/23 1 CPC [96-99] - Advanced Exam এখানে দেওয়ানি কার্যবিধির ৯৬-৯৯ ধারাসমূহ নিয়ে অ্যাডভান্সড লেভেলের এমসিকিউ টেস্ট আছে। সংশ্লিষ্ট ধারাগুলো পড়ে নিয়ে এটি অনুশীলন করুন। এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন। ইমেইলটি লেখা বাধ্যতামূলক নয়; তবে, ইমেইল এড্রেস দিলে আপনার ইমেইলে বিস্তারিত ফলাফল চলে যাবে। 1 / 23 1. দেওয়ানি আদালত কতৃর্ক প্রদত্ত নিম্নের কোন সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে না? [জুডি. : ২০১২] এক তরফা ডিক্রি এক তরফা খারিজ দো তরফা ডিক্রি পক্ষদের সম্মতিমূলক ডিক্রি সঠিক উত্তর : পক্ষদের সম্মতিমূলক ডিক্রি; [ধারা : ৯৬, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : পক্ষদের সম্মতিমূলক ডিক্রি; [ধারা : ৯৬, দেওয়ানি কার্যবিধি] 2 / 23 2. অতিরিক্ত জেলা জজ আদালতের প্রদত্ত ডিক্রি ও আদেশ থেকে আপিল করতে চাইলো কোথায় আপিল করতে হবে? হাইকোর্ট বিভাগে হাইকোর্টের আপিল বিভাগে জেলা জজ আদালতে যুগ্ম জেলা জজ আদালতে সঠিক উত্তর : হাইকোর্ট বিভাগে ; [ধারা : ২০, দেওয়ানি আদালত আইন, ১৮৮৭, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : হাইকোর্ট বিভাগে ; [ধারা : ২০, দেওয়ানি আদালত আইন, ১৮৮৭, দেওয়ানি কার্যবিধি] 3 / 23 3. একটি দেওয়ানি আপিল শ্রবণের এখতিয়ারাবান আদালত সম্পর্কে সুনির্দিষ্ট বিধান কোন আইনে বলা আছে? দেওয়ানি কার্যবিধি, ১৯০৮ দেওয়ানি আদালত আইন, ১৮৮৭ সিভিল কোর্ট রুলস এন্ড অর্ডারস কোনোটিই সঠিক নয় সঠিক উত্তর : দেওয়ানি আদালত আইন, ১৮৮৭ ; [দেওয়ানি আদালত আইন, ১৮৮৭, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : দেওয়ানি আদালত আইন, ১৮৮৭ ; [দেওয়ানি আদালত আইন, ১৮৮৭, দেওয়ানি কার্যবিধি] 4 / 23 4. কোটি টাকার একটি মোকদ্দমায় যুগ্ম জেলা জজ আদালতের ডিক্রির বিরুদ্ধে আপিল শ্রবণের এখতিয়ার কার আছে? হাইকোর্ট বিভাগের হাইকোর্টের আপিল বিভাগের জেলা জজ আদালতের অতিরিক্ত জেলা জজ আদালতের সঠিক উত্তর : হাইকোর্ট বিভাগের ; [ধারা : ২১, দেওয়ানি আদালত আইন, ১৮৮৭, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : হাইকোর্ট বিভাগের ; [ধারা : ২১, দেওয়ানি আদালত আইন, ১৮৮৭, দেওয়ানি কার্যবিধি] 5 / 23 5. জেলা জজ আদালতের প্রদত্ত ডিক্রি ও আদেশ থেকে আপিল করতে চাইলো কোথায় আপিল করতে হবে? হাইকোর্ট বিভাগে হাইকোর্টের আপিল বিভাগে অতিরিক্ত জেলা জজ আদালতে যুগ্ম জেলা জজ আদালতে সঠিক উত্তর : হাইকোর্ট বিভাগে ; [ধারা : ২০, দেওয়ানি আদালত আইন, ১৮৮৭, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : হাইকোর্ট বিভাগে ; [ধারা : ২০, দেওয়ানি আদালত আইন, ১৮৮৭, দেওয়ানি কার্যবিধি] 6 / 23 6. একজন অতিরিক্ত জেলা জজ আদালত কোন আপিলগুলো শ্রবণ করতে পারেন? যে আপিল জেলা জজ হস্তান্তর করে থাকেন যে আপিল হাইকোর্ট বিভাগ হস্তান্তর করে থাকেন ৩ লক্ষ টাকার কম মূল্যমানের মোকদ্দমার যেকোনো আপিল শুধুই বাটোয়ারা মোকদ্দমার সঠিক উত্তর : যে আপিল জেলা জজ হস্তান্তর করে থাকেন ; [ধারা : ২১, দেওয়ানি আদালত আইন, ১৮৮৭, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : যে আপিল জেলা জজ হস্তান্তর করে থাকেন ; [ধারা : ২১, দেওয়ানি আদালত আইন, ১৮৮৭, দেওয়ানি কার্যবিধি] 7 / 23 7. No appeal shall lie from a decree passed by the Court with the consent of parties — এটি দেওয়ানি কার্যবিধির কোন ধারায় বর্ণিত বিষয়বস্তু? ৯০ ধারা ৯৫ ধারা ৯৬ ধারা ৯৭ ধারা সঠিক উত্তর : ৯৬ ধারা ; [ধারা : ৯৬, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ৯৬ ধারা ; [ধারা : ৯৬, দেওয়ানি কার্যবিধি] 8 / 23 8. একটি যুগ্ম জেলা জজের আপিল আদালত নিচের কোনটি? হাইকোর্ট বিভাগ হাইকোর্টের আপিল বিভাগ জেলা জজ আদালত হাইকোর্টে অথবা জেলা জজ কোর্ট উভয়ই সঠিক উত্তর : হাইকোর্টে অথবা জেলা জজ কোর্ট উভয়ই ; [ধারা : ২১, দেওয়ানি আদালত আইন, ১৮৮৭, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : হাইকোর্টে অথবা জেলা জজ কোর্ট উভয়ই ; [ধারা : ২১, দেওয়ানি আদালত আইন, ১৮৮৭, দেওয়ানি কার্যবিধি] 9 / 23 9. নিম্নোক্ত কোন রায়ের বিরুদ্ধে আপিল চলবে না? [বার : ২০১২] দোতরফা ডিক্রি একতরফা ডিক্রি পক্ষগণের সম্মতিভিত্তিক ডিক্রি আরজি নাকচের সিদ্ধান্ত সঠিক উত্তর : পক্ষগণের সম্মতিভিত্তিক ডিক্রি ; [ধারা : ৯৬, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : পক্ষগণের সম্মতিভিত্তিক ডিক্রি ; [ধারা : ৯৬, দেওয়ানি কার্যবিধি] 10 / 23 10. Appeal from original decree - এটি দেওয়ানি কার্যবিধির কোন ধারার বিষয়বস্তু? ৮৮ ধারা ৯৬ ধারা ৯৯ ধারা কোনোটিই সঠিক নয় সঠিক উত্তর : ৯৬ ধারা ; [ধারা : ৯৬, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ৯৬ ধারা ; [ধারা : ৯৬, দেওয়ানি কার্যবিধি] 11 / 23 11. নিচে বর্ণিত কোন পরিমাণ টাকার মোকদ্দমায় একজন যুগ্ম জেলা জজের কোনো ডিক্রির বিরুদ্ধে জেলা জজের কাছে আপিল করা যায়? ৫ লক্ষ ১ টাকা ৫ লক্ষ টাকা ৫ কোটি ১ টাকা ৫ কোটি টাকা সঠিক উত্তর : ৫ কোটি টাকা ; [ধারা : ২১, দেওয়ানি আদালত আইন, ১৮৮৭, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ৫ কোটি টাকা ; [ধারা : ২১, দেওয়ানি আদালত আইন, ১৮৮৭, দেওয়ানি কার্যবিধি] 12 / 23 12. দেওয়ানি কার্যবিধির ৯৯ ধারায় উল্লেখিত remand শব্দের অর্থ কী? পুণঃবিচারের জন্য মোকদ্দমা ফেরত পাঠানো হাজতে আসামিকে পাঠানো আসামিকে ভয় দেখিয়ে তথ্য নেওয়া তদন্তের জন্য কমিশন কর্তৃক জিজ্ঞাসাবাদ করা সঠিক উত্তর : পুণঃবিচারের জন্য মোকদ্দমা ফেরত পাঠানো ; [ধারা : ৯৯, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : পুণঃবিচারের জন্য মোকদ্দমা ফেরত পাঠানো ; [ধারা : ৯৯, দেওয়ানি কার্যবিধি] 13 / 23 13. চূড়ান্ত ডিক্রি প্রচারের পর সংক্ষুব্ধ পক্ষ নিম্নের কোন পদক্ষেপ নিতে পারবে? [জুডি. : ২০১৩] প্রাথমিক ডিক্রির বিরুদ্ধে আপিল প্রাথমিক ডিক্রির বিরুদ্ধে রিভিশন চূড়ান্ত ডিক্রির বিরুদ্ধে আপিল প্রাথমিক ডিক্রির বিরুদ্ধে রিভিউ সঠিক উত্তর : চূড়ান্ত ডিক্রির বিরুদ্ধে আপিল ; [ধারা : ৯৭, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : চূড়ান্ত ডিক্রির বিরুদ্ধে আপিল ; [ধারা : ৯৭, দেওয়ানি কার্যবিধি] 14 / 23 14. সোলে ডিক্রির বিরুদ্ধে আপিল চলে না - বিধানটি The Code of Civil Procedure, 1908 এর কোন ধারায় রয়েছে? [জুডি. : ২০২২] ৯৬(১) ৯৬(২) ৯৬(৩) ৯৮ সঠিক উত্তর : ৯৬(৩) ; [ধারা : ৯৬, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ৯৬(৩) ; [ধারা : ৯৬, দেওয়ানি কার্যবিধি] 15 / 23 15. চূড়ান্ত ডিক্রির বিরুদ্ধে প্রতিকার কী? [জুডি. : ২০১৭] আপিল রিভিশন রিভিউ রেফারেন্স সঠিক উত্তর : আপিল ; [ধারা : ৯৭, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : আপিল ; [ধারা : ৯৭, দেওয়ানি কার্যবিধি] 16 / 23 16. কোনো সহকারী জজের কোনো ডিক্রির বিরুদ্ধে আপিল শুনবেন কে সাধারণভাবে? যুগ্ম জেলার জজ আদালত অতিরিক্ত জেলা জজ আদালত জেলা জজ আদালত সিনিয়র সহকারী জজ সঠিক উত্তর : জেলা জজ আদালত ; [ধারা : ২১, দেওয়ানি আদালত আইন, ১৮৮৭, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : জেলা জজ আদালত ; [ধারা : ২১, দেওয়ানি আদালত আইন, ১৮৮৭, দেওয়ানি কার্যবিধি] 17 / 23 17. আদি এখতিয়ার সম্পন্ন আদালতের একতরফা ডিক্রির বিরুদ্ধে সংক্ষুদ্ধ পক্ষের প্রতিকার হতে পারে- [বার : ২০১৩] রিভিশন রিভিউ রেফারেন্স আপিল সঠিক উত্তর : আপিল [ধারা : ৯৬, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : আপিল [ধারা : ৯৬, দেওয়ানি কার্যবিধি] 18 / 23 18. দেওয়ানি কার্যবিধির ৯৬ ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক? Appeal from original decree Appeal from original order Appeal from original judgement Appeal from primary decree সঠিক উত্তর : Appeal from original decree ; [ধারা : ৯৬, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : Appeal from original decree ; [ধারা : ৯৬, দেওয়ানি কার্যবিধি] 19 / 23 19. কত টাকা মূল্যমানের বেশি মোকদ্দমায় একজন যুগ্ম জেলা জজের কোনো ডিক্রির বিরুদ্ধে হাইকোর্টে আপিল করতে হয়? ৩ লক্ষ টাকার বেশি ৫ লক্ষ টাকার বেশি ৩ কোটি টাকার বেশি ৫ কোটি টাকার বেশি সঠিক উত্তর : ৫ কোটি টাকার বেশি ; [ধারা : ২১, দেওয়ানি আদালত আইন, ১৮৮৭, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ৫ কোটি টাকার বেশি ; [ধারা : ২১, দেওয়ানি আদালত আইন, ১৮৮৭, দেওয়ানি কার্যবিধি] 20 / 23 20. একজন অতিরিক্ত জেলা জজ আদালত আপিল শ্রবণ করতে পারেন কোন আদালতের? যুগ্ম জেলা জজ আদালতের ডিক্রির বিরুদ্ধে আপিল সিনিয়র সহকারী জজ আদালতের ডিক্রির বিরুদ্ধে আপিল সহকারী জজ আদালতের ডিক্রির বিরুদ্ধে আপিল বর্ণিত সবগুলোই সঠিক সঠিক উত্তর : বর্ণিত সবগুলোই সঠিক ; [ধারা : ২১, দেওয়ানি আদালত আইন, ১৮৮৭, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : বর্ণিত সবগুলোই সঠিক ; [ধারা : ২১, দেওয়ানি আদালত আইন, ১৮৮৭, দেওয়ানি কার্যবিধি] 21 / 23 21. কোনো সিনিয়র সহকারী জজের কোনো ডিক্রির বিরুদ্ধে আপিল শুনবেন কে? যুগ্ম জেলার জজ আদালত অতিরিক্ত জেলা জজ আদালত জেলা জজ আদালত হাইকোর্ট বিভাগ সঠিক উত্তর : জেলা জজ আদালত ; [ধারা : ২১, দেওয়ানি আদালত আইন, ১৮৮৭, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : জেলা জজ আদালত ; [ধারা : ২১, দেওয়ানি আদালত আইন, ১৮৮৭, দেওয়ানি কার্যবিধি] 22 / 23 22. ৫ কোটি টাকার একটি মোকদ্দমায় যুগ্ম জেলা জজ আদালতের ডিক্রির বিরুদ্ধে আপিল শ্রবণের এখতিয়ার কার আছে? হাইকোর্ট বিভাগের হাইকোর্টের আপিল বিভাগের জেলা জজ আদালতের অতিরিক্ত জেলা জজ আদালতের সঠিক উত্তর : জেলা জজ আদালতের ; [ধারা : ২১, দেওয়ানি আদালত আইন, ১৮৮৭, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : জেলা জজ আদালতের ; [ধারা : ২১, দেওয়ানি আদালত আইন, ১৮৮৭, দেওয়ানি কার্যবিধি] 23 / 23 23. দেওয়ানি আপিল সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক নয়? পক্ষগণের সম্মতিসূচক ডিক্রিতে আপিল চলে না একতরফা মূল ডিক্রি হতে আপিল করা যায় চূড়ান্ত ডিক্রির সময় প্রাথমিক ডিক্রির বিষয় নিয়ে আপিল করা চলে আপিল করতে হয় আপিল শুনতে এখতিয়াবান আদালতে সঠিক উত্তর : চূড়ান্ত ডিক্রির সময় প্রাথমিক ডিক্রির বিষয় নিয়ে আপিল করা চলে ; [ধারা : ৯৭, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : চূড়ান্ত ডিক্রির সময় প্রাথমিক ডিক্রির বিষয় নিয়ে আপিল করা চলে ; [ধারা : ৯৭, দেওয়ানি কার্যবিধি] Your score is Facebook 0% Restart quiz