/38 12 Evidence Act [05-16] - Advanced Exam এখানে সাক্ষ্য আইনের ০৫-১৬ ধারাসমূহ নিয়ে অ্যাডভান্সড লেভেলের এমসিকিউ টেস্ট আছে। সংশ্লিষ্ট ধারাগুলো পড়ে নিয়ে এটি অনুশীলন করুন। এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন। ইমেইলটি লেখা বাধ্যতামূলক নয়; তবে, ইমেইল এড্রেস দিলে আপনার ইমেইলে বিস্তারিত ফলাফল চলে যাবে। 1 / 38 1. ‘ক’.‘খ’-কে বিষ প্রয়োগ করেছে কি না এর বিচারে, বিষক্রিয়ার লক্ষণ প্রকাশের পূর্বে খ-এর স্বাস্থ্যের অবস্থা এবং খ এর অভ্যাস ক-এর জানা ছিল। এই জ্ঞান এই বিচারের সাক্ষ্য হিসেবে- অপ্রয়োজনীয় প্রাসঙ্গিক হবে সাক্ষ্যগত মূল্য নেই আদালতের বিবেচনায় তা সাক্ষ্য হিসেবে গ্রহণ হতে পারে সঠিক উত্তর : প্রাসঙ্গিক হবে ; [ধারা : ৭, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : প্রাসঙ্গিক হবে ; [ধারা : ৭, সাক্ষ্য আইন] 2 / 38 2. সাক্ষ্য আইনের ৬ ধারার শিরোনাম হিসেবে নিচের কোনটি সঠিক? Things said or done by conspirator in reference to common design Motive, preparation and previous or subsequent conduct Facts which are the occasion cause or effect of facts in issue Relevancy of facts forming part of same transaction সঠিক উত্তর : Relevancy of facts forming part of same transaction ; [ধারা : ৬, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : Relevancy of facts forming part of same transaction ; [ধারা : ৬, সাক্ষ্য আইন] 3 / 38 3. সাক্ষ্য আইনের কত ধারায় ষড়যন্ত্রকারীদের কাজকে প্রাসঙ্গিক ঘটনা হিসেবে চিহ্নিত করা হয়েছে? ১৪ ধারায় ৮ ধারায় ১০ ধারায় ৯ ধারায় সঠিক উত্তর : ১০ ধারায় ; [ধারা : ১০, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ১০ ধারায় ; [ধারা : ১০, সাক্ষ্য আইন] 4 / 38 4. কোনো কাজের Motive সাক্ষ্য আইনের কোন ধারামতে প্রাসঙ্গিক ঘটনা হিসেবে চিহ্নিত হয়েছে? ১২ ধারায় ১৯ ধারায় ৮ ধারায় ৬ ধারায় সঠিক উত্তর : ৮ ধারায় ; [ধারা : ৮, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ৮ ধারায় ; [ধারা : ৮, সাক্ষ্য আইন] 5 / 38 5. যখন প্রশ্ন ওঠে যে কোনো নির্দিষ্ট একটি কাজ করা হয়েছে কিনা, তখন ঐ কাজটি করার স্বাভাবিক যে পদ্ধতি তা প্রাসঙ্গিক হবে- এটি সাক্ষ্য আইনের কত ধারায় বলা আছে? ১৫ ধারা ২৬ ধারা ১৬ ধারা ১৫ ধারা সঠিক উত্তর : ১৬ ধারা ; [ধারা : ১৬, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ১৬ ধারা ; [ধারা : ১৬, সাক্ষ্য আইন] 6 / 38 6. `Things said or done by conspirator in reference to common design’- এটি সাক্ষ্য আইনের কত ধারার বিষয়বস্তু? ১১ ধারা ১৩৭ ধারা ১০ ধারা ২০ ধারা সঠিক উত্তর : ১০ ধারা ; [ধারা : ১০, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ১০ ধারা ; [ধারা : ১০, সাক্ষ্য আইন] 7 / 38 7. ‘ক’, ‘খ’ - কে হত্যা করেছে কি না এর বিচারে, ঘটনাস্থলে বা এর নিকটে ধস্তাধস্তির ফলে মাটিতে যেসব চিহ্ন পড়েছে তা- গৌণভাবে প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক বিচার্য বিষয়ের সাথে সম্পর্কযুক্ত নয় প্রাসঙ্গিক সঠিক উত্তর : প্রাসঙ্গিক ; [ধারা : ৭, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : প্রাসঙ্গিক ; [ধারা : ৭, সাক্ষ্য আইন] 8 / 38 8. When facts not otherwise relevant become relevant- এটি সাক্ষ্য আইনের কত ধারার শিরোনাম? ৮ ধারা ৮৮ ধারা ১১ ধারা ৪৯ ধারা সঠিক উত্তর : ১১ ধারা ; [ধারা : ১১, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ১১ ধারা ; [ধারা : ১১, সাক্ষ্য আইন] 9 / 38 9. ‘খ’-কে হত্যার জন্য ‘ক’-এর বিচারে দেখা যায়, ‘ক’, ‘গ’-কে হত্যা করেছিল, যা ‘খ’-জানতে পারে এবং তা প্রকাশ করার ভয় দেখিয়ে সে ‘ক’ এর নিকট থেকে অর্থ আদায়ের চেষ্টা করে। ‘খ’-কে হত্যার দায়ে ‘ক’-এর বিচারের ক্ষেত্রে এই ঘটনা- অপ্রাসঙ্গিক দুইটি পৃথক ঘটনা, তাই তা গ্রহণীয় হবেনা সাক্ষ্যগত মূল্য নেই প্রাসঙ্গিক হবে সঠিক উত্তর : প্রাসঙ্গিক হবে ; [ধারা : ৮, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : প্রাসঙ্গিক হবে ; [ধারা : ৮, সাক্ষ্য আইন] 10 / 38 10. Facts necessary to explain or introduce relevant facts- এটি সাক্ষ্য আইনের কত ধারার শিরোনাম? ৮ ধারা ৯ ধারা ১৬ ধারা ১৯ ধারা সঠিক উত্তর : ৯ ধারা ; [ধারা : ৯, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ৯ ধারা ; [ধারা : ৯, সাক্ষ্য আইন] 11 / 38 11. Relevancy of facts forming part of same transaction- এটি সাক্ষ্য আইনের কত ধারার বিষয়বস্তু? ৫ ধারা ৬ ধারা ৯ ধারা ১৩ ধারা সঠিক উত্তর : ৬ ধারা ; [ধারা : ৬, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ৬ ধারা ; [ধারা : ৬, সাক্ষ্য আইন] 12 / 38 12. সাক্ষ্য আইনের ১৩ ধারার শিরোনাম হিসেবে নিচের কোনটি সঠিক? Things said or done by conspirator in reference to common design Motive, preparation and previous or subsequent conduct Facts which are the occasion cause or effect of facts in issue Facts relevant when right or custom is in question সঠিক উত্তর : Facts relevant when right or custom is in question ; [ধারা : ১৩, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : Facts relevant when right or custom is in question ; [ধারা : ১৩, সাক্ষ্য আইন] 13 / 38 13. Motive, preparation and previous or subsequent conduct- এটি সাক্ষ্য আইনের কত ধারার বিষয়বস্তু? ৬ ধারা ১৫ ধারা ৯৮ ধারা ৮ ধারা সঠিক উত্তর : ৮ ধারা ; [ধারা : ৮, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ৮ ধারা ; [ধারা : ৮, সাক্ষ্য আইন] 14 / 38 14. Res Gestae বলতে সাক্ষ্য আইনে কী বোঝায়? কোনো একধিক ঘটনা পরস্পর অতি পৃথক কোনো একাধিক ঘটনা অবিচ্ছেদ্যভাবে সম্পর্কিত কোনো ঘটনার স্বাতন্ত্র্য কোনো ঘটনার অপ্রাসঙ্গিকতা সঠিক উত্তর : কোনো একাধিক ঘটনা অবিচ্ছেদ্যভাবে সম্পর্কিত ; [ধারা : ৬—১১, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : কোনো একাধিক ঘটনা অবিচ্ছেদ্যভাবে সম্পর্কিত ; [ধারা : ৬—১১, সাক্ষ্য আইন] 15 / 38 15. ‘খ’- এর মৃত্যু ঘটাবার অভিপ্রায়ে মুগুর দ্বারা প্রহার করে তাকে হত্যা করার অপরাধে ‘ক’- অভিযুক্ত হল। ক-এর বিচারে বিচার্য বিষয় হবে- ‘খ’-কে ‘ক’-এর মুগুর দ্বারা প্রহার ‘ক’-এর এইরূপ প্রহারে ‘খ’-এর মৃত্যু ‘খ’-এর মৃত্যু ঘটানো ‘ক’-এর অভিপ্রায় উপরের সবগুলো সঠিক সঠিক উত্তর : উপরের সবগুলো সঠিক ; [ধারা : ৫, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : উপরের সবগুলো সঠিক ; [ধারা : ৫, সাক্ষ্য আইন] 16 / 38 16. Facts which are the occasion cause or effect of facts in issue- এটি সাক্ষ্য আইনের কত ধারার বিষয়বস্তু? ৭ ধারা ৬ ধারা ১২ ধারা ৮ ধারা সঠিক উত্তর : ৭ ধারা ; [ধারা : ৭, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ৭ ধারা ; [ধারা : ৭, সাক্ষ্য আইন] 17 / 38 17. ঘটনার প্রাসঙ্গিকতার প্রশ্নে Plea of alibi সম্পর্কিত ধারা হিসেবে নিচের কোনটি সঠিক? ১০ ধারার ১১ ধারার ৬ ধারার ৯ ধারার সঠিক উত্তর : ১১ ধারার ; [ধারা : ১১, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ১১ ধারার ; [ধারা : ১১, সাক্ষ্য আইন] 18 / 38 18. কোনো একটি দলিল ‘ক’-এর দলিল কি না তার বিচারে, তর্কিত উইলের তারিখে ‘ক’Ñএর সম্পত্তির ও তার পরিবারের অবস্থা সাক্ষ্য হিসেবে - প্রাসঙ্গিক হবেনা এইরূপ তথ্য কোনো সাক্ষ্যগত মূল্য বহন করেনা প্রাসঙ্গিক হবে উপরের কোনোটিই সঠিক নয় সঠিক উত্তর : প্রাসঙ্গিক হবে ; [ধারা : ৯, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : প্রাসঙ্গিক হবে ; [ধারা : ৯, সাক্ষ্য আইন] 19 / 38 19. Evidence may be given of facts in issue and relevant facts’- এটি সাক্ষ্য আইনের কত ধারার বিধান? ৫ ধারা ৭ ধারা ১২ ধারা ৪৫ ধারা সঠিক উত্তর : ৫ ধারা ; [ধারা : ৫, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ৫ ধারা ; [ধারা : ৫, সাক্ষ্য আইন] 20 / 38 20. ‘ক’,‘খ’-কে প্রহার করে হত্যা করার অপরাধে অভিযুক্ত হয়েছে। প্রহারের সময় বা প্রহারের অব্যবহিত পূর্বে বা পরে ক, খ অথবা ঘটনাস্থলে দণ্ডায়মান ব্যক্তিগণ যা-ই করে থাকুক না কেন, সেগুলি যদি ঐ প্রহারের ঘটনার অংশরূপে বিবেচনা করা যায় তাহলে সেগুলি - অপ্রাসঙ্গিক হবে সাক্ষ্যগত মূল্য থাকবে না প্রাসঙ্গিক হবে আদালতের অনুমতি সাপেক্ষে প্রাসঙ্গিক হবে সঠিক উত্তর : প্রাসঙ্গিক হবে ; [ধারা : ৬, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : প্রাসঙ্গিক হবে ; [ধারা : ৬, সাক্ষ্য আইন] 21 / 38 21. সাক্ষ্য আইনের ১০ ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক? Things said or done by conspirator in reference to common design Motive, preparation and previous or subsequent conduct Facts which are the occasion cause or effect of facts in issue Relevancy of facts forming part of same transaction সঠিক উত্তর : Things said or done by conspirator in reference to common design ; [ধারা : ১০, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : Things said or done by conspirator in reference to common design ; [ধারা : ১০, সাক্ষ্য আইন] 22 / 38 22. সাক্ষ্য আইনের কত ধারায় অভিন্ন অভিপ্রায়ের কথা বলা হয়েছে? [বার : ২০১৭] ১২ ধারায় ১১ ধারায় ১০ ধারায় ৯ ধারায় সঠিক উত্তর : ১০ ধারায় ; [ধারা : ১০, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ১০ ধারায় ; [ধারা : ১০, সাক্ষ্য আইন] 23 / 38 23. কোনো ঘটনার প্রাসঙ্গিকতা প্রশ্নে সাক্ষ্য আইনের ১৪ ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক? Things said or done by conspirator in reference to common design Motive, preparation and previous or subsequent conduct Facts which are the occasion cause or effect of facts in issue Facts showing existence of state of mind, or of body, or bodily feeling সঠিক উত্তর : Facts showing existence of state of mind, or of body, or bodily feeling ; [ধারা : ১৪, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : Facts showing existence of state of mind, or of body, or bodily feeling ; [ধারা : ১৪, সাক্ষ্য আইন] 24 / 38 24. একটি মোকদ্দমায় আদালতে এমন প্রশ্ন উঠেছে যে, ‘খ’-এর নিকট থেকে অর্ডার দেওয়া কিছু মাল ক-এর নিকট অর্পিত হয়েছে কি না। সংশ্লিষ্ট মালগুলি পর্যায়ক্রমিকভাবে কতিপয় মধ্যবর্তী ব্যক্তির নিকট অর্পণ করা হয়েছিল। এখানে- যেকোনো একটি অর্পণ সম্পর্কে সাক্ষ্য প্রাসঙ্গিক হবে প্রত্যেকটি অর্পণ সম্পর্কে সাক্ষ্য প্রদান প্রাসঙ্গিক হবে এইরূপ পর্যায়ক্রমিক অর্পণের কোনো সাক্ষ্যগত মূল্য নেই মধ্যবর্তী ব্যক্তির নিকট অর্পণকে এই মামলায় প্রাসঙ্গিক করা যাবে না সঠিক উত্তর : প্রত্যেকটি অর্পণ সম্পর্কে সাক্ষ্য প্রদান প্রাসঙ্গিক হবে ; [ধারা : ৬, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : প্রত্যেকটি অর্পণ সম্পর্কে সাক্ষ্য প্রদান প্রাসঙ্গিক হবে ; [ধারা : ৬, সাক্ষ্য আইন] 25 / 38 25. সাক্ষ্য আইনের ৮ ধারার শিরোনাম হিসেবে নিচের কোনটি সঠিক? Things said or done by conspirator in reference to common design Motive, preparation and previous or subsequent conduct Facts which are the occasion cause or effect of facts in issue Relevancy of facts forming part of same transaction সঠিক উত্তর : Motive, preparation and previous or subsequent conduct ; [ধারা : ৮, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : Motive, preparation and previous or subsequent conduct ; [ধারা : ৮, সাক্ষ্য আইন] 26 / 38 26. কোন কাজ দূর্ঘটনামূলক, না ইচ্ছাকৃত - এই প্রশ্নের ধারক ঘটনাবলী সাক্ষ্য হিসেবে সাক্ষ্য আইনের কোন ধারামতে প্রাসঙ্গিক বলে বিবেচিত হয়? ১২ ধারা ১৪ ধারা ১৫ ধারা ১৬ ধারা সঠিক উত্তর : ১৫ ধারা ; [ধারা : ১৫, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ১৫ ধারা ; [ধারা : ১৫, সাক্ষ্য আইন] 27 / 38 27. B এর হত্যার জন্য A অভিযুক্ত। বিচারকালে নিচের কোন ঘটনাটি বিচার্য বিষয় হবে না— [বার : ২০১৫] A, B এর মৃত্যু ঘটিয়েছিল A, B এর মৃত্যু ঘটানোর অভিপ্রায় করেছিল A, B এর নিকট হতে আকস্মিক প্ররোচনা পেয়েছিল A এর বড় ভাই স্ত্রীকে তালাক দিয়েছিল সঠিক উত্তর : A এর বড় ভাই স্ত্রীকে তালাক দিয়েছিল ; [ধারা : ৬, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : A এর বড় ভাই স্ত্রীকে তালাক দিয়েছিল ; [ধারা : ৬, সাক্ষ্য আইন] 28 / 38 28. The Evidence Act, 1872 এর ..... ধারায় অপরাধ সংঘটনের উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে। [বার : ২০২২] ৭ ৮ ৯ ১০ সঠিক উত্তর : ৮ ; [ধারা : ৮, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ৮ ; [ধারা : ৮, সাক্ষ্য আইন] 29 / 38 29. অচল মুদ্রা বলে জানা সত্ত্বেও প্রতারণামূলকভাবে অন্যকে তা অর্পণের দায়ে ‘ক’- অভিযুক্ত হয়েছে। ইতিপূর্বে ‘ক’-এর এইরূপ অপরাধে দণ্ডিত হওয়ার ঘটনা বর্তমান বিচারের ক্ষেত্রে - প্রাসঙ্গিক হবে না পূর্বে নিষ্পন্ন কোনো কিছুকে বর্তমানে উপস্থাপন করা যায়না প্রাসঙ্গিক হবে আদালতের বিবেচনায় আদালত তা গ্রহণ করতে পারে সঠিক উত্তর : প্রাসঙ্গিক হবে ; [ধারা : ১৪, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : প্রাসঙ্গিক হবে ; [ধারা : ১৪, সাক্ষ্য আইন] 30 / 38 30. নিম্নের কোন বিষয়ে সাক্ষ্য দেওয়া যায়- বিচার্য বিষয় ঘটনার সাথে প্রাসঙ্গিক বিষয় যেকোন বিষয়ে সাক্ষ্য দেওয়া যায় ক ও খ উভয়ই সঠিক সঠিক উত্তর : ক ও খ উভয়ই সঠিক ; [ধারা : ৫, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ক ও খ উভয়ই সঠিক ; [ধারা : ৫, সাক্ষ্য আইন] 31 / 38 31. সাক্ষ্য আইনের ১৫ ধারার শিরোনাম হিসেবে নিচের কোনটি সঠিক? Things said or done by conspirator in reference to common design Motive, preparation and previous or subsequent conduct Facts bearing on question whether act was accidental or intentional Facts relevant when right or custom is in question সঠিক উত্তর : Facts bearing on question whether act was accidental or intentional ; [ধারা : ১৫, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : Facts bearing on question whether act was accidental or intentional ; [ধারা : ১৫, সাক্ষ্য আইন] 32 / 38 32. সাক্ষ্য আইন অনুসারে Facts not otherwise relevant are relevant, If they are ...... any fact in issue or relevant fact;- শুণ্যস্থানে কী বসবে? consistent with inconsistent with closely connected with সঠিক উত্তর নেই সঠিক উত্তর : inconsistent with ; [ধারা : ১১, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : inconsistent with ; [ধারা : ১১, সাক্ষ্য আইন] 33 / 38 33. ক্ষতিপূরণের মোকদ্দমায় ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে সহায়তা করে এইরূপ ঘটনাসমূহ প্রাসঙ্গিক হবে - এটি সাক্ষ্য আইনের কত ধারায় বিধান? ১২ ধারা ২২ ধারা ১৪ ধারা ২৪ ধারা সঠিক উত্তর : ১২ ধারা ; [ধারা : ১২, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ১২ ধারা ; [ধারা : ১২, সাক্ষ্য আইন] 34 / 38 34. ক,খ-এর উপরে দস্যুতা করেছে কি না, তার বিচারে, খ- দস্যুতার শিকার হওয়ার অব্যবহিত পূর্বে টাকা সঙ্গে নিয়ে মেলায় গিয়েছিল এবং সে অন্যান্য লোকদেরকে টাকা দেখিয়েছিল বা তাদের নিকট টাকার কথা উল্লেখ করেছিল। এই ঘটনাগুলো- অপ্রাসঙ্গিক বিচার্য বিষয়ের সাথে সম্পর্কযুক্ত নয় প্রাসঙ্গিক আংশিক প্রাসঙ্গিক হতে পারে সঠিক উত্তর : প্রাসঙ্গিক ; [ধারা : ৭, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : প্রাসঙ্গিক ; [ধারা : ৭, সাক্ষ্য আইন] 35 / 38 35. কোনো একটি ঘটনার ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে পারে এমন বিষয়গুলো সাক্ষ্য হিসেবে কখন প্রাসঙ্গিক? সুনির্দিষ্ট কার্যসম্পাদনের মোকদ্দমায় দখল পুনরুদ্ধারের মোকদ্দমায় নিষেধাজ্ঞা চেয়ে করা মোকদ্দমায় ক্ষতিপূরণের মোকদ্দমায় সঠিক উত্তর : ক্ষতিপূরণের মোকদ্দমায় ; [ধারা : ১২, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ক্ষতিপূরণের মোকদ্দমায় ; [ধারা : ১২, সাক্ষ্য আইন] 36 / 38 36. সাক্ষ্য আইনের ৭ ধারার শিরোনাম হিসেবে নিচের কোনটি সঠিক? Things said or done by conspirator in reference to common design Motive, preparation and previous or subsequent conduct Facts which are the occasion cause or effect of facts in issue Relevancy of facts forming part of same transaction সঠিক উত্তর : Facts which are the occasion cause or effect of facts in issue ; [ধারা : ৭, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : Facts which are the occasion cause or effect of facts in issue ; [ধারা : ৭, সাক্ষ্য আইন] 37 / 38 37. অচল মুদ্রা বলে জানা সত্ত্বেও প্রতারণামূলকভাবে অন্যকে তা অর্পণের দায়ে ‘ক’- অভিযুক্ত হয়েছে। ইতিপূর্বে ‘ক’-এর এইরূপ অপরাধে দণ্ডিত হওয়ার ঘটনা বর্তমান বিচারের ক্ষেত্রে প্রাসঙ্গিক হবে সাক্ষ্য আইনের কোন ধারা মতে? ১২ ধারা ২৩ ধারা ১৪ ধারা ১৬ ধারা সঠিক উত্তর : ১৪ ধারা ; [ধারা : ১৪, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ১৪ ধারা ; [ধারা : ১৪, সাক্ষ্য আইন] 38 / 38 38. Facts relevant when right or custom is in question- এটি সাক্ষ্য আইনের কত ধারার শিরোনাম? ১২ ধারা ২৩ ধারা ১৩ ধারা ১৬ ধারা সঠিক উত্তর : ১৩ ধারা ; [ধারা : ১৩, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ১৩ ধারা ; [ধারা : ১৩, সাক্ষ্য আইন] Your score is Facebook 0% Restart quiz