/70 19 CrPC [42-86] - Advanced Exam এখানে ফৌজদারি কার্যবিধির ৪২-৮৬ ধারাসমূহ নিয়ে অ্যাডভান্সড লেভেলের এমসিকিউ টেস্ট আছে। সংশ্লিষ্ট ধারাগুলো পড়ে নিয়ে এটি অনুশীলন করুন। এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন। ইমেইলটি লেখা বাধ্যতামূলক নয়; তবে, ইমেইল এড্রেস দিলে আপনার ইমেইলে বিস্তারিত ফলাফল চলে যাবে। 1 / 70 1. ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিধানবলে পুলিশ গ্রেফতারি পরোয়ানা ছাড়া কোনো ব্যক্তিকে গ্রেফতার করতে পারে? [বার : ২০১২] ১৫৪ ধারা ৫৪ ধারা ১৬০ ধারা ১৬৭ ধারা সঠিক উত্তর : ৫৪ ধারা ; [ধারা : ৫৪, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ৫৪ ধারা ; [ধারা : ৫৪, ফৌজদারি কার্যবিধি] 2 / 70 2. বেসরকারি ব্যক্তি কর্তৃক গ্রেফতারকৃত ব্যক্তিকে পুলিশে সোপর্দ করা হলে পুলিশ কোন ধারামতে পুনরায় গ্রেফতার দেখাতে পারে? ৪৮ ধারামতে ৫২ ধারামতে ৫৪ ধারামতে ৫৫ ধারামতে সঠিক উত্তর : ৫৪ ধারামতে ; [ধারা : ৫৯, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ৫৪ ধারামতে ; [ধারা : ৫৯, ফৌজদারি কার্যবিধি] 3 / 70 3. ফৌজদারি কার্যবিধি অনুসারে সমনে তলবী ব্যক্তিকে পাওয়া না গেলে নিম্নোক্ত কার নিকট সমন জারি করা যাবে না? তলবী ব্যক্তির বড় ভাইয়ের কাছে তলবী ব্যক্তির স্ত্রী কাছে তলবী ব্যক্তির বাড়ির পুরুষ সদস্যের কাছে তলবী ব্যক্তির পিতার কাছে সঠিক উত্তর : তলবী ব্যক্তির স্ত্রী কাছে ; [ধারা : ৭০, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : তলবী ব্যক্তির স্ত্রী কাছে ; [ধারা : ৭০, ফৌজদারি কার্যবিধি] 4 / 70 4. কোনো ব্যক্তিকে বিনা পরোয়ানার গ্রেফতারের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের কাছে ২৪ ঘণ্টার ভেতরে হাজির হবার ক্ষেত্রে কোন সময়টুকু বাদ দিয়ে গণনা করতে হবে? গ্রেফতারের ২ ঘণ্টা আগে থেকে ম্যাজিস্ট্রেট আদালতে পৌঁছাবার সময়টুকু গ্রেফতারের স্থান থেকে ম্যাজিস্ট্রেটের কাছে পৌঁছাবার সময়টুকু ম্যাজিস্ট্রেটের কাছে পৌঁছাবার সময়টুকু কোনো সময় বাদ দেবার প্রয়োজন নেই সঠিক উত্তর : গ্রেফতারের স্থান থেকে ম্যাজিস্ট্রেটের কাছে পৌঁছাবার সময়টুকু ; [ধারা : ৬১, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : গ্রেফতারের স্থান থেকে ম্যাজিস্ট্রেটের কাছে পৌঁছাবার সময়টুকু ; [ধারা : ৬১, ফৌজদারি কার্যবিধি] 5 / 70 5. কোনো ভবঘুরে, অভ্যাসগত দস্যু প্রভৃতিকে গ্রেফতার করার বিধান ফৌজদারি কার্যবিধির কোথায় বর্ণিত আছে? ৫৪ ধারায় ৫৫ ধারায় ৬৫ ধারায় ৬৬ ধারায় সঠিক উত্তর : ৫৫ ধারায় ; [ধারা : ৫৫, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ৫৫ ধারায় ; [ধারা : ৫৫, ফৌজদারি কার্যবিধি] 6 / 70 6. Form of summons - এটি ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিষয়বস্তু? ৬৮ ধারা ৭৫ ধারা ৮৮ ধারা ৯৬ ধারা সঠিক উত্তর : ৬৮ ধারা ; [ধারা : ৬৮, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ৬৮ ধারা ; [ধারা : ৬৮, ফৌজদারি কার্যবিধি] 7 / 70 7. ফৌজদারি কার্যবিধি অনুসারে অভ্যাসগত দস্যুকে কোন ধারামতে বিনা পরোয়ানায় গ্রেফতার করা যায়? ৫৪ ধারামতে ৫৫ ধারামতে ৬৫ ধারামতে ৬৬ ধারামতে সঠিক উত্তর : ৫৫ ধারামতে ; [ধারা : ৫৫, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ৫৫ ধারামতে ; [ধারা : ৫৫, ফৌজদারি কার্যবিধি] 8 / 70 8. ঢাকা জেলার সাভার থানা থেকে বিনা পরোয়ানায় আটককৃত ব্যক্তিদের সম্পর্কে কার নিকট রিপোর্ট প্রদান করবেন উক্ত থানার ভারপ্রাপ্ত অফিসার? সংশ্লিষ্ট জেলার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাভার থানার নির্বাহী ম্যাজিস্ট্রেট সংশ্লিষ্ট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দায়রা জজের কাছে সঠিক উত্তর : সংশ্লিষ্ট জেলার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ; [ধারা : ৬২, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : সংশ্লিষ্ট জেলার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ; [ধারা : ৬২, ফৌজদারি কার্যবিধি] 9 / 70 9. সুমনা একটি মামলার আসামি। একটি মামলায় সুমনার কাছে পাঠানো সমনটি তার অনুপস্থিতিতে নিচের কোন ব্যক্তিটির কাছে জারি করা যাবে? সুমনার মায়ের কাছে সুমনার বড় ভাবীর কাছে সুমনার বড় ভাইয়ের কাছে সুমনার বাড়ির গৃহভৃত্যের কাছে সঠিক উত্তর : সুমনার বড় ভাইয়ের কাছে ; [ধারা : ৭০, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : সুমনার বড় ভাইয়ের কাছে ; [ধারা : ৭০, ফৌজদারি কার্যবিধি] 10 / 70 10. কোনো ব্যক্তি যদি পুলিশ অফিসারের কাছে নিজের নাম ও বাসস্থান জানাতে অস্বীকার করে তখন করণীয় হিসেবে নিচের কোনটি সঠিক? উক্ত ব্যক্তিকে রিমান্ডে নিতে হবে উক্ত ব্যক্তির বিরুদ্ধে প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করতে হবে উক্ত ব্যক্তিকে গ্রেফতার করতে হবে উপরে বর্ণিত যেকোনোটি করা যাবে সঠিক উত্তর : উক্ত ব্যক্তিকে গ্রেফতার করতে হবে ; [ধারা : ৫৭, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : উক্ত ব্যক্তিকে গ্রেফতার করতে হবে ; [ধারা : ৫৭, ফৌজদারি কার্যবিধি] 11 / 70 11. গ্রেফতারকৃত ব্যক্তিকে তল্লাশি করার বিধান ফৌজদারি কার্যবিধির কোথায় বর্ণিত আছে? ১০১ ধারা ১০৪ ধারা ৫১ ধারা ৫৪ ধারা সঠিক উত্তর : ৫১ ধারা ; [ধারা : ৫১, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ৫১ ধারা ; [ধারা : ৫১, ফৌজদারি কার্যবিধি] 12 / 70 12. ফৌজদারি কার্যবিধির ৬৮ ধারার শিরোনাম হিসেবে নিচের কোনটি সঠিক? Summons how served Form of warrant Form of summons Mode of searching women সঠিক উত্তর : Form of summons ; [ধারা : ৬৮, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : Form of summons ; [ধারা : ৬৮, ফৌজদারি কার্যবিধি] 13 / 70 13. টাঙ্গাইল জেলার ফৌজদারি আদালতের ওয়ারেন্ট ঢাকা জেলার সাভার থানা এলাকায় তামিলের জন্য নিম্নের কার নিকট প্রেরণ করতে হবে? সংশ্লিষ্ট থানার নির্বাহী ম্যাজিস্ট্রেট ঢাকা মেট্রো. পুলিশ কমিশনার সংশ্লিষ্ট চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সঠিক উত্তর : সংশ্লিষ্ট থানার নির্বাহী ম্যাজিস্ট্রেট ; [ধারা : ৮৩, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : সংশ্লিষ্ট থানার নির্বাহী ম্যাজিস্ট্রেট ; [ধারা : ৮৩, ফৌজদারি কার্যবিধি] 14 / 70 14. The Code of Criminal Procedure, 1898 এর ৫৪ ধারার বিধান মতে কয়টি কারণে পুলিশ একজন ব্যক্তিকে ওয়ারেন্ট ছাড়াই গ্রেফতার করতে পারে? [জুডি. : ২০২১] ৭ ৮ ৯ ১০ সঠিক উত্তর : ৯ ; [ধারা : ৫৪, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ৯ ; [ধারা : ৫৪, ফৌজদারি কার্যবিধি] 15 / 70 15. গ্রেফতারকৃত ব্যক্তিকে আদালতে সোপর্দের আগে কত ঘণ্টা পর্যন্ত পুলিশের হেফাজতে রাখা যায়? [বার : ২০১২] ৪৮ ঘণ্টা ৭২ ঘণ্টা ২৪ ঘণ্টা ৩০ ঘণ্টা সঠিক উত্তর : ২৪ ঘণ্টা ; [ধারা : ৬১, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ২৪ ঘণ্টা ; [ধারা : ৬১, ফৌজদারি কার্যবিধি] 16 / 70 16. একজন বেসরকারি ব্যক্তি নিচে বর্ণিত কোন ক্ষেত্রে কাউকে গ্রেফতার করতে পারেন না? জামিনঅযোগ্য অপরাধ করেছেন এমন কাউকে আমলযোগ্য অপরাধ করেছেন এমন কাউকে আমলঅযোগ্য অপরাধ করেছেন এমন কাউকে অপরাধী বলে ঘোষিত কোনো ব্যক্তিকে সঠিক উত্তর : আমলঅযোগ্য অপরাধ করেছেন এমন কাউকে ; [ধারা : ৫৯, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : আমলঅযোগ্য অপরাধ করেছেন এমন কাউকে ; [ধারা : ৫৯, ফৌজদারি কার্যবিধি] 17 / 70 17. The Code of Criminal Procedure, 1898 এর ৮১ ধারানুযায়ী গ্রেফতারি পরোয়ানা কার্যকর করছেন এমন পুলিশ অফিসার গ্রেফতারকৃত ব্যক্তিকে ...... আদালতে হাজির করবেন। [জুডি. : ২০২২] ২৪ ঘণ্টার মধ্যে যাতায়াত সময় বাদে ২৪ ঘণ্টার মধ্যে ৪৮ ঘণ্টার মধ্যে অনাবশ্যক বিলম্ব ছাড়াই সঠিক উত্তর : অনাবশ্যক বিলম্ব ছাড়াই ; [ধারা : ৮১, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : অনাবশ্যক বিলম্ব ছাড়াই ; [ধারা : ৮১, ফৌজদারি কার্যবিধি] 18 / 70 18. কোনো ব্যক্তিকে গ্রেফতারের ক্ষেত্রে মৃত্যু ঘটানো যেতে পারে যদি সে ............. কারাদণ্ডযোগ্য অপরাধে অভিযুক্ত হয়। [বার : ২০২৩] যাবজ্জীবন যেকোনো ১০ বছর ৭ বছর সঠিক উত্তর : যাবজ্জীবন ; [ধারা : ৪৬, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : যাবজ্জীবন ; [ধারা : ৪৬, ফৌজদারি কার্যবিধি] 19 / 70 19. সমনপ্রাপ্ত ব্যক্তি কীভাবে একটি সমনের প্রাপ্তি স্বীকার করবেন? আদালতের নথিতে স্বাক্ষরের মাধ্যমে থানায় হাজিরার মাধ্যমে আদালতে হাজিরার মাধ্যমে সমনের একটি কপির উল্টা পৃষ্ঠায় স্বাক্ষরের মাধ্যমে সঠিক উত্তর : সমনের একটি কপির উল্টা পৃষ্ঠায় স্বাক্ষরের মাধ্যমে ; [ধারা : ৬৯, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : সমনের একটি কপির উল্টা পৃষ্ঠায় স্বাক্ষরের মাধ্যমে ; [ধারা : ৬৯, ফৌজদারি কার্যবিধি] 20 / 70 20. বিনা ওয়ারেন্টে গ্রেফতারকৃত ব্যক্তিকে পুলিশ অব্যাহতি [Discharge]] দিতে পারেন - নিজ মুচলেকায় [on his own bond] জামিনে [on bail] মাজিস্ট্রেটের বিশেষ আদেশে [special order of a Magistrate] বর্ণিত যেকোনো পদ্ধতিতে সঠিক উত্তর : বর্ণিত যেকোনো পদ্ধতিতে ; [ধারা : ৬৩, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : বর্ণিত যেকোনো পদ্ধতিতে ; [ধারা : ৬৩, ফৌজদারি কার্যবিধি] 21 / 70 21. সুমনা একজন অভিযুক্ত। তাকে গ্রেফতারের উদ্দেশ্যে পুলিশ ধাওয়া করলে সে অপরিচিত একজনের বাড়ীতে ঢুকে লুকিয়ে থাকে একটি ঘরে। উক্ত বাড়ির মালিক পুলিশকে তার বাড়িতে ঢুকতে বাধা প্রদান করলেও পুলিশ তা উপেক্ষা করে দরজা ভেঙ্গে বাড়িতে ঢুকে পড়লে উক্ত বাড়ির মালিকের প্রতিকার কী? উক্ত বাড়ির মালিক পুলিশকে ঢুকতে দিতে বাধ্য উক্ত বাড়ির মালিক পুলিশের বিরুদ্ধে মামলা করতে পারবে বাড়িটিতে ঢোকার জন্য ম্যাজিস্ট্রেটের অনুমতি নিতে হবে বাড়িটিতে ঢোকার জন্য জেলা প্রশাসকের অনুমতি নিতে হবে সঠিক উত্তর : উক্ত বাড়ির মালিক পুলিশকে ঢুকতে দিতে বাধ্য ; [ধারা : ৪৭, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : উক্ত বাড়ির মালিক পুলিশকে ঢুকতে দিতে বাধ্য ; [ধারা : ৪৭, ফৌজদারি কার্যবিধি] 22 / 70 22. ফৌজদারি কার্যবিধির ৬৪ অথবা ৬৫ ধারামতে কোন ধরণের ম্যাজিস্ট্রেটগণের গ্রেফতারের ক্ষমতা বর্ণিত রয়েছে? শুধুই নির্বাহী ম্যাজিস্ট্রেটগণের ক্ষমতা শুধুই জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটগণের ক্ষমতা নির্বাহী ও জুডিসিয়াল উভয় ম্যাজিস্ট্রেটগণের ক্ষমতা কোনোটিই সঠিক নয় সঠিক উত্তর : নির্বাহী ও জুডিসিয়াল উভয় ম্যাজিস্ট্রেটগণের ক্ষমতা ; [ধারা : ৬৪, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : নির্বাহী ও জুডিসিয়াল উভয় ম্যাজিস্ট্রেটগণের ক্ষমতা ; [ধারা : ৬৪, ফৌজদারি কার্যবিধি] 23 / 70 23. বিনা পরোয়ানায় গ্রেফতারকৃত ব্যক্তিকে অনাবশ্যক বিলম্ব না করে কোথায় নিয়ে যেতে হবে? দায়রা জজের কাছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে সঠিক উত্তর : থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট ; [ধারা : ৬০, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট ; [ধারা : ৬০, ফৌজদারি কার্যবিধি] 24 / 70 24. একটি সমন কার কর্তৃক স্বাক্ষরিত ও সিলমোহরকৃত হতে হয় সাধারণভাবে? বাদী কর্তৃক বাদীর আইনজীবী কর্তৃক পিপি কর্তৃক আদালতের প্রিজাইডিং অফিসার কর্তৃক সঠিক উত্তর : আদালতের প্রিজাইডিং অফিসার কর্তৃক ; [ধারা : ৬৮, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : আদালতের প্রিজাইডিং অফিসার কর্তৃক ; [ধারা : ৬৮, ফৌজদারি কার্যবিধি] 25 / 70 25. কোনো গ্রেফতারি পরোয়ানা কোথায় জারি করা যাবে? শুধুই সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের এখতিয়ারাধীন এলাকায় শুধুই সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের উচ্চতর দায়রা জজের এখতিয়ারাধীন এলাকায় শুধুই সংশ্লিষ্ট বিভাগীয় এলাকায় সমগ্র বাংলাদেশের যেকোনো স্থানে সঠিক উত্তর : সমগ্র বাংলাদেশের যেকোনো স্থানে ; [ধারা : ৮২, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : সমগ্র বাংলাদেশের যেকোনো স্থানে ; [ধারা : ৮২, ফৌজদারি কার্যবিধি] 26 / 70 26. কোনো ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেফতারের নির্দেশ দিয়ে অধস্তনকে পাঠানোর ক্ষেত্রে - আদেশটি লিখিত হতে হবে উক্ত ব্যক্তিকে গ্রেফতারের আগে আদেশ সম্পর্কে জানাতে হবে আদেশটি তিনি দেখতে চাইলে দেখাতে হবে বর্ণিত সবগুলোই সঠিক সঠিক উত্তর : বর্ণিত সবগুলোই সঠিক ; [ধারা : ৫৬, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : বর্ণিত সবগুলোই সঠিক ; [ধারা : ৫৬, ফৌজদারি কার্যবিধি] 27 / 70 27. গাজীপুর জেলার ফৌজদারি আদালতের ওয়ারেন্ট ঢাকা জেলার সাভার থানা এলাকায় তামিলের জন্য নিম্নের কার নিকট প্রেরণ করা যেতে পারে? ঢাকা জেলার পুলিশ সুপারিন্টেডেন্ট ঢাকা মেট্রো. পুলিশ কমিশনার সংশ্লিষ্ট চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট সঠিক উত্তর : ঢাকা জেলার পুলিশ সুপারিন্টেডেন্ট ; [ধারা : ৮৩, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ঢাকা জেলার পুলিশ সুপারিন্টেডেন্ট ; [ধারা : ৮৩, ফৌজদারি কার্যবিধি] 28 / 70 28. `Every person is bound to assist any Magistrate whether Judicial or Executive or police officer reasonably demanding his aid’- ফৌজদারি কার্যবিধির কোন ধারায় এটি উল্লেখ রয়েছে? ৪৪০ ধারায় ৩৪০ ধারায় ৫২ ধারায় ৪২ ধারায় সঠিক উত্তর : ৪২ ধারায় ; [ধারা : ৪২, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ৪২ ধারায় ; [ধারা : ৪২, ফৌজদারি কার্যবিধি] 29 / 70 29. `Arrest by or in presence of Magistrate’- ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিষয়বস্তু? ৫৯ ধারা ৬৫ ধারা ৭৫ ধারা ৬৯ ধারা সঠিক উত্তর : ৬৫ ধারা ; [ধারা : ৬৫, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ৬৫ ধারা ; [ধারা : ৬৫, ফৌজদারি কার্যবিধি] 30 / 70 30. একটি ফৌজদারি মামলার সমন জারি করা হয় নিচের কোন ব্যক্তি কর্তৃক? পুলিশ অফিসার কর্তৃক সমন প্রদানকারী আদালতের অফিসার কর্তৃক কোনো সরকারি কর্মচারীর মাধ্যমে বর্ণিত যে কেউই সমন জারি করতে পারেন সঠিক উত্তর : বর্ণিত যে কেউই সমন জারি করতে পারেন ; [ধারা : ৬৮, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : বর্ণিত যে কেউই সমন জারি করতে পারেন ; [ধারা : ৬৮, ফৌজদারি কার্যবিধি] 31 / 70 31. ফৌজদারি কার্যবিধির ৮১ ধারার বিধান অনুযায়ী গ্রেফতারি পরোয়ানা অনুযায়ী আটককৃত ব্যক্তিকে পুলিশ অফিসার কত সময়ের মধ্যে আদালতে হাজির করবেন? ১২ ঘণ্টার মধ্যে ২৪ ঘণ্টার মধ্যে ৪৮ ঘণ্টার মধ্যে অনাবশ্যক বিলম্ব ছাড়া সঠিক উত্তর : অনাবশ্যক বিলম্ব ছাড়া ; [ধারা : ৮১, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : অনাবশ্যক বিলম্ব ছাড়া ; [ধারা : ৮১, ফৌজদারি কার্যবিধি] 32 / 70 32. ৫৯ ধারামতে বেসরকারি ব্যক্তি কর্তৃক গ্রেফতারের পরে পুলিশের কাছে সোপর্দ করতে হয় কত সময়ের ভেতরে? ২৪ ঘণ্টার মধ্যে যাতায়াত সময় বাদে ২৪ ঘণ্টার মধ্যে ৪৮ ঘণ্টার মধ্যে অনাবশ্যক বিলম্ব ছাড়াই সঠিক উত্তর : অনাবশ্যক বিলম্ব ছাড়াই ; [ধারা : ৫৯, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : অনাবশ্যক বিলম্ব ছাড়াই ; [ধারা : ৫৯, ফৌজদারি কার্যবিধি] 33 / 70 33. কোনো জেলার ফৌজদারি আদালতের ওয়ারেন্ট স্থানীয় অধিক্ষেত্রের বহির্ভূত কোনো মেট্রোপলিটন এলাকায় তামিলের জন্য নিম্নের কার নিকট প্রেরণ করতে হবে? [জুডি. : ২০১৩] থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ কমিশনার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট সঠিক উত্তর : পুলিশ কমিশনার ; [ধারা : ৮৩, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : পুলিশ কমিশনার ; [ধারা : ৮৩, ফৌজদারি কার্যবিধি] 34 / 70 34. যাকে গ্রেফতার করা হবে তাকে গ্রেফতারি ওয়ারেন্ট এর সারমর্ম জানানো অথবা ওয়ারেন্টটি দেখানোর বিধান ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিধান? ৬৮ ধারা ৭১ ধারা ৭৫ ধারা ৮০ ধারা সঠিক উত্তর : ৮০ ধারা ; [ধারা : ৮০, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ৮০ ধারা ; [ধারা : ৮০, ফৌজদারি কার্যবিধি] 35 / 70 35. ফৌজদারি কার্যবিধির কোন ধারায় ‘গ্রাম প্রধান’ নিয়োগ বিষয়ে বিধান বর্ণিত আছে? ২৫ ধারায় ৩৫ ধারায় ৪৫ ধারায় ৫৫ ধারায় সঠিক উত্তর : ৪৫ ধারায় ; [ধারা : ৪৫, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ৪৫ ধারায় ; [ধারা : ৪৫, ফৌজদারি কার্যবিধি] 36 / 70 36. “proclaimed offender” [অপরাধী বলে ঘোষিত ব্যক্তি] - এর সংজ্ঞা ফৌজদারি কার্যবিধির কোন ধারায় দেওয়া আছে? ১৫ ধারায় ২৫ ধারায় ৩৫ ধারায় ৪৫ ধারায় সঠিক উত্তর : ৪৫ ধারায় ; [ধারা : ৪৫, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ৪৫ ধারায় ; [ধারা : ৪৫, ফৌজদারি কার্যবিধি] 37 / 70 37. কত ধরণের অপরাধীকে একজন বেসরকারি ব্যক্তি গ্রেফতার করতে পারেন ফৌজদারি কার্যবিধি অনুসারে? ২ ধরণের ব্যক্তিকে ৩ ধরণের ব্যক্তিকে ৪ ধরণের ব্যক্তিকে ৫ ধরণের ব্যক্তিকে সঠিক উত্তর : ৩ ধরণের ব্যক্তিকে ; [ধারা : ৫৯, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ৩ ধরণের ব্যক্তিকে ; [ধারা : ৫৯, ফৌজদারি কার্যবিধি] 38 / 70 38. বিনা ওয়ারেন্টে গ্রেফতারকৃত ব্যক্তি পুলিশের কাছ থেকে অব্যাহতি [Discharge]] পেতে পারেন কতটি বিকল্প উপায়ে? ২টি উপায়ে ৩টি উপায়ে ৪টি উপায়ে ৫টি উপায়ে সঠিক উত্তর : ৩টি উপায়ে ; [ধারা : ৬৩, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ৩টি উপায়ে ; [ধারা : ৬৩, ফৌজদারি কার্যবিধি] 39 / 70 39. সুমনা একজন অভিযুক্ত এবং লুকিয়ে থাকা ব্যক্তি। গ্রেফতারকালীন সময়ে তার দেহ তল্লাশী কে করতে পারেন? পুলিশের যেকোনো উর্দ্ধতন কর্মকর্তা একজন শিশু তার পরিবারের যেকোনো সদস্য অন্য একজন স্ত্রীলোক সঠিক উত্তর : অন্য একজন স্ত্রীলোক ; [ধারা : ৫২, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : অন্য একজন স্ত্রীলোক ; [ধারা : ৫২, ফৌজদারি কার্যবিধি] 40 / 70 40. বেসরকারি ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে গ্রেফতার করতে পারেন, যদি অপর ব্যক্তিটি - [জুডি. : ২০২৩] জামিনযোগ্য ও অ—আমলযোগ্য অপরাধ করেন আমলযোগ্য ও অ—আমলযোগ্য যেকোনো অপরাধ করেন কোনো অপরাধ করেছেন মর্মে সন্দেহ হয় জামিন অযোগ্য ও আমলযোগ্য অপরাধ করেন সঠিক উত্তর : জামিন অযোগ্য ও আমলযোগ্য অপরাধ করেন ; [ধারা : ৫৯, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : জামিন অযোগ্য ও আমলযোগ্য অপরাধ করেন ; [ধারা : ৫৯, ফৌজদারি কার্যবিধি] 41 / 70 41. কোনো ফৌজদারি মামলার সমন জারি করা হয় নিচের কোন ব্যক্তি কর্তৃক? স্থানীয় জনপ্রতিনিধির অফিসের মাধ্যমে পুলিশের মাধ্যমে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে সঠিক উত্তর : পুলিশের মাধ্যমে ; [ধারা : ৬৮, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : পুলিশের মাধ্যমে ; [ধারা : ৬৮, ফৌজদারি কার্যবিধি] 42 / 70 42. ফৌজদারি কার্যবিধি অনুযায়ী প্রত্যেকটি সমন কয় কপি পাঠাতে হয়? ১ কপি ২ কপি ৩ কপি ৪ কপি সঠিক উত্তর : ২ কপি ; [ধারা : ৬৮, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ২ কপি ; [ধারা : ৬৮, ফৌজদারি কার্যবিধি] 43 / 70 43. ঢাকা জেলার সাভার থানা থেকে বিনা পরোয়ানায় আটককৃত ব্যক্তিদের সম্পর্কে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ব্যতীত অন্য কার নিকট রিপোর্ট প্রদান করবেন উক্ত থানার ভারপ্রাপ্ত অফিসার? দায়রা জজের কাছে সাভার থানার নির্বাহী ম্যাজিস্ট্রেট ঢাকা মহানগরীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ঢাকা জেলার জেলা ম্যাজিস্ট্রেট সঠিক উত্তর : ঢাকা জেলার জেলা ম্যাজিস্ট্রেট ; [ধারা : ৬২, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ঢাকা জেলার জেলা ম্যাজিস্ট্রেট ; [ধারা : ৬২, ফৌজদারি কার্যবিধি] 44 / 70 44. একজন বেসরকারি ব্যক্তি হিসেবে আপনি ফৌজদারি কার্যবিধির কোন ধারামতে কাউকে শর্তাধীনে গ্রেফতার করতে পারেন? ১৬৭ ধারা ৫২ ধারা ৫৯ ধারা ৬৪ ধারা সঠিক উত্তর : ৫৯ ধারা ; [ধারা : ৫৯, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ৫৯ ধারা ; [ধারা : ৫৯, ফৌজদারি কার্যবিধি] 45 / 70 45. The Code of Criminal Procedure, 1998 এর কোন ধারার ক্ষমতাবলে ম্যাজিস্ট্রেট নিজে কোনো ব্যক্তিকে আটক করতে পারে? [বার : ২০২৩] ৬৫ ৬৩ ৬৬ ৫৪ সঠিক উত্তর : ৬৫ ; [ধারা : ৬৫, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ৬৫ ; [ধারা : ৬৫, ফৌজদারি কার্যবিধি] 46 / 70 46. ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারানুসারে পুলিশ ম্যাজিস্ট্রেটের আদেশ এবং ওয়ারেন্ট ব্যতীত কত প্রকারের ব্যক্তিকে গ্রেফতার করতে পারে? [জুডি. : ২০১২] ৯ ৮ ৭ ৬ সঠিক উত্তর : ৯ ; [ধারা : ৫৪, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ৯ ; [ধারা : ৫৪, ফৌজদারি কার্যবিধি] 47 / 70 47. গাজীপুর জেলার ফৌজদারি আদালতের ওয়ারেন্ট ঢাকা মহানগরীর শাহবাগ থানা এলাকায় তামিলের জন্য নিম্নের কার নিকট প্রেরণ করা যেতে পারে? ঢাকা জেলার পুলিশ সুপারিন্টেডেন্ট ঢাকা মেট্রো. পুলিশ কমিশনার সংশ্লিষ্ট চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সঠিক উত্তর : ঢাকা মেট্রো. পুলিশ কমিশনার ; [ধারা : ৮৩, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ঢাকা মেট্রো. পুলিশ কমিশনার ; [ধারা : ৮৩, ফৌজদারি কার্যবিধি] 48 / 70 48. পরোয়ানায় লিখিত নির্দেশে কোন বিষয়টির উল্লেখ থাকবে না? [বার : ২০২৩] জামিনদারের সংখ্যা জামিনদারের আর্থিক দায় আদালতে হাজির হওয়ার তারিখ অপরাধের শাস্তির পরিমাণ সঠিক উত্তর : অপরাধের শাস্তির পরিমাণ ; [ধারা : ৭৬, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : অপরাধের শাস্তির পরিমাণ ; [ধারা : ৭৬, ফৌজদারি কার্যবিধি] 49 / 70 49. ফৌজদারি কার্যবিধির ৬১ ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক? মহিলা অভিযুক্ত ব্যক্তির দেহ তল্লাশি বিনা পরোয়ানায় গ্রেফতারকৃত ব্যক্তিকে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ প্রসঙ্গে সমনের ধরন ২৪ ঘণ্টার বেশি আটক রাখা যাবেনা সঠিক উত্তর : ২৪ ঘণ্টার বেশি আটক রাখা যাবেনা ; [ধারা : ৬১, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ২৪ ঘণ্টার বেশি আটক রাখা যাবেনা ; [ধারা : ৬১, ফৌজদারি কার্যবিধি] 50 / 70 50. Form of warrant of arrest - এটি ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিষয়বস্তু? ৬৮ ধারা ৭৫ ধারা ৮৮ ধারা ৯৬ ধারা সঠিক উত্তর : ৭৫ ধারা ; [ধারা : ৭৫, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ৭৫ ধারা ; [ধারা : ৭৫, ফৌজদারি কার্যবিধি] 51 / 70 51. Code of Criminal Procedure—এর কোন ধারার বিধান অনুযায়ী একজন সাধারণ ব্যক্তি, কেউ non-bailable ও cognizable অপরাধ করলে তখন তাকে গ্রেপ্তার করতে পারে? [জুডি. : ২০০৮] ৫৪ ৫৬ ৫৮ ৫৯ সঠিক উত্তর : ৫৯ ; [ধারা : ৫৯, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ৫৯ ; [ধারা : ৫৯, ফৌজদারি কার্যবিধি] 52 / 70 52. কোনো ব্যক্তি কোনো আইনসম্মত হেফাজত থেকে পলায়ন করলে তাকে অনুসরণ ও পুনরায় গ্রেফতার করার ক্ষমতা ফৌজদারি কার্যবিধির কোন ধারায় বর্ণিত আছে? ৫৯ ধারা ৬৫ ধারা ৬৬ ধারা ৭৬ ধারা সঠিক উত্তর : ৬৬ ধারা ; [ধারা : ৬৬, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ৬৬ ধারা ; [ধারা : ৬৬, ফৌজদারি কার্যবিধি] 53 / 70 53. যাকে গ্রেফতার করা হবে তাকে গ্রেফতারি ওয়ারেন্ট এর সারমর্ম জানানো বা ওয়ারেন্টটি দেখানো .....। নির্দেশনামূলক বাধ্যতামূলক অনুরোধমূলক ঐচ্ছিক সঠিক উত্তর : বাধ্যতামূলক ; [ধারা : ৮০, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : বাধ্যতামূলক ; [ধারা : ৮০, ফৌজদারি কার্যবিধি] 54 / 70 54. ফৌজদারি কার্যবিধির ৬১ ধারায় বর্ণিত বিধানটি অন্য কোন ধারার অধীনে বিবেচনা করতে হবে? ৪০ ধারা ৫১৯ ধারা ১৬৭ ধারা ৪৭ ধারা সঠিক উত্তর : ১৬৭ ধারা ; [ধারা : ৬১, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ১৬৭ ধারা ; [ধারা : ৬১, ফৌজদারি কার্যবিধি] 55 / 70 55. গ্রেফতারি পরোয়ানার মাধ্যমে পুলিশ যেকোনো ব্যক্তিকে গ্রেফতার করলে তাকে আদালতে .... হাজির করতে হবে। [বার : ২০২৩] ২৪ ঘণ্টার মধ্যে ৪৮ ঘণ্টার মধ্যে অনাবশ্যক বিলম্ব ছাড়া অতি সত্ত্বর সঠিক উত্তর : অনাবশ্যক বিলম্ব ছাড়া ; [ধারা : ৮১, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : অনাবশ্যক বিলম্ব ছাড়া ; [ধারা : ৮১, ফৌজদারি কার্যবিধি] 56 / 70 56. ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারার বিষয়বস্তু নিচের কোনটি সর্বাধিক সঠিক? মহিলা ব্যক্তির দেহ তল্লাশি বিনা পরোয়ানায় গ্রেফতার সমনের ধরন গ্রেফতারি পরোয়ানার ধরন সঠিক উত্তর : বিনা পরোয়ানায় গ্রেফতার ; [ধারা : ৫৪, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : বিনা পরোয়ানায় গ্রেফতার ; [ধারা : ৫৪, ফৌজদারি কার্যবিধি] 57 / 70 57. নাম ও বাসস্থান জানাতে অস্বীকৃতি জানালে পুলিশ তাকে গ্রেফতার করতে পারে - কিন্তু তা নিম্নোক্ত কোন ধরণের অপরাধ হতে হবে কার্যবিধির ৫৭ ধারানুসারে? আমলযোগ্য অপরাধ আমল অযোগ্য অপরাধ জামিনযোগ্য অপরাধ জামিনঅযোগ্য অপরাধ সঠিক উত্তর : আমল অযোগ্য অপরাধ ; [ধারা : ৫৭, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : আমল অযোগ্য অপরাধ ; [ধারা : ৫৭, ফৌজদারি কার্যবিধি] 58 / 70 58. গ্রেফতার করার সময়ে একজন মহিলা—অভিযুক্তের দেহ তল্লাশি করার পদ্ধতি সংক্রান্ত বিধান ফৌজদারি কার্যবিধিতে কোন ধারায় আছে? ৫০ ধারা ৫১ ধারা ৫২ ধারা ৫৩ ধারা সঠিক উত্তর : ৫২ ধারা ; [ধারা ৫২, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ৫২ ধারা ; [ধারা ৫২, ফৌজদারি কার্যবিধি] 59 / 70 59. ফৌজদারি কার্যবিধি মোতাবেক একজন গ্রাম প্রধান কে নিযুক্ত করতে পারেন - মহানগর ম্যাজিস্ট্রেট দ্বিতীয় শ্রেণির ম্যাজিস্ট্রেট নির্বাহী ম্যাজিস্ট্রেট জেলা ম্যাজিস্ট্রেট সঠিক উত্তর : জেলা ম্যাজিস্ট্রেট ; [ধারা : ৪৫, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : জেলা ম্যাজিস্ট্রেট ; [ধারা : ৪৫, ফৌজদারি কার্যবিধি] 60 / 70 60. কোনো ব্যক্তি কথা অথবা কাজের দ্বারা হেফাজতে আত্মসমর্পণ না করলে পুলিশের করণীয় কি? তার পায়ে গুলি করে আহত অবস্থায় গ্রেফতার করা তার দেহ স্পর্শ করে তাকে আটক করবেন তাকে গ্রেফতারে জনসাধারণের সহযোগিতা চাইবেন উপরোক্ত যেকোনোটি করতে পারেন সঠিক উত্তর : তাকে গ্রেফতারে জনসাধারণের সহযোগিতা চাইবেন ; [ধারা : ৪৬, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : তাকে গ্রেফতারে জনসাধারণের সহযোগিতা চাইবেন ; [ধারা : ৪৬, ফৌজদারি কার্যবিধি] 61 / 70 61. কোনো সরকারি কর্মচারীর ওপরে সমন জারির বিধান ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিষয়বস্তু? ৬৮ ধারা ৭১ ধারা ৭২ ধারা ৭৫ ধারা সঠিক উত্তর : ৭২ ধারা ; [ধারা : ৭২, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ৭২ ধারা ; [ধারা : ৭২, ফৌজদারি কার্যবিধি] 62 / 70 62. ফৌজদারি কার্যবিধির ৭১ ধারা অনুসারে সমনের ক্ষেত্রে তলবী ব্যক্তিকে না পাওয়া গেলে অথবা তার বাড়িতেও কোনোভাবে তার পক্ষে সমন জারি করার জন্য কাউকে না পাওয়া গেলে নিচে বর্ণিত কোন কাজটি করলে যথাযথভাবে সমন জারি হয়েছে বলে ধরে নিতে হবে? তলবী ব্যক্তির বাড়ির আশেপাশে সমনের এক কপি ঝুলিয়ে দিলে রেজিস্টার্ড ডাকযোগে চিঠি পাঠিয়ে বহুল প্রচারিত স্থানীয় বা জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি ছাপিয়ে মাইকিং এর মাধ্যমে ঘোষণা দিয়ে সঠিক উত্তর : তলবী ব্যক্তির বাড়ির আশেপাশে সমনের এক কপি ঝুলিয়ে দিলে ; [ধারা : ৭১, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : তলবী ব্যক্তির বাড়ির আশেপাশে সমনের এক কপি ঝুলিয়ে দিলে ; [ধারা : ৭১, ফৌজদারি কার্যবিধি] 63 / 70 63. গ্রেফতারি পরোয়ানার ধরণ সম্পর্কে ফৌজদারি কার্যবিধির কোন ধারায় বলা আছে? ৬৮ ধারায় ৭৫ ধারায় ৮৮ ধারায় ৯৬ ধারায় সঠিক উত্তর : ৭৫ ধারায় ; [ধারা : ৭৫, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ৭৫ ধারায় ; [ধারা : ৭৫, ফৌজদারি কার্যবিধি] 64 / 70 64. ফৌজদারি কার্যবিধির ৫৭ ধারামতে বেসরকারি ব্যক্তি কর্তৃক গ্রেফতারকৃত ব্যক্তিকে পুলিশে সোপর্দ করার পর পুলিশের কাছে নাম—বাসস্থান সম্পর্কে জানাতে অস্বীকৃতি জানালে পুলিশ কোন ধারামতে অগ্রসর হবে? ৪৮ ধারামতে ৫৪ ধারামতে ৫৫ ধারামতে ৫৭ ধারামতে সঠিক উত্তর : ৫৭ ধারামতে ; [ধারা : ৫৯, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ৫৭ ধারামতে ; [ধারা : ৫৯, ফৌজদারি কার্যবিধি] 65 / 70 65. চট্টগ্রাম মহানগরীতে কত জন ব্যক্তিকে বিনা পরোয়ানায় আটক করা হয়েছে তা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপোর্ট করবে— পুলিশ কমিশনারের কাছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নিকট জেলা ম্যাজিস্ট্রেটের নিকট চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট সঠিক উত্তর : চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নিকট ; [ধারা : ৬২, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নিকট ; [ধারা : ৬২, ফৌজদারি কার্যবিধি] 66 / 70 66. সমন জারি করার ধরণ সম্পর্কে ফৌজদারি কার্যবিধির কোন ধারায় বলা আছে? ৬৩ ধারা ২০০ ধারায় ৬৮ ধারায় ৮৭ ধারায় সঠিক উত্তর : ৬৮ ধারায় ; [ধারা : ৬৮, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ৬৮ ধারায় ; [ধারা : ৬৮, ফৌজদারি কার্যবিধি] 67 / 70 67. ফৌজদারি কার্যবিধি অনুসারে নিজের সম্পর্কে বা পেশা সম্পর্কে কোনো সন্তোষজনক বিবরণ দিতে না পারলে তাকে - ঠগ বলা যায় অভ্যাসগত দস্যু বলা যায় ভবঘুরে কোনোটিই সঠিক নয় সঠিক উত্তর : ভবঘুরে ; [ধারা : ৫৫, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ভবঘুরে ; [ধারা : ৫৫, ফৌজদারি কার্যবিধি] 68 / 70 68. `Arrest how made’- ফৌজদারি কার্যবিধির কোন ধারার শিরোনাম? ৫২ ধারা ৫৪ ধারা ৪৬ ধারা ৬৪ ধারা সঠিক উত্তর : ৪৬ ধারা ; [ধারা : ৪৬, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ৪৬ ধারা ; [ধারা : ৪৬, ফৌজদারি কার্যবিধি] 69 / 70 69. বিনা ওয়ারেন্টে গ্রেফতারকৃত ব্যক্তি অব্যাহতি [Discharge] পেতে পারেন ফৌজদারি কার্যবিধির কত ধারা অনুযায়ী? ১৬৭ ধারা ১৬১ ধারা ৬২ ধারা ৬৩ ধারা সঠিক উত্তর : ৬৩ ধারা ; [ধারা : ৬৩, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ৬৩ ধারা ; [ধারা : ৬৩, ফৌজদারি কার্যবিধি] 70 / 70 70. মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় কোনো ব্যক্তিকে গ্রেফতারে বাধা দিলে তার মৃত্যুও ঘটানো যেতে পারে - এই বিধানটি ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিষয়বস্তু? ৫২০ ধারা ৫৫৪ ধারা ৪৬ ধারা ৬৪ ধারা সঠিক উত্তর : ৪৬ ধারা ; [ধারা : ৪৬, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ৪৬ ধারা ; [ধারা : ৪৬, ফৌজদারি কার্যবিধি] Your score is Facebook 0% Restart quiz