আইনকানুন একাডেমি

/51
22

CrPC [28-41] - Advanced Exam

এখানে ফৌজদারি কার্যবিধির ২৮-৪১ ধারাসমূহ নিয়ে অ্যাডভান্সড লেভেলের এমসিকিউ টেস্ট আছে। সংশ্লিষ্ট ধারাগুলো পড়ে নিয়ে এটি অনুশীলন করুন।

এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন। ইমেইলটি লেখা বাধ্যতামূলক নয়; তবে, ইমেইল এড্রেস দিলে আপনার ইমেইলে বিস্তারিত ফলাফল চলে যাবে।

1 / 51

1. ফৌজদারি কার্যবিধির ৩৫ক ধারাটি কত সালে আইনটিতে যুক্ত করা হয়?

2 / 51

2. হাইকোর্ট বিভাগ সর্বোচ্চ কত বছরের অপরাধের বিচার করার ক্ষমতা কোনো প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে অর্পণ করতে পারে?

3 / 51

3. বিচারকালীন সময়ে আসামি যে মেয়াদের কারাবাস ভোগ করেছে তা যদি সে যে দণ্ডিত হয়েছে তার মেয়াদ অপেক্ষা বেশী হয়, তাহলে আসামি — [বার : ২০১৭]

4 / 51

4. ফৌজদারি কার্যবিধির তৃতীয় তফসিলের সংশ্লিষ্ট ধারা নিচের কোনটি?

5 / 51

5. নিচে বর্ণিত সর্বোচ্চ কোন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের বিচারের ক্ষমতা সরকার কোনো প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেটকে দিতে পারেন?

6 / 51

6. ` Offences under Penal Code’ - ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিষয়বস্তু?

7 / 51

7. কারাবাস একের পর এক চলবে বলে একটি প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট আদালত আদেশ দিলে অভিযুক্ত ব্যক্তিকে সর্বোচ্চ কত বছর কারাদণ্ডে দণ্ডিত করতে পারবে?

8 / 51

8. কোন অপরাধ ছাড়া যেকোনো অপরাধের বিচার করার ক্ষমতা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে হাইকোর্ট বিভাগ অর্পণ করতে পারে?

9 / 51

9. ফৌজদারি কার্যবিধি অনুযায়ী কত বছরের কম বয়সের কোনো শিশুর অপরাধ (মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধ ব্যতীত) চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বিচার করতে পারেন?

10 / 51

10. কারাবাস একের পর এক চলবে বলে আদালত আদেশ দিলে অভিযুক্ত ব্যক্তিকে সর্বোচ্চ কত বছর কারাদণ্ডে দণ্ডিত করতে পারবে?

11 / 51

11. কোন আদালতের জরিমানার ক্ষমতা আইনে সীমায়িত বা নির্দিষ্ট করা নেই?

12 / 51

12. সরকার বিশেষ ক্ষমতা অর্পণ করলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ কত মেয়াদের কারাদণ্ড দিতে পারে? [বার : ২০২৩]

13 / 51

13. কোনটি প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেটের সাধারণ ক্ষমতা নয়? [বার : ২০২০]

14 / 51

14. ফৌজদারি কার্যবিধির চতুর্থ তফসিলের সংশ্লিষ্ট ধারা নিচের কোনটি?

15 / 51

15. The Code of Criminal Procedure, 1998 এর কোন তফসিলে ম্যাজিস্ট্রেটের সাধারণ ক্ষমতার উল্লেখ আছে? [জুডি. : ২০২৪]

16 / 51

16. একজন প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট কারাদণ্ড দিতে পারে অনধিক [বার : ২০১৫]

17 / 51

17. সাধারণভাবে একজন যুগ্ম দায়রা জজ অনধিক ..... বছরের কারাদণ্ড দিতে পারেন। [বার : ২০২২]

18 / 51

18. আসামি বিচার চলাকালীন যে মেয়াদের হাজতবাস করে থাকে, তার চেয়ে কম পরিমাণ দণ্ডে দণ্ডিত হলে তাকে অবশ্যই .....।

19 / 51

19. দায়রা জজ প্রদত্ত মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করার পূর্বে অনুমোদন প্রয়োজন হয়- [বার : ২০১২]

20 / 51

20. একটি প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট আদালত তার এখতিয়ারের সর্বোচ্চ কারাদণ্ড তথা ৫ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। আসামি জরিমানা দিতে ব্যর্থ হলে তা অনাদায়ে আরো ১ বছরের কারাদণ্ডও ঘোষণা করলেন। এরূপ ক্ষেত্রে যেহেতু উক্ত ম্যাজিস্ট্রেটের সর্বোচ্চ সাজা প্রদানের এখতিয়ার ৫ বছর, সেহেতু উক্ত মামলার বিচারের পরিণতি নিচের কোনটি হবে?

21 / 51

21. Ordinary powers of Magistrates - ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিধান?

22 / 51

22. ৫ বছরের কারাদণ্ডে দণ্ডনীয় একটি অপরাধে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত একজন আসামিকে ৪ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। আসামি জরিমানা দিতে ব্যর্থ হলে তা অনাদায়ে আরো সর্বোচ্চ কত সময়ের কারাদণ্ড দিতে পারবেন উক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট?

23 / 51

23. একজন বিশেষ ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড প্রদান করতে পারেন ফৌজদারি কার্যবিধির কোন ধারাবলে?

24 / 51

24. বিচার চলাকালীন সময়ে আসামি হাজতে থাকলে এবং বিচার দণ্ডপ্রাপ্ত হলে তার উক্ত হাজতবাসের মেয়াদ বাদ দেওয়া হবে না, যদি সে - [বার : ২০১৭]

25 / 51

25. ফৌজদারি কার্যবিধি অনুসারে concurrent punishments বলতে নিচের কোনটি বোঝায়?

26 / 51

26. একজন প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ কত জরিমানা করতে পারবেন? [জুডি. : ২০০৮]

27 / 51

27. ফৌজদারি কার্যবিধি অনুসারে concurrent punishments নিচের কোন ক্ষেত্রে চলতে থাকবে?

28 / 51

28. The Code of Criminal Procedure, 1898 এর ৩২ ধারা অনুযায়ী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কত বছরের সাজা দিতে পারেন? [জুডি. : ২০২৩]

29 / 51

29. একজন মহানগর ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ কত বছরের জেল দিতে পারেন?

30 / 51

30. যেকোনো ম্যাজিস্ট্রেটকে তার সাধারণ ক্ষমতার বাইরেও সরকার অতিরিক্ত ক্ষমতা প্রদান করতে পারেন - এটি কোন ধারার বিষয়বস্তু?

31 / 51

31. ফৌজদারি কার্যবিধির অনুযায়ী একজন আসামির জরিমানা কোন ক্ষেত্রে মওকুফ হতে পারে?

32 / 51

32. একই মামলায় একাধিক অপরাধে দণ্ডিত হলে যে শাস্তি প্রদান করা যায় - শিরোনামের এই ধারাটি দণ্ডবিধির কোন ধারার নিয়ম সাপেক্ষে পাঠ করতে হয়?

33 / 51

33. Deduction of imprisonment in cases where convicts may have been in custody - ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিধান?

34 / 51

34. সকল জুডিসিয়াল এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটগণের ওপর যথাক্রমে অর্পিত তৃতীয় তফসিলে বর্ণিত ক্ষমতা থাকবে - এটি ফৌজদারি কার্যবিধির কোথায় বর্ণিত আছে?

35 / 51

35. প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট কোন সকল দণ্ড দিতে পারেন তা ফৌজদারি কার্যবিধির কোন ধারায় বর্ণিত আছে?

36 / 51

36. একজন দ্বিতীয় শ্রেণির ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ কত টাকার অর্থদণ্ড দিতে পারে? [বার : ২০২৩]

37 / 51

37. যুগ্ম দায়রা জজ সর্বোচ্চ কত বছরের কারাদণ্ড দিতে পারেন?

38 / 51

38. Offences under other laws’ - ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিষয়বস্তু?

39 / 51

39. All Judicial and Executive Magistrate have the powers hereinafter respectively conferred upon them and specified in the third schedule. Such powers are called their ........ . — শূন্যস্থানে কী বসবে?

40 / 51

40. বিচার চলাকালে ১ বছর হাজতে থাকা একজন আসামির ৫ বছরের কারাদণ্ডের আদেশ হয়। দণ্ডিত আসামিকে কত দিন কারাগারে সাজা ভোগ করতে হবে? [বার : ২০১৫]

41 / 51

41. অতিরিক্ত দায়রা জজ কি ধরণের দণ্ড দিতে পারেন?

42 / 51

42. ফৌজদারি কার্যবিধির ২৯সি ধারাবলে বিশেষ ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট সাজা দিতে পারে অনধিকÑ [বার : ২০১৫]

43 / 51

43. সরকার হাইকোর্টের সাথে পরামর্শক্রমে একজন ম্যাজিস্ট্রেটকে বিশেষ ক্ষমতা প্রদান করলে তিনি নিচে বর্ণিত কোন শাস্তিটি দিতে পারবেন?

44 / 51

44. একজন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ কত টাকা জরিমানা করতে পারেন? [বার : ২০১২]

45 / 51

45. ফৌজদারি কার্যবিধি অনুসারে aggregate punishment বলতে নিচের কোনটি বোঝায়?

46 / 51

46. জরিমানা অনাদায়ে কারাদণ্ডের পরিমাণ সম্পর্কে ফৌজদারি কার্যবিধির কোন ধারায় বলা আছে?

47 / 51

47. The Code of Criminal Procedure, 1998 এর কোন তফসিলে ম্যাজিস্ট্রেটের বিশেষ ক্ষমতার উল্লেখ আছে?

48 / 51

48. আসামি বিচার চলাকালীন যে মেয়াদের হাজতবাস করে থাকে, তার চেয়ে কম পরিমাণ দণ্ডে দণ্ডিত হলে তাকে প্রদত্ত অর্থদণ্ড ... ।

49 / 51

49. ফৌজদারি কার্যবিধির তৃতীয় তফসিলে বর্ণিত ক্ষমতা কী ক্ষমতা নামে অভিহিত হয়?

50 / 51

50. দায়রা জজবৃন্দ কোন সকল দণ্ড দিতে পারেন তা ফৌজদারি কার্যবিধির কোন ধারায় বর্ণিত আছে?

51 / 51

51. ১৫ বছরের নিচে কোনো শিশু মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধ ব্যতীত অন্য কোনো অপরাধ করলে, সেই অপরাধের বিচার করতে পারে কোন ম্যাজিস্ট্রেট?

Your score is

0%