/42 1 Evidence Act [118-134] - Advanced Exam এখানে সাক্ষ্য আইনের ১১৮-১৩৪ ধারাসমূহ নিয়ে অ্যাডভান্সড লেভেলের এমসিকিউ টেস্ট আছে। সংশ্লিষ্ট ধারাগুলো পড়ে নিয়ে এটি অনুশীলন করুন। এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন। ইমেইলটি লেখা বাধ্যতামূলক নয়; তবে, ইমেইল এড্রেস দিলে আপনার ইমেইলে বিস্তারিত ফলাফল চলে যাবে। 1 / 42 1. The Evidence Act, 1872 এর কোন ধারামতে বিচারক নিজ গোচরে আসা কোনো বিষয়ে উর্দ্ধতন আদালতের আদেশ ব্যতীত উত্তর দিতে বাধ্য নন? [বার : ২০২৩] ১২১ ১২৭ ১১৯ ১৩৩ সঠিক উত্তর : ১২১ ; [ধারা : ১২১, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ১২১ ; [ধারা : ১২১, সাক্ষ্য আইন] 2 / 42 2. একজন বোবা সাক্ষী সাক্ষ্য দিতে পারেন কতটি উপায়ে? ১টি উপায়ে ২টি উপায়ে ৩টি উপায়ে ৪টি উপায়ে সঠিক উত্তর : ২টি উপায়ে ; [ধারা : ১১৯, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ২টি উপায়ে ; [ধারা : ১১৯, সাক্ষ্য আইন] 3 / 42 3. রাষ্ট্রীয় বিষয়াদি সম্পর্কিত অপ্রকাশিত দলিলপত্র হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কারও সাক্ষ্য গ্রহণের ক্ষেত্রে প্রয়োজন- সরকারের অনুমতি আদালতের অনুমতি সংশ্লিষ্ট বিভাগের প্রধান কর্মকর্তার অনুমতি এইরূপ সাক্ষ্য প্রদানে কারও অনুমতি গ্রহণের প্রয়োজন নেই সঠিক উত্তর : সংশ্লিষ্ট বিভাগের প্রধান কর্মকর্তার অনুমতি ; [ধারা : ১২৩, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : সংশ্লিষ্ট বিভাগের প্রধান কর্মকর্তার অনুমতি ; [ধারা : ১২৩, সাক্ষ্য আইন] 4 / 42 4. নিম্নের কোন ব্যক্তি সাক্ষ্য দিতে অক্ষম? নাবালক ব্যক্তি জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর দিতে অক্ষম ব্যক্তি বোবা ব্যক্তি দেউলিয়া ব্যক্তি সঠিক উত্তর : জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর দিতে অক্ষম ব্যক্তি ; [ধারা : ১১৮, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর দিতে অক্ষম ব্যক্তি ; [ধারা : ১১৮, সাক্ষ্য আইন] 5 / 42 5. Confidential communications with legal advisers — এটি সাক্ষ্য আইনের কত ধারার বিধান? ১২০ ধারা ১২৬ ধারা ১২৯ ধারা ১৬২ ধারা সঠিক উত্তর : ১২৯ ধারা ; [ধারা : ১২৯, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ১২৯ ধারা ; [ধারা : ১২৯, সাক্ষ্য আইন] 6 / 42 6. বিবাহিত ব্যক্তিদ্বয়ের মধ্যে বিবাহ বলবৎ থাকাকালে মামলায় কখন তাদের ভেতরের পত্রালাপ সাক্ষ্যের জন্য প্রকাশযোগ্য হয়? তাদের পরস্পরের ভেতরে কোনো দেওয়ানি মামলায় তাদের পৈত্রিক সম্পত্তি বণ্টনের মামলায় যদি তাদের কেউ মৃত হয় বর্ণিত সবগুলোই সঠিক সঠিক উত্তর : তাদের পরস্পরের ভেতরে কোনো দেওয়ানি মামলায় ; [ধারা : ১২২, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : তাদের পরস্পরের ভেতরে কোনো দেওয়ানি মামলায় ; [ধারা : ১২২, সাক্ষ্য আইন] 7 / 42 7. সাক্ষ্যে কোনো প্রশ্নের উত্তরদানের মধ্য দিয়ে যদি কেউ ফৌজদারি দোষে দোষী সাব্যস্ত হতে পারে এমন সম্ভাবনা থাকে সেক্ষেত্রে উক্ত সাক্ষীর পরিণতি হিসেবে নিচের কোনটি সঠিক নয়? তার অপরাধকর্ম জানা গেলেও তাকে ফৌজদারি অপরাধে সোপর্দ করা যাবে না তার অপরাধকর্ম জানা গেলে তাকে ফৌজদারি অপরাধে সোপর্দ করা যাবে এমন সম্ভাবনা থাকলেও তাকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে কোনো বাধা নেই উক্ত সাক্ষীকে মিথ্যা সাক্ষ্য দেবার অজুহাতে ফৌজদারিতে সোপর্দ করা যাবে সঠিক উত্তর : তার অপরাধকর্ম জানা গেলে তাকে ফৌজদারি অপরাধে সোপর্দ করা যাবে ; [ধারা : ১৩২, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : তার অপরাধকর্ম জানা গেলে তাকে ফৌজদারি অপরাধে সোপর্দ করা যাবে ; [ধারা : ১৩২, সাক্ষ্য আইন] 8 / 42 8. সাক্ষ্য আইনের ১৩৪ ধারার শিরোনাম হিসেবে নিচের কোনটি সঠিক? অপরাধীর সহযোগী সাক্ষীর সংখ্যা চরিত্র সম্পর্কে সাক্ষ্য ইঙ্গিতবাহী প্রশ্ন সঠিক উত্তর : সাক্ষীর সংখ্যা ; [ধারা : ১৩৪, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : সাক্ষীর সংখ্যা ; [ধারা : ১৩৪, সাক্ষ্য আইন] 9 / 42 9. দুষ্কর্মে সহযোগী ব্যক্তি যোগ্য সাক্ষী হবে - এটি সাক্ষ্য আইনের কোন ধারার বিষয়বস্তু? ১১৮ ধারা ১২৫ ধারা ১৩৩ ধারা ১৫৪ ধারা সঠিক উত্তর : ১৩৩ ধারা ; [ধারা : ১৩৩, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ১৩৩ ধারা ; [ধারা : ১৩৩, সাক্ষ্য আইন] 10 / 42 10. Evidence as to affairs of State - এটি সাক্ষ্য আইনের কত ধারার শিরোনাম? ১২০ ধারা ১২১ ধারা ১২২ ধারা ১২৩ ধারা সঠিক উত্তর : ১২৩ ধারা ; [ধারা : ১২৩, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ১২৩ ধারা ; [ধারা : ১২৩, সাক্ষ্য আইন] 11 / 42 11. সাক্ষ্যে কোনো প্রশ্নের উত্তরদানের মধ্য দিয়ে যদি কেউ ফৌজদারি দোষে দোষী সাব্যস্ত হতে পারে এমন সম্ভাবনা থাকে সেক্ষেত্রে উক্ত সাক্ষীর পরিণতি হিসেবে নিচের কোনটি সঠিক? তার অপরাধকর্ম জানা গেলেও তাকে ফৌজদারি অপরাধে সোপর্দ করা যাবে না তার অপরাধকর্ম জানা গেলে তাকে ফৌজদারি অপরাধে সোপর্দ করা যাবে এমন সম্ভাবনা থাকলে তাকে এমন প্রশ্ন করা যাবে না সঠিক উত্তর নেই সঠিক উত্তর : তার অপরাধকর্ম জানা গেলেও তাকে ফৌজদারি অপরাধে সোপর্দ করা যাবে না ; [ধারা : ১৩২, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : তার অপরাধকর্ম জানা গেলেও তাকে ফৌজদারি অপরাধে সোপর্দ করা যাবে না ; [ধারা : ১৩২, সাক্ষ্য আইন] 12 / 42 12. মক্কেল ‘ক’ পত্রালাপের মাধ্যমে উকিল ‘খ’—কে জানাইল, “আমি জালিয়াতি করিয়াছি এবং আমি চাই যে, আপনি আমার পক্ষে মোকদ্দমা পরিচালনা করিবেন।” এক্ষেত্রে এই পত্রালাপ - প্রকাশ করতে বাধ্য করা যাবে না প্রকাশ করতে বাধ্য করা যাবে আদালতের নির্দেশে উন্মুক্ত করা যেতে পারে রায়ের পর প্রকাশ করা যাবে সঠিক উত্তর : প্রকাশ করতে বাধ্য করা যাবে না ; [ধারা : ১২৬, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : প্রকাশ করতে বাধ্য করা যাবে না ; [ধারা : ১২৬, সাক্ষ্য আইন] 13 / 42 13. In all civil proceedings the parties to the suit, and the husband or wife of any party to the suit, shall be competent witnesses- এটি সাক্ষ্য আইনের কোন ধারার বিষয়বস্তু? ১২০ ধারা ১২১ ধারা ১৩৪ ধারা ১৬২ ধারা সঠিক উত্তর : ১২০ ধারা ; [ধারা : ১২০, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ১২০ ধারা ; [ধারা : ১২০, সাক্ষ্য আইন] 14 / 42 14. ম্যজিস্ট্রেট ‘খ’-এর সামনে মিথ্যা সাক্ষ্য প্রদানের অভিযোগে ‘ক’ দায়রা আদালতে অভিযুকক্ত হল। উর্ধ্বতন আদালতের বিশেষ আদেশে- ‘খ’- সাক্ষ্য প্রদান থেকে বিরত থাকতে পারে একজন ম্যজিস্ট্রেট সাক্ষ্য প্রদান করতে পারেনা ‘খ’- সাক্ষ্য প্রদান করতে পারে উপরের কোনোটিই সঠিক নয় সঠিক উত্তর : ‘খ’- সাক্ষ্য প্রদান করতে পারে ; [ধারা : ১২১, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ‘খ’- সাক্ষ্য প্রদান করতে পারে ; [ধারা : ১২১, সাক্ষ্য আইন] 15 / 42 15. কোনো দেওয়ানি কার্যক্রমে কোনো পক্ষের স্বামী বা স্ত্রী যে যোগ্য সাক্ষী হিসেবে গণ্য হবেন - এটি সাক্ষ্য আইনের কোন ধারার বিষয়বস্তু? ১২০ ধারা ১২১ ধারা ১৩৪ ধারা ১৬২ ধারা সঠিক উত্তর : ১২০ ধারা ; [ধারা : ১২০, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ১২০ ধারা ; [ধারা : ১২০, সাক্ষ্য আইন] 16 / 42 16. সাক্ষ্য আইনের ১১৯ ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক? প্রমাণের দায়ভার বোবা সাক্ষীর সাক্ষ্য কে সাক্ষ্য দিতে পারে সঠিক উত্তর নেই সঠিক উত্তর : বোবা সাক্ষীর সাক্ষ্য ; [ধারা : ১১৯, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : বোবা সাক্ষীর সাক্ষ্য ; [ধারা : ১১৯, সাক্ষ্য আইন] 17 / 42 17. সাক্ষ্য আইনের ১১৯ ধারানুসারে - Evidence so given shall be deemed to be ....... documentary evidence. forensic evidence. oral evidence. digital evidence. সঠিক উত্তর : documentary evidence. ; [ধারা : ১১৯, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : documentary evidence. ; [ধারা : ১১৯, সাক্ষ্য আইন] 18 / 42 18. সাক্ষ্য কে বা কারা দিতে পারেন এ বিষয়ে সাক্ষ্য আইনের কোন ধারায় বিধান বর্ণিত আছে? ১১৮ ধারা ১১৯ ধারা ১৩৪ ধারা ১৬২ ধারা সঠিক উত্তর : ১১৮ ধারা ; [ধারা : ১১৮, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ১১৮ ধারা ; [ধারা : ১১৮, সাক্ষ্য আইন] 19 / 42 19. Accomplice শব্দের সাক্ষ্য আইনে কী অর্থে ব্যবহার হয়? ইচ্ছাকৃত প্রতারণা সরল বিশ্বাস দুষ্কর্মে সহযোগিতা অসাধু উদ্দেশ্য সঠিক উত্তর : দুষ্কর্মে সহযোগিতা ; [ধারা : ১৩৩, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : দুষ্কর্মে সহযোগিতা ; [ধারা : ১৩৩, সাক্ষ্য আইন] 20 / 42 20. Accomplice ধারণা নিয়ে বিধান সাক্ষ্য আইনে কোন ধারার বিষয়বস্তু? ১২০ ধারা ১২৫ ধারা ১৩৩ ধারা ১৩৪ ধারা সঠিক উত্তর : ১৩৩ ধারা ; [ধারা : ১৩৩, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ১৩৩ ধারা ; [ধারা : ১৩৩, সাক্ষ্য আইন] 21 / 42 21. মক্কেল ‘ক’- অ্যাডভোকেট ‘খ’-কে জানালো যে সে জালিয়াতি করেছে এবং সে চায় যে ‘খ’- তাকে রক্ষা করবে। এ সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক? ‘খ’-এই কথা সাক্ষ্য হিসেবে আদালতে উপস্থাপন করতে পারবে ‘খ’-এই কথা সাক্ষ্য হিসেবে আদালতে উপস্থাপন করতে পারবে না ‘খ’-এই কথা সাক্ষ্য হিসেবে আদালতের অনুমতি সাপেক্ষে উপস্থাপন করতে পারবে বর্ণিত কোনো বাক্যই সঠিক নয় সঠিক উত্তর : ‘খ’-এই কথা সাক্ষ্য হিসেবে আদালতে উপস্থাপন করতে পারবে না ; [ধারা : ১২৬, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ‘খ’-এই কথা সাক্ষ্য হিসেবে আদালতে উপস্থাপন করতে পারবে না ; [ধারা : ১২৬, সাক্ষ্য আইন] 22 / 42 22. বোবা সাক্ষীর ইশারায় প্রদানকৃত সাক্ষ্যকে কোন ধরনের সাক্ষ্য হিসেবে গ্রহণ করা হয়? দালিলিক সাক্ষ্য মৌখিক সাক্ষ্য পরোক্ষ সাক্ষ্য ইশারা সাক্ষ্য সঠিক উত্তর : মৌখিক সাক্ষ্য ; [ধারা : ১১৯, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : মৌখিক সাক্ষ্য ; [ধারা : ১১৯, সাক্ষ্য আইন] 23 / 42 23. সাক্ষ্য আইনের ১১৮ ধারার শিরোনাম হিসেবে নিচের কোনটি সঠিক? Who may testify Who may give evidence Evidence as to affairs of State Dumb witnesses সঠিক উত্তর : Who may testify ; [ধারা : ১১৮, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : Who may testify ; [ধারা : ১১৮, সাক্ষ্য আইন] 24 / 42 24. In criminal proceedings against any person, the husband or wife of such person, respectively, shall be a competent witness- এটি সাক্ষ্য আইনের কোন ধারার বিষয়বস্তু? ১২০ ধারা ১২১ ধারা ১৩৪ ধারা ১৬২ ধারা সঠিক উত্তর : ১২০ ধারা ; [ধারা : ১২০, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ১২০ ধারা ; [ধারা : ১২০, সাক্ষ্য আইন] 25 / 42 25. `Dumb witnesses’ - এটি সাক্ষ্য আইনের কত ধারার শিরোনাম? ১১৯ ধারা ১১৮ ধারা ১৩৪ ধারা ১৬২ ধারা সঠিক উত্তর : ১১৯ ধারা ; [ধারা : ১১৯, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ১১৯ ধারা ; [ধারা : ১১৯, সাক্ষ্য আইন] 26 / 42 26. The Evidence Act, 1872 এর কোন ধারায় সাক্ষীর যোগ্যতা সম্পর্কে বলা হয়েছে? [বার : ২০২৩] ৯১ ১২০ ১০৭ ১০১ সঠিক উত্তর : ১২০ ; [ধারা : ১২০, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ১২০ ; [ধারা : ১২০, সাক্ষ্য আইন] 27 / 42 27. কোনো মামলায় কতজন সাক্ষী হবে তার বর্ণনা বা বিধান সাক্ষ্য আইনের কোন ধারায় আছে? ১৩৩ ১৪২ ১৩৪ ১৩৭ সঠিক উত্তর : ১৩৪ ; [ধারা : ১৩৪, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ১৩৪ ; [ধারা : ১৩৪, সাক্ষ্য আইন] 28 / 42 28. কোনো অপরাধ সম্পর্কে প্রাপ্ত তথ্য বা সংবাদ কোনো পুলিশ বা ম্যাজিস্ট্রেট প্রকাশ করতে বাধ্য নয় - এই বিধানটি সাক্ষ্য আইনের কোন ধারার বিষয়বস্তু? ১২০ ধারা ১২৫ ধারা ১৩৪ ধারা ১৬২ ধারা সঠিক উত্তর : ১২৫ ধারা ; [ধারা : ১২৫, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ১২৫ ধারা ; [ধারা : ১২৫, সাক্ষ্য আইন] 29 / 42 29. Privilege not waived by volunteering evidence - এটি সাক্ষ্য আইনের কত ধারার বিধান? ১২০ ধারা ১২৬ ধারা ১২৮ ধারা ১৬২ ধারা সঠিক উত্তর : ১২৮ ধারা ; [ধারা : ১২৮, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ১২৮ ধারা ; [ধারা : ১২৮, সাক্ষ্য আইন] 30 / 42 30. বোবা সাক্ষীর লিখিত সাক্ষ্যকে কোন মর্যাদার সাক্ষ্য হিসেবে গ্রহণ করা হয়? দালিলিক সাক্ষ্য মৌখিক সাক্ষ্য পরোক্ষ সাক্ষ্য লিখিত সাক্ষ্য সঠিক উত্তর : মৌখিক সাক্ষ্য ; [ধারা : ১১৯, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : মৌখিক সাক্ষ্য ; [ধারা : ১১৯, সাক্ষ্য আইন] 31 / 42 31. নিম্নের কোন বিষয় সাক্ষ্য হিসেবে প্রকাশ করতে বাধ্য করা যায়না? ব্যবসায়িক হিসাবের খাতা সরকারি দলিল নকশা, চিহ্ন বা মানচিত্র সরকারি কোনো গোপন বিষয় যা প্রকাশে জনস্বার্থে ব্যাঘাত ঘটে সঠিক উত্তর : সরকারি কোনো গোপন বিষয় যা প্রকাশে জনস্বার্থে ব্যাঘাত ঘটে ; [ধারা : ১২৪, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : সরকারি কোনো গোপন বিষয় যা প্রকাশে জনস্বার্থে ব্যাঘাত ঘটে ; [ধারা : ১২৪, সাক্ষ্য আইন] 32 / 42 32. সাক্ষ্য প্রদানের সময় সাক্ষী সব প্রশ্নের উত্তর করতে বাধ্য - এই বিধান সাক্ষ্য আইনের কোন ধারায় বর্ণিত আছে? ১১৯ ধারা ১২৬ ধারা ১৩২ ধারা ১৬২ ধারা সঠিক উত্তর : ১৩২ ধারা ; [ধারা : ১৩২, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ১৩২ ধারা ; [ধারা : ১৩২, সাক্ষ্য আইন] 33 / 42 33. কোনো সরকারি কর্মকর্তা সরকারি পর্যায়ের যোগাযোগ বা পত্রালাপ প্রকাশ করতে বাধ্য নয় কোন কারণে? জনস্বার্থে ব্যাঘাত ঘটলে উচ্চতর কর্মকর্তার আদেশ থাকলে তথ্যটি প্রধানমন্ত্রী প্রেরিত হলে তথ্যটি রাষ্ট্রপতি প্রেরিত হলে সঠিক উত্তর : জনস্বার্থে ব্যাঘাত ঘটলে ; [ধারা : ১২৪, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : জনস্বার্থে ব্যাঘাত ঘটলে ; [ধারা : ১২৪, সাক্ষ্য আইন] 34 / 42 34. সাক্ষ্য আইনের ১২৬ ধারানুসারে মোকদ্দমা চলাকালে মোকদ্দমা সংশ্লিষ্ট মোকদ্দমা সংক্রান্তে কোনো প্রতারণা আইনজীবীর নজরে এলে বা অনুষ্ঠিত হলে - আইনজীবী এই ঘটনার গোপণীয়তা রক্ষা করতে বাধ্য আইনজীবী এই ঘটনার গোপণীয়তা রক্ষা করতে বাধ্য নয় আইনজীবী তার মক্কেলকে বৈরি ঘোষণা করবেন আইনজীবী উক্ত মক্কেলের মোকদ্দমা চালাতে অস্বীকৃতি জ্ঞাপন করবেন সঠিক উত্তর : আইনজীবী এই ঘটনার গোপণীয়তা রক্ষা করতে বাধ্য নয় ; [ধারা : ১২৬, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : আইনজীবী এই ঘটনার গোপণীয়তা রক্ষা করতে বাধ্য নয় ; [ধারা : ১২৬, সাক্ষ্য আইন] 35 / 42 35. সাক্ষ্য আইনের ১২৬ ধারা অনুসারে - The communication, being made in furtherance of a criminal purpose, ..... disclosure. - শুণ্যস্থানে কী বসবে? is protected from is not protected from is not exempted from বর্ণিত কোনোটিই সঠিক নয় সঠিক উত্তর : is not protected from ; [ধারা : ১২৬, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : is not protected from ; [ধারা : ১২৬, সাক্ষ্য আইন] 36 / 42 36. কোনো মামলায় কোনো ঘটনা প্রমাণের জন্য কোনো নির্দিষ্ট সংখ্যক সাক্ষীর প্রয়োজন হবেনা। উক্তিটি- সঠিক সঠিক নয় শর্তাধীনে সঠিক মিথ্যা সঠিক উত্তর : সঠিক ; [ধারা : ১৩৪, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : সঠিক ; [ধারা : ১৩৪, সাক্ষ্য আইন] 37 / 42 37. বিবাহিত ব্যক্তিদ্বয়ের মধ্যে বিবাহ বলবৎ থাকাকালে ফৌজদারি মামলায় কখন তাদের ভেতরের পত্রালাপ সাক্ষ্যের জন্য প্রকাশযোগ্য হয়? যদি একজনের কারণে অন্যজন ফৌজদারিতে সোপর্দ হয়ে থাকে তাদের পৈত্রিক সম্পত্তি বণ্টনের মামলায় যদি তাদের কেউ মৃত হয় বর্ণিত সবগুলোই সঠিক সঠিক উত্তর : যদি একজনের কারণে অন্যজন ফৌজদারিতে সোপর্দ হয়ে থাকে ; [ধারা : ১২২, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : যদি একজনের কারণে অন্যজন ফৌজদারিতে সোপর্দ হয়ে থাকে ; [ধারা : ১২২, সাক্ষ্য আইন] 38 / 42 38. কোনো জজ বা ম্যাজিস্ট্রেট সাক্ষ্য আইনের কোন ধারা অনুযায়ী সাক্ষ্য দিতে পারবেন? ১২০ ধারা ১২১ ধারা ১২২ ধারা ১২৩ ধারা সঠিক উত্তর : ১২১ ধারা ; [ধারা : ১২১, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ১২১ ধারা ; [ধারা : ১২১, সাক্ষ্য আইন] 39 / 42 39. পেশা সংক্রান্ত পত্রালাপ বা আলোচনা কখন কোন পরিস্থিতিতে প্রকাশযোগ্য - এসব বিষয়ে সাক্ষ্য আইনের ধারা কোনটি? ১২০ ধারা ১২৬ ধারা ১৩৪ ধারা ১৬২ ধারা সঠিক উত্তর : ১২৬ ধারা ; [ধারা : ১২৬, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ১২৬ ধারা ; [ধারা : ১২৬, সাক্ষ্য আইন] 40 / 42 40. সাক্ষ্য আইন অনুসারে মক্কেলের কাছ থেকে প্রাপ্ত তথ্যের কোনটি প্রকাশ করা যায়? বেআইনি কোনো কাজ করে অ্যাডভোকেটের আইনগত পরামর্শ চাইলে বেআইনি কোনো কাজ করার উদ্দেশ্যে কোনো আলোচনা বা পত্রালাপ করলে মামলায় মক্কেল কর্তৃক প্রদত্ত কোনো বেআইনি তথ্য প্রকাশ করলে বর্ণিত সবগুলো তথ্যই প্রকাশ করা যায় সঠিক উত্তর : বেআইনি কোনো কাজ করার উদ্দেশ্যে কোনো আলোচনা বা পত্রালাপ করলে ; [ধারা : ১২৬, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : বেআইনি কোনো কাজ করার উদ্দেশ্যে কোনো আলোচনা বা পত্রালাপ করলে ; [ধারা : ১২৬, সাক্ষ্য আইন] 41 / 42 41. দায়রা জজ ‘খ’- এর আদালতে ‘ক’-এর বিচার চলাকালে একজন পুলিশ অফিসারকে হত্যা চেষ্টার অভিযোগে ‘ক’ দায়রা আদালতে অভিযুক্ত হল। সেদিন বিচার চলাকালে কি ঘটেছিল সে সম্পর্কে ‘খ’-এর সাক্ষ্য- প্রাসঙ্গিক হবে প্রাসঙ্গিক হবেনা ‘খ’- এর সাক্ষ্য গ্রহণযোগ্য হবেনা খ ও গ উভয়ই সঠিক উত্তর : প্রাসঙ্গিক হবে ; [ধারা : ১২১, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : প্রাসঙ্গিক হবে ; [ধারা : ১২১, সাক্ষ্য আইন] 42 / 42 42. সাক্ষ্য প্রদানের সময় কোনো সাক্ষীই জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর করা থেকে অব্যাহতি পাবেন না - এই বিধান সাক্ষ্য আইনের কোন ধারায় বর্ণিত আছে? ১১৯ ধারা ১২৬ ধারা ১৩২ ধারা ১৬২ ধারা সঠিক উত্তর : ১৩২ ধারা ; [ধারা : ১৩২, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ১৩২ ধারা ; [ধারা : ১৩২, সাক্ষ্য আইন] Your score is Facebook 0% Restart quiz