আইনকানুন একাডেমি

/28
0

CPC [Order 8] - Advanced Exam

এখানে দেওয়ানি কার্যবিধির ৮ নং আদেশ নিয়ে অ্যাডভান্সড লেভেলের এমসিকিউ টেস্ট আছে। সংশ্লিষ্ট ধারাগুলো পড়ে নিয়ে এটি অনুশীলন করুন।

এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন। ইমেইলটি লেখা বাধ্যতামূলক নয়; তবে, ইমেইল এড্রেস দিলে আপনার ইমেইলে বিস্তারিত ফলাফল চলে যাবে।

1 / 28

1. চাতুরীপূর্ণ অস্বীকার [Evasive denial] - এটি দেওয়ানি কার্যবিধির কোন আদেশের কোন বিধির বিষয়বস্তু?

2 / 28

2. The Code of Civil Procedure, 1908 এর Order VIII rule ..... এ Legal Set-off এর বিধান আছে। [জুডি. : ২০১৯]

3 / 28

3. Subsequent pleadings বলতে আপনি নিচের কোনটি বোঝেন?

4 / 28

4. সমন পাবার পর সাধারণভাবে কতদিনের ভেতরে লিখিত জবাব দাখিল করতে হয়?

5 / 28

5. আদালত অতিরিক্ত লিখিত জবাব প্রদানের নির্দেশ দিতে পারে দেওয়ানি কার্যবিধির কোন আদেশের কোন বিধি মোতাবেক?

6 / 28

6. কোনো পক্ষ কর্তৃক Set off দাবি করা যেতে পারে - [বার : ২০১৩]

7 / 28

7. কোনো ব্যক্তি- বিবাদী পক্ষ তার লিখিত জবাব দাখিল করবে সর্বোচ্চ [বার : ২০১৩]

8 / 28

8. দেওয়ানি কার্যবিধির ৮ আদেশের ৯ বিধি মোতাবেক আদালত কর্তৃক চাহিত জবাব দানে ব্যর্থ হলে আদালত তার বিরুদ্ধে -

9 / 28

9. দেওয়ানি কার্যবিধির ৮ আদেশের ১০ বিধি মোতাবেক আদালতের সিদ্ধান্তটি -

10 / 28

10. Subsequent pleadings - এটি দেওয়ানি কার্যবিধির কোন আদেশের কোন বিধির বিষয়বস্তু?

11 / 28

11. লিখিত জবাব দেবার সময়সীমা সম্পর্কে দেওয়ানি কার্যবিধির কোথায় বলা আছে?

12 / 28

12. বিবাদী তার প্লিডিং ৬০ কর্মদিবসের ভেতরে আদালতে দাখিল করতে না পারলে আদালত .... ?

13 / 28

13. কোনো পক্ষ কতৃর্ক Set-off দাবি করা যেতে পারে— [জুডি. : ২০১৫]

14 / 28

14. সেট অফ এর বিষয়বস্তু দেওয়ানি কার্যবিধির কোন আদেশে বিস্তারিত বর্ণনা আছে?

15 / 28

15. আরজিতে উল্লেখিত বক্তব্য লিখিত বর্ণনায় অস্বীকার করা না হলে সে বক্তব্য - [জুডি. : ২০১৪]

16 / 28

16. দেওয়ানি কার্যবিধির ৮ আদেশের ৯ বিধি মোতাবেক আদালত কর্তৃক চাহিত জবাব দানে ব্যর্থ হলে আদালত তার বিরুদ্ধে রায় ঘোষণা করে দিলে সংক্ষুব্ধ পক্ষ .... করতে পারেন।

17 / 28

17. দেওয়ানি মামলার আরজিতে উপস্থাপিত বক্তব্য বিবাদীর জবাবে নির্দিষ্টভাবে অস্বীকার না করা হলে তার ফল হবে - [বার : ২০১২]

18 / 28

18. আরজিতে বিবৃত অভিযোগসমূহ বিবাদীর লিখিত জবাবে সুনির্দিষ্টভাবে অস্বীকার করা না হলে, তা হবে বিবাদীর - [বার : ২০১৩]

19 / 28

19. Denial to be specific - এটি দেওয়ানি কার্যবিধির কোন আদেশের কোন বিধির বিষয়বস্তু?

20 / 28

20. বিবাদী কর্তৃক দাবি সমন্বয়ের ক্ষেত্রে কি কি জমা দিতে হবে তা দেওয়ানি কার্যবিধি কোথায় বর্ণিত আছে?

21 / 28

21. বিবাদীর লিখিত জবাবের সাথে সংশ্লিষ্ট দলিল দাখিল সম্পর্কে বিধানসমূহ কোন বিধিসমূহে বর্ণিত আছে?

22 / 28

22. Specific denial - এটি দেওয়ানি কার্যবিধির কোন আদেশের কোন বিধির বিষয়বস্তু?

23 / 28

23. যদি বিবাদী আদালত কর্তৃক নির্ধারিত সময়ে লিখিত বর্ণনা দাখিল করতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে মামলাটি - [বার : ২০১৩]

24 / 28

24. The Code of Civil Procedure, 1908 Gi Order VIII, Rule (1) অনুযায়ী বিবাদী প্রথম শুনানির দিন জবাব দাখিল না করলে কত দিনের মধ্যে তা দাখিল করতে হবে? [জুডি. : ২০১৮]

25 / 28

25. লিখিত জবাবে নিচের কোন ক্ষেত্রটি ‘অস্বীকার সুনির্দিষ্ট হবে’ - এর ব্যতিক্রম?

26 / 28

26. কোনো লিখিত জবাবের সর্বোচ্চ সময়সীমা ৬০ কর্মদিবস - এটির ব্যতিক্রম কোনটি?

27 / 28

27. কোনো ব্যক্তি- বিবাদী পক্ষ তার লিখিত জবাব দাখিল করবে সর্বোচ্চ -

28 / 28

28. লিখিত জবাব দানের সময়ের সাধারণ বিধানের ব্যতিক্রম দেওয়ানি কার্যবিধির কোন ধারাটি?

Your score is

0%