আইনকানুন একাডেমি

/76
1

CPC [Sec. 79-95 & Order 35, 36, 27, 27A, 23] - Advanced Exam

এখানে দেওয়ানি কার্যবিধির ৭৯-৯৫ ধারা এবং ৩৫, ৩৬, ২৭, ২৭ক এবং ২৩ নং আদেশ নিয়ে অ্যাডভান্সড লেভেলের এমসিকিউ টেস্ট আছে। সংশ্লিষ্ট ধারাগুলো পড়ে নিয়ে এটি অনুশীলন করুন।

এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন। ইমেইলটি লেখা বাধ্যতামূলক নয়; তবে, ইমেইল এড্রেস দিলে আপনার ইমেইলে বিস্তারিত ফলাফল চলে যাবে।

1 / 76

1. Public charities নিয়ে দেওয়ানি কার্যবিধি অনুসারে কোনো বেসরকারি ব্যক্তির মোকদ্দমা করতে পারা সম্পর্কে নিচের কোনটি সঠিক?

2 / 76

2. জনদাতব্য প্রতিষ্ঠান [Public charities] - বিষয়ে বিধান দেওয়ানি কার্যবিধির -

3 / 76

3. মোকদ্দমা প্রত্যাহারের পদ্ধতিগত বিধান দেওয়ানি কার্যবিধির কোন আদেশে বলা আছে?

4 / 76

4. শাসনতান্ত্রিক আইন বা সংবিধান সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন সংক্রান্ত মোকদ্দমায় আদালত কোন বিধিবলে সরকারকে পক্ষ হিসেবে সংযোজন করার আদেশ দেবেন?

5 / 76

5. সরকার পক্ষকে নোটিশ প্রদান না করে দেওয়ানি মামলা করলে, সরকার বিবাদীকে লিখিত বর্ণনা দাখিলের জন্য আদালত অন্যূন কত দিনের সময় মঞ্জুর করেন? [জুডি. : ২০১২]

6 / 76

6. Suits relating to Public Matters - এর ক্ষেত্রে অ্যাটর্নি জেনারেলের ক্ষমতা কোনো কালেক্টর প্রয়োগ করতে পারেন কোন ধারার বিধান অনুযায়ী?

7 / 76

7. The Code of Civil Procedure, 1908 অনুযায়ী Public charities নিয়ে কে মামলা করতে পারেন?

8 / 76

8. স্বার্থবিহীন মোকদ্দমা সংক্রান্ত পদ্ধতিগত বিধানের বিস্তারিত দেওয়ানি কার্যবিধির কোন আদেশে দেওয়া আছে?

9 / 76

9. The Code of Civil Procedure, 1908 অনুযায়ী The Code of Civil Procedure, প্রতিরোধে নিষেধাজ্ঞার জন্য কে মামলা করতে পারেন? [বার : ২০২০]

10 / 76

10. দেওয়ানি মামলায় সরকার কর্তৃক বা সরকারের বিরুদ্ধে মামলা হলে সরকার পক্ষ কে কী নামে অভিহিত করা হয়?

11 / 76

11. বাদীর মোকদ্দমাটি ব্যর্থ হলে এবং মোকদ্দমাটির যুক্তিসঙ্গত কারণ না থাকলে বিবাদী দেওয়ানি কার্যবিধির কোন ধারাবলে ক্ষতিপূরণের দাবি করে আদালতে দরখাস্ত করতে পারে?

12 / 76

12. ইন্টারপ্লিডার মোকদ্দমা দেওয়ানি কার্যবিধির কত ধারার বিষয়বস্তু?

13 / 76

13. Public nuisances নিয়ে দেওয়ানি কার্যবিধি অনুসারে কোনো বেসরকারি ব্যক্তির মোকদ্দমা করতে পারা সম্পর্কে নিচের কোনটি সঠিক?

14 / 76

14. নারায়নগঞ্জ জেলার একটি সরকারি জমি নিয়ে কোনো ব্যক্তি কর্তৃক মোকদ্দমায় ‘বাংলাদেশ’ বিবাদী পক্ষ হলেও পদাধিকারবলে কাকে এখানে পক্ষ ঘোষণা করতে হবে?

15 / 76

15. নিম্নের কে ‘Panel of Mediators’ এ অন্তুর্ভুক্ত হতে পারবেন না? [জুডি. : ২০২২]

16 / 76

16. দেওয়ানি কার্যবিধিতে সালিশ বা Arbitration এর বিধান কোন ধারায় বর্ণিত আছে?

17 / 76

17. দেওয়ানি কার্যবিধির ৮০ ধারার শিরোনাম ‘নোটিশ’। এই নোটিশ এর অর্থ হিসেবে নিচের কোন বাক্য বা বিষয়বস্তু সঠিক?

18 / 76

18. স্বয়ং বিচারিক আদালতের জজ মধ্যস্থতা করার চেষ্টা করে ব্যর্থ হলে -

19 / 76

19. দেওয়ানি কার্যবিধির ৯৪ ধারানুসারে আদালত যে ৫টি ক্ষেত্রে যে অতিরিক্ত কার্যক্রমের আদেশ দিতে পারেন তার প্রধান উদ্দেশ্য নিচের কোনটি?

20 / 76

20. সরকার পক্ষকে নোটিশ প্রদান না করে দেওয়ানি মামলা করলে, সরকার বিবাদীকে লিখিত বর্ণনা দাখিলের জন্য আদালত কত দিনের সময় মঞ্জুর করেন?

21 / 76

21. Mediation- এর আদেশ হওয়ার পরে সর্বোচ্চ কত দিনের মধ্যে উক্তরূপে Mediation- এর কাজ শেষ করতে হবে? [জুডি. : ২০০৮]

22 / 76

22. The Code of Civil Procedure, 1908 এর ... ধারায় Interpleader Suit দায়ের বিধান রয়েছে। [বার : ২০২০]

23 / 76

23. Supplemental proceedings - দেওয়ানি কার্যবিধির কোন ধারার বিধান?

24 / 76

24. সরকারি পদাধিকারবলে কৃত কোনো কাজের জন্য মোকদ্দমায় উক্ত কর্মকর্তার গ্রেফতার ও হাজিরা থেকে অব্যহতি দেওয়ানি কার্যবিধির কোন ধারার বিষয়বস্তু?

25 / 76

25. মোকদ্দমার আপস [Compromise of suit] — কোন আদেশের কোন বিধির বিষয়বস্তু?

26 / 76

26. রেলওয়ে ব্যতীত অন্যান্য ক্ষেত্রে সরকারের বিরুদ্ধে মোকদ্দমায় কাকে পক্ষ করতে হয়?

27 / 76

27. মধ্যস্থতার মাধ্যমে প্রদত্ত আপোষ ডিক্রির কারণে কোনো পক্ষ সংক্ষুব্ধ হলে, তার প্রতিকার নিম্নের কোনটি? [জুডি. : ২০১৪]

28 / 76

28. দেওয়ানি কার্যবিধির বিকল্প বিরোধ নিষ্পত্তি সংক্রান্ত বিষয়গুলোর সিংহভাগ পরিবর্তন কোন সালের সংশোধনীতে যুক্ত করা হয়?

29 / 76

29. দেওয়ানি মোকদ্দমা প্রত্যাহার ও মীমাংসা প্রশ্নে নিচের কোনটি সঠিক বাক্য নয়?

30 / 76

30. মোকদ্দমার পক্ষ হিসেবে কোনো বিদেশী রাষ্ট্রের শাসনকর্তার কী নাম হবে আদালতে?

31 / 76

31. জনদাতব্য প্রতিষ্ঠান বা Public charities নিয়ে মোকদ্দমার কারণ কেন উদ্ভব হয় সাধারণত?

32 / 76

32. As per Section 89A of the Code of Civil Procedure, 1908 after filing written statement the court - [জুডি. : ২০১৮]

33 / 76

33. সরকারী কর্মচারীর পদাধিকারবলে তাদের বিরুদ্ধে মোকদ্দমার ক্ষেত্রে ডিক্রি জারি হয় কোন ধারাবলে?

34 / 76

34. দেওয়ানি কার্যবিধির ৮৯খ ধারা মোতাবেক সালিশ নিষ্পত্তিতে কোন আইনকে বিশেষভাবে অনুরসরণ করতে হয়?

35 / 76

35. শাসনতান্ত্রিক আইন বা সংবিধান সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠলে সে বিষয়ে কাকে নোটিশ না দেওয়া পর্যন্ত উক্ত মোকদ্দমার বিচার করা যায় না?

36 / 76

36. কে ইন্টারপ্লিডার স্যুট দায়ের করতে পারে না?

37 / 76

37. ইন্টারপ্লিডার মোকদ্দমা বলতে আপনি নিচের কোনটি বোঝেন?

38 / 76

38. সরকারের বিরুদ্ধে মোকদ্দমা করতে কতদিন আগে নোটিশ দিতে হয়?

39 / 76

39. দেওয়ানি কার্যবিধির ৯১ ও ৯২ ধারার ক্ষমতার অনুশীলন আর কে করতে পারেন?

40 / 76

40. মধ্যস্থতায় প্রদত্ত বিবৃতি, সাক্ষ্য, স্বীকৃতি, মন্তব্য ইত্যাদি সম্পর্কে কোন কথাটি সঠিক?

41 / 76

41. দেওয়ানি কার্যবিধির ৯০ ধারার সাথে নিচের কোন আদেশটি সম্পর্কিত?

42 / 76

42. বাদী বা বিবাদী হিসেবে সরকার পক্ষের নাম হবে ‘বাংলাদেশ’ - এটি দেওয়ানি কার্যবিধির কোথায় উল্লেখ আছে?

43 / 76

43. কোনো মামলায় একাধিক বাদী থাকলে কোনো একজনকে আদালত মামলাটির দাবি প্রত্যাহারের অনুমতি দিতে পারে - [বার : ২০১৫]

44 / 76

44. The Code of Civil Procedure, 1908 এর 89A ধারানুযায়ী মধ্যস্থতাকারী নিয়োগ হওয়ার কত দিনের মধ্যে মধ্যস্থতা সম্পন্ন করতে হবে? [বার : ২০২৩]

45 / 76

45. বাদীর মোকদ্দমাটি ব্যর্থ হলে এবং মোকদ্দমাটির যুক্তিসঙ্গত কারণ না থাকলে বিবাদী দেওয়ানি কার্যবিধির বিধানুসারে সর্বোচ্চ ক্ষতিপূরণ পেতে পারেন?

46 / 76

46. মধ্যস্থতা সফল হলে সংশ্লিষ্ট আদালত কত দিনের ভেতরে আদেশ বা ডিক্রি মঞ্জুর করবেন?

47 / 76

47. শাসনতান্ত্রিক আইন বা সংবিধান সংক্রান্ত কোনো প্রশ্ন উঠলে পদ্ধতিগত বিধান সম্পর্কে দেওয়ানি কার্যবিধির কোথায় বর্ণিত রয়েছে?

48 / 76

48. ইন্টারপ্লিডার মোকদ্দমায় আরজির আবশ্যিক বিষয়সমূহ ছাড়া আর কোন বিষয়টি উল্লেখ থাকবে না?

49 / 76

49. দেওয়ানি কার্যবিধিতে মধ্যস্থতা বা Mediation এর বিধান কোন ধারায় বর্ণিত আছে?

50 / 76

50. লিখিত নোটিশ ছাড়া সরকারের কোন মামলা দায়ের করা হলে লিখিত জবাব দাখিলের জন্য আদালত সরকারকে কমপক্ষে .......সময় দিবেন। [জুডি. : ২০১৮]

51 / 76

51. ইন্টারপ্লিডার মোকদ্দমায় বিষয়বস্তুটি যদি কোনো বস্তু হয় তা মোকদ্দমার -

52 / 76

52. কোন ক্ষেত্রে বাংলাদেশ পক্ষের বিবাদীকে গ্রেফতার করা যায় না?

53 / 76

53. ফ্রেন্ডলি স্যুট দেওয়ানি কার্যবিধির কত ধারার বিষয়বস্তু?

54 / 76

54. সরকারের বিরুদ্ধে মোকদ্দমায় নোটিশের কতদিন অতিবাহিত হলে মোকদ্দমা করা যায়?

55 / 76

55. The Code of Civil Procedure, 1908 এর ঝবপঃরড়হ ৮৯অ (১০) এর বিধানানুযায়ী ‘Panel of Mediators’ প্রস্তুত করেন কে? [বার : ২০২২]

56 / 76

56. দেওয়ানি কার্যবিধির ৯৪ ধারানুসারে আদালত কতটি ক্ষেত্রে অতিরিক্ত আকারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেন আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতাবলে?

57 / 76

57. দেওয়ানি কার্যবিধির ৮৯গ ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক?

58 / 76

58. দেওয়ানি কার্যবিধি অনুসারে Public nuisances নিয়ে মোকদ্দমার প্রতিকার কেমন ধরণের হতে পারে?

59 / 76

59. সরকার কর্তৃক বা সরকারী কর্মচারীর পদাধিকারবলে তাদের বিরুদ্ধে মোকদ্দমা করার পদ্ধতিগত বিধানসমূহ কোন আদেশে বর্ণিত আছে?

60 / 76

60. Compensation for obtaining arrest, attachment or injunction on insufficient grounds - দেওয়ানি কার্যবিধির কোন ধারার বিধান?

61 / 76

61. দেওয়ানি কার্যবিধির ৮৮ ধারার সাথে নিচের কোন আদেশটি সম্পর্কিত?

62 / 76

62. মধ্যস্থতার জন্য প্রেরিত মোকদ্দমা সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক?

63 / 76

63. দেওয়ানি কার্যবিধির ৮৯ক ধারাটি কোন আইন ব্যতীত প্রয়োগযোগ্য বলে বিধান রয়েছে?

64 / 76

64. দেওয়ানি আপিলে মধ্যস্থতা করার বিধান দেওয়ানি কার্যবিধির কোন ধারায় উল্লেখ আছে? [বার : ২০১৭]

65 / 76

65. মধ্যস্থতাকারী প্যানেলের তালিকা প্রস্তুত করতে জেলা জজ কার সাথে পরামর্শ করবেন?

66 / 76

66. মধ্যস্থতায় প্রদত্ত বিবৃতি, সাক্ষ্য, স্বীকৃতি, মন্তব্য ইত্যাদি -

67 / 76

67. জনদাতব্য প্রতিষ্ঠানের ক্ষেত্রে নিচের কোন ধরণের ডিক্রি লাভের জন্য মোকদ্দমা করা যায়?

68 / 76

68. Suits relating to Public Matters - দেওয়ানি কার্যবিধির কোন অংশে বিধৃত রয়েছে?

69 / 76

69. দেওয়ানি কার্যবিধির ৮৮ ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক?

70 / 76

70. মধ্যস্থতার মাধ্যমে প্রদত্ত কোনো আদেশ বা ডিক্রির বিরুদ্ধে কোনো আপিল বা রিভিশন চলবে না বিধানটি -

71 / 76

71. নিচের কোন ধরণের মোকদ্দমায় দাবিকৃত বস্তু আদালতে জমা দিতে হয়? [জুডি. : ২০২৪]

72 / 76

72. মধ্যস্থতা সফল হলে সংশ্লিষ্ট আদালত ৭ দিনের ভেতরে আদেশ বা ডিক্রি মঞ্জুর করবেন কোন আদেশের নিয়মানুসারে?

73 / 76

73. দেওয়ানি কার্যবিধির কোন ধারায় Public nuisances নিয়ে বিধান রয়েছে?

74 / 76

74. বাদী মোকদ্দমার দাবি প্রতিষ্ঠায় ব্যর্থ হলে বিবাদী কতটি ক্ষেত্রে ক্ষতিপূরণের দাবি করে আদালতে দরখাস্ত করতে পারে?

75 / 76

75. দেওয়ানি কার্যবিধির ৯০ ধারায় উল্লিখিত ‘আদালতের মতামতের জন্য মোকদ্দমা বিবৃত করার ক্ষমতা’ বলতে নিচের কোনটি বোঝানো হয়?

76 / 76

76. The Code of Civil Procedure, 1908 এর কোন বিধানটি নিষেধাজ্ঞা সম্পর্কিত নয়? [বার : ২০২০]

Your score is

0%