আইনকানুন একাডেমি

/64
9

CrPC [525A-565] - Advanced Exam

এখানে ফৌজদারি কার্যবিধির ৫২৫ক-৫৬৫ ধারাসমূহ নিয়ে অ্যাডভান্সড লেভেলের এমসিকিউ টেস্ট আছে। সংশ্লিষ্ট ধারাগুলো পড়ে নিয়ে এটি অনুশীলন করুন।

এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন। ইমেইলটি লেখা বাধ্যতামূলক নয়; তবে, ইমেইল এড্রেস দিলে আপনার ইমেইলে বিস্তারিত ফলাফল চলে যাবে।

1 / 64

1. ফরম প্রণয়নের বা প্রয়োজনীয় পরিবর্তনের ক্ষমতা ফৌজদারি কার্যবিধির কোন ধারায় বর্ণিত আছে?

2 / 64

2. ফৌজদারি কার্যবিধির কোন তফসিলটি বাতিলকৃত?

3 / 64

3. কোন অপরাধের বিচারের এখতিয়ার দায়রা আদালতের নাই? [জুডি. : ২০১০]

4 / 64

4. ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিলের ৪ নং কলামের বিষয়বস্তু নিচের কোনটি?

5 / 64

5. অধস্তন আদালতের নথি পরীক্ষার প্রয়োজনে সুপ্রিম কোর্ট কর্তৃক নিয়ম প্রণয়নের বিধান ফৌজদারি কার্যবিধির কোন ধারায় বর্ণিত আছে?

6 / 64

6. পেনাল কোড এর অপরাধসমূহ কোন আদালত কতৃর্ক বিচারযোগ্য, তা ক্রিমিনাল প্রসিডিউর কোডের কোথায় উল্লেখ আছে? [জুডি. : ২০১৪]

7 / 64

7. মামলা স্থানান্তর করতে দায়রা জজের ক্ষমতা ফৌজদারি কার্যবিধির কোন ধারায় বর্ণিত আছে?

8 / 64

8. ফৌজদারি কার্যবিধি অনুসারে আদালতের ভাষা নির্ণয় কে করতে পারেন?

9 / 64

9. Power of Sessions Judge to transfer cases - এটি ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিধান?

10 / 64

10. যে ক্ষেত্রে কোনো কর্ম বা কর্মবিচ্যুতি দুই বা ততোধিক আইনের অধীনে শাস্তিযোগ্য অপরাধ হয়, সেক্ষেত্রে নিম্নের কোনটি সঠিক হবে? [জুডি. : ২০১৩]

11 / 64

11. ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিলের ২ নং কলামের বিষয়বস্তু নিচের কোনটি?

12 / 64

12. যে সমস্ত অনিয়মের কারণে কোনো কার্যক্রম বাতিল হয় না সে সংক্রান্ত ফৌজদারি কার্যবিধিতে বিধান কোন ধারায় বর্ণিত আছে?

13 / 64

13. এক দায়রা বিভাগ হতে অন্য দায়রা বিভাগে মামলা স্থানান্তর করতে কোথায় আবেদন করতে হয়?

14 / 64

14. কয়টি ক্ষেত্রে অনিয়মের জন্য কোনো কার্যক্রম বাতিল হয় ফৌজদারি কার্যবিধির ৫৩০ ধারা অনুসারে?

15 / 64

15. কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে কোথায় আটক রাখা হবে তা নির্ধারণ করেন কে? [বার : ২০২২]

16 / 64

16. ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিলের ৭ নং কলামের বিষয়বস্তু নিচের কোনটি?

17 / 64

17. ফরিয়াদি এবং সাক্ষীদের খরচ সংক্রান্ত বিধান ফৌজদারি কার্যবিধির কোথায় বর্ণিত আছে?

18 / 64

18. স্বামী কর্তৃক স্ত্রীকে ধর্ষণের অপরাধ সম্পর্কে বিশেষ বিধান ফৌজদারি কার্যবিধির কোথায় বলা আছে?

19 / 64

19. সরেজমিন পরিদর্শন সংক্রান্ত ফৌজদারি কার্যবিধির বিধান কোন ধারায় বর্ণিত আছে?

20 / 64

20. ফৌজদারি কার্যবিধির তৃতীয় তফসিলের বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক?

21 / 64

21. কয়টি ক্ষেত্রে অনিয়মের জন্য কোনো কার্যক্রম বাতিল হয় না ফৌজদারি কার্যবিধির ৫২৯ ধারা অনুসারে?

22 / 64

22. একজন সংক্ষুব্ধ ব্যক্তির আদালতের কোনো কার্যধারার সংশ্লিষ্ট আদেশ, রায়, সাক্ষ্য বা নথির যেকোনো অংশের কপি সংগ্রহের অধিকার ফৌজদারি কার্যবিধির কোন ধারাবলে দেওয়া হয়েছে?

23 / 64

23. ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিলের ৬ নং কলামের বিষয়বস্তু নিচের কোনটি?

24 / 64

24. হাইকোর্ট বিভাগের সহজাত ক্ষমতা (Inherent Power) আছে কত ধারায়? [বার : ২০১৭]

25 / 64

25. ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিলের ৩ নং কলামের বিষয়বস্তু নিচের কোনটি?

26 / 64

26. ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিলের ৮ নং কলামের বিষয়বস্তু নিচের কোনটি?

27 / 64

27. একজন জেলা ম্যাজিস্ট্রেট তার অধস্তন এক নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত থেকে অন্য একটি নির্বাহী ম্যাজিস্ট্রেটকে স্থানান্তর করতে ফৌজদারি কার্যবিধির কোন ধারাবলে ক্ষমতাবান?

28 / 64

28. চোরাই মাল বলে সন্দেহজনক মাল জব্দ করার ব্যাপারে পুলিশকে কোন ধারাবলে দেওয়া হয়েছে ফৌজদারি কার্যবিধিতে?

29 / 64

29. একটি জেলায় এক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালত থেকে অন্য অন্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে মামলা স্থানান্তর করতে পারেন সাধারণভাবে কে?

30 / 64

30. হাইকোর্ট বিভাগ মামলা স্থানান্তর করতে পারেন ফৌজদারি কার্যবিধির কোন ধারা অনুসারে?

31 / 64

31. High Court Division may transfer case or itself try it - এটি ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিধান?

32 / 64

32. কোনো ভুল স্থানে মামলার কার্যক্রম অনুষ্ঠিত হলে সাধারণভাবে উক্ত মামলার কার্যক্রম বাতিল হয় না = এটি ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিষয়বস্তু?

33 / 64

33. কোনো ভুল স্থানে মামলার কার্যক্রম অনুষ্ঠিত হলে উক্ত মামলার কার্যক্রম বাতিল হতে পারে নিচের কোন কারণে?

34 / 64

34. ফৌজদারি কার্যবিধির ৫২৬খ ধারাবলে কোনো দায়রা জজ নিজ এখতিয়ারাধীন এলাকার ভেতরে মামলা স্থানান্তরের ক্ষেত্রে কোন ধারার বিধানাবলী অনুসরণ করবেন?

35 / 64

35. ঢাকা মহানগরীর শাহবাগ থানার মামলা ঢাকা জেলার সাভার থানায় স্থানান্তরের ক্ষমতা নিচের কোন আদালতের আছে?

36 / 64

36. ফৌজদারি কার্যবিধির ৫৬১ ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক?

37 / 64

37. ‘Nothing in this Code shall be deemed to limit or affect the inherent power of the high court division to make such orders as may be necessary to give effect to any order under this Code or to prevent abuse of the process of any court or otherwise to secure the end of justice’বিধানটি The Code of Criminal Procedure,1898 এর কত ধারায় বর্ণিত হয়েছে? [জুডি. : ২০১৭]

38 / 64

38. ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিলের ১ নং কলামের বিষয়বস্তু নিচের কোনটি?

39 / 64

39. কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালত থেকে অন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে মামলা স্থানান্তর করতে পারেন কে?

40 / 64

40. Copies of proceedings - এই শিরোনামে ফৌজদারি কার্যবিধির বিধান কোন ধারায় বর্ণিত আছে?

41 / 64

41. ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিলের বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক?

42 / 64

42. ফৌজদারি কার্যবিধির পঞ্চম তফসিলে কতটি ফরমের নমুনা দেওয়া আছে?

43 / 64

43. ম্যাজিট্রেট The Code of Criminal Procedure, 1898 এর কোন ধারা মোতাবেক ঘটনাস্থল পরিদর্শন করতে পারেন? [বার : ২০২২]

44 / 64

44. Power of Appellate Division to transfer cases and appeals - এটি ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিধান?

45 / 64

45. কোনো জেলার ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন মামলা অন্য কোনো জেলায় অবস্থিত ম্যাজিস্ট্রেট আদালতে স্থানান্তর করার দরখাস্ত কোন আদালতে করতে হবে? [জুডি. : ২০১২]

46 / 64

46. ফৌজদারি কার্যবিধির পঞ্চম তফসিলের বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক?

47 / 64

47. ঢাকা জেলার সাভার থানার মামলা ঢাকা মহানগরীর শাহবাগ থানায় স্থানান্তরের ক্ষমতা নিচের কোন আদালতের আছে?

48 / 64

48. ঢাকা মহানগরীর শাহবাগ থানার মামলা একই নগরীর ধানমন্ডি থানায় স্থানান্তরের ক্ষমতা সাধারণভাবে নিচের কোন আদালতের আছে?

49 / 64

49. ফৌজদারি কার্যবিধির কোন ধারায় আদালতকে মামলা শুনানির যেকোনো পর্যায়ে সাক্ষীকে তলব করার ক্ষমতা দেওয়া আছে? [বার : ২০১৭]

50 / 64

50. ফৌজদারি কার্যবিধির পঞ্চম তফসিলে থাকা ফরমগুলো কোন ধারার বিধানবলে প্রণীত বলে উল্লেখ রয়েছে?

51 / 64

51. একটি জেলায় এক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত থেকে অন্য জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে মামলা স্থানান্তর করতে পারেন - [বার : ২০১২]

52 / 64

52. ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিলের ৫ নং কলামের বিষয়বস্তু নিচের কোনটি?

53 / 64

53. ঢাকা জেলার সাভার থানার একটি মামলা আশুলিয়া থানায় স্থানান্তরের ক্ষমতা সাধারণভাবে নিচের কোন আদালতের আছে?

54 / 64

54. ফৌজদারি কার্যবিধির চতুর্থ তফসিলের বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক?

55 / 64

55. ফৌজদারি কার্যবিধির পঞ্চম তফসিলে থাকা ফরমসূমহ সম্পর্কিত ধারা কোনটি?

56 / 64

56. ফৌজদারি কার্যবিধির চতুর্থ তফসিল এই আইনের কোন ধারার সাথে সংশ্লিষ্ট?

57 / 64

57. নিম্নের কোনটি Cognizable অপরাধ? [জুডি. : ২০১৪]

58 / 64

58. ঢাকা জেলার আশুলিয়া থানার মামলা ঢাকা মহানগরীর ধানমন্ডি থানায় স্থানান্তরের ক্ষমতা নিচের কোন আদালতের আছে?

59 / 64

59. Power to compel restoration of abducted females - ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিধান?

60 / 64

60. যে সমস্ত অনিয়মের কারণে কোনো কার্যক্রম বাতিল হয় - সে সংক্রান্ত ফৌজদারি কার্যবিধিতে বিধান কোন ধারায় বর্ণিত আছে?

61 / 64

61. ফৌজদারি বিচার ব্যবস্থায় নিম্নের কোন আদালতের অন্তর্নিহিত ক্ষমতা আছে? [জুডি. : ২০১৩]

62 / 64

62. যুগ্ম দায়রা জজ আদালত হতে একটি মামলা প্রত্যাহার করতে পারেন সংশ্লিষ্ট - [বার : ২০১৩]

63 / 64

63. হাইকোর্ট বিভাগের কোনো স্থায়ী বেঞ্চে চলা একটি আপিল অন্য একটি স্থায়ী বেঞ্চে কে স্থানান্তর করতে পারেন?

64 / 64

64. ফৌজদারি কার্যবিধির তৃতীয় তফসিল এই আইনের কোন ধারার সাথে সংশ্লিষ্ট?

Your score is

0%