আইনকানুন একাডেমি

/27
7

CPC [Order 22, 24 & 25] - Advanced Exam

এখানে দেওয়ানি কার্যবিধির ২২, ২৪ এবং ২৫ নং আদেশসমূহ নিয়ে অ্যাডভান্সড লেভেলের এমসিকিউ টেস্ট আছে। সংশ্লিষ্ট ধারাগুলো পড়ে নিয়ে এটি অনুশীলন করুন।

এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন। ইমেইলটি লেখা বাধ্যতামূলক নয়; তবে, ইমেইল এড্রেস দিলে আপনার ইমেইলে বিস্তারিত ফলাফল চলে যাবে।

1 / 27

1. দেওয়ানি কার্যবিধির ২২ আদেশমতে কোনো মোকদ্দমার অ্যাবেট আদেশের বিরুদ্ধে রদের আবেদন করা যায় ....।

2 / 27

2. বাদীর শোধ ক্ষমতা বা দেউলিয়াত্বের কারণে মোকদ্দমাটি অ্যাবেট হবে না - বিধানটি দেওয়ানি কার্যবিধির কোন বিধির বিষয়বস্তু?

3 / 27

3. কোনো মামলার অ্যাবেটের আদেশ রদের জন্য মৃত বাদীর বৈধ প্রতিনিধি সরাসরি দরখাস্ত করতে পারে- [বার : ২০১৫]

4 / 27

4. মোকদ্দমা করার অধিকার বিদ্যমান থাকলে পক্ষের মৃত্যুতে মোকদ্দমা বাতিল হবে না - এটি দেওয়ানি কার্যবিধির কোন আদেশের বিষয়বস্তু?

5 / 27

5. দেওয়ানি কার্যবিধির ২২ আদেশমতে বিবাদী পক্ষ কর্তৃক কায়মোকাম বা Substitution করতে হয় সর্বোচ্চ -

6 / 27

6. জামানত প্রদানের ব্যর্থতায় খারিজ আদেশ প্রত্যাহার করতে হলে আদালতের করণীয় নিচের কোনটি হতে পারে?

7 / 27

7. শুনানির পরে মৃত্যু হওয়ার কারণে মোকদ্দমা ....।

8 / 27

8. কোনো বাদী বা বিবাদী মহিলার বিবাহের কারণে মোকদ্দমাটি ....।

9 / 27

9. দেওয়ানি কার্যবিধির ২২ আদেশের ৯ক বিধি মোতাবেক কোনো অ্যাবেট আদেশ রদ করার আবেদন অগ্রাহ্য হলে -

10 / 27

10. দেওয়ানি কার্যবিধির ২২ আদেশমতে কোনো মোকদ্দমার পক্ষের ত্রুটির কারণে অ্যাবেট হয়ে তা নিচের কোনটি থেকে বারিত?

11 / 27

11. কোনো বাদী বা বিবাদীর মৃত্যুতে তার বৈধ প্রতিনিধির বৈধতা সংক্রান্ত প্রশ্নের নিষ্পত্তি কে করবেন?

12 / 27

12. মামলার অ্যাবেটমেন্ট আদেশ সরাসরি বাতিলের জন্য আদালত একজন দরখাস্তকারীর বিরুদ্ধে সর্বোচ্চ কত Cost পরিশোধের নির্দেশ দিতে পারেন? [জুডি. : ২০১৩]

13 / 27

13. কোনো বাদী বা বিবাদী মহিলার বিবাহ হলেও মোকদ্দমাটি অ্যাবেট হবে না - বিধানটি দেওয়ানি কার্যবিধির কোন বিধির বিষয়বস্তু?

14 / 27

14. শুনানির পরে মৃত্যু হবার কারণে রায় এবং মোকদ্দমাটি অ্যাবেট হবে না - বিধানটি দেওয়ানি কার্যবিধির কোন বিধির বিষয়বস্তু?

15 / 27

15. মোকদ্দমার বাদীর মৃত্যুতে পদ্ধতিগত বিধান কোন আদেশের কোন বিধির বিষয়বস্তু?

16 / 27

16. নিম্নের কোন ক্ষেত্রে মামলা অ্যাবেট হবার কারণ উদ্ভব হতে পারে? [জুডি. : ২০১৪]

17 / 27

17. স্ত্রী পক্ষ আছে এমন মোকদ্দমায় কোনো স্বামীর বিরুদ্ধেও ডিক্রিটি জারি করা যায়?

18 / 27

18. দেওয়ানি কার্যবিধির ২২ আদেশমতে কোনো মোকদ্দমার অ্যাবেট আদেশের সরাসরি রদ করা যায় -

19 / 27

19. কায়মোকাম বা Substitution বলতে নিচের কোনটি বোঝায়?

20 / 27

20. মোকদ্দমার বিবাদীর মৃত্যুতে পদ্ধতিগত বিধান কোন আদেশের কোন বিধির বিষয়বস্তু?

21 / 27

21. আদালতে পরিশোধ [Payment into court, দেওয়ানি কার্যবিধি] দেওয়ানি কার্যবিধিতে কত আদেশের বিষয়বস্তু?

22 / 27

22. দেওয়ানি কার্যবিধির ২২ আদেশমতে বাদী পক্ষ কর্তৃক কায়মোকাম বা Substitution করতে হয় সর্বোচ্চ -

23 / 27

23. বাদীর দেউলিয়াত্বের কারণে কোনো মোকদ্দমা ....।

24 / 27

24. খরচের জন্য জামানত প্রদানের ব্যর্থতার ফলাফল কী?

25 / 27

25. পক্ষগণের মৃত্যু, বিবাহ ও দেউলিয়া অবস্থার প্রভাব সম্পর্কে দেওয়ানি কার্যবিধির কোন আদেশে বিধান রয়েছে?

26 / 27

26. খরচের জন্য জামানত [Security for costs, দেওয়ানি কার্যবিধি] দেওয়ানি কার্যবিধিতে কত আদেশের বিষয়বস্তু?

27 / 27

27. দেওয়ানি কার্যবিধির ২২ আদেশমতে কোনো মোকদ্দমার অ্যাবেট আদেশে সরাসরি রদের আবেদন ৬০ দিনের মধ্যে করার বিধানটি কার্যবিধির কোথায় বর্ণিত রয়েছে?

Your score is

0%