/52 3 CPC [Order 5] - Advanced Exam এখানে দেওয়ানি কার্যবিধির ৫ নং আদেশ নিয়ে অ্যাডভান্সড লেভেলের এমসিকিউ টেস্ট আছে। সংশ্লিষ্ট ধারাগুলো পড়ে নিয়ে এটি অনুশীলন করুন। এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন। ইমেইলটি লেখা বাধ্যতামূলক নয়; তবে, ইমেইল এড্রেস দিলে আপনার ইমেইলে বিস্তারিত ফলাফল চলে যাবে। 1 / 52 1. জারিকারক কর্তৃক সমন জারির পদ্ধতি বিষয়ে দেওয়ানি কার্যবিধির ৫ নং আদেশের কোন বিধিতে বিধান বর্ণিত আছে? ৯ বিধিতে ১২ বিধিতে ১৮ বিধিতে ২০ বিধিতে সঠিক উত্তর : ১৮ বিধিতে ; [আদেশ ৫ : বিধি ১৮, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ১৮ বিধিতে ; [আদেশ ৫ : বিধি ১৮, দেওয়ানি কার্যবিধি] 2 / 52 2. On issue of summons for final disposal, defendant to be directed to produce ...... - দেওয়ানি কার্যবিধির ৫ আদেশের ৮ নং বিধি অনুসারে শূণ্যস্থানে কী বসবে? his witnesses his NID his final argument his birth registration সঠিক উত্তর : his witnesses ; [আদেশ ৫ : বিধি ৮, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : his witnesses ; [আদেশ ৫ : বিধি ৮, দেওয়ানি কার্যবিধি] 3 / 52 3. সমন জারি বিষয়ে আদেশ নিচের কোনটি দেওয়ানি কার্যবিধিতে? ৪ নং আদেশ ৫ নং আদেশ ৬ নং আদেশ ৭ নং আদেশ সঠিক উত্তর : ৫ নং আদেশ ; [আদেশ ৫, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ৫ নং আদেশ ; [আদেশ ৫, দেওয়ানি কার্যবিধি] 4 / 52 4. The Code of Civil Procedure, 1908 অনুযায়ী প্রতিটি সমন ..... স্বাক্ষর করবেন। [বার : ২০২২] আদালত বিচারক জারিকারক জেলা নাজির সঠিক উত্তর : বিচারক ; [আদেশ ৫ : বিধি ১, উপবিধি ৩, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : বিচারক ; [আদেশ ৫ : বিধি ১, উপবিধি ৩, দেওয়ানি কার্যবিধি] 5 / 52 5. কর্মদিবসের মধ্যে কোনো সমন বিবাদীর প্রতি সমন ইস্যু না করে থাকলে নিচের কোনটি পরিণতি হিসেবে সঠিক? সংশ্লিষ্ট কর্মকর্তার অনধিক ৫০০ টাকা জরিমানা হবে সংশ্লিষ্ট কর্মকর্তার অনধিক ১০০০ টাকা জরিমানা হবে সংশ্লিষ্ট কর্মকর্তা অসদাচরণের দায়ে দায়ী হবেন সংশ্লিষ্ট কর্মকর্তাকে কারণ দর্শাও নোটিশ দেওয়া হবে সঠিক উত্তর : সংশ্লিষ্ট কর্মকর্তা অসদাচরণের দায়ে দায়ী হবেন ; [আদেশ ৫ : বিধি ১, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : সংশ্লিষ্ট কর্মকর্তা অসদাচরণের দায়ে দায়ী হবেন ; [আদেশ ৫ : বিধি ১, দেওয়ানি কার্যবিধি] 6 / 52 6. কোনো দেওয়ানি মোকদ্দমার সমন জারির জন্য বিবাদী উপস্থিত থেকেও সমন গ্রহণ করতে বা প্রাপ্তি স্বীকারমূলক স্বাক্ষর করতে অস্বীকৃতি জানালে করণীয় হিসেবে নিচের কোনটি সঠিক? গৃহের দৃষ্টি আকর্ষক স্থানে নকল ঝুলিয়ে দিতে হবে কেন কোন পরিস্থিতিতে ঝুলিয়ে জারি করা হচ্ছে তার প্রতিবেদন দাখিল করতে হবে আদালতে যার উপস্থিতিতে সমনের নকল ঝুলানো হয়েছে তার নাম ঠিকানা ইত্যাদি যুক্ত করে আদালতে দাখিল করতে হবে বর্ণিত সবগুলোই সঠিক সঠিক উত্তর : বর্ণিত সবগুলোই সঠিক ; [আদেশ ৫ : বিধি ১৭, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : বর্ণিত সবগুলোই সঠিক ; [আদেশ ৫ : বিধি ১৭, দেওয়ানি কার্যবিধি] 7 / 52 7. যেক্ষেত্রে বিবাদী আদালতের এখতিয়ারাধীন এলাকা ভিন্ন অন্য আদালতের এখতিয়ারাধীনে বাস করেন তাকে সমন প্রেরণের পদ্ধতি ৫ আদেশের কোন বিধির বিষয়বস্তু? ২০ বিধি ২১ বিধি ২৪ বিধি ২৫ বিধি সঠিক উত্তর : ২১ বিধি ; [আদেশ ৫ : বিধি ২১, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ২১ বিধি ; [আদেশ ৫ : বিধি ২১, দেওয়ানি কার্যবিধি] 8 / 52 8. একটি দেওয়ানি মোকদ্দমার সমন প্রেরণ সংক্রান্ত নিচের কোনটি সঠিক বক্তব্য? সমন আদালতের নিযুক্ত কর্মকর্তা কর্তৃক প্রেরিত হতে পারে সমন বেসরকারি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রেরিত হতে পারে সমন স্বয়ং বাদী নিজেই বিবাদীকে পেঁৗছে দিতে পারে, আদালতের অনুমতিক্রমে বর্ণিত সবগুলোই সঠিক সঠিক উত্তর :বর্ণিত সবগুলোই সঠিক ; [আদেশ ৫ : বিধি ৯ক, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর :বর্ণিত সবগুলোই সঠিক ; [আদেশ ৫ : বিধি ৯ক, দেওয়ানি কার্যবিধি] 9 / 52 9. মোকদ্দমা দায়েরের কত কর্মদিবসের ভেতর বিবাদীর নিকট সমন প্রেরণ করার নিয়ম বর্ণিত আছে দেওয়ানি কার্যবিধির ৫ আদেশে? ৫ কর্মদিবস ১০ কর্মদিবস ১৪ কর্মদিবস ১৫ কর্মদিবস সঠিক উত্তর : ৫ কর্মদিবস ; [আদেশ ৫ : বিধি ১, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ৫ কর্মদিবস ; [আদেশ ৫ : বিধি ১, দেওয়ানি কার্যবিধি] 10 / 52 10. Simaltaneous issue of summons for service by ..... in addition to personal service. - শূণ্যস্থানে কী বসবে? letter of request letter post affidavit সঠিক উত্তর : post ; [আদেশ ৫ : বিধি ১৯খ, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : post ; [আদেশ ৫ : বিধি ১৯খ, দেওয়ানি কার্যবিধি] 11 / 52 11. কোনো জারিকারক কর্মকর্তার জারি বিষয়ক কোনো ঘোষণা কী হিসেবে মযার্দা পাবে? অ্যাফিডেভিট হিসেবে সাক্ষ্য হিসেবে সাধারণ নথিবদ্ধ তথ্য হিসেবে বর্ণিত যেকোনোটি হিসেবে সঠিক উত্তর : সাক্ষ্য হিসেবে ; [আদেশ ৫ : বিধি ১৯ক, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : সাক্ষ্য হিসেবে ; [আদেশ ৫ : বিধি ১৯ক, দেওয়ানি কার্যবিধি] 12 / 52 12. প্রতিটি সমনে জজ কর্তৃক সংশ্লিষ্ট নিযুক্ত কর্মকর্তার স্বাক্ষরের সাথে নিচের কোনটি থাকা বাধ্যতামূলক? জজের স্বাক্ষর আদালতের সিল জজের স্বাক্ষর ও আদালতের সিল জজের স্বাক্ষর ও নেজারত বিভাগের সিল সঠিক উত্তর : আদালতের সিল ; [আদেশ ৫ : বিধি ১, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : আদালতের সিল ; [আদেশ ৫ : বিধি ১, দেওয়ানি কার্যবিধি] 13 / 52 13. দেওয়ানি কার্যবিধি অনুযায়ী বিকল্পভাবে সমন জারি বলতে নিচের কোনটি বোঝায়? আদালত ভবনের আকর্ষক স্থানে সমনটি ঝুলিয়ে দেওয়া বিবাদীর সর্বশেষ আবাসস্থলে ঝুলিয়ে দেওয়া কোনো দৈনিক সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে বর্ণিত সবগুলোই বিকল্পভাবে সমন জারির উদাহরণ সঠিক উত্তর : বর্ণিত সবগুলোই বিকল্পভাবে সমন জারির উদাহরণ ; [আদেশ ৫ : বিধি ২০, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : বর্ণিত সবগুলোই বিকল্পভাবে সমন জারির উদাহরণ ; [আদেশ ৫ : বিধি ২০, দেওয়ানি কার্যবিধি] 14 / 52 14. একটি দেওয়ানি মোকদ্দমার সমন নিবন্ধিত ডাকযোগে প্রেরণ করার বিধান পালন করা আদালতের জন্য বিবেচনামূলক হতে পারে নিচের কোন শর্তে? If the Court considers it as mere formality If the Court considers it as improper If the Court considers it can delay the justice If the Court considers it unnecessary সঠিক উত্তর : If the Court considers it unnecessary ; [আদেশ ৫ : বিধি ১৯খ, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : If the Court considers it unnecessary ; [আদেশ ৫ : বিধি ১৯খ, দেওয়ানি কার্যবিধি] 15 / 52 15. সমন জারি সমাপ্তির বিষয়ে আদালতের বিবেচনামূলক ক্ষমতার বিধান দেওয়ানি কার্যবিধির কোন আদেশের বিধির বিষয়বস্তু? ৫ আদেশের ১৭ বিধি ৫ আদেশের ২০ বিধি ৫ আদেশের ৩০ বিধি ৫ আদেশের ৩১ বিধি সঠিক উত্তর : ৫ আদেশের ৩১ বিধি ; [আদেশ ৫ : বিধি ৩১, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ৫ আদেশের ৩১ বিধি ; [আদেশ ৫ : বিধি ৩১, দেওয়ানি কার্যবিধি] 16 / 52 16. আদালতের সমনে আদালতের সিলমোহরের পাশাপাশি এটি অবশ্যই স্বাক্ষরিত হতে হবে - আইনজীবী কর্তৃক জজ অথবা নিযুক্ত কোনো কর্মকর্তা দ্বারা বাদী কর্তৃক আদালতের পেশকার কর্তৃক সঠিক উত্তর : জজ অথবা নিযুক্ত কোনো কর্মকর্তা দ্বারা ; [আদেশ ৫ : বিধি ১, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : জজ অথবা নিযুক্ত কোনো কর্মকর্তা দ্বারা ; [আদেশ ৫ : বিধি ১, দেওয়ানি কার্যবিধি] 17 / 52 17. দেওয়ানি কার্যবিধি অনুসারে স্মল কজ আদালতের সমন কোন উদ্দেশ্যে দেওয়া বাঞ্ছনীয়? বিচার্য বিষয় নির্ধারণের উদ্দেশ্যে চূড়ান্ত নিষ্পত্তি উদ্দেশ্যে প্রাথমিক ডিক্রি দেবার উদ্দেশ্যে কোনোটিই সঠিক নয় সঠিক উত্তর : চূড়ান্ত নিষ্পত্তি উদ্দেশ্যে ; [আদেশ ৫ : বিধি ৫, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : চূড়ান্ত নিষ্পত্তি উদ্দেশ্যে ; [আদেশ ৫ : বিধি ৫, দেওয়ানি কার্যবিধি] 18 / 52 18. কোনো দেওয়ানি মোকদ্দমার সমন জারির জন্য বিবাদী উপস্থিত থেকেও সমন গ্রহণ করতে বা প্রাপ্তি স্বীকারমূলক স্বাক্ষর করতে অস্বীকৃতি জানালে করণীয় হিসেবে নিচের কোনটি সঠিক নয়? গৃহের দৃষ্টি আকর্ষক স্থানে নকল ঝুলিয়ে দিতে হবে কেন কোন পরিস্থিতিতে ঝুলিয়ে জারি করা হচ্ছে তার প্রতিবেদন দাখিল করতে হবে আদালতে যার উপস্থিতিতে সমনের নকল ঝুলানো হয়েছে তার নাম ঠিকানা ইত্যাদি যুক্ত করে আদালতে দাখিল করতে হবে বিবাদীকে গ্রেফতার করার জন্য সুপারিশ পাঠানো যেতে পারে সঠিক উত্তর : বিবাদীকে গ্রেফতার করার জন্য সুপারিশ পাঠানো যেতে পারে ; [আদেশ ৫ : বিধি ১৭, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : বিবাদীকে গ্রেফতার করার জন্য সুপারিশ পাঠানো যেতে পারে ; [আদেশ ৫ : বিধি ১৭, দেওয়ানি কার্যবিধি] 19 / 52 19. Simaltaneous issue of summons for service by post in addition to personal service. - এটি দেওয়ানি কার্যবিধির কোন আদেশের কোন বিধির বিষয়বস্তু? ৫ নং আদেশে ৫ নং বিধি ৫ নং আদেশের ৩ বিধি ৫ নং আদেশের ৯ক বিধি ৫ নং আদেশের ১৯খ বিধি সঠিক উত্তর : ৫ নং আদেশের ১৯খ বিধি ; [আদেশ ৫ : বিধি ১৯খ, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ৫ নং আদেশের ১৯খ বিধি ; [আদেশ ৫ : বিধি ১৯খ, দেওয়ানি কার্যবিধি] 20 / 52 20. সমনের পরিবর্তে পত্র প্রেরণের বিধানটি দেওয়ানি কার্যবিধির কোন আদেশের কোন বিধির বিষয়বস্তু? ৫ নং আদেশে ৫ নং বিধি অনুসারে ৫ নং আদেশের ৩ বিধি অনুসারে ৫ নং আদেশের ৯ক বিধি অনুসারে ৫ নং আদেশের ৩০ বিধি অনুসারে সঠিক উত্তর : ৫ নং আদেশের ৩০ বিধি অনুসারে ; [আদেশ ৫ : বিধি ৩০, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ৫ নং আদেশের ৩০ বিধি অনুসারে ; [আদেশ ৫ : বিধি ৩০, দেওয়ানি কার্যবিধি] 21 / 52 21. একটি দেওয়ানি মোকদ্দমার সমন জারি সম্পর্কে জবানবন্দি কে দেবেন? আদালতের সমন প্রেরণকারী কর্মকর্তা বাদীপক্ষের উকিল সমন জারিকারক বর্ণিত যেকেউ সঠিক উত্তর : সমন জারিকারক ; [আদেশ ৫ : বিধি ১৯, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : সমন জারিকারক ; [আদেশ ৫ : বিধি ১৯, দেওয়ানি কার্যবিধি] 22 / 52 22. দেওয়ানি কার্যবিধির ২৭ ধারায় উল্লিখিত বিষয় সম্পর্কিত পদ্ধতিগত বিধান নিচের কোন আদেশে বিস্তারিত বর্ণনা আছে? ১ নং আদেশে ৪ নং আদেশে ৫ নং আদেশে ২২ নং আদেশে সঠিক উত্তর : ৫ নং আদেশে ; [আদেশ ৫, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ৫ নং আদেশে ; [আদেশ ৫, দেওয়ানি কার্যবিধি] 23 / 52 23. A declaration made and subscribed by serving officer .............. of the facts as to the service or attempted service of summons - শূণ্যস্থানে কী বসবে? shall not be received as admission shall be received as admission shall not be received as evidence shall be received as evidence সঠিক উত্তর : shall be received as evidence ; [আদেশ ৫ : বিধি ১৯ক, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : shall be received as evidence ; [আদেশ ৫ : বিধি ১৯ক, দেওয়ানি কার্যবিধি] 24 / 52 24. বিবাদীর অনুপস্থিতিতে কে একটি দেওয়ানি সমন গ্রহণ করতে যোগ্য ব্যক্তি নয়? পরিবারের পুরুষ সদস্য পরিবারের কোনো মহিলা সদস্য পরিবারের ভৃত্য বর্ণিত প্রত্যেকেই যোগ্য ব্যক্তি সঠিক উত্তর : পরিবারের ভৃত্য ; [আদেশ ৫ : বিধি ১৫, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : পরিবারের ভৃত্য ; [আদেশ ৫ : বিধি ১৫, দেওয়ানি কার্যবিধি] 25 / 52 25. A servant is not a member of the family within the meaning of this rule - এখানে বর্ণিত রুল বলতে দেওয়ানি কার্যবিধির কোন আদেশের কোন বিধির কথা বোঝানো হয়েছে? ১ আদেশের ৩ নং বিধি ৩ আদেশের ৪ নং বিধি ৫ আদেশের ১৫ নং বিধি ৮ আদেশের ১ নং বিধির ২ উপবিধি সঠিক উত্তর : ৫ আদেশের ১৫ নং বিধি ; [আদেশ ৫ : বিধি ১৫, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ৫ আদেশের ১৫ নং বিধি ; [আদেশ ৫ : বিধি ১৫, দেওয়ানি কার্যবিধি] 26 / 52 26. Every summons shall be accompanied by a copy of the plaint or, if so permitted, by a ................ - শূণ্যস্থানে কী বসবে? PDF copy of the plaint FAX copy of the plaint concise statement summary statement সঠিক উত্তর : concise statement ; [আদেশ ৫ : বিধি ২, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : concise statement ; [আদেশ ৫ : বিধি ২, দেওয়ানি কার্যবিধি] 27 / 52 27. বিবাদীকে না পাওয়া গেলে সমন জারি করার ক্ষেত্রে ফৌজদারি ও দেওয়ানি মোকদ্দমার বিশেষ পার্থক্যের ক্ষেত্র নিচে বর্ণিত কোনটি? পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্য পরিবারের প্রাপ্তবয়স্ক কোনো স্ত্রীলোক পরিবারের গৃহপরিচারিকা অপ্রাপ্তবয়স্ক কোনো ব্যক্তি সঠিক উত্তর : পরিবারের প্রাপ্তবয়স্ক কোনো স্ত্রীলোক ; [আদেশ ৫ : বিধি ১৫, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : পরিবারের প্রাপ্তবয়স্ক কোনো স্ত্রীলোক ; [আদেশ ৫ : বিধি ১৫, দেওয়ানি কার্যবিধি] 28 / 52 28. Every such summons shall be signed ........ , and shall be sealed with the seal of the Court - শূণ্যস্থানে কী বসবে? by the Judge or such officer as he appoints by the Judge and such officer as he appoints by the Judge by the officer as he (Judge) appoints সঠিক উত্তর : by the Judge or such officer as he appoints ; [আদেশ ৫ : বিধি ১, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : by the Judge or such officer as he appoints ; [আদেশ ৫ : বিধি ১, দেওয়ানি কার্যবিধি] 29 / 52 29. দেওয়ানি কার্যবিধি অনুসারে বাদী নিজেই যখন বিবাদীকে সমন প্রদান করার জন্য গ্রহণ করেন এবং অতঃপর তা জারি করা না যায় সেক্ষেত্রে করণীয় হিসেবে নিচের কোনটি সঠিক? সমনটি পুনরায় বাদীকে প্রদান করা জারি করার জন্য সমনটি জারি করতে না পারায় বাদীকে অসদাচরণের দায়ে দায়ী করা যাবে আদালত কর্তৃক তা জারি করার জন্য বাদী আবেদন করবেন এবং যথানিয়মে তা জারি করার জন্য প্রেরিত হবে বর্ণিত সবগুলোই সঠিক সঠিক উত্তর : আদালত কর্তৃক তা জারি করার জন্য বাদী আবেদন করবেন এবং যথানিয়মে তা জারি করার জন্য প্রেরিত হবে ; [আদেশ ৫ : বিধি ৯ক, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : আদালত কর্তৃক তা জারি করার জন্য বাদী আবেদন করবেন এবং যথানিয়মে তা জারি করার জন্য প্রেরিত হবে ; [আদেশ ৫ : বিধি ৯ক, দেওয়ানি কার্যবিধি] 30 / 52 30. সমন জারির মাধ্যম হিসেবে বেসরকারি কুরিয়ার সার্ভিসের বিধান দেওয়ানি কার্যবিধিতে কোন সালে যুক্ত করা হয়? ২০০৩ ২০০৯ ২০১২ ২০১৬ সঠিক উত্তর : ২০১২ ; [আদেশ ৫ : বিধি ৯, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ২০১২ ; [আদেশ ৫ : বিধি ৯, দেওয়ানি কার্যবিধি] 31 / 52 31. একটি দেওয়ানি মোকদ্দমায় নিচে বর্ণিত কোন নির্দিষ্ট কারণে সমন প্রেরণের কোনো প্রয়োজন হয় না? যদি আরজি দাখিলের কথা বিবাদী বাদীর কাছ থেকেই জেনে থাকে যদি আরজি দাখিলের সময় বিবাদী হাজির থাকে এবং বাদীর দাবি মেনে নেয় যদি বাদী সমন পাঠানোর প্রয়োজনীয় খরচ প্রদান না করে বর্ণিত কোনোটিই সঠিক নয় সঠিক উত্তর : যদি আরজি দাখিলের সময় বিবাদী হাজির থাকে এবং বাদীর দাবি মেনে নেয় ; [আদেশ ৫ : বিধি ১, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : যদি আরজি দাখিলের সময় বিবাদী হাজির থাকে এবং বাদীর দাবি মেনে নেয় ; [আদেশ ৫ : বিধি ১, দেওয়ানি কার্যবিধি] 32 / 52 32. দেওয়ানি কার্যবিধির কোন আদেশের কোন বিধিমতে একজন বাদী নিজেই বিবাদীকে সমন পেঁৗছানোর জন্য আবেদন করতে পারেন? ১ নং আদেশে ৫ নং বিধি অনুসারে ৫ নং আদেশের ৩ বিধি অনুসারে ৫ নং আদেশের ৯ক বিধি অনুসারে ৭ নং আদেশের ৭ বিধি অনুসারে সঠিক উত্তর : ৫ নং আদেশের ৯ক বিধি অনুসারে ; [আদেশ ৫ : বিধি ৯ক, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ৫ নং আদেশের ৯ক বিধি অনুসারে ; [আদেশ ৫ : বিধি ৯ক, দেওয়ানি কার্যবিধি] 33 / 52 33. সমন জারি কীভাবে কোন সময়ে হলো তা জারিকারক কোথায় কীভাবে লিখবেন? সমনের উল্টোপাশে বা তৎসঙ্গে অতিরিক্ত কাগজ যুক্ত করে আলাদাভাবে হলফনামার মাধ্যমে সমন জারি সম্পন্ন করার আলাদা ফরমে বর্ণিত যেকোনো উপায়ে সঠিক উত্তর : সমনের উল্টোপাশে বা তৎসঙ্গে অতিরিক্ত কাগজ যুক্ত করে ; [আদেশ ৫ : বিধি ১৮, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : সমনের উল্টোপাশে বা তৎসঙ্গে অতিরিক্ত কাগজ যুক্ত করে ; [আদেশ ৫ : বিধি ১৮, দেওয়ানি কার্যবিধি] 34 / 52 34. একটি দেওয়ানি মোকদ্দমার সমন ব্যক্তিগতভাবে জারির অতিরিক্ত হিসেবে নিচের কোন পদ্ধতিতে যুগপতভাবে জারি করার বাধ্যবাধকতা আছে? By registered post By registered e-mail service By FAX বর্ণিত যেকোনো মাধ্যমে সঠিক উত্তর : By registered post ; [আদেশ ৫ : বিধি ১৯খ, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : By registered post ; [আদেশ ৫ : বিধি ১৯খ, দেওয়ানি কার্যবিধি] 35 / 52 35. দেওয়ানি কার্যবিধি অনুসারে কোনো বিবাদীর হাজির হবার তারিখ নির্ধারণ করার পদ্ধতি কোন বিধিতে বর্ণিত আছে? ৫ আদেশের ১ নং বিধিতে ৫ আদেশের ৩ নং বিধিতে ৫ আদেশের ৬ নং বিধিতে ৫ আদেশের ১৯খ নং বিধিতে সঠিক উত্তর : ৫ আদেশের ৬ নং বিধিতে ; [আদেশ ৫ : বিধি ৬, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ৫ আদেশের ৬ নং বিধিতে ; [আদেশ ৫ : বিধি ৬, দেওয়ানি কার্যবিধি] 36 / 52 36. দেওয়ানি কার্যবিধির ৫ নং আদেশের ১ নং বিধি অনুসারে - if the officer of the Court fails to issue the summons within the said period of time, he shall be liable ....... - শূণ্যস্থানে কী বসবে? for misbeaviour for misconduct for judicial error for punishment সঠিক উত্তর : for misconduct ; [আদেশ ৫ : বিধি ১, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : for misconduct ; [আদেশ ৫ : বিধি ১, দেওয়ানি কার্যবিধি] 37 / 52 37. বিবাদীকে না পাওয়া গেলে একটি দেওয়ানি মোকদ্দমার সমন কাকে দেওয়া যাবে? বাড়ির প্রাপ্তবয়স্ক যেকোনো সদস্যকে বিবাদীর স্ত্রীকে বিবাদীর মাতাকে বর্ণিত প্রত্যেককেই সঠিক উত্তর : বর্ণিত প্রত্যেককেই ; [আদেশ ৫ : বিধি ১৫, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : বর্ণিত প্রত্যেককেই ; [আদেশ ৫ : বিধি ১৫, দেওয়ানি কার্যবিধি] 38 / 52 38. একটি দেওয়ানি মোকদ্দমার সমন প্রেরণ সংক্রান্ত নিচের কোনটি সঠিক বক্তব্য নয়? সমন আদালতের নিযুক্ত কর্মকর্তা কর্তৃক প্রেরিত হতে পারে সমন প্রেরণ করা মাত্রই তা জারি হয়েছে বলে গণ্য হবে সমন স্বয়ং বাদী নিজেই বিবাদীকে পেঁৗছে দিতে পারে, আদালতের অনুমতিক্রমে সমন বেসরকারি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রেরিত হতে পারে সঠিক উত্তর : সমন প্রেরণ করা মাত্রই তা জারি হয়েছে বলে গণ্য হবে ; [আদেশ ৫ : বিধি ৯ক, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : সমন প্রেরণ করা মাত্রই তা জারি হয়েছে বলে গণ্য হবে ; [আদেশ ৫ : বিধি ৯ক, দেওয়ানি কার্যবিধি] 39 / 52 39. The Code of Civil Procedure, 1908 এর Order V এর কোন Rule এ Substituted service এর বিধান রয়েছে? [জুডি. : ২০২৩] ২১ ২২ ১৯ ২০ সঠিক উত্তর : ২০ ; [আদেশ ৫ : বিধি ২০, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ২০ ; [আদেশ ৫ : বিধি ২০, দেওয়ানি কার্যবিধি] 40 / 52 40. সমন জারিতে প্রাপ্তিস্বীকারমূলক স্বাক্ষরের বাধ্যবাধকতা কোন বিধিতে বর্ণিত আছে? ৫ আদেশের ১৫ নং বিধিতে ৫ আদেশের ১৬ নং বিধিতে ৫ আদেশের ২০ নং বিধিতে ৫ আদেশের ৩০ নং বিধিতে সঠিক উত্তর : ৫ আদেশের ১৬ নং বিধিতে ; [আদেশ ৫ : বিধি ১৬, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ৫ আদেশের ১৬ নং বিধিতে ; [আদেশ ৫ : বিধি ১৬, দেওয়ানি কার্যবিধি] 41 / 52 41. বিবাদী বা তার কোনো প্রতিনিধি বা পরিবারের কোনো প্রাপ্তবয়স্ক সদস্যকে না পাওয়া গেলে সমন জারির পদ্ধতি দেওয়ানি কার্যবিধির কোন বিধিতে বর্ণিত আছে? ৫ আদেশের ১৫ নং বিধিতে ৫ আদেশের ১৭ নং বিধিতে ৫ আদেশের ২০ নং বিধিতে ৫ আদেশের ৩০ নং বিধিতে সঠিক উত্তর : ৫ আদেশের ১৭ নং বিধিতে ; [আদেশ ৫ : বিধি ১৭, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ৫ আদেশের ১৭ নং বিধিতে ; [আদেশ ৫ : বিধি ১৭, দেওয়ানি কার্যবিধি] 42 / 52 42. Every summons shall be accompanied by a copy of ... ... - শূণ্যস্থানে কী বসবে? application certificate plaint affidavit সঠিক উত্তর : plaint ; [আদেশ ৫ : বিধি ২, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : plaint ; [আদেশ ৫ : বিধি ২, দেওয়ানি কার্যবিধি] 43 / 52 43. দেওয়ানি কার্যবিধি অনুসারে বাদী নিজেই যখন বিবাদীকে সমন প্রদান করেন তখন আদালতে তা কীভাবে রিপোর্ট করতে হয়? বিবাদীর স্বাক্ষরিত সমনের কপিটি আদালতে দাখিল করলেই তা যথেষ্ট বলে গণ্য হবে বিবাদীর সংশ্লিষ্ট জনপ্রতিনিধির প্রত্যয়নপত্রসহ আদালতে দাখিল করতে হবে অ্যাফিডেভিট ছাড়া অথবা অ্যাফিডেভিট সহযোগে রিপোর্ট দাখিল করতে হবে অ্যাফিডেভিট সহযোগে একটি রিপোর্ট দাখিল করতে হবে সঠিক উত্তর : অ্যাফিডেভিট সহযোগে একটি রিপোর্ট দাখিল করতে হবে ; [আদেশ ৫ : বিধি ৯ক, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : অ্যাফিডেভিট সহযোগে একটি রিপোর্ট দাখিল করতে হবে ; [আদেশ ৫ : বিধি ৯ক, দেওয়ানি কার্যবিধি] 44 / 52 44. The provisions of rules ........... shall apply to a summons personally served under this rule [Rule 9A of Order V] - শূণ্যস্থানে কী বসবে? 16 and 20 9 and 16 16 and 18 16, 18 and 20 সঠিক উত্তর : 16 and 18 ; [আদেশ ৫ : বিধি ৯ক, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : 16 and 18 ; [আদেশ ৫ : বিধি ৯ক, দেওয়ানি কার্যবিধি] 45 / 52 45. পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে বিকল্পভাবে সমন জারির ক্ষেত্রে কোন ধরণের পত্রিকায় তা প্রকাশ করতে হয়? দৈনিক পত্রিকায় ইলেকট্রনিক / অনলাইন পত্রিকায় সাপ্তাহিক পত্রিকায় উপরোক্ত যেকোনো মাধ্যমে সঠিক উত্তর : দৈনিক পত্রিকায় ; [আদেশ ৫ : বিধি ২০, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : দৈনিক পত্রিকায় ; [আদেশ ৫ : বিধি ২০, দেওয়ানি কার্যবিধি] 46 / 52 46. Save as otherwise prescribed, where there are more defendants than one, service of the summons shall be made on each defendant - এই বিধানটি দেওয়ানি কার্যবিধির ৫ নং আদেশের কত নং বিধির বিধান? ৫ বিধি ৯ বিধি ১১ বিধি ২০ বিধি সঠিক উত্তর : ১১ বিধি ; [আদেশ ৫ : বিধি ১১, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ১১ বিধি ; [আদেশ ৫ : বিধি ১১, দেওয়ানি কার্যবিধি] 47 / 52 47. কোনো ফৌজদারি মামলায় কারাগারে আটক একজন ব্যক্তিকে একটি দেওয়ানি মোকদ্দমার সমন প্রেরণ করার জন্য সমনটি কার নিকট প্রেরণ করতে হবে? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট জেলা প্রশাসকের নিকট জেলের ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট বর্ণিত যেকোনো একজনের কাছে সঠিক উত্তর : জেলের ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট ; [আদেশ ৫ : বিধি ২৪, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : জেলের ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট ; [আদেশ ৫ : বিধি ২৪, দেওয়ানি কার্যবিধি] 48 / 52 48. দেওয়ানি কার্যবিধির ৫ আদেশের ২০ বিধি অনুসারে বিকল্পভাবে জারির মর্যাদা নিচের কোন রূপে গণ্য হবে? ব্যক্তিগতভাবে জারির ন্যায় মর্যাদা পাবে বাধ্যতামূলক নির্দেশ আকারে মর্যাদা পাবে ফৌজদারি কার্যবিধির হুলিয়ার ন্যায় মর্যাদা পাবে ফৌজদারি কার্যবিধির গ্রেফতারি পরোয়ানার মতো মর্যাদা পাবে সঠিক উত্তর : ব্যক্তিগতভাবে জারির ন্যায় মর্যাদা পাবে ; [আদেশ ৫ : বিধি ২০, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ব্যক্তিগতভাবে জারির ন্যায় মর্যাদা পাবে ; [আদেশ ৫ : বিধি ২০, দেওয়ানি কার্যবিধি] 49 / 52 49. কোনো দেওয়ানি সমন পাঠানোর ক্ষেত্রে কখন কোনো কুরিয়ার সার্ভিসের নাম তালিকাভুক্ত কুরিয়ার সার্ভিস থেকে বাদ দেওয়া যাবে? যদি কুরিয়ার সার্ভিসটি রাষ্ট্রদ্রোহী কোনো কাজের সাথে যুক্ত থাকে যদি কুরিয়ার সার্ভিসটি প্রতি সপ্তাহে জেলা জজকে রিপোর্ট প্রদান না করে থাকে যদি কুরিয়ার সার্ভিসটি ৩০ দিনের মধ্যে কোনো সমন পাঠাতে ব্যর্থ হয়ে থাকে বর্ণিত যেকোনো কারণেই এরূপ করা যেতে পারে সঠিক উত্তর : যদি কুরিয়ার সার্ভিসটি ৩০ দিনের মধ্যে কোনো সমন পাঠাতে ব্যর্থ হয়ে থাকে ; [আদেশ ৫ : বিধি ৯, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : যদি কুরিয়ার সার্ভিসটি ৩০ দিনের মধ্যে কোনো সমন পাঠাতে ব্যর্থ হয়ে থাকে ; [আদেশ ৫ : বিধি ৯, দেওয়ানি কার্যবিধি] 50 / 52 50. সমন জারির মাধ্যম হিসেবে যখন আদালতের তালিকাভুক্ত বেসরকারি কুরিয়ার সার্ভিস ব্যবহার করা হয়, তখন উক্ত কুরিয়ার সার্ভিস কর্তৃক সমন কতদিনের মধ্যে প্রেরণ করার বিধান রয়েছে দেওয়ানি কার্যবিধিতে? ২০ দিন ২১ দিন ৩০ দিন ৩ দিন সঠিক উত্তর : ৩০ দিন ; [আদেশ ৫ : বিধি ৯, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ৩০ দিন ; [আদেশ ৫ : বিধি ৯, দেওয়ানি কার্যবিধি] 51 / 52 51. দেওয়ানি কার্যবিধি অনুসারে বাদী নিজেই যখন বিবাদীকে সমন প্রদান করার জন্য গ্রহণ করেন তখন বাদীকে গণ্য করা যাবে একজন ...... হিসেবে। Nazir serving officer Serestadar summon officer সঠিক উত্তর : serving officer ; [আদেশ ৫ : বিধি ৯ক, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : serving officer ; [আদেশ ৫ : বিধি ৯ক, দেওয়ানি কার্যবিধি] 52 / 52 52. বিবাদী সমন জারি এড়ানোর জন্য লুকিয়ে থাকলে বিকল্পভাবে আদালত সমন জারি করতে পারেন Ñ এই বিধান দেওয়ানি কার্যবিধির ৫ আদেশের কোন বিধিতে বলা আছে? ৫ বিধি ৯ বিধি ৯ক বিধি ২০ বিধি সঠিক উত্তর : ২০ বিধি ; [আদেশ ৫ : বিধি ২০, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ২০ বিধি ; [আদেশ ৫ : বিধি ২০, দেওয়ানি কার্যবিধি] Your score is Facebook 0% Restart quiz