আইনকানুন একাডেমি

/44
136

Evidence Act [01-04] - Advanced Exam

এখানে সাক্ষ্য আইনের ০১-০৪ ধারাসমূহ নিয়ে অ্যাডভান্সড লেভেলের এমসিকিউ টেস্ট আছে। সংশ্লিষ্ট ধারাগুলো পড়ে নিয়ে এটি অনুশীলন করুন।

এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন। ইমেইলটি লেখা বাধ্যতামূলক নয়; তবে, ইমেইল এড্রেস দিলে আপনার ইমেইলে বিস্তারিত ফলাফল চলে যাবে।

1 / 44

1. The Evidence Act, 1872 প্রণয়ন করেন- [জুডি. : ২০১৮]

2 / 44

2. Digital record” or “electronic record” - বলতে নিচের কোন আইনে সংজ্ঞায়িত ডিভাইসের তথ্য—উপাত্তকে বোঝাবে?

3 / 44

3. সাক্ষ্য আইন অনুসারে আদালতের অনুমান কয় প্রকারের হতে পারে?

4 / 44

4. সাধারণত একজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের ধরণ হয় - [বার : ২০১৫]

5 / 44

5. Interpretation clause - এটি সাক্ষ্য আইনের কত ধারার শিরোনাম?

6 / 44

6. সাক্ষ্য আইন কত সালে প্রণীত হয়?

7 / 44

7. সাক্ষ্য আইনে Shall presume বলতে নিচের কোনটি বোঝাবে?

8 / 44

8. সাক্ষ্য আইন কতটি খণ্ডে বিভক্ত?

9 / 44

9. আদালত কখন কোনো ঘটনাকে মিথ্যা প্রমাণিত করার জন্য সাক্ষ্যদানের অনুমতি দেবেন না?

10 / 44

10. নিম্নের কোন বিষয়টি `Shall Presume’ এর অন্তভুর্ক্ত? [বার : ২০২০]

11 / 44

11. দণ্ডবিধির ২৯ ধারাটির সাথে সাক্ষ্য আইনের ৩ ধারার নিচে বর্ণিত কোন ধরনের মিল আছে?

12 / 44

12. any fact from which, either by itself or in connection with other facts, the existence, non-existence, nature or extent of any right, liability, or disability, asserted or denied in any suit or proceeding, necessarily follows. - এটিকে সাক্ষ্য আইন অনুসারে কি বলা হয়?

13 / 44

13. “Digital Signature Certificate” means any electronic signature certificate as defined in ..... .... . শুণ্যস্থানে কী বসবে?

14 / 44

14. সাক্ষ্য আইন এর খসড়া প্রস্তুত করেন কোন বিচারপতি?

15 / 44

15. সাক্ষ্য আইন ১৮৭২ সালের কোন মাস থেকে কার্যকর হয় ?

16 / 44

16. The Evidence Act, 1872 অনুযায়ী নিম্নের কোনটি সঠিক নয়? [বার : ২০২২]

17 / 44

17. ‘অপ্রমাণিত’- এর সংজ্ঞা সাক্ষ্য আইনের কত ধারায় বলা আছে?

18 / 44

18. “Certifying Authority” means Certificate issuing Authority as defined in ..... .... . - শুণ্যস্থানে কী বসবে?

19 / 44

19. ‘Proved’- এর সংজ্ঞা সাক্ষ্য আইনের কত ধারায় বলা আছে?

20 / 44

20. Conclusive Proof এর সংজ্ঞা সাক্ষ্য আইনে কোন ধারায় দেওয়া আছে?

21 / 44

21. সাক্ষ্য আইন মূলত কি ধরনের আইন?

22 / 44

22. সাক্ষ্য আইন, ১৮৭২ কার্যকর হয়-

23 / 44

23. সাক্ষ্য আইন কতটি অধ্যায়ে বিভক্ত?

24 / 44

24. একটি মামলার বিচার্য বিষয়ের উদ্ভব হয় কোথায় থেকে?

25 / 44

25. সাক্ষ্য আইন নিচের কোন আইনের ক্ষেত্রে কার্যকর হয় না?

26 / 44

26. কোনো ডিজিটাল রেকর্ড দলিলের অন্তর্ভুক্ত হবে - এমন বিধান সাক্ষ্য আইনে কোন সালে যুক্ত হয়েছে?

27 / 44

27. সাক্ষ্য আইনের ৩ ধারায় Evidence এর সংজ্ঞায় নিচের কোন শব্দটিকে সবশেষ সংশোধনীতে যুক্ত করা হয়েছে?

28 / 44

28. ‘বিচার্য বিষয়’- এর সংজ্ঞা সাক্ষ্য আইনের কত ধারায় বলা আছে?

29 / 44

29. সাক্ষ্য আইন অনুসারে a man has a certain reputation, is a .... . - শুণ্যস্থানে কী বসবে?

30 / 44

30. সাক্ষ্য আইনের কোন ধারায় সাক্ষ্য আইনে ব্যবহৃত বিভিন্ন শব্দ বা বিষয়ের সংজ্ঞা দেওয়া হয়েছে?

31 / 44

31. দলিলের সংজ্ঞা সাক্ষ্য আইনে কত ধারার বিষয়বস্তু?

32 / 44

32. সাক্ষ্য আইনের কোন ধারায় সাক্ষ্যের সংজ্ঞা দেওয়া আছে?

33 / 44

33. সাক্ষ্য আইনের কোন ধারায় ‘ঘটনা’র সংজ্ঞা দেওয়া আছে?

34 / 44

34. স্যার জেমস স্টিফেন কত সালে সাক্ষ্য আইনের খসড়া তৈরি করে?

35 / 44

35. সাক্ষ্য আইন অনুযায়ী আদালত নয় কোনটি?

36 / 44

36. সাক্ষ্য আইনের ৩ ধারায় নিচের কোন শব্দটির সংজ্ঞা সবশেষ সংশোধনীতে যুক্ত করা হয়েছে?

37 / 44

37. সাক্ষ্য আইন ১৮৭২ সালের কত নং আইন?

38 / 44

38. সাক্ষ্য আইন অনুসারে - A fact is said ....... when it is neither proved nor disproved - শুণ্যস্থানে কী বসবে?

39 / 44

39. সাক্ষ্য আইন প্রযোজ্য হয় -

40 / 44

40. দলিল বলতে নিচের কোনগুলোকে বোঝাবে?

41 / 44

41. “Digital Signature” or “electronic Signature” means any electronic signature as defined in ..... .... .- শুণ্যস্থানে কী বসবে?

42 / 44

42. কখন কোনো একটি ঘটনাকে অপ্রমাণিত বলা যায়?

43 / 44

43. সাক্ষ্য আইন কয়টি ধারা নিয়ে গঠিত?

44 / 44

44. অনুমান বিষয়ে প্রাথমিক বা সংজ্ঞাগত ধারণা সাক্ষ্য আইনের কোন ধারায় আছে?

Your score is

0%