/55 1 CPC [Sec. 113-115 & Order 46-47] - Advanced Exam এখানে দেওয়ানি কার্যবিধির ১১৩-১১৫ ধারাসমূহ এবং ৪৬-৪৭ নং আদেশসমূহ নিয়ে অ্যাডভান্সড লেভেলের এমসিকিউ টেস্ট আছে। সংশ্লিষ্ট ধারাগুলো পড়ে নিয়ে এটি অনুশীলন করুন। এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন। ইমেইলটি লেখা বাধ্যতামূলক নয়; তবে, ইমেইল এড্রেস দিলে আপনার ইমেইলে বিস্তারিত ফলাফল চলে যাবে। 1 / 55 1. Power to call for records — বলতে নিচের কোনটি বোঝায় দেওয়ানি কার্যবিধিতে? আদালতের রিভিউ করার ক্ষমতা আদালতের রিভিশন করার ক্ষমতা আদালতের রেফারেন্স করার ক্ষমতা ডিক্রি প্রদানকারী আদালতকে তলব সঠিক উত্তর : আদালতের রিভিশন করার ক্ষমতা ; [ধারা : ১১৫, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : আদালতের রিভিশন করার ক্ষমতা ; [ধারা : ১১৫, দেওয়ানি কার্যবিধি] 2 / 55 2. একজন যুগ্ম জেলা জজের আপিল অযোগ্য ডিক্রির বিরুদ্ধে রিভিশন দায়ের করতে হয় - জেলা জজ আদালতে অতিরিক্ত জেলা জজ আদালতে দায়রা জজ আদালতে হাইকোর্ট বিভাগে সঠিক উত্তর : হাইকোর্ট বিভাগে ; [ধারা : ১১৫, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : হাইকোর্ট বিভাগে ; [ধারা : ১১৫, দেওয়ানি কার্যবিধি] 3 / 55 3. সহকারী জজের রায়ের বিরুদ্ধে কোন আদালতে রিভিউ দায়ের করা যায়? [জুডি. : ২০১২] রায় প্রদানকারী সহকারী জজ আদালত জেলা জজ আদালত সিনিয়র সহকারী জজ আদালত হাইকোর্ট বিভাগ সঠিক উত্তর : রায় প্রদানকারী সহকারী জজ আদালত ; [ধারা : ১১৪, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : রায় প্রদানকারী সহকারী জজ আদালত ; [ধারা : ১১৪, দেওয়ানি কার্যবিধি] 4 / 55 4. দেওয়ানি কার্যবিধিতে ১১৩ ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক? রিভিউ রেফারেন্স রিভিশন আপিল সঠিক উত্তর : রেফারেন্স ; [ধারা : ১১৩, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : রেফারেন্স ; [ধারা : ১১৩, দেওয়ানি কার্যবিধি] 5 / 55 5. জেলা জজের আপিল এখতিয়ারবলে প্রচারিত ডিক্রির বিরুদ্ধে প্রতিকার কী? [বার : ২০১৩] আপিল রেফারেন্স রিভিশন রিভিউ সঠিক উত্তর : রিভিশন ; [ধারা : ১১৫ দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : রিভিশন ; [ধারা : ১১৫ দেওয়ানি কার্যবিধি] 6 / 55 6. Application for review of judgment- এটি কোন আদেশের কোন বিধির শিরোনাম? ৪৫ আদেশের ১ নং বিধি ৪৬ আদেশের ১ নং বিধি ৪৭ আদেশের ১ নং বিধি ৪৭ আদেশের ৩ নং বিধি সঠিক উত্তর : ৪৭ আদেশের ১ নং বিধি ; [আদেশ : ৪৭ : বিধি ১, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ৪৭ আদেশের ১ নং বিধি ; [আদেশ : ৪৭ : বিধি ১, দেওয়ানি কার্যবিধি] 7 / 55 7. একটি দেওয়ানি মামলায় অতিরিক্ত জেলা জজ প্রদত্ত আদেশের বিরুদ্ধে রিভিশন মামলা হবে কোন আদালতে? [বার : ২০১২] জেলা জজ আপিল বিভাগ হাইকোর্ট বিভাগ স্পেশাল জজ সঠিক উত্তর : হাইকোর্ট বিভাগ ; [ধারা : ১১৫, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : হাইকোর্ট বিভাগ ; [ধারা : ১১৫, দেওয়ানি কার্যবিধি] 8 / 55 8. একজন সহকারী জজের আপিল অযোগ্য আদেশের বিরুদ্ধে রিভিশন দায়ের করতে হয় - জেলা জজ আদালতে অতিরিক্ত জেলা জজ আদালতে দায়রা জজ আদালতে হাইকোর্ট বিভাগে সঠিক উত্তর : জেলা জজ আদালতে ; [ধারা : ১১৫, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : জেলা জজ আদালতে ; [ধারা : ১১৫, দেওয়ানি কার্যবিধি] 9 / 55 9. দেওয়ানি আদালতের সিদ্ধান্তের বিষয়ে রিভিশন মামলা দায়েরের প্রধান কারণ কী? [বার : ২০১২] আইনগত ভুল সিদ্ধান্ত গ্রহণে ভুল ঘটনাগত ভুল আইনগত ভুল ও ন্যায়বিচারে বিঘ্ন ঘটা সঠিক উত্তর : আইনগত ভুল ও ন্যায়বিচারে বিঘ্ন ঘটা ; [ধারা : ১১৫, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : আইনগত ভুল ও ন্যায়বিচারে বিঘ্ন ঘটা ; [ধারা : ১১৫, দেওয়ানি কার্যবিধি] 10 / 55 10. আদি আদালত কর্তৃক প্রদত্ত যেকোনো আদেশকে সাধারণত আইনের প্রশ্নে চ্যালেঞ্জ করা যায় - [বার : ২০১৫] রিভিশনে আপিলে রিভিউয়ে রেফারেন্সে সঠিক উত্তর : রিভিশনে ; [ধারা : ১১৫, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : রিভিশনে ; [ধারা : ১১৫, দেওয়ানি কার্যবিধি] 11 / 55 11. The Code of Civil Procedure, 1908 অনুযায়ী ‘Review’ এর দরখাস্ত মঞ্জুর হলে তার বিরুদ্ধে প্রতিকার কী? [বার : ২০২২] রিভিশন আপিল রেফারেন্স কোনো প্রতিকার নেই সঠিক উত্তর : আপিল ; [ধারা : ১১৪, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : আপিল ; [ধারা : ১১৪, দেওয়ানি কার্যবিধি] 12 / 55 12. ডিক্রি বা রায় প্রদানকারী আদালতেই রিভিউ এর আবেদন করতে হবে - এটি দেওয়ানি কার্যবিধির কোন আদেশের কোন বিধির বিষয়বস্তু? ৪৫ আদেশের ১ নং বিধি ৪৬ আদেশের ১ নং বিধি ৪৭ আদেশের ১ নং বিধি ৪৭ আদেশের ২ নং বিধি সঠিক উত্তর : ৪৭ আদেশের ২ নং বিধি ; [আদেশ : ৪৭ : বিধি ২, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ৪৭ আদেশের ২ নং বিধি ; [আদেশ : ৪৭ : বিধি ২, দেওয়ানি কার্যবিধি] 13 / 55 13. কোনো চলমান মোকদ্দমা সম্পর্কে হাইকোর্ট থেকে অভিমত নেওয়া যেতে পারে দেওয়ানি কার্যবিধির কোন ধারা অনুযায়ী? ১১২ ধারা ১১৫ ধারা ১১৩ ধারা ১০৭ ধারা সঠিক উত্তর : ১১৩ ধারা ; [ধারা : ১১৩, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ১১৩ ধারা ; [ধারা : ১১৩, দেওয়ানি কার্যবিধি] 14 / 55 14. Reference of High Court Division — এটি দেওয়ানি কার্যবিধির কোন ধারার বিষয়বস্তু? ১১২ ধারা ১১৫ ধারা ১১৩ ধারা ১০৭ ধারা সঠিক উত্তর : ১১৩ ধারা ; [ধারা : ১১৩, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ১১৩ ধারা ; [ধারা : ১১৩, দেওয়ানি কার্যবিধি] 15 / 55 15. জেলা জজ কতৃর্ক রিভিশন মামলায় প্রদত্ত আদেশের বিরুদ্ধে সংক্ষুদ্ধ পক্ষ হাইকোর্ট বিভাগে - [জুডি. : ২০১৩] সরাসরি রিভিশন দায়ের করতে পারে অনুমতি সাপেক্ষে রিভিশন দায়ের করতে পারে আপিল করতে পারে অনুমতি সাপেক্ষে আপিল করতে পারে সঠিক উত্তর : অনুমতি সাপেক্ষে রিভিশন দায়ের করতে পারে ; [ধারা : ১১৫, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : অনুমতি সাপেক্ষে রিভিশন দায়ের করতে পারে ; [ধারা : ১১৫, দেওয়ানি কার্যবিধি] 16 / 55 16. একটি দেওয়ানি রিভিশনের এখতিয়ার নিচের কোন জজ বা আদালতের আছে? হাইকোর্ট বিভাগের যুগ্ম দায়রা জজ আদালতের যুগ্ম জেলা জজ আদালতের বর্ণিত প্রত্যেকেরই সঠিক উত্তর : হাইকোর্ট বিভাগের ; [ধারা : ১১৫, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : হাইকোর্ট বিভাগের ; [ধারা : ১১৫, দেওয়ানি কার্যবিধি] 17 / 55 17. হাইকোর্টের রেফারেন্স সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক নয়? আদালত নিজ উদ্যোগে কোনো রেফারেন্স চাইতে পারে সংক্ষুব্ধ পক্ষগণ কোনো রেফারেন্সের আবেদন করতে পারেন না আপিল শ্রবণের পর্যায়ে রেফারেন্সের জন্য মোকদ্দমা প্রেরণ করা যায় বর্ণিত সবগুলোই সঠিক বাক্য প্রকৃতপক্ষে সঠিক উত্তর : সংক্ষুব্ধ পক্ষগণ কোনো রেফারেন্সের আবেদন করতে পারেন না ; [ধারা : ১১৩ ও ৪৬ আদেশের ১ বিধি, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : সংক্ষুব্ধ পক্ষগণ কোনো রেফারেন্সের আবেদন করতে পারেন না ; [ধারা : ১১৩ ও ৪৬ আদেশের ১ বিধি, দেওয়ানি কার্যবিধি] 18 / 55 18. রিভিউ—এ সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা প্রয়োগ করতে পারে সে আদালত যে— [বার : ২০১৫] ঐ আদেশের বিরুদ্ধে আপিল শুনে ঐ আদেশের বিরুদ্ধে রিভিশন শুনে রিভিউ এর জন্য বিবেচনাধীন ডিক্রিটি প্রদান করে রিভিউ এর জন্য বিবেচনাধীন ডিক্রিটি ‘রেফার’ করে সঠিক উত্তর : রিভিউ এর জন্য বিবেচনাধীন ডিক্রিটি প্রদান করে ; [ধারা : ১১৪, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : রিভিউ এর জন্য বিবেচনাধীন ডিক্রিটি প্রদান করে ; [ধারা : ১১৪, দেওয়ানি কার্যবিধি] 19 / 55 19. একজন সহকারী জজের আপিল অযোগ্য ডিক্রির বিরুদ্ধে রিভিশন দায়ের করতে হয় - জেলা জজ আদালতে অতিরিক্ত জেলা জজ আদালতে দায়রা জজ আদালতে হাইকোর্ট বিভাগে সঠিক উত্তর : হাইকোর্ট বিভাগে ; [ধারা : ১১৫, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : হাইকোর্ট বিভাগে ; [ধারা : ১১৫, দেওয়ানি কার্যবিধি] 20 / 55 20. রিভিশন সংশ্লিষ্ট পদ্ধতিগত বিধান দেওয়ানি কার্যবিধির কোন আদেশে আছে? ৪১ আদেশ ৪৪ আদেশ ৪৭ আদেশ ১১৫ ধারায়; রিভিশন সংক্রান্ত কোনো আদেশ নেই দেওয়ানি কার্যবিধিতে সঠিক উত্তর : ১১৫ ধারায়; রিভিশন সংক্রান্ত কোনো আদেশ নেই দেওয়ানি কার্যবিধিতে ; [ধারা : ১১৫, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ১১৫ ধারায়; রিভিশন সংক্রান্ত কোনো আদেশ নেই দেওয়ানি কার্যবিধিতে ; [ধারা : ১১৫, দেওয়ানি কার্যবিধি] 21 / 55 21. একজন যুগ্ম জেলা জজের আপিল অযোগ্য আদেশের বিরুদ্ধে রিভিশন দায়ের করতে হয় - জেলা জজ আদালতে অতিরিক্ত জেলা জজ আদালতে দায়রা জজ আদালতে হাইকোর্ট বিভাগে সঠিক উত্তর : জেলা জজ আদালতে ; [ধারা : ১১৫, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : জেলা জজ আদালতে ; [ধারা : ১১৫, দেওয়ানি কার্যবিধি] 22 / 55 22. কম মূল্যমানের স্ট্যাম্পে আরজি লেখার কারণে আদালত আরজিটি প্রত্যাখ্যান বা খারিজ করে দেয়। বাদিপক্ষ আরজি খারিজের আদেশের বিরুদ্ধে আপিল করেনি। এ ক্ষেত্রে বাদীপক্ষ অন্য কী প্রতিকার পেতে পারে? [বার : ২০১৭] রিভিউ দায়ের করতে পারে রিভিশন দায়ের করতে পারে রেফারেন্স এর আবেদন করতে পারে আপিল দায়ের করতে পারে সঠিক উত্তর : রিভিউ দায়ের করতে পারে ; [ধারা : ১১৪ ধারা, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : রিভিউ দায়ের করতে পারে ; [ধারা : ১১৪ ধারা, দেওয়ানি কার্যবিধি] 23 / 55 23. কয়টি ক্ষেত্রে রিভিউ এর আবেদন করা যাবে বলে বিধান আছে দেওয়ানি কার্যবিধির ১১৪ ধারায়? ২টি ক্ষেত্রে ৩টি ক্ষেত্রে ৪টি ক্ষেত্রে ৫টি ক্ষেত্রে সঠিক উত্তর : ৩টি ক্ষেত্রে ; [ধারা : ১১৪, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ৩টি ক্ষেত্রে ; [ধারা : ১১৪, দেওয়ানি কার্যবিধি] 24 / 55 24. একাধিক বিচারক কর্তৃক শ্রম্নত কোনো রিভিউয়ের ক্ষেত্রে বিচারকগণ যদি সমভাবে বিভক্ত হোন, তাহলে তার পরিণতি হিসেবে নিচের কোনটি সঠিক? রিভিউ আবেদনটি অন্য একজন বিচারকের নিকট পাঠাতে হবে রিভিউ আবেদনটি হাইকোর্টে রেফারেন্সের জন্য পাঠাতে হবে রিভিউ আবেদনটি প্রত্যাখ্যাত হয়ে যাবে রিভিউ আবেদনটি আপিলের আকারে উচ্চতর আদালতে পাঠাতে হবে সঠিক উত্তর : রিভিউ আবেদনটি প্রত্যাখ্যাত হয়ে যাবে ; [আদেশ : ৪৭ : বিধি ৬, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : রিভিউ আবেদনটি প্রত্যাখ্যাত হয়ে যাবে ; [আদেশ : ৪৭ : বিধি ৬, দেওয়ানি কার্যবিধি] 25 / 55 25. রিভিশন সংশ্লিষ্ট পদ্ধতিগত বিধান দেওয়ানি কার্যবিধির কোথায় আছে? ৪১ আদেশ ৪৪ আদেশ ৪৭ আদেশ সঠিক উত্তর নেই সঠিক উত্তর : সঠিক উত্তর নেই ; [ধারা : ১১৫, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : সঠিক উত্তর নেই ; [ধারা : ১১৫, দেওয়ানি কার্যবিধি] 26 / 55 26. ৩টি ক্ষেত্রে রিভিউ এর আবেদন করা যায় এটি দেওয়ানি কার্যবিধির কোথায় বর্ণিত আছে? ১১৪ ধারায় ৪৭ আদেশের ১ নং বিধিতে ১১৪ ধারায় ও ৪৭ আদেশের ১ নং বিধি উভয়স্থানে ১১৪ ধারায় ও ৪৭ আদেশের ৭ নং বিধি উভয়স্থানে সঠিক উত্তর : ১১৪ ধারায় ও ৪৭ আদেশের ১ নং বিধি উভয়স্থানে ; [ধারা : ১১৪, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ১১৪ ধারায় ও ৪৭ আদেশের ১ নং বিধি উভয়স্থানে ; [ধারা : ১১৪, দেওয়ানি কার্যবিধি] 27 / 55 27. আপোষমূলক ডিক্রির বিরুদ্ধে প্রতিকার পাওয়া যায় - [বার : ২০১৫] আপিলে রিভিউয়ে রিভিশনে রেফারেন্সে সঠিক উত্তর : রিভিশনে ; [ধারা : ১১৫, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : রিভিশনে ; [ধারা : ১১৫, দেওয়ানি কার্যবিধি] 28 / 55 28. হাইকোর্টের কাছে নিচে বর্ণিত কোন ধরনের আদালত অভিমত চাইতে পারেন? মোকদ্দমার আদি এখতিয়ারসম্পন্ন কোর্ট ডিক্রি প্রদানকারী আদালত আপিল শ্রবণকারী আদালত বর্ণিত যেকোনোটি সঠিক উত্তর : বর্ণিত যেকোনোটি ; [ধারা : ১১৩, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : বর্ণিত যেকোনোটি ; [ধারা : ১১৩, দেওয়ানি কার্যবিধি] 29 / 55 29. আদালত কর্তৃক প্রদত্ত ডিক্রিতে একজন সংক্ষুব্ধ ব্যক্তি দেওয়ানি কোন ধারা বা আদেশের অনুসারে রিভিউ আবেদন করবেন এবং তা কোন আদালতে? ৪৭ আদেশের ১ বিধি অনুসারে এবং তা সংশ্লিষ্ট আপিল আদালতে ৪৭ আদেশের ১ বিধি অনুসারে এবং তা ডিক্রি প্রদানকারী আদালতে ৪৬ আদেশের ১ বিধি অনুসারে এবং তা ডিক্রি প্রদানকারী আদালতে ৪৬ আদেশের ১ বিধি অনুসারে এবং তা সংশ্লিষ্ট আপিল আদালতে সঠিক উত্তর : ৪৭ আদেশের ১ বিধি অনুসারে এবং তা ডিক্রি প্রদানকারী আদালতে ; [আদেশ : ৪৭ : বিধি ১, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ৪৭ আদেশের ১ বিধি অনুসারে এবং তা ডিক্রি প্রদানকারী আদালতে ; [আদেশ : ৪৭ : বিধি ১, দেওয়ানি কার্যবিধি] 30 / 55 30. আরজি সংশোধনের দরখাস্ত নামঞ্জুরের আদেশের বিরুদ্ধে প্রতিকার কী? [বার : ২০২৩] রিভিউ রিভিশন আপিল রেফারেন্স সঠিক উত্তর : রিভিশন ; [ধারা : ১১৫, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : রিভিশন ; [ধারা : ১১৫, দেওয়ানি কার্যবিধি] 31 / 55 31. রিভিশনের এখতিয়ার কার আছে? জেলা জজ আদালতের যুগ্ম দায়রা জজ আদালতের যুগ্ম জেলা জজ আদালতের বর্ণিত প্রত্যেকেরই সঠিক উত্তর : জেলা জজ আদালতের ; [ধারা : ১১৫, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : জেলা জজ আদালতের ; [ধারা : ১১৫, দেওয়ানি কার্যবিধি] 32 / 55 32. রিভিউ আবেদন কে করতে পারে? শুধু বিবাদী শুধু বাদী সংক্ষুব্ধ যেকোনো পক্ষ যেকোনো ব্যক্তি সঠিক উত্তর : সংক্ষুব্ধ যেকোনো পক্ষ ; [আদেশ : ৪৭ : বিধি ১, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : সংক্ষুব্ধ যেকোনো পক্ষ ; [আদেশ : ৪৭ : বিধি ১, দেওয়ানি কার্যবিধি] 33 / 55 33. দেওয়ানি মামলায় রিভিউ দরখাস্ত মঞ্জুর আদেশের বিরুদ্ধে প্রতিকার কী? [বার : ২০২০] রিভিশন আপিল রেফারেন্স ১৫১ ধারার অধীনে দরখাস্ত করা সঠিক উত্তর : আপিল ; [ধারা : ১১৪, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : আপিল ; [ধারা : ১১৪, দেওয়ানি কার্যবিধি] 34 / 55 34. রিভিউ করার ক্ষেত্রে নিচের কোন আদেশটি আপিলযোগ্য? রিভিউ আবেদন না—মঞ্জুর করে আদেশ রিভিউ আবেদন মঞ্জুর করে আদেশ রিভিউ আবেদন গ্রহণ না করলে বর্ণিত প্রত্যেকটিই আপিলযোগ্য সঠিক উত্তর : রিভিউ আবেদন মঞ্জুর করে আদেশ ; [আদেশ ৪৭ : বিধি ৯, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : রিভিউ আবেদন মঞ্জুর করে আদেশ ; [আদেশ ৪৭ : বিধি ৯, দেওয়ানি কার্যবিধি] 35 / 55 35. কোনো রিভিউ দরখাস্ত না—মঞ্জুর আদেশের বিরুদ্ধে প্রতিকার কী? [বার : ২০১৩] আপিল রিভিশন রিভিউ রেফারেন্স সঠিক উত্তর : রিভিশন ; [ধারা : ১১৫, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : রিভিশন ; [ধারা : ১১৫, দেওয়ানি কার্যবিধি] 36 / 55 36. নিচে বর্ণিত কোন ক্ষেত্রে রিভিউ করা যায়? আপিলযোগ্য কিন্তু আপিল করা হয়নি এমন ডিক্রির বিরুদ্ধে আপিলযোগ্য নহে এমন ডিক্রির বিরুদ্ধে স্মল কজেজ আদালত এর রেফারেন্স প্রদত্ত সিদ্ধান্তের বিরুদ্ধে বর্ণিত সবগুলোই সঠিক সঠিক উত্তর :বর্ণিত সবগুলোই সঠিক ; [ধারা : ১১৪, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর :বর্ণিত সবগুলোই সঠিক ; [ধারা : ১১৪, দেওয়ানি কার্যবিধি] 37 / 55 37. বাদীর আরজি সংশোধনীর দরখাস্ত না—মঞ্জুরের আদেশের বিরুদ্ধে প্রতিকার কী? [জুডি. : ২০১৪] রিভিশন রিভিউ আপিল রেফারেন্স সঠিক উত্তর : রিভিশন ; [ধারা : ১১৫, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : রিভিশন ; [ধারা : ১১৫, দেওয়ানি কার্যবিধি] 38 / 55 38. কোনো রেফারেন্স নিচের কোন প্রশ্নে হয়ে থাকে? ঘটনার প্রশ্নে আইনের প্রশ্নে ঘটনা ও আইনের প্রশ্নে বিচার্য বিষয়ের প্রশ্নে শুধু সঠিক উত্তর : আইনের প্রশ্নে ; [আদেশ ৪৬ : বিধি ১, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : আইনের প্রশ্নে ; [আদেশ ৪৬ : বিধি ১, দেওয়ানি কার্যবিধি] 39 / 55 39. দেওয়ানি রিভিশন The Code of Civil Procedure, 1908 এর কোন ধারার বিষয়বস্তু? [বার : ২০২০] ১০৭ ১১৩ ১১৪ ১১৫ সঠিক উত্তর : ১১৫ ; [ধারা : ১১৫, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ১১৫ ; [ধারা : ১১৫, দেওয়ানি কার্যবিধি] 40 / 55 40. একজন জেলা জজ কোড অব সিভিল প্রসিডিউর, ১৯০৮ অনুসারে সহকারী জজের নিম্নের কোন আদেশের বিরুদ্ধে রিভিশন ক্ষমতা প্রয়োগ করতে পারেন? [জুডি. : ২০১৩] অর্ডার ৭ রুল ১০ অনুযায়ী আরজি ফেরতের আদেশ অর্ডার ৮ রুল ১০ অনুসারে প্রচারিত রায় অর্ডার ৯ রুল ৯ অনুসারে দাখিলী দরখাস্তের না মঞ্জুর আদেশ অর্ডার ৯ রুল ১৩ অনুযায়ী দাখিলী দরখাস্তের মঞ্জুর আদেশ সঠিক উত্তর : অর্ডার ৯ রুল ৯ অনুসারে দাখিলী দরখাস্তের না মঞ্জুর আদেশ ; [ধারা : ১১৫, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : অর্ডার ৯ রুল ৯ অনুসারে দাখিলী দরখাস্তের না মঞ্জুর আদেশ ; [ধারা : ১১৫, দেওয়ানি কার্যবিধি] 41 / 55 41. হাইকোর্টে রেফারেন্স মোকদ্দমার কোন স্তরে করা যেতে পারে? মোকদ্দমা শুনানির পূর্বে মোকদ্দমার বিচার্য বিষয় গঠনের পরে মোকদ্দমার ডিক্রির পরে মোকদ্দমার যেকোনো স্তরে সঠিক উত্তর : মোকদ্দমার যেকোনো স্তরে ; [আদেশ ৪৬ : বিধি ১, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : মোকদ্দমার যেকোনো স্তরে ; [আদেশ ৪৬ : বিধি ১, দেওয়ানি কার্যবিধি] 42 / 55 42. রিভিউয়ে প্রদত্ত কোনো ডিক্রি বা আদেশ রিভিউ করা সম্পর্কে নিচের কোনটি সঠিক? এরূপ রিভিউ পুনরায় করা যাবে এরূপ ক্ষেত্রে আপিল করতে হবে এরূপ ক্ষেত্রে পুনরায় রিভিউ করার সুযোগ নেই বর্ণিত কোনোটিই সঠিক নয় সঠিক উত্তর : এরূপ ক্ষেত্রে পুনরায় রিভিউ করার সুযোগ নেই ; [আদেশ : ৪৭ : বিধি ৭, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : এরূপ ক্ষেত্রে পুনরায় রিভিউ করার সুযোগ নেই ; [আদেশ : ৪৭ : বিধি ৭, দেওয়ানি কার্যবিধি] 43 / 55 43. রিভিউ এর আবেদনের নিয়ম কোন নিয়ম অনুসারে করতে হয়? রেফারেন্সের নিয়ম অনুসারে রিভিশনের নিয়ম অনুসারে আপিলের নিয়ম অনুসারে রিভিউ এর স্বতন্ত্র নিয়ম অনুসারে সঠিক উত্তর : আপিলের নিয়ম অনুসারে ; [আদেশ : ৪৭ : বিধি ৩, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : আপিলের নিয়ম অনুসারে ; [আদেশ : ৪৭ : বিধি ৩, দেওয়ানি কার্যবিধি] 44 / 55 44. একজন অতিরিক্ত জেলা জজ কতৃর্ক প্রচারিত আপিলযোগ্য আদেশের বিরুদ্ধে সাধারণত রিভিশন দায়ের করা যায়— [বার : ২০১৩] জেলা জজ আদালতে বিভাগীয় জজ আদালতে আপিল বিভাগে হাইকোর্ট বিভাগে সঠিক উত্তর : হাইকোর্ট বিভাগে ; [ধারা : ১১৫, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : হাইকোর্ট বিভাগে ; [ধারা : ১১৫, দেওয়ানি কার্যবিধি] 45 / 55 45. একটি দেওয়ানি আদালত প্রদত্ত রায়ের বিষয়ে রিভিউ মামলা দায়ের করা যায় কোন আদালতে? [বার : ২০১২] একই আদালত সমপর্যায়ের আদালত হাইকোর্ট বিভাগ আপিল বিভাগ সঠিক উত্তর : একই আদালত ; [ধারা : ১১৪, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : একই আদালত ; [ধারা : ১১৪, দেওয়ানি কার্যবিধি] 46 / 55 46. রিভিশন করা যায় দেওয়ানি কার্যবিধির কত ধারাবলে? ১১৩ ধারা ১১৪ ধারা ১১৫ ধারা ১১৬ ধারা সঠিক উত্তর : ১১৫ ধারা ; [ধারা : ১১৫, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ১১৫ ধারা ; [ধারা : ১১৫, দেওয়ানি কার্যবিধি] 47 / 55 47. `Leave for revision’ ’ সংক্রান্ত বিধান The Code of Civil Procedure, 1908 এর কোন ধারায় উল্লেখ আছে? [বার : ২০২৩] ১১৫ ১১৪ ১১৩ ১১২ সঠিক উত্তর : ১১৫ ; [ধারা : ১১৫, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ১১৫ ; [ধারা : ১১৫, দেওয়ানি কার্যবিধি] 48 / 55 48. নিম্নের কোন ক্ষেত্রে রিভিউ দরখাস্ত দাখিল করা যায় না? [জুডি. : ২০১৩] কোনো ডিক্রি রিভিউ এর আদেশের বিরুদ্ধে আপিলযোগ্য কিন্তু আপিল করা হয়নি এমন ডিক্রির বিরুদ্ধে আপিলযোগ্য নহে এমন ডিক্রির বিরুদ্ধে স্মল কজেজ আদালত এর রেফারেন্স প্রদত্ত সিদ্ধান্তের বিরুদ্ধে সঠিক উত্তর : কোনো ডিক্রি রিভিউ এর আদেশের বিরুদ্ধে ; [আদেশ ৪৭ : বিধি ৯, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : কোনো ডিক্রি রিভিউ এর আদেশের বিরুদ্ধে ; [আদেশ ৪৭ : বিধি ৯, দেওয়ানি কার্যবিধি] 49 / 55 49. ৭ লক্ষ টাকা মূল্যমানের একটি মামলায় আরজি খারিজের দরখাস্ত প্রত্যাখ্যানের আদেশের বিরুদ্ধে রিভিশন করা যাবে— [বার : ২০১৩] আপিল বিভাগ হাইকোর্ট বিভাগ জেলা জজ আদালতে বিভাগীয় জজ আদালতে সঠিক উত্তর : জেলা জজ আদালতে ; [ধারা : ১১৫, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : জেলা জজ আদালতে ; [ধারা : ১১৫, দেওয়ানি কার্যবিধি] 50 / 55 50. আদালতের সিদ্ধান্তের ভুল সংশোধনের জন্য একই আদালতে আবেদন করাকে কি বলে? রিভিউ রিভিশন আপিল রেফারেন্স সঠিক উত্তর : রিভিউ ; [ধারা : ১১৪, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : রিভিউ ; [ধারা : ১১৪, দেওয়ানি কার্যবিধি] 51 / 55 51. দেওয়ানি কার্যবিধির ৪৭ আদেশের বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক? রিভিশন আপিল রিভিউ রেফারেন্স সঠিক উত্তর : রিভিউ; [আদেশ : ৪৭, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : রিভিউ; [আদেশ : ৪৭, দেওয়ানি কার্যবিধি] 52 / 55 52. রিভিউ করা যায় দেওয়ানি কার্যবিধির কত ধারাবলে? ১১৩ ধারা ১১৪ ধারা ১১৫ ধারা ১০৭ ধারা সঠিক উত্তর : ১১৪ ধারা ; [ধারা : ১১৪, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ১১৪ ধারা ; [ধারা : ১১৪, দেওয়ানি কার্যবিধি] 53 / 55 53. The Code of Civil Produre, 1908 এর কোন ধারায় second Revision এর বিধান উল্লেখ করা হয়েছে? [জুডি. : ২০২১] ১১৫(১) ১১৫(২) ১১৫(৪) ১১৫(৫) সঠিক উত্তর : ১১৫(৪) ; [ধারা : ১১৫, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ১১৫(৪) ; [ধারা : ১১৫, দেওয়ানি কার্যবিধি] 54 / 55 54. একজন সংক্ষুব্ধ পক্ষ রেফারেন্স চাইতে পারেন দেওয়ানি কার্যবিধির কোন ধারা বা বিধিবলে? ১১৩ ধারানুসারে ১১৪ ধারানুসারে ৪৬ আদেশের ১ বিধি অনুসারে ৪৬ আদেশের ২ বিধি অনুসারে সঠিক উত্তর : ৪৬ আদেশের ১ বিধি অনুসারে ; [আদেশ ৪৬ : বিধি ১, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ৪৬ আদেশের ১ বিধি অনুসারে ; [আদেশ ৪৬ : বিধি ১, দেওয়ানি কার্যবিধি] 55 / 55 55. একজন সহকারী জজের ডিক্রির বিরুদ্ধে রিভিশন দায়ের করা যাবে— [বার : ২০১৫] জেলা জজ আদালতে আপিল বিভাগে দায়রা জজ আদালতে হাইকোর্টে বিভাগে সঠিক উত্তর : হাইকোর্টে বিভাগে ; [ধারা : ১১৫, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : হাইকোর্টে বিভাগে ; [ধারা : ১১৫, দেওয়ানি কার্যবিধি] Your score is Facebook 0% Restart quiz