আইনকানুন একাডেমি

/37
23

CrPC [200-205D] - Advanced Exam

এখানে ফৌজদারি কার্যবিধির ২০০-২০৫ঘ ধারাসমূহ নিয়ে অ্যাডভান্সড লেভেলের এমসিকিউ টেস্ট আছে। সংশ্লিষ্ট ধারাগুলো পড়ে নিয়ে এটি অনুশীলন করুন।

এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন। ইমেইলটি লেখা বাধ্যতামূলক নয়; তবে, ইমেইল এড্রেস দিলে আপনার ইমেইলে বিস্তারিত ফলাফল চলে যাবে।

1 / 37

1. ফৌজদারি কার্যবিধির ২০৪ ধারার বিধানটি একই আইনের কোন ধারাকে প্রভাবিত করবে না বলে বিধান বর্ণিত রয়েছে?

2 / 37

2. ফৌজদারি কার্যবিধির ২০২ ধারার তথ্য হিসেবে নিচের কোনটি সঠিক নয়?

3 / 37

3. একটি মামলা আমলে নেবার ক্ষমতা যখন একজন ম্যাজিস্ট্রেটের না থাকে তখন তা পৃষ্ঠাঙ্কণ করে অভিযোগটি ফেরত দেবেন - ফৌজদারি কার্যবিধির কোন ধারায় ম্যাজিস্ট্রেটের এই ক্ষমতা বর্ণিত আছে?

4 / 37

4. Commencement of proceedings before magistrates - ফৌজদারি কার্যবিধি অনুসারে নিচের কোনটি দিয়ে শুরু হয়?

5 / 37

5. ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নেবার পর কি কারণে নিজে ঘটনা সম্পর্কে অনুসন্ধান করতে পারেন?

6 / 37

6. পরোয়ানা ইস্যু করা ফৌজদারি কার্যবিধির কত ধারার বিষয়বস্তু?

7 / 37

7. ফৌজদারি কার্যবিধির ২০২ ধারামতে সমন প্রদান স্থগিতের মূল উদ্দেশ্য কী?

8 / 37

8. ম্যাজিস্ট্রেটের নিকট প্রদত্ত নিম্নের কোনটি নালিশের অন্তর্ভুক্ত নয়? [বার : ২০২৩]

9 / 37

9. একই অপরাধ সম্পর্কে নালিশী মামলা ও পুলিশী তদন্ত চলতে থাকলে করণীয় হিসেবে নিচের কোনটি সঠিক?

10 / 37

10. The Code of Criminal Procedure, ১৮৯৮ এর কোন দুইটি ধারার অধীনে ফৌজদারি মামলা দায়ের করা যায়? [জুডি. : ২০২১]

11 / 37

11. নালিশের দরখাস্ত প্রাপ্তির পর ম্যাজিস্ট্রেট অভিযোগকারীর জবানবন্দি ফৌজদারি কার্যবিধির কোন ধারায় রেকর্ড করেন? [বার : ২০১২]

12 / 37

12. The Code of Criminal Procedure, ১৮৯৮ এর কোন ধারায় নালিশের দরখাস্ত প্রাপ্তির পর ম্যাজিস্ট্রেট অভিযোগকারীর জবানবন্দি রেকর্ড করেন? [জুডি. : ২০১৯]

13 / 37

13. ফৌজদারি কার্যবিধির ২০২ ধারামতে Where the police submits the final report, the Magistrate shall be competent to accept such report and ...... the accused - শুন্যস্থানে কী বসবে?

14 / 37

14. ফৌজদারি কার্যবিধির ২০৫গগ ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক?

15 / 37

15. ফরিয়াদি ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দির দেবার ক্ষেত্রে কয়টি শর্তাংশ ফৌজদারি কার্যবিধির ২০০ ধারায় বর্ণিত আছে?

16 / 37

16. একই অপরাধ সম্পর্কে নালিশী মামলা ও পুলিশী তদন্ত চলতে থাকলে পদ্ধতিগত বিধান ফৌজদারি কার্যবিধির কোন ধারায় বর্ণিত রয়েছে?

17 / 37

17. একটি ফৌজদারি মামলায় ব্যক্তিগত হাজিরা থেকে রেহাই দিয়ে একজন আইনজীবীর মাধ্যমে হাজির হবার অনুমতি ফৌজদারি কার্যবিধির কোন ধারায় দেওয়া আছে?

18 / 37

18. পরোয়ানা ইস্যু স্থগিত রাখা যায় ফৌজদারি কার্যবিধির কোন ধারা অনুসারে?

19 / 37

19. Of complaints to magistrates - এ বিষয়ে ফৌজদারি কার্যবিধির কোন ধারাসমূহে বিধান বর্ণিত আছে?

20 / 37

20. নালিশের সত্যতা বা অসত্যতা নির্ধারণে ব্যতীত আর কোন কারণে সমন প্রদান স্থগিত থাকতে পারে?

21 / 37

21. নালিশী মামলার ক্ষেত্রে কোনো ম্যাজিস্ট্রেটের উক্ত নালিশ গ্রহণের এখতিয়ার না থাকলে কি করবেন? [বার : ২০২২]

22 / 37

22. ম্যাজিস্ট্রেট কত ধারা অনুযায়ী দায়রা আদালত কতৃর্ক বিচার্য মামলা দায়রা আদালতে হস্তান্তর করতে পারে?

23 / 37

23. ফৌজদারি কার্যবিধির ২০৪ ধারা অনুসারে নিচের কোন ক্ষেত্রে সমন বা পরোয়ানা ইস্যু করা যায় না?

24 / 37

24. Complaint Case এর Cognizance taking stage - এ ম্যাজিস্ট্রেট যদি দেখতে পান যে, তার কোনো এখতিয়ার নেই, তখন নিম্নের কোন আদেশটি সঠিক হবে? [জুডি. : ২০১২]

25 / 37

25. সমন বা পরোয়ানার জন্য নির্ধারিত ফি নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ না করলে ম্যাজিস্ট্রেট নিচের কোনটি করতে পারেন?

26 / 37

26. নালিশ খারিজের আদেশ [Dismissal of complaint] একজন ম্যাজিস্ট্রেট ফৌজদারি কার্যবিধির কত ধারা অনুসারে দিতে পারেন?

27 / 37

27. ফৌজদারি কার্যবিধির ২০০ ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক?

28 / 37

28. ফরিয়াদি ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দির দেবার পর জবাবন্দির লিখিত সারাংশের নিচে কার স্বাক্ষর থাকবে?

29 / 37

29. নালিশী দরখাস্ত গ্রহণকালে নালিশকারীকে পরীক্ষা করা একজন ম্যাজিস্ট্রেটের জন্য - [বার : ২০১৫]

30 / 37

30. যদি ম্যাজিস্ট্রেট নালিশ খারিজের আদেশ দেন তবে তার বিরুদ্ধে প্রতিকার কী?

31 / 37

31. The Code of Criminal Procedure, ১৮৯৮ এর ২০০ ধারার জবানবন্দি গ্রহণ করা বাধ্যতামূলক, যদি অভিযোগটি হয়....। [বার : ২০২০]

32 / 37

32. ফৌজদারি কার্যবিধির ২০৪ ধারা অনুসারে নিচের কোন ক্ষেত্রে নালিশ খারিজ করা যায়?

33 / 37

33. কোনো মামলা দায়রা আদালতেই মাত্র বিচার্য হলে ম্যাজিস্ট্রেটের করণীয় হিসেবে নিচের কোনটি সঠিক নয়?

34 / 37

34. যখন ম্যাজিস্ট্রেট ফাইনাল রিপোর্ট গ্রহণ করেন, তখন আসামি - [বার : ২০১৩]

35 / 37

35. Postponement for issue of process’ - নিচের কোন কারণে করা যাবে বলে ফৌজদারি কার্যবিধিতে ২০২ ধারায় বিধান বর্ণিত আছে?

36 / 37

36. Of the commencement of proceedings before magistrates - এ বিষয়ে ফৌজদারি কার্যবিধির কোন ধারাসমূহে বিধান বর্ণিত আছে?

37 / 37

37. একজন অভিযোগকারীকে ম্যাজিস্ট্রেট কর্তৃক পরীক্ষা করা প্রয়োজন হয় না, যদি অভিযোগকারী হয় একটি — [বার : ২০১৩]

Your score is

0%