আইনকানুন একাডেমি

/57
1

CPC [Order 10-14] - Advanced Exam

এখানে দেওয়ানি কার্যবিধির ১০-১৪ নং আদেশসমূহ নিয়ে অ্যাডভান্সড লেভেলের এমসিকিউ টেস্ট আছে। সংশ্লিষ্ট ধারাগুলো পড়ে নিয়ে এটি অনুশীলন করুন।

এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন। ইমেইলটি লেখা বাধ্যতামূলক নয়; তবে, ইমেইল এড্রেস দিলে আপনার ইমেইলে বিস্তারিত ফলাফল চলে যাবে।

1 / 57

1. প্রশ্নমালা কর্তনের দরখাস্ত কোন গ্রাউন্ডে করা যায়?

2 / 57

2. Notice of admission of case - এটি দেওয়ানি কার্যবিধির কোন আদেশের কোন বিধির বিষয়বস্তু?

3 / 57

3. Discovery & Inspection - এটি দেওয়ানি কার্যবিধির কোন আদেশের বিষয়বস্তু?

4 / 57

4. অপ্রাসঙ্গিক বা অগ্রহণযোগ্য দলিল আদালত কোন আদেশের বলে প্রত্যাখ্যান করতে পারেন?

5 / 57

5. The Code of Civil Procedure, 1908 এর ..... অনুসারে স্বীকৃতির প্রেক্ষিতে রায় (judgement on admission) এর বিধান কোনটি? [জুডি. : ২০২১]

6 / 57

6. আদালত কর্তৃক পক্ষগণের জবানবন্দি বিষয়ে পদ্ধতিগত বিধান দেওয়ানি কার্যবিধির কোন আদেশে বলা আছে?

7 / 57

7. Issues are of two kinds: (a) issues of fact, (b) ............. . শূণ্যস্থানে কী বসবে?

8 / 57

8. কোনো দেওয়ানি আদালত কোনো বিচার্য বিষয় কেটে দেবার বা সংশোধন করতে পারে দেওয়ানি কার্যবিধির কোন আদেশের কোন বিধি অনুসারে?

9 / 57

9. আদালত পক্ষগণের প্লিডিং থেকে স্বীকৃত ও অস্বীকৃত বিষয় লিপিবদ্ধ করতে বাধ্য - বিধানটি ১০ আদেশের কোন বিধির বিধান?

10 / 57

10. দেওয়ানি কার্যবিধি অনুসারে Each material proposition affirmed by one party and denied by the other shall form the subject ........ . - শুণ্যস্থানে কী বসবে?

11 / 57

11. দেওয়ানি কার্যবিধির ১৪ আদেশে বিধি ৩ মোতাবেক কয়টি ক্ষেত্র থেকে বিচার্য বিষয়ের নির্ধারণ সম্পর্কে বলা আছে?

12 / 57

12. কোনো গুরুত্বপূর্ণ বস্তু আদালতে জমা ও ফেরতের বিষয়ে কোন আদেশের কোন বিধিসমূহ অনুসরণ করতে হবে?

13 / 57

13. প্রশ্নমালার উত্তর কতদিনের ভেতর দেওয়ার বিধান আছে দেওয়ানি কার্যবিধিতে?

14 / 57

14. আদালতের নির্দেশে কোনো আটককৃত দলিল বা বহি কার হেফাজতে রাখা হয়?

15 / 57

15. আদালত কর্তৃক জিজ্ঞাসিত মৌখিক জবানবন্দি দিতে অস্বীকৃতি জ্ঞাপণ করলে তার পরিণতি কোন বিধির বিষয়বস্তু?

16 / 57

16. ‘প্রশ্নাবলির মাধ্যমে আবিষ্কার’ এর ক্ষেত্রে কতটি প্রশ্নমালা দাখিল করা যায়?

17 / 57

17. ইস্যু গঠনের ....... দিনের মধ্যে ‘প্রশ্নাবলির মাধ্যমে আবিষ্কার’ এর দরখাস্ত প্রদান করতে হয়? [বার : ২০২৩]

18 / 57

18. Admission সম্পর্কে পদ্ধতিগত বিধান দেওয়ানি কার্যবিধির কোন আদেশের বিষয়বস্তু?

19 / 57

19. বিচার্য বিষয় নির্ধারণের পদ্ধতিগত বিধান কোনো আদেশে উল্লেখ আছে দেওয়ানি কার্যবিধিতে?

20 / 57

20. আদালত পক্ষগণের মৌখিক জবানবন্দি গ্রহণ করলে তা কোন বিধিবলে লিখিত হতে হবে ও তা নথির অংশে পরিণত হবে?

21 / 57

21. Issues of law and of fact - এটি দেওয়ানি কার্যবিধির কোন আদেশের কোন বিধির শিরোনাম?

22 / 57

22. ফ্রেন্ডলি স্যুটের [বন্ধুত্বপূর্ণ মোকদ্দমায়] ক্ষেত্রে বিচার্য বিষয় গঠনের পদ্ধতিগত বিধান কোথায় বর্ণিত রয়েছে?

23 / 57

23. আদালত বিচার্য বিষয় সংশোধন করতে পারে.........। [বার : ২০২৩]

24 / 57

24. আদালত কোনো দলিল বা বহি আটক করার আদেশ দিতে পারেন কোন আদেশের কোন বিধি অনুসারে?

25 / 57

25. কোনো দেওয়ানি আদালত কোনো বিচার্য বিষয় কেটে দেবার বা সংশোধন করতে পারে মোকদ্দমার কোন সময়ে?

26 / 57

26. দেওয়ানি আদালত The Code of Civil Procedure, 1908 এর কোন বিধান অনুযায়ী একটি দলিল `Impound’ করতে পারেন? [জুডি. : ২০২২]

27 / 57

27. ইস্যু গঠনের কত দিনের মধ্যে দেওয়ানি মোকদ্দমার চূড়ান্ত শুনানির তারিখ ধার্য করতে হয়? [জুডি. : ২০২১]

28 / 57

28. লিখিত জবাব দাখিলের ...... দিনের মধ্যে ইস্যু গঠন করতে হয়। [বার : ২০২০]

29 / 57

29. আদালত মূল বিচার্য বিষয়ের অতিরিক্ত বিচার্য বিষয় প্রণয়ন করতে পারে কোন আদেশের কোন বিধিমতে?

30 / 57

30. ‘প্রশ্নাবলির মাধ্যমে আবিষ্কার’ এর ক্ষেত্রে একাধিক প্রশ্নমালা দাখিল করতে চাইলে কার অনুমতির প্রয়োজন হয়?

31 / 57

31. শুধুই আইন সংক্রান্ত বিচার্য বিষয়ের ওপর যদি কোনো মোকদ্দমার আংশিক অংশের নিষ্পত্তি নির্ভর করে তাহলে নিচের কোনটি সত্য?

32 / 57

32. Discovery by Interrogatories এর দরখাস্ত দাখিল করতে হয় বিচার্য বিষয় গঠনের ...... দিনের মধ্যে। [জুডি. : ২০১৯]

33 / 57

33. মোকদ্দমার বিচারিক স্তরের শুনানি শেষ না করেই কোনো স্বীকৃতির ওপর রায়ের আবেদন দেওয়ানি কার্যবিধির কোন বিধিমতে করা যায়?

34 / 57

34. আদালতের আটককৃত কোন ধরনের দলিল আর ফেরত নেওয়া যায় না?

35 / 57

35. The Code of Civil Procedure, 1908 অনুযায়ী ইস্যু কত ধরনের? [বার : ২০২৩]

36 / 57

36. বিচার্য বিষয় প্রণয়ন ও লিপিবদ্ধ করার প্রয়োজন হয়না কোন পরিস্থিতিতে?

37 / 57

37. The Code of Civil Procedure, 1908 এর Order 12 Rule 6 ৬ অনুযায়ী Judgement on admissions কখন প্রদান করা হয়? [বার : ২০২৩]

38 / 57

38. কোনো গুরুত্বপূর্ণ বস্তু আদালতে জমা ও ফেরতের বিষয়ে বিধান দেওয়ানি কার্যবিধির কোন বিধির বিষয়বস্তু?

39 / 57

39. আদালত পক্ষগণের মৌখিক জবানবন্দি গ্রহণ করতে পারেন কোন বিধিবলে?

40 / 57

40. দেওয়ানি কার্যবিধি অনুসারে - ....... when a material proposition of fact or law is affirmed by the one party and denied by the other. -শূন্যস্থানে কী বসবে? - শুণ্যস্থানে কী বসবে?

41 / 57

41. প্রশ্নমালা জারির কতদিনের মধ্যে প্রশ্নমালা বাতিল এবং কর্তনের [Setting aside and striking out Interrogatories] দরখাস্ত করা যাবে?

42 / 57

42. Fixing date for final hearing - দেওয়ানি কার্যবিধির কোন আদেশের কোন বিধিবলে নির্ধারিত হয়?

43 / 57

43. Notice to admit documents - এটি দেওয়ানি কার্যবিধি অনুসারে কতদিনের ভেতরে করতে হয়?

44 / 57

44. প্রশ্নমালার উত্তরের সাথে কি জমা দিতে হয়?

45 / 57

45. একটি দেওয়ানি মোকদ্দমার বিচার্য বিষয় প্রণয়ন হয়ে গেলে কতদিনের মধ্যে উক্ত মোকদ্দমার চূড়ান্ত শুনানির দিন ধার্য করার বাধ্যবাধকতা আছে?

46 / 57

46. তথ্য বা আইনগত বিষয় চুক্তি আকারে বর্ণনা করে বিচার্য বিষয় গঠন করা যায় দেওয়ানি কার্যবিধির কোন বিধানুসারে?

47 / 57

47. সাক্ষ্য হিসেবে স্বীকৃত দলিল আদালতের কাছ থেকে কোন পর্যায়ে ফেরত নেওয়া যায়?

48 / 57

48. প্রথম শুনানি বা লিখিত জবাব দাখিলের, যেটি আগে ঘটে, তার .... দিনের ভেতরে বিচার্য বিষয় প্রণয়ন করতে হবে।

49 / 57

49. Premature discovery - এটি দেওয়ানি কার্যবিধির কোন আদেশের কোন বিধির বিষয়বস্তু?

50 / 57

50. প্রশ্নমালা দাখিল হবার কতদিনের ভেতরে আদালত সিদ্ধান্ত জানাবেন?

51 / 57

51. বাদী প্রশ্নোত্তর প্রদানের আদেশ পালনে ব্যর্থ হলে তার মামলা— [বার : ২০১৫]

52 / 57

52. দেওয়ানি মামলার বিচার্য বিষয় কত প্রকার? [জুডি. : ২০১২]

53 / 57

53. কোনো বিচার্য বিষয় আদালত কর্তৃক সংশোধন বা কেটে দেবার ক্ষমতার কথা কোথায় বর্ণিত আছে?

54 / 57

54. একটি দেওয়ানি মোকদ্দমায় পক্ষগণের জবানবন্দি গ্রহণে আদালতের প্রথম কাজ কী?

55 / 57

55. Notice to admit documents - এটি দেওয়ানি কার্যবিধির কোন আদেশের কোন বিধির বিষয়বস্তু?

56 / 57

56. কোনো দলিল মোকদ্দমায় অপ্রাসঙ্গিক বা অগ্রহণযোগ্য হলে আদালত কী সিদ্ধান্ত নেবেন?

57 / 57

57. আদালত বিচার্য বিষয় প্রণয়নের পূর্বে সাক্ষীর জবানবন্দি বা দলিল পরিদর্শন অপরিহার্য হয়ে পড়লে আদালত মোকদ্দমার শুনানি কমপক্ষে কতদিন স্থগিত করতে পারেন?

Your score is

0%