আইনকানুন একাডেমি

/73
22

Evidence Act [74-100] - Advanced Exam

এখানে সাক্ষ্য আইনের ৭৪-১০০ ধারাসমূহ নিয়ে অ্যাডভান্সড লেভেলের এমসিকিউ টেস্ট আছে। সংশ্লিষ্ট ধারাগুলো পড়ে নিয়ে এটি অনুশীলন করুন।

এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন। ইমেইলটি লেখা বাধ্যতামূলক নয়; তবে, ইমেইল এড্রেস দিলে আপনার ইমেইলে বিস্তারিত ফলাফল চলে যাবে।

1 / 73

1. Presumption as to digital communication - এটি সাক্ষ্য আইনের কোন ধারার বিষয়বস্তু?

2 / 73

2. কোনো দলিলের ভাষা অষ্পষ্ট বা ত্রুটিযুক্ত হলে তা ত্রুটিমুক্ত করার জন্য নিচের কোনটি সঠিক?

3 / 73

3. কোনটি Private Document— [বার : ২০১৩]

4 / 73

4. নিচের কোনটি পাবলিক দলিল নয়?

5 / 73

5. আম মোক্তারনামা [powers-of-attorney] আদালত সঠিক বা যথাযথ প্রক্রিয়ায় সম্পন্ন হয়েছে বলে ধরে নিতে বাধ্য থাকবে - এই বিধান সাক্ষ্য আইনের কত ধারায় বলা আছে?

6 / 73

6. কোনটি প্রাইভেট ডকুমেন্ট?

7 / 73

7. The Evidence Act, 1872 অনুযায়ী মোক্তারনামার সম্পাদন বিষয়ে আদালত .... । [বার : ২০২৩]

8 / 73

8. দলিলের জিম্মাদার এর সংজ্ঞা কোন আইনের কোন ধারায় বর্ণিত আছে?

9 / 73

9. সরকারের নির্দেশে ও পরিকল্পনায় প্রকাশিত মানচিত্র বা নকশাকে সঠিক বলে ধরে নিতে হবে আদালতকে - এমন বাধ্যতা সাক্ষ্য আইনের কত ধারায় বলা আছে?

10 / 73

10. ‘ক’- একটি ঘোড়া ১০০০ টাকায় অথবা ১৫০০ টাকায় ‘খ’-এর নিকট বিক্রয় করার জন্য লিখিতভাবে সম্মত হল। কোন মূল্য দেওয়া স্থির হয়েছিল সেই বিষয়ে নিম্নক্ত কোন ধরণের সাক্ষ্য প্রদান করা যাবে-

11 / 73

11. কোনো দলিল তলব করা সত্ত্বেও তা যদি আদালতে হাজির করা না হয় তাহলে উক্ত দলিল সম্পর্কে আদালতের অনুমান নিচের কোন রূপে হবে?

12 / 73

12. দলিলের বিদ্যমান ঘটনাবলী প্রয়োগের বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করা যায়না সাক্ষ্য আইনের কত ধারার বিধান অনুসারে?

13 / 73

13. নিম্নের কোনটি পাবলিক দলিল? [জুডি. : ২০১২]

14 / 73

14. নিচে বর্ণিত কোনটি সরকারি দলিল?

15 / 73

15. নিচে বর্ণিত কোন ধরনের দলিল সম্পর্কে আদালত সঠিক বলে অনুমান করতে বাধ্য?

16 / 73

16. ‘চুক্তি, মঞ্জুরী বা অন্যান্য হস্তান্তরের শর্তাবলী দলিলের আকারে লিপিবদ্ধ হলে সেই সম্পর্কে সাক্ষ্য’- এটি সাক্ষ্য আইনের কত ধারার শিরোনাম?

17 / 73

17. সাক্ষ্য আইন অনুসারে ৩০ বছরের পুরনো একটি দলিলের সম্পাদন ও বিষয়বস্তুকে আদালত সঠিক মনে করবে, যদি দলিলটি - [বার : ২০১২]

18 / 73

18. ত্রিশ বছরের পুরাতন দলিল বিষয়ে অনুমান গ্রহণের বিধান ঞযব ঊারফবহপব অপঃ, ১৮৭২ এর কোন ধারায়? [জুডি. : ২০১৫]

19 / 73

19. Exclusion of evidence of oral agreement — এটি সাক্ষ্য আইনের কোন ধারার বিষয়বস্তু?

20 / 73

20. জাবেদা নকলের শুদ্ধতা সম্পর্কে অনুমান সাক্ষ্য আইনের কোন ধারার বিষয়বস্তু?

21 / 73

21. বাংলাদেশে প্রচলিত সাক্ষ্য আইন অনুযায়ী কোনটি সরকারি দলিল নয়? [বার : ২০২০]

22 / 73

22. সরকারি দলিলের সংজ্ঞা সাক্ষ্য আইনের কত ধারার বিষয়বস্তু?

23 / 73

23. কোনটি প্রাইভেট ডকুমেন্ট?

24 / 73

24. বেসরকারি দলিল এর সংজ্ঞা সাক্ষ্য আইনের কত ধারার বিষয়বস্তু?

25 / 73

25. কোনো দলিল তলব করা সত্ত্বেও তা যদি আদালতে হাজির করা না হয় তাহলে উক্ত দলিল সম্পর্কে আদালত অবশ্যই অনুমান করে নেবেন যে তা সঠিকভাবে সহিমোহরকৃত ও সম্পাদিত হয়েছে - এটি সাক্ষ্য আইনের কোন ধারার বিষয়বস্তু?

26 / 73

26. কোন দলিলটি পাবলিক দলিল (Public Document)? [বার : ২০১২]

27 / 73

27. ৩০ বছরের পুরাতন দলিলের সম্পাদন সঠিক ধরে নেওয়া যেতে পারে যদি তা উপস্থাপিত হয়Ñ [বার : ২০১৫]

28 / 73

28. একজন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক কোনো রেকর্ডকৃত এবং নিয়ম অনুযায়ী স্বাক্ষরিত কোনো আসামির দোষ স্বীকারোক্তির নথি প্রসঙ্গে অন্য একটি আদালত আইনত কোন ধরনের অনুমান করবেন?

29 / 73

29. The Evidence Act, 1872 এর ৭৪ ধারা অনুযায়ী নিম্নের কোন দলিলটি Public Document নয়? [জুডি. : ২০১৮]

30 / 73

30. নিম্নের কোনটি পাবলিক ডকুমেন্ট? [বার : ২০১৫]

31 / 73

31. দলিল সংক্রান্তে নিচের কোন ক্ষেত্রে সাক্ষ্য দেওয়া যাবে?

32 / 73

32. নিচে বর্ণিত কোন ধরনের দলিল সম্পর্কে আদালত সঠিক বলে অনুমান করতে বাধ্য?

33 / 73

33. ‘দ্ব্যর্থবোধক দলিলের ব্যাখ্যা বা সংশোধনের সাক্ষ্য বর্জন’- এটি সাক্ষ্য আইনের কত ধারার শিরোনাম?

34 / 73

34. Saving of provisions of Succession Act relating to wills সাক্ষ্য আইনের কোন ধারার বিষয়বস্তু?

35 / 73

35. Presumption as to documents thirty years old - এটি সাক্ষ্য আইনের কত ধারার শিরোনাম?

36 / 73

36. ‘ক’-কতগুলো নির্দিষ্ট শর্তাধীনে নীল সরবরাহ করার জন্য ‘খ’-এর সাথে লিখিত চুক্তি করে। চুক্তিতে এই ঘটনা উল্লেখ করা হয় যে, ইতিপূর্বে মৌখিক চুক্তি অনুসারে সরবরাহকৃত নীলের মূল্য ‘খ’, ‘ক’-কে পরিশোধ করেছে। ‘ক’- এই মর্মে মৌখিক সাক্ষ্য দেওয়ার প্রস্তাব করে যে, পূর্বে সরবরাহকৃত নীলের মূল্য পরিশোধ করা হয়নি। এই মৌখিক সাক্ষ্য-

37 / 73

37. সাক্ষ্য আইনের ৭৪ ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক?

38 / 73

38. The Evidence Act, 1872২ অনুযায়ী কোনটি সরকারি দলিল নয়? [বার : ২০২৩]

39 / 73

39. সাক্ষ্য আইনের কোন ধারায় ‘দলিলের জিম্মাদার’ শব্দের সংজ্ঞা দেওয়া আছে?

40 / 73

40. জাবেদা নকল এর সংজ্ঞা সাক্ষ্য আইনের কত ধারায় বর্ণিত আছে?

41 / 73

41. কোনো জাবেদা নকলের কপি যে সঠিকভাবে প্রণীত হয়েছে বা তা বৈধ হিসেবে আদালতকে গ্রহণ করে নিতে হবে - এটি সাক্ষ্য আইনের কোন ধারার বিষয়বস্তু?

42 / 73

42. বাংলাদেশ সরকার কর্তৃক পরিচালিত ওয়েবসাইটে থাকা কোনো গেজেটের ডিজিটাল সংস্করণ সম্পর্কে আদালতের অনুমান নিচের কোন ধরণে গ্রহণীয়?

43 / 73

43. সরকারি দলিলের জাবেদা নকল প্রাপ্ত হবার পদ্ধতিগত বিধান কোন আইনের কোন ধারার বিষয়বস্তু?

44 / 73

44. সরকারি দলিল ব্যতীত অন্য সকল দলিল.......

45 / 73

45. সাক্ষ্য আইনের ৭৬ ধারার শিরোনাম হিসেবে নিচের কোনটি সঠিক?

46 / 73

46. নিচের কোনটি পাবলিক দলিল নয়?

47 / 73

47. সাক্ষ্য আইন অনুসারে ডিজিটাল মাধ্যমে যোগাযোগকৃত কোনো বিষয়বস্তুর ক্ষেত্রে ‘প্রেরক’ অথবা ‘প্রাপক’ এর সংজ্ঞা কোন আইন অনুসারে প্রযোজ্য হবে?

48 / 73

48. ৩০ বছরের পুরনো দলিল উপযুক্ত হেফাজত থেকে আসলে সেটির বিশুদ্ধতা সম্পর্কে আদালতের অনুমান আইনত কী ধরনের?

49 / 73

49. সরকারী কর্তৃত্বাধীন ব্যতীত তৈরিকৃত মানচিত্র ইত্যাদির সঠিকতা সম্পর্কে আদালতের অনুমান কি ধরণে হবে?

50 / 73

50. সাক্ষ্য আইনের ৭৬ ধারা অনুসারে - Any officer who, by the ordinary course of official duty, is authorized to deliver such copies, shall be deemed to have the ........... ...... within the meaning of this section. - শুণ্যস্থানে কী বসবে?

51 / 73

51. সাক্ষ্য আইনের ৭৫ ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক?

52 / 73

52. সাক্ষ্য আইনের কত ধারার বিধান অনুসারে মৌখিক চুক্তির সাক্ষ্য বর্জন করা যায়?

53 / 73

53. সাক্ষ্য আইন অনুসারে - The Court ...... that every digital record purporting to be an agreement containing the digital signatures of the parties was so concluded by affixing the digital signature of the parties. - শুণ্যস্থানে কী বসবে?

54 / 73

54. পাঁচ বছরের পুরনো ডিজিটাল রেকর্ড সম্পর্কে অনুমান আদালত নিচের কোন ধরণে করবেন?

55 / 73

55. ‘ক’- একটি দলিল মূলে ‘খ’-এর নিকট একটি বাড়ি বিক্রয় করল। উক্ত দলিলে লেখা ছিল ‘ঢাকায় অবস্থিত বাড়ি’। কিন্তু দেখা গেল যে ‘ক’- এর ঢাকায় কোন বাড়ি ছিলনা, কিন্তু তার নারায়নগঞ্জে একটি বাড়ি ছিল এবং দলিল সম্পাদনের পর থেকেই ‘খ’ তার দখলে ছিল। এই ক্ষেত্রে প্রমাণ করা যাবে যে-

56 / 73

56. জাবেদা নকল দাখিল করে দলিল প্রমাণ করা যেতে পারে - এই আইনি বৈধতা সাক্ষ্য আইনের কোন ধারায় দেওয়া আছে?

57 / 73

57. Proof of other official documents - এটি সাক্ষ্য আইনের কত ধারার শিরোনাম?

58 / 73

58. Presumption as to physical or forensic evidence - এটি সাক্ষ্য আইনের কোন ধারার বিষয়বস্তু?

59 / 73

59. Presumption as to digital records five years old - এটি সাক্ষ্য আইনের কোন ধারার বিষয়বস্তু?

60 / 73

60. কোনো জাবেদা নকলের কপি যে সঠিকভাবে প্রণীত হয়েছে বা তা বৈধ হিসেবে আদালত গ্রহণ করতে বাধ্য কখন?

61 / 73

61. চট্টগ্রাম হতে লন্ডনগামী জাহাজে অবস্থিত পণ্য সম্পর্কে একটি বীমাচুক্তি সম্পন্ন হল। পণ্যগুলো নির্দিষ্ট যে জাহাজে তোলা হল সেই জাহাজটি হারিয়ে গেল। বীমা কোম্পানী দাবী করল যে সেই জাহাজটি মৌখিকভাবে বীমাচুক্তির আওতা হতে বাদ দেওয়া হয়েছিল। এই দাবী সাক্ষ্য হিসেবে-

62 / 73

62. সরকারের নির্দেশে ও পরিকল্পনায় প্রকাশিত মানচিত্র বা নকশা সম্পর্কে আদালতের অনুমান কি ধরণে হবে?

63 / 73

63. Presumption as to Digital Signature Certificates - এটি সাক্ষ্য আইনের কোন ধারার বিষয়বস্তু?

64 / 73

64. ক তার দলিল ক এর নিকটাত্মীয় খ এর কাছে সংরক্ষণের প্রয়োজনে রেখেছিলো। ৩২ বছর পর কোনো মামলায় তা আদালতে উপস্থাপনের প্রয়োজন পড়লে খ তা হাজির করলে আদালত এটাকে কিভাবে গ্রহণ করবে?

65 / 73

65. কোন ধরনের আম মোক্তারনামাকে [powers-of-attorney] সঠিক বলে গণ্য করবে আদালত?

66 / 73

66. সাক্ষ্য আইনের ৮১ক ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক?

67 / 73

67. সরকারিভাবে রক্ষিত কোনো ব্যক্তিগত দলিলের রেকর্ড হচ্ছে একটি-

68 / 73

68. একটি ৩০ বছরের পুরাতন দলিল যদি সঠিক ব্যক্তির হেফাজত থেকে পাওয়া যায়, তাহলে আদালত কী ধরনের অনুমান করবে?

69 / 73

69. উইল সম্পর্কে উত্তরাধিকার আইনের বিধানসমূহ সংরক্ষণ - এটি কোন আইনের কোন ধারার বিষয়বস্তু?

70 / 73

70. আইন ও আদালতের সিদ্ধান্তের সংকলিত রিপোর্ট আদালত সঠিক বলে ধরে নেবে - এমন বাধ্যতা সাক্ষ্য আইনের কত ধারায় বলা আছে?

71 / 73

71. Presumption as to digital record and digital signatures - এটি সাক্ষ্য আইনের কোন ধারার বিষয়বস্তু?

72 / 73

72. একটি জমি সুমন বিগত ৩০ বছর ধরে ভোগ করছে, যদিও সম্পত্তিটি তার নয়। এক্ষেত্রে যদি সুমনের কাছে উক্ত সম্পত্তি সংক্রান্ত দলিল থাকে এবং তা আদালতে উপস্থাপন করে ও স্বত্ব প্রতীয়মান হয় তাহলে আদালত উক্ত দলিল সম্পর্কে কী ধরনের অনুমান করবে?

73 / 73

73. `Public documents’- এটি সাক্ষ্য আইনের কত ধারার শিরোনাম?

Your score is

0%