/77 2 Evidence Act [146-167] - Advanced Exam এখানে সাক্ষ্য আইনের ১৪৫-১৬৭ ধারাসমূহ নিয়ে অ্যাডভান্সড লেভেলের এমসিকিউ টেস্ট আছে। সংশ্লিষ্ট ধারাগুলো পড়ে নিয়ে এটি অনুশীলন করুন। এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন। ইমেইলটি লেখা বাধ্যতামূলক নয়; তবে, ইমেইল এড্রেস দিলে আপনার ইমেইলে বিস্তারিত ফলাফল চলে যাবে। 1 / 77 1. সাক্ষ্য আইন অনুসারে An expert may refresh his memory by reference to professional treatises. - বিধানটি কোন ধারার বিষয়বস্তু? ৪৫ ধারা ৪৫ক ধারা ১৫৯ ধারা ১৬১ ধারা সঠিক উত্তর : ১৫৯ ধারা ; [ধারা : ১৫৯, , সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ১৫৯ ধারা ; [ধারা : ১৫৯, , সাক্ষ্য আইন] 2 / 77 2. Indecent and scandalous questions- সম্পর্কে জেরা করার বিধান বিষয়ে সাক্ষ্য আইনের কোন ধারায় বিধান রয়েছে? ১৫০ ধারা ১১৭ ধারা ১৩৬ ধারা ১৫১ ধারা সঠিক উত্তর : ১৫১ ধারা ; [ধারা : ১৫১, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ১৫১ ধারা ; [ধারা : ১৫১, সাক্ষ্য আইন] 3 / 77 3. যুক্তিসঙ্গত কারণ ছাড়া কোনো সাক্ষীকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা যাবে না - এই বিধান সাক্ষ্য আইনের কোন ধারায় বর্ণিত আছে? ১৪১ ধারা ১৪৬ ধারা ১৪৯ ধারা ১৫৩ ধারা সঠিক উত্তর : ১৪৯ ধারা ; [ধারা : ১৪৯, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ১৪৯ ধারা ; [ধারা : ১৪৯, সাক্ষ্য আইন] 4 / 77 4. সাক্ষ্য আইনের সর্বশেষ সংশোধনীতে ১৫৫ ধারার কোন উপধারাটি বাতিল করা হয়েছে? ১ নং উপধারাটি ২ নং উপধারাটি ৩ নং উপধারাটি ৪ নং উপধারাটি সঠিক উত্তর : ৪ নং উপধারাটি ; [ধারা : ১৫৫, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ৪ নং উপধারাটি ; [ধারা : ১৫৫, সাক্ষ্য আইন] 5 / 77 5. কোনো রাষ্ট্রীয় গোপণ দলিল অনুবাদের প্রয়োজন হলে দায়িত্বপ্রাপ্ত অনুবাদক যদি উক্ত দলিলের গোপণীয়তা প্রকাশ করে তাহলে দণ্ডবিধির কোন ধারায় দণ্ডিত হবে? দণ্ডবিধির ১৬৫ ধারা দণ্ডবিধির ১৬৬ ধারা দণ্ডবিধির ১৯০ ধারা দণ্ডবিধির ২২৮ ধারা সঠিক উত্তর : দণ্ডবিধির ১৬৬ ধারা ; [ধারা : ১৬২, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : দণ্ডবিধির ১৬৬ ধারা ; [ধারা : ১৬২, সাক্ষ্য আইন] 6 / 77 6. সাক্ষ্য আইনের ১৬৫ ধারায় আদালতকে নিচে বর্ণিত কোন ক্ষমতাটি দেওয়া হয়েছে? পক্ষগণকে প্রশ্ন জিজ্ঞাসা করার ক্ষমতা যেকোনো সাক্ষীকে যেকোনো সময় প্রশ্ন জিজ্ঞাসা করার ক্ষমতা কোনো পক্ষকে দলিল দাখিল করার আদেশ দানের ক্ষমতা বর্ণিত সবগুলোই সঠিক সঠিক উত্তর : বর্ণিত সবগুলোই সঠিক ; [ধারা : ১৬৫, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : বর্ণিত সবগুলোই সঠিক ; [ধারা : ১৬৫, সাক্ষ্য আইন] 7 / 77 7. সাক্ষ্য আইনের ১৬৭ ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক? সাক্ষ্য গ্রাহ্য বা অগ্রাহ্য করা হলেও নতুন বিচারে বাধা অশালীন বা কুৎসাজনক প্রশ্ন প্রসঙ্গে যুক্তিসঙ্গত কারণ ছাড়া প্রশ্ন করা হলে আদালতের কর্মপদ্ধতি ইঙ্গিতমূলক প্রশ্নের সংজ্ঞা সঠিক উত্তর : সাক্ষ্য গ্রাহ্য বা অগ্রাহ্য করা হলেও নতুন বিচারে বাধা ; [ধারা : ১৬৭, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : সাক্ষ্য গ্রাহ্য বা অগ্রাহ্য করা হলেও নতুন বিচারে বাধা ; [ধারা : ১৬৭, সাক্ষ্য আইন] 8 / 77 8. নোটিশ দেওয়া সত্ত্বেও কোনো দলিল হাজির না করলে পরবর্তীতে তা সাক্ষ্য হিসেবে ব্যবহার করার সুযোগ সম্পর্কে সাক্ষ্য আইনের সাধারণ নীতি কী? সাধারণত এটি সাক্ষ্য হিসেবে ব্যবহার করার সুযোগ নেই দলিলটি সম্পর্কে এফিডেভিট করে সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে দলিলটির পক্ষগণকে নোটিশ দিয়ে আদালতে হাজির করতে হবে কোনোটিই সঠিক নয় সঠিক উত্তর : সাধারণত এটি সাক্ষ্য হিসেবে ব্যবহার করার সুযোগ নেই ; [ধারা : ১৬৪, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : সাধারণত এটি সাক্ষ্য হিসেবে ব্যবহার করার সুযোগ নেই ; [ধারা : ১৬৪, সাক্ষ্য আইন] 9 / 77 9. অপমান অথবা বিরক্ত করার জন্য উদ্দেশ্যমূলক প্রশ্ন করা থেকে বিরত রাখা আদালতের জন্য করণীয় হিসেবে - স্বেচ্ছাধীন ইচ্ছামূলক বাধ্যকর নির্দেশনামূলক সঠিক উত্তর : বাধ্যকর ; [ধারা : ১৫২, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : বাধ্যকর ; [ধারা : ১৫২, সাক্ষ্য আইন] 10 / 77 10. নোটিশ দেওয়া সত্ত্বেও কোনো দলিল হাজির না করলে তা সাক্ষ্য হিসেবে উক্ত পক্ষ আর ব্যবহার করতে পারবে না - এটি সাক্ষ্য আইনের কোন ধারার বিধান? ৬৩ ধারা ৬৯ ধারা ১৫৬ ধারা ১৬৪ ধারা সঠিক উত্তর : ১৬৪ ধারা ; [ধারা : ১৬৪, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ১৬৪ ধারা ; [ধারা : ১৬৪, সাক্ষ্য আইন] 11 / 77 11. কোনো সাক্ষীকে প্রশ্ন করা এবং উত্তর দিতে বাধ্য করার ব্যাপারে সিদ্ধান্ত দেবার ক্ষমতা কার? হাইকোর্টের সংশ্লিষ্ট বিচারিক আদালতের পাবলিক প্রসিকিউটরের প্রতিপক্ষের আইনজীবীর সঠিক উত্তর : সংশ্লিষ্ট বিচারিক আদালতের ; [ধারা : ১৪৮, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : সংশ্লিষ্ট বিচারিক আদালতের ; [ধারা : ১৪৮, সাক্ষ্য আইন] 12 / 77 12. সাক্ষীর বিশ্বাসযোগ্যতা সম্পর্কে কে অভিযোগ তুলতে পারে? শুধুই প্রতিপক্ষের আইনজীবী কর্তৃক উভয় পক্ষের আইনজীবী কর্তৃক শুধুই আদালত কর্তৃক আদালত এবং প্রতিপক্ষের আইনজীবী কর্তৃক সঠিক উত্তর : উভয় পক্ষের আইনজীবী কর্তৃক ; [ধারা : ১৫৫, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : উভয় পক্ষের আইনজীবী কর্তৃক ; [ধারা : ১৫৫, সাক্ষ্য আইন] 13 / 77 13. The Evidence Act, 1872 এর ১৪৬ ধারার বিধান মতে জেরায় কোন ধরনের প্রশ্নের মাধ্যমে সাক্ষীর বিশ্বাসযোগ্যতা বিনষ্ট করা যায়? [বার : ২০২০] অশালীন কুৎসাজনক বিভ্রান্তিকর চরিত্র আঘাত করে এমন সঠিক উত্তর : চরিত্র আঘাত করে এমন ; [ধারা : ১৪৬, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : চরিত্র আঘাত করে এমন ; [ধারা : ১৪৬, সাক্ষ্য আইন] 14 / 77 14. অকারণ আক্রমণাত্মক প্রশ্ন আদালত নিজেই নিষিদ্ধ করবেন সাক্ষ্য আইনের কোন ধারামতে? ১৫০ ধারামতে ১৫১ ধারামতে ১৫২ ধারামতে ১৫৩ ধারামতে সঠিক উত্তর : ১৫২ ধারামতে ; [ধারা : ১৫২, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ১৫২ ধারামতে ; [ধারা : ১৫২, সাক্ষ্য আইন] 15 / 77 15. সাক্ষ্য আইনের কোন ধারা মোতাবেক একজন আইনজীবীর বিরুদ্ধে আদালত সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের নিকট রিপোর্ট দিতে পারেন? ১৪১ ধারা ১৪৬ ধারা ১৫০ ধারা ১৫২ ধারা সঠিক উত্তর : ১৫০ ধারা ; [ধারা : ১৫০, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ১৫০ ধারা ; [ধারা : ১৫০, সাক্ষ্য আইন] 16 / 77 16. সাক্ষ্য আইনের কোন ধারামতে মামলার পক্ষ তার নিজের সাক্ষীকে জেরা করতে পারে? [বার : ২০১৭] ১০৮ ধারা ১১৭ ধারা ১৩৬ ধারা ১৫৪ ধারা সঠিক উত্তর : ১৫৪ ধারা ; [ধারা : ১৫৪, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ১৫৪ ধারা ; [ধারা : ১৫৪, সাক্ষ্য আইন] 17 / 77 17. সাক্ষ্য আইনের ১৫৯ ধারানুসারে - ....... may refresh his memory by reference to professional treatises. - শুণ্যস্থানে কী বসবে? A witness A Sceintist An expert Any academic scholar সঠিক উত্তর : An expert ; [ধারা : ১৫৯, সাক্ষ্য আইন সঠিক উত্তর : An expert ; [ধারা : ১৫৯, সাক্ষ্য আইন 18 / 77 18. সাক্ষ্য আইনের সর্বশেষ সংশোধনীতে ১৫৫ ধারার কোন বিষয়বস্তুটি বাতিল করা হয়েছে? ধর্ষণ ইত্যাদি মামলার ক্ষেত্রে অভিযোগকারিনীর দুশ্চরিত্র সম্পর্কে সাক্ষ্য দেবার বিধান চরিত্র সম্পর্কিত কোনো সাক্ষ্য দেবার বিধান ধর্ষণ ইত্যাদি মামলার ক্ষেত্রে অভিযোগকারিনীর সত্যবাদিতা সম্পর্কে সাক্ষ্য দেবার বিধান দেওয়ানি মোকদ্দমায় চরিত্রের অপ্রাসঙ্গিকতার বিধান সঠিক উত্তর : ধর্ষণ ইত্যাদি মামলার ক্ষেত্রে অভিযোগকারিনীর দুশ্চরিত্র সম্পর্কে সাক্ষ্য দেবার বিধান ; [ধারা : ১৫৫, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ধর্ষণ ইত্যাদি মামলার ক্ষেত্রে অভিযোগকারিনীর দুশ্চরিত্র সম্পর্কে সাক্ষ্য দেবার বিধান ; [ধারা : ১৫৫, সাক্ষ্য আইন] 19 / 77 19. নিম্নের কোন ক্ষেত্রে সাক্ষী উত্তর প্রদানে বাধ্য? [বার : ২০২০] মামলা সংশ্লিষ্ট বিষয়ে প্রশ্ন করলে সাক্ষীর পরিচয় আবিস্কার করার উদ্দেশ্যে উপস্থাপিত প্রশ্ন সাক্ষীকে কোনো অপরাধের সাথে জড়িত করতে পারে এমন মামলা সংশ্লিষ্ট বিষয়ে উপরের সবগুলো ক্ষেত্রে সঠিক উত্তর : উপরের সবগুলো ক্ষেত্রে ; [ধারা : ১৪৭, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : উপরের সবগুলো ক্ষেত্রে ; [ধারা : ১৪৭, সাক্ষ্য আইন] 20 / 77 20. আইনজীবীর কাছে কেউ এসে কোনো একজন সাক্ষী সম্পর্কে বলে যে - উক্ত সাক্ষী একজন ডাকাত। সেক্ষেত্রে শুধুই এই শোনা তথ্যের ওপর নির্ভর তিনি ডাকাত কি—না এরূপ প্রশ্ন - Proper যুক্তিসঙ্গত যুক্তিসঙ্গত নয় বিরক্তিকর প্রশ্ন নয় সঠিক উত্তর : যুক্তিসঙ্গত ; [ধারা : ১৪৯, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : যুক্তিসঙ্গত ; [ধারা : ১৪৯, সাক্ষ্য আইন] 21 / 77 21. সাক্ষ্য আইনের সবশেষ আনীত সংশোধনীতে সাক্ষ্য আইনের ১৫৫(৪) ধারাটি বাতিলের প্রতিক্রিয়ায় কোন ধারাটিতে শর্তসমূহ যুক্ত করা হয়েছে? ১৩২ ধারা ১৪১ ধারা ১৪৬ ধারা ১৫৩ ধারা সঠিক উত্তর : ১৪৬ ধারা ; [ধারা : ১৪৬, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ১৪৬ ধারা ; [ধারা : ১৪৬, সাক্ষ্য আইন] 22 / 77 22. সাক্ষীকে উত্তর দিতে বাধ্য করার সময় আদালত স্বীয় ইচ্ছাধীন ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে কতটি বিষয় বিবেচনায় নেবেন? ২টি বিষয় ৩টি বিষয় ৪টি বিষয় ৫টি বিষয় সঠিক উত্তর : ৪টি বিষয় ; [ধারা : ১৪৮, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ৪টি বিষয় ; [ধারা : ১৪৮, সাক্ষ্য আইন] 23 / 77 23. Court to decide when question shall be asked and when witness compelled to answer- এটি সাক্ষ্য আইনের কত ধারার বিধান? ১৫০ ধারা ১৪৮ ধারা ১৫২ ধারা ১৫৩ ধারা সঠিক উত্তর : ১৪৮ ধারা ; [ধারা : ১৪৮, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ১৪৮ ধারা ; [ধারা : ১৪৮, সাক্ষ্য আইন] 24 / 77 24. আদালত নিচের কোন কারণে একজন আইনজীবী সম্পর্কে সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের নিকট রিপোর্ট দিতে পারেন? সাক্ষ্যের সময় আইনজীবী সাক্ষীকে তার মর্যাদা বিষয়ক প্রশ্ন করলে সাক্ষ্যের সময় আইনজীবী সাক্ষীকে অপমানের উদ্দেশ্যে প্রশ্ন করলে সাক্ষ্যের সময় আইনজীবী যুক্তিসঙ্গত কারণ ছাড়া প্রশ্ন করলে বর্ণিত প্রত্যেকটিই সঠিক সঠিক উত্তর : সাক্ষ্যের সময় আইনজীবী যুক্তিসঙ্গত কারণ ছাড়া প্রশ্ন করলে ; [ধারা : ১৫০, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : সাক্ষ্যের সময় আইনজীবী যুক্তিসঙ্গত কারণ ছাড়া প্রশ্ন করলে ; [ধারা : ১৫০, সাক্ষ্য আইন] 25 / 77 25. একটি প্রাসঙ্গিক ঘটনা সমর্থনের উদ্দেশ্যে উদ্দেশ্যমূলক প্রশ্ন করা যেতে পারে সাক্ষ্য আইনের কত ধারা অনুযায়ী? ৬৩ ধারা ৬৯ ধারা ১৫৬ ধারা ১৬৫ ধারা সঠিক উত্তর : ১৫৬ ধারা ; [ধারা : ১৫৬, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ১৫৬ ধারা ; [ধারা : ১৫৬, সাক্ষ্য আইন] 26 / 77 26. Questions intended to insult or annoy- সম্পর্কে জেরা করার বিধান বিষয়ে সাক্ষ্য আইনের কত ধারায় বিধান রয়েছে? ১৫০ ধারা ১৫১ ধারা ১৫২ ধারা ১৫৩ ধারা সঠিক উত্তর : ১৫২ ধারা ; [ধারা : ১৫২, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ১৫২ ধারা ; [ধারা : ১৫২, সাক্ষ্য আইন] 27 / 77 27. `No new trial for improper admission or rejection of evidence’ - The Evidence Act, 1872 এর এই বিধান প্রযোজ্য ....। [বার : ২০২৩] সকল বৈচারিক কার্যধারায় প্রশাসনিক কার্যধারায় কেবল ফৌজদারি কার্যধারায় কেবল দেওয়ানি কার্যধারায় সঠিক উত্তর : সকল বৈচারিক কার্যধারায় ; [ধারা : ১৬৭, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : সকল বৈচারিক কার্যধারায় ; [ধারা : ১৬৭, সাক্ষ্য আইন] 28 / 77 28. সাক্ষ্য আইনের ১৫০ ধারা মোতাবেক একজন আইনজীবীর বিরুদ্ধে আদালত কার নিকট রিপোর্ট দিতে পারেন? হাইকোর্ট বিভাগের নিকট আইনজীবীর নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের নিকট হাইকোর্ট বিভাগ অথবা আইনজীবীর নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের নিকট জেলা ও দায়রা জজের নিকট সঠিক উত্তর : হাইকোর্ট বিভাগ অথবা আইনজীবীর নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের নিকট ; [ধারা : ১৫০, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : হাইকোর্ট বিভাগ অথবা আইনজীবীর নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের নিকট ; [ধারা : ১৫০, সাক্ষ্য আইন] 29 / 77 29. স্মৃতি পুনরুজ্জীবনে ব্যবহৃত কোনো লেখা সম্পর্কে বিরুদ্ধ পক্ষের অধিকার সম্পর্কে সাক্ষ্য আইনের কোন ধারায় বর্ণনা আছে? ১৫৪ ধারা ১৫৫ ধারা ১৫৯ ধারা ১৬১ ধারা সঠিক উত্তর : ১৬১ ধারা ; [ধারা : ১৬১, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ১৬১ ধারা ; [ধারা : ১৬১, সাক্ষ্য আইন] 30 / 77 30. Exclusion of evidence to contradict answers to questions testing veracity - সাক্ষ্য আইনের কোন ধারার বিধান? ১৫০ ধারা ১৫১ ধারা ১৫২ ধারা ১৫৩ ধারা সঠিক উত্তর : ১৫৩ ধারা ; [ধারা : ১৫৩, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ১৫৩ ধারা ; [ধারা : ১৫৩, সাক্ষ্য আইন] 31 / 77 31. Judge’s power to put questions or order production- সাক্ষ্য আইনের কোন ধারার বিধান? ১৩৬ ধারা ১৪৫ ধারা ১৬৫ ধারা ১৬৭ ধারা সঠিক উত্তর : ১৬৫ ধারা ; [ধারা : ১৬৫, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ১৬৫ ধারা ; [ধারা : ১৬৫, সাক্ষ্য আইন] 32 / 77 32. সাক্ষ্য আইনের ১৬৫ ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক? স্মৃতি পুনরুজ্জীবিত করা প্রসঙ্গে জজ কর্তৃক সাক্ষীকে প্রশ্ন করার ক্ষমতা প্রসঙ্গে যুক্তিসঙ্গত কারণ ছাড়া প্রশ্ন করা হলে আদালতের কর্মপদ্ধতি ইঙ্গিতমূলক প্রশ্নের সংজ্ঞা সঠিক উত্তর : জজ কর্তৃক সাক্ষীকে প্রশ্ন করার ক্ষমতা প্রসঙ্গে ; [ধারা : ১৬৫, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : জজ কর্তৃক সাক্ষীকে প্রশ্ন করার ক্ষমতা প্রসঙ্গে ; [ধারা : ১৬৫, সাক্ষ্য আইন] 33 / 77 33. একজন সাক্ষী সম্পর্কে কিছুই জানা নাই। তাহার জীবন ধারণের পদ্ধতি ও জীবিকা নির্বাহের উপায় সম্পর্কে তাহাকে প্রশ্ন করা হইলে সে যা উত্তর দিল তাহা সন্তোষজনক নহে। এরূপ অবস্থায় সে ডাকাতি বা চুরি করে জীবিকা নির্বাহ করে কি—না এমন প্রশ্ন - Proper যুক্তিসঙ্গত যুক্তিসঙ্গত নয় বিরক্তিকর প্রশ্ন নয় সঠিক উত্তর : যুক্তিসঙ্গত ; [ধারা : ১৪৯, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : যুক্তিসঙ্গত ; [ধারা : ১৪৯, সাক্ষ্য আইন] 34 / 77 34. নিম্নোক্ত কোন প্রশ্নটি জেরায় আইনসম্মত নয়? যাতে সাক্ষীর সত্যবাদিতা পরীক্ষা করা যায় যাতে সাক্ষীর পরিচয় বা মর্যাদা সম্পর্কে জানা যায় সাক্ষী দণ্ডলাভের যোগ্য এমন বিষয় উঠে আসার সম্ভাবনা থাকলে সঠিক উত্তর নেই সঠিক উত্তর : সঠিক উত্তর নেই ; [ধারা : ১৪৬, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : সঠিক উত্তর নেই ; [ধারা : ১৪৬, সাক্ষ্য আইন] 35 / 77 35. সাক্ষ্য আইন অনুসারে প্রাসঙ্গিক বিষয়ে corroborative evidence সংগ্রহের উদ্দেশ্যে প্রশ্ন করা যায় কোন ধারাবলে? ১৩৩ ধারা ১১৪ ধারা ১৫৬ ধারা ১৬৫ ধারা সঠিক উত্তর : ১৫৬ ধারা ; [ধারা : ১৫৬, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ১৫৬ ধারা ; [ধারা : ১৫৬, সাক্ষ্য আইন] 36 / 77 36. The Evidence Act, 1872 এর কোন ধারা মতে অশালীন ও কুৎসাজনক প্রশ্ন করা যায় না? [জুডি. : ২০১৫] ১৫০ ধারা ১৫১ ধারা ১৫২ ধারা ১৫৩ ধারা সঠিক উত্তর : ১৫১ ধারা ; [ধারা : ১৫১, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ১৫১ ধারা ; [ধারা : ১৫১, সাক্ষ্য আইন] 37 / 77 37. সাক্ষ্য আইনের ১৪৭ ধারামতে সাক্ষীকে উত্তর দিতে বাধ্য করার ব্যাপারে সাক্ষ্য আইনের কোন ধারার বিধানসমূহ প্রযোজ্য হয়ে থাকে? ১৩২ ধারা ১৪২ ধারা ১৪৮ ধারা ১৫১ ধারা সঠিক উত্তর : ১৪৮ ধারা ; [ধারা : ১৪৭, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ১৪৮ ধারা ; [ধারা : ১৪৭, সাক্ষ্য আইন] 38 / 77 38. একজন সাক্ষী সম্পর্কে কিছুই জানা নেই। দৈবাৎ তাকে প্রশ্ন করা হলো যে, সে একজন ডাকাত কিনা? এরূপ প্রশ্ন - Proper যুক্তিসঙ্গত যুক্তিসঙ্গত নয় বিরক্তিকর প্রশ্ন নয় সঠিক উত্তর : যুক্তিসঙ্গত নয় ; [ধারা : ১৪৯, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : যুক্তিসঙ্গত নয় ; [ধারা : ১৪৯, সাক্ষ্য আইন] 39 / 77 39. The Evidence Act, 1872 এর ১৪৬ ধারার বিধান মতে জেরায় কোন ধরনের প্রশ্নের মাধ্যমে সাক্ষীর বিশ্বাসযোগ্যতা বিনষ্ট করা যায়? [বার : ২০২০] অশালীন কুৎসাজনক বিভ্রান্তিকর চরিত্র আঘাত করে এমন সঠিক উত্তর : চরিত্র আঘাত করে এমন ; [ধারা : ১৪৬, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : চরিত্র আঘাত করে এমন ; [ধারা : ১৪৬, সাক্ষ্য আইন] 40 / 77 40. স্মৃতি পুনরুজ্জীবনে ব্যবহৃত কোনো লেখা সম্পর্কে বিরুদ্ধ পক্ষের অধিকার সম্পর্কে নিচের কোনটি সঠিক? বিরুদ্ধ পক্ষ চাইলে তা আদালতে দাখিলের জন্য আবেদন করতে পারবে বিরুদ্ধ পক্ষ উক্ত লেখা দেখতে পারবে বিরুদ্ধ পক্ষ এ সম্পর্কে উক্ত সাক্ষীকে জেরা করতে পারবে বর্ণিত সবগুলোই সঠিক সঠিক উত্তর : বর্ণিত সবগুলোই সঠিক ; [ধারা : ১৬১, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : বর্ণিত সবগুলোই সঠিক ; [ধারা : ১৬১, সাক্ষ্য আইন] 41 / 77 41. সাক্ষ্য আইনের ১৫৫ ধারানুসারে সাক্ষীর বিশ্বাসযোগ্যতা সম্পর্কে অভিযোগ আনয়ন করা যায় কয়টি উপায়ে? ২টি উপায়ে ৩টি উপায়ে ৪টি উপায়ে ৫টি উপায়ে সঠিক উত্তর : ৩টি উপায়ে ; [ধারা : ১৫৫, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ৩টি উপায়ে ; [ধারা : ১৫৫, সাক্ষ্য আইন] 42 / 77 42. সাক্ষীর বিশ্বাসযোগ্যতা সম্পর্কে অভিযোগ আনয়ন করা যায় সাক্ষ্য আইনের কোন ধারাবলে? ৩২ ধারা ৬৮ ধারা ১৫৫ ধারা ১৬৭ ধারা সঠিক উত্তর : ১৫৫ ধারা ; [ধারা : ১৫৫, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ১৫৫ ধারা ; [ধারা : ১৫৫, সাক্ষ্য আইন] 43 / 77 43. Questions lawful in cross-examination- এ প্রসঙ্গে সাক্ষ্য আইনের কোন ধারায় বিধান রয়েছে? ১৪১ ধারা ১৪৬ ধারা ১৬৭ ধারা ১৬৫ ধারা সঠিক উত্তর : ১৪৬ ধারা ; [ধারা : ১৪৬, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ১৪৬ ধারা ; [ধারা : ১৪৬, সাক্ষ্য আইন] 44 / 77 44. চলমান মোকদ্দমার সাক্ষ্য সমর্থনের জন্য পূর্ববর্তী সাক্ষ্য প্রমাণ করার বিধান সাক্ষ্য আইনের কোন ধারার বিষয়বস্তু? ১৩৩ ধারা ১১৪ ধারা ১৫৭ ধারা ১৬৫ ধারা সঠিক উত্তর : ১৫৭ ধারা ; [ধারা : ১৫৭, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ১৫৭ ধারা ; [ধারা : ১৫৭, সাক্ষ্য আইন] 45 / 77 45. স্মৃতি পুনরুজ্জীবন করার সময় একজন সাক্ষী নিচের কোনটি দেখে নিতে পারেন? নিজের কোনো লেখা নিজ পেশা সংক্রান্ত রিপোর্ট বা বই অন্যের কোনো লেখা বর্ণিত প্রত্যেকটিই দেখে নিতে পারেন সঠিক উত্তর : বর্ণিত প্রত্যেকটিই দেখে নিতে পারেন ; [ধারা : ১৫৯, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : বর্ণিত প্রত্যেকটিই দেখে নিতে পারেন ; [ধারা : ১৫৯, সাক্ষ্য আইন] 46 / 77 46. সাক্ষ্য আইনের ১৫৯ ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক? স্মৃতি পুনরুজ্জীবিত করা প্রসঙ্গে অশালীন বা কুৎসাজনক প্রশ্ন প্রসঙ্গে যুক্তিসঙ্গত কারণ ছাড়া প্রশ্ন করা হলে আদালতের কর্মপদ্ধতি ইঙ্গিতমূলক প্রশ্নের সংজ্ঞা সঠিক উত্তর : স্মৃতি পুনরুজ্জীবিত করা প্রসঙ্গে ; [ধারা : ১৫৯, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : স্মৃতি পুনরুজ্জীবিত করা প্রসঙ্গে ; [ধারা : ১৫৯, সাক্ষ্য আইন] 47 / 77 47. The Evidence Act, 1872 এর কোন ধারা বৈরী সাক্ষী সম্পর্কিত? [বার : ২০২২] ১৫২ ১৫৩ ১৫৪ ১৫৫ সঠিক উত্তর : ১৫৪ ; [ধারা : ১৫৪, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ১৫৪ ; [ধারা : ১৫৪, সাক্ষ্য আইন] 48 / 77 48. কানো ধর্ষণ বা ধর্ষণচেষ্টা মামলার অভিযোগকারীর বিশ্বাসযোগ্যতা নিয়ে অনিশ্চয়তা তৈরি করতে কখন তার পূর্ববর্তী যৌন আচরণ বিষয়ে প্রশ্ন করা সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক? এরূপ প্রশ্ন করা নিষিদ্ধ এবং কোনো অবস্থাতেই এরূপ প্রশ্ন করা যায় না এরূপ প্রশ্ন আদালতের অনুমতিতে করা যায় যখন কিনা ন্যায়বিচারের প্রয়োজনে তা আদালতের কাছে প্রয়োজনীয় মনে হয় প্রতিপক্ষের আইনজীবীর দরখাস্তের ভিত্তিতে হাইকোর্টের অনুমতি সাপেক্ষে এরূপ প্রশ্ন করা যায় বর্ণিত প্রত্যেকটি বাক্যই সঠিক সঠিক উত্তর : এরূপ প্রশ্ন আদালতের অনুমতিতে করা যায় যখন কিনা ন্যায়বিচারের প্রয়োজনে তা আদালতের কাছে প্রয়োজনীয় মনে হয় ; [ধারা : ১৪৬, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : এরূপ প্রশ্ন আদালতের অনুমতিতে করা যায় যখন কিনা ন্যায়বিচারের প্রয়োজনে তা আদালতের কাছে প্রয়োজনীয় মনে হয় ; [ধারা : ১৪৬, সাক্ষ্য আইন] 49 / 77 49. নোটিশ দেওয়া সত্ত্বেও কোনো দলিল হাজির না করলে তা সাক্ষ্য হিসেবে ব্যবহার করার সুযোগ কীভাবে হতে পারে? আদালতের অনুমতি নিয়ে হাজির করে সাক্ষ্য দেওয়া যাবে আদালতের অনুমতি ব্যতিরেকেই হাজির করে সাক্ষ্য দেওয়া যাবে প্রতিপক্ষের অনুমতি নিয়ে হাজির করে সাক্ষ্য দেওয়া যাবে প্রতিপক্ষ অথবা আদালতের অনুমতিতে হাজির করে সাক্ষ্য দেওয়া যাবে সঠিক উত্তর : প্রতিপক্ষ অথবা আদালতের অনুমতিতে হাজির করে সাক্ষ্য দেওয়া যাবে ; [ধারা : ১৬৪, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : প্রতিপক্ষ অথবা আদালতের অনুমতিতে হাজির করে সাক্ষ্য দেওয়া যাবে ; [ধারা : ১৬৪, সাক্ষ্য আইন] 50 / 77 50. সাক্ষ্য আইনের কত ধারা অনুযায়ী সাক্ষী তার স্মৃতি পুনরুজ্জীবিত করার জন্য কোনো কিছু দেখে নিতে পারে? ১৫৪ ধারা ১৫৫ ধারা ১৫৬ ধারা ১৫৯ ধারা সঠিক উত্তর : ১৫৯ ধারা ; [ধারা : ১৫৯, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ১৫৯ ধারা ; [ধারা : ১৫৯, সাক্ষ্য আইন] 51 / 77 51. Improper admission or rejection of evidence -এর ফলাফল সম্পর্কে সাক্ষ্য আইনের কোন ধারায় বিধান বর্ণিত রয়েছে? ১৫৪ ধারা ১৫৫ ধারা ১৬১ ধারা ১৬৭ ধারা সঠিক উত্তর : ১৬৭ ধারা ; [ধারা : ১৬৭, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ১৬৭ ধারা ; [ধারা : ১৬৭, সাক্ষ্য আইন] 52 / 77 52. সাক্ষ্য আইনের ১৫২ ধারামতে - The Court ....... any question which appears to it to be intended to insult or annoy - শুণ্যস্থানে কী বসবে? should forbid shall forbid must forbid may forbid সঠিক উত্তর : shall forbid ; [ধারা : ১৫২, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : shall forbid ; [ধারা : ১৫২, সাক্ষ্য আইন] 53 / 77 53. সাক্ষ্য আইনের ১৪৬ ধারার দফা ৩ অনুসারে চরিত্রের প্রতি আঘাত করে বিশ্বাসযোগ্যতা সম্পর্কে অনিশ্চয়তা তৈরি করা যায় না নিচের কোন ধরণের ব্যক্তির ক্ষেত্রে? কোনো অভিযোগকারী যদি জাতীয় সংসদ সদস্য হয়ে থাকেন কোনো অভিযোগকারী যদি আইনজীবী হয়ে থাকেন কোনো অভিযোগকারী যদি ধর্ষণ বা ধর্ষণচেষ্টার মামলার ভিকটিম হয়ে থাকেন বর্ণিত প্রত্যেকেটিই সঠিক সঠিক উত্তর : কোনো অভিযোগকারী যদি ধর্ষণ বা ধর্ষণচেষ্টার মামলার ভিকটিম হয়ে থাকেন ; [ধারা : ১৪৬, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : কোনো অভিযোগকারী যদি ধর্ষণ বা ধর্ষণচেষ্টার মামলার ভিকটিম হয়ে থাকেন ; [ধারা : ১৪৬, সাক্ষ্য আইন] 54 / 77 54. কোনো প্রশ্ন Proper নাকি Improper - এটি সম্পর্কে সংজ্ঞায়ন সাক্ষ্য আইনের কোন ধারায় বর্ণিত রয়েছে? ১৪৪ ধারা ১৪৮ ধারা ১৪৯ ধারা ১৫৩ ধারা সঠিক উত্তর : ১৪৮ ধারা ; [ধারা : ১৪৮, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ১৪৮ ধারা ; [ধারা : ১৪৮, সাক্ষ্য আইন] 55 / 77 55. যুক্তিসঙ্গত কারণ ছাড়া প্রশ্ন করা হলে আদালত একজন আইনজীবী সম্পর্কে- আদালত অবমাননার মামলা করতে পারে সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী কতৃপক্ষের নিকট রিপোর্ট দিতে পারেন তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারে উপরের কোনোটিই করতে পারেন না আদালত সঠিক উত্তর : সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী কতৃপক্ষের নিকট রিপোর্ট দিতে পারেন ; [ধারা : ১৫০, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী কতৃপক্ষের নিকট রিপোর্ট দিতে পারেন ; [ধারা : ১৫০, সাক্ষ্য আইন] 56 / 77 56. ‘নিজ সাক্ষীকে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে না’ - এই নীতির ব্যতিক্রম The Evidence Act, 1872 এর কোন ধারায় বর্ণিত আছে? [বার : ২০২৩] ১৫৬ ১৫৪ ১৫১ ১৫২ সঠিক উত্তর : ১৫৪ ; [ধারা : ১৫৪, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ১৫৪ ; [ধারা : ১৫৪, সাক্ষ্য আইন] 57 / 77 57. Right of adverse party as to writing used to refresh memory - সাক্ষ্য আইনের কোন ধারার বিধান? ১৫৪ ধারা ১৫৫ ধারা ১৫৯ ধারা ১৬১ ধারা সঠিক উত্তর : ১৬১ ধারা ; [ধারা : ১৬১, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ১৬১ ধারা ; [ধারা : ১৬১, সাক্ষ্য আইন] 58 / 77 58. Question by party to his own witness— এটি সাক্ষ্য আইনে কোন ধারার বিধান? ১০৮ ধারা ১১৭ ধারা ১৩৬ ধারা ১৫৪ ধারা সঠিক উত্তর : ১৫৪ ধারা ; [ধারা : ১৫৪, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ১৫৪ ধারা ; [ধারা : ১৫৪, সাক্ষ্য আইন] 59 / 77 59. সাক্ষ্য আইনের ১৬৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে কোনো ম্যাজিস্ট্রেট বা জজ যখন কোনো প্রশ্ন সাক্ষীকে জিজ্ঞাসা করেন তখন সাক্ষ্য আইনের কোন ধারার নীতি সাপেক্ষে প্রশ্ন করতে হয়? ১২১ ধারা ১৩১ ধারা ১৪৮ ধারা বর্ণিত সবগুলোই সঠিক সঠিক উত্তর : বর্ণিত সবগুলোই সঠিক ; [ধারা : ১৬৫, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : বর্ণিত সবগুলোই সঠিক ; [ধারা : ১৬৫, সাক্ষ্য আইন] 60 / 77 60. The Evidence Act, 1872 এর কোন ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বিচারক সাক্ষীকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন? [বার : ২০২০] ১৫১ ১৫৭ ১৬৫ ১৬৭ সঠিক উত্তর : ১৬৫ ; [ধারা : ১৬৫, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ১৬৫ ; [ধারা : ১৬৫, সাক্ষ্য আইন] 61 / 77 61. কোনো ধর্ষণ বা ধর্ষণচেষ্টা মামলার অভিযোগকারীর বিশ্বাসযোগ্যতা নিয়ে অনিশ্চয়তা তৈরি করতে চাইলে নিচে বর্ণিত কোন ধরণের প্রশ্ন করা থেকে বারিত করা হয়েছে? সাধারণ অনৈতিক চরিত্র পূর্ববর্তী যৌন আচরণ পূর্ববর্তী একই ধরণের মামলার রায় আছে কি না সাধারণ অনৈতিক চরিত্র ও পূর্ববর্তী যৌন আচরণ সঠিক উত্তর : সাধারণ অনৈতিক চরিত্র ও পূর্ববর্তী যৌন আচরণ ; [ধারা : ১৪৬, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : সাধারণ অনৈতিক চরিত্র ও পূর্ববর্তী যৌন আচরণ ; [ধারা : ১৪৬, সাক্ষ্য আইন] 62 / 77 62. The Evidence Act, 1872 এর কোন ধারাটি জেরার ‘আইনসঙ্গত প্রশ্ন’ সম্পর্কিত? [বার : ২০২২] ১৩৯ ১৪১ ১৪৫ ১৪৬ সঠিক উত্তর : ১৪৬ ; [ধারা : ১৪৬, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ১৪৬ ; [ধারা : ১৪৬, সাক্ষ্য আইন] 63 / 77 63. নিজ সাক্ষীকে জেরা করাকে সাক্ষ্য আইনে কি বলে? অবৈরি সাক্ষ্য বৈরি সাক্ষ্য স্ববিরোধী সাক্ষ্য কোনোটিই সঠিক নয় সঠিক উত্তর : বৈরি সাক্ষ্য ; [ধারা : ১৫৪, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : বৈরি সাক্ষ্য ; [ধারা : ১৫৪, সাক্ষ্য আইন] 64 / 77 64. সাক্ষ্য আইনের ১৫১ ধারামতে - The Court ...... any questions or inquiries which it regards as indecent or scandalous - শুণ্যস্থানে কী বসবে? should forbid shall forbid must forbid may forbid সঠিক উত্তর : may forbid ; [ধারা : ১৫১, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : may forbid ; [ধারা : ১৫১, সাক্ষ্য আইন] 65 / 77 65. Impeaching credit of witness - সাক্ষ্য আইনের কোন ধারার বিধান? ৩২ ধারা ১৪৬ ধারা ১৫৫ ধারা ১৬৭ ধারা সঠিক উত্তর : ১৫৫ ধারা ; [ধারা : ১৫৫, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ১৫৫ ধারা ; [ধারা : ১৫৫, সাক্ষ্য আইন] 66 / 77 66. The Evidence Act, 1872 এর কোন ধারানুযায়ী একজন সাক্ষী নিজের লিখিত তথ্য দেখে আদালতে জবানবন্দি দিতে পারবেন? [জুডি. : ২০২২] ১৫৬ ১৫৭ ১৫৮ ১৫৯ সঠিক উত্তর : ১৫৯ ; [ধারা : ১৫৯, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ১৫৯ ; [ধারা : ১৫৯, সাক্ষ্য আইন] 67 / 77 67. When witness to be compelled to answer- এটি সাক্ষ্য আইনের কত ধারার বিধান? ১৪১ ধারা ১৪৬ ধারা ১৪৭ ধারা ১৬৫ ধারা সঠিক উত্তর : ১৪৭ ধারা ; [ধারা : ১৪৭, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ১৪৭ ধারা ; [ধারা : ১৪৭, সাক্ষ্য আইন] 68 / 77 68. নিম্নোক্ত কোন প্রশ্নটি জেরায় আইনসম্মত নয়? যাতে সাক্ষীর সত্যবাদিতা পরীক্ষা করা যায় যাতে সাক্ষীর পরিচয় সম্পর্কে জানা যায় যাতে সাক্ষীর মর্যাদা সম্পর্কে জানা যায় সঠিক উত্তর নেই সঠিক উত্তর : সঠিক উত্তর নেই ; [ধারা : ১৪৬, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : সঠিক উত্তর নেই ; [ধারা : ১৪৬, সাক্ষ্য আইন] 69 / 77 69. সাক্ষ্য আইনের ১৫৫ ধারাটিতে আনীত সংশোধনীর উদ্দেশ্য হিসেবে নিচের কোনটি সঠিক? ডিজিটাল বিষয়কে সাক্ষ্য আকারে অন্তর্ভুক্ত করা আইনের চোখে সমতা নীতির প্রতিষ্ঠা ফরেনসিক সাক্ষ্যকে সাক্ষ্য আইনের অন্তর্ভুক্ত করা নারী অধিকার প্রতিষ্ঠা সঠিক উত্তর : আইনের চোখে সমতা নীতির প্রতিষ্ঠা ; [ধারা : ১৫৫, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : আইনের চোখে সমতা নীতির প্রতিষ্ঠা ; [ধারা : ১৫৫, সাক্ষ্য আইন] 70 / 77 70. No new trial for improper admission or rejection of evidence- সাক্ষ্য আইনের কোন ধারার বিধান? ১৫৪ ধারা ১৫৫ ধারা ১৬১ ধারা ১৬৭ ধারা সঠিক উত্তর : ১৬৭ ধারা ; [ধারা : ১৬৭, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ১৬৭ ধারা ; [ধারা : ১৬৭, সাক্ষ্য আইন] 71 / 77 71. সাক্ষীকে প্রশ্ন করার ক্ষেত্রে আদালত কোন ধারাবলে এমনকি কোনো অপ্রাসঙ্গিক [irrelevant] প্রশ্নও জিজ্ঞাসা করতে পারেন? ১৫৪ ধারা ১৫৫ ধারা ১৬৫ ধারা ১৬৭ ধারা সঠিক উত্তর : ১৬৫ ধারা ; [ধারা : ১৬৫, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ১৬৫ ধারা ; [ধারা : ১৬৫, সাক্ষ্য আইন] 72 / 77 72. সাক্ষ্য আইনের ১৪৬ ধারাটিতে আনীত সংশোধনীর উদ্দেশ্য হিসেবে নিচের কোনটি সঠিক? ডিজিটাল বিষয়কে সাক্ষ্য আকারে অন্তর্ভুক্ত করা আইনের চোখে সমতা নীতির প্রতিষ্ঠা ফরেনসিক সাক্ষ্যকে সাক্ষ্য আইনের অন্তর্ভুক্ত করা নারী অধিকার প্রতিষ্ঠা সঠিক উত্তর : আইনের চোখে সমতা নীতির প্রতিষ্ঠা ; [ধারা : ১৪৬, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : আইনের চোখে সমতা নীতির প্রতিষ্ঠা ; [ধারা : ১৪৬, সাক্ষ্য আইন] 73 / 77 73. সাক্ষীকে বিরক্তি উদ্রেককারী প্রশ্ন করা হতে কে নিষেধ করতে পারে? [বার : ২০২৩] সাক্ষী নিজেই আইনজীবী আদালত উপরের সকলেই সঠিক উত্তর : আদালত ; [ধারা : ১৫২, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : আদালত ; [ধারা : ১৫২, সাক্ষ্য আইন] 74 / 77 74. সাক্ষ্য আইনের ৩২ ও ৩৩ ধারা মোতাবেক কোনো বিবৃতি প্রমাণের প্রতিবাদ বা সমর্থন সংক্রান্তে করণীয় প্রসঙ্গে সাক্ষ্য আইনের কোন ধারায় বর্ণনা করা আছে? ১৫০ ধারা ১৫৮ ধারা ১৬০ ধারা ১৬৫ ধারা সঠিক উত্তর : ১৫৮ ধারা ; [ধারা : ১৫৮, , সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ১৫৮ ধারা ; [ধারা : ১৫৮, , সাক্ষ্য আইন] 75 / 77 75. আপনার নিজস্ব সাক্ষী যদি আপনার মামলার বিপক্ষে কথা বলে তাহলে আপনার করণীয় হিসেবে আপনি কোনটি করবেন? সাক্ষীকে বোঝানোর জন্য আদালতে সময়ের আবেদন সাক্ষীকে সাক্ষীর তালিকা থেকে বাতিলের আবেদন সাক্ষীকে বৈরি ঘোষণার আবেদন সাক্ষীর জবানবন্দি নতুন করে গ্রহণ করার আবেদন সঠিক উত্তর : সাক্ষীকে বৈরি ঘোষণার আবেদন ; [ধারা : ১৫৪, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : সাক্ষীকে বৈরি ঘোষণার আবেদন ; [ধারা : ১৫৪, সাক্ষ্য আইন] 76 / 77 76. কোনো Proper প্রশ্নের উত্তরদানে সাক্ষীর অস্বীকৃতিতে আদালত নিচের কোন উপসংহারে পেঁৗছাতে পারেন? আদালত কোনো নেতিবাচক অনুমান করতে পারবেন না সাক্ষীর বিশ্বাসযোগ্যতা কম উক্ত প্রশ্নের উত্তর সাক্ষীর নিজের বিরুদ্ধে যেতো বর্ণিত কোনোটিই নয় সঠিক উত্তর : উক্ত প্রশ্নের উত্তর সাক্ষীর নিজের বিরুদ্ধে যেতো ; [ধারা : ১৪৮, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : উক্ত প্রশ্নের উত্তর সাক্ষীর নিজের বিরুদ্ধে যেতো ; [ধারা : ১৪৮, সাক্ষ্য আইন] 77 / 77 77. স্মৃতি পুনরুজ্জীবনে ব্যবহৃত কোনো লেখা সম্পর্কে বিরুদ্ধ পক্ষের অধিকার সম্পর্কে নিচের কোনটি সঠিক নয়? বিরুদ্ধ পক্ষ চাইলে তা আদালতে দাখিলের জন্য আবেদন করতে পারবে বিরুদ্ধ পক্ষ উক্ত লেখা দেখতে পারবে বিরুদ্ধ পক্ষ এ সম্পর্কে উক্ত সাক্ষীকে জেরা করতে পারবে বিরুদ্ধ পক্ষ এ সম্পর্কে উক্ত সাক্ষীর জবানবন্দি নেবেন সঠিক উত্তর : বিরুদ্ধ পক্ষ এ সম্পর্কে উক্ত সাক্ষীর জবানবন্দি নেবেন ; [ধারা : ১৬১, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : বিরুদ্ধ পক্ষ এ সম্পর্কে উক্ত সাক্ষীর জবানবন্দি নেবেন ; [ধারা : ১৬১, সাক্ষ্য আইন] Your score is Facebook 0% Restart quiz