/42 10 CrPC [87-105] - Advanced Exam এখানে ফৌজদারি কার্যবিধির ৮৭-১০৫ ধারাসমূহ নিয়ে অ্যাডভান্সড লেভেলের এমসিকিউ টেস্ট আছে। সংশ্লিষ্ট ধারাগুলো পড়ে নিয়ে এটি অনুশীলন করুন। এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন। ইমেইলটি লেখা বাধ্যতামূলক নয়; তবে, ইমেইল এড্রেস দিলে আপনার ইমেইলে বিস্তারিত ফলাফল চলে যাবে। 1 / 42 1. Search of house ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিষয়বস্তু? ১২৪ ধারায় ৯৬ ধারায় ৯৮ ধারায় ১০০ ধারায় সঠিক উত্তর : ৯৮ ধারায় ; [ধারা : ৯৮, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ৯৮ ধারায় ; [ধারা : ৯৮, ফৌজদারি কার্যবিধি] 2 / 42 2. Bankers’ Books Evidence Act, 1891 অনুসারে কোনো দলিল বা তথ্য হাজির করার নির্দেশ দিতে হলে নিচের কোন ক্ষেত্রে হাইকোর্টের বিভাগের অনুমতিক্রমে তা হাজির করার নির্দেশ দিতে হবে? মামলাটি যদি দণ্ডবিধির ৪০৩, ৪০৬ এবং ৪০৯ ধারার অপরাধ সম্পর্কিত হয় মামলাটি যদি দণ্ডবিধির ৪২১ থেকে ৪২৪ ধারাসমূহের অপরাধ সম্পর্কিত হয় মামলাটি যদি দণ্ডবিধির ৪৬৫ ধেকে ৪৭৭ক ধারাসমূহের অপরাধ সম্পর্কিত হয় মামলাটি যদি উপরোক্ত কোনো ধারা ব্যতীত অন্য কোনো মামলা হয় সঠিক উত্তর : মামলাটি যদি উপরোক্ত কোনো ধারা ব্যতীত অন্য কোনো মামলা হয় ; [ধারা : ৯৪, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : মামলাটি যদি উপরোক্ত কোনো ধারা ব্যতীত অন্য কোনো মামলা হয় ; [ধারা : ৯৪, ফৌজদারি কার্যবিধি] 3 / 42 3. পলাতক আসামির ক্রোককৃত সম্পত্তিতে অন্য কোনো ব্যক্তি ক্রোকের কতদিনের মধ্যে তার নিজ স্বার্থ দাবী করতে পারে? [বার : ২০২০] ১ মাস ৩ মাস ৬ মাস ১ বছর সঠিক উত্তর : ৬ মাস ; [ধারা : ৮৮, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ৬ মাস ; [ধারা : ৮৮, ফৌজদারি কার্যবিধি] 4 / 42 4. বাংলাদেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী বা প্রধান বিচারপতি প্রমুখদের প্রতি মানহানিকর হলে সরকার তা বাজেয়াপ্ত করতে পারে কত ধারা অনুসারে? ৫০৯ ধারা ৯৯খ ধারা ৯৯ক ধারা ৫০৫ক ধারা সঠিক উত্তর : ৯৯ক ধারা ; [ধারা : ৯৯ক, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ৯৯ক ধারা ; [ধারা : ৯৯ক, ফৌজদারি কার্যবিধি] 5 / 42 5. বেআইনিভাবে আটক ব্যক্তিকে উদ্ধারে তল্লাশি পরোয়ানার আদেশ নিম্নোক্ত কোন ম্যাজিস্ট্রেট দিতে পারেন? নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বর্ণিত প্রত্যেকেই পারেন সঠিক উত্তর : বর্ণিত প্রত্যেকেই পারেন ; [ধারা : ১০০, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : বর্ণিত প্রত্যেকেই পারেন ; [ধারা : ১০০, ফৌজদারি কার্যবিধি] 6 / 42 6. সরকার কোনো সংবাদপত্র বা পুস্তক বা কোনো দলিলে, তা যেখানেই মুদ্রিত হোক না কেন তা বাজেয়াপ্ত করতে পারে যদি তা - ? জনগণকে বিভ্রান্ত করে জনগণকে গণআন্দোলন করতে উৎসাহিত করে জনগণের মাঝে গুজব ছড়াতে সাহায্য করে আমলযোগ্য অপরাধ করতে উত্তেজিত করে সঠিক উত্তর : আমলযোগ্য অপরাধ করতে উত্তেজিত করে ; [ধারা : ৯৯ক, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : আমলযোগ্য অপরাধ করতে উত্তেজিত করে ; [ধারা : ৯৯ক, ফৌজদারি কার্যবিধি] 7 / 42 7. ফৌজদারি কার্যবিধির ৯৪ ধারা মোতাবেক কোনো দলিল অথবা অন্যান্য জিনিস হাজির করার ব্যাপারে সাক্ষ্য আইনের কোন কোন ধারার বিধানকে প্রভাবিত করবে না বলে উক্ত ধারায় বিধান রয়েছে? সাক্ষ্য আইনের ১২৩, ১২৪ ও ১৩২ ধারাসমূহ সাক্ষ্য আইনের শুধুই ১২৪ ধারা সাক্ষ্য আইনের ১২৩ থেকে ১২৫ ধারাসমূহ সাক্ষ্য আইনের ১২৩ থেকে ১২৪ ধারাসমূহ সঠিক উত্তর : সাক্ষ্য আইনের ১২৩ থেকে ১২৪ ধারাসমূহ ; [ধারা : ৯৪, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : সাক্ষ্য আইনের ১২৩ থেকে ১২৪ ধারাসমূহ ; [ধারা : ৯৪, ফৌজদারি কার্যবিধি] 8 / 42 8. ক্রোকের আদেশ হওয়া সম্পত্তিটি জীবন্ত প্রাণী বা দ্রুত ক্ষয়শীল কোনো কিছু হলে আদালত নিচের কোন পদক্ষেপ নিতে পারেন? অবিলম্বে তা দরিদ্র মানুষদের মাঝে বিতরণ করার আদেশ দেবেন আদালত অবিলম্বে তা বিক্রয় করে বিক্রয়লব্ধ অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেবেন আদালত অবিলম্বে তা বিক্রয় করে বিক্রয়লব্ধ অর্থ আদালতের আদেশ অনুসারে ব্যবহৃত হবে বর্ণিত যেকোনো পদক্ষেপই নেওয়া যেতে পারে আদালত কর্তৃক সঠিক উত্তর : অবিলম্বে তা বিক্রয় করে বিক্রয়লব্ধ অর্থ আদালতের আদেশ অনুসারে ব্যবহৃত হবে ; [ধারা : ৮৮, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : অবিলম্বে তা বিক্রয় করে বিক্রয়লব্ধ অর্থ আদালতের আদেশ অনুসারে ব্যবহৃত হবে ; [ধারা : ৮৮, ফৌজদারি কার্যবিধি] 9 / 42 9. When search-warrant may be issued- এটি ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিষয়বস্তু? ৬৯ ধারা ৮৮ ধারা ৯৪ ধারা ৯৬ ধারা সঠিক উত্তর : ৯৬ ধারা ; [ধারা : ৯৬, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ৯৬ ধারা ; [ধারা : ৯৬, ফৌজদারি কার্যবিধি] 10 / 42 10. ফৌজদারি কার্যবিধিতে দলিল বা অন্যান্য জিনিস হাজির করার জন্য সমন কত ধারার বিষয়বস্তু? ৬৮ ধারায় ৮৮ ধারায় ৯৪ ধারায় ৯৬ ধারায় সঠিক উত্তর : ৯৪ ধারায় ; [ধারা : ৯৪, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ৯৪ ধারায় ; [ধারা : ৯৪, ফৌজদারি কার্যবিধি] 11 / 42 11. ফৌজদারি কার্যবিধি অনুসারে পলাতক ব্যক্তির জন্য হুলিয়ার কারণে ক্রোককৃত সম্পত্তিতে কোন কারণে অন্য কোনো ব্যক্তি দাবি বা আপত্তি করতে পারেন? ক্রোককৃত সম্পত্তিটি স্থাবর সম্পত্তি হবার কারণে ক্রোককৃত সম্পত্তির ভবিষ্যৎ উত্তরাধীকারীগণ বর্তমান বা জীবিত আছে কারণে ক্রোককৃত সম্পত্তিতে স্বত্ব আছে এমন কোনো কারণে বর্ণিত যেকোনো কারণই প্রযোজ্য হতে পারে সঠিক উত্তর : ক্রোককৃত সম্পত্তিতে স্বত্ব আছে এমন কোনো কারণে ; [ধারা : ৮৮, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ক্রোককৃত সম্পত্তিতে স্বত্ব আছে এমন কোনো কারণে ; [ধারা : ৮৮, ফৌজদারি কার্যবিধি] 12 / 42 12. পলাতক ব্যক্তির জন্য হুলিয়া জারি হলে হুলিয়া প্রকাশের পরে একটি নির্দিষ্ট সময়ে তাকে হাজির হবার জন্য আদালত নির্দেশ দিয়ে থাকে। এক্ষেত্রে হুলিয়াধীন ব্যক্তি হাজির হবার জন্য কমপক্ষে কতদিনের সময় পাবে? কমপক্ষে ৩০ দিন কমপক্ষে ৬০ দিন কমপক্ষে ৯০ দিন কমপক্ষে ৪৫ দিন সঠিক উত্তর : কমপক্ষে ৩০ দিন ; [ধারা : ৮৭, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : কমপক্ষে ৩০ দিন ; [ধারা : ৮৭, ফৌজদারি কার্যবিধি] 13 / 42 13. ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর কোন ধারায় বেআইনিভাবে আটক ব্যক্তিকে উদ্ধারে সার্চ ওয়ারেন্ট সম্পর্কে বলা হয়েছে? [জুডি. : ২০১৭] ৭৬ ৯৬ ৯৮ ১০০ সঠিক উত্তর : ১০০ ; [ধারা : ১০০, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ১০০ ; [ধারা : ১০০, ফৌজদারি কার্যবিধি] 14 / 42 14. ফৌজদারি কার্যবিধির ১০০ ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক? তল্লাশি বেআইনিভাবে আটক ব্যক্তিকে উদ্ধারে তল্লাশি পরোয়ানা সমন দলিল বা অন্যান্য জিনিস আটকের জন্য তল্লাশি পরোয়ানা সঠিক উত্তর : বেআইনিভাবে আটক ব্যক্তিকে উদ্ধারে তল্লাশি পরোয়ানা ; [ধারা : ১০০, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : বেআইনিভাবে আটক ব্যক্তিকে উদ্ধারে তল্লাশি পরোয়ানা ; [ধারা : ১০০, ফৌজদারি কার্যবিধি] 15 / 42 15. কোনো স্থানে তল্লাশি করতে হলে কমপক্ষে কতজন সাক্ষীর উপস্থিতিতে তল্লাশিটি করতে হবে? ১ জন ২ জন ৩ জন ৪ জন সঠিক উত্তর : ২ জন ; [ধারা : ১০৩, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ২ জন ; [ধারা : ১০৩, ফৌজদারি কার্যবিধি] 16 / 42 16. একজন পলাতক ব্যক্তির প্রতি হুলিয়ার কারণে সম্পত্তি ক্রোক হলে তা উক্ত পলাতক ব্যক্তি কতদিনের ভেতরে পুনরুদ্ধারের আবেদন করতে পারবে? ৬ মাসের ভেতরে ১ বছরের ভেতরে ২ বছরের ভেতরে ৩ বছরের ভেতরে সঠিক উত্তর : ২ বছরের ভেতরে ; [ধারা : ৮৯, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ২ বছরের ভেতরে ; [ধারা : ৮৯, ফৌজদারি কার্যবিধি] 17 / 42 17. `Discovery of Persons Wrongfully Confined’- এটি ফৌজদারি কার্যবিধির কোন ধারার শিরোনাম? ৯০ ধারা ১০০ ধারা ১০৫ ধারা ১২৬ ধারা সঠিক উত্তর : ১০০ ধারা ; [ধারা : ১০০, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ১০০ ধারা ; [ধারা : ১০০, ফৌজদারি কার্যবিধি] 18 / 42 18. দলিল হাজির করার জন্য তল্লাশি পরোয়ানা ইস্যু করা যায় ফৌজদারি কার্যবিধির কত ধারা মোতাবেক? ৬৮ ধারায় ৮৮ ধারায় ৯৪ ধারায় ৯৬ ধারায় সঠিক উত্তর : ৯৬ ধারায় ; [ধারা : ৯৬, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ৯৬ ধারায় ; [ধারা : ৯৬, ফৌজদারি কার্যবিধি] 19 / 42 19. `Attachment of property of person absconding’- এটি ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিষয়বস্তু? ৬৯ ধারা ৮৮ ধারা ৪৪২ক ধারা ৫০৯ ধারা সঠিক উত্তর : ৮৮ ধারা ; [ধারা : ৮৮, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ৮৮ ধারা ; [ধারা : ৮৮, ফৌজদারি কার্যবিধি] 20 / 42 20. Bankers’ Books Evidence Act, 1891 অনুসারে কোনো দলিল বা তথ্য হাজির করার নির্দেশ দিতে হলে নিচের কোন ক্ষেত্রে দায়রা জজের অনুমতিক্রমে তা হাজির করার নির্দেশ দিতে হবে? মামলাটি যদি দণ্ডবিধির ৪০৩, ৪০৬ এবং ৪০৯ ধারার অপরাধ সম্পর্কিত হয় মামলাটি যদি দণ্ডবিধির ৪২১ থেকে ৪২৪ ধারাসমূহের অপরাধ সম্পর্কিত হয় মামলাটি যদি দণ্ডবিধির ৪৬৫ ধেকে ৪৭৭ক ধারাসমূহের অপরাধ সম্পর্কিত হয় বর্ণিত সবগুলোই সঠিক সঠিক উত্তর : বর্ণিত সবগুলোই সঠিক ; [ধারা : ৯৪, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : বর্ণিত সবগুলোই সঠিক ; [ধারা : ৯৪, ফৌজদারি কার্যবিধি] 21 / 42 21. ফৌজদারি কার্যবিধির ১০২ ধারা অনুসারে তল্লাশি করতে গিয়ে যদি কোনো স্থানে প্রবেশ করা না যায় তাহলে উক্ত কার্যবিধির কোন ধারা মোতাবেক কোনো ওয়ারেন্ট প্রয়োগকারী ব্যক্তি অগ্রসর হতে পারবেন? ৪২ ধারা ৪৮ ধারা ৫২ ধারা ৫৮ ধারা সঠিক উত্তর : ৪৮ ধারা ; [ধারা : ১০২, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ৪৮ ধারা ; [ধারা : ১০২, ফৌজদারি কার্যবিধি] 22 / 42 22. কোথাও চোরাই মাল আছে বলে বিশ্বাস করার কারণ থাকলে সেখানে তল্লাশি করা যায় ফৌজদারি কার্যবিধির কত ধারার বিধান অনুসারে? ১২৪ ধারায় ৯৬ ধারায় ৯৮ ধারায় ১০০ ধারায় সঠিক উত্তর : ৯৮ ধারায় ; [ধারা : ৯৮, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ৯৮ ধারায় ; [ধারা : ৯৮, ফৌজদারি কার্যবিধি] 23 / 42 23. ফৌজদারি কার্যবিধির ৯৯ক ধারামতে কোনো প্রকাশনা বাজেয়াপ্তির আদেশের বিরুদ্ধে প্রতিকার কী? দায়রা জজের কাছে বাতিলের জন্য আবেদন করা হাইকোর্টে উক্ত আদেশ বাতিলের আবেদন করা জেলা প্রশাসকের কাছে উক্ত আদেশ বাতিলের আবেদন করা বর্ণিত যেকোনো পদ্ধতিতে আবেদন করা সঠিক উত্তর : হাইকোর্টে উক্ত আদেশ বাতিলের আবেদন করা ; [ধারা : ৯৯খ, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : হাইকোর্টে উক্ত আদেশ বাতিলের আবেদন করা ; [ধারা : ৯৯খ, ফৌজদারি কার্যবিধি] 24 / 42 24. ক্রোকের আদেশ হওয়া সম্পত্তিটি স্থাবর সম্পত্তি হলে এবং রাজস্ব প্রদানকারী সম্পত্তি হলে উক্ত স্থাবর সম্পত্তিটি কার মাধ্যমে ক্রোক করতে হবে? জেলার কালেক্টরের মাধ্যমে জেলা জজের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে বর্ণিত যেকোনো উপায়েই করা যাবে সঠিক উত্তর : জেলার কালেক্টরের মাধ্যমে ; [ধারা : ৮৮, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : জেলার কালেক্টরের মাধ্যমে ; [ধারা : ৮৮, ফৌজদারি কার্যবিধি] 25 / 42 25. পলাতক ব্যক্তির সম্পত্তি ক্রোক করা যায় ফৌজদারি কার্যবিধির কত ধারা অনুযায়ী? ৬৮ ধারায় ৮৮ ধারায় ১০৩ ধারায় ৮৭ ধারায় সঠিক উত্তর : ৮৮ ধারায় ; [ধারা : ৮৮, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ৮৮ ধারায় ; [ধারা : ৮৮, ফৌজদারি কার্যবিধি] 26 / 42 26. সরকার কর্তৃক কোনো প্রকাশনা বাজেয়াপ্তির ঘোষণা হলে সংক্ষুব্ধ পক্ষ কতদিনের ভেতরে হাইকোর্টে তা বাতিল করার আবেদন করতে পারেন? ১ মাসের ভেতরে ২ মাসের ভেতরে ৩ মাসের ভেতরে ৬ মাসের ভেতরে সঠিক উত্তর : ২ মাসের ভেতরে ; [ধারা : ৯৯খ, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ২ মাসের ভেতরে ; [ধারা : ৯৯খ, ফৌজদারি কার্যবিধি] 27 / 42 27. ফৌজদারি কার্যবিধি অনুযায়ী ক্রোকী কোনো সম্পত্তি যদি রিসিভার নিয়োগ করে তত্ত্বাবধান করতে হয় তাহলে উক্ত রিসিভার নিচের কোন বিধান অনুসারে দায়িত্ব পালন করবেন? সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৪৪ ধারা অনুসারে দেওয়ানি কার্যবিধির ৪০ আদেশ অনুসারে ফৌজদারি কার্যবিধির ৪৯৯ ধারা অনুসারে ফৌজদারি কার্যবিধির ৪৩৬ ধারা অনুসারে সঠিক উত্তর : দেওয়ানি কার্যবিধির ৪০ আদেশ অনুসারে ; [ধারা : ৮৮, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : দেওয়ানি কার্যবিধির ৪০ আদেশ অনুসারে ; [ধারা : ৮৮, ফৌজদারি কার্যবিধি] 28 / 42 28. পলাতক ব্যক্তির সম্পত্তি ক্রোক করা যায় কোন সময় হতে? হুলিয়া জারির তারিখ হতে যেকোনো সময় হুলিয়া জারির পরে কমপক্ষে ৩০ দিন অতিক্রান্ত হবার পর থেকে হুলিয়া জারির পর আদালতের দেওয়া নির্দিষ্ট তারিখে হুলিয়াধীন ব্যক্তি হাজির না হলে হুলিয়া জারির পর ৬০ দিন অতিক্রান্ত হবার পরে সঠিক উত্তর : হুলিয়া জারির তারিখ হতে যেকোনো সময় ; [ধারা : ৮৮, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : হুলিয়া জারির তারিখ হতে যেকোনো সময় ; [ধারা : ৮৮, ফৌজদারি কার্যবিধি] 29 / 42 29. সরকারের কোনো সংবাদপত্র বা পুস্তক বা কোনো দলিলে তা যেখানেই মুদ্রিত হোক না কেন তা বাজেয়াপ্ত করতে পারে যদি তা—? দণ্ডবিধির ১২৩ক, ১২৪ক ও ১৫৩ক ধারায় দণ্ডনীয় হয় দণ্ডবিধির ২৯৫ ও ২৯৫ক ধারায় দণ্ডনীয় হয় দণ্ডবিধির ৫০৫ বা ৫০৫ক ধারায় দণ্ডনীয় হয় বর্ণিত প্রত্যেকটিই সঠিক সঠিক উত্তর : বর্ণিত প্রত্যেকটিই সঠিক ; [ধারা : ৯৯ক, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : বর্ণিত প্রত্যেকটিই সঠিক ; [ধারা : ৯৯ক, ফৌজদারি কার্যবিধি] 30 / 42 30. `General Provisions Relating to Searches’- ফৌজদারি কার্যবিধিতে এ সংক্রান্ত ধারাসমূহ কোনগুলো? ১০১—১১০ ধারাসমূহ ১০১—১০৩ ধারাসমূহ ৯৯ক—৯৯ছ ধারাসমূহ ১২১—১২৫ ধারাসমূহ সঠিক উত্তর : ১০১—১০৩ ধারাসমূহ ; [ধারা : ১০১—১০৩, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ১০১—১০৩ ধারাসমূহ ; [ধারা : ১০১—১০৩, ফৌজদারি কার্যবিধি] 31 / 42 31. seizure list ফৌজদারি কার্যবিধির কোন ধারা অনুসারে প্রস্তুতকৃত হয়? ৪৪ ধারা ১০০ ধারা ১০৩ ধারা ১০৫ ধারা সঠিক উত্তর : ১০০ ধারা ; [ধারা : ১০৩, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ১০০ ধারা ; [ধারা : ১০৩, ফৌজদারি কার্যবিধি] 32 / 42 32. সরকার কর্তৃক কোনো প্রকাশনা বাজেয়াপ্তির ঘোষণা হলে এবং তা বাতিলের দাবিতে করা হাইকোর্টের যে বিশেষ বেঞ্চ এটি শ্রবণ করবেন তা কতজনের বিচারকের সমন্বয়ে গঠিত হবে - ২ জন বিচারক ৩ জন বিচারক ৪ জন বিচারক নির্দিষ্ট কোনো সংখ্যার বাধ্যবাধকতা নেই সঠিক উত্তর : ৩ জন বিচারক ; [ধারা : ৯৯গ, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ৩ জন বিচারক ; [ধারা : ৯৯গ, ফৌজদারি কার্যবিধি] 33 / 42 33. ফৌজদারি কার্যবিধি অনুসারে পলাতক ব্যক্তির জন্য হুলিয়ার কারণে ক্রোককৃত সম্পত্তিতে কোনো স্বত্ব দাবি কত সময়ের ভেতরে করতে হয়? ২ মাসের ভেতরে ৩ মাসের ভেতরে ৬ মাসের ভেতরে ১২ মাসের ভেতরে সঠিক উত্তর : ৬ মাসের ভেতরে ; [ধারা : ৮৮, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ৬ মাসের ভেতরে ; [ধারা : ৮৮, ফৌজদারি কার্যবিধি] 34 / 42 34. সরকার The Code of Criminal Procedure, 1898 এর কোন ধারা বলে অশ্লীলতার অভিযোগে কোনো পুস্তক বাজেয়াপ্ত করে? [বার : ২০২০] 99 99A 99B 99C সঠিক উত্তর : 99A ; [ধারা : ৯৯ক, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : 99A ; [ধারা : ৯৯ক, ফৌজদারি কার্যবিধি] 35 / 42 35. বাংলাদেশের বাইরে ওয়ারেন্ট জারি করার বিধান ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিষয়বস্তু? ৯০ ধারা ৯৩ক ধারা ৯৩খ ধারা ৯৩গ ধারায় সঠিক উত্তর : ৯৩খ ধারা ; [ধারা : ৯৩খ, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ৯৩খ ধারা ; [ধারা : ৯৩খ, ফৌজদারি কার্যবিধি] 36 / 42 36. পলাতক ব্যক্তির জন্য হুলিয়া সম্পর্কে ফৌজদারি কার্যবিধির কোন ধারায় বলা আছে? ৬৮ ধারায় ৭৮ ধারায় ৩২৩ ধারায় ৮৭ ধারায় সঠিক উত্তর : ৮৭ ধারায় ; [ধারা : ৮৭, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ৮৭ ধারায় ; [ধারা : ৮৭, ফৌজদারি কার্যবিধি] 37 / 42 37. হুলিয়াধীন ব্যক্তি নির্দিষ্ট সময়ের ভেতরে আদালতে উপস্থিত হলে ক্রোককৃত সম্পত্তির পরিণতি হিসেবে বা আদালতের করণীয় হিসেবে নিচের কোনটি সঠিক? মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সম্পত্তিটি আদালতের হেফাজতে থাকবে ক্রোককৃত সম্পত্তির ২৫ ভাগ অংশ রাষ্ট্রীয় কোষাগারে জমা করে নিয়ে বাকী অংশ ক্রোকমুক্ত ঘোষণা করবে ক্রোককৃত সম্পত্তি বিষয়ে রিসিভার নিয়োগ করতে হবে ক্রোককৃত সম্পত্তি তৎক্ষনাৎ মুক্ত করে দেবে আদালত সঠিক উত্তর : ক্রোককৃত সম্পত্তি তৎক্ষনাৎ মুক্ত করে দেবে আদালত ; [ধারা : ৮৮, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ক্রোককৃত সম্পত্তি তৎক্ষনাৎ মুক্ত করে দেবে আদালত ; [ধারা : ৮৮, ফৌজদারি কার্যবিধি] 38 / 42 38. Proclamation for person absconding’- এটি ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিষয়বস্তু? ৬৯ ধারা ৮৭ ধারা ৪৪২ক ধারা ৫০৯ ধারা সঠিক উত্তর : ৮৭ ধারা ; [ধারা : ৮৭, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ৮৭ ধারা ; [ধারা : ৮৭, ফৌজদারি কার্যবিধি] 39 / 42 39. সরকার কর্তৃক নিচে বর্ণিত কোন ধরণের প্রকাশনা বাজেয়াপ্ত ঘোষণা করার বিধান ফৌজদারি কার্যবিধিতে বর্ণিত রয়েছে? দণ্ডবিধির ১২৩ক বা ১২৪ক ধারা অনুসারে দণ্ডনীয় অপরাধ সংক্রান্ত বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদের স্পিকার বা প্রধান বিচারপতির জন্য যা মানহানিকর এমন কোনো বিষয় কোনো ব্যক্তিকে আমলযোগ্য অপরাধ করতে উত্তেজিত করে থাকতে পারে এমন কোনো তিরস্কার বা শব্দ বর্ণিত প্রত্যেক ক্ষেত্রেই প্রকাশনা বাজেয়াপ্ত করা যেতে পারে সঠিক উত্তর : বর্ণিত প্রত্যেক ক্ষেত্রেই প্রকাশনা বাজেয়াপ্ত করা যেতে পারে ; [ধারা : ৯৯ক, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : বর্ণিত প্রত্যেক ক্ষেত্রেই প্রকাশনা বাজেয়াপ্ত করা যেতে পারে ; [ধারা : ৯৯ক, ফৌজদারি কার্যবিধি] 40 / 42 40. সরকার কর্তৃক কোনো প্রকাশনা বাজেয়াপ্তির ঘোষণা হলে সংক্ষুব্ধ পক্ষ ফৌজদারি কার্যবিধির কোন ধারামতে হাইকোর্টে তা বাতিল করার আবেদন করতে পারেন? ৫০৯ ধারা ৯৯খ ধারা ৯৯ক ধারা ৫০৫ক ধারা সঠিক উত্তর : ৯৯খ ধারা ; [ধারা : ৯৯খ, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ৯৯খ ধারা ; [ধারা : ৯৯খ, ফৌজদারি কার্যবিধি] 41 / 42 41. বাংলাদেশের বাইরে সমন জারি করার বিধান ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিষয়বস্তু? ৯০ ধারা ৯৩ক ধারা ৯৩খ ধারা ৯৩গ ধারায় সঠিক উত্তর : ৯৩ক ধারা ; [ধারা : ৯৩ক, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ৯৩ক ধারা ; [ধারা : ৯৩ক, ফৌজদারি কার্যবিধি] 42 / 42 42. ফৌজদারি কার্যবিধি অনুসারে পলাতক ব্যক্তির জন্য হুলিয়ার কারণে ক্রোককৃত সম্পত্তিতে কোনো স্বত্ববান ব্যক্তির দাবি আংশিক বা সম্পূর্ণ অগ্রাহ্য করা হলে উক্ত ব্যক্তি কতদিনের ভেতরে তা পুনরুদ্ধারের মোকদ্দমা করতে পারবেন? ৬ মাসের ভেতরে ১ বছরের ভেতরে ২ বছরের ভেতরে ৩ বছরের ভেতরে সঠিক উত্তর : ১ বছরের ভেতরে ; [ধারা : ৮৮, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ১ বছরের ভেতরে ; [ধারা : ৮৮, ফৌজদারি কার্যবিধি] Your score is Facebook 0% Restart quiz By Wordpress Quiz plugin