/43 50 CPC [9-14] - Advanced Exam এখানে দেওয়ানি কার্যবিধির ৯-১৪ ধারাসমূহ নিয়ে অ্যাডভান্সড লেভেলের এমসিকিউ টেস্ট আছে। সংশ্লিষ্ট ধারাগুলো পড়ে নিয়ে এটি অনুশীলন করুন। এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন। ইমেইলটি লেখা বাধ্যতামূলক নয়; তবে, ইমেইল এড্রেস দিলে আপনার ইমেইলে বিস্তারিত ফলাফল চলে যাবে। 1 / 43 1. রেস জুডিকাটা বলতে নিচের কোনটি বোঝায়? দ্বিতীয় আপিল একই মামলা পুনরায় করা দোবারা দোষ কোনোটিই নয় সঠিক উত্তর : দোবারা দোষ ; [ধারা : ১১, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : দোবারা দোষ ; [ধারা : ১১, দেওয়ানি কার্যবিধি] 2 / 43 2. দেওয়ানি কার্যবিধির কোন ধারায় দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা সম্পর্কে ধারণা বর্ণিত আছে? ১০ ধারা ১১ ধারা ১২ ধারা ৯ ধারা সঠিক উত্তর : ৯ ধারা ; [ধারা : ৯, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ৯ ধারা ; [ধারা : ৯, দেওয়ানি কার্যবিধি] 3 / 43 3. Res Judicata — দেওয়ানি কার্যবিধির কোন ধারার শিরোনাম? ১০ ১১ ১২ ৯ সঠিক উত্তর : ১১ ; [ধারা : ১১, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ১১ ; [ধারা : ১১, দেওয়ানি কার্যবিধি] 4 / 43 4. সিভিল প্রসিডিউর কোডের কোন ধারায় রেস সাব—জুডিস এর নীতি বর্ণিত আছে? [বার : ২০১৩] ১০ ১১ ১২ ৯ সঠিক উত্তর : ১০ ; [ধারা : ১০, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ১০ ; [ধারা : ১০, দেওয়ানি কার্যবিধি] 5 / 43 5. কোনো মামলা বিচারাধীন থাকা অবস্থায়, পুনরায় একই পক্ষগণ ও বিচার্য বিষয় নিয়ে মোকদ্দমা দায়ের করতে বিধিনিষেধ কোন ধারায় আছে দেওয়ানি কার্যবিধির? ১০ ধারা ১১ ধারা ১২ ধারা ৯ ধারা সঠিক উত্তর : ১০ ধারা ; [ধারা : ১০, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ১০ ধারা ; [ধারা : ১০, দেওয়ানি কার্যবিধি] 6 / 43 6. ল্যাটিন শব্দ Subjudice এর অর্থ কী? বিষয় বিচারিক বিষয় নিষ্পত্তিকৃত বিষয় বিচারের অধীন সঠিক উত্তর : বিচারের অধীন ; [ধারা : ১০, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : বিচারের অধীন ; [ধারা : ১০, দেওয়ানি কার্যবিধি] 7 / 43 7. The Code of Civil Procedure, 1908 এর ১১ ধারায় res judicata কতবার ব্যবহৃত হয়েছে? [জুডি. : ২০১৯] ৩ ২ ১ ব্যবহৃত হয়নি সঠিক উত্তর : ১ ; [ধারা : ১১, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ১ ; [ধারা : ১১, দেওয়ানি কার্যবিধি] 8 / 43 8. দেওয়ানি কার্যবিধির ১০ ধারায় বর্ণিত মোকদ্দমা স্থগিত করার বিধানটি আদালতের জন্য - বাধ্যতামূলক নির্দেশনামূলক সহজাত ক্ষমতা বিবেচনামূলক সঠিক উত্তর : বাধ্যতামূলক ; [ধারা : ১০, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : বাধ্যতামূলক ; [ধারা : ১০, দেওয়ানি কার্যবিধি] 9 / 43 9. Bar to further suit - দেওয়ানি কার্যবিধির ১২ ধারার প্রসঙ্গে একটি উদাহরণ হিসেবে নিচের কোনটি সঠিক? যখন দেওয়ানি কার্যবিধির ১৪৪ ধারা অনুসারে রেসটিটিউশন দাবি করা হয় যখন মোকদ্দমা করার সময়ই বাদী তার দাবির আংশিক অংশ ইচ্ছাকৃতভাবে বর্জন করে যখন ১১ ধারামতে রেস জুডিকাটা দ্বারা বারিত হয় বর্ণিত সবগুলোই সঠিক সঠিক উত্তর : বর্ণিত সবগুলোই সঠিক ; [ধারা : ১২, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : বর্ণিত সবগুলোই সঠিক ; [ধারা : ১২, দেওয়ানি কার্যবিধি] 10 / 43 10. কখন কোনো বিদেশী রায় চূড়ান্ত বলে গণ্য করবে না একটি দেওয়ানি আদালত? যদি উক্ত আদালতের তদ্রুপ রায় প্রদানের এখতিয়ার না থাকে মোকদ্দমার গুণাগুণের ওপর যদি রায় না হয় কোনো প্রতারণার মাধ্যমে রায় সংগ্রহ করলে বর্ণিত সবগুলোই সঠিক সঠিক উত্তর : বর্ণিত সবগুলোই সঠিক ; [ধারা : ১৩, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : বর্ণিত সবগুলোই সঠিক ; [ধারা : ১৩, দেওয়ানি কার্যবিধি] 11 / 43 11. নিষ্পত্তিকৃত কোনো মোকদ্দমা পুনরায় বিচারাধীন করার ক্ষেত্রে বাধার কথা দেওয়ানি কার্যবিধির কত ধারায় বলা আছে? ৯ ধারা ১১ ধারা ১০ ধারা ১২ ধারা সঠিক উত্তর : ১১ ধারা ; [ধারা : ১১, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ১১ ধারা ; [ধারা : ১১, দেওয়ানি কার্যবিধি] 12 / 43 12. ল্যাটিন শব্দ judicata এর অর্থ কী? A thing settled by judicial decision Stay of suit Facts in issue Issue of law সঠিক উত্তর : A thing settled by judicial decision ; [ধারা : ১১, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : A thing settled by judicial decision ; [ধারা : ১১, দেওয়ানি কার্যবিধি] 13 / 43 13. One suit and one decision is enough for any single dispute - এই ধারণাটি দেওয়ানি কার্যবিধির কোন ধারায় প্রকাশিত হয়েছে? ৯ ধারা ১১ ধারা ১০ ধারা ১২ ধারা সঠিক উত্তর : ১১ ধারা ; [ধারা : ১১, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ১১ ধারা ; [ধারা : ১১, দেওয়ানি কার্যবিধি] 14 / 43 14. The Code of Civil Procedure, 1908 এর ... ধারা একই বিচার্য বিষয় নিয়ে একই পক্ষগণের মধ্যে একাধিক বিচারকার্য নিষিদ্ধ করে। [বার : ২০২২] ১০ ১১ ১৫ ১৫১ সঠিক উত্তর : ১০ ; [ধারা : ১০, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ১০ ; [ধারা : ১০, দেওয়ানি কার্যবিধি] 15 / 43 15. দোবারা দোষ (res judicata) বিষয়ে দেওয়ানি কার্যবিধির কত ধারায় বিধান আছে? [বার : ২০১২] ১১ ধারা ১০ ধারা ৯ ধারা ১৫১ ধারা সঠিক উত্তর : ১১ ধারা ; [ধারা : ১১, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ১১ ধারা ; [ধারা : ১১, দেওয়ানি কার্যবিধি] 16 / 43 16. দেওয়ানি কার্যবিধির ১১ ধারার বিধানে কতটি ব্যাখ্যামূলক অনুচ্ছেদ রয়েছে? ৩টি ৫টি ৬টি ৭টি সঠিক উত্তর : ৬টি ; [ধারা : ১১, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ৬টি ; [ধারা : ১১, দেওয়ানি কার্যবিধি] 17 / 43 17. দেওয়ানি কার্যবিধিতে রেস জুডিকাটা নীতির উল্লেখ আছে কত ধারায়? ১০ ধারা ১১ ধারা ৯ ধারা ১২ ধারা সঠিক উত্তর : ১১ ধারা ; [ধারা : ১১, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ১১ ধারা ; [ধারা : ১১, দেওয়ানি কার্যবিধি] 18 / 43 18. আরজিতে প্রার্থনা করা হয়েছে, কিন্তু সুস্পষ্ট কোনো ডিক্রি মঞ্জুরকৃত হয়ে না থাকলে সে বিষয়ে নিচের কোনটি সঠিক? সে বিষয়ে পরবর্তীতে মোকদ্দমা নতুনভাবে করা যাবে সে বিষয়ে উচ্চ আদালতে রিভিশন দায়ের করা যাবে সে বিষয়টি আদালত কর্তৃক উক্ত রায়ে অস্বীকৃত হয়েছে বলে গণ্য করতে হবে ক এবং খ উভয়ই সঠিক সঠিক উত্তর : সে বিষয়টি আদালত কর্তৃক উক্ত রায়ে অস্বীকৃত হয়েছে বলে গণ্য করতে হবে ; [ধারা : ১১, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : সে বিষয়টি আদালত কর্তৃক উক্ত রায়ে অস্বীকৃত হয়েছে বলে গণ্য করতে হবে ; [ধারা : ১১, দেওয়ানি কার্যবিধি] 19 / 43 19. দেওয়ানি কার্যবিধির ৯ ধারার বর্ণিত বিষয় হিসেবে নিচের কোনটি সঠিক? রেস সাব জুডিস রেস জুডিকাটা আদালতের এখতিয়ার বর্ণিত সবগুলোই সঠিক সঠিক উত্তর : আদালতের এখতিয়ার ; [ধারা : ৯, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : আদালতের এখতিয়ার ; [ধারা : ৯, দেওয়ানি কার্যবিধি] 20 / 43 20. Res Subjudice - এর নীতিবলে দ্বিতীয় মোকদ্দমাটি - খারিজ হয়ে যায় স্থগিত হয়ে যায় পুণঃবিচারে পাঠানো হয় বর্ণিত যেকোনোটি করা যায় সঠিক উত্তর : স্থগিত হয়ে যায় ; [ধারা : ১০, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : স্থগিত হয়ে যায় ; [ধারা : ১০, দেওয়ানি কার্যবিধি] 21 / 43 21. কোন ক্ষেত্রে একই মামলা দ্বিতীয় বার করতে কোনো বাধা নেই? অন্য একটি জেলায় মামলা হয়ে থাকলে বিদেশের আদালতে পূর্বের মামলাটি হয়ে থাকলে মামলার আরজিতে ভুল থাকলে বর্ণিত কোনোটিই সঠিক নয় সঠিক উত্তর : বিদেশের আদালতে পূর্বের মামলাটি হয়ে থাকলে ; [ধারা : ১০, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : বিদেশের আদালতে পূর্বের মামলাটি হয়ে থাকলে ; [ধারা : ১০, দেওয়ানি কার্যবিধি] 22 / 43 22. Res Subjudice বিষয়টি কোন ধারণাটির মাধ্যমে দেওয়ানি কার্যবিধিতে প্রকাশিত হয়েছে? Jurisdiction of the Court Res Judicata Stay of suit Bar of suit সঠিক উত্তর : Stay of suit ; [ধারা : ১০, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : Stay of suit ; [ধারা : ১০, দেওয়ানি কার্যবিধি] 23 / 43 23. দেওয়ানি কার্যবিধির কত ধারায় দেওয়ানি মামলা বিষয়ে দেওয়ানি আদালতগুলোকে সাধারণ এখতিয়ার দেওয়া হয়েছে? [বার : ২০১২] ২ ধারা ৯ ধারা ১১ ধারা ১৫১ ধারা সঠিক উত্তর : ৯ ধারা ; [ধারা : ৯, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ৯ ধারা ; [ধারা : ৯, দেওয়ানি কার্যবিধি] 24 / 43 24. Stay of suit — বলতে নিচের কোনটি বোঝায়? রেস সাবজুডিস রেস জুডিকাটা ডিসমিসাল অফ স্যুট দোবারা দোষ সঠিক উত্তর : রেস সাবজুডিস ; [ধারা : ১০, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : রেস সাবজুডিস ; [ধারা : ১০, দেওয়ানি কার্যবিধি] 25 / 43 25. The Code of civil procedure, 1908 এর ধারা ১১ এর কত নাম্বার ব্যাখ্যায় Constructive Resjudicata সম্পর্কে উল্লেখ করা হয়েছে? [জুডি. : ২০২১] ১ ৩ ৪ ৬ সঠিক উত্তর : ৪ ; [ধারা : ১১, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ৪ ; [ধারা : ১১, দেওয়ানি কার্যবিধি] 26 / 43 26. ল্যাটিন শব্দ judicata এর অর্থ কী? বিষয়বস্তু বিচারিক বিষয় বিচারের মাধ্যমে নিষ্পত্তিকৃত বিচারের অধীন সঠিক উত্তর : বিচারের মাধ্যমে নিষ্পত্তিকৃত ; [ধারা : ১১, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : বিচারের মাধ্যমে নিষ্পত্তিকৃত ; [ধারা : ১১, দেওয়ানি কার্যবিধি] 27 / 43 27. কোন ক্ষেত্রে রেস সাবজুডিস নীতির ব্যতিক্রম আছে? বিদেশের কোনো আদালতে একটি মামলা বিচারাধীন থাকলে আদালত একই বিষয়ের উপর আরেকটি মোকদ্দমা দায়েরের আদেশ দিলে বিচারাধীন আদালত বিচার করতে দেরি করলে মোকদ্দমাটি অর্থ আদায় সংক্রান্ত হলে সঠিক উত্তর : বিদেশের কোনো আদালতে একটি মামলা বিচারাধীন থাকলে ; [ধারা : ১০, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : বিদেশের কোনো আদালতে একটি মামলা বিচারাধীন থাকলে ; [ধারা : ১০, দেওয়ানি কার্যবিধি] 28 / 43 28. দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা অর্থ এমন মোকদ্দমা যেখানে ..... সংশ্লিষ্ট স্বার্থ জড়িত থাকে। [বার : ২০২২] সম্পত্তি বা অফিস সম্পত্তি ও অফিস শুধু সম্পত্তি শুধু অফিস সঠিক উত্তর : সম্পত্তি বা অফিস ; [ধারা : ৯, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : সম্পত্তি বা অফিস ; [ধারা : ৯, দেওয়ানি কার্যবিধি] 29 / 43 29. Stay of suit — দেওয়ানি কার্যবিধির কোন ধারার শিরোনাম? ১০ ১১ ১২ ৯ সঠিক উত্তর : ১০ ; [ধারা : ১০, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ১০ ; [ধারা : ১০, দেওয়ানি কার্যবিধি] 30 / 43 30. constructive res judicata - ধারণাটি দেওয়ানি কার্যবিধির কোন ধারায় বর্ণিত হয়েছে? ১১ ধারার ১ নং ব্যাখ্যায় ১১ ধারার ২ নং ব্যাখ্যায় ১১ ধারার ৩ নং ব্যাখ্যায় ১১ ধারার ৪ নং ব্যাখ্যায় সঠিক উত্তর : ১১ ধারার ৪ নং ব্যাখ্যায় ; [ধারা : ১১, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ১১ ধারার ৪ নং ব্যাখ্যায় ; [ধারা : ১১, দেওয়ানি কার্যবিধি] 31 / 43 31. দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা আমলে নেওয়ার বিধান The Code of Civil Procedure, 1908 এর কোন ধারায় উল্লেখ রয়েছে? [বার : ২০২৩] ৭ ৯ ৬ ৫ সঠিক উত্তর : ৯ ; [ধারা : ৯, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ৯ ; [ধারা : ৯, দেওয়ানি কার্যবিধি] 32 / 43 32. ‘A suit in which the .......... is contested is a suit of a civil nature ’ — শুণ্যস্থানে কী বসবে? right to property right to an office right to property or to an office right to religious rites সঠিক উত্তর : right to property or to an office ; [ধারা : ৯, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : right to property or to an office ; [ধারা : ৯, দেওয়ানি কার্যবিধি] 33 / 43 33. Principle of Res Judicata একটি ..... বিষয়। [বার : ২০২২] আইনগত ঘটনাগত আইন ও ঘটনার সম্মিলিত আদালতের স্বেচ্ছাধীন সঠিক উত্তর : আইন ও ঘটনার সম্মিলিত ; [ধারা : ১১, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : আইন ও ঘটনার সম্মিলিত ; [ধারা : ১১, দেওয়ানি কার্যবিধি] 34 / 43 34. দেওয়ানি কার্যবিধির ১১ ধারার প্রথম ব্যাখ্যায় নিচের কোনটিকে সংজ্ঞায়িত করা আছে? prior suit constructive res subjudice constructive res judicata former suit সঠিক উত্তর : former suit ; [ধারা : ১১, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : former suit ; [ধারা : ১১, দেওয়ানি কার্যবিধি] 35 / 43 35. দেওয়ানি কার্যবিধির ১১ ধারার শিরোনাম হিসেবে নিচের কোনটি সঠিক? Res Sub Judice Res Judicata Stay of suit Bar of suit সঠিক উত্তর : Res Judicata ; [ধারা : ১১, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : Res Judicata ; [ধারা : ১১, দেওয়ানি কার্যবিধি] 36 / 43 36. রেস জুডিকাটা কোন ধরণের বাদী বা বিবাদীগণের ওপর প্রযোজ্য হয় না? Co-plaintiff Co-defendant Pro-forma defendant বর্ণিত প্রত্যেকের ওপরেই প্রযোজ্য হয় না সঠিক উত্তর : Pro-forma defendant ; [ধারা : ১১, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : Pro-forma defendant ; [ধারা : ১১, দেওয়ানি কার্যবিধি] 37 / 43 37. ‘অতিরিক্ত মোকদ্দমার বাধা’ দেওয়ানি কার্যবিধির কোন ধারার বিষয়বস্তু? ১০ ১১ ১২ ৯ সঠিক উত্তর : ১২ ; [ধারা : ১২, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ১২ ; [ধারা : ১২, দেওয়ানি কার্যবিধি] 38 / 43 38. দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা বলতে বোঝাবে - right to only property right to only an office right to property or to an office right to demand a punishment সঠিক উত্তর : right to property or to an office ; [ধারা : ৯, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : right to property or to an office ; [ধারা : ৯, দেওয়ানি কার্যবিধি] 39 / 43 39. Res Sub Judice শব্দটি দেওয়ানি কার্যবিধির ১০ ধারায় কতবার ব্যবহৃত হয়েছে? ১ বার ২ বার ৩ বার একবারও নয় সঠিক উত্তর : একবারও নয় ; [ধারা : ১০, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : একবারও নয় ; [ধারা : ১০, দেওয়ানি কার্যবিধি] 40 / 43 40. দেওয়ানি কার্যবিধির ১০ ধারার শিরোনাম হিসেবে নিচের কোনটি সঠিক? Res Sub Judice Res Judicata Stay of suit Bar of suit সঠিক উত্তর : Stay of suit ; [ধারা : ১০, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : Stay of suit ; [ধারা : ১০, দেওয়ানি কার্যবিধি] 41 / 43 41. ল্যাটিন শব্দ Res এর অর্থ কী? বিষয় বিরোধীয় বিষয় নিষ্পত্তিকৃত বিষয় চলমান বিষয় সঠিক উত্তর : বিষয় ; [ধারা : ১০, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : বিষয় ; [ধারা : ১০, দেওয়ানি কার্যবিধি] 42 / 43 42. বিদেশী রায় সম্পর্কে অনুমান সম্পর্কিত বিধান দেওয়ানি কার্যবিধির কোন ধারায় বর্ণিত আছে? ১০ ধারা ১১ ধারা ১৩. ধারা ১৪ ধারা সঠিক উত্তর : ১৪ ধারা ; [ধারা : ১৪, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ১৪ ধারা ; [ধারা : ১৪, দেওয়ানি কার্যবিধি] 43 / 43 43. Any matter which might and ought to have been made ground of defence or attack in such former suit shall be deemed to have been a matter directly and substantially in issue in such suit - এটিকে নিচের কোনটি হিসেবে অভিহিত করা হয় দেওয়ানি কার্যবিধিতে? prior suit constructive res subjudice constructive res judicata former suit সঠিক উত্তর : constructive res judicata ; [ধারা : ১১, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : constructive res judicata ; [ধারা : ১১, দেওয়ানি কার্যবিধি] Your score is Facebook 0% Restart quiz By Wordpress Quiz plugin