/38 12 Penal Code [463-502] - Advanced Exam এখানে দণ্ডবিধির ৪৬৩-৫০২ ধারাসমূহ নিয়ে অ্যাডভান্সড লেভেলের এমসিকিউ টেস্ট আছে। সংশ্লিষ্ট ধারাগুলো পড়ে নিয়ে এটি অনুশীলন করুন। এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন। ইমেইলটি লেখা বাধ্যতামূলক নয়; তবে, ইমেইল এড্রেস দিলে আপনার ইমেইলে বিস্তারিত ফলাফল চলে যাবে। 1 / 38 1. দণ্ডবিধির কত ধারায় ট্রেডমার্ক এর সংজ্ঞা দেওয়া হয়েছে? ৪৬৩ ধারা ৪৭০ ধারা ৪৬৪ ধারা ৪৭৮ ধারা সঠিক উত্তর : ৪৭৮ ধারা ; [ধারা : ৪৭৮, দণ্ডবিধি] সঠিক উত্তর : ৪৭৮ ধারা ; [ধারা : ৪৭৮, দণ্ডবিধি] 2 / 38 2. স্বামী বা স্ত্রী’র জীবদ্দশায় পুনরায় বিবাহ করার সর্বোচ্চ শাস্তি নিচের কোনটি হতে পারে? দেওয়ানি কারাগারে ৬ মাসের আটকাদেশ যাবজ্জীবন কারাদণ্ড ৭ বছর সশ্রম কারাদণ্ড ১০ বছর সশ্রম কারাদণ্ড সঠিক উত্তর : ৭ বছর সশ্রম কারাদণ্ড ; [ধারা : ৪৯৪, দণ্ডবিধি] সঠিক উত্তর : ৭ বছর সশ্রম কারাদণ্ড ; [ধারা : ৪৯৪, দণ্ডবিধি] 3 / 38 3. দণ্ডবিধি অনুযায়ী একজন স্বামী বা স্ত্রী নিচের কোন শর্তের কারণে স্বামী বা স্ত্রী’র জীবদ্দশাতেও পুনরায় বিবাহ করতে পারবে? যদি স্বামী বা স্ত্রী ১০ বছর ধরে অনুপস্থিত থাকে বা জীবিত রয়েছে বলে না শুনে থাকে যদি স্বামী বা স্ত্রী ৭ বছর ধরে অনুপস্থিত থাকে বা জীবিত রয়েছে বলে না শুনে থাকে যদি স্বামী বা স্ত্রী ৫ বছর ধরে অনুপস্থিত থাকে বা জীবিত রয়েছে বলে না শুনে থাকে যদি স্বামী বা স্ত্রী ৩ বছর ধরে অনুপস্থিত থাকে বা জীবিত রয়েছে বলে না শুনে থাকে সঠিক উত্তর : যদি স্বামী বা স্ত্রী ৭ বছর ধরে অনুপস্থিত থাকে বা জীবিত রয়েছে বলে না শুনে থাকে ; [ধারা : ৪৯৪, দণ্ডবিধি] সঠিক উত্তর : যদি স্বামী বা স্ত্রী ৭ বছর ধরে অনুপস্থিত থাকে বা জীবিত রয়েছে বলে না শুনে থাকে ; [ধারা : ৪৯৪, দণ্ডবিধি] 4 / 38 4. মিথ্যা দলিল প্রস্তুতকরণের কয়টি উপায়ের কথা The Penal Code, 1860 এ বলা হয়েছে? [বার : ২০২৩] ৫ ২ ৪ ৩ সঠিক উত্তর : ৩ ; [ধারা : ৪৬৪, দণ্ডবিধি] সঠিক উত্তর : ৩ ; [ধারা : ৪৬৪, দণ্ডবিধি] 5 / 38 5. ক জনৈক ব্যাঙ্কারের নামে খ দ্বারা স্বাক্ষরিত একটি বাহককে প্রদেয় চেক পায়। চেকটিতে কোনো পরিমাণ উল্লেখ নাই। ক প্রবঞ্চনামূলক ভাবে চেকটিতে দশ হাজার টাকা লিখে উহা পূরণ করে নেয়। এটি নিচে বর্ণিত কোন অপরাধ? মানহানি প্রতারণা জালিয়াতি অপরাধমূলক বিশ্বাসভঙ্গ সঠিক উত্তর : জালিয়াতি ; [ধারা : ৪৬৪, দণ্ডবিধি] সঠিক উত্তর : জালিয়াতি ; [ধারা : ৪৬৪, দণ্ডবিধি] 6 / 38 6. দণ্ডবিধিতে ব্যভিচার সম্পর্কিত ধারা কোনটি? ৪৯৩ ধারা ৪৯৪ ধারা ৪৯৬ ধারা ৪৯৭ ধারা সঠিক উত্তর : ৪৯৭ ধারা ; [ধারা : ৪৯৭, দণ্ডবিধি] সঠিক উত্তর : ৪৯৭ ধারা ; [ধারা : ৪৯৭, দণ্ডবিধি] 7 / 38 7. দণ্ডবিধিতে বর্ণিত মানহানির মূল সংজ্ঞায় কতটি ব্যাখ্যা অংশ রয়েছে? ৩ ৪ ৭ ১০ সঠিক উত্তর : ৪ ; [ধারা : ৪৯৯, দণ্ডবিধি] সঠিক উত্তর : ৪ ; [ধারা : ৪৯৯, দণ্ডবিধি] 8 / 38 8. দণ্ডবিধির ৪৬৪ ধারা অনুসারে নিচের কোন ক্ষেত্রে মিথ্যা দলিল তৈরি করা বলে গণ্য হয়? যদি কোনো মৃত ব্যক্তির নামে কোনো দলিল তৈরি করা হয় যা কিনা তার জীবদ্দশায় সৃষ্ট বলে বলা হয় যদি কোনো ব্যক্তি নিজের নামে কোনো স্বাক্ষর করে যা কিনা অন্য ব্যক্তির বলে চালিয়ে দেবার সুযোগ আছে যদি কোনো কল্পিত ব্যক্তির নামে কোনো দলিল তৈরি করা হয় যা কিনা উক্ত কল্পিত ব্যক্তির তৈরি বলে বলা হয় বর্ণিত সবগুলো ক্ষেত্রেই মিথ্যা দলিল তৈরি করা হয় বলে গণ্য করা যাবে সঠিক উত্তর : বর্ণিত সবগুলো ক্ষেত্রেই মিথ্যা দলিল তৈরি করা হয় বলে গণ্য করা যাবে ; [ধারা : ৪৬৪, দণ্ডবিধি] সঠিক উত্তর : বর্ণিত সবগুলো ক্ষেত্রেই মিথ্যা দলিল তৈরি করা হয় বলে গণ্য করা যাবে ; [ধারা : ৪৬৪, দণ্ডবিধি] 9 / 38 9. ব্যভিচার এক প্রকার— ধর্ষণ নির্যাতন শ্লীলতাহানি কোনোটিই সঠিক নয় সঠিক উত্তর : কোনোটিই সঠিক নয় ; [ধারা : ৪৯৭, দণ্ডবিধি] সঠিক উত্তর : কোনোটিই সঠিক নয় ; [ধারা : ৪৯৭, দণ্ডবিধি] 10 / 38 10. আদালতের নথি বা সরকারি রেজিস্টার জাল করলে সর্বোচ্চ কত বছরের কারাদণ্ড হতে পারে? সবোর্চ্চ ৩ বছর কারাদণ্ড সবোর্চ্চ ৫ বছর কারাদণ্ড সবোর্চ্চ ৭ বছর কারাদণ্ড সবোর্চ্চ ১০ বছর কারাদণ্ড সঠিক উত্তর : সবোর্চ্চ ৭ বছর কারাদণ্ড ; [ধারা : ৪৬৬, দণ্ডবিধি] সঠিক উত্তর : সবোর্চ্চ ৭ বছর কারাদণ্ড ; [ধারা : ৪৬৬, দণ্ডবিধি] 11 / 38 11. দণ্ডবিধি অনুসারে Forgery for purpose of cheating অপরাধটি করার সর্বোচ্চ সাজা কত? ২ বছর পর্যন্ত কারাদণ্ড ৩ বছর পর্যন্ত কারাদণ্ড ৭ বছর পর্যন্ত কারাদণ্ড যাবজ্জীবন কারাদণ্ড সঠিক উত্তর : ৭ বছর পর্যন্ত কারাদণ্ড ; [ধারা : ৪৬৮, দণ্ডবিধি] সঠিক উত্তর : ৭ বছর পর্যন্ত কারাদণ্ড ; [ধারা : ৪৬৮, দণ্ডবিধি] 12 / 38 12. মিথ্যা ট্রেডমার্ক বা প্রোপার্টি মার্ক ব্যবহার করার সর্বোচ্চ শাস্তি কত? সবোর্চ্চ ৩ বছর কারাদণ্ড সবোর্চ্চ ১ বছর কারাদণ্ড সবোর্চ্চ ৭ বছর কারাদণ্ড সবোর্চ্চ ১০ বছর কারাদণ্ড সঠিক উত্তর : সবোর্চ্চ ১ বছর কারাদণ্ড ; [ধারা : ৪৮২, দণ্ডবিধি] সঠিক উত্তর : সবোর্চ্চ ১ বছর কারাদণ্ড ; [ধারা : ৪৮২, দণ্ডবিধি] 13 / 38 13. The Penal Code, 1860 অনুসারে কোনো পণ্য কোনো বিশেষ ব্যক্তির উৎপাদিত বলে বুঝাবার জন্য ব্যবহৃত চিহ্ন ...... বলে অভিহিত। [বার : ২০২৩] property mark patents and property mark patents trade mark সঠিক উত্তর : trade mark ; [ধারা : ৪৭৮, দণ্ডবিধি] সঠিক উত্তর : trade mark ; [ধারা : ৪৭৮, দণ্ডবিধি] 14 / 38 14. ক একটি বিল অব এক্সচেঞ্জে নিজের নাম স্বাক্ষর করে। তার উদ্দেশ্য, বিলটিতে নিজের নাম স্বাক্ষর করে উহা একই নামের অপর একজন ব্যক্তি কর্তৃক সম্পাদিত হয়েছে বলে বিশ্বাস সৃষ্টি করবে। ক ...... করেছে। জালিয়াতি প্রতারণা মানহানি মিথ্যা সাক্ষ্য প্রদান সঠিক উত্তর : জালিয়াতি ; [ধারা : ৪৬৪, দণ্ডবিধি] সঠিক উত্তর : জালিয়াতি ; [ধারা : ৪৬৪, দণ্ডবিধি] 15 / 38 15. জালিয়াতির সাজা দণ্ডবিধির কোন ধারায় দেওয়া আছে? ৪৬৫ ধারা ৪৬২খ ধারা ৪৬৪ ধারা ৩৩ ধারা সঠিক উত্তর : ৪৬৫ ধারা ; [ধারা : ৪৬৫, দণ্ডবিধি] সঠিক উত্তর : ৪৬৫ ধারা ; [ধারা : ৪৬৫, দণ্ডবিধি] 16 / 38 16. The Penal Code, 1860 এর ধারা ৪৯৯ এ বর্ণিত মানহানির সংজ্ঞার কয়টি ব্যতিক্রমের উল্লেখ আছে? [বার : ২০২২] ৫ ৭ ৯ ১০ সঠিক উত্তর : ১০ ; [ধারা : ৪৯৯, দণ্ডবিধি] সঠিক উত্তর : ১০ ; [ধারা : ৪৯৯, দণ্ডবিধি] 17 / 38 17. কোনো ব্যক্তি প্রতারণায় ব্যবহৃত হবে জেনে দলিল জাল করলে তার সব্বোর্চ্চ কারাদণ্ড ...... বছর। [বার : ২০২৩] ১৪ ৫ ১০ ৭ সঠিক উত্তর : ৭ ; [ধারা : ৪৬৮, দণ্ডবিধি] সঠিক উত্তর : ৭ ; [ধারা : ৪৬৮, দণ্ডবিধি] 18 / 38 18. A একটি বিনিময় বিলে এই উদ্দেশ্যে তার নিজ নাম স্বাক্ষর করে যে, এটি একই নামের অন্য কোনো ব্যক্তি ড্র (draw) করেছে বলে বিশ্বাস করা হয়। A অপরাধ করেছে .... । [বার : ২০২০] অপরাধমূলক বিশ্বাসভঙ্গ প্রতারণা জালিয়াতি সবকটি সঠিক উত্তর : জালিয়াতি ; [ধারা : ৪৬৩, দণ্ডবিধি] সঠিক উত্তর : জালিয়াতি ; [ধারা : ৪৬৩, দণ্ডবিধি] 19 / 38 19. ব্যভিচারের শাস্তি দণ্ডবিধি অনুযায়ী নিচের কোনটি? সবোর্চ্চ ৩ বছর কারাদণ্ড সবোর্চ্চ ৫ বছর কারাদণ্ড সবোর্চ্চ ৭ বছর কারাদণ্ড সবোর্চ্চ ১০ বছর কারাদণ্ড সঠিক উত্তর : সবোর্চ্চ ৫ বছর কারাদণ্ড ; [ধারা : ৪৯৭, দণ্ডবিধি] সঠিক উত্তর : সবোর্চ্চ ৫ বছর কারাদণ্ড ; [ধারা : ৪৯৭, দণ্ডবিধি] 20 / 38 20. মূল্যবান জামানত, উইল ইত্যাদি জালকরণ এর সর্বোচ্চ সাজা কত? ২ বছর পর্যন্ত কারাদণ্ড ৩ বছর পর্যন্ত কারাদণ্ড ৭ বছর পর্যন্ত কারাদণ্ড যাবজ্জীবন কারাদণ্ড সঠিক উত্তর : যাবজ্জীবন কারাদণ্ড ; [ধারা : ৪৬৭, দণ্ডবিধি] সঠিক উত্তর : যাবজ্জীবন কারাদণ্ড ; [ধারা : ৪৬৭, দণ্ডবিধি] 21 / 38 21. Forgery এর সংজ্ঞা দণ্ডবিধির কত ধারার বিষয়বস্তু? ৩৭৮ ধারা ৪৬০ ধারা ৪৬৩ ধারা ২১ ধারা সঠিক উত্তর : ৪৬৩ ধারা ; [ধারা : ৪৬৩, দণ্ডবিধি] সঠিক উত্তর : ৪৬৩ ধারা ; [ধারা : ৪৬৩, দণ্ডবিধি] 22 / 38 22. Forgery for purpose of cheating এর শাস্তি দণ্ডবিধির কত ধারায় বলা আছে? ৪৯৮ ধারা ৪৯৯ ধারা ৪৬৮ ধারা ৫০১ ধারা সঠিক উত্তর : ৪৬৮ ধারা ; [ধারা : ৪৬৮, দণ্ডবিধি] সঠিক উত্তর : ৪৬৮ ধারা ; [ধারা : ৪৬৮, দণ্ডবিধি] 23 / 38 23. ব্যভিচারের জন্য কাকে অভিযুক্ত করা যায়? [বার : ২০১৫] পুরুষ আসামি মহিলা আসামি স্বামী তাদের সকলকে সঠিক উত্তর : পুরুষ আসামি ; [ধারা : ৪৯৭, দণ্ডবিধি] সঠিক উত্তর : পুরুষ আসামি ; [ধারা : ৪৯৭, দণ্ডবিধি] 24 / 38 24. Forged document এর সংজ্ঞা দণ্ডবিধির কোন ধারার বিষয়বস্তু? ৪৬৩ ধারা ৪৬৪ ধারা ৪৭০ ধারা ৪৭ ধারা সঠিক উত্তর : ৪৭০ ধারা ; [ধারা : ৪৭০, দণ্ডবিধি] সঠিক উত্তর : ৪৭০ ধারা ; [ধারা : ৪৭০, দণ্ডবিধি] 25 / 38 25. মানহানি করার সর্বোচ্চ শাস্তি নিচের কোনটি? সর্বোচ্চ ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড সর্বোচ্চ ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড সর্বোচ্চ ১ বছরের সশ্রম কারাদণ্ড সর্বোচ্চ ২ বছরের সশ্রম কারাদণ্ড সঠিক উত্তর : সর্বোচ্চ ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড ; [ধারা : ৫০০, দণ্ডবিধি] সঠিক উত্তর : সর্বোচ্চ ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড ; [ধারা : ৫০০, দণ্ডবিধি] 26 / 38 26. ক একটি প্রেসের মালিক। খ একটি মানহানিকর লিফলেট ক এর প্রেস থেকে ছাপিয়ে বিলি করলে প্রেসের মালিকের শাস্তি নিচের কোনটি? সর্বোচ্চ ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড সর্বোচ্চ ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড সর্বোচ্চ ১ বছরের সশ্রম কারাদণ্ড সর্বোচ্চ ২ বছরের সশ্রম কারাদণ্ড সঠিক উত্তর : সর্বোচ্চ ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড ; [ধারা : ৫০১, দণ্ডবিধি] সঠিক উত্তর : সর্বোচ্চ ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড ; [ধারা : ৫০১, দণ্ডবিধি] 27 / 38 27. দণ্ডবিধি অনুসারে - A man’s signature of his own name may amount to ..... . - শুণ্যস্থানে কী বসবে? Cheating Adultry forgery Making a false document সঠিক উত্তর : forgery ; [ধারা : ৪৬৪, দণ্ডবিধি] সঠিক উত্তর : forgery ; [ধারা : ৪৬৪, দণ্ডবিধি] 28 / 38 28. দণ্ডবিধির ৪৬৩ ধারার শিরোনাম হিসেবে নিচের কোনটি সঠিক? Adultry Forgery Cheating Stolen property সঠিক উত্তর : Forgery ; [ধারা : ৪৬৩, দণ্ডবিধি] সঠিক উত্তর : Forgery ; [ধারা : ৪৬৩, দণ্ডবিধি] 29 / 38 29. দণ্ডবিধির ৪৬৪ ধারার শিরোনাম হিসেবে নিচের কোনটি সঠিক? Adultry Forgery Cheating Making a false document সঠিক উত্তর : Making a false document ; [ধারা : ৪৬৪, দণ্ডবিধি] সঠিক উত্তর : Making a false document ; [ধারা : ৪৬৪, দণ্ডবিধি] 30 / 38 30. Forgery for purpose of harming reputation অপরাধটির সর্বোচ্চ সাজা কত? ২ বছর পর্যন্ত কারাদণ্ড ৩ বছর পর্যন্ত কারাদণ্ড ৭ বছর পর্যন্ত কারাদণ্ড যাবজ্জীবন কারাদণ্ড সঠিক উত্তর : ৩ বছর পর্যন্ত কারাদণ্ড ; [ধারা : ৪৬৯, দণ্ডবিধি] সঠিক উত্তর : ৩ বছর পর্যন্ত কারাদণ্ড ; [ধারা : ৪৬৯, দণ্ডবিধি] 31 / 38 31. ‘ক’ থানায় অভিযোগ করে যে, তার ভাই ‘খ’ একটি সাদা কাগজে তাদের পিতার সই নকল করেছে। দণ্ডবিধি অনুসারে এটা কোন অপরাধ? [বার : ২০১৫] জালিয়াতি অপরাধজনক বিশ্বাসভঙ্গ প্রতারণা কোনোটিই নয় সঠিক উত্তর : জালিয়াতি ; [ধারা : ৪৬৩, দণ্ডবিধি] সঠিক উত্তর : জালিয়াতি ; [ধারা : ৪৬৩, দণ্ডবিধি] 32 / 38 32. আদালতের নথিপত্র বা সরকারি রেজিস্টার জালকরণ এর শাস্তি দণ্ডবিধির কত ধারায় বলা আছে? ৪৬৩ ধারা ৪৬৬ ধারা ৪৬৪ ধারা ৪৭ ধারা সঠিক উত্তর : ৪৬৬ ধারা ; [ধারা : ৪৬৬, দণ্ডবিধি] সঠিক উত্তর : ৪৬৬ ধারা ; [ধারা : ৪৬৬, দণ্ডবিধি] 33 / 38 33. The Penal Code, 1860 এর কত ধারায় ‘Defamation’ সংজ্ঞায়িত হয়েছে? [বার : ২০২০] ৪৯৮ ৪৯৯ ৫০০ ৫০১ সঠিক উত্তর : ৪৯৯ ; [ধারা : ৪৯৯, দণ্ডবিধি] সঠিক উত্তর : ৪৯৯ ; [ধারা : ৪৯৯, দণ্ডবিধি] 34 / 38 34. মৃত কোনো ব্যক্তির বিরুদ্ধে ......... অপরাধটি সংঘটিত করা যায়। মানহানি অনিষ্ট অপরাধমূলক ভীতি প্রদর্শন বর্ণিত সবগুলোই করা যায় সঠিক উত্তর : মানহানি ; [ধারা : ৪৯৯, দণ্ডবিধি] সঠিক উত্তর : মানহানি ; [ধারা : ৪৯৯, দণ্ডবিধি] 35 / 38 35. আপনি জানেন একটি দলিল জাল এবং সেটি আপনি তৈরি করেননি। কিন্তু, তা জানা সত্ত্বেও উক্ত দলিলটি খাঁটি দলিল হিসেবে ব্যবহার করলেন। এক্ষেত্রে আপনার অপরাধটি নিচে বর্ণিত কোনটির আওতায় পড়বে? অপরাধমূলক বিশ্বাসভঙ্গ জালিয়াতি প্রতারণা সঠিক উত্তর নেই সঠিক উত্তর : জালিয়াতি ; [ধারা : ৪৭১, দণ্ডবিধি] সঠিক উত্তর : জালিয়াতি ; [ধারা : ৪৭১, দণ্ডবিধি] 36 / 38 36. দণ্ডবিধির ৪৬৪ ধারা অনুসারে মিথ্যা দলিল তৈরি করার কতটি ক্ষেত্রের কথা বলা রয়েছে? ২টি ৩টি ৪টি ৫টি সঠিক উত্তর :৩টি ; [ধারা : ৪৬৪, দণ্ডবিধি] সঠিক উত্তর :৩টি ; [ধারা : ৪৬৪, দণ্ডবিধি] 37 / 38 37. দণ্ডবিধি অনুসারে সাধারণভাবে জালিয়াতির সর্বোচ্চ শাস্তি নিচের কোনটি? ২ বছর কারাদণ্ড ৩ বছর কারাদণ্ড ৫ বছর কারাদণ্ড ৬ বছর কারাদণ্ড সঠিক উত্তর : ২ বছর কারাদণ্ড ; [ধারা : ৪৬৫, দণ্ডবিধি] সঠিক উত্তর : ২ বছর কারাদণ্ড ; [ধারা : ৪৬৫, দণ্ডবিধি] 38 / 38 38. Making a false document এর সংজ্ঞা দণ্ডবিধির কত ধারার বিষয়বস্তু? ৪৬৩ ধারা ১৯১ ধারা ৪৬৪ ধারা ৩৩ ধারা সঠিক উত্তর : ৪৬৪ ধারা ; [ধারা : ৪৬৪, দণ্ডবিধি] সঠিক উত্তর : ৪৬৪ ধারা ; [ধারা : ৪৬৪, দণ্ডবিধি] Your score is Facebook 0% Restart quiz By Wordpress Quiz plugin