/57 22 CPC [Order 10-14] - Advanced Exam এখানে দেওয়ানি কার্যবিধির ১০-১৪ নং আদেশসমূহ নিয়ে অ্যাডভান্সড লেভেলের এমসিকিউ টেস্ট আছে। সংশ্লিষ্ট ধারাগুলো পড়ে নিয়ে এটি অনুশীলন করুন। এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন। ইমেইলটি লেখা বাধ্যতামূলক নয়; তবে, ইমেইল এড্রেস দিলে আপনার ইমেইলে বিস্তারিত ফলাফল চলে যাবে। 1 / 57 1. Admission সম্পর্কে পদ্ধতিগত বিধান দেওয়ানি কার্যবিধির কোন আদেশের বিষয়বস্তু? ৪ নং আদেশ ১৬ নং আদেশ ১২ নং আদেশ ৩ নং আদেশ সঠিক উত্তর : ১২ নং আদেশ ; [আদেশ ১২, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ১২ নং আদেশ ; [আদেশ ১২, দেওয়ানি কার্যবিধি] 2 / 57 2. আদালত পক্ষগণের মৌখিক জবানবন্দি গ্রহণ করলে তা কোন বিধিবলে লিখিত হতে হবে ও তা নথির অংশে পরিণত হবে? ১০ আদেশের ১ বিধিবলে ১০ আদেশের ২ বিধিবলে ১০ আদেশের ৩ বিধিবলে ১০ আদেশের ৪ বিধিবলে সঠিক উত্তর : ১০ আদেশের ৩ বিধিবলে ; [আদেশ ১০ : বিধি ৩, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ১০ আদেশের ৩ বিধিবলে ; [আদেশ ১০ : বিধি ৩, দেওয়ানি কার্যবিধি] 3 / 57 3. ইস্যু গঠনের কত দিনের মধ্যে দেওয়ানি মোকদ্দমার চূড়ান্ত শুনানির তারিখ ধার্য করতে হয়? [জুডি. : ২০২১] ২ মাস ৪ মাস ১২০ দিন ৬০ দিন সঠিক উত্তর : ১২০ দিন ; [আদেশ ১৪ : বিধি ৮, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ১২০ দিন ; [আদেশ ১৪ : বিধি ৮, দেওয়ানি কার্যবিধি] 4 / 57 4. Issues are of two kinds: (a) issues of fact, (b) ............. . শূণ্যস্থানে কী বসবে? issues of court issues of law issues of constitution issues of private right সঠিক উত্তর : issues of law ; [আদেশ ১৪ : বিধি ১, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : issues of law ; [আদেশ ১৪ : বিধি ১, দেওয়ানি কার্যবিধি] 5 / 57 5. প্রশ্নমালার উত্তর কতদিনের ভেতর দেওয়ার বিধান আছে দেওয়ানি কার্যবিধিতে? ৩ দিন ৫ দিন ৭ দিন ১০ দিন সঠিক উত্তর : ১০ দিন ; [আদেশ ১১ : বিধি ৮, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ১০ দিন ; [আদেশ ১১ : বিধি ৮, দেওয়ানি কার্যবিধি] 6 / 57 6. আদালতের আটককৃত কোন ধরনের দলিল আর ফেরত নেওয়া যায় না? ডিক্রি বলে বাতিল বা অকার্যকর হয়ে যাওয়া দলিল সুনির্দিষ্টভাবে কার্যসম্পাদনযোগ্য নয় এমন দলিল সুনির্দিষ্টভাবে কার্যসম্পাদনযোগ্য এমন দলিল কোনো অনিবন্ধিত দলিল সঠিক উত্তর : ডিক্রি বলে বাতিল বা অকার্যকর হয়ে যাওয়া দলিল ; [আদেশ ১৩ : বিধি ৯, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ডিক্রি বলে বাতিল বা অকার্যকর হয়ে যাওয়া দলিল ; [আদেশ ১৩ : বিধি ৯, দেওয়ানি কার্যবিধি] 7 / 57 7. Premature discovery - এটি দেওয়ানি কার্যবিধির কোন আদেশের কোন বিধির বিষয়বস্তু? ১০ আদেশের ১১ বিধি ১১ আদেশের ২০ বিধি ১১ আদেশের ১৫ বিধি ১২ আদেশের ৫ বিধি সঠিক উত্তর : ১১ আদেশের ২০ বিধি ; [আদেশ ১১ : বিধি ২০, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ১১ আদেশের ২০ বিধি ; [আদেশ ১১ : বিধি ২০, দেওয়ানি কার্যবিধি] 8 / 57 8. আদালত বিচার্য বিষয় প্রণয়নের পূর্বে সাক্ষীর জবানবন্দি বা দলিল পরিদর্শন অপরিহার্য হয়ে পড়লে আদালত মোকদ্দমার শুনানি কমপক্ষে কতদিন স্থগিত করতে পারেন? কমপক্ষে ১০ দিন কমপক্ষে ১৪ দিন কমপক্ষে ১৫ দিন কমপক্ষে ২১ দিন সঠিক উত্তর : কমপক্ষে ১৫ দিন ; [আদেশ ১৪ : বিধি ৪, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : কমপক্ষে ১৫ দিন ; [আদেশ ১৪ : বিধি ৪, দেওয়ানি কার্যবিধি] 9 / 57 9. সাক্ষ্য হিসেবে স্বীকৃত দলিল আদালতের কাছ থেকে কোন পর্যায়ে ফেরত নেওয়া যায়? ডিক্রি জারির পর অস্থায়ী নিষেধাজ্ঞার পর যেকোনো পর্যায়ে মামলা নিষ্পত্তি হবার পর সঠিক উত্তর : মামলা নিষ্পত্তি হবার পর ; [আদেশ ১৩ : বিধি ৯, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : মামলা নিষ্পত্তি হবার পর ; [আদেশ ১৩ : বিধি ৯, দেওয়ানি কার্যবিধি] 10 / 57 10. কোনো গুরুত্বপূর্ণ বস্তু আদালতে জমা ও ফেরতের বিষয়ে কোন আদেশের কোন বিধিসমূহ অনুসরণ করতে হবে? দলিল আটক ও ফেরত সম্পর্কে সমস্ত বিধিসমূহের বিধান দেওয়ানি কার্যবিধির ১৩৭—১৩৯ ধারার বিধানসমূহ ১৪ আদেশের বিধিসমূহ দেওয়ানি কার্যবিধির ১৩৩ ধারার বিধান সঠিক উত্তর : দলিল আটক ও ফেরত সম্পর্কে সমস্ত বিধিসমূহের বিধান ; [আদেশ ১৩ : বিধি ১১, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : দলিল আটক ও ফেরত সম্পর্কে সমস্ত বিধিসমূহের বিধান ; [আদেশ ১৩ : বিধি ১১, দেওয়ানি কার্যবিধি] 11 / 57 11. ফ্রেন্ডলি স্যুটের [বন্ধুত্বপূর্ণ মোকদ্দমায়] ক্ষেত্রে বিচার্য বিষয় গঠনের পদ্ধতিগত বিধান কোথায় বর্ণিত রয়েছে? ৯০ ধারায় ১৪ আদেশের ৬ বিধি ২০ আদেশের ৮ বিধি ৩৬ আদেশের ২ বিধি সঠিক উত্তর : ১৪ আদেশের ৬ বিধি ; [আদেশ ১৪ : বিধি ৬, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ১৪ আদেশের ৬ বিধি ; [আদেশ ১৪ : বিধি ৬, দেওয়ানি কার্যবিধি] 12 / 57 12. প্রশ্নমালা কর্তনের দরখাস্ত কোন গ্রাউন্ডে করা যায়? প্রশ্নমালাটি অযৌক্তিক বা বিরক্তিকর প্রশ্ন হলে প্রশ্নমালাটি অপ্রয়োজনীয় হলে প্রশ্নমালাটি কুৎসামূলক হলে বর্ণিত সবগুলোর যেকোনোটির কারণে সঠিক উত্তর : বর্ণিত সবগুলোর যেকোনোটির কারণে ; [আদেশ ১১ : বিধি ৭, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : বর্ণিত সবগুলোর যেকোনোটির কারণে ; [আদেশ ১১ : বিধি ৭, দেওয়ানি কার্যবিধি] 13 / 57 13. বাদী প্রশ্নোত্তর প্রদানের আদেশ পালনে ব্যর্থ হলে তার মামলা— [বার : ২০১৫] ডিক্রি হবে প্রত্যাখান হবে খারিজ হবে ফেরত দেওয়া হবে সঠিক উত্তর : খারিজ হবে ; [আদেশ ১১ : বিধি ২১, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : খারিজ হবে ; [আদেশ ১১ : বিধি ২১, দেওয়ানি কার্যবিধি] 14 / 57 14. আদালতের নির্দেশে কোনো আটককৃত দলিল বা বহি কার হেফাজতে রাখা হয়? বিচারকের নিজ হেফাজতে আদালতের অন্য কোনো কর্মকর্তার কাছে জেলা প্রশাসকের হেফাজতে দায়রা জজের সেরেস্তাখানায় সঠিক উত্তর : আদালতের অন্য কোনো কর্মকর্তার কাছে ; [আদেশ ১৩ : বিধি ৮, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : আদালতের অন্য কোনো কর্মকর্তার কাছে ; [আদেশ ১৩ : বিধি ৮, দেওয়ানি কার্যবিধি] 15 / 57 15. The Code of Civil Procedure, 1908 এর Order 12 Rule 6 ৬ অনুযায়ী Judgement on admissions কখন প্রদান করা হয়? [বার : ২০২৩] লিখিত বর্ণনা দাখিলের পর লিখিত বর্ণনা দাখিলের পর উভয়পক্ষের সাক্ষ্য সমাপ্তির পর মামলার যেকোনো স্তরে সঠিক উত্তর : মামলার যেকোনো স্তরে ; [আদেশ ১২ : বিধি ৬, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : মামলার যেকোনো স্তরে ; [আদেশ ১২ : বিধি ৬, দেওয়ানি কার্যবিধি] 16 / 57 16. Discovery by Interrogatories এর দরখাস্ত দাখিল করতে হয় বিচার্য বিষয় গঠনের ...... দিনের মধ্যে। [জুডি. : ২০১৯] ১০ ১৫ ২০ ৩০ সঠিক উত্তর : ১০ ; [আদেশ ১১ : বিধি ১, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ১০ ; [আদেশ ১১ : বিধি ১, দেওয়ানি কার্যবিধি] 17 / 57 17. আদালত মূল বিচার্য বিষয়ের অতিরিক্ত বিচার্য বিষয় প্রণয়ন করতে পারে কোন আদেশের কোন বিধিমতে? ২০ আদেশের ১৪ বিধি ২০ আদেশের ১৬ বিধি ১৪ আদেশের ৩ বিধি ১৪ আদেশের ৫ বিধি সঠিক উত্তর : ১৪ আদেশের ৫ বিধি ; [আদেশ ১৪ : বিধি ৫, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ১৪ আদেশের ৫ বিধি ; [আদেশ ১৪ : বিধি ৫, দেওয়ানি কার্যবিধি] 18 / 57 18. আদালত পক্ষগণের প্লিডিং থেকে স্বীকৃত ও অস্বীকৃত বিষয় লিপিবদ্ধ করতে বাধ্য - বিধানটি ১০ আদেশের কোন বিধির বিধান? ১ নং বিধির বিধান ২ নং বিধির বিধান ৩ নং বিধির বিধান ৪ নং বিধির বিধান সঠিক উত্তর : ১ নং বিধির বিধান ; [আদেশ ১০ : বিধি ১, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ১ নং বিধির বিধান ; [আদেশ ১০ : বিধি ১, দেওয়ানি কার্যবিধি] 19 / 57 19. বিচার্য বিষয় প্রণয়ন ও লিপিবদ্ধ করার প্রয়োজন হয়না কোন পরিস্থিতিতে? বিবাদী বিচার্য বিষয় গঠনের দিন গরহাজির থাকলে বিবাদী আত্মপক্ষ সমর্থন না করলে বাদী বিচার্য বিষয় গঠনের দিন গরহাজির থাকলে কোনোটিই সঠিক নয় সঠিক উত্তর : বিবাদী আত্মপক্ষ সমর্থন না করলে ; [আদেশ ১৪ : বিধি ১ (৬), দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : বিবাদী আত্মপক্ষ সমর্থন না করলে ; [আদেশ ১৪ : বিধি ১ (৬), দেওয়ানি কার্যবিধি] 20 / 57 20. দেওয়ানি মামলার বিচার্য বিষয় কত প্রকার? [জুডি. : ২০১২] ১ প্রকার ২ প্রকার ৩ প্রকার ৪ প্রকার সঠিক উত্তর : ২ প্রকার ; [আদেশ ১৪ : বিধি ১, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ২ প্রকার ; [আদেশ ১৪ : বিধি ১, দেওয়ানি কার্যবিধি] 21 / 57 21. কোনো দেওয়ানি আদালত কোনো বিচার্য বিষয় কেটে দেবার বা সংশোধন করতে পারে দেওয়ানি কার্যবিধির কোন আদেশের কোন বিধি অনুসারে? ৬ আদেশের ১৪ বিধি ৬ আদেশের ১৬ বিধি ১৪ আদেশের ৩ বিধি ১৪ আদেশের ৫ বিধি সঠিক উত্তর : ১৪ আদেশের ৫ বিধি ; [আদেশ ১৪ : বিধি ৫, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ১৪ আদেশের ৫ বিধি ; [আদেশ ১৪ : বিধি ৫, দেওয়ানি কার্যবিধি] 22 / 57 22. প্রশ্নমালা জারির কতদিনের মধ্যে প্রশ্নমালা বাতিল এবং কর্তনের [Setting aside and striking out Interrogatories] দরখাস্ত করা যাবে? ৭ দিনের ভেতরে ১৪ দিনের ভেতরে ১৫ দিনের ভেতরে ২১ দিনের ভেতরে সঠিক উত্তর : ৭ দিনের ভেতরে ; [আদেশ ১১ : বিধি ৭, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ৭ দিনের ভেতরে ; [আদেশ ১১ : বিধি ৭, দেওয়ানি কার্যবিধি] 23 / 57 23. একটি দেওয়ানি মোকদ্দমার বিচার্য বিষয় প্রণয়ন হয়ে গেলে কতদিনের মধ্যে উক্ত মোকদ্দমার চূড়ান্ত শুনানির দিন ধার্য করার বাধ্যবাধকতা আছে? ৯০ দিন ১২০ দিন ১৮০ দিন ৩৬০ দিন ঠিক উত্তর : ১২০ দিন ; [আদেশ ১৪ : বিধি ৮, দেওয়ানি কার্যবিধি] ঠিক উত্তর : ১২০ দিন ; [আদেশ ১৪ : বিধি ৮, দেওয়ানি কার্যবিধি] 24 / 57 24. The Code of Civil Procedure, 1908 এর ..... অনুসারে স্বীকৃতির প্রেক্ষিতে রায় (judgement on admission) এর বিধান কোনটি? [জুডি. : ২০২১] Order XII, rule-6 Order XXI, rule-3 Order XXII, rule-2 Order XXII, rule-3 সঠিক উত্তর : Order XII, rule-6 ; [আদেশ ১২ : বিধি ৬, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : Order XII, rule-6 ; [আদেশ ১২ : বিধি ৬, দেওয়ানি কার্যবিধি] 25 / 57 25. কোনো গুরুত্বপূর্ণ বস্তু আদালতে জমা ও ফেরতের বিষয়ে বিধান দেওয়ানি কার্যবিধির কোন বিধির বিষয়বস্তু? ১৩ আদেশের ৯ বিধি ১৩ আদেশের ১০ বিধি ১৩ আদেশের ১১ বিধি ১৩ আদেশের ১২ বিধি সঠিক উত্তর : ১৩ আদেশের ১১ বিধি ; [আদেশ ১৩ : বিধি ১১, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ১৩ আদেশের ১১ বিধি ; [আদেশ ১৩ : বিধি ১১, দেওয়ানি কার্যবিধি] 26 / 57 26. Notice of admission of case - এটি দেওয়ানি কার্যবিধির কোন আদেশের কোন বিধির বিষয়বস্তু? ১০ আদেশের ১ বিধি ১১ আদেশের ২ বিধি ১২ আদেশের ১ বিধি ১২ আদেশের ৫ বিধি সঠিক উত্তর : ১২ আদেশের ১ বিধি ; [আদেশ ১২ : বিধি ১, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ১২ আদেশের ১ বিধি ; [আদেশ ১২ : বিধি ১, দেওয়ানি কার্যবিধি] 27 / 57 27. দেওয়ানি আদালত The Code of Civil Procedure, 1908 এর কোন বিধান অনুযায়ী একটি দলিল `Impound’ করতে পারেন? [জুডি. : ২০২২] Order XI, Rule 18 Order XII, Rule 8 Order XIII, Rule 8 Order VII, Rule 17 সঠিক উত্তর : Order XIII, Rule 8 ; [আদেশ ১৩ : বিধি ৮, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : Order XIII, Rule 8 ; [আদেশ ১৩ : বিধি ৮, দেওয়ানি কার্যবিধি] 28 / 57 28. বিচার্য বিষয় নির্ধারণের পদ্ধতিগত বিধান কোনো আদেশে উল্লেখ আছে দেওয়ানি কার্যবিধিতে? ৫ নং আদেশে ৮ নং আদেশে ১৪ নং আদেশে ১ নং আদেশে সঠিক উত্তর : ১৪ নং আদেশে ; [আদেশ ১৪, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ১৪ নং আদেশে ; [আদেশ ১৪, দেওয়ানি কার্যবিধি] 29 / 57 29. তথ্য বা আইনগত বিষয় চুক্তি আকারে বর্ণনা করে বিচার্য বিষয় গঠন করা যায় দেওয়ানি কার্যবিধির কোন বিধানুসারে? ৯০ ধারায় ১৪ আদেশের ৬ বিধি ২০ আদেশের ৮ বিধি ৩৬ আদেশের ২ বিধি সঠিক উত্তর : ১৪ আদেশের ৬ বিধি ; [আদেশ ১৪ : বিধি ৬, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ১৪ আদেশের ৬ বিধি ; [আদেশ ১৪ : বিধি ৬, দেওয়ানি কার্যবিধি] 30 / 57 30. Issues of law and of fact - এটি দেওয়ানি কার্যবিধির কোন আদেশের কোন বিধির শিরোনাম? ১২ আদেশের ২ বিধি ১২ আদেশের ৯ বিধি ১৪ আদেশের ১ বিধি ১৪ আদেশের ২ বিধি সঠিক উত্তর : ১৪ আদেশের ২ বিধি ; [আদেশ ১৪ : বিধি ২, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ১৪ আদেশের ২ বিধি ; [আদেশ ১৪ : বিধি ২, দেওয়ানি কার্যবিধি] 31 / 57 31. কোনো দলিল মোকদ্দমায় অপ্রাসঙ্গিক বা অগ্রহণযোগ্য হলে আদালত কী সিদ্ধান্ত নেবেন? আদালত সংশ্লিষ্ট পক্ষকে জরিমানা করবেন আদালত সংশ্লিষ্ট পক্ষকে কারণ দর্শাও নোটিশ দেবেন কারণ উল্লেখপূর্বক আদালত তা প্রত্যাখ্যান করবেন আদালত তা গ্রহণ করবেন কিন্তু তা মোকদ্দমায় শুনবেন না সঠিক উত্তর : কারণ উল্লেখপূর্বক আদালত তা প্রত্যাখ্যান করবেন ; [আদেশ ১৩ : বিধি ৩, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : কারণ উল্লেখপূর্বক আদালত তা প্রত্যাখ্যান করবেন ; [আদেশ ১৩ : বিধি ৩, দেওয়ানি কার্যবিধি] 32 / 57 32. মোকদ্দমার বিচারিক স্তরের শুনানি শেষ না করেই কোনো স্বীকৃতির ওপর রায়ের আবেদন দেওয়ানি কার্যবিধির কোন বিধিমতে করা যায়? ১০ আদেশের ১১ বিধি ১০ আদেশের ২০ বিধি ১১ আদেশের ১৫ বিধি ১২ আদেশের ৬ বিধি সঠিক উত্তর : ১২ আদেশের ৬ বিধি ; [আদেশ ১২ : বিধি ৬, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ১২ আদেশের ৬ বিধি ; [আদেশ ১২ : বিধি ৬, দেওয়ানি কার্যবিধি] 33 / 57 33. কোনো দেওয়ানি আদালত কোনো বিচার্য বিষয় কেটে দেবার বা সংশোধন করতে পারে মোকদ্দমার কোন সময়ে? বিচার্য গঠনের সময়েই রায়ের পরে ডিক্রি দেবার আগে যেকোনো সময়েই আপিলে যাবার পর শুধুই উচ্চ আদালত কর্তৃক আপিল পর্যায়ে সঠিক উত্তর : ডিক্রি দেবার আগে যেকোনো সময়েই ; [আদেশ ১৪ : বিধি ৫, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ডিক্রি দেবার আগে যেকোনো সময়েই ; [আদেশ ১৪ : বিধি ৫, দেওয়ানি কার্যবিধি] 34 / 57 34. ইস্যু গঠনের ....... দিনের মধ্যে ‘প্রশ্নাবলির মাধ্যমে আবিষ্কার’ এর দরখাস্ত প্রদান করতে হয়? [বার : ২০২৩] ১৫ ৭ ১০ ২১ সঠিক উত্তর : ১০ ; [আদেশ ১১ : বিধি ১, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ১০ ; [আদেশ ১১ : বিধি ১, দেওয়ানি কার্যবিধি] 35 / 57 35. দেওয়ানি কার্যবিধি অনুসারে - ....... when a material proposition of fact or law is affirmed by the one party and denied by the other. -শূন্যস্থানে কী বসবে? - শুণ্যস্থানে কী বসবে? Decree arise Judgment arise Disposal arise Issues arise সঠিক উত্তর : Disposal arise ; [আদেশ ১৪ : বিধি ১, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : Disposal arise ; [আদেশ ১৪ : বিধি ১, দেওয়ানি কার্যবিধি] 36 / 57 36. আদালত কর্তৃক জিজ্ঞাসিত মৌখিক জবানবন্দি দিতে অস্বীকৃতি জ্ঞাপণ করলে তার পরিণতি কোন বিধির বিষয়বস্তু? ১০ আদেশের ১ বিধির ১০ আদেশের ২ বিধির ১০ আদেশের ৩ বিধির ১০ আদেশের ৪ বিধির সঠিক উত্তর : ১০ আদেশের ৪ বিধির ; [আদেশ ১০ : বিধি ৪, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ১০ আদেশের ৪ বিধির ; [আদেশ ১০ : বিধি ৪, দেওয়ানি কার্যবিধি] 37 / 57 37. দেওয়ানি কার্যবিধি অনুসারে Each material proposition affirmed by one party and denied by the other shall form the subject ........ . - শুণ্যস্থানে কী বসবে? of a pleading of a judgment of a distinct issue of a relevant matter for the court সঠিক উত্তর : of a distinct issue ; [আদেশ ১৪ : বিধি ১, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : of a distinct issue ; [আদেশ ১৪ : বিধি ১, দেওয়ানি কার্যবিধি] 38 / 57 38. অপ্রাসঙ্গিক বা অগ্রহণযোগ্য দলিল আদালত কোন আদেশের বলে প্রত্যাখ্যান করতে পারেন? ৪ নং আদেশ ১৬ নং আদেশ ১৩ নং আদেশ ৩৯ নং আদেশ সঠিক উত্তর : ১৩ নং আদেশ ; [আদেশ ১৩ : বিধি ৩, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ১৩ নং আদেশ ; [আদেশ ১৩ : বিধি ৩, দেওয়ানি কার্যবিধি] 39 / 57 39. The Code of Civil Procedure, 1908 অনুযায়ী ইস্যু কত ধরনের? [বার : ২০২৩] ৫ ৩ ৪ ২ সঠিক উত্তর : ২ ; [আদেশ ১৪ : বিধি ১, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ২ ; [আদেশ ১৪ : বিধি ১, দেওয়ানি কার্যবিধি] 40 / 57 40. আদালত কর্তৃক পক্ষগণের জবানবন্দি বিষয়ে পদ্ধতিগত বিধান দেওয়ানি কার্যবিধির কোন আদেশে বলা আছে? ৪ নং আদেশ ৬ নং আদেশ ৮ নং আদেশ ১০ নং আদেশ সঠিক উত্তর : ১০ নং আদেশ ; [আদেশ ১০, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ১০ নং আদেশ ; [আদেশ ১০, দেওয়ানি কার্যবিধি] 41 / 57 41. Fixing date for final hearing - দেওয়ানি কার্যবিধির কোন আদেশের কোন বিধিবলে নির্ধারিত হয়? ১৪ আদেশের ৬ বিধি ১৪ আদেশের ৮ বিধি ২০ আদেশের ৩ বিধি ২০ আদেশের ৮ বিধি সঠিক উত্তর : ১৪ আদেশের ৮ বিধি ; [আদেশ ১৪ : বিধি ৮, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ১৪ আদেশের ৮ বিধি ; [আদেশ ১৪ : বিধি ৮, দেওয়ানি কার্যবিধি] 42 / 57 42. কোনো বিচার্য বিষয় আদালত কর্তৃক সংশোধন বা কেটে দেবার ক্ষমতার কথা কোথায় বর্ণিত আছে? ২ ধারায় ২৬ ধারায় ১৪ নং আদেশে ৮৯গ ধারায় ঠিক উত্তর : ১৪ নং আদেশে ; [আদেশ ১৪ : বিধি ৫, দেওয়ানি কার্যবিধি] ঠিক উত্তর : ১৪ নং আদেশে ; [আদেশ ১৪ : বিধি ৫, দেওয়ানি কার্যবিধি] 43 / 57 43. প্রশ্নমালা দাখিল হবার কতদিনের ভেতরে আদালত সিদ্ধান্ত জানাবেন? ৭ দিনের ভেতরে ১৪ দিনের ভেতরে ১৫ দিনের ভেতরে ২১ দিনের ভেতরে সঠিক উত্তর : ১৪ দিনের ভেতরে ; [আদেশ ১১ : বিধি ২, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ১৪ দিনের ভেতরে ; [আদেশ ১১ : বিধি ২, দেওয়ানি কার্যবিধি] 44 / 57 44. ‘প্রশ্নাবলির মাধ্যমে আবিষ্কার’ এর ক্ষেত্রে কতটি প্রশ্নমালা দাখিল করা যায়? ১টি ২টি ৩টি ৪টি সঠিক উত্তর : ১টি ; [আদেশ ১১ : বিধি ১, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ১টি ; [আদেশ ১১ : বিধি ১, দেওয়ানি কার্যবিধি] 45 / 57 45. আদালত পক্ষগণের মৌখিক জবানবন্দি গ্রহণ করতে পারেন কোন বিধিবলে? ১০ আদেশের ১ বিধিবলে ১০ আদেশের ২ বিধিবলে ১০ আদেশের ৩ বিধিবলে ১০ আদেশের ৪ বিধিবলে সঠিক উত্তর : ১০ আদেশের ২ বিধিবলে ; [আদেশ ১০ : বিধি ২, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ১০ আদেশের ২ বিধিবলে ; [আদেশ ১০ : বিধি ২, দেওয়ানি কার্যবিধি] 46 / 57 46. শুধুই আইন সংক্রান্ত বিচার্য বিষয়ের ওপর যদি কোনো মোকদ্দমার আংশিক অংশের নিষ্পত্তি নির্ভর করে তাহলে নিচের কোনটি সত্য? নিম্ন আদালত মোকদ্দমাটি হাইকোর্টে প্রেরণ করবে আইনগত অংশের নিষ্পত্তির জন্য নিম্ন আদালত মোকদ্দমাটির আইনগত অংশ নিষ্পত্তি করে তারপরে ঘটনাগত বিচার্য বিষয় বিবেচনায় নেবে নিম্ন আদালত সংশ্লিষ্ট আপিল আদালতের মতামতের জন্য মোকদ্দমার নথি প্রেরণ করবেন নিম্ন আদালত ঘটনাগত বিচার্য বিষয়ের সমস্ত দলিল হাজির করতে বলবেন সঠিক উত্তর : নিম্ন আদালত মোকদ্দমাটির আইনগত অংশ নিষ্পত্তি করে তারপরে ঘটনাগত বিচার্য বিষয় বিবেচনায় নেবে ; [আদেশ ১৪ : বিধি ২, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : নিম্ন আদালত মোকদ্দমাটির আইনগত অংশ নিষ্পত্তি করে তারপরে ঘটনাগত বিচার্য বিষয় বিবেচনায় নেবে ; [আদেশ ১৪ : বিধি ২, দেওয়ানি কার্যবিধি] 47 / 57 47. ‘প্রশ্নাবলির মাধ্যমে আবিষ্কার’ এর ক্ষেত্রে একাধিক প্রশ্নমালা দাখিল করতে চাইলে কার অনুমতির প্রয়োজন হয়? অপর পক্ষের বিচারিক আদালতের জেলা জজের আদালতের সরকারি উকিলের সঠিক উত্তর : বিচারিক আদালতের ; [আদেশ ১১ : বিধি ১, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : বিচারিক আদালতের ; [আদেশ ১১ : বিধি ১, দেওয়ানি কার্যবিধি] 48 / 57 48. প্রশ্নমালার উত্তরের সাথে কি জমা দিতে হয়? উত্তরের স্বপক্ষে যুক্তি সংশ্লিষ্ট দলিলপত্রাদি হলফনামা বর্ণিত সবগুলোই সঠিক সঠিক উত্তর : হলফনামা ; [আদেশ ১১ : বিধি ৮, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : হলফনামা ; [আদেশ ১১ : বিধি ৮, দেওয়ানি কার্যবিধি] 49 / 57 49. প্রথম শুনানি বা লিখিত জবাব দাখিলের, যেটি আগে ঘটে, তার .... দিনের ভেতরে বিচার্য বিষয় প্রণয়ন করতে হবে। ৭ দিন ১০ দিন ১৫ দিন ৩০ দিন সঠিক উত্তর : ১৫ দিন ; [আদেশ ১৪ : বিধি ১, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ১৫ দিন ; [আদেশ ১৪ : বিধি ১, দেওয়ানি কার্যবিধি] 50 / 57 50. Notice to admit documents - এটি দেওয়ানি কার্যবিধির কোন আদেশের কোন বিধির বিষয়বস্তু? ১০ আদেশের ১ বিধি ১১ আদেশের ২ বিধি ১২ আদেশের ২ বিধি ১২ আদেশের ৫ বিধি সঠিক উত্তর : ১২ আদেশের ২ বিধি ; [আদেশ ১২ : বিধি ২, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ১২ আদেশের ২ বিধি ; [আদেশ ১২ : বিধি ২, দেওয়ানি কার্যবিধি] 51 / 57 51. আদালত বিচার্য বিষয় সংশোধন করতে পারে.........। [বার : ২০২৩] ডিক্রি প্রদানের পূর্বে যেকোনো সময় সাক্ষ্য গ্রহণের পূর্বে যুক্তিতর্ক শুনানির পূর্বে রায় ঘোষণার পূর্বে যেকোনো সময় সঠিক উত্তর : ডিক্রি প্রদানের পূর্বে যেকোনো সময় ; [আদেশ ১৪ : বিধি ৫, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ডিক্রি প্রদানের পূর্বে যেকোনো সময় ; [আদেশ ১৪ : বিধি ৫, দেওয়ানি কার্যবিধি] 52 / 57 52. Notice to admit documents - এটি দেওয়ানি কার্যবিধি অনুসারে কতদিনের ভেতরে করতে হয়? ৭ দিন ১০ দিন ১৫ দিন ৩০ দিন সঠিক উত্তর : ১৫ দিন ; [আদেশ ১২ : বিধি ২, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ১৫ দিন ; [আদেশ ১২ : বিধি ২, দেওয়ানি কার্যবিধি] 53 / 57 53. একটি দেওয়ানি মোকদ্দমায় পক্ষগণের জবানবন্দি গ্রহণে আদালতের প্রথম কাজ কী? সাক্ষী গ্রহণের জন্য তারিখ নির্ধারণ বাদী ও বিবাদীর প্লিডিং থেকে স্বীকৃত ও অস্বীকৃত বিষয় লিপিবদ্ধকরণ বাদী ও বিবাদীকে সমন পাঠানো বাদী ও বিবাদীর আইনজীবীদেরকে তলব করা সঠিক উত্তর : বাদী ও বিবাদীর প্লিডিং থেকে স্বীকৃত ও অস্বীকৃত বিষয় লিপিবদ্ধকরণ ; [আদেশ ১০ : বিধি ১, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : বাদী ও বিবাদীর প্লিডিং থেকে স্বীকৃত ও অস্বীকৃত বিষয় লিপিবদ্ধকরণ ; [আদেশ ১০ : বিধি ১, দেওয়ানি কার্যবিধি] 54 / 57 54. লিখিত জবাব দাখিলের ...... দিনের মধ্যে ইস্যু গঠন করতে হয়। [বার : ২০২০] ৭ ১০ ১৫ ২১ সঠিক উত্তর : ১৫ ; [আদেশ ১৪ : বিধি ১(৫), দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ১৫ ; [আদেশ ১৪ : বিধি ১(৫), দেওয়ানি কার্যবিধি] 55 / 57 55. Discovery & Inspection - এটি দেওয়ানি কার্যবিধির কোন আদেশের বিষয়বস্তু? ৪ নং আদেশ ৬ নং আদেশ ৮ নং আদেশ ১১ নং আদেশ সঠিক উত্তর : ১১ নং আদেশ ; [আদেশ ১১, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ১১ নং আদেশ ; [আদেশ ১১, দেওয়ানি কার্যবিধি] 56 / 57 56. দেওয়ানি কার্যবিধির ১৪ আদেশে বিধি ৩ মোতাবেক কয়টি ক্ষেত্র থেকে বিচার্য বিষয়ের নির্ধারণ সম্পর্কে বলা আছে? ২টি ৩টি ৪টি ৫টি সঠিক উত্তর : ৩টি ; [আদেশ ১৪ : বিধি ৩, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ৩টি ; [আদেশ ১৪ : বিধি ৩, দেওয়ানি কার্যবিধি] 57 / 57 57. আদালত কোনো দলিল বা বহি আটক করার আদেশ দিতে পারেন কোন আদেশের কোন বিধি অনুসারে? ৯ আদেশের ৮ বিধি অনুসারে ৩৯ আদেশের ৮ বিধি অনুসারে ৫১ আদেশের ৮ বিধি অনুসারে ১৩ আদেশের ৮ বিধি অনুসারে সঠিক উত্তর : ১৩ আদেশের ৮ বিধি অনুসারে ; [আদেশ ১৩ : বিধি ৮, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ১৩ আদেশের ৮ বিধি অনুসারে ; [আদেশ ১৩ : বিধি ৮, দেওয়ানি কার্যবিধি] Your score is Facebook 0% Restart quiz By Wordpress Quiz plugin