/71 5 Evidence Act [17-31] - Advanced Exam এখানে সাক্ষ্য আইনের ১৭-৩১ ধারাসমূহ নিয়ে অ্যাডভান্সড লেভেলের এমসিকিউ টেস্ট আছে। সংশ্লিষ্ট ধারাগুলো পড়ে নিয়ে এটি অনুশীলন করুন। এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন। ইমেইলটি লেখা বাধ্যতামূলক নয়; তবে, ইমেইল এড্রেস দিলে আপনার ইমেইলে বিস্তারিত ফলাফল চলে যাবে। 1 / 71 1. স্বীকৃতি কী হিসেবে বিবেচিত হয়? [জুডি. : ২০২৩] মৌলিক সাক্ষ্য এস্টোপেল সমর্থনমূলক সাক্ষ্য নির্দিষ্ট আইনগত অবস্থান নেই সঠিক উত্তর : এস্টোপেল ; [ধারা : ৩১, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : এস্টোপেল ; [ধারা : ৩১, সাক্ষ্য আইন] 2 / 71 2. সাক্ষ্য আইনের ২৪ ও ২৮ ধারায় বর্ণিত বিধান প্রযোজ্য- শুধুমাত্র ফৌজদারি মামলার ক্ষেত্রে শুধুমাত্র দেওয়ানি মামলার ক্ষেত্রে দেওয়ানি ও ফৌজদারি উভয় মামলার ক্ষেত্রে উপরের কোনোটিই সঠিক নয় সঠিক উত্তর : শুধুমাত্র ফৌজদারি মামলার ক্ষেত্রে ; [ধারা : ২৪ ও ২৮, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : শুধুমাত্র ফৌজদারি মামলার ক্ষেত্রে ; [ধারা : ২৪ ও ২৮, সাক্ষ্য আইন] 3 / 71 3. নিচে বর্ণিত কোন ধরনের ব্যক্তির বক্তব্য স্বীকৃতি হিসেবে গণ্য হতে পারে? প্রতিনিধিত্বমূলক চরিত্রের কোনো বাদী বা বিবাদীর মামলার বিষয়বস্তুতে বিরুদ্ধ পক্ষ হিসেবে কোনো দায়িত্বশীল ব্যক্তির মামলার বিষয়বস্তুতে যার কাছ থেকে স্বার্থপ্রাপ্ত হয়েছেন মামলার পক্ষগণ বর্ণিত প্রত্যেক ব্যক্তিই স্বীকৃতি দিতে পারেন সঠিক উত্তর : বর্ণিত প্রত্যেক ব্যক্তিই স্বীকৃতি দিতে পারেন ; [ধারা : ১৮, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : বর্ণিত প্রত্যেক ব্যক্তিই স্বীকৃতি দিতে পারেন ; [ধারা : ১৮, সাক্ষ্য আইন] 4 / 71 4. একজন আসামির দোষ স্বীকারোক্তি শুধুই তার বিরুদ্ধে কার্যকর হবে - The Evidence Act, 1872 এর কোন ধারায় এই নীতির বাতিক্রম আছে? [বার : ২০২২] ২৪ ২৫ ২৯ ৩০ সঠিক উত্তর : ৩০ ; [ধারা : ৩০, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ৩০ ; [ধারা : ৩০, সাক্ষ্য আইন] 5 / 71 5. দোষ স্বীকার কখন গ্রহণযোগ্য হয় না? দোষ স্বীকার যদি স্বেচ্ছামূলক হয় দোষ স্বীকার যদি স্বেচ্ছামূলক না হয় ম্যাজিস্ট্রেটের নিকট দোষ স্বীকারোক্তি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুলিশের নিকট দোষ স্বীকারোক্তি সঠিক উত্তর : দোষ স্বীকার যদি স্বেচ্ছামূলক না হয় ; [ধারা : ২৪, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : দোষ স্বীকার যদি স্বেচ্ছামূলক না হয় ; [ধারা : ২৪, সাক্ষ্য আইন] 6 / 71 6. Proof of admissions, against persons making them, and by or on their behalf- এটি সাক্ষ্য আইনের কত ধারার বিষয়বস্তু? ১৮ ধারা ২২ ধারা ২১ ধারা ১৯ ধারা সঠিক উত্তর : ২১ ধারা ; [ধারা : ২১, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ২১ ধারা ; [ধারা : ২১, সাক্ষ্য আইন] 7 / 71 7. সাক্ষ্য আইনে নিচে বর্ণিত কোন বিষয়ে সর্বশেষ সংশোধনীতে পরিবর্তন আনা হয়েছে? স্বীকারোক্তির সংজ্ঞা সংজ্ঞার বিষয়ে স্বীকৃতির সংজ্ঞার বিষয়ে পুলিশের কাছে কোনো স্বীকারোক্তির বিষয়ে স্বীকৃতির এস্টোপেল সংক্রান্ত বিষয়ে সঠিক উত্তর : স্বীকৃতির সংজ্ঞার বিষয়ে ; [ধারা : ১৭, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : স্বীকৃতির সংজ্ঞার বিষয়ে ; [ধারা : ১৭, সাক্ষ্য আইন] 8 / 71 8. নিচে বর্ণিত কোন ক্ষেত্রে তৃতীয় একজন ব্যক্তির সাক্ষ্য স্বীকৃতি হিসেবে গ্রহণ করা যেতে পারে? মালিকের ক্ষেত্রে এজেন্টের স্বীকৃতি এজেন্টের ক্ষেত্রে মালিকের স্বীকৃতি মালিকের ক্ষেত্রে ভৃত্যের স্বীকৃতি বর্ণিত প্রত্যেকটিই সঠিক সঠিক উত্তর : বর্ণিত প্রত্যেকটিই সঠিক ; [ধারা : ১৯, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : বর্ণিত প্রত্যেকটিই সঠিক ; [ধারা : ১৯, সাক্ষ্য আইন] 9 / 71 9. স্বীকৃতির সংজ্ঞা সাক্ষ্য আইনের কত ধারার বিষয়বস্তু? ১৬ ধারার ১৭ ধারার ১৮ ধারার ১৯ ধারার সঠিক উত্তর : ১৭ ধারার ; [ধারা : ১৭, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ১৭ ধারার ; [ধারা : ১৭, সাক্ষ্য আইন] 10 / 71 10. আসামি নিজে থানায় গিয়ে দোষ স্বীকার করলে পুলিশ তা লিপিবদ্ধ করে। এই বিবৃতি সাক্ষ্য হিসেবে- আদালত ঘটনার পরিস্থিতি বুঝে তা গ্রহণ করতে পারে গ্রহণযোগ্য হবে গ্রহণযোগ্য হবেনা উপরের কোনোটিই সঠিক নয় সঠিক উত্তর : গ্রহণযোগ্য হবেনা ; [ধারা : ২৫, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : গ্রহণযোগ্য হবেনা ; [ধারা : ২৫, সাক্ষ্য আইন] 11 / 71 11. স্বীকৃতির সংজ্ঞায় ২০২২ সালের সাক্ষ্য আইনের সংশোধনীতে নিচের কোন বিষয়টি যুক্ত করা হয়েছে? ফরেনসিক সাক্ষ্য বিষয়ে হাতের লেখা বিষয়ে ডিজিটাল রেকর্ড বিষয়ে বর্ণিত সবগুলোই সঠিক সঠিক উত্তর : ডিজিটাল রেকর্ড বিষয়ে ; [ধারা : ১৭, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ডিজিটাল রেকর্ড বিষয়ে ; [ধারা : ১৭, সাক্ষ্য আইন] 12 / 71 12. সাক্ষ্য আইনের দোষ স্বীকারোক্তি বিষয়ের সাথে ফৌজদারি কার্যবিধির কোন ধারাটি সম্পর্কিত? ৫৪ ধারা ৫৬ ধারা ১৬৪ ধারা ১৭৬ ধারা সঠিক উত্তর : ১৬৪ ধারা ; [ধারা : ২৪, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ১৬৪ ধারা ; [ধারা : ২৪, সাক্ষ্য আইন] 13 / 71 13. পুলিশের নিকট আসামির স্বীকারোক্তি কোন ক্ষেত্রে সাক্ষ্য হিসেবে আদালতে গ্রহণযোগ্য হবে? [বার : ২০১২] ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে নিরপেক্ষ সাক্ষীর উপস্থিতিতে স্বীকারোক্তি মতে আলামত উদ্ধার স্বীকারোক্তি স্বেচ্ছামূলক হলে সঠিক উত্তর : ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ; [ধারা : ২৬, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ; [ধারা : ২৬, সাক্ষ্য আইন] 14 / 71 14. Confession made after removal of impression caused by inducement, threat or promise, relevant — এটি সাক্ষ্য আইনের কোন ধারার বিষয়বস্তু? ২৪ ধারা ১৯ ধারা ২৮ ধারা ২৩ ধারা সঠিক উত্তর : ২৮ ধারা ; [ধারা : ২৮, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ২৮ ধারা ; [ধারা : ২৮, সাক্ষ্য আইন] 15 / 71 15. মামলার বিষয়বস্তু নিয়ে পক্ষগণ বর্ণিত কোনো তথ্য বা বিবরণ—সংশ্লিষ্ট লোকের স্বীকৃতি বৈধ - এটি সাক্ষ্য আইনের কোন ধারায় বর্ণিত আছে? ১৭ ধারা ২০ ধারা ২৪ ধারা ২৭ ধারা সঠিক উত্তর : ২০ ধারা ; [ধারা : ২০, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ২০ ধারা ; [ধারা : ২০, সাক্ষ্য আইন] 16 / 71 16. একজন আসামির দোষ স্বীকারোক্তি উক্ত আসামি ছাড়াও ......... বিরুদ্ধেও দোষ স্বীকার বলে বিবেচনা করা যায় একই অপরাধের অন্য আসামির একই অপরাধের অপসহায়তাকারীর একই অপরাধের প্রচেষ্টাকারীর উপরের সবগুলোই সঠিক সঠিক উত্তর : উপরের সবগুলোই সঠিক ; [ধারা : ৩০, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : উপরের সবগুলোই সঠিক ; [ধারা : ৩০, সাক্ষ্য আইন] 17 / 71 17. ‘ক’-কতৃর্ক ‘খ’-এর নিকট বিক্রিত একটি ঘোড়া সুস্থ কি না এই প্রশ্নে, ‘ক’,‘খ’-কে বলল, ‘গ’-এর কাছে গিয়ে জিজ্ঞাসা কর, ‘গ’-এ সম্পর্কে সবকিছু জানে। ‘গ’ এর প্রদত্ত বিবৃতি- গ্রহণযোগ্য নয় আদালত মনে করলে তা গ্রহণ করতে পারে ‘গ’-কোনো বিবৃতি প্রদান করার অধিকার রাখে না স্বীকৃতি হিসেবে গণ্য হবে সঠিক উত্তর : স্বীকৃতি হিসেবে গণ্য হবে ; [ধারা : ২০, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : স্বীকৃতি হিসেবে গণ্য হবে ; [ধারা : ২০, সাক্ষ্য আইন] 18 / 71 18. Confession to police officer not to be proved - এটি সাক্ষ্য আইনের কত ধারার বিষয়বস্তু? ২৪ ধারা ১৮ ধারা ২৫ ধারা ২৮ ধারা সঠিক উত্তর : ২৫ ধারা ; [ধারা : ২৫, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ২৫ ধারা ; [ধারা : ২৫, সাক্ষ্য আইন] 19 / 71 19. দোষ স্বীকার কার কাছে করা যায়? পুলিশ অফিসারের কাছে ম্যাজিস্ট্রেটের কাছে আইনজীবীর কাছে পুলিশ কমিশনারের কাছে সঠিক উত্তর : ম্যাজিস্ট্রেটের কাছে ; [ধারা : ২৪, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ম্যাজিস্ট্রেটের কাছে ; [ধারা : ২৪, সাক্ষ্য আইন] 20 / 71 20. সাক্ষ্য আইনের ২২ক ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক? When oral admissions as to contents of physical evidence are relevant When oral admissions as to contents of forensic evidence are relevant When oral admissions as to contents of documents are relevant When oral admissions as to contents of digital records are relevant সঠিক উত্তর : When oral admissions as to contents of digital records are relevant ; [ধারা : ২২ক, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : When oral admissions as to contents of digital records are relevant ; [ধারা : ২২ক, সাক্ষ্য আইন] 21 / 71 21. `Admissions in civil cases when relevant’ - এটি সাক্ষ্য আইনের কত ধারার শিরোনাম? ১৮ ধারা ২২ ধারা ২৩ ধারা ২৭ ধারা সঠিক উত্তর : ২৩ ধারা ; [ধারা : ২৩, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ২৩ ধারা ; [ধারা : ২৩, সাক্ষ্য আইন] 22 / 71 22. সাক্ষ্য আইনের ২২ ধারা অনুসারে Oral admissions as to the contents of a document are not relevant, unless ....... the produced is in question- শুণ্যস্থানে কী বসবে? legitimacy of a document genuineness of a document authenticity of a document believability of a document সঠিক উত্তর : genuineness of a document ; [ধারা : ২২, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : genuineness of a document ; [ধারা : ২২, সাক্ষ্য আইন] 23 / 71 23. সাক্ষ্য আইনের দোষ স্বীকারোক্তি সংক্রান্ত ২৪ ধারাটির বিপরীত বিষয়বস্তু নিয়ে বর্ণিত ধারা সাক্ষ্য আইনে কোনটি? ২৪ ধারা ১৯ ধারা ২৮ ধারা ২৩ ধারা সঠিক উত্তর : ২৮ ধারা ; [ধারা : ২৮, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ২৮ ধারা ; [ধারা : ২৮, সাক্ষ্য আইন] 24 / 71 24. ‘ক’,‘খ’- কে হত্যার অভিযোগে পুলিশ কতৃর্ক গ্রেফতার হলে সে পুলিশের কাছে হত্যার কথা স্বীকার করে এবং তার দেওয়া তথ্যমতে পুলিশ হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করে। ‘ক’-এর প্রদত্ত স্বীকারোক্তি- সমগ্র স্বীকারোক্তিই প্রাসঙ্গিক হবে হত্যার কথা স্বীকার করার অংশটুকু সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক হবে আসামির তথ্যের ভিত্তিতে পুলিশের আলামত উদ্ধারের ঘটনাটি সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক হবে পুলিশের নিকট দেওয়া বিধায় এর কোনো তথ্যই সাক্ষ্যগত মূল্য বহন করে না সঠিক উত্তর : আসামির তথ্যের ভিত্তিতে পুলিশের আলামত উদ্ধারের ঘটনাটি সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক হবে ; [ধারা : ২৭, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : আসামির তথ্যের ভিত্তিতে পুলিশের আলামত উদ্ধারের ঘটনাটি সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক হবে ; [ধারা : ২৭, সাক্ষ্য আইন] 25 / 71 25. মামলার বিষয়বস্তুতে স্বার্থ রয়েছে এমন ব্যক্তিগণ স্বীকৃতি দিতে পারবেন- এটি সাক্ষ্য আইনের কোন ধারার বিধান? ১৭ ধারা ২৪ ধারা ১৮ ধারা ২৭ ধারা সঠিক উত্তর : ১৮ ধারা ; [ধারা : ১৮, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ১৮ ধারা ; [ধারা : ১৮, সাক্ষ্য আইন] 26 / 71 26. The Evidence Act, 1872 এর ধারা ২৮ অনুযায়ী প্রতিশ্রম্নতি, ভীতি ও প্রলোভনজনিত ধারণা অপসারণের পর প্রদত্ত স্বীকারোক্তি ...... । [বার : ২০২৩] অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য প্রাসঙ্গিক বেআইনি সঠিক উত্তর : প্রাসঙ্গিক ; [ধারা : ২৮, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : প্রাসঙ্গিক ; [ধারা : ২৮, সাক্ষ্য আইন] 27 / 71 27. The Evidence Act, 1872 অনুসারে স্বীকৃতি হলো স্বীকৃত বিষয় সম্পর্কে .....। [বার : ২০২৩] চূড়ান্ত প্রমাণ প্রামাণ্য প্রমাণ নয় সাধারণ প্রমাণ চূড়ান্ত প্রমাণ নয় সঠিক উত্তর : চূড়ান্ত প্রমাণ নয় ; [ধারা : ৩১, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : চূড়ান্ত প্রমাণ নয় ; [ধারা : ৩১, সাক্ষ্য আইন] 28 / 71 28. সাক্ষ্য আইনের ১৭ ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক? Confession caused by inducement, threat or promise, when irrelevant in criminal proceeding When oral admissions as to contents of documents are relevant Admission defined Admission by party to proceeding or his agent সঠিক উত্তর : Admission defined ; [ধারা : ১৭, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : Admission defined ; [ধারা : ১৭, সাক্ষ্য আইন] 29 / 71 29. মাতাল অবস্থায় থাকার কারণে কেউ কোনো দোষ স্বীকারোক্তি করেছে - এই অজুহাতে কোনো স্বীকারোক্তি অপ্রাসঙ্গিক হবে না - এটি সাক্ষ্য আইনের কত ধারায় বলা আছে? ২৪ ধারা ১৯ ধারা ২৯ ধারা ২৩ ধারা সঠিক উত্তর : ২৯ ধারা ; [ধারা : ২৯, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ২৯ ধারা ; [ধারা : ২৯, সাক্ষ্য আইন] 30 / 71 30. Consideration of proved confession affecting person making it and others jointly under trial for same offence - এটি সাক্ষ্য আইনের কত ধারার শিরোনাম? ৪৩ ধারা ৩০ ধারা ৩৩ ধারা ৩১ ধারা সঠিক উত্তর : ৩০ ধারা ; [ধারা : ৩০, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ৩০ ধারা ; [ধারা : ৩০, সাক্ষ্য আইন] 31 / 71 31. মোকদ্দমার কোনো পক্ষ তর্কিত কোন বিষয় সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য প্রকাশ্যভাবে যে সকল ব্যক্তির কথা উল্লেখ করে তাদের প্রদত্ত বিবৃতি- গ্রহনযোগ্য হবেনা প্রাসঙ্গিক নয় স্বীকৃতি হিসেবে গণ্য হবে উপরের কোনোটিই সঠিক নয় সঠিক উত্তর : স্বীকৃতি হিসেবে গণ্য হবে ; [ধারা : ২০, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : স্বীকৃতি হিসেবে গণ্য হবে ; [ধারা : ২০, সাক্ষ্য আইন] 32 / 71 32. দলিলের বিষয়বস্তুর প্রাসঙ্গিকতা বিষয়ে নিচের কোন বিষয়টি সঠিক? দলিল সম্পর্কে এর খাঁটিত্ব বিষয়ে মৌখিক সাক্ষ্য প্রাসঙ্গিক দলিল সম্পর্কে মাধ্যমিক সাক্ষ্য দেবার অধিকারের বিধান থাকলে মৌখিক সাক্ষ্য প্রাসঙ্গিক দলিল সম্পর্কে শর্তাধীনে মৌখিক সাক্ষ্য প্রাসঙ্গিক হতে পারে বর্ণিত সবগুলোই সঠিক সঠিক উত্তর : বর্ণিত সবগুলোই সঠিক ; [ধারা : ২২, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : বর্ণিত সবগুলোই সঠিক ; [ধারা : ২২, সাক্ষ্য আইন] 33 / 71 33. Confession হলো- দোষ স্বীকার অন্যের দোষ স্বীকার নিজের দোষ স্বীকারোক্তি স্বীকারোক্তি সঠিক উত্তর : নিজের দোষ স্বীকারোক্তি ; [ধারা : ২৪, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : নিজের দোষ স্বীকারোক্তি ; [ধারা : ২৪, সাক্ষ্য আইন] 34 / 71 34. নিম্নের কোন ক্ষেত্রে কোনো দলিলের অন্তভূর্ক্ত বিষয় সম্পর্কে মৌখিক সাক্ষ্য প্রদান প্রাসঙ্গিক হয়? যখন উক্ত দলিলের সঠিকতা নিয়ে প্রশ্ন ওঠে যখন আদালত এইরূপ সাক্ষ্য প্রদান করাকে প্রাসঙ্গিক মনে করবে তখন যদি দলিল এর বিষয়বস্তুর পরিসমাপ্তি হয় উপরের কোনোটিই সঠিক নয় সঠিক উত্তর : যখন উক্ত দলিলের সঠিকতা নিয়ে প্রশ্ন ওঠে ; [ধারা : ২২, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : যখন উক্ত দলিলের সঠিকতা নিয়ে প্রশ্ন ওঠে ; [ধারা : ২২, সাক্ষ্য আইন] 35 / 71 35. সাক্ষ্য আইনের ২২ক ধারা অনুসারে - Oral admissions as to the contents of digital records are not relevant, unless the ..... .... produced is in question. - শুণ্যস্থানে কী বসবে? genuineness of the physical evidence genuineness of a document genuineness of the forensic evidence genuineness of the digital record সঠিক উত্তর : genuineness of the digital record ; [ধারা : ২২ক, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : genuineness of the digital record ; [ধারা : ২২ক, সাক্ষ্য আইন] 36 / 71 36. দোষ স্বীকার কখন গ্রহণযোগ্য হয় না? দোষ স্বীকার যদি স্বেচ্ছামূলক হয় দোষ স্বীকার যদি কোনো ভীতির কারণে হয় ম্যাজিস্ট্রেটের নিকট দোষ স্বীকারোক্তি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুলিশের নিকট দোষ স্বীকারোক্তি সঠিক উত্তর : দোষ স্বীকার যদি কোনো ভীতির কারণে হয় ; [ধারা : ২৪, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : দোষ স্বীকার যদি কোনো ভীতির কারণে হয় ; [ধারা : ২৪, সাক্ষ্য আইন] 37 / 71 37. আসামি পুলিশ হেফাজতে থাকা অবস্থায় প্রদত্ত স্বীকারোক্তি তার বিরুদ্ধে প্রমাণ করা যাবে না- এটি সাক্ষ্য আইনের কত ধারায় বলা আছে? ১৮ ধারা ২২ ধারা ২৪ ধারা ২৬ ধারা সঠিক উত্তর : ২৬ ধারা ; [ধারা : ২৬, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ২৬ ধারা ; [ধারা : ২৬, সাক্ষ্য আইন] 38 / 71 38. দোষ স্বীকারোক্তিমূলক বক্তব্য সাক্ষ্য হিসেবে উক্ত দোষ স্বীকারোক্তিকারক ছাড়াও আর কার বিরুদ্ধে ব্যবহার করা যায়? কোনো অভিযুক্ত ব্যক্তির স্ত্রী অথবা স্বামীর বিরুদ্ধে মামলার প্রতিপক্ষের বিরুদ্ধে মামলার অন্যান্য আসামির বিরুদ্ধে সঠিক উত্তর নেই সঠিক উত্তর : মামলার অন্যান্য আসামির বিরুদ্ধে ; [ধারা : ৩০, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : মামলার অন্যান্য আসামির বিরুদ্ধে ; [ধারা : ৩০, সাক্ষ্য আইন] 39 / 71 39. সাক্ষ্য আইনের ২৭ ধারায় কোন বিষয়ে বর্ণিত আছে? [বার : ২০১৭] অ্যাডভোকেট হিসেবে অন্তর্ভুক্তির যোগ্যতা স্বীকারোক্তিমতে আলামত উদ্ধার হলে সাক্ষ্য হিসেবে গ্রহণীয় চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর মৃত্যুদণ্ড হ্রাসকরণ সঠিক উত্তর : স্বীকারোক্তিমতে আলামত উদ্ধার হলে সাক্ষ্য হিসেবে গ্রহণীয় ; [ধারা : ২৭, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : স্বীকারোক্তিমতে আলামত উদ্ধার হলে সাক্ষ্য হিসেবে গ্রহণীয় ; [ধারা : ২৭, সাক্ষ্য আইন] 40 / 71 40. How much of information received from accused may be proved - এটি সাক্ষ্য আইনের কত ধারার বিধান? ২২ ধারা ২৭ ধারা ৪৮ ধারা ২৪ ধারা সঠিক উত্তর : ২৭ ধারা ; [ধারা : ২৭, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ২৭ ধারা ; [ধারা : ২৭, সাক্ষ্য আইন] 41 / 71 41. সাক্ষ্য আইনের ২৫ ধারার শিরোনাম হিসেবে নিচের কোনটি সঠিক? স্বীকৃতি চূড়ান্ত প্রমাণ নয়, তবে প্রমাণে বাধা সৃষ্টি করতে পারে দেওয়ানি মোকদ্দমায় স্বীকৃতি যখন প্রাসঙ্গিক আসামির নিকট হতে অর্জিত কোন তথ্য যতটুকু প্রমাণ করা যায় পুলিশ অফিসার এর নিকট প্রদান করা স্বীকারোক্তি প্রমাণ করা যায় না সঠিক উত্তর : পুলিশ অফিসার এর নিকট প্রদান করা স্বীকারোক্তি প্রমাণ করা যায় না ; [ধারা : ২৫, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : পুলিশ অফিসার এর নিকট প্রদান করা স্বীকারোক্তি প্রমাণ করা যায় না ; [ধারা : ২৫, সাক্ষ্য আইন] 42 / 71 42. স্বীকৃতি সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক? স্বীকৃতি শুধুই মৌখিক হতে পারে না স্বীকৃতি চূড়ান্ত প্রমাণ নয় স্বীকৃতি প্রাসঙ্গিক ঘটনার অনুমান নয় সঠিক উত্তর নেই সঠিক উত্তর : স্বীকৃতি চূড়ান্ত প্রমাণ নয় ; [ধারা : ৩১, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : স্বীকৃতি চূড়ান্ত প্রমাণ নয় ; [ধারা : ৩১, সাক্ষ্য আইন] 43 / 71 43. সাক্ষ্য আইনের ১৮ ধারার প্রধান বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক? Confession caused by inducement, threat or promise, when irrelevant in criminal proceeding When oral admissions as to contents of documents are relevant Admission defined Admission by party to proceeding or his agent সঠিক উত্তর : Admission by party to proceeding or his agent ; [ধারা : ১৮, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : Admission by party to proceeding or his agent ; [ধারা : ১৮, সাক্ষ্য আইন] 44 / 71 44. Admissions not conclusive proof, but may be estop - এটি সাক্ষ্য আইনের কত ধারার বিষয়বস্তু? ৩৩ ধারা ৩১ ধারা ৪২ ধারা ২৬ ধারা সঠিক উত্তর : ৩১ ধারা ; [ধারা : ৩১, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ৩১ ধারা ; [ধারা : ৩১, সাক্ষ্য আইন] 45 / 71 45. সাক্ষ্য আইনের দোষ স্বীকারোক্তি বিষয়ের সাথে ফৌজদারি কার্যবিধির কোন ধারাটি সম্পর্কিত? ৫৪ ধারা ৫৬ ধারা ৩৬৪ ধারা ১৭৬ ধারা সঠিক উত্তর : ৩৬৪ ধারা ; [ধারা : ২৪, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ৩৬৪ ধারা ; [ধারা : ২৪, সাক্ষ্য আইন] 46 / 71 46. The Evidence Act, 1872 এর ২৪ ধারা অনুযায়ী ‘Confession caused by ______ is irrelevant in criminal proceeding.’ [বার : ২০২০] inducement threat promise সবগুলো সঠিক সঠিক উত্তর : সবগুলো সঠিক ; [ধারা : ২৪, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : সবগুলো সঠিক ; [ধারা : ২৪, সাক্ষ্য আইন] 47 / 71 47. পুলিশ অফিসারের নিকট প্রদত্ত দোষ স্বীকারোক্তি The Evidence Act, 1872 এর কত ধারা অনুযায়ী গ্রহণযোগ্য নয়? [বার : ২০২২] ২৪ ২৫ ২৬ ২৭ সঠিক উত্তর : ২৫ ; [ধারা : ২৫, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ২৫ ; [ধারা : ২৫, সাক্ষ্য আইন] 48 / 71 48. সাক্ষ্য আইন অনুসারে - Admissions are ....... of the matters admitted but they may operate as estoppels under the provisions hereinafter contained. - শুণ্যস্থানে কী বসবে? not final proof conclusive proof not conclusive proof final proof সঠিক উত্তর : not conclusive proof ; [ধারা : ৩১, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : not conclusive proof ; [ধারা : ৩১, সাক্ষ্য আইন] 49 / 71 49. সাক্ষ্য আইন অনুসারে নিচে বর্ণিত কোন ধরণের লোকের বক্তব্য স্বীকৃতি হিসেবে গণ্য হতে পারে? by party interested in subject-matter by party to proceeding or his agent by person from whom interest derived বর্ণিত সবগুলোই সঠিক সঠিক উত্তর : বর্ণিত সবগুলোই সঠিক ; [ধারা : ১৮, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : বর্ণিত সবগুলোই সঠিক ; [ধারা : ১৮, সাক্ষ্য আইন] 50 / 71 50. An admission is a statement, oral or documentary or contained in digital record, which suggests any inference as to any fact in issue or relevant fact, and which is made by any of the persons.- এটি সাক্ষ্য আইনের কত ধারায় বলা আছে? ১৭ ধারা ২৩ ধারা ১৯ ধারা ২৮ ধারা সঠিক উত্তর : ১৭ ধারা ; [ধারা : ১৭, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ১৭ ধারা ; [ধারা : ১৭, সাক্ষ্য আইন] 51 / 71 51. নিম্নের কোন বিষয়ে স্বীকৃতি প্রদান করা যায়? যেকোনো বিষয়ে স্বীকৃতি প্রদান করা যায় শুধুমাত্র বিচার্য বিষয়ের উপরে স্বীকৃতি প্রদান করা যায় বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে স্বীকৃতি প্রদান করা যায় উপরের কোনোটিই সঠিক নয় সঠিক উত্তর : বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে স্বীকৃতি প্রদান করা যায় ; [ধারা : ১৭, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে স্বীকৃতি প্রদান করা যায় ; [ধারা : ১৭, সাক্ষ্য আইন] 52 / 71 52. যাদের কাছ থেকে একজন স্বার্থপ্রাপ্ত হয়েছেন কোনো মামলার বিষয়বস্তুতে, উক্ত স্বার্থপ্রদানকারী ব্যক্তিগণ স্বীকৃতি দিতে পারবেন - এটি সাক্ষ্য আইনের কোন ধারার বিষয়বস্তু? ১৭ ধারা ২৪ ধারা ১৮ ধারা ২৭ ধারা সঠিক উত্তর : ১৮ ধারা ; [ধারা : ১৮, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ১৮ ধারা ; [ধারা : ১৮, সাক্ষ্য আইন] 53 / 71 53. মোকদ্দমার বিরুদ্ধ পক্ষ হিসেবে প্রতিষ্ঠাযোগ্য লোকের স্বীকৃতি সম্পর্কে সাক্ষ্য আইনের কোন ধারায় বলা আছে? ১৭ ধারা ১৯ ধারা ২৫ ধারা ১৭ ধারা সঠিক উত্তর : ১৯ ধারা ; [ধারা : ১৯, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ১৯ ধারা ; [ধারা : ১৯, সাক্ষ্য আইন] 54 / 71 54. সাক্ষ্য আইন অনুসারে - Admissions are not conclusive proof of the matters admitted but they may operate as ...... under the provisions hereinafter contained. - শুণ্যস্থানে কী বসবে? contract estoppels confession statement সঠিক উত্তর : estoppels ; [ধারা : ৩১, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : estoppels ; [ধারা : ৩১, সাক্ষ্য আইন] 55 / 71 55. সাক্ষ্য আইনের ২৪ ধারায় বর্ণিত বিধান প্রযোজ্য- শুধুমাত্র দেওয়ানি প্রকৃতির মামলায় শুধুমাত্র ফৌজদারি প্রকৃতির মামলায় দেওয়ানি ও ফৌজদারি উভয়ই উপরের কোনোটিই নয় সঠিক উত্তর : শুধুমাত্র ফৌজদারি প্রকৃতির মামলায় ; [ধারা : ২৪, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : শুধুমাত্র ফৌজদারি প্রকৃতির মামলায় ; [ধারা : ২৪, সাক্ষ্য আইন] 56 / 71 56. কোনো একজন অভিযুক্ত ব্যক্তি কোনোরকম প্রলোভন, ভীতি বা প্রতিশ্রম্নতি ছাড়াই যখন স্বেচ্ছায় কোনো দোষ স্বীকারোক্তি করে তখন তা সাক্ষ্য আইনের কোন ধারামতে প্রাসঙ্গিক বলে গণ্য করা হয়? ২৪ ধারা ২৬ ধারা ২৮ ধারা ৩০ ধারা সঠিক উত্তর : ২৮ ধারা ; [ধারা : ২৮, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ২৮ ধারা ; [ধারা : ২৮, সাক্ষ্য আইন] 57 / 71 57. স্বীকৃতি কোন ভাবে দেওয়া যেতে পারে? মৌখিকভাবে লিখিতভাবে ডিজিটাল রেকর্ডের মাধ্যমে বর্ণিত সবভাবেই দেওয়া যেতে পারে সঠিক উত্তর : বর্ণিত সবভাবেই দেওয়া যেতে পারে ; [ধারা : ১৭, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : বর্ণিত সবভাবেই দেওয়া যেতে পারে ; [ধারা : ১৭, সাক্ষ্য আইন] 58 / 71 58. স্বীকৃতি সম্পর্কে নিচের কোনটি সঠিক নয়? স্বীকৃতি অবশ্যই লিখিত বা মৌখিক হতে হবে স্বীকৃতি কখনোই মৌখিক হতে পারে না স্বীকৃতিকে অবশ্যই বিচার্য ঘটনা সম্পর্কে কোনো অনুমানের ইঙ্গিতবহ হতে হবে স্বীকৃতিকে অবশ্যই প্রাসঙ্গিক ঘটনা সম্পর্কে কোনো অনুমানের ইঙ্গিতবহ হতে হবে সঠিক উত্তর : স্বীকৃতি কখনোই মৌখিক হতে পারে না ; [ধারা : ১৭, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : স্বীকৃতি কখনোই মৌখিক হতে পারে না ; [ধারা : ১৭, সাক্ষ্য আইন] 59 / 71 59. সাক্ষ্য আইনে দোষ স্বীকারোক্তি কত ধারার বিষয়বস্তু? ২৩ ধারা ১৯ ধারা ১৭ ধারা ২৪ ধারা সঠিক উত্তর : ২৪ ধারা ; [ধারা : ২৪, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ২৪ ধারা ; [ধারা : ২৪, সাক্ষ্য আইন] 60 / 71 60. ডিজিটাল রেকর্ডের খাঁটিত্ব নিয়ে মৌখিক সাক্ষ্য প্রাসঙ্গিক সাক্ষ্য আইনের - ২২ ধারামতে ২২ক ধারমতে ২৩ ধারামতে ২৩ক ধারামতে সঠিক উত্তর : ২২ক ধারমতে ; [ধারা : ২২ক, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ২২ক ধারমতে ; [ধারা : ২২ক, সাক্ষ্য আইন] 61 / 71 61. কোন স্বীকারোক্তি প্রদান করা হলে তা শুধুমাত্র .............. অজুহাতে অপ্রাসঙ্গিক হবেনা। মাতাল অবস্থায় প্রদান করা হয়েছে গোপনীয়তার প্রতিশ্রম্নতির আসামির প্রতি প্রতারণার উপরের সবগুলোই সঠিক সঠিক উত্তর : উপরের সবগুলোই সঠিক ; [ধারা : ২৯, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : উপরের সবগুলোই সঠিক ; [ধারা : ২৯, সাক্ষ্য আইন] 62 / 71 62. সাক্ষ্য আইনের ১৭ ধারানুসারে — An admission is a statement, oral or documentary or contained ....... . in forensic evidence in physical evidence in digital record বর্ণিত সবগুলোই সঠিক উত্তর : in digital record ; [ধারা : ১৭, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : in digital record ; [ধারা : ১৭, সাক্ষ্য আইন] 63 / 71 63. The Evidence Act, 1872 এ admission সম্পর্কে বলা হয়েছে .... ধারায়। [বার : ২০২০] ১৭ থেকে ৩২ ১৭ থেকে ৩১ ১৭ থেকে ৩৩ ১৬ থেকে ৩১ সঠিক উত্তর : ১৭ থেকে ৩১ ; [ধারা : ১৭—৩১, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ১৭ থেকে ৩১ ; [ধারা : ১৭—৩১, সাক্ষ্য আইন] 64 / 71 64. কোনো একজন অভিযুক্ত ব্যক্তিকে ক্ষমতাবান কোনো ব্যক্তি উক্ত অভিযুক্তের পরিবারের আর্থিক সমস্যা সমাধানের প্রলোভন দিয়ে আদালতে কোনো দোষ স্বীকারোক্তি করায়। এক্ষেত্রে এই দোষ স্বীকারোক্তির পরিণতি হিসেবে নিচের কোনটি সঠিক? অভিযুক্ত ব্যক্তিটির স্বীকারোক্তি আদালতে গৃহীত হবে অভিযুক্ত ব্যক্তির স্বীকারোক্তিটি প্রলোভনের কারণে দেওয়া বিধায় তা গৃহীত হবে না অভিযুক্ত ব্যক্তিকে নতুন করে স্বীকারোক্তি দিতে হবে অভিযুক্ত ব্যক্তিকে এ কারণে দণ্ডিত করা যাবে সঠিক উত্তর : অভিযুক্ত ব্যক্তির স্বীকারোক্তিটি প্রলোভনের কারণে দেওয়া বিধায় তা গৃহীত হবে না ; [ধারা : ২৪, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : অভিযুক্ত ব্যক্তির স্বীকারোক্তিটি প্রলোভনের কারণে দেওয়া বিধায় তা গৃহীত হবে না ; [ধারা : ২৪, সাক্ষ্য আইন] 65 / 71 65. সাক্ষ্য আইনের ২১ ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক? Confession caused by inducement, threat or promise, when irrelevant in criminal proceeding When oral admissions as to contents of documents are relevant Proof of admissions, against persons making them, and by or on their behalf Admission by party to proceeding or his agent সঠিক উত্তর : Proof of admissions, against persons making them, and by or on their behalf ; [ধারা : ২১, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : Proof of admissions, against persons making them, and by or on their behalf ; [ধারা : ২১, সাক্ষ্য আইন] 66 / 71 66. দলিলে অন্তর্ভূক্ত বিষয় সম্পর্কে মৌখিক স্বীকৃতি প্রাসঙ্গিক হতে পারে - এই বিধানটি সাক্ষ্য আইনের কত ধারার বিষয়বস্তু? ১৮ ধারা ২২ ধারা ২৬ ধারা ২১ ধারা সঠিক উত্তর : ২২ ধারা ; [ধারা : ২২, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ২২ ধারা ; [ধারা : ২২, সাক্ষ্য আইন] 67 / 71 67. দলিলের বিষয়বস্তুর প্রাসঙ্গিকতা বিষয়ে নিচের কোন বিষয়টি সঠিক নয়? দলিল সম্পর্কে এর খাঁটিত্ব বিষয়ে মৌখিক সাক্ষ্য প্রাসঙ্গিক দলিল সম্পর্কে মাধ্যমিক সাক্ষ্য দেবার অধিকারের বিধান থাকলে মৌখিক সাক্ষ্য প্রাসঙ্গিক দলিল সম্পর্কে কোনোভাবেই মৌখিক সাক্ষ্য প্রাসঙ্গিক নয় দলিল সম্পর্কে শর্তাধীনে মৌখিক সাক্ষ্য প্রাসঙ্গিক হতে পারে সঠিক উত্তর : দলিল সম্পর্কে কোনোভাবেই মৌখিক সাক্ষ্য প্রাসঙ্গিক নয় ; [ধারা : ২২, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : দলিল সম্পর্কে কোনোভাবেই মৌখিক সাক্ষ্য প্রাসঙ্গিক নয় ; [ধারা : ২২, সাক্ষ্য আইন] 68 / 71 68. সাক্ষ্য আইনের ১৭ ধারানুসারে স্বীকৃতি কোন কোন বিষয়ে গ্রহণযোগ্য? শুধুই প্রাসঙ্গিক বিষয়ে শুধুই বিচার্য বিষয়ে প্রাসঙ্গিক ও বিচার্য উভয় বিষয়ে প্রাসঙ্গিক, বিচার্য ও ডিজিটাল রেকর্ড বিষয়ে সঠিক উত্তর : প্রাসঙ্গিক ও বিচার্য উভয় বিষয়ে ; [ধারা : ১৭, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : প্রাসঙ্গিক ও বিচার্য উভয় বিষয়ে ; [ধারা : ১৭, সাক্ষ্য আইন] 69 / 71 69. পুলিশ অফিসারের কাছে দেয় স্বীকারোক্তি প্রমাণ করা যায় না এটি সাক্ষ্য আইনের কোন ধারার বিষয়বস্তু? ২৩ ধারা ২৫ ধারা ৩০ ধারা ৩২ ধারা সঠিক উত্তর : ২৫ ধারা ; [ধারা : ২৫, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ২৫ ধারা ; [ধারা : ২৫, সাক্ষ্য আইন] 70 / 71 70. কোনো ব্যক্তি পুলিশের কাছে স্বীকারোক্তি করলো এবং তদনুযায়ী কিছু আলামত উদ্ধার করা হলো। এরূপ পরিস্থিতিতে নিচের কোন বাক্যটি সঠিক? এরূপ স্বীকারোক্তির পুরোটাই আদালতে সাক্ষ্য হিসেবে গ্রহণ করা যাবে এরূপ স্বীকারোক্তি সাথে সাথেই ম্যাজিস্ট্রেটকে জানাতে হবে যে আলামত উদ্ধার করা গেছে, সেইটুকু অংশ শুধু সাক্ষ্যে প্রাসঙ্গিক স্বীকারোক্তি মতে আলামত উদ্ধার হওয়ায় পুলিশ জামিন নামায় তাকে মুক্তি দেবে সঠিক উত্তর : যে আলামত উদ্ধার করা গেছে, সেইটুকু অংশ শুধু সাক্ষ্যে প্রাসঙ্গিক ; [ধারা : ২৭, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : যে আলামত উদ্ধার করা গেছে, সেইটুকু অংশ শুধু সাক্ষ্যে প্রাসঙ্গিক ; [ধারা : ২৭, সাক্ষ্য আইন] 71 / 71 71. সাক্ষ্য আইনের ২২ ধারামতে আদালতে দাখিলকৃত দলিলের সঠিকতা নিয়ে প্রশ্ন না ওঠা পর্যন্ত, উক্ত দলিলের অন্তর্ভূক্ত বিষয়ে .............. প্রাসঙ্গিক নয়। অ্যাফিডেভিট প্রদান সাফাই সাক্ষ্য মৌখিক সাক্ষ্য বর্ণিত সবগুলোই সঠিক সঠিক উত্তর : মৌখিক সাক্ষ্য ; [ধারা : ২২, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : মৌখিক সাক্ষ্য ; [ধারা : ২২, সাক্ষ্য আইন] Your score is Facebook 0% Restart quiz