আইনকানুন একাডেমি

/53
11

CPC [Order 15-19] - Advanced Exam

এখানে দেওয়ানি কার্যবিধির ১৫-১৯ নং আদেশসমূহ নিয়ে অ্যাডভান্সড লেভেলের এমসিকিউ টেস্ট আছে। সংশ্লিষ্ট ধারাগুলো পড়ে নিয়ে এটি অনুশীলন করুন।

এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন। ইমেইলটি লেখা বাধ্যতামূলক নয়; তবে, ইমেইল এড্রেস দিলে আপনার ইমেইলে বিস্তারিত ফলাফল চলে যাবে।

1 / 53

1. দেওয়ানি মামলায় Peremptory Hearing এর পূর্ব পর্যন্ত cost ছাড়া কতটি মুলতুবির আদেশ দেয়া যায়? [জুডি. : ২০১৪]

2 / 53

2. Parties at issue - দেওয়ানি কার্যবিধির কোন বিধির বিষয়বস্তু?

3 / 53

3. মুলতবির খরচা প্রদানে ব্যর্থতায় একতরফা ডিক্রি হলে কত দিনের মধ্যে টাকা জমা দিয়ে নথিটি পুনর্বহাল করা যায়?

4 / 53

4. কোনো মোকদ্দমার সাক্ষীদেরকে সাক্ষ্য দেবার জন্য সমন দেবার ক্ষেত্রে কোন আদেশ অনুসরণে সমন দিতে হয়?

5 / 53

5. দেওয়ানি মোকদ্দমায় চূড়ান্ত শুনানির পূর্বে কোনো পক্ষ সবোর্চ্চ কতবার সময় পেতে পারে? [বার : ২০২৩]

6 / 53

6. সাধারণত শুনানি শুরু করার অধিকার কার?

7 / 53

7. দেওয়ানি মামলায় সর্বোচ্চ কত টাকা Adjournment cost দেয়া যেতে পারে? [জুডি. : ২০০৮]

8 / 53

8. মুলতবির খরচা প্রদানে ব্যর্থতায় একতরফা ডিক্রির আদেশ হলে কত টাকা জমা দিয়ে নথিটি পুনর্বহাল করা যায়?

9 / 53

9. কোনো আদালত দৈনিক কার্য—তালিকায় কয়টি মামলা চূড়ান্তÍ শুনানির জন্য ধার্য করতে পারে? [বার : ২০১৫]

10 / 53

10. দেওয়ানি মামলায় চূড়ান্ত শুনানিকালে উভয়পক্ষ সময়ের আবেদন করলে মুলতুবি খরচার টাকা পাবেন ......। [বার : ২০২০]

11 / 53

11. The Code of Civil Procedure, 1908 এর Order XVII Gi sub-rule 1(3) এর অধীনে খারিজ হওয়া কোনো মোকদ্দমা sub-rule 1(7) এর অধীনে সকল শর্ত পূরণ করলে সেটি সরাসরি পুনরুজ্জীবীত করতে আদালত - [জুডি. : ২০২৩]

12 / 53

12. সাক্ষীর প্রতি সমন দেওয়ানি কার্যবিধির কত আদেশের বিষয়বস্তু?

13 / 53

13. Disposal of the suit at the first hearing — দেওয়ানি কার্যবিধির কোন আদেশের বিষয়বস্তু?

14 / 53

14. কোনো পক্ষ সময়ের আবেদন করার পরেও পরবর্তী ধার্য তারিখে সংশ্লিষ্ট কার্য সমাধা ইত্যাদি না করতে পারলে আদালত মোকদ্দমাটি এগিয়ে নিতে পারবেন - এটি কি আদালতের জন্য বিবেচনামূলক ক্ষমতা?

15 / 53

15. The Code of Civil Procedure, 1908 এর Order XVII এর বিধানানুসারে খরচা প্রদান না করার কারণে কোনো মোকদ্দমা নিষ্পত্তিকৃত হলে নির্ধারিত খরচা প্রদানে মোকদ্দমাটি সরাসরি পুনরুজ্জীবিত করা যায় নিষ্পত্তির ..... দিনের মধ্যে। [বার : ২০২০]

16 / 53

16. demeanour of witnesses সম্পর্কে দেওয়ানি কার্যবিধি ও ফৌজদারি কার্যবিধিতে যথাক্রমে কোথায় বিধান বর্ণিত আছে?

17 / 53

17. Witnesses to be examined in .... . শূণ্যস্থানে কী বসবে?

18 / 53

18. চূড়ান্ত শুনানির তারিখ নির্ধারণের সর্বোচ্চ কত দিনের ভেতর কোনো মোকদ্দমার শুনানি সমাপ্ত করতে হয়?

19 / 53

19. Witnesses to be examined in open Court - বিধানটি দেওয়ানি কার্যবিধির ১৮ আদেশেরকোন বিধির বিষয়বস্তু?

20 / 53

20. সাক্ষীর আচরণ সম্পর্কে মন্তব্য লিখতে বিচারক ক্ষমতাবান কোন আদেশের কোন বিধিবলে?

21 / 53

21. Parties not at issue - দেওয়ানি কার্যবিধির কোন বিধির বিষয়বস্তু?

22 / 53

22. মুলতবির আবেদনে যখন খরচ প্রদানের নির্দেশ থাকে এবং তা দিতে বাদীর ব্যর্থতায় বাদীর মোকদ্দমার পরিণতি কী ঘটবে?

23 / 53

23. দেওয়ানি মামলায় সময়ের প্রার্থনা করে দরখাস্ত করা যায় কোন আইনের কত ধারা অনুযায়ী? [বার : ২০১৭]

24 / 53

24. দলিল দাখিল করার জন্য যদি কোনো সমন দেওয়া হয়, তাহলে উক্ত ব্যক্তি যদি নিজে আদালতে হাজির না হয় এবং শুধু দলিলটি আদালতে উপস্থাপনের জন্য পাঠিয়ে দেয় তাহলে আদালত কী সিদ্ধান্ত নেবে?

25 / 53

25. Affidavits দেওয়ানি কার্যবিধির কত আদেশের বিষয়বস্তু?

26 / 53

26. কোনো শুনানির জন্য দেওয়ানি কার্যবিধির ১৭ আদেশমতে আবেদনকৃত সময়ের আবেদন মঞ্জুর করা হলে পরবর্তী শুনানির দিনে যদি মোকদ্দমার কোনো বা উভয় পক্ষ হাজির না হলে কোন আদেশের বিধানমতে আদালত উপযুক্ত ব্যবস্থা নেবেন?

27 / 53

27. দেওয়ানি মামলায় সর্বনিম্ন কত টাকা মুলতবি খরচ দেওয়া যেতে পারে?

28 / 53

28. The Code of Civil Procedure, 1908 এর Order-XVI, rule12 অনুসারে উপযুক্ত হেতু ছাডাই কোনো সাক্ষী আদালতে উপস্থিত হতে ব্যর্থ হলে উক্ত সাক্ষীকে আদালত কত টাকা পর্যন্ত জরিমানা আরোপ করতে পারেন? [বার : ২০২০]

29 / 53

29. চূড়ান্ত শুনানির আগে আদালত খরচ প্রদান সাপেক্ষেসহ সর্বমোট কতবার মুলতুবি মঞ্জুর করতে পারেন?

30 / 53

30. মামলার প্রথম শুনানির দিন যদি পক্ষগণ যদি বিষয়ীভূত বা at issue না হয় তবে আদালত কি করতে পারে?

31 / 53

31. The Code of Civil Procedure, 1908 এর 17, rule 1 অনুযায়ী একটি দেওয়ানি মোকদ্দমায় চূড়ান্ত শুনানির স্তরে বাদীর অনুপস্থিতির কারণে মোকদ্দমা খারিজ হলে কত টাকা খরচ দাখিল করলে মোকদ্দমা পুনরায় হতে পারে? [বার : ২০২২]

32 / 53

32. মুলতবির খরচা প্রদানে ব্যর্থতায় মোকদ্দমা খারিজ হয়ে গেলে কত টাকা জমা দিয়ে নথিটি পুনর্বহাল করা যায়?

33 / 53

33. কোনো দলিল দাখিলের সমন কীভাবে জারি করতে হবে তা দেওয়ানি কার্যবিধির কোন আদেশের কোন বিধির বিষয়বস্তু?

34 / 53

34. Parties not at issue - বলতে নিচের কোন ধারণাটি সঠিক?

35 / 53

35. সাক্ষীর সাক্ষ্য নিচের কোনভাবে নিতে হবে?

36 / 53

36. মামলার যেকোনো পর্যায়ে কোনো সম্পত্তি বা বস্তু সম্পর্কে কোনো প্রশ্নের উদ্ভব হলে আদালত ..... করতে পারবেন। [বার : ২০২২]

37 / 53

37. দলিল দাখিল করার জন্য সমন দেওয়ানি কার্যবিধির কত আদেশমতে দেয়া হয়?

38 / 53

38. কোনো দেওয়ানি আদালত চূড়ান্ত শুনানির আগে এবং পরে প্রত্যেক ক্ষেত্রে খরচাসহ তিনবারের অধিক মুলতুবি মঞ্জুর করতে পারবেন না - এটি আদালতের জন্য .....।

39 / 53

39. Adjournment দেওয়ানি কার্যবিধির কত আদেশের বিষয়বস্তু?

40 / 53

40. demeanour of witnesses - বলতে আপনি নিচের কোনটি বোঝেন?

41 / 53

41. মুলতবির আবেদনে যখন খরচ প্রদানের নির্দেশ থাকে এবং তা দিতে বিবাদীর ব্যর্থতায় বিবাদীর মোকদ্দমার পরিণতি কী ঘটবে?

42 / 53

42. কোনো আদালত দৈনিক কার্য—তালিকায় সর্বোচ্চ কয়টি মামলা চূড়ান্ত শুনানির পর্যায়ে [peremptory stage] রাখতে পারে?

43 / 53

43. কোনো মামলায় আদালত চূড়ান্তÍ শুনানির পূর্বে যেকোনো এক পক্ষের প্রার্থনায় খরচাসহ সময় প্রদান করতে পারে অনধিক- [বার : ২০১৫]

44 / 53

44. কোনো আদালত দৈনিক কার্য—তালিকায় কতটির নিচে মামলা চূড়ান্ত শুনানির পর্যায়ে [peremptory stage] নেমে এলে নতুনভাবে আনতে পারে?

45 / 53

45. আদালত কর্তৃক কোনো সম্পত্তি বা বস্তু পরিদর্শনের ক্ষমতা বিষয়ে The Code of Civil Procedure, 1908 এর বিধান কোনটি? [জুডি. : ২০২৪]

46 / 53

46. Parties at issue - বলতে নিচের কোন ধারণাটি সঠিক?

47 / 53

47. দেওয়ানি মোকদ্দমায় উভয়পক্ষের মুলতুবির দরখাস্তের প্রেক্ষিতে ধার্যকৃত খরচার টাকা পাবে .......। [বার : ২০২৩]

48 / 53

48. দেওয়ানি মামলায় আদালত নিজ ক্ষমতায় শুনানি মুলতবি রাখতে ক্ষমতাবান কোন আইনের কত ধারা অনুযায়ী?

49 / 53

49. কোনো বিশেষজ্ঞ হিসেবে কাউকে সাক্ষ্য দেবার জন্য আদালতে হাজির করতে হলে তাকে সঙ্গত পারিশ্রমিক কীভাবে নির্ধারণ করতে হয়?

50 / 53

50. মুলতবির খরচা প্রদানে ব্যর্থতায় মোকদ্দমা খারিজ অথবা একতরফা ডিক্রি হলে নথিটি পুনর্বহালের জন্য যে খরচার টাকা দিতে হয়, তা কে পান?

51 / 53

51. মোকদ্দমার নিষ্পত্তি হওয়া পর্যন্ত একটি আদালত সর্বমোট কতবার মুলতুবি মঞ্জুর করতে পারেন?

52 / 53

52. কোনো হলফনামা প্রদানকারী ব্যক্তিকে দেওয়ানি কার্যবিধির কোন বিধি অনুসারে জেরা করার জন্য উপস্থিত হতে আদেশ করতে পারে আদালত?

53 / 53

53. মুলতবির খরচা প্রদানে ব্যর্থতায় মোকদ্দমা খারিজ হয়ে গেলে কত দিনের মধ্যে টাকা জমা দিয়ে নথিটি পুনর্বহাল করা যায়?

Your score is

0%