আইনকানুন একাডেমি

/31
9

Penal Code [107-120] - Advanced Exam

এখানে দণ্ডবিধির ১০৭-১২০ ধারাসমূহ নিয়ে অ্যাডভান্সড লেভেলের এমসিকিউ টেস্ট আছে। সংশ্লিষ্ট ধারাগুলো পড়ে নিয়ে এটি অনুশীলন করুন।

এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন। ইমেইলটি লেখা বাধ্যতামূলক নয়; তবে, ইমেইল এড্রেস দিলে আপনার ইমেইলে বিস্তারিত ফলাফল চলে যাবে।

1 / 31

1. Abetment শব্দের অর্থ কী?

2 / 31

2. ‘ক’ এর প্ররোচনায় ‘খ’ খুন করার উদ্দেশ্য ‘গ’ কে ছুরিকাঘাত করে। ‘গ’ চিকিৎসান্তে সুস্থ হয়ে ওঠে। ‘ক’ নিম্নের কোন অপরাধ করেছে? [জুডি. : ২০১২]

3 / 31

3. ‘ক’, ‘গ’ কে খুন করার জন্য ‘খ’ কে প্ররোচিত করে। ‘খ’ কার্যটি করতে অস্বীকৃতি জানায়। এখানে ক দণ্ডবিধি অনুযায়ী কী নামে অভিহিত হবে?

4 / 31

4. দণ্ডবিধির ১১৪ ধারার শিরোনাম হিসেবে নিচের কোনটি সঠিক?

5 / 31

5. ‘Liability of abettor when one act abetted and different act done’- এটি দণ্ডবিধির কত ধারার শিরোনাম?

6 / 31

6. দণ্ডবিধি অনুসারে একটি অপসহায়তা নিচের কোন উপায়ে করা যেতে পারে?

7 / 31

7. কোন সরকারী কর্মচারী যার দ্বায়িত্ব অপরাধ প্রতিরোধ করা, তিনি কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধে অপসহায়তা করলে তার শাস্তি কি?

8 / 31

8. মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন দণ্ডে শাস্তিযোগ্য অপরাধে অপসহায়তাকরণের শাস্তি কী, যদি অপরাধটি সংঘটিত হতে গিয়ে ভিকটিম আঘাতপ্রাপ্ত হয়?

9 / 31

9. দণ্ডবিধির ১০৭ ধারার শিরোনাম হিসেবে নিচের কোনটি সঠিক?

10 / 31

10. ‘ক’, ‘গ’ কে খুন করার জন্য ‘খ’ কে প্ররোচিত করে। ‘খ’ কার্যটি করতে অস্বীকৃতি জানায়। এখানে খ নিচের কোন অপরাধটি করেছে?

11 / 31

11. কোনো অপরাধ সংঘটনের প্ররোচনার জন্য কোনো শাস্তির উল্লেখ না থাকলে অপরাধমূলক কাজে সহায়তাকারীর শাস্তি হবে- [বার : ২০১৭]

12 / 31

12. `Abetment of offence punishable with imprisonment, if offence be not committed’- এটি দণ্ডবিধির কত ধারার শিরোনাম?

13 / 31

13. দণ্ডবিধির ১০৭ ধারা অনুযায়ী অপরাধে অপসহায়তা কয়টি উপায়ে করা যায়?

14 / 31

14. Qui facit per aliumfacit per se লিগ্যাল ম্যাক্সিমটির সাথে দণ্ডবিধির কোন ধারাটি সম্পর্কিত?

15 / 31

15. কোনো ব্যাপারে অপসহায়তা করার সংজ্ঞা দণ্ডবিধির কোন ধারায় বর্ণিত আছে?

16 / 31

16. ‘ক’, ‘গ’ কে খুন করার জন্য ‘খ’ কে প্ররোচিত করে। ‘খ’ কার্যটি করতে অস্বীকৃতি জানায়। এখানে ক কে দণ্ডবিধি অনুযায়ী নিচের কোন অপরাধে অভিযুক্ত করা যেতে পারে?

17 / 31

17. এবেটরের সংজ্ঞা দণ্ডবিধির কোন ধারার বিষয়বস্তু?

18 / 31

18. বাংলাদেশী নাগরিক ‘ক’- গোয়ায় অবস্থিত বিদেশী নাগরিক ‘খ’- কে গোয়ায় একটি খুন অনুষ্ঠানের জন্য প্ররোচিত করলো। ‘ক’- এর ক্ষেত্রে নিচের কোন বক্তব্যটি সঠিক?

19 / 31

19. `Punishment of abetment if person abetted does act with different intention from that of abettor’- এটি দণ্ডবিধির কত ধারার শিরোনাম?

20 / 31

20. দণ্ডবিধির ১০৮ ধারার শিরোনাম হিসেবে নিচের কোনটি সঠিক?

21 / 31

21. ‘অপরাধ অনুষ্ঠানকালে সহায়তাকারীর উপস্থিতি’- এটি দণ্ডবিধির কত ধারার শিরোনাম?

22 / 31

22. ‘ক’ এর প্ররোচনায় সরকারি কর্মচারী ‘খ’ তার জিম্মায় থাকা সরকারি টাকা আত্মসাত করেছে। ক এর কী শাস্তি হতে পারে? [বার : ২০১২]

23 / 31

23. মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন দণ্ডে শাস্তিযোগ্য অপরাধে অপসহায়তাকরণের শাস্তি কী, যদি অপরাধটি পরিপূর্ণভাবে সংঘটিত হয়ে থাকে?

24 / 31

24. মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন দণ্ডে শাস্তিযোগ্য অপরাধে অপসহায়তাকরণের শাস্তি কী, যদি অপরাধটি প্রকৃতপক্ষে সংঘটিত না হয়?

25 / 31

25. `Abetment of offence punishable with imprisonment, if offence be not committed’- এটি দণ্ডবিধির কত ধারার শিরোনাম?

26 / 31

26. সাধারণভাবে কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধে অপসহায়তাকরণের শাস্তি কী, যদি অপরাধটি প্রকৃতপক্ষে সংঘটিত না হয়?

27 / 31

27. জনসাধারণ বা দশের অধিক ব্যক্তি কর্তৃক অপরাধ সংঘটনে সহায়তাকরণের শাস্তি কি?

28 / 31

28. ‘ক’, ‘খ’ কে মিথ্যা সাক্ষ্যদানে প্ররোচিত করে। ‘খ’ উক্ত প্ররোচনার ফলে উক্ত অপরাধ সংঘটন করলে ক কোন অপরাধের শাস্তিতে দণ্ডিত হবে?

29 / 31

29. অপসহায়তাকরী স্বয়ং ঘটনাস্থলে উপস্থিত থাকলে এর পরিণতি হিসেবে নিচের কোনটি সঠিক?

30 / 31

30. ‘জনসাধারণ বা দশের অধিক ব্যক্তি কতৃর্ক অপরাধ অনুষ্ঠানে অপসহায়তাকরণ’- এটি দণ্ডবিধির কত ধারার বিষয়বস্তু?

31 / 31

31. ‘A’, ‘B’ কে ‘C’ এর ঘর পোড়ানোর জন্য প্ররোচিত করে। ‘B’ ‘C’ এর ঘরে আগুন দেয় এবং চুরি করে। ‘A’ .....। [বার : ২০২০]

Your score is

0%