আইনকানুন একাডেমি

/54
12

CrPC [346-373] - Advanced Exam

এখানে ফৌজদারি কার্যবিধির ৩৪৬-৩৭৩ ধারাসমূহ নিয়ে অ্যাডভান্সড লেভেলের এমসিকিউ টেস্ট আছে। সংশ্লিষ্ট ধারাগুলো পড়ে নিয়ে এটি অনুশীলন করুন।

এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন। ইমেইলটি লেখা বাধ্যতামূলক নয়; তবে, ইমেইল এড্রেস দিলে আপনার ইমেইলে বিস্তারিত ফলাফল চলে যাবে।

1 / 54

1. দণ্ডবিধির মুদ্রা বা স্ট্যাম্প সংক্রান্ত অপরাধে পূর্ব—দণ্ডিত আসামির পুনরায় নতুন মামলায় ৩ বছর বা তার অধিক সাজা দেবার প্রয়োজন হলে মামলাটি কার নিকট প্রেরণ করতে হবে?

2 / 54

2. হাজিরা দিতে আসা কোনো ব্যক্তিকে ফৌজদারি কার্যবিধির কোন ধারাবলে আটক রাখতে পারেন কোনো আদালত?

3 / 54

3. Contents of judgment — ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিষয়বস্তু?

4 / 54

4. কোনো প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট যদি দেখতে পান যে আসামিদের কাউকে উচ্চতর দণ্ড প্রদান করতে হবে তখন ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিধান অনুসরণ করতে হবে?

5 / 54

5. একটি ফৌজদারি আদালতের রায়ের ভাষা কেমন হবে?

6 / 54

6. Mode of delivering judgment - এটি ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিষয়বস্তু?

7 / 54

7. কোন ক্ষেত্রে মামলার রায়ের কপি আসামি বিনামূল্যে পাবেন না?

8 / 54

8. Language of judgment — ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিষয়বস্তু?

9 / 54

9. Trial of persons previously convicted of offences against coinage, stamp-law or property - এটি ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিধান?

10 / 54

10. একটি দায়রা আদালতের রায় ও দণ্ডাদেশের অনুলিপি অগ্রবর্তী করতে হবে —

11 / 54

11. মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত ব্যক্তিকে তার বিরুদ্ধে রায় প্রকাশের সময় অতিরিক্ত কোন তথ্যটি সুনির্দিষ্টভাবে তাকে আদালত জানাবে?

12 / 54

12. Examination of accused how recorded - এটি ফৌজদারি কার্যবিধির কোন ধারার শিরোনাম?

13 / 54

13. ১৬৪ ধারানুসারে কোনো জবানবন্দি গ্রহণকালে কখন কোনো জবানবন্দির রেকর্ড বিচারক আদালতের ভাষায় অথবা ইংরেজিতে সারসংক্ষেপিত আকারে মূল নথিতে যুক্ত করতে বাধ্য থাকবেন?

14 / 54

14. ফৌজদারি কার্যবিধির ১১৮ ধারা অনুসারে শান্তিরক্ষার জন্য মুচলেকা প্রদানের ক্ষেত্রে জামানত প্রদানের আদেশ প্রদান করলে সেটি —

15 / 54

15. সাক্ষ্য লিপিবদ্ধ করার ভাষা সম্পর্কে ফৌজদারি কার্যবিধির কোন ধারায় বিধান রয়েছে?

16 / 54

16. ফৌজদারি কার্যবিধির ৩৬৬ ধারাটি কার্যবিধির কোন ধারাটিকে প্রভাবিত করবে বলে গণ্য হবে না?

17 / 54

17. Manner of recording evidence - এটি কোন আইনের কোন ধারার বিষয়বস্তু?

18 / 54

18. আদালতের রায়ের ভাষা কী হবে সে সম্পর্কে নিচের কোন উক্তিটি সঠিক?

19 / 54

19. দণ্ডবিধির সম্পত্তি সংক্রান্ত অপরাধে পূর্ব—দণ্ডিত আসামির পুনরায় নতুন মামলায় ৩ বছর বা তার অধিক সাজা দেবার প্রয়োজন হলে মামলাটি কার নিকট প্রেরণ করতে হবে?

20 / 54

20. ফৌজদারি কার্যবিধির ৩৪৮ ধারার প্রাসঙ্গিকতা নিচের কোন ক্ষেত্রে রয়েছে?

21 / 54

21. ফৌজদারি কার্যবিধির ৩৬৪ ধারানুসারে - Nothing in this section shall be deemed to apply to the examination of an accused person under ........ .

22 / 54

22. কোনো দায়রা আদালতের রায়ের কপি বিনামূল্যে দেওয়া আদালতের জন্য -

23 / 54

23. আদালত সাধারণভাবে সকলের জন্য উন্মুক্ত থাকবে - এটি ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিষয়বস্তু?

24 / 54

24. রায় ঘোষণার পদ্ধতি ফৌজদারি কার্যবিধির কোন ধারায় বর্ণিত আছে?

25 / 54

25. উচ্চতর দণ্ড প্রদানের এখতিয়ার না থাকার কারণে একজন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কার নিকট মামলাটি প্রেরণ করবেন?

26 / 54

26. ফৌজদারি কার্যবিধির ৩৭১ ধারানুসারে - ‘Such copy [any copy of judgement] shall, in any case other than a case under ........... , be given free of cost’ - শুণ্যস্থানে কী বসবে?

27 / 54

27. কখন কোনো প্রিজাইডিং জজ একটি ফৌজদারি মামলার সম্পূর্ণ রায় পড়ে শোনাতে বাধ্য?

28 / 54

28. একটি দায়রা আদালতের রায়ের কপি নিম্নোক্ত কার বা কাদের নিকট প্রেরণ করতে হবে?

29 / 54

29. ফৌজদারি কার্যবিধির ৩৬৮ ধারা মোতাবেক মৃত্যুদণ্ডের ক্ষেত্রে দণ্ডের নির্দেশের ক্ষেত্রে উক্ত দণ্ডাদেশে অবশ্যই বর্ণিত থাকবে যে -

30 / 54

30. মৃত্যুদণ্ডাদেশের পদ্ধতি ফৌজদারি কার্যবিধির কোন ধারায় বর্ণিত আছে?

31 / 54

31. Detention of offenders attending Court - আদালতের এই ক্ষমতা ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিধান?

32 / 54

32. সাক্ষ্য গ্রহণের সময় আসামির উপস্থিতি যখন প্রয়োজন হয় না, তখন বিকল্প হিসেবে কার উপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ করা চলে?

33 / 54

33. ১৬৪ ধারানুসারে রেকর্ডকৃত জবানবন্দি পড়ে শোনানোর পরে উক্ত অভিযুক্ত সেই জবানবন্দিতে -

34 / 54

34. ম্যাজিস্ট্রেট যদি মামলা নিষ্পত্তির জন্য এখতিয়ারাবান না হয়ে থাকেন তাহলে তিনি কার কাছে মামলাটি প্রদান করবেন?

35 / 54

35. ফৌজদারি কার্যবিধির ৩৬৪ ধারানুসারে ম্যাজিস্ট্রেট কর্তৃক আসামির জবানবন্দি লিপিবদ্ধকরণে কোন ধারাটির ক্ষেত্রে প্রযোজ্য নয়?

36 / 54

36. আসামি তার বিরুদ্ধে দেওয়া রায়ের নকল তুলতে পারে ফৌজদারি কার্যবিধির কোন ধারা অনুসারে?

37 / 54

37. বিচারক সাধারণত রায়ের শেষে স্বাক্ষর করে থাকেন। কিন্তু কোন ক্ষেত্রে একটি ফৌজদারি রায়ের প্রতিটি পৃষ্ঠাতেই স্বাক্ষর করতে হয় বিচারককে?

38 / 54

38. একটি দায়রা জজের রায়ের কপির জন্য আসামি পক্ষ আবেদন করলে তা কিভাবে দিতে হবে?

39 / 54

39. Procedure when Magistrate cannot pass sentence sufficiently severe - এটি ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিধান?

40 / 54

40. কোন ক্ষেত্রে রায় প্রদানের দিন আসামির উপস্থিতি বাধ্যতামূলক নয়? [বার : ২০২২]

41 / 54

41. ফৌজদারি কার্যবিধির ৩৪৮ ধারার সাথে দণ্ডবিধির নিচে বর্ণিত কোন ধারাটি প্রাসঙ্গিক?

42 / 54

42. সাক্ষীর জবানবন্দির সময় কোনো আচরণ যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে একজন জজ সেটি ...।

43 / 54

43. রায় প্রকাশ পাবার পর আদালতের রায়ে কোন ধরনের পরিবর্তন করা যায়?

44 / 54

44. একটি ফৌজদারি রায় প্রদানের সময় কখন আসামির উপস্থিতি বাধ্যতামূলক নয়?

45 / 54

45. কোনো অভিযুক্ত ব্যক্তি আদালতে হাজিরা দেবার উদ্দেশ্যে হাজির হলে ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিধানবলে কোনো এখতিয়ারাবান ম্যাজিস্ট্রেট তাকে - Detention [আটক রাখা] — এ রাখতে পারবেন?

46 / 54

46. একটি মহানগর দায়রা আদালতের রায় ও দণ্ডাদেশের অনুলিপি অগ্রবর্তী করতে হবে —

47 / 54

47. একজন সাক্ষীর আচরণ সংক্রান্ত মন্তব্য প্রাসঙ্গিক হলে তা লিপিবদ্ধ করবে - [বার : ২০১৫]

48 / 54

48. ফৌজদারি কার্যবিধি অনুসারে একজন দ্বিতীয় বা তৃতীয় শ্রেণির ম্যাজিস্ট্রেট যখন অধিকতর দণ্ড দিতে না পারেন তখন তিনি কার কাছে মামলাটি প্রেরণ করবেন?

49 / 54

49. কোনো প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট যদি দেখতে পান যে আসামিদের কাউকে উচ্চতর দণ্ড প্রদান করতে হবে তখন তার করণীয় হিসেবে নিচের কোনটি সঠিক?

50 / 54

50. আসামির উপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ করতে হবে - এটি ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিষয়বস্তু?

51 / 54

51. রায়ে খালাস দেওয়া হলে আসামিকে -

52 / 54

52. দায়রা আদালতের রায় ও দণ্ডাদেশের অনুলিপি অগ্রবর্তী করতে হবে — [বার : ২০১৫]

53 / 54

53. সাক্ষীর আচরণ সম্পর্কে মন্তব্য লিপিবদ্ধ করার বিধান ফৌজদারি কার্যবিধির কোন ধারায় বর্ণিত আছে?

54 / 54

54. একজন অভিযুক্তের জবানবন্দি ১৬৪ ধারানুসারে রেকর্ড করার পরে উক্ত অভিযুক্তকে তা পড়ে শোনানো ......।

Your score is

0%