/39 32 Limitation Act [12-16] - Advanced Exam এখানে তামাদি আইনের ১২-১৬ ধারাসমূহ নিয়ে অ্যাডভান্সড লেভেলের এমসিকিউ টেস্ট আছে। সংশ্লিষ্ট ধারাগুলো পড়ে নিয়ে এটি অনুশীলন করুন। এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন। ইমেইলটি লেখা বাধ্যতামূলক নয়; তবে, ইমেইল এড্রেস দিলে আপনার ইমেইলে বিস্তারিত ফলাফল চলে যাবে। 1 / 39 1. কোন রোয়েদাদ বাতিল করার দরখাস্ত করার জন্য নির্ধারিত তামাদির মেয়াদ গণনা করার সময়, বাদ যাবে - রোয়েদাদের নকল নেওয়ার জন্য ব্যয়িত সময় আইনজীবী নিয়োগের জন্য ব্যয়িত সময় দরখাস্তকারী পক্ষের অনুপস্থিতির সময় উপরের কোনোটিই নয় সঠিক উত্তর : রোয়েদাদের নকল নেওয়ার জন্য ব্যয়িত সময় ; [ধারা : ১২, তামাদি আইন] সঠিক উত্তর : রোয়েদাদের নকল নেওয়ার জন্য ব্যয়িত সময় ; [ধারা : ১২, তামাদি আইন] 2 / 39 2. তামাদির মেয়াদ গণনার পদ্ধতি আইনটির কত থেকে কত ধারায় বর্ণিত আছে? ৪—৯ ধারায় ১১—১৯ ধারায় ১২—২৫ ধারায় ২৬—২৯ ধারায় সঠিক উত্তর : ১২—২৫ ধারায় ; [তামাদি আইন] সঠিক উত্তর : ১২—২৫ ধারায় ; [তামাদি আইন] 3 / 39 3. নিষেধাজ্ঞা বা আদেশ দিয়ে যে সময়ের জন্য মোকদ্দমার কার্যক্রম স্থগিত থাকে, সেই সময়টুকুর ক্ষেত্রে তামাদি গণনার বিষয়ে কোন পরিণতিটি সঠিক? ব্যয়িত সময় তামাদির গণনা থেকে বাদ যাবে ব্যয়িত সময় তামাদির গণনার সাথে যুক্ত হবে না সংশ্লিষ্ট আপিল আদালতের অনুমতি নিয়ে উক্ত ব্যয়িত সময় বাদ দেয়া যাবে ব্যয়িত সময় তামাদির গণনায় কোনো প্রভাব তৈরি করবে না সঠিক উত্তর : ব্যয়িত সময় তামাদির গণনা থেকে বাদ যাবে ; [ধারা : ১৫, তামাদি আইন] সঠিক উত্তর : ব্যয়িত সময় তামাদির গণনা থেকে বাদ যাবে ; [ধারা : ১৫, তামাদি আইন] 4 / 39 4. ডিক্রি জারিতে নিলাম খরিদ করা সম্পত্তির দখল পাওয়ার জন্য নিলাম ক্রেতা কতৃর্ক মামলা দায়ের করার জন্য নির্ধারিত তামাদির মেয়াদ গণনার সময় নিলাম রদের জন্য কার্যধারা যতদিন চলেছিল, তা ঐ তামাদির মেয়াদ গণনা হতে বাদ যাবে’- এটি তামাদি আইনের কত ধারায় বলা আছে? ১৫ ধারা ১৬ ধারা ১৭ ধারা ১৮ ধারা সঠিক উত্তর : ১৬ ধারা ; [ধারা : ১৬, তামাদি আইন] সঠিক উত্তর : ১৬ ধারা ; [ধারা : ১৬, তামাদি আইন] 5 / 39 5. তামাদি আইনানুসারে নিচের কোনটি মোকদ্দমার এখতিয়ারগত ত্রুটি? মোকদ্দমার কারণগুলোর ভ্রমাত্মক একত্রীকরণ করলে মোকদ্দমায় ভুল পক্ষকে যুক্ত করলে মোকদ্দমা ভুল আদালতে করা হলে বর্ণিত সবগুলোই সঠিক সঠিক উত্তর : বর্ণিত সবগুলোই সঠিক ; [ধারা : ১৪, তামাদি আইন] সঠিক উত্তর : বর্ণিত সবগুলোই সঠিক ; [ধারা : ১৪, তামাদি আইন] 6 / 39 6. তামাদি আইনের ১২ ধারা অনুযায়ী তামাদির মেয়াদ গণনার ক্ষেত্রে নিচের কোনটি বাদ যাবে? যেদিন রায় ঘোষণা করা হয়েছে সেদিন রায় বা ডিক্রির নকল গ্রহনের জন্য ব্যয়িত সময় রোয়েদাদের নকল নেওয়ার জন্য ব্যয়িত সময় উপরের সবগুলো সঠিক উত্তর : উপরের সবগুলো ; [ধারা : ১২, তামাদি আইন] সঠিক উত্তর : উপরের সবগুলো ; [ধারা : ১২, তামাদি আইন] 7 / 39 7. নিষেধাজ্ঞার ডিক্রি জারির দরখাস্ত দাখিলের মেয়াদকাল গণনা করা হয়- [জুডি. : ২০১৪] ডিক্রি স্বাক্ষরের তারিখ হতে ডিক্রি অমান্য করার তারিখ হতে ডিক্রি কার্যকর করার তারিখ হতে ডিক্রি সইমহুরি নকল প্রাপ্তির তারিখ হতে সঠিক উত্তর : ডিক্রি অমান্য করার তারিখ হতে ; [ধারা : ১২, তামাদি আইন] সঠিক উত্তর : ডিক্রি অমান্য করার তারিখ হতে ; [ধারা : ১২, তামাদি আইন] 8 / 39 8. ‘ডিক্রি জারির বিক্রয় রদ করিবার কার্যধারা মুলতবি থাকাকালীন সময় বাদ দিতে হইবে’ তামাদি আইনের কত ধারায় বলা হয়েছে? ১৫ ধারায় ১৬ ধারায় ১৭ ধারায় ১৮ ধারায় সঠিক উত্তর : ১৬ ধারায় ; [ধারা : ১৬, তামাদি আইন] সঠিক উত্তর : ১৬ ধারায় ; [ধারা : ১৬, তামাদি আইন] 9 / 39 9. তামাদি আইনের ১৪ ধারানুসারে কোনো ভ্রমাত্মক পক্ষভুক্তি কোন ধরণের ত্রুটি বলে গণ্য হবে? উকিলের ত্রুটি আদালতের ত্রুটি এখতিয়ারগত ত্রুটি বর্ণিত সবগুলোই সঠিক উত্তর : এখতিয়ারগত ত্রুটি ; [ধারা : ১৪, তামাদি আইন] সঠিক উত্তর : এখতিয়ারগত ত্রুটি ; [ধারা : ১৪, তামাদি আইন] 10 / 39 10. আইনানুগ কার্যধারায় যে সময় তামাদির গণনা থেকে বাদ দিতে হয় - এটি তামাদি আইনের কোন ধারার বিষয়বস্তু? ১১ ধারা ১২ ধারা ২৯ ধারা ২৫ ধারা সঠিক উত্তর : ১২ ধারা ; [ধারা : ১২, তামাদি আইন] সঠিক উত্তর : ১২ ধারা ; [ধারা : ১২, তামাদি আইন] 11 / 39 11. যে মোকদ্দমার জন্য বর্তমানে বলবৎ অন্য কোন আইনের বিধান অনুসারে প্রয়োজনীয় নোটিশ দেওয়া হয়, সেই মোকদ্দমার ক্ষেত্রে - নোটিশের সময় বাদ যাবে নোটিশের জন্য ব্যয়িত সময় মোকদ্দমার সময় হিসেবে বিবেচিত হবে না নোটিশের সময়ও তামাদি গণনা চলমান থাকবে নোটিশের ক্ষেত্রে তামাদির আলাদা কোনো বিধান নেই সঠিক উত্তর : নোটিশের সময় বাদ যাবে ; [ধারা : ১৫, তামাদি আইন] সঠিক উত্তর : নোটিশের সময় বাদ যাবে ; [ধারা : ১৫, তামাদি আইন] 12 / 39 12. ‘Exclusion of time in legal proceedings’ সম্পর্কিত বিধান রয়েছে The Limitation Act, 1908 এর ..... ধারায়। [বার : ২০২২] ১২ ১৩ ১৪ ১৫ সঠিক উত্তর : ১২ ; [ধারা : ১২, তামাদি আইন] সঠিক উত্তর : ১২ ; [ধারা : ১২, তামাদি আইন] 13 / 39 13. তামাদি আইনের ১২ ধারায় বর্ণিত বিষয় হিসেবে নিচের কোনটি সঠিক? কয়েকজন বাদীর মধ্যে একজনের বৈধ অপারগতার পরিণাম বৈধ অপারগতার ক্ষেত্রে সময়ের অবিরাম চলন বৈধ অপরাগতার ক্ষেত্রে সর্বোচ্চ ৩ বছরের সময় বর্ধিতকরণ আইনানুগ কার্যধারায় যে সময় তামাদির গণনা থেকে বাদ দিতে হয় সঠিক উত্তর : আইনানুগ কার্যধারায় যে সময় তামাদির গণনা থেকে বাদ দিতে হয় ; [ধারা : ১২, তামাদি আইন] সঠিক উত্তর : আইনানুগ কার্যধারায় যে সময় তামাদির গণনা থেকে বাদ দিতে হয় ; [ধারা : ১২, তামাদি আইন] 14 / 39 14. তামাদি আইনের ১৪ ধারানুসারে মোকদ্দমার কারণের ভ্রমাত্মক ভুক্তি কোন ধরণের ত্রুটি বলে গণ্য হবে? উকিলের ত্রুটি আদালতের ত্রুটি এখতিয়ারগত ত্রুটি বর্ণিত সবগুলোই সঠিক উত্তর : এখতিয়ারগত ত্রুটি ; [ধারা : ১৪, তামাদি আইন] সঠিক উত্তর : এখতিয়ারগত ত্রুটি ; [ধারা : ১৪, তামাদি আইন] 15 / 39 15. মোকদ্দমা দায়েরের পর আরজি ফেরৎ দেওয়া হয়েছে। ইতোমধ্যে মোকদ্দমার মেয়াদ শেষ হয়ে গেলে তখন আপনি কী করবেন? আরজির সাথে ৫ ধারায় বিলম্ব মওকূফের আবেদন করবেন আরজির সাথে ৯ ধারায় বিলম্ব মওকূফের আবেদন করবেন আরজির সাথে ১৪ ধারায় বিলম্ব মওকূফের আবেদন করবেন বর্ণিত যেকোনো পন্থায় আবেদন করা যাবে সঠিক উত্তর : আরজির সাথে ১৪ ধারায় বিলম্ব মওকূফের আবেদন করবেন ; [ধারা : ১৪, তামাদি আইন] সঠিক উত্তর : আরজির সাথে ১৪ ধারায় বিলম্ব মওকূফের আবেদন করবেন ; [ধারা : ১৪, তামাদি আইন] 16 / 39 16. তামাদি আইন, ১৯০৮ ধারা ১৪ প্রযোজ্য হয় - স্যুটের ক্ষেত্রে আপিলের ক্ষেত্রে দরখাস্ত দাখিলের ক্ষেত্রে বর্ণিত সবগুলো ক্ষেত্রে সঠিক উত্তর : বর্ণিত সবগুলো ক্ষেত্রে ; [ধারা : ১৪, তামাদি আইন] সঠিক উত্তর : বর্ণিত সবগুলো ক্ষেত্রে ; [ধারা : ১৪, তামাদি আইন] 17 / 39 17. The Limitation Act, 1908 এর কোন ধারা অনুযায়ী জাবেদা নকল গ্রহণে ব্যয়িত সময় তামাদির মেয়াদ গণনা হতে বাদ যাবে? [জুডি. : ২০১৯] ১১ ১২ ১৩ ১৪ সঠিক উত্তর : ১২ ; [ধারা : ১২, তামাদি আইন] সঠিক উত্তর : ১২ ; [ধারা : ১২, তামাদি আইন] 18 / 39 18. একটি রিভিউ দায়েরে তামাদির মেয়াদ গণনার ক্ষেত্রে বাদ যাবে - আপিলের মেমো প্রস্তুতের জন্য ব্যয়িত সময় আইনজীবী নিয়োগের জন্য ব্যয়িত সময় প্রতিপক্ষের প্রতি সমন জারির জন্য ব্যয়িত সময় রায় এবং ডিক্রির জাবেদা নকল পেতে ব্যয়িত সময় সঠিক উত্তর : রায় এবং ডিক্রির জাবেদা নকল পেতে ব্যয়িত সময় ; [ধারা : ১২, তামাদি আইন] সঠিক উত্তর : রায় এবং ডিক্রির জাবেদা নকল পেতে ব্যয়িত সময় ; [ধারা : ১২, তামাদি আইন] 19 / 39 19. ডিক্রি জারিতে নিলামে খরিদ করা সম্পত্তির দখল পাওয়ার জন্য নিলাম ক্রেতা কতৃর্ক মামলা দায়ের করার জন্য নির্ধারিত তামাদির মেয়াদ গণনার সময় নিলাম রদের জন্য দায়েরকৃত কার্যধারা যতদিন চলেছিল - সেটি কোনো প্রভাব ফেলবে না তামাদির মেয়াদ গণনা চলমান থাকবে তামাদির মেয়াদ গণনা হতে বাদ যাবে উপরের কোনোটিই সঠিক নয় সঠিক উত্তর : তামাদির মেয়াদ গণনা হতে বাদ যাবে ; [ধারা : ১৬, তামাদি আইন] সঠিক উত্তর : তামাদির মেয়াদ গণনা হতে বাদ যাবে ; [ধারা : ১৬, তামাদি আইন] 20 / 39 20. বাংলাদেশের বাইরে বিবাদীর অবস্থানকালীন সময় তামাদির গণনা থেকে বাদ যাবে এটি তামাদি আইনের কোন ধারার বিষয়বস্তু? ১৩ ধারা ১৭ ধারা ১৮ ধারা ২৫ ধারা সঠিক উত্তর : ১৩ ধারা ; [ধারা : ১৩, তামাদি আইন] সঠিক উত্তর : ১৩ ধারা ; [ধারা : ১৩, তামাদি আইন] 21 / 39 21. `Exclusion of time proceeding bonafide in court without jurisdiction’ - এটি তামাদি আইনের কত ধারার শিরোনাম? ১৪ ধারা ১৫ ধারা ১৬ ধারা ১৭ ধারা সঠিক উত্তর : ১৪ ধারা ; [ধারা : ১৪, তামাদি আইন] সঠিক উত্তর : ১৪ ধারা ; [ধারা : ১৪, তামাদি আইন] 22 / 39 22. তামাদি আইনের ১৬ ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক? সময়ের অবিরাম চলন ডিক্রি জারির বিক্রয় রদ করার কার্যধারা চলাকালীন সময় বাদ যাবে কার্যক্রম স্থগিত থাকাকালীন সময় বাদ যাবে মোকদ্দমা করার অধিকার অর্জনের পূর্বে মৃত্যুর ফলাফল সঠিক উত্তর : ডিক্রি জারির বিক্রয় রদ করার কার্যধারা চলাকালীন সময় বাদ যাবে ; [ধারা : ১৬, তামাদি আইন] সঠিক উত্তর : ডিক্রি জারির বিক্রয় রদ করার কার্যধারা চলাকালীন সময় বাদ যাবে ; [ধারা : ১৬, তামাদি আইন] 23 / 39 23. একটি আপিল দায়েরে তামাদির মেয়াদ গণনার ক্ষেত্রে বাদ যাবে Ñ [বার : ২০১৩] আপিলের মেমো প্রস্তুতের জন্য ব্যয়িত সময় আইনজীবী নিয়োগের জন্য ব্যয়িত সময় প্রতিপক্ষের প্রতি সমন জারির জন্য ব্যয়িত সময় রায় এবং ডিক্রির জাবেদা নকল পেতে ব্যয়িত সময় সঠিক উত্তর : রায় এবং ডিক্রির জাবেদা নকল পেতে ব্যয়িত সময় ; [ধারা : ১২, তামাদি আইন] সঠিক উত্তর : রায় এবং ডিক্রির জাবেদা নকল পেতে ব্যয়িত সময় ; [ধারা : ১২, তামাদি আইন] 24 / 39 24. ‘ক’,‘খ’- এর বিরুদ্ধে একটি দেওয়ানী মোকদ্দমা করার অধিকারী হয়। কিন্তু যখন ‘ক’- মোকদ্দমা করার অধিকারী হয় তখন ‘খ’- কাতারে অবস্থান করছিল। ‘খ’ এর কাতাারে অবস্থানকালীন সময় - তামাদি গণনা চলমান থাকবে ‘ক’ বিদেশে থাকলে তামাদি গণনা স্থগিত থাকতো তামাদি হিসাবের সময় বাদ দিতে হবে উপরের কোনোটিই নয় সঠিক উত্তর : তামাদি হিসাবের সময় বাদ দিতে হবে ; [ধারা : ১৩, তামাদি আইন] সঠিক উত্তর : তামাদি হিসাবের সময় বাদ দিতে হবে ; [ধারা : ১৩, তামাদি আইন] 25 / 39 25. তামাদি আইন, ১৯০৮ ধারা ১৪ প্রযোজ্য হয় - [বার : ২০১৭] স্যুটের ক্ষেত্রে রেফারেন্সের ক্ষেত্রে রিভিশনের ক্ষেত্রে রিভিউ এর ক্ষেত্রে সঠিক উত্তর : স্যুটের ক্ষেত্রে ; [ধারা : ১৪, তামাদি আইন] সঠিক উত্তর : স্যুটের ক্ষেত্রে ; [ধারা : ১৪, তামাদি আইন] 26 / 39 26. তামাদি আইনের ১২ ধারা শুধুমাত্র দেওয়ানি মোকদ্দমার ক্ষেত্রে প্রযোজ্য - উক্তিটি - সত্য আংশিক সত্য মিথ্যা আংশিক মিথ্যা সঠিক উত্তর : মিথ্যা ; [ধারা : ১২, তামাদি আইন] সঠিক উত্তর : মিথ্যা ; [ধারা : ১২, তামাদি আইন] 27 / 39 27. মোকদ্দমা দায়েরের পর আরজি ফেরত দেয়া হয়েছে। ইতোমধ্যে মোকদ্দমার মেয়াদ শেষ হয়ে গেলে তখন আপনি কী করবেন? [বার : ২০১৭] আরজির সাথে ৫ ধারায় বিলম্ব মওকুফের আবেদন করবেন আরজির সাথে ৯ ধারায় বিলম্ব মওকুফের আবেদন করবেন আরজির সাথে ১৪ ধারায় বিলম্ব মওকুফের আবেদন করবেন উপরের সবকটি সঠিক উত্তর : আরজির সাথে ১৪ ধারায় বিলম্ব মওকুফের আবেদন করবেন ; [ধারা : ১৪, তামাদি আইন] সঠিক উত্তর : আরজির সাথে ১৪ ধারায় বিলম্ব মওকুফের আবেদন করবেন ; [ধারা : ১৪, তামাদি আইন] 28 / 39 28. একটি আপিল দায়েরে তামাদির মেয়াদ গণনা থেকে সংশ্লিষ্ট রায় ও ডিক্রির জাবেদা নকল তুলতে ব্যয়িত সময় - নকল তোলার ব্যয়িত সময়ের অর্ধেক বাদ যাবে গণনার ক্ষেত্রে কোনো প্রভাব তৈরি করবে না বাদ যাবে বাদ যাবে নাকি যুক্ত হবে তা আদালতের বিবেচনাধীন বিষয় সঠিক উত্তর : বাদ যাবে ; [ধারা : ১২, তামাদি আইন] সঠিক উত্তর : বাদ যাবে ; [ধারা : ১২, তামাদি আইন] 29 / 39 29. ভুল আদালতে মামলা দায়ের করায় বিলম্ব হলে বিলম্ব মওকুফের জন্য তামাদি আইনের কত ধারায় আবেদন করতে হয়? ১২ ধারায় ১৪ ধারায় ১৬ ধারায় ১৮ ধারায় সঠিক উত্তর : ১৪ ধারায় ; [ধারা : ১৪, তামাদি আইন] সঠিক উত্তর : ১৪ ধারায় ; [ধারা : ১৪, তামাদি আইন] 30 / 39 30. একটি আপিল দায়েরে তামাদির মেয়াদ গণনার সময় সংশ্লিষ্ট রায় ও ডিক্রির জাবেদা নকল তুলতে ব্যয়িত সময় বাদ দিয়ে গণনা করতে হবে - এটি তামাদি আইনের কোন ধারায় বর্ণিত আছে? ১১ ধারা ১২ ধারা ২৯ ধারা ২৫ ধারা সঠিক উত্তর : ১২ ধারা ; [ধারা : ১২, তামাদি আইন] সঠিক উত্তর : ১২ ধারা ; [ধারা : ১২, তামাদি আইন] 31 / 39 31. কোন কারণে ব্যয়িত সময়কাল আপিল দায়েরের ক্ষেত্রে নির্ধারিত তামাদির মেয়াদের সাথে যোগ হবে? [বার : ২০১২] আইনজীবী নিয়োগ হাজতবাস অসুস্থতা রায়ের নকল সংগ্রহ সঠিক উত্তর : রায়ের নকল সংগ্রহ ; [ধারা : ১২, তামাদি আইন] সঠিক উত্তর : রায়ের নকল সংগ্রহ ; [ধারা : ১২, তামাদি আইন] 32 / 39 32. তামাদি আইনের কোন ধারার বিধান মতে, বিবাদী দেশের বাহিরে থাকলে বাদীর মামলা করার তামাদি স্থগিত থাকে? ১২ ধারা ১৩ ধারা ১৪ ধারা ১৫ ধারা সঠিক উত্তর : ১৩ ধারা ; [ধারা : ১৩, তামাদি আইন] সঠিক উত্তর : ১৩ ধারা ; [ধারা : ১৩, তামাদি আইন] 33 / 39 33. Exclusion of time during which proceedings are suspended - এটি তামাদি আইনের কোন ধারার বিষয়বস্তু? ১৪ ধারায় ১৫ ধারায় ১৮ ধারায় ২৯ ধারায় সঠিক উত্তর : ১৫ ধারায় ; [ধারা : ১৫, তামাদি আইন] সঠিক উত্তর : ১৫ ধারায় ; [ধারা : ১৫, তামাদি আইন] 34 / 39 34. তামাদি আইনের ১৬ ধারায় কোন মামলার তামাদি মেয়াদ গণনার ক্ষেত্রে সময় বাদ যাওয়ার কথা বলা হয়েছে? নিলাম ক্রেতা কতৃর্ক নিলাম সম্পত্তির দখল লাভের জন্য মামলা বিক্রয় হস্তান্তর এর জন্য মামলা ডিক্রি জারির জন্য মামলা দখল পুনরুদ্ধারের জন্য মামলা সঠিক উত্তর : নিলাম ক্রেতা কতৃর্ক নিলাম সম্পত্তির দখল লাভের জন্য মামলা ; [ধারা : ১৬, তামাদি আইন] সঠিক উত্তর : নিলাম ক্রেতা কতৃর্ক নিলাম সম্পত্তির দখল লাভের জন্য মামলা ; [ধারা : ১৬, তামাদি আইন] 35 / 39 35. তামাদির মেয়াদ গণনার সময় নিচের কোন সময়টি বাদ যাবে? বিবাদী অসুস্থ থাকার সময় বিবাদীর দেশের বাহিরে থাকার সময় বাদীর অসুস্থ থাকার সময় সঠিক উত্তর নেই সঠিক উত্তর : বিবাদীর দেশের বাহিরে থাকার সময় ; [ধারা : ১৩, তামাদি আইন] সঠিক উত্তর : বিবাদীর দেশের বাহিরে থাকার সময় ; [ধারা : ১৩, তামাদি আইন] 36 / 39 36. ভুল আদালতে মামলা করার কারণে আরজি ফেরত দিলে উক্ত কারণে ব্যয়িত সময়ের পরিণতি হিসেবে নিচের কোনটি সঠিক? ব্যয়িত সময় তামাদির গণনা থেকে বাদ যাবে ব্যয়িত সময় তামাদির গণনার সাথে যুক্ত হবে না সংশ্লিষ্ট আপিল আদালতের অনুমতি নিয়ে উক্ত ব্যয়িত সময় বাদ দেয়া যাবে ব্যয়িত সময় তামাদির গণনায় কোনো প্রভাব তৈরি করবে না সঠিক উত্তর : ব্যয়িত সময় তামাদির গণনা থেকে বাদ যাবে ; [ধারা : ১৪, তামাদি আইন] সঠিক উত্তর : ব্যয়িত সময় তামাদির গণনা থেকে বাদ যাবে ; [ধারা : ১৪, তামাদি আইন] 37 / 39 37. তামাদি আইনের ১২ ধারা অনুযায়ী তামাদির মেয়াদ গণনার ক্ষেত্রে নিচের কোনটি বাদ যাবে? নকল সংগ্রহের সময় বিবাদীর প্রতি সমন জারির সময় আরজি প্রস্তুতের জন্য ব্যয়িত সময় আইনজীবী নিয়োগের জন্য ব্যয়িত সময় সঠিক উত্তর : নকল সংগ্রহের সময় ; [ধারা : ১২, তামাদি আইন] সঠিক উত্তর : নকল সংগ্রহের সময় ; [ধারা : ১২, তামাদি আইন] 38 / 39 38. মোকদ্দমার পদ্ধতিগত প্রয়োজনে কোনো পক্ষকে পূর্ব নোটিশ প্রদান করা হলে, নোটিশ প্রদানের সময়টুকুর ক্ষেত্রে তামাদি গণনার বিষয়ে কোন পরিণতিটি সঠিক? ব্যয়িত সময় তামাদির গণনা থেকে বাদ যাবে ব্যয়িত সময় তামাদির গণনার সাথে যুক্ত হবে না সংশ্লিষ্ট আপিল আদালতের অনুমতি নিয়ে উক্ত ব্যয়িত সময় বাদ দেয়া যাবে ব্যয়িত সময় তামাদির গণনায় কোনো প্রভাব তৈরি করবে না সঠিক উত্তর : ব্যয়িত সময় তামাদির গণনা থেকে বাদ যাবে ; [ধারা : ১৫, তামাদি আইন] সঠিক উত্তর : ব্যয়িত সময় তামাদির গণনা থেকে বাদ যাবে ; [ধারা : ১৫, তামাদি আইন] 39 / 39 39. করিম এখতিয়ারবিহীন আদালতে মোকদ্দমা দায়ের করেছে। সঠিক আদালতে মোকদ্দমা দায়েরের জন্য আরজি ফেরৎ দেওয়া হয়েছে। কিন্তু ইতোমধ্যে মোকদ্দমা দায়েরের তামাদির মেয়াদ শেষ হয়ে গেছে তখন করিমের করণীয় কী? আরজির সাথে ৫ ধারায় বিলম্ব মওকূফের আবেদন করবেন আরজির সাথে ৯ ধারায় বিলম্ব মওকূফের আবেদন করবেন আরজির সাথে ৫ ও ১৪ ধারায় বিলম্ব মওকূফের আবেদন করবেন আরজির সাথে ১৪ ধারায় বিলম্ব মওকূফের আবেদন করবেন সঠিক উত্তর : আরজির সাথে ১৪ ধারায় বিলম্ব মওকূফের আবেদন করবেন ; [ধারা : ১৪, তামাদি আইন] সঠিক উত্তর : আরজির সাথে ১৪ ধারায় বিলম্ব মওকূফের আবেদন করবেন ; [ধারা : ১৪, তামাদি আইন] Your score is Facebook 0% Restart quiz By Wordpress Quiz plugin