আইনকানুন একাডেমি

/30
12

Sample Test

এখানে বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার একটি ছোট্ট নমুনা পরীক্ষা রয়েছে। এই পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করে পছন্দ হলে নিজের অনুশীলনের জন্য মেম্বারশিপ নিয়ে রাখুন।

এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন। ইমেইলটি লেখা বাধ্যতামূলক নয়; তবে, ইমেইল এড্রেস দিলে আপনার ইমেইলে বিস্তারিত ফলাফল চলে যাবে।

1 / 30

1. সরকারি দলিলের জাবেদা নকল প্রাপ্ত হবার পদ্ধতিগত বিধান কোন আইনের কোন ধারার বিষয়বস্তু?

2 / 30

2. একজন সহকারী জজের আপিল অযোগ্য ডিক্রির বিরুদ্ধে রিভিশন দায়ের করতে হয় -

3 / 30

3. আপনি জানেন একটি দলিল জাল এবং সেটি আপনি তৈরি করেননি। কিন্তু, তা জানা সত্ত্বেও উক্ত দলিলটি খাঁটি দলিল হিসেবে ব্যবহার করলেন। এক্ষেত্রে আপনার অপরাধটি নিচে বর্ণিত কোনটির আওতায় পড়বে?

4 / 30

4. তৃতীয় পক্ষ হিসেবে digital signature বিষয়ে কার মতামত সাক্ষ্য আইন অনুসারে প্রাসঙ্গিক?

5 / 30

5. তামাদি আইন অনুসারে “....... ” does not include an appeal or application - শুণ্যস্থানে কী বসবে?

6 / 30

6. ময়না তদন্তের রিপোর্ট স্বয়ং সাক্ষ্য হিসেবে মর্যাদা পাবে — এটি ফৌজদারি কার্যবিধির কোন ধারায় বর্ণিত আছে?

7 / 30

7. নৈতিক স্খলন জনিত কারণে সাজা প্রাপ্ত হলে সাজার মেয়াদ অতিক্রান্ত হওয়ার পরে কতদিন অতিবাহিত না হলে বার কাউন্সিল এর তালিকাভূক্ত হওয়ার যোগ্যতা অর্জন হয়না?

8 / 30

8. চুরির অপরাধে ৩ বছরের জন্য দণ্ডিত আসামি পরবর্তীতে দ্বিতীয়বার উক্ত একই অপরাধ করলে দ্বিতীয়বারের অপরাধের জন্য সর্বোচ্চ কোন দণ্ডে দণ্ডিত হতে পারে?

9 / 30

9. অর্থের মোকদ্দমা করার পদ্ধতি দেওয়ানি কার্যবিধির কোন আদেশের কোন বিধির বিষয়বস্তু?

10 / 30

10. সাক্ষ্য আইনের ১৪৬ ধারাটিতে আনীত সংশোধনীর উদ্দেশ্য হিসেবে নিচের কোনটি সঠিক?

11 / 30

11. দেওয়ানি আপিল সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক নয়?

12 / 30

12. সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৮ ধারামতে সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তির পুনরুদ্ধারের পদ্ধতিগত বিধান কোথায় বর্ণিত আছে?

13 / 30

13. ‘ক’ নিজের জমির ওপরে একটি ঘর নিমার্ণ করে সেখানে দোকান দিয়েছে। জেলা প্রশাসক এর নির্দেশে রাস্তা সংলগ্ন উক্ত ঘর ভেঙ্গে ফেলা হয় এবং ‘ক’ কে উক্ত জমি থেকে উচ্ছেদ করা হয়। ‘ক’ এর প্রতিকার হিসেবে নিচের কোনটি সঠিক?

14 / 30

14. ‘ক’ কোনো সরকারি জায়গায় ঘর নিমার্ণ করে সেখানে দোকান দিয়েছে। জেলা প্রশাসক এর নির্দেশে রাস্তা সংলগ্ন উক্ত ঘর ভেঙ্গে ফেলা হয় এবং ‘ক’ কে উক্ত জমি থেকে উচ্ছেদ করা হয়। ‘ক’ এর প্রতিকার হিসেবে নিচের কোনটি সঠিক?

15 / 30

15. সাক্ষ্য আইনের ৬৫ ধারা অনুসারে কতটি ক্ষেত্রে কোনো দলিল মাধ্যমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যেতে পারে?

16 / 30

16. কোনো জাবেদা নকলের কপি যে সঠিকভাবে প্রণীত হয়েছে বা তা বৈধ হিসেবে আদালত গ্রহণ করতে বাধ্য কখন?

17 / 30

17. ফৌজদারি কার্যবিধির বিংশতম অধ্যায়ের বিষয়বস্তু কী?

18 / 30

18. দণ্ডবিধির ৩৩৪ ধারাটির প্রয়োগ কোন ধারার শর্তাবলীর সাপেক্ষে বিবেচনা করতে হয়?

19 / 30

19. দেওয়ানি কার্যবিধির ১২৩ ধারা অনুযায়ী বিধি কমিটিতে কতজন সুপ্রিমকোর্টের বিচারপতি থাকেন?

20 / 30

20. লিখিতভাবে দায় স্বীকারের ফলে তামাদির গণনায় কী প্রভাব পড়বে?

21 / 30

21. ফৌজদারি কার্যবিধির চতুর্থ তফসিলের সংশ্লিষ্টধারা নিচের কোনটি?

22 / 30

22. অপসহায়তাকরী স্বয়ং ঘটনাস্থলে উপস্থিত থাকলে এর পরিণতি হিসেবে নিচের কোনটি সঠিক?

23 / 30

23. Rioting এর পূর্ব শর্ত নিচের কোনটি?

24 / 30

24. Search of house ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিষয়বস্তু?

25 / 30

25. সাক্ষীর আচরণ সম্পর্কে মন্তব্য লিখতে বিচারক ক্ষমতাবান কোন আদেশের কোন বিধিবলে?

26 / 30

26. বার কাউন্সিল রুলস এর কত বিধিতে আইনজীবীর শপথ সংক্রান্ত বিধান করা হয়েছে?

27 / 30

27. পূর্ববর্তী দণ্ড অথবা খালাস প্রাপ্তির বিষয়টি আদালতে কয়ভাবে প্রমাণ করা যায়?

28 / 30

28. কোনো স্থানে তল্লাশি করতে হলে কমপক্ষে কতজন সাক্ষীর উপস্থিতিতে তল্লাশিটি করতে হবে?

29 / 30

29. অন্যায় কারাদণ্ড ভোগের কারণে কেউ ক্ষতিপূরণের মোকদ্দমা করতে চাইলে তার তামাদির মেয়াদ কত দিনের?

30 / 30

30. ফৌজদারি কার্যবিধি অনুসারে সমনে তলবী ব্যক্তিকে পাওয়া না গেলে নিম্নোক্ত কার নিকট সমন জারি করা যাবে না?

Your score is

0%

আজই মেম্বারশিপ নিয়ে আনলিমিটেড এমসিকিউ অনুশীলন করুন!