আইনকানুন একাডেমি

/70
64

CrPC [42-86] - Advanced Exam

এখানে ফৌজদারি কার্যবিধির ৪২-৮৬ ধারাসমূহ নিয়ে অ্যাডভান্সড লেভেলের এমসিকিউ টেস্ট আছে। সংশ্লিষ্ট ধারাগুলো পড়ে নিয়ে এটি অনুশীলন করুন।

এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন। ইমেইলটি লেখা বাধ্যতামূলক নয়; তবে, ইমেইল এড্রেস দিলে আপনার ইমেইলে বিস্তারিত ফলাফল চলে যাবে।

1 / 70

1. ফৌজদারি কার্যবিধি মোতাবেক একজন গ্রাম প্রধান কে নিযুক্ত করতে পারেন -

2 / 70

2. ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারানুসারে পুলিশ ম্যাজিস্ট্রেটের আদেশ এবং ওয়ারেন্ট ব্যতীত কত প্রকারের ব্যক্তিকে গ্রেফতার করতে পারে? [জুডি. : ২০১২]

3 / 70

3. কোনো ব্যক্তি কথা অথবা কাজের দ্বারা হেফাজতে আত্মসমর্পণ না করলে পুলিশের করণীয় কি?

4 / 70

4. `Every person is bound to assist any Magistrate whether Judicial or Executive or police officer reasonably demanding his aid’- ফৌজদারি কার্যবিধির কোন ধারায় এটি উল্লেখ রয়েছে?

5 / 70

5. The Code of Criminal Procedure, 1898 এর ৫৪ ধারার বিধান মতে কয়টি কারণে পুলিশ একজন ব্যক্তিকে ওয়ারেন্ট ছাড়াই গ্রেফতার করতে পারে? [জুডি. : ২০২১]

6 / 70

6. বেসরকারি ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে গ্রেফতার করতে পারেন, যদি অপর ব্যক্তিটি - [জুডি. : ২০২৩]

7 / 70

7. যাকে গ্রেফতার করা হবে তাকে গ্রেফতারি ওয়ারেন্ট এর সারমর্ম জানানো অথবা ওয়ারেন্টটি দেখানোর বিধান ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিধান?

8 / 70

8. ফৌজদারি কার্যবিধির ৬৪ অথবা ৬৫ ধারামতে কোন ধরণের ম্যাজিস্ট্রেটগণের গ্রেফতারের ক্ষমতা বর্ণিত রয়েছে?

9 / 70

9. চট্টগ্রাম মহানগরীতে কত জন ব্যক্তিকে বিনা পরোয়ানায় আটক করা হয়েছে তা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপোর্ট করবে—

10 / 70

10. গাজীপুর জেলার ফৌজদারি আদালতের ওয়ারেন্ট ঢাকা জেলার সাভার থানা এলাকায় তামিলের জন্য নিম্নের কার নিকট প্রেরণ করা যেতে পারে?

11 / 70

11. কোনো ভবঘুরে, অভ্যাসগত দস্যু প্রভৃতিকে গ্রেফতার করার বিধান ফৌজদারি কার্যবিধির কোথায় বর্ণিত আছে?

12 / 70

12. সুমনা একজন অভিযুক্ত এবং লুকিয়ে থাকা ব্যক্তি। গ্রেফতারকালীন সময়ে তার দেহ তল্লাশী কে করতে পারেন?

13 / 70

13. ফৌজদারি কার্যবিধির কোন ধারায় ‘গ্রাম প্রধান’ নিয়োগ বিষয়ে বিধান বর্ণিত আছে?

14 / 70

14. কোনো জেলার ফৌজদারি আদালতের ওয়ারেন্ট স্থানীয় অধিক্ষেত্রের বহির্ভূত কোনো মেট্রোপলিটন এলাকায় তামিলের জন্য নিম্নের কার নিকট প্রেরণ করতে হবে? [জুডি. : ২০১৩]

15 / 70

15. ফৌজদারি কার্যবিধির ৫৭ ধারামতে বেসরকারি ব্যক্তি কর্তৃক গ্রেফতারকৃত ব্যক্তিকে পুলিশে সোপর্দ করার পর পুলিশের কাছে নাম—বাসস্থান সম্পর্কে জানাতে অস্বীকৃতি জানালে পুলিশ কোন ধারামতে অগ্রসর হবে?

16 / 70

16. ৫৯ ধারামতে বেসরকারি ব্যক্তি কর্তৃক গ্রেফতারের পরে পুলিশের কাছে সোপর্দ করতে হয় কত সময়ের ভেতরে?

17 / 70

17. বিনা ওয়ারেন্টে গ্রেফতারকৃত ব্যক্তি অব্যাহতি [Discharge] পেতে পারেন ফৌজদারি কার্যবিধির কত ধারা অনুযায়ী?

18 / 70

18. পরোয়ানায় লিখিত নির্দেশে কোন বিষয়টির উল্লেখ থাকবে না? [বার : ২০২৩]

19 / 70

19. ফৌজদারি কার্যবিধি অনুসারে নিজের সম্পর্কে বা পেশা সম্পর্কে কোনো সন্তোষজনক বিবরণ দিতে না পারলে তাকে -

20 / 70

20. সুমনা একটি মামলার আসামি। একটি মামলায় সুমনার কাছে পাঠানো সমনটি তার অনুপস্থিতিতে নিচের কোন ব্যক্তিটির কাছে জারি করা যাবে?

21 / 70

21. ফৌজদারি কার্যবিধির ৬৮ ধারার শিরোনাম হিসেবে নিচের কোনটি সঠিক?

22 / 70

22. কোনো গ্রেফতারি পরোয়ানা কোথায় জারি করা যাবে?

23 / 70

23. মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় কোনো ব্যক্তিকে গ্রেফতারে বাধা দিলে তার মৃত্যুও ঘটানো যেতে পারে - এই বিধানটি ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিষয়বস্তু?

24 / 70

24. কোনো ফৌজদারি মামলার সমন জারি করা হয় নিচের কোন ব্যক্তি কর্তৃক?

25 / 70

25. ফৌজদারি কার্যবিধি অনুসারে অভ্যাসগত দস্যুকে কোন ধারামতে বিনা পরোয়ানায় গ্রেফতার করা যায়?

26 / 70

26. `Arrest how made’- ফৌজদারি কার্যবিধির কোন ধারার শিরোনাম?

27 / 70

27. কোনো ব্যক্তিকে বিনা পরোয়ানার গ্রেফতারের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের কাছে ২৪ ঘণ্টার ভেতরে হাজির হবার ক্ষেত্রে কোন সময়টুকু বাদ দিয়ে গণনা করতে হবে?

28 / 70

28. “proclaimed offender” [অপরাধী বলে ঘোষিত ব্যক্তি] - এর সংজ্ঞা ফৌজদারি কার্যবিধির কোন ধারায় দেওয়া আছে?

29 / 70

29. কোনো সরকারি কর্মচারীর ওপরে সমন জারির বিধান ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিষয়বস্তু?

30 / 70

30. বেসরকারি ব্যক্তি কর্তৃক গ্রেফতারকৃত ব্যক্তিকে পুলিশে সোপর্দ করা হলে পুলিশ কোন ধারামতে পুনরায় গ্রেফতার দেখাতে পারে?

31 / 70

31. গাজীপুর জেলার ফৌজদারি আদালতের ওয়ারেন্ট ঢাকা মহানগরীর শাহবাগ থানা এলাকায় তামিলের জন্য নিম্নের কার নিকট প্রেরণ করা যেতে পারে?

32 / 70

32. কোনো ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেফতারের নির্দেশ দিয়ে অধস্তনকে পাঠানোর ক্ষেত্রে -

33 / 70

33. নাম ও বাসস্থান জানাতে অস্বীকৃতি জানালে পুলিশ তাকে গ্রেফতার করতে পারে - কিন্তু তা নিম্নোক্ত কোন ধরণের অপরাধ হতে হবে কার্যবিধির ৫৭ ধারানুসারে?

34 / 70

34. কত ধরণের অপরাধীকে একজন বেসরকারি ব্যক্তি গ্রেফতার করতে পারেন ফৌজদারি কার্যবিধি অনুসারে?

35 / 70

35. সমনপ্রাপ্ত ব্যক্তি কীভাবে একটি সমনের প্রাপ্তি স্বীকার করবেন?

36 / 70

36. Form of summons - এটি ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিষয়বস্তু?

37 / 70

37. Code of Criminal Procedure—এর কোন ধারার বিধান অনুযায়ী একজন সাধারণ ব্যক্তি, কেউ non-bailable ও cognizable অপরাধ করলে তখন তাকে গ্রেপ্তার করতে পারে? [জুডি. : ২০০৮]

38 / 70

38. বিনা ওয়ারেন্টে গ্রেফতারকৃত ব্যক্তিকে পুলিশ অব্যাহতি [Discharge]] দিতে পারেন -

39 / 70

39. বিনা পরোয়ানায় গ্রেফতারকৃত ব্যক্তিকে অনাবশ্যক বিলম্ব না করে কোথায় নিয়ে যেতে হবে?

40 / 70

40. একটি সমন কার কর্তৃক স্বাক্ষরিত ও সিলমোহরকৃত হতে হয় সাধারণভাবে?

41 / 70

41. কোনো ব্যক্তিকে গ্রেফতারের ক্ষেত্রে মৃত্যু ঘটানো যেতে পারে যদি সে ............. কারাদণ্ডযোগ্য অপরাধে অভিযুক্ত হয়। [বার : ২০২৩]

42 / 70

42. কোনো ব্যক্তি কোনো আইনসম্মত হেফাজত থেকে পলায়ন করলে তাকে অনুসরণ ও পুনরায় গ্রেফতার করার ক্ষমতা ফৌজদারি কার্যবিধির কোন ধারায় বর্ণিত আছে?

43 / 70

43. ফৌজদারি কার্যবিধির ৮১ ধারার বিধান অনুযায়ী গ্রেফতারি পরোয়ানা অনুযায়ী আটককৃত ব্যক্তিকে পুলিশ অফিসার কত সময়ের মধ্যে আদালতে হাজির করবেন?

44 / 70

44. Form of warrant of arrest - এটি ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিষয়বস্তু?

45 / 70

45. ফৌজদারি কার্যবিধি অনুসারে সমনে তলবী ব্যক্তিকে পাওয়া না গেলে নিম্নোক্ত কার নিকট সমন জারি করা যাবে না?

46 / 70

46. `Arrest by or in presence of Magistrate’- ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিষয়বস্তু?

47 / 70

47. The Code of Criminal Procedure, 1998 এর কোন ধারার ক্ষমতাবলে ম্যাজিস্ট্রেট নিজে কোনো ব্যক্তিকে আটক করতে পারে? [বার : ২০২৩]

48 / 70

48. ঢাকা জেলার সাভার থানা থেকে বিনা পরোয়ানায় আটককৃত ব্যক্তিদের সম্পর্কে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ব্যতীত অন্য কার নিকট রিপোর্ট প্রদান করবেন উক্ত থানার ভারপ্রাপ্ত অফিসার?

49 / 70

49. ফৌজদারি কার্যবিধির ৭১ ধারা অনুসারে সমনের ক্ষেত্রে তলবী ব্যক্তিকে না পাওয়া গেলে অথবা তার বাড়িতেও কোনোভাবে তার পক্ষে সমন জারি করার জন্য কাউকে না পাওয়া গেলে নিচে বর্ণিত কোন কাজটি করলে যথাযথভাবে সমন জারি হয়েছে বলে ধরে নিতে হবে?

50 / 70

50. একটি ফৌজদারি মামলার সমন জারি করা হয় নিচের কোন ব্যক্তি কর্তৃক?

51 / 70

51. গ্রেফতারকৃত ব্যক্তিকে আদালতে সোপর্দের আগে কত ঘণ্টা পর্যন্ত পুলিশের হেফাজতে রাখা যায়? [বার : ২০১২]

52 / 70

52. কোনো ব্যক্তি যদি পুলিশ অফিসারের কাছে নিজের নাম ও বাসস্থান জানাতে অস্বীকার করে তখন করণীয় হিসেবে নিচের কোনটি সঠিক?

53 / 70

53. গ্রেফতারি পরোয়ানার মাধ্যমে পুলিশ যেকোনো ব্যক্তিকে গ্রেফতার করলে তাকে আদালতে .... হাজির করতে হবে। [বার : ২০২৩]

54 / 70

54. যাকে গ্রেফতার করা হবে তাকে গ্রেফতারি ওয়ারেন্ট এর সারমর্ম জানানো বা ওয়ারেন্টটি দেখানো .....।

55 / 70

55. সুমনা একজন অভিযুক্ত। তাকে গ্রেফতারের উদ্দেশ্যে পুলিশ ধাওয়া করলে সে অপরিচিত একজনের বাড়ীতে ঢুকে লুকিয়ে থাকে একটি ঘরে। উক্ত বাড়ির মালিক পুলিশকে তার বাড়িতে ঢুকতে বাধা প্রদান করলেও পুলিশ তা উপেক্ষা করে দরজা ভেঙ্গে বাড়িতে ঢুকে পড়লে উক্ত বাড়ির মালিকের প্রতিকার কী?

56 / 70

56. ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিধানবলে পুলিশ গ্রেফতারি পরোয়ানা ছাড়া কোনো ব্যক্তিকে গ্রেফতার করতে পারে? [বার : ২০১২]

57 / 70

57. ফৌজদারি কার্যবিধির ৬১ ধারায় বর্ণিত বিধানটি অন্য কোন ধারার অধীনে বিবেচনা করতে হবে?

58 / 70

58. একজন বেসরকারি ব্যক্তি নিচে বর্ণিত কোন ক্ষেত্রে কাউকে গ্রেফতার করতে পারেন না?

59 / 70

59. একজন বেসরকারি ব্যক্তি হিসেবে আপনি ফৌজদারি কার্যবিধির কোন ধারামতে কাউকে শর্তাধীনে গ্রেফতার করতে পারেন?

60 / 70

60. গ্রেফতারি পরোয়ানার ধরণ সম্পর্কে ফৌজদারি কার্যবিধির কোন ধারায় বলা আছে?

61 / 70

61. ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারার বিষয়বস্তু নিচের কোনটি সর্বাধিক সঠিক?

62 / 70

62. টাঙ্গাইল জেলার ফৌজদারি আদালতের ওয়ারেন্ট ঢাকা জেলার সাভার থানা এলাকায় তামিলের জন্য নিম্নের কার নিকট প্রেরণ করতে হবে?

63 / 70

63. ফৌজদারি কার্যবিধি অনুযায়ী প্রত্যেকটি সমন কয় কপি পাঠাতে হয়?

64 / 70

64. ফৌজদারি কার্যবিধির ৬১ ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক?

65 / 70

65. ঢাকা জেলার সাভার থানা থেকে বিনা পরোয়ানায় আটককৃত ব্যক্তিদের সম্পর্কে কার নিকট রিপোর্ট প্রদান করবেন উক্ত থানার ভারপ্রাপ্ত অফিসার?

66 / 70

66. গ্রেফতারকৃত ব্যক্তিকে তল্লাশি করার বিধান ফৌজদারি কার্যবিধির কোথায় বর্ণিত আছে?

67 / 70

67. সমন জারি করার ধরণ সম্পর্কে ফৌজদারি কার্যবিধির কোন ধারায় বলা আছে?

68 / 70

68. গ্রেফতার করার সময়ে একজন মহিলা—অভিযুক্তের দেহ তল্লাশি করার পদ্ধতি সংক্রান্ত বিধান ফৌজদারি কার্যবিধিতে কোন ধারায় আছে?

69 / 70

69. The Code of Criminal Procedure, 1898 এর ৮১ ধারানুযায়ী গ্রেফতারি পরোয়ানা কার্যকর করছেন এমন পুলিশ অফিসার গ্রেফতারকৃত ব্যক্তিকে ...... আদালতে হাজির করবেন। [জুডি. : ২০২২]

70 / 70

70. বিনা ওয়ারেন্টে গ্রেফতারকৃত ব্যক্তি পুলিশের কাছ থেকে অব্যাহতি [Discharge]] পেতে পারেন কতটি বিকল্প উপায়ে?

Your score is

0%