আইনকানুন একাডেমি

/99
11

Model test [4]

এটি ৪ নং পূর্ণাঙ্গ মডেল টেস্ট; যা কিনা আইনের ধারাপাত মডেল টেস্ট বুক এর ৪ নং টেস্টটির অবিকল অনুরূপ

আরো জ্ঞাতব্য যে, এই টেস্টটি মূলত বার কাউন্সিলের বিগত ২০১৭ সালের প্রশ্নের অনুরূপ ধরণে শ্যাডো মডেল টেস্ট এবং এটি আসন্ন ২০২৫ সালের এমসিকিউ পরীক্ষায় কমন পাবার ক্ষেত্রে অত্যন্ত উপযোগী একটি পূর্ণাঙ্গ মডেল টেস্ট।

এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন। ইমেইলটি লেখা বাধ্যতামূলক নয়; তবে, ইমেইল এড্রেস দিলে আপনার ইমেইলে বিস্তারিত ফলাফল চলে যাবে।

1 / 99

1. ‘ক’,‘খ’-এর সাথে চুক্তি করে যে ‘খ’-একটি কনসার্টে গান করবে,বিনিময়ে তাকে ১ লক্ষ টাকা দেওয়া হবে। ‘খ’ এই চুক্তি ভঙ্গ করলে ‘ক’-এর প্রতিকার কি?

2 / 99

2. অবিরাম লঙ্ঘনের ক্ষেত্রে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন কোন বিধিবলে করতে হয়?

3 / 99

3. সাক্ষ্য আইনের ১০৫ ধারা মোতাবেক কোনো আসামির মামলা সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়লে আদালতের অনুমান নিচের কোন ধরণে হবে?

4 / 99

4. দণ্ডবিধির ৩০৪ ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক?

5 / 99

5. ডাকাতির সাজা দণ্ডবিধির কোন ধারার বিষয়বস্তু?

6 / 99

6. যেক্ষেত্রে অপরাধের শাস্তি শুধুুই অর্থদণ্ড, সেক্ষেত্রে ৫০ টাকার কম অর্থদণ্ড প্রদানে ব্যর্থ হলে সর্বোচ্চ কত মেয়াদের জন্য কারাদণ্ড দেয়া যাবে?

7 / 99

7. বার কাউন্সিল অর্ডারের কত অনুচ্ছেদ এর অধীনে বার কাউন্সিল ‘বার এসোসিয়েশন’- কে অনুমোদন দিতে পারে?

8 / 99

8. নেতিবাচক নিষেধাজ্ঞা প্রদানের ক্ষেত্রে নিচের কোনটি সত্য?

9 / 99

9. নিম্নলিখিত কোন ধরণের সম্পত্তি হস্তান্তর সম্পর্কিত কোনো চুক্তিভঙ্গের আর্থিক ক্ষতিপূরণ দ্বারা পর্যাপ্ত প্রতিকার বিধান করা যায় না বলে আদালত ‘অবশ্য অনুমান’ করতে পারে?

10 / 99

10. Deduction of imprisonment in cases where convicts may have been in custody - ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিধান?

11 / 99

11. একটি চায়ের দোকানে দুইজন ব্যক্তির ছুরিকাঘাতের ঘটনায় পুলিশ সেখানকার প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে তথ্য নেবার জন্য ক্ষমতাবান ফৌজদারি কার্যবিধির কোন ধারা মোতাবেক?

12 / 99

12. দণ্ডবিরি ১৯ ধারামতে 'A Magistrate exercising jurisdiction in respect of a charge on which he has power only to commit for trial to another Court, ........... .' - শুণ্যস্থানে কী বসবে?

13 / 99

13. আপিল আদালত কর্তৃক কোনো ডিক্রি রদ করে মোকদ্দমা পুনরায় বিচারের জন্য প্রেরণ করাকে কী বলা হয়?

14 / 99

14. কোনো দলিল দাখিলের জন্য আহুত লোক সম্পর্কে নিচের কোনটি সঠিক নয়?

15 / 99

15. রিভিউ আবেদন কে করতে পারে?

16 / 99

16. দণ্ডের মেয়াদসমূহের ভগ্নাংশসমূহ হিসাব করার সময় যাবজ্জীবন কারাবাসকে কত বছর মেয়াদী কারাবাস হিসেবে গণ্য করতে হবে?

17 / 99

17. ফৌজদারি কার্যবিধির ৩৯৯ ধারা অনুসারে কিশোর অপরাধী বলতে কত বছরের কম বয়স্ক শিশুকে বোঝায়?

18 / 99

18. একজন সাক্ষী সম্পর্কে কিছুই জানা নেই। দৈবাৎ তাকে প্রশ্ন করা হলো যে, সে একজন ডাকাত কিনা? এরূপ প্রশ্ন -

19 / 99

19. দেওয়ানি কার্যবিধির ৫৪ ধারায় কোন বিষয়ে বর্ণিত রয়েছে? [বার : ২০১৭]

20 / 99

20. নিচে বর্ণিত কোন ক্ষেত্রে হাইকোর্ট একজন মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামির কারাদণ্ড হ্রাস করে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করতে পারেন?

21 / 99

21. ‘মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যক্ষ হতে হবে’ - এই সাধারণ নীতির ব্যতিক্রম সাক্ষ্য আইনের কোন ধারায় বলা আছে?

22 / 99

22. যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি কতৃর্ক খুনের শাস্তি দণ্ডবিধির কত ধারায় বলা আছে?

23 / 99

23. `Things said or done by conspirator in reference to common design’- এটি সাক্ষ্য আইনের কত ধারার বিষয়বস্তু?

24 / 99

24. এক ব্যক্তির দখলে এমন কতগুলো প্লাকার্ডর্ আছে বলে দেখানো হল, যার সবগুলো একটি মূল দলিল হতে একই সময়ে মুদ্রিত হয়েছে। প্লাকার্ডগুলির যে কোনো একটি অপরটির বিষয়বস্তু সম্পর্কের্-

25 / 99

25. মামলা করার অধিকারী কোনো ব্যক্তির বিরুদ্ধে তামাদির মেয়াদ গণনা শুরু হবে না, যদি উক্ত ব্যক্তি—

26 / 99

26. দণ্ড স্থগিত বা মওকুফ করার ক্ষমতা ফৌজদারি কার্যবিধির কোন ধারায় বর্ণিত আছে?

27 / 99

27. সাক্ষ্য আইনের ৫৮ ধারানুসারে আদালত স্বীকৃত কোনো ঘটনার -

28 / 99

28. সাক্ষ্য আইন অনুসারে প্রাসঙ্গিক বিষয়ে corroborative evidence সংগ্রহের উদ্দেশ্যে প্রশ্ন করা যায় কোন ধারাবলে?

29 / 99

29. হাইকোর্ট বিভাগে পারমিশন পরীক্ষা্য় অংশগ্রহণের জন্য দাখিলকৃত আবেদনের সাথে কয়টি মামলার তালিকা জমা দিতে হয়?

30 / 99

30. ফৌজদারি কার্যবিধির কোন ধারানুসারে মানহানিকর কোনো বস্তু বা কপি ধ্বংস করার আদেশ দিতে পারেন আদালত?

31 / 99

31. তামাদির মেয়াদ সম্পর্কে তামাদি আইনের তফসিলে কোনো বিধান না থাকলে, তখন মামলা দায়েরের তামাদির মেয়াদ সম্পর্কে বিধানটি কত অনুচ্ছেদে বর্ণিত আছে?

32 / 99

32. আসামি বিচার চলাকালীন যে মেয়াদের হাজতবাস করে থাকে, তার চেয়ে কম পরিমাণ দণ্ডে দণ্ডিত হলে তাকে অবশ্যই .....।

33 / 99

33. দণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু হলেও কোন ধরনের দণ্ডের কোনো অবসান হয় না?

34 / 99

34. অবিরাম চুক্তিভঙ্গ এর ক্ষেত্রে তামাদির মেয়াদ গণনা করতে হবে -

35 / 99

35. Summary dismissal of appeal - এটি ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিষয়বস্তু?

36 / 99

36. দণ্ডবিধির ৩০০ ধারার শিরোনাম হিসেবে নিচের কোনটি সঠিক?

37 / 99

37. ফরিয়াদি এবং সাক্ষীদের খরচ সংক্রান্ত বিধান ফৌজদারি কার্যবিধির কোথায় বর্ণিত আছে?

38 / 99

38. কোনো সাক্ষীর অনুপস্থিতি বা অন্য কোনো যুক্তিসঙ্গত কারণে যদি কোনো অনুসন্ধান বা বিচার আরম্ভ স্থগিত রাখা বা মুলতুবি রাখা প্রয়োজনীয় বা সঙ্গত হয়ে পড়ে তাহলে আদালত কত সময় জন্য মামলার কার্যক্রম মুলতুবির আদেশ দিতে পারেন?

39 / 99

39. ‘ক’ স্বেচ্ছায় এবং মিথ্যাভাবে ‘খ’-কে বিশ্বাস করায় যে কোন একটি জমির মালিক ‘ক’ এবং এর মাধ্যমে ‘খ’-কে ঐ জমি কিনতে ও তার মূল্য পরিশোধ করতে প্রলুব্ধ করে। ঐ জমি পরবর্তীতে ‘ক’-এর সম্পত্তিতে পরিণত হয় এবং বিক্রয়ের সময় ঐ জমিতে তার কোন স্বত্ব ছিলনা এই অজুহাতে ‘ক’ বিক্রয় নাকচ করার চেষ্টা করে। ‘ক’ এর এই কাজ-

40 / 99

40. ফৌজদারি রিভিশনে অনুসন্ধানের আদেশ দেওয়ার ক্ষমতা নিচের কোন ধারা মোতাবেক প্রদান করা হয়েছে?

41 / 99

41. দেওয়ানি কার্যবিধির ১৬ ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক?

42 / 99

42. সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৮ ধারামতে সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তির পুনরুদ্ধারের পদ্ধতিগত বিধান কোথায় বর্ণিত আছে?

43 / 99

43. Saving of provisions of Succession Act relating to wills সাক্ষ্য আইনের কোন ধারার বিষয়বস্তু?

44 / 99

44. নিচে বর্ণিত কোন বিষয়টির সংজ্ঞা দণ্ডবিধি ও তামাদি আইন - উভয়টিতেই উল্লেখ করা আছে?

45 / 99

45. দণ্ডবিধির ৩৪ ধারার বিষয়বস্তু কি?

46 / 99

46. খারিজের পর চুক্তিভঙ্গের মোকদ্দমা দায়েরের প্রতিবন্ধকতার বিষয়ে সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারায় বিধান রয়েছে?

47 / 99

47. তামাদি আইনানুসারে নিচের কোনটি মোকদ্দমার এখতিয়ারগত ত্রুটি?

48 / 99

48. অনিশ্চয়তাপূর্ণ এখতিয়ারের ক্ষেত্রে ডিক্রি প্রদত্ত হলে তার কার্যকারিতা সম্পর্কে নিচের কোনটি সঠিক?

49 / 99

49. ফৌজদারি কার্যবিধি অনুসারে কোন ধরণের মামলার ক্ষেত্রে কোনো অভিযুক্ত ব্যক্তি সরাসরি সাক্ষী হিসেবে নিজেকে উপস্থাপন করতে পারবেন?

50 / 99

50. তামাদি আইনের ৮ ধারায় বর্ণিত বিষয় হিসেবে নিচের কোনটি সঠিক?

51 / 99

51. দণ্ডবিধির ৩৬১ ধারার শিরোনাম হিসেবে নিচের কোনটি সঠিক?

52 / 99

52. কখন ১২ বছর পরও ডিক্রি জারির আবেদন করা যায়? [বার : ২০১৭]

53 / 99

53. সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৩১ ধারামতে দলিল সংশোধনের কারণ হিসেবে নিচের কোনটি যথার্থ?

54 / 99

54. `Offence committed on a journey- এটি ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিষয়বস্তু?

55 / 99

55. যে লাশ ইতোমধ্যে কবরস্থ করা হয়েছে, ম্যাজিস্ট্রেট উক্ত লাশটি কবর হতে তোলার এবং উহা পরীক্ষা করে দেখার ব্যবস্থা করতে পারেন কোন উদ্দেশ্যে?

56 / 99

56. আপিল আদালতের ক্ষমতা হিসেবে নিচের কোনটি সঠিক?

57 / 99

57. অস্থায়ী নিষেধাজ্ঞা অমান্যের কারণে দোষী ব্যক্তির সম্পত্তি ক্রোককৃত থাকতে পারে সর্বোচ্চ -

58 / 99

58. নিঃসম্বল ব্যক্তির মোকদ্দমার খরচ সম্পর্কে নিচের কোন কথাটি সঠিক নয়?

59 / 99

59. হাইকোর্ট মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামিকে খালাস দিতে পারেন ফৌজদারি কার্যবিধির কত ধারা অনুযায়ী?

60 / 99

60. দেওয়ানি মামলায় সর্বনিম্ন কত টাকা মুলতবি খরচ দেওয়া যেতে পারে?

61 / 99

61. দণ্ডবিধি ব্যতীত অন্য কোনো আইনে যদি শাস্তি হিসেবে ‘দ্বীপান্তর’ উল্লেখ থাকে তবে তা নিচের কোনটি হিসেবে গণ্য করতে হবে?

62 / 99

62. কত বছরের নিম্নের বয়স্ক লোককে প্ররোচনা করে স্বেচ্ছাকৃতভাবে মৃত্যুবরণ করালে তা অপরাধমূলক নরহত্যা না হয়ে খুন হবে ?

63 / 99

63. সাক্ষ্য আইন অনুসারে জেরায় শুধুই -

64 / 99

64. ‘ক’,‘খ’- কে হত্যার অভিযোগে পুলিশ কতৃর্ক গ্রেফতার হলে সে পুলিশের কাছে হত্যার কথা স্বীকার করে এবং তার দেওয়া তথ্যমতে পুলিশ হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করে। ‘ক’-এর প্রদত্ত স্বীকারোক্তি-

65 / 99

65. দণ্ডবিধি প্রয়োগের ক্ষেত্রে Intraterritorial Application কোন ধারা সম্পর্কিত?

66 / 99

66. ‘ক’, সাভার থানা আদালতের এখতিয়ারের স্থানীয় সীমার মধ্যে আহত হলো এবং আশুলিয়া থানা আদালতের এখতিয়ারের স্থানীয় সীমার মধ্যে দশদিন এবং মিরপুর থানা আদালতের এখতিয়ারের স্থানীয় সীমার মধ্যে আরও দশদিন যাবৎ তার দৈনন্দিন কাজ করতে পারল না। ‘ক’ কে গুরুতররূপে আহত করার অপরাধের অনুসন্ধান বা বিচার নিচের কোন আদালতে করা যেতে পারে?

67 / 99

67. দণ্ডবিধির ৫৫ক ধারার শিরোনাম হিসেবে নিচের কোনটি সঠিক?

68 / 99

68. স্থাবর সম্পত্তি স্বত্বসহ দখল পুনরুদ্ধারের মোকদ্দমায় তামাদির মেয়াদ কত?

69 / 99

69. কোনো একজন আইনজীবী সর্বোচ্চ কতজন শিক্ষানবিশ রাখতে পারবেন?

70 / 99

70. Oral evidence must be direct- এটি সাক্ষ্য আইনের কত ধারার বিধান?

71 / 99

71. ‘ক’ কোনো সরকারি জায়গায় ঘর নিমার্ণ করে সেখানে দোকান দিয়েছে। জেলা প্রশাসক এর নির্দেশে রাস্তা সংলগ্ন উক্ত ঘর ভেঙ্গে ফেলা হয় এবং ‘ক’ কে উক্ত জমি থেকে উচ্ছেদ করা হয়। ‘ক’ এর প্রতিকার হিসেবে নিচের কোনটি সঠিক?

72 / 99

72. দেওয়ানি কার্যবিধির ৮৯গ ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক?

73 / 99

73. অধস্তন আদালতের নথি পরীক্ষার প্রয়োজনে সুপ্রিম কোর্ট কর্তৃক নিয়ম প্রণয়নের বিধান ফৌজদারি কার্যবিধির কোন ধারায় বর্ণিত আছে?

74 / 99

74. আগাম জামিন কোন কোন আদালত প্রদান করতে পারে?

75 / 99

75. তামাদি আইনের ১৪ ধারানুসারে কোনো ভ্রমাত্মক পক্ষভুক্তি কোন ধরণের ত্রুটি বলে গণ্য হবে?

76 / 99

76. যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধে দণ্ডিত করার উদ্দেশ্যে কোনো ব্যক্তি মিথ্যা এজাহার করলে তার সর্বোচ্চ শাস্তি নিচের কোনটি হতে পারে?

77 / 99

77. সরাসরি একতরফা ডিক্রি রহিতকরণের সুযোগ প্রদানের মূল উদ্দেশ্য কী?

78 / 99

78. ফৌজদারি কার্যবিধির আপিল সংক্রান্ত বিধান অনুসারে petty case বা তুচ্ছ মামলা বলতে নিচের কোনটি বোঝায়?

79 / 99

79. বার কাউন্সিলের প্রথম সভা কাউন্সিল এর মেয়াদ শুরু হওয়ার কতদিনের মধ্যে করতে হবে?

80 / 99

80. সর্বশেষ কবে দেওয়ানি কার্যবিধি সংশোধিত হয়েছিল?

81 / 99

81. ক, খ- কে ঘুষি মারলে খ আত্মরক্ষার ক্ষমতা প্রয়োগ করতে পূর্বপরিকল্পনা অনুযায়ী প্রয়োজনের অধিক ক্ষতিসাধনের ইচ্ছা করে ক কে ছুরি দিয়ে আঘাত করে। ফলে ক মারা যায়। খ এর অপরাধ কী?

82 / 99

82. দেওয়ানি কার্যবিধির প্রথম তফসিলের অন্তুর্ভুক্ত যেকোনো নিয়ম পরিবর্তন, সংশোধন বা রদবদল করার ক্ষমতা কাকে দেওয়া হয়েছে দেওয়ানি কার্যবিধিতে?

83 / 99

83. ডিক্রি জারিমূলে কোনো সম্পত্তি নিলামে বিক্রি হলে বিক্রির তারিখ থেকে কতদিনের মধ্যে ক্রেতা কর্তৃক ক্রয়মূল্য আদালতে জমা দিতে হয়? [জুডি. : ২০২৩]

84 / 99

84. প্রতিনিধিত্বমূলক মোকদ্দমায় অন্যান্য বহুসংখ্যক বিবাদীকে ব্যক্তিগতভাবে নোটিশ পাঠানো যদি যুক্তিসিদ্ধভাবে বাস্তবসম্মত না হয়, তাহলে নিচের কোন পদ্ধতি দ্বারা তা প্রয়োগ করা কর্তব্য?

85 / 99

85. সুখাধিকার বা ব্যবহারস্বত্ব কোন ধরণের অধিকার?

86 / 99

86. সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারা অনুসারে অরেজিস্ট্রিকৃত বিক্রয়চুক্তির দলিল সুনির্দিষ্টভাবে কার্যকর করা যায়না?

87 / 99

87. অপসহায়তাকরী স্বয়ং ঘটনাস্থলে উপস্থিত থাকলে এর পরিণতি হিসেবে নিচের কোনটি সঠিক?

88 / 99

88. ‘ক’ বলে যে, ‘খ’ একটি অপরাধ করেছে। গ সেই অপরাধটি সংঘটিত হতে দেখেছে। সেই অপরাধের জন্য ‘খ’ দণ্ডিত হইবে, এই মর্মে ‘ক’ আদালতের রায় কামনা করে। এক্ষেত্রে খ এর অপরাধ প্রমাণের দায়ভার সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক?

89 / 99

89. একজন দেউলিয়া ব্যক্তির ক্ষেত্রে একটি মামলা কখন দায়ের বা দাখিল করা হয়েছে বলে গণ্য করতে হবে?

90 / 99

90. লোকাল ইনভেস্টিগেশনের জন্য কমিশনের রিপোর্ট কতদিনের মধ্যে দিতে হয়?

91 / 99

91. ফৌজদারি কার্যবিধির ৪৩১ ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক?

92 / 99

92. সাক্ষ্য আইনের ১৬৫ ধারায় আদালতকে নিচে বর্ণিত কোন ক্ষমতাটি দেওয়া হয়েছে?

93 / 99

93. দেওয়ানি কার্যবিধি অনুসারে নিচের কোন ধারা বা বিধির অধীনে প্রদত্ত আদেশ থেকে আপিল চলবে?

94 / 99

94. দণ্ডবিধির ৫৪ ধারার বিধান অনুসারে মৃত্যুদণ্ড হ্রাস করার ক্ষমতাÑ

95 / 99

95. নির্জন কারাবাসের সীমা এককালীন কত সময়ের বেশি হতে পারে না?

96 / 99

96. সাক্ষ্য আইন অনুসারে ডিজিটাল মাধ্যমে যোগাযোগকৃত কোনো বিষয়বস্তুর ক্ষেত্রে ‘প্রেরক’ অথবা ‘প্রাপক’ এর সংজ্ঞা কোন আইন অনুসারে প্রযোজ্য হবে?

97 / 99

97. বার কাউন্সিলের নির্বাচনের জন্য কমপক্ষে কতদিন পূর্বে নির্বাচনসূচী প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে?

98 / 99

98. “obligation” includes every .... enforceable by law - শূণ্যস্থানে কী বসবে?

99 / 99

99. আপনার নিজস্ব সাক্ষী যদি আপনার মামলার বিপক্ষে কথা বলে তাহলে আপনার করণীয় হিসেবে আপনি কোনটি করবেন?

Your score is

0%