আইনকানুন একাডেমি

/38
94

Evidence Act [05-16] - Advanced Exam

এখানে সাক্ষ্য আইনের ০৫-১৬ ধারাসমূহ নিয়ে অ্যাডভান্সড লেভেলের এমসিকিউ টেস্ট আছে। সংশ্লিষ্ট ধারাগুলো পড়ে নিয়ে এটি অনুশীলন করুন।

এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন। ইমেইলটি লেখা বাধ্যতামূলক নয়; তবে, ইমেইল এড্রেস দিলে আপনার ইমেইলে বিস্তারিত ফলাফল চলে যাবে।

1 / 38

1. Res Gestae বলতে সাক্ষ্য আইনে কী বোঝায়?

2 / 38

2. সাক্ষ্য আইনের ৬ ধারার শিরোনাম হিসেবে নিচের কোনটি সঠিক?

3 / 38

3. ‘ক’, ‘খ’ - কে হত্যা করেছে কি না এর বিচারে, ঘটনাস্থলে বা এর নিকটে ধস্তাধস্তির ফলে মাটিতে যেসব চিহ্ন পড়েছে তা-

4 / 38

4. `Things said or done by conspirator in reference to common design’- এটি সাক্ষ্য আইনের কত ধারার বিষয়বস্তু?

5 / 38

5. সাক্ষ্য আইনের ৭ ধারার শিরোনাম হিসেবে নিচের কোনটি সঠিক?

6 / 38

6. Facts which are the occasion cause or effect of facts in issue- এটি সাক্ষ্য আইনের কত ধারার বিষয়বস্তু?

7 / 38

7. ক্ষতিপূরণের মোকদ্দমায় ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে সহায়তা করে এইরূপ ঘটনাসমূহ প্রাসঙ্গিক হবে - এটি সাক্ষ্য আইনের কত ধারায় বিধান?

8 / 38

8. সাক্ষ্য আইনের ১৩ ধারার শিরোনাম হিসেবে নিচের কোনটি সঠিক?

9 / 38

9. সাক্ষ্য আইনের কত ধারায় ষড়যন্ত্রকারীদের কাজকে প্রাসঙ্গিক ঘটনা হিসেবে চিহ্নিত করা হয়েছে?

10 / 38

10. কোনো ঘটনার প্রাসঙ্গিকতা প্রশ্নে সাক্ষ্য আইনের ১৪ ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক?

11 / 38

11. Facts necessary to explain or introduce relevant facts- এটি সাক্ষ্য আইনের কত ধারার শিরোনাম?

12 / 38

12. ক,খ-এর উপরে দস্যুতা করেছে কি না, তার বিচারে, খ- দস্যুতার শিকার হওয়ার অব্যবহিত পূর্বে টাকা সঙ্গে নিয়ে মেলায় গিয়েছিল এবং সে অন্যান্য লোকদেরকে টাকা দেখিয়েছিল বা তাদের নিকট টাকার কথা উল্লেখ করেছিল। এই ঘটনাগুলো-

13 / 38

13. ঘটনার প্রাসঙ্গিকতার প্রশ্নে Plea of alibi সম্পর্কিত ধারা হিসেবে নিচের কোনটি সঠিক?

14 / 38

14. একটি মোকদ্দমায় আদালতে এমন প্রশ্ন উঠেছে যে, ‘খ’-এর নিকট থেকে অর্ডার দেওয়া কিছু মাল ক-এর নিকট অর্পিত হয়েছে কি না। সংশ্লিষ্ট মালগুলি পর্যায়ক্রমিকভাবে কতিপয় মধ্যবর্তী ব্যক্তির নিকট অর্পণ করা হয়েছিল। এখানে-

15 / 38

15. Relevancy of facts forming part of same transaction- এটি সাক্ষ্য আইনের কত ধারার বিষয়বস্তু?

16 / 38

16. অচল মুদ্রা বলে জানা সত্ত্বেও প্রতারণামূলকভাবে অন্যকে তা অর্পণের দায়ে ‘ক’- অভিযুক্ত হয়েছে। ইতিপূর্বে ‘ক’-এর এইরূপ অপরাধে দণ্ডিত হওয়ার ঘটনা বর্তমান বিচারের ক্ষেত্রে প্রাসঙ্গিক হবে সাক্ষ্য আইনের কোন ধারা মতে?

17 / 38

17. অচল মুদ্রা বলে জানা সত্ত্বেও প্রতারণামূলকভাবে অন্যকে তা অর্পণের দায়ে ‘ক’- অভিযুক্ত হয়েছে। ইতিপূর্বে ‘ক’-এর এইরূপ অপরাধে দণ্ডিত হওয়ার ঘটনা বর্তমান বিচারের ক্ষেত্রে -

18 / 38

18. ‘খ’-কে হত্যার জন্য ‘ক’-এর বিচারে দেখা যায়, ‘ক’, ‘গ’-কে হত্যা করেছিল, যা ‘খ’-জানতে পারে এবং তা প্রকাশ করার ভয় দেখিয়ে সে ‘ক’ এর নিকট থেকে অর্থ আদায়ের চেষ্টা করে। ‘খ’-কে হত্যার দায়ে ‘ক’-এর বিচারের ক্ষেত্রে এই ঘটনা-

19 / 38

19. When facts not otherwise relevant become relevant- এটি সাক্ষ্য আইনের কত ধারার শিরোনাম?

20 / 38

20. Evidence may be given of facts in issue and relevant facts’- এটি সাক্ষ্য আইনের কত ধারার বিধান?

21 / 38

21. ‘ক’.‘খ’-কে বিষ প্রয়োগ করেছে কি না এর বিচারে, বিষক্রিয়ার লক্ষণ প্রকাশের পূর্বে খ-এর স্বাস্থ্যের অবস্থা এবং খ এর অভ্যাস ক-এর জানা ছিল। এই জ্ঞান এই বিচারের সাক্ষ্য হিসেবে-

22 / 38

22. ‘খ’- এর মৃত্যু ঘটাবার অভিপ্রায়ে মুগুর দ্বারা প্রহার করে তাকে হত্যা করার অপরাধে ‘ক’- অভিযুক্ত হল। ক-এর বিচারে বিচার্য বিষয় হবে-

23 / 38

23. The Evidence Act, 1872 এর ..... ধারায় অপরাধ সংঘটনের উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে। [বার : ২০২২]

24 / 38

24. Motive, preparation and previous or subsequent conduct- এটি সাক্ষ্য আইনের কত ধারার বিষয়বস্তু?

25 / 38

25. সাক্ষ্য আইনের কত ধারায় অভিন্ন অভিপ্রায়ের কথা বলা হয়েছে? [বার : ২০১৭]

26 / 38

26. কোনো একটি ঘটনার ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে পারে এমন বিষয়গুলো সাক্ষ্য হিসেবে কখন প্রাসঙ্গিক?

27 / 38

27. সাক্ষ্য আইনের ১৫ ধারার শিরোনাম হিসেবে নিচের কোনটি সঠিক?

28 / 38

28. ‘ক’,‘খ’-কে প্রহার করে হত্যা করার অপরাধে অভিযুক্ত হয়েছে। প্রহারের সময় বা প্রহারের অব্যবহিত পূর্বে বা পরে ক, খ অথবা ঘটনাস্থলে দণ্ডায়মান ব্যক্তিগণ যা-ই করে থাকুক না কেন, সেগুলি যদি ঐ প্রহারের ঘটনার অংশরূপে বিবেচনা করা যায় তাহলে সেগুলি -

29 / 38

29. B এর হত্যার জন্য A অভিযুক্ত। বিচারকালে নিচের কোন ঘটনাটি বিচার্য বিষয় হবে না— [বার : ২০১৫]

30 / 38

30. সাক্ষ্য আইনের ৮ ধারার শিরোনাম হিসেবে নিচের কোনটি সঠিক?

31 / 38

31. যখন প্রশ্ন ওঠে যে কোনো নির্দিষ্ট একটি কাজ করা হয়েছে কিনা, তখন ঐ কাজটি করার স্বাভাবিক যে পদ্ধতি তা প্রাসঙ্গিক হবে- এটি সাক্ষ্য আইনের কত ধারায় বলা আছে?

32 / 38

32. সাক্ষ্য আইন অনুসারে Facts not otherwise relevant are relevant, If they are ...... any fact in issue or relevant fact;- শুণ্যস্থানে কী বসবে?

33 / 38

33. কোন কাজ দূর্ঘটনামূলক, না ইচ্ছাকৃত - এই প্রশ্নের ধারক ঘটনাবলী সাক্ষ্য হিসেবে সাক্ষ্য আইনের কোন ধারামতে প্রাসঙ্গিক বলে বিবেচিত হয়?

34 / 38

34. সাক্ষ্য আইনের ১০ ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক?

35 / 38

35. Facts relevant when right or custom is in question- এটি সাক্ষ্য আইনের কত ধারার শিরোনাম?

36 / 38

36. কোনো একটি দলিল ‘ক’-এর দলিল কি না তার বিচারে, তর্কিত উইলের তারিখে ‘ক’Ñএর সম্পত্তির ও তার পরিবারের অবস্থা সাক্ষ্য হিসেবে -

37 / 38

37. কোনো কাজের Motive সাক্ষ্য আইনের কোন ধারামতে প্রাসঙ্গিক ঘটনা হিসেবে চিহ্নিত হয়েছে?

38 / 38

38. নিম্নের কোন বিষয়ে সাক্ষ্য দেওয়া যায়-

Your score is

0%