আইনকানুন একাডেমি

/26
4

CPC [27-35B] - Advanced Exam

এখানে দেওয়ানি কার্যবিধির ২৭-৩৫খ ধারাসমূহ নিয়ে অ্যাডভান্সড লেভেলের এমসিকিউ টেস্ট আছে। সংশ্লিষ্ট ধারাগুলো পড়ে নিয়ে এটি অনুশীলন করুন।

এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন। ইমেইলটি লেখা বাধ্যতামূলক নয়; তবে, ইমেইল এড্রেস দিলে আপনার ইমেইলে বিস্তারিত ফলাফল চলে যাবে।

1 / 26

1. The Code of Civil Procedure, 1908 অনুযায়ী সাক্ষ্য প্রদানের জন্য কোনো ব্যক্তিকে সমন দেওয়া সত্ত্বেও তিনি হাজির না হলে আদালত তাকে সর্বোচ্চ কত টাকা জরিমানা করতে পারেন? [জুডি. : ২০২২]

2 / 26

2. দেওয়ানি কার্যবিধির ৩০ ধারা অনুসারে কোনো ব্যক্তিকে আদালতে হাজির করতে বাধ্য করার প্রক্রিয়া হিসেবে সর্বোচ্চ কত টাকা জরিমানা করার বিধান রয়েছে?

3 / 26

3. ‘...the Court may, at any time, either of its own motion or on the application of any party, ... order any fact to be proved by affidavit.’ - দেওয়ানি কার্যবিধিতে আদালতের এই ক্ষমতা কোন ধারায় বর্ণিত আছে?

4 / 26

4. একটি আদালত খরচার ওপর সুদ প্রদান করতে পারে অনধিক - [বার : ২০১৫]

5 / 26

5. মিথ্যা দাবির ব্যাপারে ক্ষতিপূরণমূলক খরচা দেওয়ানি কার্যবিধির কোন ধারায় বর্ণিত আছে?

6 / 26

6. সমন অমান্যের জন্য দণ্ডের বিধান দেওয়ানি কার্যবিধির কোন ধারার বিষয়বস্তু?

7 / 26

7. দলিল দাখিল, আবিষ্কার ইত্যাদি উদ্দেশ্যে সমন দেবার ক্ষমতা দেওয়ানি কার্যবিধির কোন ধারায় বর্ণিত আছে?

8 / 26

8. বিবাদীর প্রতি সমন দেওয়ানি কার্যবিধির কত ধারার বিষয়বস্তু?

9 / 26

9. দেওয়ানি কার্যবিধি অনুসারে The Court may compel the attendance of any person to whom a summons has been issued under section 30 and for that purpose may-

10 / 26

10. The Court, after the case has been heard, shall pronounce .... , and on such ...... a decree shall follow - শূণ্যস্থানদ্বয়ে কী বসবে?

11 / 26

11. দেওয়ানি কার্যবিধির ৩০ ধারা অনুসারে কোনো ব্যক্তিকে আদালতে হাজির করতে বাধ্য করার প্রক্রিয়া হিসেবে নিচের কোনটি সঠিক?

12 / 26

12. The Code of Civil Procedure, 1908 এর ৩০ ধারা অনুসারে প্রদত্ত সমন অমান্য করলে আদালত তাকে অনধিক কত টাকা জরিমানা করতে পারেন? [জুডি. : ২০২৩]

13 / 26

13. বাংলাদেশের বাইরে অবস্থিত কোনো দেওয়ানি আদালতের সমন বাংলাদেশে জারি সংক্রান্তে বিধান নিচের কোনটি?

14 / 26

14. মিথ্যা দাবির ব্যাপারে সর্বোচ্চ কত টাকা ক্ষতিপূরণমূলক খরচার আদেশ দিতে পারে আদালত?

15 / 26

15. দেওয়ানি মামলায় সর্বোচ্চ কত টাকা ক্ষতিপূরণ বাবদ দেয়া যায়? [জুডি. : ২০০৮]

16 / 26

16. অন্তর্বর্তী বিষয়গুলো সম্পর্কে আনীত দরখাস্ত নির্ধারিত সময়ের বিলম্বে করা হলে আদালত সর্বোচ্চ কতা টাকা খরচার নির্দেশ দিতে পারে?

17 / 26

17. একটি মোকদ্দমার খরচার ওপর ৬% বার্ষিক হারে সুদ প্রদান করতে হবে - এটি দেওয়ানি কার্যবিধিতে কোন ধারার বিষয়বস্তু?

18 / 26

18. Interest - দেওয়ানি কার্যবিধির কোন ধারার শিরোনাম ও বিষয়বস্তু?

19 / 26

19. Summons to witness - এই বিধানটি দেওয়ানি কার্যবিধির কোন ধারার বিষয়বস্তু?

20 / 26

20. দেওয়ানি কার্যবিধির কোন ধারায় কোনো সাক্ষীর প্রতি সমন দেবার বিধান রয়েছে?

21 / 26

21. একটি আদালত খরচার ওপর সুদ প্রদান করতে পারে অনধিক

22 / 26

22. The Court may compel the attendance of any person to whom a summons has been issued under ...... - শূণ্যস্থানে কী বসবে?

23 / 26

23. মিথ্যা অথবা বিরক্তিকর দারি বা জবাবের ব্যাপারে ক্ষতিপূরণমূলক খরচার প্রসঙ্গটি দেওয়ানি কার্যবিধিতে কত সালের সংশোধনীর মাধ্যমে যুক্ত হয়?

24 / 26

24. Power to order discovery and the like - এই বিধান দেওয়ানি কার্যবিধির কোন ধারার বিষয়বস্তু?

25 / 26

25. কোনো সাক্ষীর প্রতি সমন প্রদানের জন্য দেওয়ানি কার্যবিধির কোন ধারা অনুসরণ করার নির্দেশ আছে?

26 / 26

26. The Court, after the case has been heard, shall pronounce judgment, and on such judgment a .... shall follow - শূণ্যস্থানে কী বসবে?

Your score is

0%