করবেন মৃত্যুর ৬ বছরের মধ্যে তা আদায় করবে আদালত সঠিক উত্তর : তার মৃত্যু হলেও তার সম্পত্তি থেকে তা আদায় করা যাবে ; [ধারা : ৭০, দণ্ডবিধি] সঠিক উত্তর : তার মৃত্যু হলেও তার সম্পত্তি থেকে তা আদায় করা যাবে ; [ধারা : ৭০, দণ্ডবিধি] 58 / 100 58. ‘‘Extension of period in certain cases’ ’ — এটি বলতে তামাদি আইনে মূলত কিসের কথা বলা হয়েছে? তামাদির মেয়াদ উত্তীর্ণ হবার পরেও যেক্ষেত্রে দরখাস্ত গৃহীত হতে পারে তামাদির মেয়াদ আদালত কর্তৃক বাড়ানোর বিষয়ে তামাদির মেয়াদ উত্তীর্ণ হবার পরেও যেক্ষেত্রে আপিল গৃহীত হতে পারে বর্ণিত সবগুলোই সঠিক সঠিক উত্তর : বর্ণিত সবগুলোই সঠিক ; [ধারা : ৫, তামাদি আইন] সঠিক উত্তর : বর্ণিত সবগুলোই সঠিক ; [ধারা : ৫, তামাদি আইন] 59 / 100 59. Preventive relief is granted at the discretion of the Court - এটি সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোথায় বলা আছে? ৫৩ ধারা ৫২ ধারা ৫৭ ধারা ৫৬ ধারা সঠিক উত্তর : ৫২ ধারা ; [ধারা : ৫২, সুনির্দিষ্ট প্রতিকার আইন] সঠিক উত্তর : ৫২ ধারা ; [ধারা : ৫২, সুনির্দিষ্ট প্রতিকার আইন] 60 / 100 60. দেওয়ানি কার্যবিধির ৬ আদেশের ১৬ বিধি অনুসারে কোনো প্লিডিং এর অপ্রয়োজনীয় ও কুৎসাজনক কিছুকে নিচের কোনটি করা যেতে পারে? কেটে দিতে পারে সংশোধন করা যেতে পারে খারিজ করা যেতে পারে ক ও খ তে বর্ণিত উভয়ই করা যেতে পারে সঠিক উত্তর : ক ও খ তে বর্ণিত উভয়ই করা যেতে পারে ; [আদেশ ৬ : বিধি ১৬, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ক ও খ তে বর্ণিত উভয়ই করা যেতে পারে ; [আদেশ ৬ : বিধি ১৬, দেওয়ানি কার্যবিধি] 61 / 100 61. নিচের কোনটি পাবলিক দলিল নয়? আদালতের আদেশ ডিক্রি রায় ভাড়া চুক্তিনামা সঠিক উত্তর : ভাড়া চুক্তিনামা ; [ধারা : ৭৪, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ভাড়া চুক্তিনামা ; [ধারা : ৭৪, সাক্ষ্য আইন] 62 / 100 62. Intentional insult or interruption to public servant sitting in judicial proceeding- এটি দণ্ডবিধির কোন ধারার বিষয়বস্তু? ২২৮ ২১৯ ২১১ ২০১ সঠিক উত্তর : ২২৮ ; [ধারা : ২২৮, দণ্ডবিধি] সঠিক উত্তর : ২২৮ ; [ধারা : ২২৮, দণ্ডবিধি] 63 / 100 63. দেওয়ানি কার্যবিধির ৯৪ ধারানুসারে আদালত কতটি ক্ষেত্রে অতিরিক্ত আকারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেন আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতাবলে? ৩টি ক্ষেত্রে ৪টি ক্ষেত্রে ৫টি ক্ষেত্রে ৭টি ক্ষেত্রে সঠিক উত্তর : ৭টি ক্ষেত্রে ; [ধারা : ৯৪, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ৭টি ক্ষেত্রে ; [ধারা : ৯৪, দেওয়ানি কার্যবিধি] 64 / 100 64. ‘ক’ চুরির দায়ে ‘খ’—কে ফৌজদারিতে সোপর্দ করে। ‘ক’ আদালতকে বিশ্বাস করাইতে চায় যে, ‘খ’ চুরির কথা ‘গ’—এর নিকট স্বীকার করিয়াছে। অন্যদিকে ‘খ’ আদালতকে বিশ্বাস করাইতে চায় যে, সংশ্লিষ্ট সময়ে সে অন্যত্র ছিলো। খ এর বিষয় প্রমাণ করার বিষয়বস্তুটি সাক্ষ্য আইনের তাত্ত্বিক ধারণায় নিচের কোনটি নামে পরিচিত? Plea of alibi Confession Burden of proof Plea of accomplice সঠিক উত্তর : Plea of alibi ; [ধারা : ১০৩, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : Plea of alibi ; [ধারা : ১০৩, সাক্ষ্য আইন] 65 / 100 65. একজন অভিযুক্ত যদি এমন অপরাধ করে যা কিনা দুইটি পৃথক অপরাধের সংজ্ঞায় সংজ্ঞায়িত তাহলে তার বিরুদ্ধে কীভাবে চার্জ গঠন করা যাবে? দুইটি অপরাধের পৃথকভাবে চার্জ গঠন করতে হবে যেকোনো একটি অপরাধে চার্জ গঠন করতে হবে দুইটির মধ্যে যে অপরাধের শাস্তি বেশি বর্ণিত আছে সেটির চার্জ গঠিত হবে হাইকোর্টে বিষয়টি সিদ্ধান্তের জন্য পাঠাতে হবে সঠিক উত্তর : দুইটি অপরাধের পৃথকভাবে চার্জ গঠন করতে হবে ; [ধারা : ২৩৫, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : দুইটি অপরাধের পৃথকভাবে চার্জ গঠন করতে হবে ; [ধারা : ২৩৫, ফৌজদারি কার্যবিধি] 66 / 100 66. ‘When the right of private defence of the body extends to causing death’- এটি দণ্ডবিধির কত ধারার শিরোনাম? ৯৮ ধারা ১০০ ধারা ১০৫ ধারা ১০৬ ধারা সঠিক উত্তর : ১০০ ধারা ; [ধারা : ১০০, দণ্ডবিধি] সঠিক উত্তর : ১০০ ধারা ; [ধারা : ১০০, দণ্ডবিধি] 67 / 100 67. পিপি কর্তৃক মামলা প্রত্যাহারের ফলাফল হিসেবে নিচের কোন বাক্যটি সঠিক? চার্জ গঠনের পূর্বে ও পরে মামলা প্রত্যাহৃত হলে যথাক্রমে আসামি অব্যহতি ও খালাস পাবে চার্জ গঠনের পূর্বে ও পরে মামলা প্রত্যাহৃত হলে যথাক্রমে আসামি খালাস ও অব্যহতি পাবে চার্জ গঠনের পূর্বে ও রায় ঘোষণার আগে মামলা প্রত্যাহৃত হলে যথাক্রমে আসামি খালাস ও অব্যহতি পাবে চার্জ গঠনের পূর্বে ও রায় ঘোষণার আগে মামলা প্রত্যাহৃত হলে উভয় ক্ষেত্রেই আসামি অব্যহতি পাবে সঠিক উত্তর : চার্জ গঠনের পূর্বে ও পরে মামলা প্রত্যাহৃত হলে যথাক্রমে আসামি অব্যহতি ও খালাস পাবে ; [ধারা : ৪৯৪, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : চার্জ গঠনের পূর্বে ও পরে মামলা প্রত্যাহৃত হলে যথাক্রমে আসামি অব্যহতি ও খালাস পাবে ; [ধারা : ৪৯৪, ফৌজদারি কার্যবিধি] 68 / 100 68. সাক্ষ্য আইনের সবশেষ আনীত সংশোধনীতে সাক্ষ্য আইনের ১৫৫(৪) ধারাটি বাতিলের প্রতিক্রিয়ায় কোন ধারাটিতে শর্তসমূহ যুক্ত করা হয়েছে? ১৩২ ধারা ১৪১ ধারা ১৪৬ ধারা ১৫৩ ধারা সঠিক উত্তর : ১৪৬ ধারা ; [ধারা : ১৪৬, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ১৪৬ ধারা ; [ধারা : ১৪৬, সাক্ষ্য আইন] 69 / 100 69. একজন যুগ্ম জেলা জজের আপিল অযোগ্য ডিক্রির বিরুদ্ধে রিভিশন দায়ের করতে হয় - জেলা জজ আদালতে অতিরিক্ত জেলা জজ আদালতে দায়রা জজ আদালতে হাইকোর্ট বিভাগে সঠিক উত্তর : হাইকোর্ট বিভাগে ; [ধারা : ১১৫, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : হাইকোর্ট বিভাগে ; [ধারা : ১১৫, দেওয়ানি কার্যবিধি] 70 / 100 70. দেওয়ানি কার্যবিধি অনুসারে Each material proposition affirmed by one party and denied by the other shall form the subject ........ . - শুণ্যস্থানে কী বসবে? of a pleading of a judgment of a distinct issue of a relevant matter for the court সঠিক উত্তর : of a distinct issue ; [আদেশ ১৪ : বিধি ১, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : of a distinct issue ; [আদেশ ১৪ : বিধি ১, দেওয়ানি কার্যবিধি] 71 / 100 71. ঢাকার বাসিন্দা ক চট্টগ্রামের বাসিন্দা চ—এর এজেন্ট। ক ও চ—এর মধ্যে একটি ¯পষ্ট বা অব্যক্ত চুক্তি এই মর্মে বিদ্যমান আছে যে, চ—এর প্রেক্ষিতে সকল টাকা ক, চ—এর নির্দেশ মত বিনিয়োগ করবে। চ ক—এর কাছে এক লক্ষ টাকা প্রেরণ করে এই টাকা কোম্পানির কাজে লগ্নি করার নির্দেশ দেয়। ক অসাধুভাবে নির্দেশটি অমান্য করে টাকাটা নিজের ব্যবসায় খাটায়। ক নিচে বর্ণিত কোন অপরাধটি সংঘটন করেছে? অপরাধমূলক আত্মসাৎ চুরি অপরাধমূলক বিশ্বাসভঙ্গ কোনো অপরাধ ঘটেনি সঠিক উত্তর : অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ; [ধারা : ৪০৫, দণ্ডবিধি] সঠিক উত্তর : অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ; [ধারা : ৪০৫, দণ্ডবিধি] 72 / 100 72. কোনো মোকদ্দমার অক্ষম ব্যক্তির সম্মতি বা চুক্তির পরিণতি সম্পর্কে দেওয়ানি কার্যবিধির কোন ধারায় বর্ণিত আছে? ১৪৭ ধারায় ১৫১ ধারায় ১৪৮ ধারায় ১৫০ ধারায় সঠিক উত্তর : ১৪৭ ধারায় ; [ধারা ১৪৭, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ১৪৭ ধারায় ; [ধারা ১৪৭, দেওয়ানি কার্যবিধি] 73 / 100 73. রিভিউ দরখাস্তের শুনানিকালে দরখাস্তকারীর গরহাজিরার জন্য খারিজ হওয়া দরখাস্ত পুনরুজ্জীবনের জন্য করা দরখাস্তের তামাদির মেয়াদ কত? ৭ দিন ১৫ দিন ৩০ দিন ৪০ দিন সঠিক উত্তর : ১৫ দিন ; [অনুচ্ছেদ : ১৬০, প্রথম তফসিল, তামাদি আইন] সঠিক উত্তর : ১৫ দিন ; [অনুচ্ছেদ : ১৬০, প্রথম তফসিল, তামাদি আইন] 74 / 100 74. কোনো কপিরাইট ভঙ্গের জন্য ক্ষতিগ্রস্থ ব্যক্তিকে ক্ষতিপূরণের জন্য মোকদ্দমা কতদিনের ভেতরে করতে হবে? ৬ মাস ১ বছর ২ বছর ৩ বছর সঠিক উত্তর : ৩ বছর ; [অনুচ্ছেদ : ৪০, প্রথম তফসিল, তামাদি আইন] সঠিক উত্তর : ৩ বছর ; [অনুচ্ছেদ : ৪০, প্রথম তফসিল, তামাদি আইন] 75 / 100 75. মৌখিক সাক্ষ্যকে কি ধরনের হতে হয়? পরোক্ষ হতে হবে প্রত্যক্ষ হতে হবে পরোক্ষ হলেও চলবে দালিলিক হতে হবে সঠিক উত্তর : প্রত্যক্ষ হতে হবে ; [ধারা : ৬০, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : প্রত্যক্ষ হতে হবে ; [ধারা : ৬০, সাক্ষ্য আইন] 76 / 100 76. সাক্ষ্য আইনে Shall presume বলতে নিচের কোনটি বোঝাবে? মিথ্যা প্রমাণিত না হওয়া পর্যন্ত আদালত তা অবশ্যই প্রমাণিত হিসেবে গণ্য করবে আদালত তা শুধুই অনুমান করবে আদালত তা প্রমাণিত নয় বলে গণ্য করবে কোনোটিই সঠিক উত্তর নয় সঠিক উত্তর : মিথ্যা প্রমাণিত না হওয়া পর্যন্ত আদালত তা অবশ্যই প্রমাণিত হিসেবে গণ্য করবে ; [ধারা : ৪, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : মিথ্যা প্রমাণিত না হওয়া পর্যন্ত আদালত তা অবশ্যই প্রমাণিত হিসেবে গণ্য করবে ; [ধারা : ৪, সাক্ষ্য আইন] 77 / 100 77. একটি আরজি ফেরতের সময় আদালত আরজির উপর নিচে বর্ণিত কোন তথ্যটি লিখবেন? দাখিলের তারিখ ফেরতের কারণ সম্পর্কিত সংক্ষিপ্ত বিবৃতি ফেরতের তারিখ বর্ণিত সবগুলোই সঠিক সঠিক উত্তর : বর্ণিত সবগুলোই সঠিক ; [আদেশ ৭ : বিধি ১০, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : বর্ণিত সবগুলোই সঠিক ; [আদেশ ৭ : বিধি ১০, দেওয়ানি কার্যবিধি] 78 / 100 78. মাতৃগর্ভে ন্যূনতম কখন কোনো শিশুর মৃত্যু ঘটানো নরহত্যা বলে পরিগণিত হবে? যদি শিশুটি নিষ্ক্রান্ত হবার সময়ে মৃত্যু ঘটানো হয় যদি শিশুটিকে মাতৃগর্ভে থাকাকালীন সময়েই মৃত্যু ঘটানো হয় যদি শিশুটি নিষ্ক্রান্ত হবার সময়ে বাইরের শ্বাস গ্রহণ করে থাকে এবং তার মৃত্যু ঘটানো হয় যদি শিশুটি নিষ্ক্রান্ত হবার সময়ে পুরো ভূমিষ্ট হলে তার মৃত্যু ঘটানো হয় সঠিক উত্তর : যদি শিশুটি নিষ্ক্রান্ত হবার সময়ে মৃত্যু ঘটানো হয় ; [ধারা : ২৯৯, দণ্ডবিধি] সঠিক উত্তর : যদি শিশুটি নিষ্ক্রান্ত হবার সময়ে মৃত্যু ঘটানো হয় ; [ধারা : ২৯৯, দণ্ডবিধি] 79 / 100 79. কোন ক্ষেত্রে গর্ভপাত করানোর সর্বোচ্চ শাস্তি ৭ বছরের কারাদণ্ড? যখন শিশুর বিচরণ স্ত্রীলোকটি অনুভব করেন যখন শিশুর গর্ভকালীন বয়স ৪ সপ্তাহ হয় যখন শিশুর গর্ভকালীন বয়স ৮ সপ্তাহ হয় যখন শিশুর গর্ভকালীন বয়স ১২ সপ্তাহ হয় সঠিক উত্তর : যখন শিশুর বিচরণ স্ত্রীলোকটি অনুভব করেন ; [ধারা : ৩১২, দণ্ডবিধি] সঠিক উত্তর : যখন শিশুর বিচরণ স্ত্রীলোকটি অনুভব করেন ; [ধারা : ৩১২, দণ্ডবিধি] 80 / 100 80. ক চ—কে জাপটিয়া ধরে চ—এর পরিধেয় কাপড়চোপড় হতে চ—এর সম্মতি ছাড়াই চ—এর টাকা পয়সা, মণিমুক্তা অসাধুভাবে নিয়ে যায়। এখানে ক এর অপরাধ নিচের কোনটি? অসাধুভাবে আত্মসাৎ দস্যুতা চুরি বলপূর্বক গ্রহণ সঠিক উত্তর : দস্যুতা ; [ধারা : ৩৯০, দণ্ডবিধি] সঠিক উত্তর : দস্যুতা ; [ধারা : ৩৯০, দণ্ডবিধি] 81 / 100 81. খুনের উদ্যোগ নেয়া দণ্ডবিধির কত ধারা মোতাবেক শাস্তিযোগ্য অপরাধ? ৩০৪ ৩০৭ ৩০৮ ৩০৯ সঠিক উত্তর : ৩০৭ ; [ধারা : ৩০৭, দণ্ডবিধি] সঠিক উত্তর : ৩০৭ ; [ধারা : ৩০৭, দণ্ডবিধি] 82 / 100 82. জবানবন্দি গ্রহণের সময় ইঙ্গিতপূর্ণ প্রশ্ন করার জন্য কার অনুমতিসাপেক্ষে করতে হয়? প্রতিপক্ষের আইনজীবীর অনুমতি আদালতের অনুমতি নিয়ে প্রতিপক্ষের বাদী বা বিবাদীর অনুমতি পিপি’র অনুমতি নিয়ে সঠিক উত্তর : আদালতের অনুমতি নিয়ে ; [ধারা : ১৪২, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : আদালতের অনুমতি নিয়ে ; [ধারা : ১৪২, সাক্ষ্য আইন] 83 / 100 83. ক একটি দোকনঘরে ঢুকে বাক্স ভেঙে কিছু গহনাপত্র চুরি করার উদ্যোগ করে। সে বাক্সটি ভেঙে দেখতে পায় যে, উহাতে কোনো গহনাপত্র নাই। এক্ষেত্রে ক এর শাস্তি হিসেবে আদালত কোন শাস্তিটি দিতে পারে? কোনো শাস্তিই হবে না ৭ বছরের কারাদণ্ড ৫ বছরের কারাদণ্ড ৩ বছর ৬ মাসের কারাদণ্ড সঠিক উত্তর : ৩ বছর ৬ মাসের কারাদণ্ড ; [৫১১, দণ্ডবিধি] সঠিক উত্তর : ৩ বছর ৬ মাসের কারাদণ্ড ; [৫১১, দণ্ডবিধি] 84 / 100 84. কোনো ফৌজদারি জরিমানা আদায়ের পদ্ধতি আকারে দেওয়ানি পদ্ধতি ব্যবহার করা হলে উক্ত পরোয়ানাকে নিচে বর্ণিত কোন ধরণের ডিক্রি বলে গণ্য করতে হবে? ঘোষণামূলক ডিক্রি আকারে বাধ্যতামূলক নিষেধাজ্ঞার ডিক্রি আকারে অর্থের ডিক্রি আকারে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিক্রি আকারে সঠিক উত্তর : অর্থের ডিক্রি আকারে ; [ধারা : ৩৮৬, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : অর্থের ডিক্রি আকারে ; [ধারা : ৩৮৬, ফৌজদারি কার্যবিধি] 85 / 100 85. ক্রোকের আদেশ হওয়া সম্পত্তিটি স্থাবর সম্পত্তি হলে এবং রাজস্ব প্রদানকারী সম্পত্তি হলে উক্ত স্থাবর সম্পত্তিটি কার মাধ্যমে ক্রোক করতে হবে? জেলার কালেক্টরের মাধ্যমে জেলা জজের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে বর্ণিত যেকোনো উপায়েই করা যাবে সঠিক উত্তর : জেলার কালেক্টরের মাধ্যমে ; [ধারা : ৮৮, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : জেলার কালেক্টরের মাধ্যমে ; [ধারা : ৮৮, ফৌজদারি কার্যবিধি] 86 / 100 86. সুরতহাল রিপোর্ট প্রণয়নের ক্ষেত্রে কখন কোনো সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটকে অবহিত করার প্রয়োজন হয় না? যখন কোনো ব্যক্তি কোনো শত্রুপক্ষের আঘাতে মারা যায় যখন কোনো ব্যক্তি আত্মহত্যা করে যখন কোনো ব্যক্তি যান্ত্রিক কোনো আঘাতে মারা যায় বর্ণিত সবগুলোই সঠিক সঠিক উত্তর : যখন কোনো ব্যক্তি কোনো শত্রুপক্ষের আঘাতে মারা যায় ; [ধারা : ১৭৪, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : যখন কোনো ব্যক্তি কোনো শত্রুপক্ষের আঘাতে মারা যায় ; [ধারা : ১৭৪, ফৌজদারি কার্যবিধি] 87 / 100 87. The jurisdiction to decree specific performance is discretionary, and the Court is not bound to grant such relief merely because it is .......। শুণ্যস্থানে কী বসবে? mandatory to do so reasonable to do so lawful to do so necessary to do so সঠিক উত্তর : lawful to do so ; [ধারা : ২২, সুনির্দিষ্ট প্রতিকার আইন] সঠিক উত্তর : lawful to do so ; [ধারা : ২২, সুনির্দিষ্ট প্রতিকার আইন] 88 / 100 88. ‘Liability of abettor when one act abetted and different act done’- এটি দণ্ডবিধির কত ধারার শিরোনাম? ১০৭ ধারা ১০৮ ধারা ১০৯ ধারা ১১১ ধারা সঠিক উত্তর : ১১১ ধারা ; [ধারা : ১১১, দণ্ডবিধি] সঠিক উত্তর : ১১১ ধারা ; [ধারা : ১১১, দণ্ডবিধি] 89 / 100 89. ফৌজদারি কার্যবিধির ৪১২ ধারামতে অভিযুক্ত ব্যক্তি কর্তৃক দোষ স্বীকারের ক্ষেত্রে - there shall be no appeal except as to the ........ - শুণ্যস্থানে কী বসবে? only legality of the sentence only extent of the sentence legality and extent of the sentence extent or legality of the sentence সঠিক উত্তর : extent or legality of the sentence ; [ধারা : ৪১২, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : extent or legality of the sentence ; [ধারা : ৪১২, ফৌজদারি কার্যবিধি] 90 / 100 90. When witness to be compelled to answer- এটি সাক্ষ্য আইনের কত ধারার বিধান? ১৪১ ধারা ১৪৬ ধারা ১৪৭ ধারা ১৬৫ ধারা সঠিক উত্তর : ১৪৭ ধারা ; [ধারা : ১৪৭, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ১৪৭ ধারা ; [ধারা : ১৪৭, সাক্ষ্য আইন] 91 / 100 91. আদালত যেসব ঘটনার অনুমান করতে পারে - এর বিস্তারিত ব্যাখ্যা সাক্ষ্য আইনের কোন ধারায় বর্ণিত আছে? ১০৯ ১৩৪ ১১৪ ১৪৪ সঠিক উত্তর : ১১৪ ; [ধারা : ১১৪, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ১১৪ ; [ধারা : ১১৪, সাক্ষ্য আইন] 92 / 100 92. সাক্ষ্য আইনের ২৪ ধারায় বর্ণিত বিধান প্রযোজ্য- শুধুমাত্র দেওয়ানি প্রকৃতির মামলায় শুধুমাত্র ফৌজদারি প্রকৃতির মামলায় দেওয়ানি ও ফৌজদারি উভয়ই উপরের কোনোটিই নয় সঠিক উত্তর : শুধুমাত্র ফৌজদারি প্রকৃতির মামলায় ; [ধারা : ২৪, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : শুধুমাত্র ফৌজদারি প্রকৃতির মামলায় ; [ধারা : ২৪, সাক্ষ্য আইন] 93 / 100 93. স্বীকৃতি সম্পর্কে নিচের কোনটি সঠিক নয়? স্বীকৃতি অবশ্যই লিখিত বা মৌখিক হতে হবে স্বীকৃতি কখনোই মৌখিক হতে পারে না স্বীকৃতিকে অবশ্যই বিচার্য ঘটনা সম্পর্কে কোনো অনুমানের ইঙ্গিতবহ হতে হবে স্বীকৃতিকে অবশ্যই প্রাসঙ্গিক ঘটনা সম্পর্কে কোনো অনুমানের ইঙ্গিতবহ হতে হবে সঠিক উত্তর : স্বীকৃতি কখনোই মৌখিক হতে পারে না ; [ধারা : ১৭, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : স্বীকৃতি কখনোই মৌখিক হতে পারে না ; [ধারা : ১৭, সাক্ষ্য আইন] 94 / 100 94. আলো বা বাতাস ব্যবহারের সুখাধিকার প্রতিষ্ঠায় অন্তত কত বছরের নিরবিচ্ছিন্ন ভোগ করা দরকার? ২০ বছর নিরবিচ্ছিন্ন ব্যবহার ১০ বছর নিরবিচ্ছিন্ন ব্যবহার ৪০ বছর নিরবিচ্ছিন্ন ব্যবহার ৬০ বছর নিরবিচ্ছিন্ন ব্যবহার সঠিক উত্তর : ২০ বছর নিরবিচ্ছিন্ন ব্যবহার ; [ধারা : ২৬, তামাদি আইন] সঠিক উত্তর : ২০ বছর নিরবিচ্ছিন্ন ব্যবহার ; [ধারা : ২৬, তামাদি আইন] 95 / 100 95. সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারার অধীনে সহকারী জজ কর্তৃক প্রদত্ত ডিক্রির বিরুদ্ধে রিভিশন দায়ের করতে হবে কোথায়? হাইকোর্ট বিভাগে যুগ্ম জেলা জজের আদালতে জেলাজজ আদালতে অতিরিক্ত জেলাজজ আদালতে সঠিক উত্তর : হাইকোর্ট বিভাগে ; [ধারা : ৯, সুনির্দিষ্ট প্রতিকার আইন] সঠিক উত্তর : হাইকোর্ট বিভাগে ; [ধারা : ৯, সুনির্দিষ্ট প্রতিকার আইন] 96 / 100 96. একই ধরণের অনধিক ৩টি অপরাধ কত সময়ের মধ্যে হলে একত্রে অভিযোগ গঠন করে একত্রে বিচার করা যাবে? ১২ মাস ২৪ মাস ৬ মাস ৩ মাস সঠিক উত্তর : ১২ মাস ; [ধারা : ২৩৪, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ১২ মাস ; [ধারা : ২৩৪, ফৌজদারি কার্যবিধি] 97 / 100 97. মারাত্মক অস্ত্র দিয়ে গুরুতর আঘাতের শাস্তি কি? ৩ বছর কারাদণ্ড ৫ বছর কারাদণ্ড ৭ বছর কারাদণ্ড যাবজ্জীবন বা ১০ বছর কারাদণ্ড সঠিক উত্তর : যাবজ্জীবন বা ১০ বছর কারাদণ্ড ; [ধারা : ৩২৬, দণ্ডবিধি] সঠিক উত্তর : যাবজ্জীবন বা ১০ বছর কারাদণ্ড ; [ধারা : ৩২৬, দণ্ডবিধি] 98 / 100 98. ইন্টারপ্লিডার মোকদ্দমা বলতে আপনি নিচের কোনটি বোঝেন? বন্ধুত্বপূর্ণ মোকদ্দমা প্রর্ত্যপণকৃত মোকদ্দমা স্বার্থবিহীন মোকদ্দমা গণউপদ্রব সংক্রান্ত মোকদ্দমা সঠিক উত্তর : স্বার্থবিহীন মোকদ্দমা ; [ধারা ৮৮, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : স্বার্থবিহীন মোকদ্দমা ; [ধারা ৮৮, দেওয়ানি কার্যবিধি] 99 / 100 99. ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নেবার পর কি কারণে নিজে ঘটনা সম্পর্কে অনুসন্ধান করতে পারেন? নালিশ সম্পর্কে আরো বিস্তারিত তথ্য জানতে নালিশের সত্যতা বা অসত্যতা নির্ধারণের জন্য অভিযুক্ত সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য নালিশকারী সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য সঠিক উত্তর : নালিশের সত্যতা বা অসত্যতা নির্ধারণের জন্য ; [ধারা : ২০২, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : নালিশের সত্যতা বা অসত্যতা নির্ধারণের জন্য ; [ধারা : ২০২, ফৌজদারি কার্যবিধি] 100 / 100 100. ফৌজদারি কার্যবিধি অনুযায়ী কে পদাধিকারবলে জাস্টিস অব দ্য পিস হতে পারেন না? জেলা ম্যাজিস্ট্রেট দায়রা জজ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সঠিক উত্তর : জেলা ম্যাজিস্ট্রেট ; [ধারা : ২৫, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : জেলা ম্যাজিস্ট্রেট ; [ধারা : ২৫, ফৌজদারি কার্যবিধি] Your score is Facebook 0% Restart quiz By Wordpress Quiz plugin