আইনকানুন একাডেমি

/71
4

CrPC [417-431] - Advanced Exam

এখানে ফৌজদারি কার্যবিধির ৪১৭-৪৩১ ধারাসমূহ নিয়ে অ্যাডভান্সড লেভেলের এমসিকিউ টেস্ট আছে। সংশ্লিষ্ট ধারাগুলো পড়ে নিয়ে এটি অনুশীলন করুন।

এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন। ইমেইলটি লেখা বাধ্যতামূলক নয়; তবে, ইমেইল এড্রেস দিলে আপনার ইমেইলে বিস্তারিত ফলাফল চলে যাবে।

1 / 71

1. ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রদত্ত খালাস আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করতে হবে এর নিকট। [বার : ২০২০]

2 / 71

2. নালিশী মামলায় আসামি খালাস পেলে উক্ত আদেশের বিরুদ্ধে .... দিনের মধ্যে আপিল করতে হয়। [বার : ২০২০]

3 / 71

3. একটি ফৌজদারি আপিল সরাসরি খারিজ করার আগে নিচের কোনটি বাধ্যতামূলক?

4 / 71

4. ফৌজদারি কার্যবিধির কত ধারায় ফৌজদারি আপিল abatement এর বিধান আছে? [বার : ২০১৭]

5 / 71

5. পাবলিক প্রসিকিউটর কর্তৃক খালাস আদেশের বিরুদ্ধে আপিল বিষয়ে নিচের কোন বাক্যটি সঠিক নয়?

6 / 71

6. কোনো দণ্ডের কঠোরতা কি ধরনের বিষয় বলে গণ্য করা হয় আইনে?

7 / 71

7. অর্থদণ্ডের বিরুদ্ধে আপিল চলাকালে আসামি মারা গেলে আপিলটি — [জুডি. : ২০১৫]

8 / 71

8. ফৌজদারি আপিলে কোনটি আপিল আদালতের ক্ষমতা নয়? [বার : ২০২৩]

9 / 71

9. খালাসের আদেশে বিরুদ্ধে আপিল সংক্রান্ত বিষয়ে নিচের কোন বাক্যটি সঠিক নয়?

10 / 71

10. সিআর মামলায় আপিলে প্রদত্ত খালাসের আদেশের বিরুদ্ধে করণীয় কি?

11 / 71

11. খালাস আদেশের বিরুদ্ধে কে সেকেন্ড আপিল করতে পারেন?

12 / 71

12. Suspension of sentence pending appeal - এটি ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিষয়বস্তু?

13 / 71

13. একজন ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেট প্রদত্ত দণ্ডাদেশ অপর্যাপ্ত হলে, রাষ্ট্রপক্ষ দণ্ড বৃদ্ধির জন্য কোথায় আপিল করতে পারে? [জুডি. : ২০১৪]

14 / 71

14. হাইকোর্ট ব্যতীত অধস্তন আপিল আদালতের রায় লেখার ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির কোন অধ্যায়ের বিধানাবলী অনুসরণ করতে হয়?

15 / 71

15. একটি Complaint Case - এ প্রদত্ত খালাসের রায় প্রদানের কত দিনের মধ্যে Complainant আপিল করতে পারবে? [জুডি. : ২০১২]

16 / 71

16. কোনো খালাস আদেশের বিরুদ্ধে আপিল সংক্ষিপ্তভাবে খারিজ বা প্রত্যাখ্যাত হবার আদেশের বিরুদ্ধে আপিল চলে না - বিধানটি ফৌজদারি কার্যবিধির -

17 / 71

17. আপিল আদালতের রায় ঘোষণার সময় আসামিকে আদালতে হাজির করা -

18 / 71

18. ‘ক’ দণ্ডবিধি, ১৮৬০ এর ৩২৩ ধারায় দোষী সাব্যস্ত হলে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ‘ক’ কে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে। ‘ক’ উক্ত রায়ের কার্যকারিতা স্থগিত চেয়ে আপিল দায়েরের শর্তে জামিনের আবেদন করেন। ‘ক’ এর দরখাস্তটি ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর কত ধারায় আনীত হয়েছে? [জুডি. : ২০১৭]

19 / 71

19. আপিল আদালতের ক্ষমতা সম্পর্কে নিচের কোনটি সঠিক তথ্য নয়?

20 / 71

20. আপিল আদালত সরাসরি আপিল খারিজ করতে পারে ফৌজদারি কার্যবিধির কত ধারায়? [বার : ২০১৭]

21 / 71

21. জি. আর মামলায় খালাসের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল না করলে সংবাদদাতার প্রতিকার হচ্ছে - [জুডি. : ২০১৯]

22 / 71

22. Powers of Appellate Court in disposing of appeal - এটি ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিষয়বস্তু?

23 / 71

23. আপিল আদালত হিসেবে হাইকোর্ট বিভাগ যে রায় দেন তা কোনো প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেটের নিকট কার মারফত পাঠানোর বাধ্যবাধকতা রয়েছে?

24 / 71

24. আপিল আদালত অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করতে পারেন বা গ্রহণের নির্দেশ দিতে পারেন - এটি ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিষয়বস্তু?

25 / 71

25. খালাস আদেশের বিরুদ্ধে ফরিয়াদি ও পাবলিক প্রসিকিউটর এর আপিল দায়ের করতে হয় যথাক্রমে —

26 / 71

26. একটি ফৌজদারি আপিলের আবেদন কার কর্তৃক স্বাক্ষরিত হতে হয়?

27 / 71

27. An appeal may lie on a matter of fact as well as a matter of law - এটি ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিধান?

28 / 71

28. ফৌজদারি কার্যবিধির ৪১৯ ধারার বিধানমতে - Every appeal shall be made in the form of a petition in writing presented by the appellant or his pleader - শুণ্যস্থানে কী বসবে?

29 / 71

29. অর্থদণ্ডের বিরুদ্ধের আনীত আপিল চলাকালে আসামি মারা গেলে আপিলটি - [বার : ২০১৫]

30 / 71

30. কোনো নালিশী মামলায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রদত্ত মূল মামলায় খালাস আদেশ এর বিরুদ্ধে কোথায় আপিল করতে হবে?

31 / 71

31. ফৌজদারি আপিলের ক্ষেত্রে কোনো অভিযুক্তের দণ্ড বৃদ্ধি করার ক্ষেত্রে আপিল আদালতের জন্য নিচের কোনটি বাধ্যতামূলক?

32 / 71

32. কোনো ফৌজদারি আপিলের নোটিশ প্রদান করতে হয় ফৌজদারি কার্যবিধির কোন ধারা মোতাবেক?

33 / 71

33. কোনো ফরিয়াদি কর্তৃক মামলায় অতিরিক্ত দায়রা জজ কর্তৃক প্রদত্ত আপিলে খালাস আদেশের বিরুদ্ধে আপিল কোথায় করতে হয়?

34 / 71

34. কোনো যুগ্ম দায়রা জজের অপর্যাপ্ত দণ্ডাদেশে সংক্ষুব্ধ রাষ্ট্রপক্ষ কোথায় আপিল করবেন?

35 / 71

35. একজন দায়রা জজ কোনো আসামিকে বিচারে খালাস প্রদান করেন। উক্ত রায়ের বিরুদ্ধে দায়েরকৃত আপিলের আসামি মারা যায় সেক্ষেত্রে আপিলটির ফলাফল কী হবে? [জুডি. : ২০১৩]

36 / 71

36. বিচারিক আদালত একজন দণ্ডিতকে জামিন দিতে পারে যদি তার কারদণ্ডের মেয়াদ হয় অনধিক - [বার : ২০১৫]

37 / 71

37. কোনো মামলার রায়ে আপিল চলমান থাকলে একটি আপিল আদালত ফৌজদারি কার্যবিধির কোন ধারাবলে কোনো দণ্ডিত আসামিকে জামিনে মুক্তি দিতে পারে?

38 / 71

38. Appeals on what matters admissible - এটি ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিষয়বস্তু?

39 / 71

39. একজন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট একটি নালিশী মামলায় কারাদণ্ড প্রদান করেন। উক্ত দণ্ডাদেশ বৃদ্ধির জন্য অভিযোগকারী নিম্নের কোন আদালতে আপিল দায়ের করবে? [জুডি. : ২০১৩]

40 / 71

40. আপিলের আবেদনের সাথে নিচে বর্ণিত কোন বিষয়টি যুক্ত করতে হয়?

41 / 71

41. কোনো রাষ্ট্র—বাদী মামলায় অতিরিক্ত দায়রা জজ কর্তৃক আপিলে প্রদত্ত খালাস আদেশ এর বিরুদ্ধে কোথায় আপিল করতে হবে?

42 / 71

42. ফৌজদারি কার্যবিধির ৪২১ ধারার বিষয়বস্তু নিচের কোনটি সঠিক?

43 / 71

43. আপিলের আবেদন কীভাবে করতে হয় সে সম্পর্কে ফৌজদারি কার্যবিধির কোন ধারায় বলা আছে?

44 / 71

44. কোনো ফৌজদারি আপিল আদালত আপিল সরাসরি খারিজ করার পূর্বে নিম্ন আদালতের নথি তলব করবেন - এটি .... ?

45 / 71

45. ফরিয়াদি কর্তৃক খালাস আদেশের বিরুদ্ধে আপিল বিষয়ে নিচের কোন বাক্যটি সঠিক নয়?

46 / 71

46. কোনো মামলার রায়ে আপিল চলমান থাকলে একটি আপিল আদালত ফৌজদারি কার্যবিধির কোন ধারাবলে কোনো দণ্ডিত আসামির দণ্ড স্থগিত রাখতে পারেন?

47 / 71

47. The alleged severity of a sentence shall, for the purposes of this section, be deemed to be a matter of law. - এটি ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিধান?

48 / 71

48. আপিলের শর্তে জামিন চাইতে হলে দণ্ডের মেয়াদ কত হতে হয়? [বার : ২০২২]

49 / 71

49. যুগ্ম দায়রা জজ প্রদত্ত খালাস আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করতে হয় - [বার : ২০১৫]

50 / 71

50. কোনো পিপি কর্তৃক খালাসের আদেশের বিরুদ্ধে কোনো আপিলের দরখাস্ত গৃহীত না হলে পিপি’র করণীয় হিসেবে নিচের কোনটি সঠিক?

51 / 71

51. সিআর মামলায় বা ফরিয়াদির করা খালাস আদেশের বিরুদ্ধে আপিল না—মঞ্জুর হলে করণীয় কি?

52 / 71

52. Summary dismissal of appeal - এটি ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিষয়বস্তু?

53 / 71

53. কোনো খালাস আদেশের বিরুদ্ধে আপিল সংক্ষিপ্তভাবে খারিজ বা প্রত্যাখ্যাত হবার আদেশের বিরুদ্ধে -

54 / 71

54. ফৌজদারি কার্যবিধির ৪৩১ ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক?

55 / 71

55. কোনো দ্বিতীয় শ্রেণির ম্যাজিস্ট্রেটের অপর্যাপ্ত দণ্ডাদেশে সংক্ষুব্ধ রাষ্ট্রপক্ষ কোথায় আপিল করবেন?

56 / 71

56. আপিলকারী কারাগারে থাকলে আপিল করার পদ্ধতি হিসেবে ফৌজদারি কার্যবিধির ৪২০ ধারা অনুযায়ী নিচের কোনটি সঠিক?

57 / 71

57. অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিষয়বস্তু?

58 / 71

58. Judgments and orders passed by an Appellate Court upon appeal shall be final, except in the cases provided for in section 417, section 417A and Chapter XXXII. - এই বিধান ফৌজদারি কার্যবিধির কত ধারার বিধান?

59 / 71

59. দণ্ডাদেশের অপর্যাপ্ততার বিরুদ্ধে আপিলে আসামির কারণ দর্শানোর সুযোগে আসামি নিচের কোন প্রার্থনা তুলতে পারে?

60 / 71

60. Arrest of accused in appeal from acquittal - এটি ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিষয়বস্তু?

61 / 71

61. দণ্ডাদেশের অপর্যাপ্ততার বিরুদ্ধে আপিলে দণ্ড বৃদ্ধি করতে চাইলে নিচের কোনটি আদালতের জন্য বাধ্যতামূলক?

62 / 71

62. আপিলের আবেদনের সাথে যে রায় বা আদেশের বিরুদ্ধে আপিল করা হয় তার কপি সংযুক্ত করা -

63 / 71

63. ৩য় শ্রেণির ম্যাজিস্ট্রেট প্রদত্ত খালাস আদেশের বিরুদ্ধে আপিল হবে - [বার : ২০১৩]

64 / 71

64. একটি ফৌজদারি আপিল পণ্ড হয় নিচের কোন কারণে?

65 / 71

65. কোনো রাষ্ট্র—বাদী মামলায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রদত্ত মূল মামলায় খালাস আদেশ এর বিরুদ্ধে কোথায় আপিল করতে হবে?

66 / 71

66. কোনো রাষ্ট্র—বাদী মামলায় অতিরিক্ত দায়রা জজ প্রদত্ত মূল খালাস আদেশের বিরুদ্ধে আপিল কোথায় দায়ের করতে হয়?

67 / 71

67. একজন অভিযোগকারী খালাস আদেশের বিরুদ্ধে আপিল করতে পারে - [বার : ২০১৩]

68 / 71

68. ফৌজদারি কার্যবিধির ৪১৮ ধারানুসারে - The alleged severity of a sentence shall, for the purposes of this section, be deemed to be a ....... . - শুণ্যস্থানে কী বসবে?

69 / 71

69. খালাস আদেশের বিরুদ্ধে কে সেকেন্ড আপিল করতে পারেন না?

70 / 71

70. ফৌজদারি কার্যবিধির ৪৩০ ধারানুসারে Judgments and orders passed by an Appellate Court upon appeal shall be final, except in the cases provided for in ............. and Chapter XXXII.- শুণ্যস্থানে কী বসবে?

71 / 71

71. দণ্ডাদেশের অপর্যাপ্ততার বিরুদ্ধে ফরিয়াদি ও পাবলিক প্রসিকিউটর এর আপিল দায়ের করার সময়সীমা যথাক্রমে —

Your score is

0%