আইনকানুন একাডেমি

/42
1

Evidence Act [118-134] - Advanced Exam

এখানে সাক্ষ্য আইনের ১১৮-১৩৪ ধারাসমূহ নিয়ে অ্যাডভান্সড লেভেলের এমসিকিউ টেস্ট আছে। সংশ্লিষ্ট ধারাগুলো পড়ে নিয়ে এটি অনুশীলন করুন।

এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন। ইমেইলটি লেখা বাধ্যতামূলক নয়; তবে, ইমেইল এড্রেস দিলে আপনার ইমেইলে বিস্তারিত ফলাফল চলে যাবে।

1 / 42

1. The Evidence Act, 1872 এর কোন ধারামতে বিচারক নিজ গোচরে আসা কোনো বিষয়ে উর্দ্ধতন আদালতের আদেশ ব্যতীত উত্তর দিতে বাধ্য নন? [বার : ২০২৩]

2 / 42

2. একজন বোবা সাক্ষী সাক্ষ্য দিতে পারেন কতটি উপায়ে?

3 / 42

3. রাষ্ট্রীয় বিষয়াদি সম্পর্কিত অপ্রকাশিত দলিলপত্র হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কারও সাক্ষ্য গ্রহণের ক্ষেত্রে প্রয়োজন-

4 / 42

4. নিম্নের কোন ব্যক্তি সাক্ষ্য দিতে অক্ষম?

5 / 42

5. Confidential communications with legal advisers — এটি সাক্ষ্য আইনের কত ধারার বিধান?

6 / 42

6. বিবাহিত ব্যক্তিদ্বয়ের মধ্যে বিবাহ বলবৎ থাকাকালে মামলায় কখন তাদের ভেতরের পত্রালাপ সাক্ষ্যের জন্য প্রকাশযোগ্য হয়?

7 / 42

7. সাক্ষ্যে কোনো প্রশ্নের উত্তরদানের মধ্য দিয়ে যদি কেউ ফৌজদারি দোষে দোষী সাব্যস্ত হতে পারে এমন সম্ভাবনা থাকে সেক্ষেত্রে উক্ত সাক্ষীর পরিণতি হিসেবে নিচের কোনটি সঠিক নয়?

8 / 42

8. সাক্ষ্য আইনের ১৩৪ ধারার শিরোনাম হিসেবে নিচের কোনটি সঠিক?

9 / 42

9. দুষ্কর্মে সহযোগী ব্যক্তি যোগ্য সাক্ষী হবে - এটি সাক্ষ্য আইনের কোন ধারার বিষয়বস্তু?

10 / 42

10. Evidence as to affairs of State - এটি সাক্ষ্য আইনের কত ধারার শিরোনাম?

11 / 42

11. সাক্ষ্যে কোনো প্রশ্নের উত্তরদানের মধ্য দিয়ে যদি কেউ ফৌজদারি দোষে দোষী সাব্যস্ত হতে পারে এমন সম্ভাবনা থাকে সেক্ষেত্রে উক্ত সাক্ষীর পরিণতি হিসেবে নিচের কোনটি সঠিক?

12 / 42

12. মক্কেল ‘ক’ পত্রালাপের মাধ্যমে উকিল ‘খ’—কে জানাইল, “আমি জালিয়াতি করিয়াছি এবং আমি চাই যে, আপনি আমার পক্ষে মোকদ্দমা পরিচালনা করিবেন।” এক্ষেত্রে এই পত্রালাপ -

13 / 42

13. In all civil proceedings the parties to the suit, and the husband or wife of any party to the suit, shall be competent witnesses- এটি সাক্ষ্য আইনের কোন ধারার বিষয়বস্তু?

14 / 42

14. ম্যজিস্ট্রেট ‘খ’-এর সামনে মিথ্যা সাক্ষ্য প্রদানের অভিযোগে ‘ক’ দায়রা আদালতে অভিযুকক্ত হল। উর্ধ্বতন আদালতের বিশেষ আদেশে-

15 / 42

15. কোনো দেওয়ানি কার্যক্রমে কোনো পক্ষের স্বামী বা স্ত্রী যে যোগ্য সাক্ষী হিসেবে গণ্য হবেন - এটি সাক্ষ্য আইনের কোন ধারার বিষয়বস্তু?

16 / 42

16. সাক্ষ্য আইনের ১১৯ ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক?

17 / 42

17. সাক্ষ্য আইনের ১১৯ ধারানুসারে - Evidence so given shall be deemed to be .......

18 / 42

18. সাক্ষ্য কে বা কারা দিতে পারেন এ বিষয়ে সাক্ষ্য আইনের কোন ধারায় বিধান বর্ণিত আছে?

19 / 42

19. Accomplice শব্দের সাক্ষ্য আইনে কী অর্থে ব্যবহার হয়?

20 / 42

20. Accomplice ধারণা নিয়ে বিধান সাক্ষ্য আইনে কোন ধারার বিষয়বস্তু?

21 / 42

21. মক্কেল ‘ক’- অ্যাডভোকেট ‘খ’-কে জানালো যে সে জালিয়াতি করেছে এবং সে চায় যে ‘খ’- তাকে রক্ষা করবে। এ সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক?

22 / 42

22. বোবা সাক্ষীর ইশারায় প্রদানকৃত সাক্ষ্যকে কোন ধরনের সাক্ষ্য হিসেবে গ্রহণ করা হয়?

23 / 42

23. সাক্ষ্য আইনের ১১৮ ধারার শিরোনাম হিসেবে নিচের কোনটি সঠিক?

24 / 42

24. In criminal proceedings against any person, the husband or wife of such person, respectively, shall be a competent witness- এটি সাক্ষ্য আইনের কোন ধারার বিষয়বস্তু?

25 / 42

25. `Dumb witnesses’ - এটি সাক্ষ্য আইনের কত ধারার শিরোনাম?

26 / 42

26. The Evidence Act, 1872 এর কোন ধারায় সাক্ষীর যোগ্যতা সম্পর্কে বলা হয়েছে? [বার : ২০২৩]

27 / 42

27. কোনো মামলায় কতজন সাক্ষী হবে তার বর্ণনা বা বিধান সাক্ষ্য আইনের কোন ধারায় আছে?

28 / 42

28. কোনো অপরাধ সম্পর্কে প্রাপ্ত তথ্য বা সংবাদ কোনো পুলিশ বা ম্যাজিস্ট্রেট প্রকাশ করতে বাধ্য নয় - এই বিধানটি সাক্ষ্য আইনের কোন ধারার বিষয়বস্তু?

29 / 42

29. Privilege not waived by volunteering evidence - এটি সাক্ষ্য আইনের কত ধারার বিধান?

30 / 42

30. বোবা সাক্ষীর লিখিত সাক্ষ্যকে কোন মর্যাদার সাক্ষ্য হিসেবে গ্রহণ করা হয়?

31 / 42

31. নিম্নের কোন বিষয় সাক্ষ্য হিসেবে প্রকাশ করতে বাধ্য করা যায়না?

32 / 42

32. সাক্ষ্য প্রদানের সময় সাক্ষী সব প্রশ্নের উত্তর করতে বাধ্য - এই বিধান সাক্ষ্য আইনের কোন ধারায় বর্ণিত আছে?

33 / 42

33. কোনো সরকারি কর্মকর্তা সরকারি পর্যায়ের যোগাযোগ বা পত্রালাপ প্রকাশ করতে বাধ্য নয় কোন কারণে?

34 / 42

34. সাক্ষ্য আইনের ১২৬ ধারানুসারে মোকদ্দমা চলাকালে মোকদ্দমা সংশ্লিষ্ট মোকদ্দমা সংক্রান্তে কোনো প্রতারণা আইনজীবীর নজরে এলে বা অনুষ্ঠিত হলে -

35 / 42

35. সাক্ষ্য আইনের ১২৬ ধারা অনুসারে - The communication, being made in furtherance of a criminal purpose, ..... disclosure. - শুণ্যস্থানে কী বসবে?

36 / 42

36. কোনো মামলায় কোনো ঘটনা প্রমাণের জন্য কোনো নির্দিষ্ট সংখ্যক সাক্ষীর প্রয়োজন হবেনা। উক্তিটি-

37 / 42

37. বিবাহিত ব্যক্তিদ্বয়ের মধ্যে বিবাহ বলবৎ থাকাকালে ফৌজদারি মামলায় কখন তাদের ভেতরের পত্রালাপ সাক্ষ্যের জন্য প্রকাশযোগ্য হয়?

38 / 42

38. কোনো জজ বা ম্যাজিস্ট্রেট সাক্ষ্য আইনের কোন ধারা অনুযায়ী সাক্ষ্য দিতে পারবেন?

39 / 42

39. পেশা সংক্রান্ত পত্রালাপ বা আলোচনা কখন কোন পরিস্থিতিতে প্রকাশযোগ্য - এসব বিষয়ে সাক্ষ্য আইনের ধারা কোনটি?

40 / 42

40. সাক্ষ্য আইন অনুসারে মক্কেলের কাছ থেকে প্রাপ্ত তথ্যের কোনটি প্রকাশ করা যায়?

41 / 42

41. দায়রা জজ ‘খ’- এর আদালতে ‘ক’-এর বিচার চলাকালে একজন পুলিশ অফিসারকে হত্যা চেষ্টার অভিযোগে ‘ক’ দায়রা আদালতে অভিযুক্ত হল। সেদিন বিচার চলাকালে কি ঘটেছিল সে সম্পর্কে ‘খ’-এর সাক্ষ্য-

42 / 42

42. সাক্ষ্য প্রদানের সময় কোনো সাক্ষীই জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর করা থেকে অব্যাহতি পাবেন না - এই বিধান সাক্ষ্য আইনের কোন ধারায় বর্ণিত আছে?

Your score is

0%