/76 5 CPC [Sec. 79-95 & Order 35, 36, 27, 27A, 23] - Advanced Exam এখানে দেওয়ানি কার্যবিধির ৭৯-৯৫ ধারা এবং ৩৫, ৩৬, ২৭, ২৭ক এবং ২৩ নং আদেশ নিয়ে অ্যাডভান্সড লেভেলের এমসিকিউ টেস্ট আছে। সংশ্লিষ্ট ধারাগুলো পড়ে নিয়ে এটি অনুশীলন করুন। এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন। ইমেইলটি লেখা বাধ্যতামূলক নয়; তবে, ইমেইল এড্রেস দিলে আপনার ইমেইলে বিস্তারিত ফলাফল চলে যাবে। 1 / 76 1. বাদী বা বিবাদী হিসেবে সরকার পক্ষের নাম হবে ‘বাংলাদেশ’ - এটি দেওয়ানি কার্যবিধির কোথায় উল্লেখ আছে? ৭৯ ধারায় ৮০ ধারায় ৮৮ ধারায় ৯০ ধারায় সঠিক উত্তর : ৭৯ ধারায় ; [ধারা : ৭৯, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ৭৯ ধারায় ; [ধারা : ৭৯, দেওয়ানি কার্যবিধি] 2 / 76 2. মধ্যস্থতা সফল হলে সংশ্লিষ্ট আদালত ৭ দিনের ভেতরে আদেশ বা ডিক্রি মঞ্জুর করবেন কোন আদেশের নিয়মানুসারে? ১৫ আদেশ সংশ্লিষ্ট নিয়মানুসারে ২২ আদেশ সংশ্লিষ্ট নিয়মানুসারে ২৩ আদেশ সংশ্লিষ্ট নিয়মানুসারে ৩৫ আদেশ সংশ্লিষ্ট নিয়মানুসারে সঠিক উত্তর : ২৩ আদেশ সংশ্লিষ্ট নিয়মানুসারে ; [ধারা : ৮৯ক(৫), দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ২৩ আদেশ সংশ্লিষ্ট নিয়মানুসারে ; [ধারা : ৮৯ক(৫), দেওয়ানি কার্যবিধি] 3 / 76 3. শাসনতান্ত্রিক আইন বা সংবিধান সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠলে সে বিষয়ে কাকে নোটিশ না দেওয়া পর্যন্ত উক্ত মোকদ্দমার বিচার করা যায় না? প্রধানমন্ত্রীকে আইনমন্ত্রীকে অ্যাটর্নি জেনারেলকে স্বরাষ্ট্রমন্ত্রীকে সঠিক উত্তর : অ্যাটর্নি জেনারেলকে ; [আদেশ ২৭ক : বিধি ১, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : অ্যাটর্নি জেনারেলকে ; [আদেশ ২৭ক : বিধি ১, দেওয়ানি কার্যবিধি] 4 / 76 4. মোকদ্দমার আপস [Compromise of suit] — কোন আদেশের কোন বিধির বিষয়বস্তু? ২৩ আদেশের ৩ বিধি ২৩ আদেশের ১ বিধি ২২ আদেশের ৩ বিধি ২২ আদেশের ১ বিধি সঠিক উত্তর : ২৩ আদেশের ৩ বিধি ; [আদেশ ২৩ : বিধি ৩, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ২৩ আদেশের ৩ বিধি ; [আদেশ ২৩ : বিধি ৩, দেওয়ানি কার্যবিধি] 5 / 76 5. দেওয়ানি কার্যবিধির কোন ধারায় Public nuisances নিয়ে বিধান রয়েছে? ৮৮ ধারায় ৯০ ধারায় ৯১ ধারায় ৯৪ ধারায় সঠিক উত্তর : ৯১ ধারায় ; [ধারা : ৯১, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ৯১ ধারায় ; [ধারা : ৯১, দেওয়ানি কার্যবিধি] 6 / 76 6. দেওয়ানি কার্যবিধির ৯৪ ধারানুসারে আদালত যে ৫টি ক্ষেত্রে যে অতিরিক্ত কার্যক্রমের আদেশ দিতে পারেন তার প্রধান উদ্দেশ্য নিচের কোনটি? একটি মোকদ্দমায় যেন আপিলের কোনো প্রয়োজন না হয় একটি মোকদ্দমায় যেন আইনগত ত্রুটি না থাকে ন্যায়বিচার সম্পন্ন হওয়া যেন ব্যাহত না হয় বর্ণিত সবগুলোই সঠিক উত্তর : ন্যায়বিচার সম্পন্ন হওয়া যেন ব্যাহত না হয় ; [ধারা : ৯৪, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ন্যায়বিচার সম্পন্ন হওয়া যেন ব্যাহত না হয় ; [ধারা : ৯৪, দেওয়ানি কার্যবিধি] 7 / 76 7. দেওয়ানি মোকদ্দমা প্রত্যাহার ও মীমাংসা প্রশ্নে নিচের কোনটি সঠিক বাক্য নয়? সকল বাদীর সম্মতি ও ঐক্যমতেই মাত্র মোকদ্দমা প্রত্যাহার করা যায় বিবীদাগণের যেকোনো একজনের বিরুদ্ধে মোকদ্দমার দাবি প্রত্যাহার করা যায় ডিক্রি বা আদেশ জারির কোনো কার্যক্রমেও ২৩ আদেশের বিধিগুলো প্রযোজ্য হবে প্রকৃতপক্ষে বর্ণিত সবগুলোই সঠিক সঠিক উত্তর : ডিক্রি বা আদেশ জারির কোনো কার্যক্রমেও ২৩ আদেশের বিধিগুলো প্রযোজ্য হবে ; [আদেশ ২৩ : বিধি ৪, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ডিক্রি বা আদেশ জারির কোনো কার্যক্রমেও ২৩ আদেশের বিধিগুলো প্রযোজ্য হবে ; [আদেশ ২৩ : বিধি ৪, দেওয়ানি কার্যবিধি] 8 / 76 8. Public nuisances নিয়ে দেওয়ানি কার্যবিধি অনুসারে কোনো বেসরকারি ব্যক্তির মোকদ্দমা করতে পারা সম্পর্কে নিচের কোনটি সঠিক? যেকোনো বেসরকারি মোকদ্দমা করতে পারেন দুই বা ততোধিক ব্যক্তি কর্তৃক একত্রিত হয়ে মোকদ্দমা করতে হবে অ্যাটর্নি জেনারেলের অনুমতিতে দুই বা ততোধিক বেসরকারি ব্যক্তি কর্তৃক মোকদ্দমাটি দায়ের করতে হবে জেলা জজের অনুমতিতে দুই বা ততোধিক বেসরকারি ব্যক্তি কর্তৃক মোকদ্দমাটি দায়ের করতে হবে সঠিক উত্তর : অ্যাটর্নি জেনারেলের অনুমতিতে দুই বা ততোধিক বেসরকারি ব্যক্তি কর্তৃক মোকদ্দমাটি দায়ের করতে হবে ; [ধারা : ৯১, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : অ্যাটর্নি জেনারেলের অনুমতিতে দুই বা ততোধিক বেসরকারি ব্যক্তি কর্তৃক মোকদ্দমাটি দায়ের করতে হবে ; [ধারা : ৯১, দেওয়ানি কার্যবিধি] 9 / 76 9. কে ইন্টারপ্লিডার স্যুট দায়ের করতে পারে না? এজেন্ট ভাড়াটিয়া প্রতিনিধি বর্ণিত সকলেই পারে না সঠিক উত্তর : এজেন্ট ; [আদেশ ৩৫ : বিধি ৫, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : এজেন্ট ; [আদেশ ৩৫ : বিধি ৫, দেওয়ানি কার্যবিধি] 10 / 76 10. বাদীর মোকদ্দমাটি ব্যর্থ হলে এবং মোকদ্দমাটির যুক্তিসঙ্গত কারণ না থাকলে বিবাদী দেওয়ানি কার্যবিধির বিধানুসারে সর্বোচ্চ ক্ষতিপূরণ পেতে পারেন? ৫০০ টাকা ৫,০০০ টাকা ১০,০০০ টাকা ২০,০০০ টাকা সঠিক উত্তর : ১০,০০০ টাকা ; [ধারা : ৯৫, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ১০,০০০ টাকা ; [ধারা : ৯৫, দেওয়ানি কার্যবিধি] 11 / 76 11. Mediation- এর আদেশ হওয়ার পরে সর্বোচ্চ কত দিনের মধ্যে উক্তরূপে Mediation- এর কাজ শেষ করতে হবে? [জুডি. : ২০০৮] ৩০ দিন ৬০ দিন ৯০ দিন ১২০ দিন সঠিক উত্তর : ৯০ দিন ; [ধারা : ৮৯ক, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ৯০ দিন ; [ধারা : ৮৯ক, দেওয়ানি কার্যবিধি] 12 / 76 12. ইন্টারপ্লিডার মোকদ্দমা দেওয়ানি কার্যবিধির কত ধারার বিষয়বস্তু? ৮৭ ধারা ৮৮ ধারা ৯০ ধারা ৯১ ধারা সঠিক উত্তর : ৮৮ ধারা ; [ধারা ৮৮, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ৮৮ ধারা ; [ধারা ৮৮, দেওয়ানি কার্যবিধি] 13 / 76 13. দেওয়ানি মামলায় সরকার কর্তৃক বা সরকারের বিরুদ্ধে মামলা হলে সরকার পক্ষ কে কী নামে অভিহিত করা হয়? রাষ্ট্র সরকার বাংলাদেশ প্রত্যেকটিই সঠিক সঠিক উত্তর : বাংলাদেশ ; [ধারা : ৭৯, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : বাংলাদেশ ; [ধারা : ৭৯, দেওয়ানি কার্যবিধি] 14 / 76 14. বাদী মোকদ্দমার দাবি প্রতিষ্ঠায় ব্যর্থ হলে বিবাদী কতটি ক্ষেত্রে ক্ষতিপূরণের দাবি করে আদালতে দরখাস্ত করতে পারে? ২টি ক্ষেত্রে ৩টি ক্ষেত্রে ৫টি ক্ষেত্রে ৭টি ক্ষেত্রে সঠিক উত্তর : ২টি ক্ষেত্রে ; [ধারা : ৯৫, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ২টি ক্ষেত্রে ; [ধারা : ৯৫, দেওয়ানি কার্যবিধি] 15 / 76 15. Compensation for obtaining arrest, attachment or injunction on insufficient grounds - দেওয়ানি কার্যবিধির কোন ধারার বিধান? ৯৪ ধারার ৯৫ ধারার ১২২ ধারার ১৩২ ধারার সঠিক উত্তর : ৯৫ ধারার ; [ধারা : ৯৫, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ৯৫ ধারার ; [ধারা : ৯৫, দেওয়ানি কার্যবিধি] 16 / 76 16. ফ্রেন্ডলি স্যুট দেওয়ানি কার্যবিধির কত ধারার বিষয়বস্তু? ৮৮ ধারা ৮৯ ধারা ৯০ ধারা ৯১ ধারা সঠিক উত্তর : ৯০ ধারা ; [ধারা ৯০, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ৯০ ধারা ; [ধারা ৯০, দেওয়ানি কার্যবিধি] 17 / 76 17. ইন্টারপ্লিডার মোকদ্দমায় বিষয়বস্তুটি যদি কোনো বস্তু হয় তা মোকদ্দমার - শুরুতেই আদালতে জমা দিয়ে দিতে হবে যেকোনো পর্যায়েই আদালতে জমা দিতে পারে বিচার্য বিষয় গঠনের পরে আদালতে জমা দিতে হবে রায়ের পরেই মাত্র তা আদালতে জমা হবে সঠিক উত্তর : শুরুতেই আদালতে জমা দিয়ে দিতে হবে ; [আদেশ ৩৫ : বিধি ২, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : শুরুতেই আদালতে জমা দিয়ে দিতে হবে ; [আদেশ ৩৫ : বিধি ২, দেওয়ানি কার্যবিধি] 18 / 76 18. দেওয়ানি কার্যবিধির ৮৮ ধারার সাথে নিচের কোন আদেশটি সম্পর্কিত? আদেশ ১৫ আদেশ ৩৫ আদেশ ২৫ আদেশ ৪৫ সঠিক উত্তর : আদেশ ৩৫ ; [আদেশ ৩৫, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : আদেশ ৩৫ ; [আদেশ ৩৫, দেওয়ানি কার্যবিধি] 19 / 76 19. দেওয়ানি কার্যবিধির ৯৪ ধারানুসারে আদালত কতটি ক্ষেত্রে অতিরিক্ত আকারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেন আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতাবলে? ৩টি ক্ষেত্রে ৪টি ক্ষেত্রে ৫টি ক্ষেত্রে ৭টি ক্ষেত্রে সঠিক উত্তর : ৭টি ক্ষেত্রে ; [ধারা : ৯৪, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ৭টি ক্ষেত্রে ; [ধারা : ৯৪, দেওয়ানি কার্যবিধি] 20 / 76 20. As per Section 89A of the Code of Civil Procedure, 1908 after filing written statement the court - [জুডি. : ২০১৮] may refer the dispute for mediation may refer the dispute for conciliation shall refer the dispute for mediation shall refer the dispute for conciliation সঠিক উত্তর : shall refer the dispute for mediation ; [ধারা : ৮৯ক, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : shall refer the dispute for mediation ; [ধারা : ৮৯ক, দেওয়ানি কার্যবিধি] 21 / 76 21. সরকারের বিরুদ্ধে মোকদ্দমা করতে কতদিন আগে নোটিশ দিতে হয়? ১ মাস ২ মাস ৩ মাস ১৫ দিন সঠিক উত্তর : ২ মাস ; [ধারা : ৮০, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ২ মাস ; [ধারা : ৮০, দেওয়ানি কার্যবিধি] 22 / 76 22. জনদাতব্য প্রতিষ্ঠান বা Public charities নিয়ে মোকদ্দমার কারণ কেন উদ্ভব হয় সাধারণত? কোনো সামাজিক চুক্তি ভঙ্গের কারণে কোনো জিম্মার লঙ্ঘণের জন্য কোনো দুনীর্তি প্রতিরোধের জন্য কোনো পরিবেশগত ক্ষতির জন্য সঠিক উত্তর : কোনো জিম্মার লঙ্ঘণের জন্য ; [ধারা : ৯২, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : কোনো জিম্মার লঙ্ঘণের জন্য ; [ধারা : ৯২, দেওয়ানি কার্যবিধি] 23 / 76 23. বাদীর মোকদ্দমাটি ব্যর্থ হলে এবং মোকদ্দমাটির যুক্তিসঙ্গত কারণ না থাকলে বিবাদী দেওয়ানি কার্যবিধির কোন ধারাবলে ক্ষতিপূরণের দাবি করে আদালতে দরখাস্ত করতে পারে? ৯৪ ধারাবলে ৯৫ ধারাবলে ১২২ ধারাবলে ১৩২ ধারাবলে সঠিক উত্তর : ৯৫ ধারাবলে ; [ধারা : ৯৫, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ৯৫ ধারাবলে ; [ধারা : ৯৫, দেওয়ানি কার্যবিধি] 24 / 76 24. মধ্যস্থতার মাধ্যমে প্রদত্ত আপোষ ডিক্রির কারণে কোনো পক্ষ সংক্ষুব্ধ হলে, তার প্রতিকার নিম্নের কোনটি? [জুডি. : ২০১৪] হাইকোর্ট বিভাগে রিভিশন হাইকোর্ট বিভাগে আপিল জেলা জজ আদালতে রিভিশন কোনোটিই নয় সঠিক উত্তর : কোনোটিই নয় ; [ধারা : ৮৯ক, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : কোনোটিই নয় ; [ধারা : ৮৯ক, দেওয়ানি কার্যবিধি] 25 / 76 25. দেওয়ানি কার্যবিধির ৮০ ধারার শিরোনাম ‘নোটিশ’। এই নোটিশ এর অর্থ হিসেবে নিচের কোন বাক্য বা বিষয়বস্তু সঠিক? দেওয়ানি কার্যবিধির যেকোনো নোটিশের সাধারণ নীতি সরকার কর্তৃক বা তার বিরুদ্ধে কৃত মোকদ্দমার নোটিশ এর নীতি কমিশন সংক্রান্ত নোটিশের নীতি আপিলের ক্ষেত্রে রেসপন্ডেন্টের ওপর নোটিশ জারির নীতি সঠিক উত্তর : সরকার কর্তৃক বা তার বিরুদ্ধে কৃত মোকদ্দমার নোটিশ এর নীতি ; [ধারা : ৮০, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : সরকার কর্তৃক বা তার বিরুদ্ধে কৃত মোকদ্দমার নোটিশ এর নীতি ; [ধারা : ৮০, দেওয়ানি কার্যবিধি] 26 / 76 26. সরকারি পদাধিকারবলে কৃত কোনো কাজের জন্য মোকদ্দমায় উক্ত কর্মকর্তার গ্রেফতার ও হাজিরা থেকে অব্যহতি দেওয়ানি কার্যবিধির কোন ধারার বিষয়বস্তু? ৫৪ ধারা ৭৫ ধারা ৮১ ধারা ১৪৪ ধারা সঠিক উত্তর : ৮১ ধারা ; [ধারা ৮১, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ৮১ ধারা ; [ধারা ৮১, দেওয়ানি কার্যবিধি] 27 / 76 27. স্বয়ং বিচারিক আদালতের জজ মধ্যস্থতা করার চেষ্টা করে ব্যর্থ হলে - মোকদ্দমাটি উক্ত জজ সংশ্লিষ্ট আপিল আদালতে বিচার করার জন্য প্রেরণ করবেন তিনি নিজেই মোকদ্দমার নিষ্পত্তি করতে পারবেন মোকদ্দমাটি অন্য উপযুক্ত যোগ্য আদালতে স্থানান্তর করবেন নিষ্পত্তির জন্য উক্ত আদালতে নতুন বিচারক বদলীর জন্য অপেক্ষাকালীন সময়ে মোকদ্দমার কাজ স্থগিত রাখবেন সঠিক উত্তর : উক্ত আদালতে নতুন বিচারক বদলীর জন্য অপেক্ষাকালীন সময়ে মোকদ্দমার কাজ স্থগিত রাখবেন ; [ধারা : ৮৯ক(৯), দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : উক্ত আদালতে নতুন বিচারক বদলীর জন্য অপেক্ষাকালীন সময়ে মোকদ্দমার কাজ স্থগিত রাখবেন ; [ধারা : ৮৯ক(৯), দেওয়ানি কার্যবিধি] 28 / 76 28. শাসনতান্ত্রিক আইন বা সংবিধান সংক্রান্ত কোনো প্রশ্ন উঠলে পদ্ধতিগত বিধান সম্পর্কে দেওয়ানি কার্যবিধির কোথায় বর্ণিত রয়েছে? ২৫ আদেশে ২৭ আদেশে ২৭ক আদেশে ৩৭ আদেশে সঠিক উত্তর : ২৭ক আদেশে ; [আদেশ ২৭ক, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ২৭ক আদেশে ; [আদেশ ২৭ক, দেওয়ানি কার্যবিধি] 29 / 76 29. স্বার্থবিহীন মোকদ্দমা সংক্রান্ত পদ্ধতিগত বিধানের বিস্তারিত দেওয়ানি কার্যবিধির কোন আদেশে দেওয়া আছে? আদেশ ১৫ আদেশ ৩৫ আদেশ ২৫ আদেশ ৪৫ সঠিক উত্তর : আদেশ ৩৫ ; [আদেশ ৩৫, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : আদেশ ৩৫ ; [আদেশ ৩৫, দেওয়ানি কার্যবিধি] 30 / 76 30. The Code of Civil Procedure, 1908 এর ঝবপঃরড়হ ৮৯অ (১০) এর বিধানানুযায়ী ‘Panel of Mediators’ প্রস্তুত করেন কে? [বার : ২০২২] জেলা জজ আইন মন্ত্রণালয় জেলা প্রশাসক হাইকোর্ট বিভাগ সঠিক উত্তর : জেলা জজ ; [ধারা : ৮৯ক(১০), দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : জেলা জজ ; [ধারা : ৮৯ক(১০), দেওয়ানি কার্যবিধি] 31 / 76 31. The Code of Civil Procedure, 1908 অনুযায়ী Public charities নিয়ে কে মামলা করতে পারেন? Government Pleader Attorney General Public Prosecutor জেলা প্রশাসক সঠিক উত্তর : Attorney General ; [ধারা : ৯২, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : Attorney General ; [ধারা : ৯২, দেওয়ানি কার্যবিধি] 32 / 76 32. দেওয়ানি কার্যবিধির ৯০ ধারায় উল্লিখিত ‘আদালতের মতামতের জন্য মোকদ্দমা বিবৃত করার ক্ষমতা’ বলতে নিচের কোনটি বোঝানো হয়? বন্ধুত্বপূর্ণ মোকদ্দমা প্রর্ত্যপণকৃত মোকদ্দমা স্বার্থবিহীন মোকদ্দমা গণউপদ্রব সংক্রান্ত মোকদ্দমা সঠিক উত্তর : বন্ধুত্বপূর্ণ মোকদ্দমা ; [ধারা : ৯০, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : বন্ধুত্বপূর্ণ মোকদ্দমা ; [ধারা : ৯০, দেওয়ানি কার্যবিধি] 33 / 76 33. মোকদ্দমার পক্ষ হিসেবে কোনো বিদেশী রাষ্ট্রের শাসনকর্তার কী নাম হবে আদালতে? বিদেশী রাষ্ট্র উক্ত রাষ্ট্রটির নামে উক্ত শাসনকর্তার নিজ নাম বর্ণিত যেকোনোটিই হতে পারে সঠিক উত্তর : উক্ত রাষ্ট্রটির নামে ; [ধারা ৮৭, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : উক্ত রাষ্ট্রটির নামে ; [ধারা ৮৭, দেওয়ানি কার্যবিধি] 34 / 76 34. নারায়নগঞ্জ জেলার একটি সরকারি জমি নিয়ে কোনো ব্যক্তি কর্তৃক মোকদ্দমায় ‘বাংলাদেশ’ বিবাদী পক্ষ হলেও পদাধিকারবলে কাকে এখানে পক্ষ ঘোষণা করতে হবে? জেলা প্রশাসক, নারায়নগঞ্জ পুলিশ কমিশনার, নারায়নগঞ্জ সংশ্লিষ্ট থানার থানার কর্মকর্তা ভূমি মন্ত্রনালয়, বাংলাদেশ সরকার সঠিক উত্তর : জেলা প্রশাসক, নারায়নগঞ্জ ; [ধারা : ৭৯, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : জেলা প্রশাসক, নারায়নগঞ্জ ; [ধারা : ৭৯, দেওয়ানি কার্যবিধি] 35 / 76 35. সরকার কর্তৃক বা সরকারী কর্মচারীর পদাধিকারবলে তাদের বিরুদ্ধে মোকদ্দমা করার পদ্ধতিগত বিধানসমূহ কোন আদেশে বর্ণিত আছে? ২৫ আদেশে ২৭ আদেশে ৩৩ আদেশে ৩৭ আদেশে সঠিক উত্তর : ২৭ আদেশে ; [আদেশ ২৭, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ২৭ আদেশে ; [আদেশ ২৭, দেওয়ানি কার্যবিধি] 36 / 76 36. The Code of Civil Procedure, 1908 এর কোন বিধানটি নিষেধাজ্ঞা সম্পর্কিত নয়? [বার : ২০২০] Section 94 (c) Order-XXXIX, rule-1&2 Section 94 (e) Order-XXXIX, rule-5(A) সঠিক উত্তর : Section 94 (e) ; [ধারা : ৯৪(ঙ), দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : Section 94 (e) ; [ধারা : ৯৪(ঙ), দেওয়ানি কার্যবিধি] 37 / 76 37. দেওয়ানি কার্যবিধিতে সালিশ বা Arbitration এর বিধান কোন ধারায় বর্ণিত আছে? ৮৯ক ৮৯খ ৮৯গ ৮৯ সঠিক উত্তর : ৮৯খ ; [ধারা : ৮৯খ, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ৮৯খ ; [ধারা : ৮৯খ, দেওয়ানি কার্যবিধি] 38 / 76 38. নিম্নের কে ‘Panel of Mediators’ এ অন্তুর্ভুক্ত হতে পারবেন না? [জুডি. : ২০২২] অবসরপ্রাপ্ত বিচারক স্থানীয় বারের সভাপতি স্বায়ত্বশাসিত সংস্থায় চাকুরিরত ব্যক্তি লাভজনক সরকারী পদে চাকুরিরত ব্যক্তি সঠিক উত্তর : লাভজনক সরকারী পদে চাকুরিরত ব্যক্তি ; [ধারা : ৮৯ক(১০), দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : লাভজনক সরকারী পদে চাকুরিরত ব্যক্তি ; [ধারা : ৮৯ক(১০), দেওয়ানি কার্যবিধি] 39 / 76 39. মধ্যস্থতায় প্রদত্ত বিবৃতি, সাক্ষ্য, স্বীকৃতি, মন্তব্য ইত্যাদি - একই মোকদ্দমায় উদ্ধৃতি আকারে পরে ব্যবহার করা যাবে গোপণীয় থাকবে একই মোকদ্দমার সাক্ষ্যে পরে ব্যবহার করা যাবে প্রকাশ্যে অনুষ্ঠিত হবে সঠিক উত্তর : গোপণীয় থাকবে ; [ধারা : ৮৯ক(৮), দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : গোপণীয় থাকবে ; [ধারা : ৮৯ক(৮), দেওয়ানি কার্যবিধি] 40 / 76 40. Suits relating to Public Matters - দেওয়ানি কার্যবিধির কোন অংশে বিধৃত রয়েছে? কার্যবিধির তৃতীয় ভাগে কার্যবিধির চতুর্থ ভাগে কার্যবিধির পঞ্চম ভাগে কার্যবিধির ষষ্ঠ ভাগে সঠিক উত্তর : কার্যবিধির পঞ্চম ভাগে ; [৫ম ভাগ, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : কার্যবিধির পঞ্চম ভাগে ; [৫ম ভাগ, দেওয়ানি কার্যবিধি] 41 / 76 41. লিখিত নোটিশ ছাড়া সরকারের কোন মামলা দায়ের করা হলে লিখিত জবাব দাখিলের জন্য আদালত সরকারকে কমপক্ষে .......সময় দিবেন। [জুডি. : ২০১৮] ১ মাস ২ মাস ৩ মাস ৪ মাস সঠিক উত্তর : ৩ মাস ; [ধারা : ৮০, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ৩ মাস ; [ধারা : ৮০, দেওয়ানি কার্যবিধি] 42 / 76 42. Suits relating to Public Matters - এর ক্ষেত্রে অ্যাটর্নি জেনারেলের ক্ষমতা কোনো কালেক্টর প্রয়োগ করতে পারেন কোন ধারার বিধান অনুযায়ী? ৯১ ধারার বিধানুসারে ৯২ ধারার বিধানুসারে ৯৩ ধারার বিধানুসারে ৯৪ ধারার বিধানুসারে সঠিক উত্তর : ৯১ ধারার বিধানুসারে ; [ধারা : ৯৩, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ৯১ ধারার বিধানুসারে ; [ধারা : ৯৩, দেওয়ানি কার্যবিধি] 43 / 76 43. মোকদ্দমা প্রত্যাহারের পদ্ধতিগত বিধান দেওয়ানি কার্যবিধির কোন আদেশে বলা আছে? আদেশ ২১ আদেশ ২২ আদেশ ২৩ আদেশ ২৪ সঠিক উত্তর : আদেশ ২৩ ; [আদেশ ২৩ : বিধি ১, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : আদেশ ২৩ ; [আদেশ ২৩ : বিধি ১, দেওয়ানি কার্যবিধি] 44 / 76 44. সরকার পক্ষকে নোটিশ প্রদান না করে দেওয়ানি মামলা করলে, সরকার বিবাদীকে লিখিত বর্ণনা দাখিলের জন্য আদালত কত দিনের সময় মঞ্জুর করেন? সর্বোচ্চ ৩ মাস সময় কমপক্ষে ৩ মাস সময় সর্বোচ্চ ২ মাস সময় কমপক্ষে ২ মাস সময় সঠিক উত্তর : কমপক্ষে ৩ মাস সময় ; [ধারা : ৮০, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : কমপক্ষে ৩ মাস সময় ; [ধারা : ৮০, দেওয়ানি কার্যবিধি] 45 / 76 45. কোনো মামলায় একাধিক বাদী থাকলে কোনো একজনকে আদালত মামলাটির দাবি প্রত্যাহারের অনুমতি দিতে পারে - [বার : ২০১৫] অন্য বিবাদীর সম্মতিতে অন্য বাদীদের সম্মতিতে সরকারি কৌসুলির অনুমতিতে আইনজীবীর সম্মতিতে সঠিক উত্তর : অন্য বাদীদের সম্মতিতে ; [আদেশ ২৩ : বিধি ১, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : অন্য বাদীদের সম্মতিতে ; [আদেশ ২৩ : বিধি ১, দেওয়ানি কার্যবিধি] 46 / 76 46. Public charities নিয়ে দেওয়ানি কার্যবিধি অনুসারে কোনো বেসরকারি ব্যক্তির মোকদ্দমা করতে পারা সম্পর্কে নিচের কোনটি সঠিক? যেকোনো বেসরকারি মোকদ্দমা করতে পারেন দুই বা ততোধিক ব্যক্তি কর্তৃক একত্রিত হয়ে মোকদ্দমা করতে হবে অ্যাটর্নি জেনারেলের অনুমতিতে দুই বা ততোধিক বেসরকারি ব্যক্তি কর্তৃক মোকদ্দমাটি দায়ের করতে হবে জেলা জজের অনুমতিতে দুই বা ততোধিক বেসরকারি ব্যক্তি কর্তৃক মোকদ্দমাটি দায়ের করতে হবে সঠিক উত্তর : অ্যাটর্নি জেনারেলের অনুমতিতে দুই বা ততোধিক বেসরকারি ব্যক্তি কর্তৃক মোকদ্দমাটি দায়ের করতে হবে ; [ধারা : ৯১, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : অ্যাটর্নি জেনারেলের অনুমতিতে দুই বা ততোধিক বেসরকারি ব্যক্তি কর্তৃক মোকদ্দমাটি দায়ের করতে হবে ; [ধারা : ৯১, দেওয়ানি কার্যবিধি] 47 / 76 47. দেওয়ানি কার্যবিধির ৮৯ক ধারাটি কোন আইন ব্যতীত প্রয়োগযোগ্য বলে বিধান রয়েছে? অর্থঋণ আদালত আইন, ২০০৩ সাইবার নিরাপত্তা আইন, ২০২৩ ভূমি সংস্কার আইন, ২০২৩ বর্ণিত সবগুলোই সঠিক সঠিক উত্তর : অর্থঋণ আদালত আইন, ২০০৩ ; [ধারা : ৮৯ক(১), দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : অর্থঋণ আদালত আইন, ২০০৩ ; [ধারা : ৮৯ক(১), দেওয়ানি কার্যবিধি] 48 / 76 48. মধ্যস্থতায় প্রদত্ত বিবৃতি, সাক্ষ্য, স্বীকৃতি, মন্তব্য ইত্যাদি সম্পর্কে কোন কথাটি সঠিক? একই মোকদ্দমায় উদ্ধৃতি আকারে পরে ব্যবহার করা যাবে না অবশ্যই গোপণীয় হবে একই মোকদ্দমার সাক্ষ্যে পরে ব্যবহার করা যাবে না বর্ণিত সবগুলোই সঠিক সঠিক উত্তর : বর্ণিত সবগুলোই সঠিক ; [ধারা : ৮৯ক(৮), দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : বর্ণিত সবগুলোই সঠিক ; [ধারা : ৮৯ক(৮), দেওয়ানি কার্যবিধি] 49 / 76 49. দেওয়ানি কার্যবিধির ৮৯খ ধারা মোতাবেক সালিশ নিষ্পত্তিতে কোন আইনকে বিশেষভাবে অনুরসরণ করতে হয়? সালিশ আইন, ২০০০ সালিশ আইন, ২০০৬ সালিশ আইন, ২০০১ সালিশ আইন, ২০০৭ সঠিক উত্তর : সালিশ আইন, ২০০১ ; [ধারা : ৮৯খ, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : সালিশ আইন, ২০০১ ; [ধারা : ৮৯খ, দেওয়ানি কার্যবিধি] 50 / 76 50. মধ্যস্থতা সফল হলে সংশ্লিষ্ট আদালত কত দিনের ভেতরে আদেশ বা ডিক্রি মঞ্জুর করবেন? ৭ দিনের ভেতরে ১০ দিনের ভেতরে ১৪ দিনের ভেতরে ১৫ দিনের ভেতরে সঠিক উত্তর : ৭ দিনের ভেতরে ; [ধারা : ৮৯ক(৫), দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ৭ দিনের ভেতরে ; [ধারা : ৮৯ক(৫), দেওয়ানি কার্যবিধি] 51 / 76 51. দেওয়ানি কার্যবিধি অনুসারে Public nuisances নিয়ে মোকদ্দমার প্রতিকার কেমন ধরণের হতে পারে? চুক্তিপত্রের ধরণে ঘোষণা এবং নিষেধাজ্ঞার ধরণে দখল বুঝিয়ে দেবার ধরণে উপরোক্ত যেকোনো প্রকারে সঠিক উত্তর : ঘোষণা এবং নিষেধাজ্ঞার ধরণে ; [ধারা : ৯১, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ঘোষণা এবং নিষেধাজ্ঞার ধরণে ; [ধারা : ৯১, দেওয়ানি কার্যবিধি] 52 / 76 52. মধ্যস্থতাকারী প্যানেলের তালিকা প্রস্তুত করতে জেলা জজ কার সাথে পরামর্শ করবেন? হাইকোর্ট বিভাগের সাথে নিজ বিচার বিভাগের সকল জজের সাথে অ্যাটর্নি জেনারেলের সাথে জেলা আইনজীবী সমিতির সভাপতির সাথে সঠিক উত্তর : জেলা আইনজীবী সমিতির সভাপতির সাথে ; [ধারা : ৮৯ক(১০), দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : জেলা আইনজীবী সমিতির সভাপতির সাথে ; [ধারা : ৮৯ক(১০), দেওয়ানি কার্যবিধি] 53 / 76 53. সরকার পক্ষকে নোটিশ প্রদান না করে দেওয়ানি মামলা করলে, সরকার বিবাদীকে লিখিত বর্ণনা দাখিলের জন্য আদালত অন্যূন কত দিনের সময় মঞ্জুর করেন? [জুডি. : ২০১২] ৩০ দিন ২ মাস ৩ মাস ৬ মাস সঠিক উত্তর : ৩ মাস ; [ধারা : ৮০, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ৩ মাস ; [ধারা : ৮০, দেওয়ানি কার্যবিধি] 54 / 76 54. The Code of Civil Procedure, 1908 অনুযায়ী The Code of Civil Procedure, প্রতিরোধে নিষেধাজ্ঞার জন্য কে মামলা করতে পারেন? [বার : ২০২০] Government Pleader Attorney General Public Prosecutor জেলা প্রশাসক সঠিক উত্তর : Attorney General ; [ধারা : ৯১, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : Attorney General ; [ধারা : ৯১, দেওয়ানি কার্যবিধি] 55 / 76 55. দেওয়ানি আপিলে মধ্যস্থতা করার বিধান দেওয়ানি কার্যবিধির কোন ধারায় উল্লেখ আছে? [বার : ২০১৭] ১৩ ধারায় ২৩ ধারায় ৮৩ ধারায় ৮৯গ ধারায় সঠিক উত্তর : ৮৯গ ধারায় ; [ধারা : ৮৯গ, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ৮৯গ ধারায় ; [ধারা : ৮৯গ, দেওয়ানি কার্যবিধি] 56 / 76 56. The Code of Civil Procedure, 1908 এর ... ধারায় Interpleader Suit দায়ের বিধান রয়েছে। [বার : ২০২০] ৯০ ৮৮ ৯২ ৮২ সঠিক উত্তর : ৮৮ ; [ধারা : ৮৮, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ৮৮ ; [ধারা : ৮৮, দেওয়ানি কার্যবিধি] 57 / 76 57. Supplemental proceedings - দেওয়ানি কার্যবিধির কোন ধারার বিধান? ৭৬ ধারার বিধান ৭৪ ধারার বিধান ৯৬ ধারার বিধান ৯৪ ধারার বিধান সঠিক উত্তর : ৯৪ ধারার বিধান ; [ধারা : ৯৪, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ৯৪ ধারার বিধান ; [ধারা : ৯৪, দেওয়ানি কার্যবিধি] 58 / 76 58. দেওয়ানি কার্যবিধির বিকল্প বিরোধ নিষ্পত্তি সংক্রান্ত বিষয়গুলোর সিংহভাগ পরিবর্তন কোন সালের সংশোধনীতে যুক্ত করা হয়? ২০০৩ ২০০৬ ২০১২ ২০১৬ সঠিক উত্তর : ২০১২ ; [ধারা : ৮৯ক—৮৯ঙ, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ২০১২ ; [ধারা : ৮৯ক—৮৯ঙ, দেওয়ানি কার্যবিধি] 59 / 76 59. সরকারী কর্মচারীর পদাধিকারবলে তাদের বিরুদ্ধে মোকদ্দমার ক্ষেত্রে ডিক্রি জারি হয় কোন ধারাবলে? ৭৯ ধারাবলে ৮০ ধারাবলে ৮২ ধারাবলে ৮৭ ধারাবলে সঠিক উত্তর : ৮২ ধারাবলে ; [ধারা ৮২, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ৮২ ধারাবলে ; [ধারা ৮২, দেওয়ানি কার্যবিধি] 60 / 76 60. ইন্টারপ্লিডার মোকদ্দমা বলতে আপনি নিচের কোনটি বোঝেন? বন্ধুত্বপূর্ণ মোকদ্দমা প্রর্ত্যপণকৃত মোকদ্দমা স্বার্থবিহীন মোকদ্দমা গণউপদ্রব সংক্রান্ত মোকদ্দমা সঠিক উত্তর : স্বার্থবিহীন মোকদ্দমা ; [ধারা ৮৮, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : স্বার্থবিহীন মোকদ্দমা ; [ধারা ৮৮, দেওয়ানি কার্যবিধি] 61 / 76 61. দেওয়ানি কার্যবিধিতে মধ্যস্থতা বা Mediation এর বিধান কোন ধারায় বর্ণিত আছে? ৮৯ক ৮৯খ ৮৯গ ৮৯ সঠিক উত্তর : ৮৯ক ; [ধারা : ৮৯ক, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ৮৯ক ; [ধারা : ৮৯ক, দেওয়ানি কার্যবিধি] 62 / 76 62. শাসনতান্ত্রিক আইন বা সংবিধান সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন সংক্রান্ত মোকদ্দমায় আদালত কোন বিধিবলে সরকারকে পক্ষ হিসেবে সংযোজন করার আদেশ দেবেন? ২৭ আদেশের ১ বিধিবলে ২৭ আদেশের ১ক বিধিবলে ২৭ক আদেশের ১ বিধিবলে ২৭ক আদেশের ২ বিধিবলে সঠিক উত্তর : ২৭ক আদেশের ১ বিধিবলে ; [আদেশ ২৭ক : বিধি ২, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ২৭ক আদেশের ১ বিধিবলে ; [আদেশ ২৭ক : বিধি ২, দেওয়ানি কার্যবিধি] 63 / 76 63. দেওয়ানি কার্যবিধির ৮৮ ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক? বিশেষ মোকদ্দমা সরকারের বিরুদ্ধে মোকদ্দমা গণউপদ্রব ইন্টারপ্লিডার সঠিক উত্তর : ইন্টারপ্লিডার ; [ধারা ৮৮, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ইন্টারপ্লিডার ; [ধারা ৮৮, দেওয়ানি কার্যবিধি] 64 / 76 64. সরকারের বিরুদ্ধে মোকদ্দমায় নোটিশের কতদিন অতিবাহিত হলে মোকদ্দমা করা যায়? ১৫ দিন ১ মাস ২ মাস ৩ মাস সঠিক উত্তর : ২ মাস ; [ধারা : ৮০, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ২ মাস ; [ধারা : ৮০, দেওয়ানি কার্যবিধি] 65 / 76 65. জনদাতব্য প্রতিষ্ঠানের ক্ষেত্রে নিচের কোন ধরণের ডিক্রি লাভের জন্য মোকদ্দমা করা যায়? ট্রাস্টি নিয়োগ বা অপসারণ প্রতিষ্ঠানটির হিসাব দাখিল সংক্রান্ত জিম্মাভুক্ত সম্পত্তি বিক্রয়, বন্ধক ইত্যাদি বিষয়ে বর্ণিত সবগুলোই সঠিক সঠিক উত্তর : ট্রাস্টি নিয়োগ বা অপসারণ ; [ধারা : ৯২, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ট্রাস্টি নিয়োগ বা অপসারণ ; [ধারা : ৯২, দেওয়ানি কার্যবিধি] 66 / 76 66. নিচের কোন ধরণের মোকদ্দমায় দাবিকৃত বস্তু আদালতে জমা দিতে হয়? [জুডি. : ২০২৪] নিঃস্ব ব্যক্তি কর্তৃক আনীত ইন্টারপ্লিডার ফোরক্লোজার হস্তান্তরযোগ্য দলিল সংক্রান্ত সঠিক উত্তর : ইন্টারপ্লিডার ; [আদেশ ৩৫ : বিধি ২, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ইন্টারপ্লিডার ; [আদেশ ৩৫ : বিধি ২, দেওয়ানি কার্যবিধি] 67 / 76 67. জনদাতব্য প্রতিষ্ঠান [Public charities] - বিষয়ে বিধান দেওয়ানি কার্যবিধির - ৮৮ ধারায় ৯০ ধারায় ৯১ ধারায় ৯২ ধারায় সঠিক উত্তর : ৯২ ধারায় ; [ধারা : ৯২, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ৯২ ধারায় ; [ধারা : ৯২, দেওয়ানি কার্যবিধি] 68 / 76 68. দেওয়ানি কার্যবিধির ৯০ ধারার সাথে নিচের কোন আদেশটি সম্পর্কিত? আদেশ ১৬ আদেশ ২৬ আদেশ ৩৬ আদেশ ৪৬ সঠিক উত্তর : আদেশ ৩৬ ; [আদেশ ৩৬, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : আদেশ ৩৬ ; [আদেশ ৩৬, দেওয়ানি কার্যবিধি] 69 / 76 69. মধ্যস্থতার মাধ্যমে প্রদত্ত কোনো আদেশ বা ডিক্রির বিরুদ্ধে কোনো আপিল বা রিভিশন চলবে না বিধানটি - ৮৯ক(১০) ধারার বিষয়বস্তু ৮৯ক(১২) ধারার বিষয়বস্তু ৮৯গ ধারার বিষয়বস্তু ৯৬ ধারার বিষয়বস্তু সঠিক উত্তর : ৮৯ক(১২) ধারার বিষয়বস্তু ; [ধারা : ৮৯ক(১২), দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ৮৯ক(১২) ধারার বিষয়বস্তু ; [ধারা : ৮৯ক(১২), দেওয়ানি কার্যবিধি] 70 / 76 70. কোন ক্ষেত্রে বাংলাদেশ পক্ষের বিবাদীকে গ্রেফতার করা যায় না? কোনো কর্মকর্তার পদাধিকারের বাইরে কৃত কাজকে কেন্দ্র করে কোনো মোকদ্দমায় কোনো কর্মকর্তার পদাধিকারবলে কৃত কাজকে কেন্দ্র করে কোনো মোকদ্দমায় যেক্ষেত্রে কোনো কর্মকর্তা অবসর গ্রহণ করেছেন বর্ণিত সবগুলো ক্ষেত্রেই সঠিক উত্তর : কোনো কর্মকর্তার পদাধিকারবলে কৃত কাজকে কেন্দ্র করে কোনো মোকদ্দমায় ; [ধারা ৮১, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : কোনো কর্মকর্তার পদাধিকারবলে কৃত কাজকে কেন্দ্র করে কোনো মোকদ্দমায় ; [ধারা ৮১, দেওয়ানি কার্যবিধি] 71 / 76 71. The Code of Civil Procedure, 1908 এর 89A ধারানুযায়ী মধ্যস্থতাকারী নিয়োগ হওয়ার কত দিনের মধ্যে মধ্যস্থতা সম্পন্ন করতে হবে? [বার : ২০২৩] ৬০ ১০ ৩০ ৭ সঠিক উত্তর : ৬০ ; [ধারা : ৮৯ক, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ৬০ ; [ধারা : ৮৯ক, দেওয়ানি কার্যবিধি] 72 / 76 72. ইন্টারপ্লিডার মোকদ্দমায় আরজির আবশ্যিক বিষয়সমূহ ছাড়া আর কোন বিষয়টি উল্লেখ থাকবে না? বাদী ও বিবাদীগণের মধ্যে কোনো যোগসাজশ নেই বিবাদীগণ কর্তৃক দাবিসমূহ পৃথকভাবে প্রণীত হয়েছে বাদী মোকদ্দমার খরচ বাদে অন্য কোনো স্বার্থ দাবি করে না এই মর্মে বিবৃতি বাদী মোকদ্দমার বিষয়বস্তুতে যে স্বার্থ দাবি করে সঠিক উত্তর : বাদী মোকদ্দমার বিষয়বস্তুতে যে স্বার্থ দাবি করে ; [আদেশ ৩৫ : বিধি ১, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : বাদী মোকদ্দমার বিষয়বস্তুতে যে স্বার্থ দাবি করে ; [আদেশ ৩৫ : বিধি ১, দেওয়ানি কার্যবিধি] 73 / 76 73. রেলওয়ে ব্যতীত অন্যান্য ক্ষেত্রে সরকারের বিরুদ্ধে মোকদ্দমায় কাকে পক্ষ করতে হয়? জেলা কালেক্টর সরকারের সচিব জেলা কালেক্টর অথবা সরকারের সচিব বর্ণিত কোনোটিই সঠিক নয় সঠিক উত্তর : জেলা কালেক্টর অথবা সরকারের সচিব ; [ধারা : ৮০, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : জেলা কালেক্টর অথবা সরকারের সচিব ; [ধারা : ৮০, দেওয়ানি কার্যবিধি] 74 / 76 74. দেওয়ানি কার্যবিধির ৯১ ও ৯২ ধারার ক্ষমতার অনুশীলন আর কে করতে পারেন? জেলার কালেক্টর বা অন্য কোনো কর্মকর্তা বিভাগীয় কমিশনার আইন মন্ত্রনালয় বর্ণিত যে কেউ সঠিক উত্তর : জেলার কালেক্টর বা অন্য কোনো কর্মকর্তা ; [ধারা : ৯৩, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : জেলার কালেক্টর বা অন্য কোনো কর্মকর্তা ; [ধারা : ৯৩, দেওয়ানি কার্যবিধি] 75 / 76 75. মধ্যস্থতার জন্য প্রেরিত মোকদ্দমা সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক? মোকদ্দমাটি উত্তোলন [withdrawal] করতে পক্ষগণকে কোনো বাধা প্রদান করবে না মোকদ্দমাটি সমন্বয় [adjustment] করতে পক্ষগণকে কোনো বাধা প্রদান করবে না মোকদ্দমাটি মীমাংসা [compromise] করতে পক্ষগণকে কোনো বাধা প্রদান করবে না বর্ণিত সবগুলো বাক্যই সঠিক সঠিক উত্তর : বর্ণিত সবগুলো বাক্যই সঠিক ; [ধারা : ৮৯ক(১৩), দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : বর্ণিত সবগুলো বাক্যই সঠিক ; [ধারা : ৮৯ক(১৩), দেওয়ানি কার্যবিধি] 76 / 76 76. দেওয়ানি কার্যবিধির ৮৯গ ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক? মধ্যস্থতা সালিশ আপিলে মধ্যস্থতা মধ্যস্থতার বিশেষ বিধান সঠিক উত্তর : আপিলে মধ্যস্থতা ; [ধারা : ৮৯গ, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : আপিলে মধ্যস্থতা ; [ধারা : ৮৯গ, দেওয়ানি কার্যবিধি] Your score is Facebook 0% Restart quiz By Wordpress Quiz plugin