আইনকানুন একাডেমি

/43
7

CPC [9-14] - Advanced Exam

এখানে দেওয়ানি কার্যবিধির ৯-১৪ ধারাসমূহ নিয়ে অ্যাডভান্সড লেভেলের এমসিকিউ টেস্ট আছে। সংশ্লিষ্ট ধারাগুলো পড়ে নিয়ে এটি অনুশীলন করুন।

এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন। ইমেইলটি লেখা বাধ্যতামূলক নয়; তবে, ইমেইল এড্রেস দিলে আপনার ইমেইলে বিস্তারিত ফলাফল চলে যাবে।

1 / 43

1. Principle of Res Judicata একটি ..... বিষয়। [বার : ২০২২]

2 / 43

2. One suit and one decision is enough for any single dispute - এই ধারণাটি দেওয়ানি কার্যবিধির কোন ধারায় প্রকাশিত হয়েছে?

3 / 43

3. কোন ক্ষেত্রে একই মামলা দ্বিতীয় বার করতে কোনো বাধা নেই?

4 / 43

4. দেওয়ানি কার্যবিধির কত ধারায় দেওয়ানি মামলা বিষয়ে দেওয়ানি আদালতগুলোকে সাধারণ এখতিয়ার দেওয়া হয়েছে? [বার : ২০১২]

5 / 43

5. ল্যাটিন শব্দ judicata এর অর্থ কী?

6 / 43

6. Bar to further suit - দেওয়ানি কার্যবিধির ১২ ধারার প্রসঙ্গে একটি উদাহরণ হিসেবে নিচের কোনটি সঠিক?

7 / 43

7. দেওয়ানি কার্যবিধির ১১ ধারার শিরোনাম হিসেবে নিচের কোনটি সঠিক?

8 / 43

8. কখন কোনো বিদেশী রায় চূড়ান্ত বলে গণ্য করবে না একটি দেওয়ানি আদালত?

9 / 43

9. দেওয়ানি কার্যবিধির ১১ ধারার বিধানে কতটি ব্যাখ্যামূলক অনুচ্ছেদ রয়েছে?

10 / 43

10. ‘অতিরিক্ত মোকদ্দমার বাধা’ দেওয়ানি কার্যবিধির কোন ধারার বিষয়বস্তু?

11 / 43

11. দোবারা দোষ (res judicata) বিষয়ে দেওয়ানি কার্যবিধির কত ধারায় বিধান আছে? [বার : ২০১২]

12 / 43

12. দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা অর্থ এমন মোকদ্দমা যেখানে ..... সংশ্লিষ্ট স্বার্থ জড়িত থাকে। [বার : ২০২২]

13 / 43

13. The Code of civil procedure, 1908 এর ধারা ১১ এর কত নাম্বার ব্যাখ্যায় Constructive Resjudicata সম্পর্কে উল্লেখ করা হয়েছে? [জুডি. : ২০২১]

14 / 43

14. দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা বলতে বোঝাবে -

15 / 43

15. বিদেশী রায় সম্পর্কে অনুমান সম্পর্কিত বিধান দেওয়ানি কার্যবিধির কোন ধারায় বর্ণিত আছে?

16 / 43

16. ল্যাটিন শব্দ Res এর অর্থ কী?

17 / 43

17. দেওয়ানি কার্যবিধির কোন ধারায় দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা সম্পর্কে ধারণা বর্ণিত আছে?

18 / 43

18. দেওয়ানি কার্যবিধির ৯ ধারার বর্ণিত বিষয় হিসেবে নিচের কোনটি সঠিক?

19 / 43

19. দেওয়ানি কার্যবিধির ১১ ধারার প্রথম ব্যাখ্যায় নিচের কোনটিকে সংজ্ঞায়িত করা আছে?

20 / 43

20. Stay of suit — দেওয়ানি কার্যবিধির কোন ধারার শিরোনাম?

21 / 43

21. দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা আমলে নেওয়ার বিধান The Code of Civil Procedure, 1908 এর কোন ধারায় উল্লেখ রয়েছে? [বার : ২০২৩]

22 / 43

22. দেওয়ানি কার্যবিধিতে রেস জুডিকাটা নীতির উল্লেখ আছে কত ধারায়?

23 / 43

23. কোনো মামলা বিচারাধীন থাকা অবস্থায়, পুনরায় একই পক্ষগণ ও বিচার্য বিষয় নিয়ে মোকদ্দমা দায়ের করতে বিধিনিষেধ কোন ধারায় আছে দেওয়ানি কার্যবিধির?

24 / 43

24. Stay of suit — বলতে নিচের কোনটি বোঝায়?

25 / 43

25. Res Subjudice বিষয়টি কোন ধারণাটির মাধ্যমে দেওয়ানি কার্যবিধিতে প্রকাশিত হয়েছে?

26 / 43

26. Res Subjudice - এর নীতিবলে দ্বিতীয় মোকদ্দমাটি -

27 / 43

27. ল্যাটিন শব্দ Subjudice এর অর্থ কী?

28 / 43

28. দেওয়ানি কার্যবিধির ১০ ধারার শিরোনাম হিসেবে নিচের কোনটি সঠিক?

29 / 43

29. The Code of Civil Procedure, 1908 এর ১১ ধারায় res judicata কতবার ব্যবহৃত হয়েছে? [জুডি. : ২০১৯]

30 / 43

30. নিষ্পত্তিকৃত কোনো মোকদ্দমা পুনরায় বিচারাধীন করার ক্ষেত্রে বাধার কথা দেওয়ানি কার্যবিধির কত ধারায় বলা আছে?

31 / 43

31. সিভিল প্রসিডিউর কোডের কোন ধারায় রেস সাব—জুডিস এর নীতি বর্ণিত আছে? [বার : ২০১৩]

32 / 43

32. রেস জুডিকাটা কোন ধরণের বাদী বা বিবাদীগণের ওপর প্রযোজ্য হয় না?

33 / 43

33. ‘A suit in which the .......... is contested is a suit of a civil nature ’ — শুণ্যস্থানে কী বসবে?

34 / 43

34. রেস জুডিকাটা বলতে নিচের কোনটি বোঝায়?

35 / 43

35. constructive res judicata - ধারণাটি দেওয়ানি কার্যবিধির কোন ধারায় বর্ণিত হয়েছে?

36 / 43

36. কোন ক্ষেত্রে রেস সাবজুডিস নীতির ব্যতিক্রম আছে?

37 / 43

37. ল্যাটিন শব্দ judicata এর অর্থ কী?

38 / 43

38. Any matter which might and ought to have been made ground of defence or attack in such former suit shall be deemed to have been a matter directly and substantially in issue in such suit - এটিকে নিচের কোনটি হিসেবে অভিহিত করা হয় দেওয়ানি কার্যবিধিতে?

39 / 43

39. Res Judicata — দেওয়ানি কার্যবিধির কোন ধারার শিরোনাম?

40 / 43

40. Res Sub Judice শব্দটি দেওয়ানি কার্যবিধির ১০ ধারায় কতবার ব্যবহৃত হয়েছে?

41 / 43

41. দেওয়ানি কার্যবিধির ১০ ধারায় বর্ণিত মোকদ্দমা স্থগিত করার বিধানটি আদালতের জন্য -

42 / 43

42. The Code of Civil Procedure, 1908 এর ... ধারা একই বিচার্য বিষয় নিয়ে একই পক্ষগণের মধ্যে একাধিক বিচারকার্য নিষিদ্ধ করে। [বার : ২০২২]

43 / 43

43. আরজিতে প্রার্থনা করা হয়েছে, কিন্তু সুস্পষ্ট কোনো ডিক্রি মঞ্জুরকৃত হয়ে না থাকলে সে বিষয়ে নিচের কোনটি সঠিক?

Your score is

0%