/34 24 Limitation Act [158-183] - Advanced Exam এখানে তামাদি আইনের ১৫৮-১৮৩ অনুচ্ছেদ নিয়ে অ্যাডভান্সড লেভেলের এমসিকিউ টেস্ট আছে। সংশ্লিষ্ট ধারাগুলো পড়ে নিয়ে এটি অনুশীলন করুন। এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন। ইমেইলটি লেখা বাধ্যতামূলক নয়; তবে, ইমেইল এড্রেস দিলে আপনার ইমেইলে বিস্তারিত ফলাফল চলে যাবে। 1 / 34 1. বাদী সমনের জন্য খরচ প্রদান না করায় খারিজ আদেশ হলে তা রদ করার জন্য তামাদির মেয়াদ কোন অনুচ্ছেদে বর্ণিত আছে তামাদি আইনে? ১১২ অনুচ্ছেদ ১৬৩ অনুচ্ছেদ ১৭৪ অনুচ্ছেদ ১৮১ অনুচ্ছেদ সঠিক উত্তর : ১৬৩ অনুচ্ছেদ ; [অনুচ্ছেদ : ১৬৩, প্রথম তফসিল, তামাদি আইন] সঠিক উত্তর : ১৬৩ অনুচ্ছেদ ; [অনুচ্ছেদ : ১৬৩, প্রথম তফসিল, তামাদি আইন] 2 / 34 2. নিঃসম্বল ব্যক্তি হিসেবে আপিলের অনুমতির দরখাস্ত কতদিনের মধ্যে করতে হয়? ১৫ দিন ৩০ দিন ৬০ দিন ৯০ দিন সঠিক উত্তর : ৩০ দিন ; [অনুচ্ছেদ : ১৭০, প্রথম তফসিল, তামাদি আইন] সঠিক উত্তর : ৩০ দিন ; [অনুচ্ছেদ : ১৭০, প্রথম তফসিল, তামাদি আইন] 3 / 34 3. একতরফাসূত্রে আপিল শুনানি হলে পুনঃশুনানীর জন্য আবেদনের সময়সীমা কত? [বার : ২০২২] ৩০ দিন ৬০ দিন ৯০ দিন ১২০ দিন সঠিক উত্তর : ৩০ দিন ; [অনুচ্ছেদ : ১৬৯, তামাদি আইনের প্রথম তফসিল] সঠিক উত্তর : ৩০ দিন ; [অনুচ্ছেদ : ১৬৯, তামাদি আইনের প্রথম তফসিল] 4 / 34 4. মৃতের ওয়ারিশ কায়েম সংক্রান্ত তামাদির বিধান The Limitation Act এর কোন Article—এ বর্ণিত আছে? [জুডি. : ২০১৫] ১৭৫ ১৭৬ ১৭৭ ১৭৮ সঠিক উত্তর : ১৭৬ ; [অনুচ্ছেদ : ১৭৬, তামাদি আইনের প্রথম তফসিল] সঠিক উত্তর : ১৭৬ ; [অনুচ্ছেদ : ১৭৬, তামাদি আইনের প্রথম তফসিল] 5 / 34 5. যেসকল দরখাস্ত দাখিলের মেয়াদ সম্পর্কে কোথাও কোন বিধান করা নেই, সেসকল দরখাস্ত করার ক্ষেত্রে তামাদির সময়সীমা হবে - ১ বছর ৩ বছর ৬ বছর ৬ মাস সঠিক উত্তর : ৩ বছর ; [অনুচ্ছেদ : ১৮১, প্রথম তফসিল, তামাদি আইন] সঠিক উত্তর : ৩ বছর ; [অনুচ্ছেদ : ১৮১, প্রথম তফসিল, তামাদি আইন] 6 / 34 6. একতরফা ডিক্রি রদের আদেশ লাভের জন্য বিবাদীর তামাদির মেয়াদ কত অনুচ্ছেদের বিষয়বস্তু? ১১২ অনুচ্ছেদ ১৫৪ অনুচ্ছেদ ১৬৪ অনুচ্ছেদ ১৮১ অনুচ্ছেদ সঠিক উত্তর : ১৬৪ অনুচ্ছেদ ; [অনুচ্ছেদ : ১৬৪, প্রথম তফসিল, তামাদি আইন] সঠিক উত্তর : ১৬৪ অনুচ্ছেদ ; [অনুচ্ছেদ : ১৬৪, প্রথম তফসিল, তামাদি আইন] 7 / 34 7. নিঃসম্বল ব্যক্তি হিসেবে আপিলের অনুমতির দরখাস্ত করার জন্য তামাদির মেয়াদ কত অনুচ্ছেদের বিষয়বস্তু? ১১২ অনুচ্ছেদ ১৫৪ অনুচ্ছেদ ১৬৪ অনুচ্ছেদ ১৭০ অনুচ্ছেদ সঠিক উত্তর : ১৭০ অনুচ্ছেদ ; [অনুচ্ছেদ : ১৭০, প্রথম তফসিল, তামাদি আইন] সঠিক উত্তর : ১৭০ অনুচ্ছেদ ; [অনুচ্ছেদ : ১৭০, প্রথম তফসিল, তামাদি আইন] 8 / 34 8. নিঃসম্বল হিসাবে আপিল করার অনুমতির দরখাস্ত দাখিলের তামাদি .... দিন। [বার : ২০২০] ১৫ ৩০ ৪৫ ৬০ সঠিক উত্তর : ৩০ ; [অনুচ্ছেদ : ১৭০, তামাদি আইনের প্রথম তফসিল] সঠিক উত্তর : ৩০ ; [অনুচ্ছেদ : ১৭০, তামাদি আইনের প্রথম তফসিল] 9 / 34 9. কোনো দেওয়ানি মামলা চলাকালীন উহার বাদী বা বিবাদী মারা গেলে তার মৃত্যুর কত দিনের মধ্যে তা ওয়ারিশদের স্থলাভিষিক্ত না করলে মামলা বাতিল হবে? [জুডি. : ২০১২] ৩০ দিন ৬০ দিন ৯০ দিন ১২০ দিন সঠিক উত্তর : ৯০ দিন ; [অনুচ্ছেদ : ১৭৬ ও ১৭৭, তামাদি আইনের প্রথম তফসিল] সঠিক উত্তর : ৯০ দিন ; [অনুচ্ছেদ : ১৭৬ ও ১৭৭, তামাদি আইনের প্রথম তফসিল] 10 / 34 10. কোনো ডিক্রির অর্থ কিস্তিতে পরিশোধের আবেদন করতে চাইলে ডিক্রির তারিখ থেকে তা কতদিনের ভেতরে করতে হবে? ১৫ দিন ৩০ দিন ১ মাস ৬ মাস সঠিক উত্তর : ৬ মাস ; [অনুচ্ছেদ : ১৭৫, প্রথম তফসিল, তামাদি আইন] সঠিক উত্তর : ৬ মাস ; [অনুচ্ছেদ : ১৭৫, প্রথম তফসিল, তামাদি আইন] 11 / 34 11. বাদী সমনের জন্য খরচ প্রদান না করায় খারিজ আদেশ হলে তা রদ করার জন্য তামাদির মেয়াদ কতদিনের? ৭ ১৫ ২০ ৩০ সঠিক উত্তর : ৩০ ; [অনুচ্ছেদ : ১৬৩, প্রথম তফসিল, তামাদি আইন] সঠিক উত্তর : ৩০ ; [অনুচ্ছেদ : ১৬৩, প্রথম তফসিল, তামাদি আইন] 12 / 34 12. একতরফা ডিক্রি রদ রহিতের জন্য আবেদনের সময়সীমা কত? [বার : ২০২২] ১৫ দিন ৩০ দিন ৬০ দিন ৯০ দিন সঠিক উত্তর : ৩০ দিন ; [অনুচ্ছেদ : ১৬৪, তামাদি আইনের প্রথম তফসিল] সঠিক উত্তর : ৩০ দিন ; [অনুচ্ছেদ : ১৬৪, তামাদি আইনের প্রথম তফসিল] 13 / 34 13. দেওয়ানি আদালতের ডিক্রি বা আদেশ প্রদানের কত সময়ের মধ্যে ডিক্রিজারি মামলা দায়ের করতে হয়? [জুডি. : ২০১২] ৩ বছর ৫ বছর ১০ বছর ১ বছর সঠিক উত্তর : ৩ বছর ; [অনুচ্ছেদ : ১৮২, তামাদি আইনের প্রথম তফসিল] সঠিক উত্তর : ৩ বছর ; [অনুচ্ছেদ : ১৮২, তামাদি আইনের প্রথম তফসিল] 14 / 34 14. রিভিউ দরখাস্তের শুনানিকালে দরখাস্তকারীর গরহাজিরার জন্য খারিজ হওয়া দরখাস্ত পুনরুজ্জীবনের জন্য করা দরখাস্তের তামাদির মেয়াদ কত? ৭ দিন ১৫ দিন ৩০ দিন ৪০ দিন সঠিক উত্তর : ১৫ দিন ; [অনুচ্ছেদ : ১৬০, প্রথম তফসিল, তামাদি আইন] সঠিক উত্তর : ১৫ দিন ; [অনুচ্ছেদ : ১৬০, প্রথম তফসিল, তামাদি আইন] 15 / 34 15. স্মল কজ আদালতের রায় রিভিউ করার জন্য তামাদির মেয়াদ কত দিনের? ৭ ১৫ ২০ ৩০ সঠিক উত্তর : ১৫ ; [অনুচ্ছেদ : ১৬১, প্রথম তফসিল, তামাদি আইন] সঠিক উত্তর : ১৫ ; [অনুচ্ছেদ : ১৬১, প্রথম তফসিল, তামাদি আইন] 16 / 34 16. কোনো ডিক্রি জারিতে বিক্রিত স্থাবর সম্পত্তির ক্রেতা কতৃর্ক সম্পত্তির দখল গ্রহণের জন্য দরখাস্ত দাখিলে তামাদির মেয়াদ কত? ১ মাস ৩ মাস ১ বছর ৩ বছর সঠিক উত্তর : ৩ বছর ; [অনুচ্ছেদ : ১৮০, প্রথম তফসিল, তামাদি আইন] সঠিক উত্তর : ৩ বছর ; [অনুচ্ছেদ : ১৮০, প্রথম তফসিল, তামাদি আইন] 17 / 34 17. হাইকোর্ট বা আপিল বিভাগের কোনো আদেশ কার্যকরী করার জন্য তামাদি মেয়াদের বিধান কত তামাদি আইনের অনুচ্ছেদের বিষয়বস্তু? ১৪৮ ১৮৩ ১৫৪ ১২৮ সঠিক উত্তর : ১৮৩ ; [অনুচ্ছেদ : ১৮৩, প্রথম তফসিল, তামাদি আইন] সঠিক উত্তর : ১৮৩ ; [অনুচ্ছেদ : ১৮৩, প্রথম তফসিল, তামাদি আইন] 18 / 34 18. হাইকোর্ট বা আপিল বিভাগের কোনো আদেশ কার্যকরী করার জন্য তামাদির মেয়াদ কতদিনের? ১২ বছর ৫ বছর ২০ বছর ৩ বছর সঠিক উত্তর : ১২ বছর ; [অনুচ্ছেদ : ১৮৩, প্রথম তফসিল, তামাদি আইন] সঠিক উত্তর : ১২ বছর ; [অনুচ্ছেদ : ১৮৩, প্রথম তফসিল, তামাদি আইন] 19 / 34 19. বাদীর গরহাজিরার জন্য খারিজ আদেশ হলে তা রদ করার জন্য তামাদির মেয়াদ কতদিনের? ৭ ১৫ ২০ ৩০ সঠিক উত্তর : ৩০ ; [অনুচ্ছেদ : ১৬৩, প্রথম তফসিল, তামাদি আইন] সঠিক উত্তর : ৩০ ; [অনুচ্ছেদ : ১৬৩, প্রথম তফসিল, তামাদি আইন] 20 / 34 20. দেওয়ানি কার্যবিধি অনুসারে আপিল বিভাগে লিভ টু আপিলের আবেদন এর ক্ষেত্রে তামাদির মেয়াদ কত? ৬০ দিন ৯০ দিন ৩০ দিন ২ মাস সঠিক উত্তর : ৯০ দিন ; [অনুচ্ছেদ : ১৭৯, প্রথম তফসিল, তামাদি আইন] সঠিক উত্তর : ৯০ দিন ; [অনুচ্ছেদ : ১৭৯, প্রথম তফসিল, তামাদি আইন] 21 / 34 21. জারি মামলা দায়েরের ক্ষেত্রে তামাদি আইন, ১৯০৮ এর নিম্নোক্ত কোন অনুচ্ছেদ অনুসারে তামাদির মেয়াদ গণনা করতে হয়? [জুডি. : ২০১৭] ১৪৮ ১৮৪ ১৮২ ১২৮ সঠিক উত্তর : ১৮২ ; [অনুচ্ছেদ : ১৮২, তামাদি আইনের প্রথম তফসিল] সঠিক উত্তর : ১৮২ ; [অনুচ্ছেদ : ১৮২, তামাদি আইনের প্রথম তফসিল] 22 / 34 22. কোনো দরখাস্ত দায়েরের মেয়াদ The Limitation Act, 1908 এ সুনির্দিষ্টভাবে বলা না থাকলে প্রযোজ্য হবে .... অনুচ্ছেদ। [জুডি. : ২০২৩] ১৮১ ১৮০ ১২১ ১৪২ সঠিক উত্তর : ১৮১ ; [অনুচ্ছেদ : ১৮১, তামাদি আইনের প্রথম তফসিল] সঠিক উত্তর : ১৮১ ; [অনুচ্ছেদ : ১৮১, তামাদি আইনের প্রথম তফসিল] 23 / 34 23. মৃত বিবাদীর বৈধ প্রতিনিধিকে স্থলাভিষিক্ত করার আবেদন এর ক্ষেত্রে তামাদির মেয়াদ কত? ৯০ দিন ৬০ দিন ৩০ দিন ১৫ দিন সঠিক উত্তর : ৯০ দিন ; [অনুচ্ছেদ : ১৭৭, প্রথম তফসিল, তামাদি আইন] সঠিক উত্তর : ৯০ দিন ; [অনুচ্ছেদ : ১৭৭, প্রথম তফসিল, তামাদি আইন] 24 / 34 24. একতরফা শুনানিকৃত আপিল পুনঃশুনানির তামাদি সম্পর্কিত বিধান তামাদি আইন, ১৯০৮ এর কতো অনুচ্ছেদে বর্ণিত আছে? [জুডি. : ২০১৫] ১৬৯ ১৭০ ১৭২ ১৮১ সঠিক উত্তর : ১৬৯ ; [অনুচ্ছেদ : ১৬৯, তামাদি আইনের প্রথম তফসিল] সঠিক উত্তর : ১৬৯ ; [অনুচ্ছেদ : ১৬৯, তামাদি আইনের প্রথম তফসিল] 25 / 34 25. দেওয়ানি আদালতের ডিক্রি বা আদেশ জারির জন্য আবেদন এর তামাদির মেয়াদ - ৩ বছর ৬ বছর ২ বছর ১২ বছর সঠিক উত্তর : ৩ বছর ; [অনুচ্ছেদ : ১৮২, প্রথম তফসিল, তামাদি আইন] সঠিক উত্তর : ৩ বছর ; [অনুচ্ছেদ : ১৮২, প্রথম তফসিল, তামাদি আইন] 26 / 34 26. মৃত বাদীর বৈধ প্রতিনিধিকে স্থলাভিষিক্ত করার আবেদন এর ক্ষেত্রে তামাদির মেয়াদ কত? ১৫ দিন ৩০ দিন ৬০ দিন ৯০ দিন সঠিক উত্তর : ৯০ দিন ; [অনুচ্ছেদ : ১৭৬, প্রথম তফসিল, তামাদি আইন] সঠিক উত্তর : ৯০ দিন ; [অনুচ্ছেদ : ১৭৬, প্রথম তফসিল, তামাদি আইন] 27 / 34 27. মৃত বিবাদীর বৈধ প্রতিনিধিকে স্থলাভিষিক্ত করার আবেদন ৯০ দিনের মধ্যে করতে হয় - এটি তামাদি আইনের কোন অনুচ্ছেদের বিষয়বস্তু? ১৭৫ ১৭৬ ১৭৭ ১৭৮ সঠিক উত্তর : ১৭৭ ; [অনুচ্ছেদ : ১৭৭, প্রথম তফসিল, তামাদি আইন] সঠিক উত্তর : ১৭৭ ; [অনুচ্ছেদ : ১৭৭, প্রথম তফসিল, তামাদি আইন] 28 / 34 28. নিঃসম্বল ব্যক্তি হিসেবে আপিলের অনুমতির দরখাস্ত করার জন্য তামাদির গণনা কখন থেকে শুরু হবে? যে ডিক্রির বিরুদ্ধে আপিল হবে, সেই ডিক্রির তারিখ থেকে যে মোকদ্দমার ডিক্রির বিরুদ্ধে আপিল হবে সেই মোকদ্দমার প্রথম শুনানির দিন থেকে যে মোকদ্দমার ডিক্রির বিরুদ্ধে আপিল হবে সেই মোকদ্দমার শুরুর দিন থেকে যে ডিক্রির বিরুদ্ধে আপিল হবে, সেই ডিক্রির চূড়ান্ত শুনানির দিন থেকে সঠিক উত্তর : যে ডিক্রির বিরুদ্ধে আপিল হবে, সেই ডিক্রির তারিখ থেকে ; [অনুচ্ছেদ : ১৭০, প্রথম তফসিল, তামাদি আইন] সঠিক উত্তর : যে ডিক্রির বিরুদ্ধে আপিল হবে, সেই ডিক্রির তারিখ থেকে ; [অনুচ্ছেদ : ১৭০, প্রথম তফসিল, তামাদি আইন] 29 / 34 29. ‘যেসকল দরখাস্তসমূহের মেয়াদ সম্পর্কে এই তফসিলের অন্য কোথাও বা দেওয়ানি কার্যবিধি, ১৯০৮ এর ৪৮ ধারায় বিধান করা নাই সেই সকল দরখাস্তের বিষয়ে তামাদির বিধান করা আছে কত নং অনুচ্ছেদে? ৩ নং অনুচ্ছেদে ৯১ নং অনুচ্ছেদে ১৫৬ নং অনুচ্ছেদে ১৮১ নং অনুচ্ছেদে সঠিক উত্তর : ১৮১ নং অনুচ্ছেদে ; [অনুচ্ছেদ : ১৮১, প্রথম তফসিল, তামাদি আইন] সঠিক উত্তর : ১৮১ নং অনুচ্ছেদে ; [অনুচ্ছেদ : ১৮১, প্রথম তফসিল, তামাদি আইন] 30 / 34 30. দেওয়ানি মামলায় যুগ্ম জেলা জজ কর্তৃক প্রদত্ত রায়ের বিরুদ্ধে রিভিউ দায়ের করতে হবে রায়ের তারিখ থেকে কতদিনের মধ্যে? [বার : ২০২০] ২০ ৩০ ৬০ ৯০ সঠিক উত্তর : ৯০ ; [অনুচ্ছেদ : ১৭৩, তামাদি আইনের প্রথম তফসিল] সঠিক উত্তর : ৯০ ; [অনুচ্ছেদ : ১৭৩, তামাদি আইনের প্রথম তফসিল] 31 / 34 31. দেওয়ানি কার্যবিধি অনুসারে দায়িকের ডিক্রি জারিতে বিক্রয় বাতিলের দরখাস্ত এর ক্ষেত্রে তামাদির মেয়াদ কত? ৩০ দিন ৭ দিন ৬ বছর ৩ মাস সঠিক উত্তর : ৩০ দিন ; [অনুচ্ছেদ : ১৬৬, প্রথম তফসিল, তামাদি আইন] সঠিক উত্তর : ৩০ দিন ; [অনুচ্ছেদ : ১৬৬, প্রথম তফসিল, তামাদি আইন] 32 / 34 32. না চালানো হেতু খারিজ হওয়া আপিল পুনরায় গ্রহণের নিমিত্ত দরখাস্ত আনয়নের তামাদির মেয়াদ কত? [বার : ২০২৩] ৬০ দিন ৭ দিন ৩০ দিন ২০ দিন সঠিক উত্তর : ৩০ দিন ; [অনুচ্ছেদ : ১৬৮, তামাদি আইন] সঠিক উত্তর : ৩০ দিন ; [অনুচ্ছেদ : ১৬৮, তামাদি আইন] 33 / 34 33. দেওয়ানি আদালতের ডিক্রি বা আদেশ জারির জন্য তামদির মেয়াদ কত, যেক্ষেত্রে ডিক্রি বা আদেশের সহিমোহরী নকল রেজিস্ট্রি করা হয়েছে - ৩ বছর ৬ বছর ১২ বছর ১ বছর সঠিক উত্তর : ৬ বছর ; [অনুচ্ছেদ : ১৮২, প্রথম তফসিল, তামাদি আইন] সঠিক উত্তর : ৬ বছর ; [অনুচ্ছেদ : ১৮২, প্রথম তফসিল, তামাদি আইন] 34 / 34 34. হাইকোর্ট বিভাগ কর্তৃক মূল এখতিয়ার প্রয়োগকালে প্রদত্ত রায় পুনরীক্ষণের জন্য দরখাস্ত দাখিলের সময় ..... দিন । [বার : ২০২০] ২০ ৩০ ৪৫ ৬০ সঠিক উত্তর : ২০ ; [অনুচ্ছেদ : ১৬২, তামাদি আইনের প্রথম তফসিল] সঠিক উত্তর : ২০ ; [অনুচ্ছেদ : ১৬২, তামাদি আইনের প্রথম তফসিল] Your score is Facebook 0% Restart quiz By Wordpress Quiz plugin