/64 9 CPC [1-8] - Advanced Exam এখানে দেওয়ানি কার্যবিধির ১-৮ ধারাসমূহ নিয়ে অ্যাডভান্সড লেভেলের এমসিকিউ টেস্ট আছে। সংশ্লিষ্ট ধারাগুলো পড়ে নিয়ে এটি অনুশীলন করুন। এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন। ইমেইলটি লেখা বাধ্যতামূলক নয়; তবে, ইমেইল এড্রেস দিলে আপনার ইমেইলে বিস্তারিত ফলাফল চলে যাবে। 1 / 64 1. ডিক্রির অন্তর্ভূক্ত মর্মে গণ্য হবে- [বার : ২০১৫] আরজি ফেরতের আদেশ অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ আরজি প্রত্যাখ্যানের আদেশ আরজি গ্রহণের আদেশ সঠিক উত্তর : আরজি প্রত্যাখ্যানের আদেশ ; [ধারা : ২(২), দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : আরজি প্রত্যাখ্যানের আদেশ ; [ধারা : ২(২), দেওয়ানি কার্যবিধি] 2 / 64 2. কোন আদালতে মূল মোকদ্দমা দায়ের করা হয় না? [জুডি. : ২০১০] জেলা জজ আদালত অতিরিক্ত জেলা জজ আদালত যুগ্ম জেলা জজ আদালত সিনিয়র সরকারি জজ আদালত সঠিক উত্তর : অতিরিক্ত জেলা জজ আদালত ; [প্রাথমিক ধারণা, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : অতিরিক্ত জেলা জজ আদালত ; [প্রাথমিক ধারণা, দেওয়ানি কার্যবিধি] 3 / 64 3. দেওয়ানি কার্যবিধি, ১৯০৮ এর ধারা ২(৮) এর বিধান অনুসারে ‘Judge’ অর্থ- Assistant Judge Joint District Judge District Judge Presiding Officer of a Civil Court সঠিক উত্তর : Presiding Officer of a Civil Court ; [ধারা : ২(৮), দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : Presiding Officer of a Civil Court ; [ধারা : ২(৮), দেওয়ানি কার্যবিধি] 4 / 64 4. Mesne profit বলতে বুঝায় একজন ব্যক্তি কর্তৃক কোনো সম্পত্তি হতে প্রাপ্ত মুনাফা, যে সম্পত্তি উক্ত ব্যক্তির- [বার : ২০১৩] বৈধ দখল আছে আইনসঙ্গত দখল আছে অন্যায়ভাবে দখল আছে অনুমিত দখল আছে সঠিক উত্তর : অন্যায়ভাবে দখল আছে ; [ধারা : ২(১২), দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : অন্যায়ভাবে দখল আছে ; [ধারা : ২(১২), দেওয়ানি কার্যবিধি] 5 / 64 5. সরকার কর্তৃক নিযুুক্ত দেওয়ানি আদালতের জন্য আইনজীবীকে দেওয়ানি কার্যবিধি অনুসারে কী বলা হয়? Public Advocate Advocate Government pleader Pleader সঠিক উত্তর : Government pleader ; [ধারা : ২(৭), দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : Government pleader ; [ধারা : ২(৭), দেওয়ানি কার্যবিধি] 6 / 64 6. দেওয়ানি কার্যবিধির অর্ডার ৭ রুল ১১ এর বিধান মতে আরজি নাকচের সিদ্ধান্ত মূলত একটি — [জুডি. : ২০১২] আদেশ রায় ডিক্রি চূড়ান্ত রায় সঠিক উত্তর : ডিক্রি ; [ধারা : ২(২), দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ডিক্রি ; [ধারা : ২(২), দেওয়ানি কার্যবিধি] 7 / 64 7. দেওয়ানি কার্যবিধির ধারা ও আদেশসমূহ পরিবর্তন করতে পারে যথাক্রমে — সুপ্রিম কোর্ট ও জাতীয় সংসদ উভয়ই জাতীয় সংসদের মাধ্যমে পরিবর্তন হতে পারে জাতীয় সংসদ ও সুপ্রিম কোর্ট জাতীয় সংসদের আইন প্রণয়ন কমিটি ও সুপ্রিম কোর্ট সঠিক উত্তর : জাতীয় সংসদ ও সুপ্রিম কোর্ট ; [প্রাথমিক ধারণা, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : জাতীয় সংসদ ও সুপ্রিম কোর্ট ; [প্রাথমিক ধারণা, দেওয়ানি কার্যবিধি] 8 / 64 8. Rules এর সংজ্ঞা দেওয়ানি কার্যবিধিতে কোন ধারায় বর্ণিত আছে? ২ এর ১ উপধারায় ২ এর ২ উপধারায় ২ এর ১৪ উপধারায় ২ এর ১৮ উপধারায় সঠিক উত্তর : ২ এর ১৮ উপধারায় ; [ধারা : ২(১৮), দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ২ এর ১৮ উপধারায় ; [ধারা : ২(১৮), দেওয়ানি কার্যবিধি] 9 / 64 9. ‘Mesne profit’ বলতে কি বুঝায়? [জুডি. : ২০১০] বেআইনিভাবে দখল করে লাভ চুক্তি মোতাবেক দখল থেকে মুনাফা লাভ আইনগতভাবে দখল করে লাভ অস্থায়ী কোনো সময়ের জন্য দখল করে লাভ সঠিক উত্তর : বেআইনিভাবে দখল করে লাভ ; [ধারা : ২(১২), দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : বেআইনিভাবে দখল করে লাভ ; [ধারা : ২(১২), দেওয়ানি কার্যবিধি] 10 / 64 10. সরকারি উকিল এর সংজ্ঞা দেওয়ানি কার্যবিধির কোন ধারার বিষয়বস্তু? ২ এর ৩ উপধারায় ২ এর ৭ উপধারায় ৪ ধারায় ২ এর ৮ উপধারায় সঠিক উত্তর : ২ এর ৭ উপধারায় ; [ধারা : ২(৭), দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ২ এর ৭ উপধারায় ; [ধারা : ২(৭), দেওয়ানি কার্যবিধি] 11 / 64 11. দেওয়ানি আদালত গঠিত হয় নিম্নের কোন আইন অনুযায়ী? [জুডি. : ২০১৮] The Code of civil Procedure, 1908 The General Clauses Act, 1897 The Civil Courts Act, 1887 The Constitution of the people’s Republic of Bangladesh সঠিক উত্তর : The Civil Courts Act, 1887 ; [দেওয়ানি আদালত আইন, ১৮৮৭] সঠিক উত্তর : The Civil Courts Act, 1887 ; [দেওয়ানি আদালত আইন, ১৮৮৭] 12 / 64 12. দেওয়ানি কার্যবিধি কি ধরণের আইন? কোনোটিই সঠিক নয় মূল আইন পদ্ধতিগত আইন প্রতিকারমূলক আইন সঠিক উত্তর : পদ্ধতিগত আইন ; [ প্রাথমিক ধারণা, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : পদ্ধতিগত আইন ; [ প্রাথমিক ধারণা, দেওয়ানি কার্যবিধি] 13 / 64 13. দেওয়ানি কার্যবিধির সর্বশেষ সংশোধিত ধারা কোনটি? ৮৯ক ধারা ৮৯খ ধারা ৮৯গ ধারা ৮৯ঘ ধারা সঠিক উত্তর : ৮৯ক ধারা ; [প্রাথমিক তথ্য : দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ৮৯ক ধারা ; [প্রাথমিক তথ্য : দেওয়ানি কার্যবিধি] 14 / 64 14. উকিল এর সংজ্ঞা দেওয়ানি কার্যবিধিতে কোন ধারায় বর্ণিত আছে? ২ এর ১ উপধারায় ২ এর ২ উপধারায় ২ এর ১৫ উপধারায় ৬ ধারায় সঠিক উত্তর : ২ এর ১৫ উপধারায় ; [ধারা : ২(১৫), দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ২ এর ১৫ উপধারায় ; [ধারা : ২(১৫), দেওয়ানি কার্যবিধি] 15 / 64 15. আপিল বিভাগের মাজদার হোসেন মামলায় রায় ঘোষিত হয় কোন সালে? [বার : ২০১২] ১৯৯৯ সালে ২০০০ সালে ২০০১ সালে ২০০৭ সালে সঠিক উত্তর : ১৯৯৯ সালে ; [ প্রাথমিক ধারণা] সঠিক উত্তর : ১৯৯৯ সালে ; [ প্রাথমিক ধারণা] 16 / 64 16. Mesne profits এর সংজ্ঞা দেওয়ানি কার্যবিধিতে কোন ধারায় বর্ণিত আছে? ২ এর ২ উপধারায় ২ এর ১২ উপধারায় ৪ ধারায় ৬ ধারায় সঠিক উত্তর : ২ এর ১২ উপধারায় ; [ধারা : ২(১২), দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ২ এর ১২ উপধারায় ; [ধারা : ২(১২), দেওয়ানি কার্যবিধি] 17 / 64 17. কোনো একজন সহকারী জজ আদালত কার অধীন? জেলা জজ আদালতের হাইকোর্ট বিভাগের সিনিয়র সহকারী জজ আদালতের জেলা জজ ও হাইকোর্ট উভয়ের অধীন সঠিক উত্তর : জেলা জজ ও হাইকোর্ট উভয়ের অধীন ; [ধারা : ৩, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : জেলা জজ ও হাইকোর্ট উভয়ের অধীন ; [ধারা : ৩, দেওয়ানি কার্যবিধি] 18 / 64 18. দেওয়ানি আদালতের অধস্তনতা সম্পর্কে দেওয়ানি কার্যবিধির কোন ধারায় বর্ণিত আছে? ৩ ধারায় ৪ ধারায় ১৫ ধারায় ১৭ ধারায় সঠিক উত্তর : ৩ ধারায় ; [ধারা : ৩, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ৩ ধারায় ; [ধারা : ৩, দেওয়ানি কার্যবিধি] 19 / 64 19. Revenue Court এর ক্ষেত্রে দেওয়ানি কার্যবিধির প্রয়োগ কীভাবে হবে তা দেওয়ানি কার্যবিধির কোন ধারায় বর্ণিত আছে? ৫ ধারা ৬ ধারা ৭ ধারা ৮ ধারা সঠিক উত্তর : ৫ ধারা ; [ধারা : ৫, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ৫ ধারা ; [ধারা : ৫, দেওয়ানি কার্যবিধি] 20 / 64 20. দেওয়ানি আদালতের প্রিজাইডিং অফিসার বলতে নিচের কোনটি বোঝায়? ম্যাজিস্ট্রেটকে জজকে আইনজীবীকে সেরেস্তাদারকে সঠিক উত্তর : জজকে ; [ধারা : ২(৮), দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : জজকে ; [ধারা : ২(৮), দেওয়ানি কার্যবিধি] 21 / 64 21. ডিক্রিদার এর সংজ্ঞা দেওয়ানি কার্যবিধির কোন ধারার বিষয়বস্তু? ২ এর ৩ উপধারায় ২ এর ১০ উপধারায় ৪ ধারায় ৬ ধারায় সঠিক উত্তর : ২ এর ৩ উপধারায় ; [ধারা : ২(৩), দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ২ এর ৩ উপধারায় ; [ধারা : ২(৩), দেওয়ানি কার্যবিধি] 22 / 64 22. কোনটি অন্তর্বর্তীকালীন মুনাফা (mesne profit) হিসাবে গণ্য হবে না? [বার : ২০২০] X, L এর সম্পত্তি অন্যায় ভাবে দখল করে তা হতে লাভ পেল অনুপ্রবেশকারী X, L এর বাড়ি দাবী করে ও ভাড়া সংগ্রহ করে X, L এর সম্পত্তি অবৈধ দখল করে সেখানে বাড়ি নিয়ে ভাড়া দিল X অনুমতি ছাড়া L এর জমিতে চাষ করে লাভ পেল সঠিক উত্তর : X, L এর সম্পত্তি অবৈধ দখল করে সেখানে বাড়ি নিয়ে ভাড়া দিল ; [ধারা : ২(১২), দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : X, L এর সম্পত্তি অবৈধ দখল করে সেখানে বাড়ি নিয়ে ভাড়া দিল ; [ধারা : ২(১২), দেওয়ানি কার্যবিধি] 23 / 64 23. কোনো দেওয়ানি আদালত তার জন্য নির্ধারিত আর্থিক এখতিয়ারের বেশি মূল্যসম্পন্ন মোকদ্দমা বিচার করতে পারবে না - এই বিধানটি দেওয়ানি কার্যবিধির কোন ধারার বিষয়বস্তু? ৩ ধারার ৬ ধারার ১৫ ধারার ১৭ ধারার সঠিক উত্তর : ৬ ধারার ; [ধারা : ৬, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ৬ ধারার ; [ধারা : ৬, দেওয়ানি কার্যবিধি] 24 / 64 24. নিম্নের কোন আদেশটি ডিক্রি হিসাবে গণ্য হবে? [জুডি. : ২০১৩] আরজি ফেরত আদেশ আরজি গ্রহণ আদেশ আরজি সংশোধন আদেশ আরজি প্রত্যাখ্যান আদেশ সঠিক উত্তর : আরজি প্রত্যাখ্যান আদেশ ; [ধারা : ২(২), দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : আরজি প্রত্যাখ্যান আদেশ ; [ধারা : ২(২), দেওয়ানি কার্যবিধি] 25 / 64 25. “legal representative” এর সংজ্ঞা দেওয়ানি কার্যবিধিতে কোন ধারায় বর্ণিত আছে? ২ ধারায় ১৪ ধারায় ৪ ধারায় ৬ ধারায় সঠিক উত্তর : ২ ধারায় ; [ধারা : ২(১১), দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ২ ধারায় ; [ধারা : ২(১১), দেওয়ানি কার্যবিধি] 26 / 64 26. দেওয়ানি কার্যবিধি অনুসারে আরজি নাকচের সিদ্ধান্ত হচ্ছে একটি— [বার : ২০১২] প্রাথমিক সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত আদেশ ডিক্রি সঠিক উত্তর : ডিক্রি ; [ধারা : ২(২), দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ডিক্রি ; [ধারা : ২(২), দেওয়ানি কার্যবিধি] 27 / 64 27. The Code of Civil Procedure, 1908 অনুযায়ী নিচের কোন বিষয়টি Revenue Court এর এখতিয়ার ভুক্ত নয়? [জুডি. : ২০২৪] কৃষি জমির মুনাফা স্বত্বের বিরোধ কৃষি জমির ভাড়া কৃষি জমির খাজনা সঠিক উত্তর : স্বত্বের বিরোধ ; [ধারা : ৫, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : স্বত্বের বিরোধ ; [ধারা : ৫, দেওয়ানি কার্যবিধি] 28 / 64 28. সর্বশেষ কবে দেওয়ানি কার্যবিধি সংশোধিত হয়েছিল? ২০১২ সালে ২০২১ সালে ২০১৭ সালে ২০১৯ সালে সঠিক উত্তর : ২০১৭ সালে ; [প্রাথমিক তথ্য : দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ২০১৭ সালে ; [প্রাথমিক তথ্য : দেওয়ানি কার্যবিধি] 29 / 64 29. Small Cause Court এর ক্ষেত্রে দেওয়ানি কার্যবিধির প্রয়োগ কীভাবে হবে তা দেওয়ানি কার্যবিধির কোন ধারায় বর্ণিত আছে? ৫ ধারা ৬ ধারা ৭ ধারা ৮ ধারা সঠিক উত্তর : ৭ ধারা ; [ধারা : ৭, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ৭ ধারা ; [ধারা : ৭, দেওয়ানি কার্যবিধি] 30 / 64 30. দেওয়ানি কার্যবিধি, ১৯০৮ কার্যকর হয় কত সাল হতে? [বার : ২০১৭] ১৯০৮ সালের ১ জানুয়ারি হতে ১৯০৯ সালের ১ জানুয়ারি হতে ১৮৯৮ সালের ১ জানুয়ারি হতে ১৯১০ সালের ১ জানুয়ারি হতে সঠিক উত্তর : ১৯০৯ সালের ১ জানুয়ারি হতে ; [ধারা : ১, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ১৯০৯ সালের ১ জানুয়ারি হতে ; [ধারা : ১, দেওয়ানি কার্যবিধি] 31 / 64 31. দেওয়ানি কার্যবিধি কত সালের আইন? ১৯০৯ সালের ১৯০৮ সালের ১৮৫৯ সালের ১৮৯৮ সালের সঠিক উত্তর : ১৯০৮ সালের ; [আইনের শিরোনাম, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ১৯০৮ সালের ; [আইনের শিরোনাম, দেওয়ানি কার্যবিধি] 32 / 64 32. নিচের কোন আইনটি Procedural Law? [বার : ২০২২] Limitation Act, 1908 The Evidence Act, 1872 The Specific Relief Act, 1877 The Code of Civil Procedure, 1908 সঠিক উত্তর : The Code of Civil Procedure, 1908 ; [প্রাথমিক ধারণা] সঠিক উত্তর : The Code of Civil Procedure, 1908 ; [প্রাথমিক ধারণা] 33 / 64 33. সর্বপ্রথম কখন সিভিল কোর্ট সংক্রান্ত পদ্ধতিগত আইন কোডিফাই হয়? [জুডি. : ২০১৩] ১৮৭৭ সালে ১৮৪৯ সালে ১৮৫৯ সালে ১৮৬৩ সালে সঠিক উত্তর : ১৮৫৯ সালে ; [প্রাথমিক আলোচনা, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ১৮৫৯ সালে ; [প্রাথমিক আলোচনা, দেওয়ানি কার্যবিধি] 34 / 64 34. দেওয়ানি কার্যবিধি অনুসারে ‘আদেশ’ বলতে তা কোনো .... নয়। ডিক্রি রায় সিদ্ধান্ত জারি কার্যক্রম সঠিক উত্তর : ডিক্রি ; [ধারা : ২(১৪), দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ডিক্রি ; [ধারা : ২(১৪), দেওয়ানি কার্যবিধি] 35 / 64 35. সিভিল প্রসিডিউর কোডের ১৪৪ ধারার অধীন প্রত্যর্পণ বিষয়ে কোনো সিদ্ধান্ত হলে সেটি হবে একটি - [জুডি : ২০১২] রায় ডিক্রি আদেশ রিভিউ সঠিক উত্তর : ডিক্রি ; [ধারা : ২(২), দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ডিক্রি ; [ধারা : ২(২), দেওয়ানি কার্যবিধি] 36 / 64 36. একজন দেওয়ানি মোকদ্দমার আইনজীবীকে দেওয়ানি কার্যবিধিতে কী নামে অভিহিত করা হয়েছে? Advocate Lawyer Pleader Jurist সঠিক উত্তর : Pleader ; [ধারা : ২(১৫), দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : Pleader ; [ধারা : ২(১৫), দেওয়ানি কার্যবিধি] 37 / 64 37. ‘any person in whose favour a decree has been passed or an order capable of execution has been made’ - এরূপ ব্যক্তিকে কী বলা হয় দেওয়ানি কার্যবিধি অনুসারে? Decree debtor Judgment debtor Decree holder Decree winner সঠিক উত্তর : Decree holder ; [ধারা : ২(৩), দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : Decree holder ; [ধারা : ২(৩), দেওয়ানি কার্যবিধি] 38 / 64 38. দেওয়ানি কার্যবিধিতে কতটি আদেশ রয়েছে? ৫১টি ৫০টি ৪৮টি ৪১টি সঠিক উত্তর : ৫১টি ; [প্রাথমিক ধারণা, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ৫১টি ; [প্রাথমিক ধারণা, দেওয়ানি কার্যবিধি] 39 / 64 39. দেওয়ানি কার্যবিধি অনুযায়ী Rules বলতে নিচের কোনটি বোঝায়? কার্যবিধির ১২২ ধারা অনুযায়ী প্রণীত বিধি কার্যবিধির ১২৫ ধারা অনুযায়ী প্রণীত বিধি কার্যবিধির প্রথম তফসিলের অন্তর্ভুক্ত বিধিসমূহ বর্ণিত সবগুলোই সঠিক সঠিক উত্তর : বর্ণিত সবগুলোই সঠিক ; [ধারা : ২(১৮), দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : বর্ণিত সবগুলোই সঠিক ; [ধারা : ২(১৮), দেওয়ানি কার্যবিধি] 40 / 64 40. দেওয়ানি কার্যবিধিতে কতটি ধারা রয়েছে? ১৫১টি ১৫৭টি ১৫৮টি ১৫৯টি সঠিক উত্তর : ১৫৮টি ; [প্রাথমিক ধারণা, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ১৫৮টি ; [প্রাথমিক ধারণা, দেওয়ানি কার্যবিধি] 41 / 64 41. দেওয়ানি কার্যবিধিতে বর্ণিত কোডের সংজ্ঞা অনুসারে ` `Code’ includes ..... ’। decrees orders regulations rules সঠিক উত্তর : rules ; [ধারা : ২(১), দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : rules ; [ধারা : ২(১), দেওয়ানি কার্যবিধি] 42 / 64 42. ডিক্রির মাধ্যমে আদালত কি করে? আদেশের কারণ বর্ণনা করে রায়ের যুক্তি বর্ণনা করে সবকটি পক্ষগণের অধিকার নির্ধারণ করে সঠিক উত্তর : পক্ষগণের অধিকার নির্ধারণ করে ; [ধারা : ২(২), দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : পক্ষগণের অধিকার নির্ধারণ করে ; [ধারা : ২(২), দেওয়ানি কার্যবিধি] 43 / 64 43. Decree Holder কাকে বলে? যিনি ডিক্রির আবেদন করেছেন যিনি ডিক্রি পেয়েছেন যিনি ডিক্রি প্রত্যাশী যার বিরুদ্ধে ডিক্রি দেওয়া হয়েছে সঠিক উত্তর : যিনি ডিক্রি পেয়েছেন ; [ধারা : ২(৩), দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : যিনি ডিক্রি পেয়েছেন ; [ধারা : ২(৩), দেওয়ানি কার্যবিধি] 44 / 64 44. ডিক্রি কত প্রকার হতে পারে? ২ প্রকার ৩ প্রকার ৪ প্রকার সঠিক উত্তর নেই সঠিক উত্তর : ২ প্রকার ; [ধারা : ২(২), দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ২ প্রকার ; [ধারা : ২(২), দেওয়ানি কার্যবিধি] 45 / 64 45. দেওয়ানি কার্যবিধিতে কোড বলতে কি বোঝায়? ১৫৮ টি ধারা ও ৫১ টি আদেশসমূহ একত্রে ১৫৮ টি ধারা ৫১ টি আদেশের বিধিসমূহ ৫১ টি আদেশ সঠিক উত্তর : ১৫৮ টি ধারা ও ৫১ টি আদেশসমূহ একত্রে ; [ধারা : ২(১), দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ১৫৮ টি ধারা ও ৫১ টি আদেশসমূহ একত্রে ; [ধারা : ২(১), দেওয়ানি কার্যবিধি] 46 / 64 46. দেওয়ানি কার্যবিধির অনুসারে - ‘...... means the presiding officer of a Civil Court’’ - Nazir Judge Commissioner Court officer সঠিক উত্তর : Judge ; [ধারা : ২(৮), দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : Judge ; [ধারা : ২(৮), দেওয়ানি কার্যবিধি] 47 / 64 47. রায়ে সাব্যস্ত দেনাদার বলতে আপনি কী বোঝেন? যিনি ডিক্রি প্রত্যাশী যিনি ডিক্রি পেয়েছেন যিনি ডিক্রির আবেদন করেছেন যার বিরুদ্ধে ডিক্রি দেওয়া হয়েছে সঠিক উত্তর : যার বিরুদ্ধে ডিক্রি দেওয়া হয়েছে ; [ধারা : ২(১০) ধারা, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : যার বিরুদ্ধে ডিক্রি দেওয়া হয়েছে ; [ধারা : ২(১০) ধারা, দেওয়ানি কার্যবিধি] 48 / 64 48. দেওয়ানি কার্যবিধির ৪ ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক? সংরক্ষণ বিশেষ আইন সাধারণ আইনের ওপর প্রাধান্যে থাকবে দেওয়ানি কার্যবিধি অন্য কোনো বিশেষ আইনের কার্যপদ্ধতিকে প্রভাবিত করবে না বর্ণিত সবগুলোই সঠিক সঠিক উত্তর : বর্ণিত সবগুলোই সঠিক ; [ধারা : ৪, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : বর্ণিত সবগুলোই সঠিক ; [ধারা : ৪, দেওয়ানি কার্যবিধি] 49 / 64 49. বিচারকের সংজ্ঞা দেওয়ানি কার্যবিধির কোন ধারার বিষয়বস্তু? ২ এর ৩ উপধারায় ২ এর ৭ উপধারায় ৪ ধারায় ২ এর ৮ উপধারায় সঠিক উত্তর : ২ এর ৮ উপধারায় ; [ধারা : ২(৮), দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ২ এর ৮ উপধারায় ; [ধারা : ২(৮), দেওয়ানি কার্যবিধি] 50 / 64 50. দেওয়ানি কার্যবিধি অনুসারে - “..... means any person against whom a decree has been passed or an order capable of execution has been made” - Decree debtor Judgment debtor Decree holder Decree winner সঠিক উত্তর : Judgment debtor ; [ধারা : ২(১০), দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : Judgment debtor ; [ধারা : ২(১০), দেওয়ানি কার্যবিধি] 51 / 64 51. দেওয়ানি কার্যবিধি, ১৯০৮ এর ধারা ২(৮) এর বিধান অনুসারে ‘Judge’ অর্থ- [জুডি. : ২০১৭] Assistant Judge Joint District Judge District Judge Presiding Officer of a Civil Court সঠিক উত্তর : Presiding Officer of a Civil Court ; [ধারা : ২(৮), দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : Presiding Officer of a Civil Court ; [ধারা : ২(৮), দেওয়ানি কার্যবিধি] 52 / 64 52. দেওয়ানি কার্যবিধি অনুসারে “order” means the formal expression of any ..... of a Civil Court which is not a ..... - decree, decision judgement, decision decision, judgement decision, decree সঠিক উত্তর : decision, decree ; [ধারা : ২(১৪), দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : decision, decree ; [ধারা : ২(১৪), দেওয়ানি কার্যবিধি] 53 / 64 53. Judgement-Debtor কাকে বলে? যিনি ডিক্রি প্রত্যাশী যিনি ডিক্রি পেয়েছেন যিনি ডিক্রির আবেদন করেছেন যার বিরুদ্ধে ডিক্রি দেওয়া হয়েছে সঠিক উত্তর : যার বিরুদ্ধে ডিক্রি দেওয়া হয়েছে ; [ধারা : ২(১০) ধারা, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : যার বিরুদ্ধে ডিক্রি দেওয়া হয়েছে ; [ধারা : ২(১০) ধারা, দেওয়ানি কার্যবিধি] 54 / 64 54. স্মল কজ কোর্টে দেওয়ানি কার্যবিধির কোন ধারাটি প্রযোজ্য হবে না? ৯ ধারা ৯১ ধারা ৯২ ধারা সবগুলোই সঠিক সঠিক উত্তর : সবগুলোই সঠিক ; [ধারা : ৭, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : সবগুলোই সঠিক ; [ধারা : ৭, দেওয়ানি কার্যবিধি] 55 / 64 55. দেওয়ানি আদালত কয় প্রকার? ২ প্রকার ৩ প্রকার ৪ প্রকার ৫ প্রকার সঠিক উত্তর : ৫ প্রকার ; [ধারা : ৩, দেওয়ানি আদালত আইন] সঠিক উত্তর : ৫ প্রকার ; [ধারা : ৩, দেওয়ানি আদালত আইন] 56 / 64 56. Decree holder এর সংজ্ঞা দেওয়ানি কার্যবিধির কোন ধারার বিষয়বস্তু? ২(১) ধারা ২(৩) ২(১০) ২(১২) সঠিক উত্তর : ২(৩) ; [ধারা : ২(৩), দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ২(৩) ; [ধারা : ২(৩), দেওয়ানি কার্যবিধি] 57 / 64 57. Order এর সংজ্ঞা দেওয়ানি কার্যবিধিতে কোন ধারায় বর্ণিত আছে? ২ এর ১ উপধারায় ২ এর ২ উপধারায় ২ এর ১৪ উপধারায় ৬ ধারায় সঠিক উত্তর : ২ এর ১৪ উপধারায় ; [ধারা : ২(১৪), দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ২ এর ১৪ উপধারায় ; [ধারা : ২(১৪), দেওয়ানি কার্যবিধি] 58 / 64 58. দেওয়ানি কার্যবিধির ৩ ধারা অনুসারে কোনো একজন জেলা জজ আদালত কার অধীন? আপিল বিভাগের হাইকোর্ট বিভাগের প্রধান বিচারপতির জুডিসিয়াল সার্ভিস কমিশনের সঠিক উত্তর : হাইকোর্ট বিভাগের ; [ধারা : ৩, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : হাইকোর্ট বিভাগের ; [ধারা : ৩, দেওয়ানি কার্যবিধি] 59 / 64 59. রায় এর সংজ্ঞা দেওয়ানি কার্যবিধির কোন ধারায় বর্ণিত আছে? ২ এর ৩ উপধারায় ২ এর ১০ উপধারায় ৪ ধারায় ২ এর ৯ উপধারায় সঠিক উত্তর : ২ এর ৯ উপধারায় ; [ধারা : ২(৯), দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ২ এর ৯ উপধারায় ; [ধারা : ২(৯), দেওয়ানি কার্যবিধি] 60 / 64 60. Pecuniary jurisdiction দেওয়ানি কার্যবিধির কোন ধারার বিষয়বস্তু? ৩ ধারার ৬ ধারার ১৫ ধারার ১৭ ধারার সঠিক উত্তর : ৬ ধারার ; [ধারা : ৬, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ৬ ধারার ; [ধারা : ৬, দেওয়ানি কার্যবিধি] 61 / 64 61. রায়ে সাব্যস্ত দেনাদার বা দায়িক এর সংজ্ঞা দেওয়ানি কার্যবিধির কোন ধারার বিষয়বস্তু? ২ এর ৩ উপধারায় ২ এর ১০ উপধারায় ৪ ধারায় ৬ ধারায় সঠিক উত্তর : ২ এর ১০ উপধারায় ; [ধারা : ২(১০) ধারা, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ২ এর ১০ উপধারায় ; [ধারা : ২(১০) ধারা, দেওয়ানি কার্যবিধি] 62 / 64 62. দেওয়ানি কার্যবিধি, ১৯০৮ আইনটি কত তারিখ থেকে কার্যকর হয়? ১৯০৮ সালের ১ ডিসেম্বর ১৯০৮ সালের ১ জানুয়ারি ১৯০৯ সালের ১ জানুয়ারি ১৯০৯ সালের ১ জুলাই সঠিক উত্তর : ১৯০৯ সালের ১ জানুয়ারি ; [প্রাথমিক তথ্য : দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ১৯০৯ সালের ১ জানুয়ারি ; [প্রাথমিক তথ্য : দেওয়ানি কার্যবিধি] 63 / 64 63. কোনটি mesne profits এর সাথে সম্পৃক্ত নয়? [বার : ২০২৩] মামলার খরচ বেআইনি দখলদার সুদসহ মুনাফা স্থাবর সম্পত্তি সঠিক উত্তর : মামলার খরচ ; [ধারা : ২, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : মামলার খরচ ; [ধারা : ২, দেওয়ানি কার্যবিধি] 64 / 64 64. দেওয়ানি কার্যবিধি অনুসারে-`........ means the statement given by the Judge of the grounds of a decree or order’- Order Execution Judgment Decision সঠিক উত্তর : Judgment ; [ধারা : ২(৯), দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : Judgment ; [ধারা : ২(৯), দেওয়ানি কার্যবিধি] Your score is Facebook 0% Restart quiz