আইনকানুন একাডেমি

/23
0

CPC [Order 38] - Advanced Exam

এখানে দেওয়ানি কার্যবিধির ৩৮ নং আদেশ নিয়ে অ্যাডভান্সড লেভেলের এমসিকিউ টেস্ট আছে। সংশ্লিষ্ট ধারাগুলো পড়ে নিয়ে এটি অনুশীলন করুন।

এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন। ইমেইলটি লেখা বাধ্যতামূলক নয়; তবে, ইমেইল এড্রেস দিলে আপনার ইমেইলে বিস্তারিত ফলাফল চলে যাবে।

1 / 23

1. একটি দেওয়ানি মোকদ্দমায় নিচে বর্ণিত কোন কারণে বিবাদীর জামিনদারের প্রয়োজর পড়তে পারে?

2 / 23

2. দেওয়ানি কার্যবিধির ৩৮ আদেশানুসারে কোন প্রকারে সম্পত্তি ক্রোক করবেন?

3 / 23

3. কোন মামলায় আদালত রায়ের পূর্বে গ্রেপ্তারী পরোয়ানা ইস্যু করতে পারে? [বার : ২০১৫]

4 / 23

4. কোন ধরনের মামলায় আদালত রায়ের পূর্বে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করতে পারে?

5 / 23

5. রায়ের পূর্বে সম্পত্তি ক্রোকের বিধিসমূহ নিচের কোনগুলো?

6 / 23

6. রায়ের পূর্বে সম্পত্তি ক্রোকের পদ্ধতিগত বিধানটি দেওয়ানি কার্যবিধির -

7 / 23

7. রায়ের পূর্বে বিবাদীকে গ্রেফতার করার প্রয়োজনে আদালত নির্ধারিত জামানত দেবার আদেশ পালন না করলে আদালত সর্বোচ্চ কতদিনের জন্য তাকে দেওয়ানি কারাগারে আটক রাখতে পারেন?

8 / 23

8. জামানত প্রদান করতে বলার পরেও বিবাদী জামানত না দিলে কোন বিধিবলে আদালত সম্পত্তি ক্রোকের আদেশ দিতে পারেন?

9 / 23

9. একজন সহকারী জজ আদালত নিম্নের কোন সম্পত্তি রায় প্রদানের পূর্বে অগ্রিম ক্রোকের আদেশ দিতে পারেন না? [জুডি. : ২০১২]

10 / 23

10. রায়ের পূর্বে ক্রোক এবং গ্রেফতার কত আদেশের বিষয়বস্তু?

11 / 23

11. রায়ের পূর্বেই বিবাদীকে সম্পত্তি উপস্থিত করার জন্য জামানত প্রদানের নির্দেশ দেওয়া হলেও জামানত প্রদানে অপারগতায় আদালত -

12 / 23

12. রায় প্রচারের পূর্বে শর্তাধীনে বিবাদী পক্ষের কোনো সম্পত্তি ক্রোক সংক্রান্ত বিধান The Code of Civil Procedure, 1908 এর ...... এ বর্ণিত আছে। [বার : ২০২০]

13 / 23

13. কোনটি রায়ের পূর্বে ক্রোকযোগ্য নয়? [বার : ২০১২]

14 / 23

14. বিবাদীকে সম্পত্তি উপস্থিত করার জন্য জামানত প্রদানের নির্দেশ দেওয়া যায় দেওয়ানি কার্যবিধির কোন আদেশের কোন বিধি মোতাবেক?

15 / 23

15. রায়ের পূর্বে বিবাদীর গ্রেফতারের বিধানের ক্ষেত্রে কোনো জামিনদার অব্যাহতি নিতে চাইলে একটি দেওয়ানি আদালত নিচের কোন আদেশটি দেবেন?

16 / 23

16. রায়ের পূর্বে বিবাদীকে গ্রেফতার করার প্রয়োজনে আদালত নির্ধারিত জামানত দেবার আদেশ পালন না করলে আদালত সর্বোচ্চ ৬ মাসের দেওয়ানি কারাগারে আটক রাখতে পারেন। কিন্তু কোন বিশেষ ক্ষেত্রে এটি ৬ সপ্তাহের অধিক হবে না?

17 / 23

17. কোন ধরনের মামলায় আদালত রায়ের পূর্বে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করতে পারে না?

18 / 23

18. রায়ের পূর্বে গ্রেফতারের ক্ষেত্রে দেওয়ানি কার্যবিধির কোন ধারায় বর্ণিত প্রকারের মোকদ্দমার অপ্রযোজ্যতার কথা বলা হয়েছে?

19 / 23

19. কোন ধরনের মোকদ্দমার আদালত কর্তৃক দেওয়ানি কার্যবিধির ৩৮ আদেশের বিধান প্রয়োগ করা যায় না?

20 / 23

20. কোনো কৃষিজাত দ্রব্য রায়ের পূর্বে ক্রোকযোগ্য নয় - এটি কোন আদেশের কোন বিধির বিষয়বস্তু?

21 / 23

21. রায়ের পূর্বে গ্রেফতারের বিধিসমূহ নিচের কোনগুলো?

22 / 23

22. রায়ের পূর্বে গ্রেফতারের ক্ষেত্রে দেওয়ানি কার্যবিধির কোন ধারায় বর্ণিত প্রকারের মোকদ্দমার প্রযোজ্যতার কথা বলা হয়েছে?

23 / 23

23. রায়ের পূর্বে বিবাদীর গ্রেফতারের বিধানের ক্ষেত্রে কোনো জামিনদার কোন বিধিবলে নিজের জামিনদারিত্ব থেকে অব্যাহতির দরখাস্ত করতে পারেন আদালতে?

Your score is

0%