আইনকানুন একাডেমি

/48
0

CPC [Sec. 116-158] - Advanced Exam

এখানে দেওয়ানি কার্যবিধির ১১৬-১৫৮ ধারাসমূহ নিয়ে অ্যাডভান্সড লেভেলের এমসিকিউ টেস্ট আছে। সংশ্লিষ্ট ধারাগুলো পড়ে নিয়ে এটি অনুশীলন করুন।

এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন। ইমেইলটি লেখা বাধ্যতামূলক নয়; তবে, ইমেইল এড্রেস দিলে আপনার ইমেইলে বিস্তারিত ফলাফল চলে যাবে।

1 / 48

1. দেওয়ানি কার্যবিধির কোনো বিধানই কোনো ব্যক্তির আপিল করার অধিকারকে সীমায়িত করবেনা - বিধানটি দেওয়ানি কার্যবিধির কোন ধারার বিষয়বস্তু?

2 / 48

2. একটি দেওয়ানি আদালত কোনো অপরিশোধিত কোর্ট ফি পরবর্তীতে পরিশোধ করার অনুমতি দিতে পারেন - এটি কার্যবিধির কত ধারায় বলা আছে?

3 / 48

3. একটি দেওয়ানি আদালত কোনো পদ্ধতিগত কাজের জন্য নির্ধারিত সময় বর্ধিত করতে পারেন দেওয়ানি কার্যবিধির কোন ধারার ক্ষমতাবলে?

4 / 48

4. সুপ্রিম কোর্ট কর্তৃক বিধি প্রণয়নের ক্ষমতার ব্যপ্তি কোন ধারায় বর্ণিত আছে দেওয়ানি কার্যবিধিতে?

5 / 48

5. বিধি প্রণয়নের প্রয়োজনে বিধি কমিটি কার কাছে রিপোর্ট পেশ করবেন দেওয়ানি কার্যবিধি অনুসারে?

6 / 48

6. দেওয়ানি কার্যবিধির ১৫২ ধারার বিষয়বস্তু কি?

7 / 48

7. ডিক্রিতে বাদীর জমির মোট পরিমাণ ভুল লেখা হলেThe Code of Civil Procedure, 1908 এর কোন ধারা অনুযায়ী প্রতিকার আছে? [বার : ২০২৩]

8 / 48

8. দেওয়ানি কার্যবিধিতে রেস্টিটিউশন কত ধারার বিষয়বস্তু?

9 / 48

9. দেওয়ানি পরোয়ানার আটক ও গ্রেফতার থেকে সংসদ সদস্যগণ অব্যাহতি পেতে পারেন দেওয়ানি কার্যবিধির কোন ধারামতে?

10 / 48

10. দেওয়ানি কার্যবিধির কোন ধারায় Transfer of business বিষয়ে বিধান রয়েছে?

11 / 48

11. দেওয়ানি কার্যবিধির কত ধারায় পুন:রুদ্ধারের আবেদন করা যায়?

12 / 48

12. আপিলের অধিকারের সংরক্ষণ দেওয়ানি কার্যবিধির কত ধারার বিষয়বস্তু?

13 / 48

13. সুপ্রিম কোর্ট কর্তৃক দেওয়ানি কার্যবিধির বিধিগুলোর প্রণয়নে কাজ করা বিধি কমিটির গঠন সম্পর্কে কোন ধারায় বলা আছে?

14 / 48

14. দেওয়ানি কার্যবিধি অনুসারে বিধি কমিটির সচিব কার দ্বারা নিয়োগপ্রাপ্ত হবেন?

15 / 48

15. দেওয়ানি কার্যবিধির ১২২ ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক?

16 / 48

16. উপযুক্ত শর্তের অধীনে দেওয়ানি পরোয়ানার অধীনে গ্রেফতার থেকে অব্যাহতি পেতে পারেন কারা কারা?

17 / 48

17. হলফনামার শপথ যাদের দ্বারা পরিচালিত হতে পারে এরূপ কয় ধরণের লোকের উল্লেখ রয়েছে দেওয়ানি কার্যবিধিতে?

18 / 48

18. Enlargement of time - এটি দেওয়ানি কার্যবিধির কোন ধারার বিষয়বস্তু?

19 / 48

19. দেওয়ানি কার্যবিধি অনুসারে বিধি কমিটিতে কতজন থাকেন?

20 / 48

20. ‘অধস্তন আদালতের ভাষা’ সংক্রান্ত বিধান দেওয়ানি কার্যবিধির কোন ধারার বিষয়বস্তু?

21 / 48

21. একটি দেওয়ানি আদালত কোনো পদ্ধতিগত কাজের জন্য নির্ধারিত সময় বর্ধিত করতে পারেন - এটি আদালতের কোন ধরণের ক্ষমতা?

22 / 48

22. কতিপয় মহিলার ব্যক্তিগত হাজিরা হতে অব্যাহতি - দেওয়ানি কার্যবিধির কোন ধারার বিধান?

23 / 48

23. মহিলা ব্যতীত অন্যান্য ব্যক্তিদের ব্যক্তিগত হাজিরা হতে অব্যাহতি - দেওয়ানি কার্যবিধির কোন ধারার বিধান?

24 / 48

24. হাইকোর্ট বিভাগ কর্তৃক মূল দেওয়ানি এখতিয়ার প্রয়োগকালে অপ্রযোজ্য বিধান বলে নিচের কোন ধারাটির উল্লেখ দেওয়ানি কার্যবিধির ১২০ ধারায় উল্লেখ আছে?

25 / 48

25. বিধি কমিটিতে কতজন উকিল যুক্ত থাকবেন দেওয়ানি কার্যবিধি অনুসারে?

26 / 48

26. অধস্তন আদালতের ভাষা কী হবে তা The Code of Civil Procedure, 1908 এর কত ধারায় বলা হয়েছে? [জুডি. : ২০১৮]

27 / 48

27. Effect of rules in First Schedule - দেওয়ানি কার্যবিধির কোন ধারার বিধান?

28 / 48

28. দেওয়ানি কার্যবিধির ১২৩ ধারা অনুযায়ী বিধি কমিটিতে সভাপতি নিযুক্ত করেন কে?

29 / 48

29. কোনো একজন অ্যাডভোকেটকে তার মোকদ্দমা পরিচালনায় গমনকালে বা পরিচালনাকালে গ্রেফতার থেকে অব্যাহতি দেওয়া যায় দেওয়ানি কার্যবিধির কোন ধারামতে?

30 / 48

30. দেওয়ানি কার্যবিধির ১৫৩ ধারার বিষয়বস্তু কি?

31 / 48

31. দেওয়ানি কার্যধারার কোনো ত্রুটি সংশোধনের জন্য আদালত এখতিয়ার প্রয়োগ করেন The Code of Civil Procedure, 1908 এর ......। [বার : ২০২০]

32 / 48

32. দেওয়ানি কার্যবিধির কত ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট বিধি প্রণয়ন করতে পারে? [বার : ২০১৭]

33 / 48

33. দেওয়ানি কার্যবিধির প্রথম তফসিলের অন্তুর্ভুক্ত যেকোনো নিয়ম পরিবর্তন, সংশোধন বা রদবদল করার ক্ষমতা কাকে দেওয়া হয়েছে দেওয়ানি কার্যবিধিতে?

34 / 48

34. Postage [ডাকমাশুল] - এটি দেওয়ানি কার্যবিধির কোন ধারার বিষয়বস্তু?

35 / 48

35. আইনি প্রক্রিয়ায় আদালতের ভুল বা অনুচিত রায়ের [erroneous decree or action by court] কারণে বঞ্চিত হওয়া কোনো অধিকার ফিরে পাওয়াকে কী বলে দেওয়ানি কার্যবিধিতে?

36 / 48

36. দেওয়ানি আদালত কোন ক্ষেত্রে অন্তর্নিহিত ক্ষমতা প্রয়োগ করতে পারে না? [বার : ২০২৩]

37 / 48

37. দেওয়ানি কার্যবিধি অনুসারে সুপ্রিম কোর্ট কর্তৃক বিধি প্রণয়নের ক্ষমতা কার পূর্বকালীন অনুমোদন সাপেক্ষ হবে?

38 / 48

38. কোনো একজন সংসদ সদস্য যদি সংসদীয় কোনো কমিটির সদস্য হোন তাহলে তিনি তার অধিবেশনের কোন নির্দিষ্ট সময়টুকুতে দেওয়ানি গ্রেফতার ও আটক থেকে অব্যাহতি পাবেন?

39 / 48

39. দেওয়ানি কার্যবিধির ১৪৪ ধারায় রেসটিটিউশনের আবেদন করলে এর সাথে কোন ধারা যুক্ত করে আবেদন করতে হয়?

40 / 48

40. The Code of Civil Procedure, 1908 এর কোন ধারানুযায়ী ‘to do justice and to undo injustice’ করা যাবে? [বার : ২০২২]

41 / 48

41. কোনো জজ, ম্যাজিস্ট্রেট, আদালতের কর্মকর্তা, উকিল প্রমুখ ব্যক্তিগণ দেওয়ানি পরোয়ানার অধীনে গ্রেফতার থেকে অব্যাহতি পেতে পারেন কোন শর্তে বা পরিস্থিতিতে?

42 / 48

42. দেওয়ানি কার্যবিধির ১২৩ ধারা অনুযায়ী বিধি কমিটিতে কতজন সুপ্রিমকোর্টের বিচারপতি থাকেন?

43 / 48

43. দেওয়ানি কার্যবিধি অনুসারে বিধি কমিটিতে কতজন নিম্ন আদালতের বিচারক যুক্ত থাকবেন?

44 / 48

44. একটি দেওয়ানি আদালতে হাজির হওয়া একজন ব্যক্তি সাক্ষ্য দিতে আসলে নিম্নবর্ণিত কোন কারণ ব্যতীত তাকে গ্রেফতার থেকে অব্যাহতি প্রদান করা যেতে পারে?

45 / 48

45. দেওয়ানি মামলায় রায় বা ডিক্রির করণিক ও গাণিতিক ভুল সংশোধন করা যায়The Code of Civil Procedure, 1908, এর .....। [বার : ২০২০]

46 / 48

46. দেওয়ানি কার্যবিধির ১৫১ ধারায় বর্ণিত আদালতের ক্ষমতাকে বলা হয়- [বার : ২০১২]

47 / 48

47. কোনো মোকদ্দমার অক্ষম ব্যক্তির সম্মতি বা চুক্তির পরিণতি সম্পর্কে দেওয়ানি কার্যবিধির কোন ধারায় বর্ণিত আছে?

48 / 48

48. কয়টি কারণে একজন সংসদ সদস্য কোনো দেওয়ানি আটক ও গ্রেফতার থেকে অব্যাহতি পেতে পারেন?

Your score is

0%