আইনকানুন একাডেমি

/37
125

CPC [Order 6] - Advanced Exam

এখানে দেওয়ানি কার্যবিধির ৬ নং আদেশ নিয়ে অ্যাডভান্সড লেভেলের এমসিকিউ টেস্ট আছে। সংশ্লিষ্ট ধারাগুলো পড়ে নিয়ে এটি অনুশীলন করুন।

এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন। ইমেইলটি লেখা বাধ্যতামূলক নয়; তবে, ইমেইল এড্রেস দিলে আপনার ইমেইলে বিস্তারিত ফলাফল চলে যাবে।

1 / 37

1. সাধারণভাবে নিচের কোন বিষয়টি প্লিডিংয়ে উল্লেখের কোনো প্রয়োজন নেই?

2 / 37

2. Pleadings সংশোধন করা যায়— [বার : ২০১৩]

3 / 37

3. অ্যাডভোকেটের মাধ্যমে দাখিলকৃত দেওয়ানি মামলার আরজিতে এডভোকেট এবং বাদীর স্বাক্ষর থাকতে হবে - এটি ৬ আদেশের কত নং বিধির বিষয়বস্তু?

4 / 37

4. Amendment of pleadings - দেওয়ানি কার্যবিধির কোন আদেশের কোন বিধিমতে সংশোধন করা যায়?

5 / 37

5. প্লিডিংস এর ক্ষেত্রে Dates, sums and numbers shall be expressed in .....- শূণ্যস্থানে কী বসবে?

6 / 37

6. আদালত কোন ক্ষেত্রে প্লিডিংস Strike out করতে বা সংশোধনের আদেশ দিতে পারেন? [বার : ২০২০]

7 / 37

7. বিচারকাজ শুরু হবার যদি আরজি—জবাব সংশোধন করার আবেদন করা হয় এবং আদালতের কাছে যদি প্রতীয়মান হয় যে, তা শুধুই কালক্ষেপণের জন্য করা হচ্ছে, তাহলে আদালত নিচের কোনটি করতে পারেন?

8 / 37

8. দেওয়ানি কার্যবিধি অনুসারে ‘প্লি­ডিংস’ অর্থ কী? [বার : ২০১২]

9 / 37

9. `Pleadings’ এর অর্থ কী? [জুডি. : ২০০৭]

10 / 37

10. কোনো প্লিডিং সংশোধনের আবেদনে ‘বিলম্বের উদ্দেশ্যে’ প্রতীয়মান হলে আদালত কত পরিমাণ ক্ষতিপূরণের নির্দেশ দেবেন?

11 / 37

11. কোনো প্লিডিং এ সত্যপাঠ থাকা ....।

12 / 37

12. একটি মোকদ্দমার প্লিডিংসে বর্ণিত কোনো দলিলের প্রভাব বর্ণনার পদ্ধতি কোন বিধিতে বর্ণিত রয়েছে?

13 / 37

13. কোনো প্লিডিংয়ে সাক্ষ্য প্রমাণ উল্লেখ করার প্রয়োজন নেই - এটি দেওয়ানি কার্যবিধির কোন আদেশের কোন বিধির বিষয়বস্তু?

14 / 37

14. আরজি—জবাব সংশোধনের জন্য সাধারণভাবে কতদিনের সময় থাকে?

15 / 37

15. প্লিডিংস এর ক্ষেত্রে Presumptions of law - সম্পর্কে বিধান দেওয়ানি কার্যবিধির কোথায় বলা আছে?

16 / 37

16. কোনো প্লিডিং এর কোথায় সত্যপাঠ থাকতে হবে?

17 / 37

17. আদালত কর্তৃক কোনো প্লিডিং সংশোধনের আদেশ দেবার মূল উদ্দেশ্য নিচের কোনটি?

18 / 37

18. একটি আরজিতে সত্যাখ্যান (verification) স্বাক্ষর করবে কে? [বার : ২০১৩]

19 / 37

19. Forms of pleadings - সম্পর্কে দেওয়ানি কার্যবিধির কোথায় বলা আছে?

20 / 37

20. জবাবে নিচের কোন বিষয়টি বর্ণিত থাকবে না?

21 / 37

21. আরজি সংশোধন করা যাবে— [বার : ২০১২]

22 / 37

22. একটি মোকদ্দমার প্লিডিংসে বর্ণিত কোনো দলিলের প্রভাব নিচে বর্ণিত কোন রূপে বর্ণনা করতে হয় সাধারণত?

23 / 37

23. প্লিডিংস সংশোধন আদালত কর্তৃক নির্দিষ্ট সময়ের ভেতরে করতে না পারলে পরিণতি কী?

24 / 37

24. Every pleading shall be verified at the .... - শূণ্যস্থানে কী বসবে?

25 / 37

25. কিছু কিছু ক্ষেত্রে / ঘটনায় প্লিডিংয়ে বিশদ বিবরণ দেবার ব্যতিক্রমী বিধান সম্পর্কিত বিধি নিচের কোনটি?

26 / 37

26. অ্যাডভোকেটের মাধ্যমে দাখিলকৃত দেওয়ানি মামলার জবাবের সত্যাখ্যান [Verification] অংশে কার দস্তখত থাকবে? [বার : ২০১২]

27 / 37

27. কোনো বিচারকাজ শুরু হবার পরে কোন নির্দিষ্ট গ্রাউন্ডে কোনো প্লিডিং সংশোধনের আবেদন গ্রহণযোগ্য?

28 / 37

28. কোন ধরণের ঘটনার পরিপ্রেক্ষিতে প্লিডিংয়ে বিশদ বিবরণ দেবার ব্যতিক্রমী বিধান রয়েছে?

29 / 37

29. সত্যপাঠ প্রদান করতে হয় দেওয়ানি কার্যবিধির ৬ নং আদেশের কত বিধি অনুযায়ী?

30 / 37

30. দেওয়ানি কার্যবিধির ৬ আদেশের ১৬ বিধি অনুসারে কোনো প্লিডিং এর অপ্রয়োজনীয় ও কুৎসাজনক কিছুকে নিচের কোনটি করা যেতে পারে?

31 / 37

31. Striking out pleadings — বলতে আপনি কী বোঝেন?

32 / 37

32. Pleading to be signed - সম্পর্কে দেওয়ানি কার্যবিধির কোথায় বিধান বর্ণিত আছে?

33 / 37

33. `Pleadings’ এর সংজ্ঞা দেওয়ানি কার্যবিধির কোন আদেশের কোন বিধিতে বলা আছে?

34 / 37

34. অ্যাডভোকেটের মাধ্যমে দাখিলকৃত দেওয়ানি মামলার আরজিতে কার দস্তখত প্রয়োজন হবে? [বার : ২০১২]

35 / 37

35. দেওয়ানি কার্যবিধিতে কোথায় প্লিডিং এর ফরম বা নমুনাসমূহ দেওয়া আছে?

36 / 37

36. কোনো প্লিডিংয়ে থাকা বিবরণ বিভিন্ন অনুচ্ছেদে ধারাবাহিক ক্রমিক নম্বরে বিন্যস্ত হতে হবে - এই বিধানটি দেওয়ানি কার্যবিধিতে কোথায় বর্ণিত আছে?

37 / 37

37. কোন ধরণের ঘটনার পরিপ্রেক্ষিতে প্লিডিংয়ে বিশদ বিবরণ দেবার ব্যতিক্রমী বিধান রয়েছে?

Your score is

0%