আইনকানুন একাডেমি

/45
6

CrPC [404-416] - Advanced Exam

এখানে ফৌজদারি কার্যবিধির ৪০৪-৪১৬ ধারাসমূহ নিয়ে অ্যাডভান্সড লেভেলের এমসিকিউ টেস্ট আছে। সংশ্লিষ্ট ধারাগুলো পড়ে নিয়ে এটি অনুশীলন করুন।

এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন। ইমেইলটি লেখা বাধ্যতামূলক নয়; তবে, ইমেইল এড্রেস দিলে আপনার ইমেইলে বিস্তারিত ফলাফল চলে যাবে।

1 / 45

1. নিচের কোন ক্ষেত্রে আপিল করা চলে না?

2 / 45

2. সংক্ষিপ্ত বিচারের কোন ক্ষেত্রে আপিল চলবে না?

3 / 45

3. ফৌজদারি কার্যবিধির ৪১২ ধারামতে অভিযুক্ত ব্যক্তি কর্তৃক দোষ স্বীকারের ক্ষেত্রে - there shall be no appeal except as to the ........ - শুণ্যস্থানে কী বসবে?

4 / 45

4. একজন অতিরিক্ত দায়রা জজ কোন ধরনের আপিল শ্রবণ করে থাকেন?

5 / 45

5. যদি আদালত শুধুমাত্র জরিমানা আরোপ করে এবং উক্ত জরিমানা প্রদানের ব্যর্থতার কারণে দণ্ড আরোপ করলে উক্ত দণ্ডাদেশের বিরুদ্ধে - [বার : ২০১৭]

6 / 45

6. একজন দ্বিতীয় শ্রেণির ম্যাজিস্ট্রেট প্রদত্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল নিচের কোন আদালতে অনুষ্ঠিত হতে পারে?

7 / 45

7. তুচ্ছ মামলায় কোনো আপিল নাই - এটি ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিষয়বস্তু?

8 / 45

8. আসামি দোষ স্বীকার করলে নিচে বর্ণিত কোন বাক্যটি সঠিক নয়?

9 / 45

9. ফৌজদারি কার্যবিধির ৪১৪ ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক?

10 / 45

10. No appeal shall lie from any judgment or order of a Criminal Court except as provided for by this Code or by any other law for the time being in force. - এটি ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিধান?

11 / 45

11. ফৌজদারি কার্যবিধির ৮৯ ধারাবলে ক্রোককৃত সম্পত্তি পুনরুদ্ধারের আবেদন অগ্রাহ্য হলে এরূপ আদেশের বিরুদ্ধে ফৌজদারি আপিল চলে - এটি কোন ধারার বিষয়বস্তু?

12 / 45

12. একজন ১ম শ্রেণির জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পেনাল কোডের ৩৭৯ ধারায় অভিযুক্ত আসামির বিরুদ্ধে চার্জ গঠনকালে আসামি guilty plead করায় ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। উক্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল দায়ের হলে নিম্নের কোনটি হতে পারে? [জুডি. : ২০১৩]

13 / 45

13. একটি মামলা সংক্ষিপ্ত বিচারে প্রদত্ত ১৫০ টাকার অর্থদণ্ডের বিরুদ্ধে দায়েরকৃত আপিলে আপিল আদালত এটি ..... [বার : ২০২২]

14 / 45

14. The Code of Criminal Procedure, ১৮৯৮ এর বিধানানুসারে অতিরিক্ত দায়রা জজ প্রদত্ত দণ্ডের বিরুদ্ধে আপিল করতে হবে কোথায়? [বার : ২০২২]

15 / 45

15. একজন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করতে হয় কোথায়?

16 / 45

16. ফৌজদারি কার্যবিধির আপিল সংক্রান্ত বিধান অনুসারে petty case বা তুচ্ছ মামলা বলতে নিচের কোনটি বোঝায়?

17 / 45

17. শান্তিরক্ষা বা সদাচরণের মুচলেকার আদেশের বিরুদ্ধে আপিল কোথায় করতে হয়?

18 / 45

18. মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যদি দণ্ডবিধির ১২৪ক ধারায় শাস্তি দেয় তবে এর বিরুদ্ধে আপিল কোথায় করতে হবে?

19 / 45

19. একজন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কোন অধস্তন আদালতের দণ্ডাদেশের আপিল শুনতে পারেন?

20 / 45

20. সদাচরণের মুচলেকার আদেশের বিরুদ্ধে আপিল চলে — এটি ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিষয়বস্তু?

21 / 45

21. একজন দ্বিতীয় শ্রেণির ম্যাজিস্ট্রেট প্রদত্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করতে হয়-

22 / 45

22. নিচের কোন ক্ষেত্রে আপিল করা চলে না?

23 / 45

23. একজন প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেটের, রাষ্ট্রদ্রোহিতা ব্যতীত, অন্য সকল অপরাধের দণ্ডাদেশের বিরুদ্ধে কোন আদালতে আপিল করতে হবে? [জুডি. : ২০১২]

24 / 45

24. দায়রা আদালতে সর্বোচ্চ কত মাসের কারাদণ্ডের ক্ষেত্রে আপিল করা যায় না?

25 / 45

25. সংক্ষিপ্ত বিচারে অনধিক ২০০/— টাকা অর্থদণ্ড হলে উক্ত আদেশের বিরুদ্ধে প্রতিকার কী? [বার : ২০১৫]

26 / 45

26. ফৌজদারি কার্যবিধির ৮৯ ধারাবলে ক্রোককৃত সম্পত্তি পুনরুদ্ধারের আবেদন অগ্রাহ্য হলে করণীয় হিসেবে নিচের কোনটি সঠিক?

27 / 45

27. যুগ্ম দায়রা জজ কোনো মামলায় ৫ বছরের কারাদণ্ড দিলে এর বিরুদ্ধে আপিল কোথায় করতে হবে?

28 / 45

28. ঢাকার সাভার থানার আওতাধীন একজন রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে সর্বোচ্চ ম্যাজিস্ট্রেট আদালত কর্তৃক দণ্ডিত হলে তিনি তার দণ্ডের বিরুদ্ধে আপিল কোথায় করবেন?

29 / 45

29. There is no appeal from a sentence of imprisonment passed by such Court or Magistrate in default of payment of fine when no substantive sentence of imprisonment has also been passed. - এটি ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিধান?

30 / 45

30. ঢাকার শাহবাগ থানার আওতাধীন একজন রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে দণ্ডিত হলে তিনি তার দণ্ডের বিরুদ্ধে আপিল কোথায় করবেন?

31 / 45

31. এডিশনাল চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে হস্তান্তরিত আপিল কে প্রত্যাহার করতে পারেন?

32 / 45

32. একজন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল হবে - [বার : ২০১৩]

33 / 45

33. দোষ স্বীকার করার প্রেক্ষিতে প্রদত্ত রায়ের বিরুদ্ধে আসামি কোন প্রশ্নে আপিল করতে পারেন? [বার : ২০২০]

34 / 45

34. আসামি দোষ স্বীকার করলে আপিল চলবে না - এটি ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিষয়বস্তু?

35 / 45

35. দ্বিতীয় শ্রেণির ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রদত্ত দণ্ডের বিরুদ্ধে আপিল কোথায় করতে হবে? [বার : ২০২৩]

36 / 45

36. নিচে বর্ণিত কোন ধরনের দণ্ডাদেশের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করতে হয়?

37 / 45

37. যদি আদালত শুধুমাত্র জরিমানা আরোপ করে এবং উক্ত জরিমানা প্রদানের ব্যর্থতার কারণে দণ্ড আরোপ করলে উক্ত দণ্ডাদেশের বিরুদ্ধে সাধারণভাবে আপিল চলবে না - এটি ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিষয়বস্তু?

38 / 45

38. ঢাকা মেট্রোপলিটনের শাহবাগ থানাধীন একজন ১ মাসের কারাদণ্ডে দণ্ডিত হলে সেই দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক?

39 / 45

39. ফৌজদারি কার্যবিধির আপিল সংক্রান্ত বিধান অনুসারে petty case বা তুচ্ছ মামলা বলতে নিচের কোনটি বোঝায়?

40 / 45

40. ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেটের দণ্ডাদেশের বিরূদ্ধে আপিল করতে হবে কোন আদালতে? [বার : ২০১২]

41 / 45

41. তৃতীয় শ্রেণির ম্যাজিস্ট্রেট প্রদত্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করতে হয় - [বার : ২০১৫]

42 / 45

42. যুগ্ম দায়রা জজ ৭ বছরের কারাদণ্ড আরোপ করলে উক্ত দণ্ডাদেশের বিরুদ্ধে কোন আদালতে আপিল করতে হবে? [বার : ২০১২]

43 / 45

43. দায়রা আদালতের প্রদত্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করতে হয় কোথায়?

44 / 45

44. ফৌজদারি কার্যবিধি বা অন্য বিশেষ আইনে বিধান না থাকলে আপিল চলবে না - ফৌজদারি আপিল সম্পর্কে এই ভিত্তিমূলক কথাটি কোন ধারার বিষয়বস্তু?

45 / 45

45. ফৌজদারি কার্যবিধির আপিল সংক্রান্ত বিধান অনুসারে petty case বা তুচ্ছ মামলা বলতে নিচের কোনটি বোঝায়?

Your score is

0%