/32 18 Penal Code [107-120] - Advanced Exam এখানে দণ্ডবিধির ১০৭-১২০ ধারাসমূহ নিয়ে অ্যাডভান্সড লেভেলের এমসিকিউ টেস্ট আছে। সংশ্লিষ্ট ধারাগুলো পড়ে নিয়ে এটি অনুশীলন করুন। এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন। ইমেইলটি লেখা বাধ্যতামূলক নয়; তবে, ইমেইল এড্রেস দিলে আপনার ইমেইলে বিস্তারিত ফলাফল চলে যাবে। 1 / 32 1. দণ্ডবিধির ১০৭ ধারার শিরোনাম হিসেবে নিচের কোনটি সঠিক? Abetment of a thing Abetment of an act Abettor Abetment of an offence সঠিক উত্তর : Abetment of a thing ; [ধারা : ১০৭, দণ্ডবিধি] সঠিক উত্তর : Abetment of a thing ; [ধারা : ১০৭, দণ্ডবিধি] 2 / 32 2. `Punishment of abetment if person abetted does act with different intention from that of abettor’- এটি দণ্ডবিধির কত ধারার শিরোনাম? ১০৭ ধারা ১০৮ ধারা ১১০ ধারা ১১১ ধারা সঠিক উত্তর : ১১০ ধারা ; [ধারা : ১১০, দণ্ডবিধি] সঠিক উত্তর : ১১০ ধারা ; [ধারা : ১১০, দণ্ডবিধি] 3 / 32 3. ‘ক’, ‘গ’ কে খুন করার জন্য ‘খ’ কে প্ররোচিত করে। ‘খ’ কার্যটি করতে অস্বীকৃতি জানায়। এখানে ক দণ্ডবিধি অনুযায়ী কী নামে অভিহিত হবে? Conspirato Initiator of a attempt of murder Abettor Murderer সঠিক উত্তর : Abettor ; [ধারা : ১০৮, দণ্ডবিধি] সঠিক উত্তর : Abettor ; [ধারা : ১০৮, দণ্ডবিধি] 4 / 32 4. ‘ক’, ‘গ’ কে খুন করার জন্য ‘খ’ কে প্ররোচিত করে। ‘খ’ কার্যটি করতে অস্বীকৃতি জানায়। এখানে খ নিচের কোন অপরাধটি করেছে? অপরাধটি সংঘটিত করেনি বিধায় কোনো অপরাধ করেনি অপরাধটির পরিকল্পনায় যুক্ত থাকার কারণে পরিকল্পক আকারে অপরাধ করেছে অপরাধমূলক ষড়যন্ত্র করেছে অপসহায়তাকারী হিসেবে অভিযুক্ত হবে সঠিক উত্তর : অপরাধটি সংঘটিত করেনি বিধায় কোনো অপরাধ করেনি ; [ধারা : ১০৮, দণ্ডবিধি] সঠিক উত্তর : অপরাধটি সংঘটিত করেনি বিধায় কোনো অপরাধ করেনি ; [ধারা : ১০৮, দণ্ডবিধি] 5 / 32 5. দণ্ডবিধির ১০৮ ধারার শিরোনাম হিসেবে নিচের কোনটি সঠিক? Abetment of a thing Abetment of an act Abetto Abettor defined সঠিক উত্তর : Abetto ; [ধারা : ১০৮, দণ্ডবিধি] সঠিক উত্তর : Abetto ; [ধারা : ১০৮, দণ্ডবিধি] 6 / 32 6. Qui facit per aliumfacit per se লিগ্যাল ম্যাক্সিমটির সাথে দণ্ডবিধির কোন ধারাটি সম্পর্কিত? ৩৪ ধারা ১৪৯ ধারা ১০৭ ধারা ৫১১ ধারা সঠিক উত্তর : ১০৭ ধারা ; [ধারা : ১০৭, দণ্ডবিধি] সঠিক উত্তর : ১০৭ ধারা ; [ধারা : ১০৭, দণ্ডবিধি] 7 / 32 7. `Abetment of offence punishable with imprisonment, if offence be not committed’- এটি দণ্ডবিধির কত ধারার শিরোনাম? ১১৫ ধারা ১০৯ ধারা ১১৭ ধারা ১১৬ ধারা 8 / 32 8. মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন দণ্ডে শাস্তিযোগ্য অপরাধে অপসহায়তাকরণের শাস্তি কী, যদি অপরাধটি প্রকৃতপক্ষে সংঘটিত না হয়? ১০ বছর পর্যন্ত কারাদণ্ড অপরাধটি সংঘটিত না হওয়ায় কোনো শাস্তি হবে না ১৪ বছর পর্যন্ত কারাদণ্ড ৭ বছর পর্যন্ত কারাদণ্ড সঠিক উত্তর : ৭ বছর পর্যন্ত কারাদণ্ড ; [ধারা : ১১৫, দণ্ডবিধি] সঠিক উত্তর : ৭ বছর পর্যন্ত কারাদণ্ড ; [ধারা : ১১৫, দণ্ডবিধি] 9 / 32 9. ‘ক’ এর প্ররোচনায় সরকারি কর্মচারী ‘খ’ তার জিম্মায় থাকা সরকারি টাকা আত্মসাত করেছে। ক এর কী শাস্তি হতে পারে? [বার : ২০১২] খ এর দ্বিগুণ শাস্তি খ এর সমান শাস্তি খ এর অর্ধেক শাস্তি কোনো শাস্তি হবে না সঠিক উত্তর : খ এর সমান শাস্তি ; [ধারা : ১০৯, দণ্ডবিধি] সঠিক উত্তর : খ এর সমান শাস্তি ; [ধারা : ১০৯, দণ্ডবিধি] 10 / 32 10. থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এক ব্যক্তি প্রহৃত হতে দেখলেন এবং তার কান্নাও শুনলেন, কিন্তু উক্ত কাজে তিনি বাধা দিলেন না। The Penal Code, 1860 অনুযায়ী তিনি [জুডি. : ২০২৪] কোনো অপরাধ করেননি মূল অপরাধী দুষ্কর্মে সহায়তাকারী পেশাগত অসদাচরণ করেছেন সঠিক উত্তর : দুষ্কর্মে সহায়তাকারী ; [ধারা : ১১৬, দণ্ডবিধি] সঠিক উত্তর : দুষ্কর্মে সহায়তাকারী ; [ধারা : ১১৬, দণ্ডবিধি] 11 / 32 11. অপসহায়তাকরী স্বয়ং ঘটনাস্থলে উপস্থিত থাকলে এর পরিণতি হিসেবে নিচের কোনটি সঠিক? তিনি অপসহায়তাকারী হিসেবেই শুধু গণ্য হবেন তিনি মূল অপরাধ সংঘটনকারী হিসেবে গণ্য হবেন তিনি মূল অপরাধ সংঘটনকারীর সহযোগী হিসেবে গণ্য হবেন তিনি বেআইনি সমাবেশের নেতৃত্বদানকারী ব্যক্তি হিসেবে গণ্য হবেন সঠিক উত্তর : তিনি মূল অপরাধ সংঘটনকারী হিসেবে গণ্য হবেন ; [ধারা : ১১৪, দণ্ডবিধি] সঠিক উত্তর : তিনি মূল অপরাধ সংঘটনকারী হিসেবে গণ্য হবেন ; [ধারা : ১১৪, দণ্ডবিধি] 12 / 32 12. ‘ক’, ‘গ’ কে খুন করার জন্য ‘খ’ কে প্ররোচিত করে। ‘খ’ কার্যটি করতে অস্বীকৃতি জানায়। এখানে ক কে দণ্ডবিধি অনুযায়ী নিচের কোন অপরাধে অভিযুক্ত করা যেতে পারে? অপরাধটি সংঘটিত হয়নি বিধায় কোনো অপরাধ করেনি অপরাধটির পরিকল্পনায় যুক্ত থাকার কারণে পরিকল্পক আকারে অপরাধ করেছে অপরাধমূলক ষড়যন্ত্র করেছে অপসহায়তাকারী হিসেবে অভিযুক্ত হবে সঠিক উত্তর : অপসহায়তাকারী হিসেবে অভিযুক্ত হবে ; [ধারা : ১০৮, দণ্ডবিধি] সঠিক উত্তর : অপসহায়তাকারী হিসেবে অভিযুক্ত হবে ; [ধারা : ১০৮, দণ্ডবিধি] 13 / 32 13. ‘ক’ এর প্ররোচনায় ‘খ’ খুন করার উদ্দেশ্য ‘গ’ কে ছুরিকাঘাত করে। ‘গ’ চিকিৎসান্তে সুস্থ হয়ে ওঠে। ‘ক’ নিম্নের কোন অপরাধ করেছে? [জুডি. : ২০১২] গুরুতর আঘাতের প্ররোচনা নরহত্যার প্ররোচনা খুন করার প্ররোচনা সুস্থ হওয়ায় কোনো অপরাধ হয়নি সঠিক উত্তর : খুন করার প্ররোচনা ; [ধারা : ১০৮, দণ্ডবিধি] সঠিক উত্তর : খুন করার প্ররোচনা ; [ধারা : ১০৮, দণ্ডবিধি] 14 / 32 14. ‘A’, ‘B’ কে ‘C’ এর ঘর পোড়ানোর জন্য প্ররোচিত করে। ‘B’ ‘C’ এর ঘরে আগুন দেয় এবং চুরি করে। ‘A’ .....। [বার : ২০২০] চুরি এবং ঘর পোড়াতে প্ররোচনার জন্য দায়ী হবে চুরিতে প্ররোচনার জন্য দায়ী হবে ঘর পোড়াতে প্ররোচনার জন্য দায়ী হবে কোনোটিই নয় সঠিক উত্তর : ঘর পোড়াতে প্ররোচনার জন্য দায়ী হবে ; [ধারা : ১১১, দণ্ডবিধি] সঠিক উত্তর : ঘর পোড়াতে প্ররোচনার জন্য দায়ী হবে ; [ধারা : ১১১, দণ্ডবিধি] 15 / 32 15. দণ্ডবিধি অনুসারে একটি অপসহায়তা নিচের কোন উপায়ে করা যেতে পারে? by instigation by conspiracy intentionally aids by act or illegal omission বর্ণিত সবগুলো উপায়েই করা যেতে পারে সঠিক উত্তর : বর্ণিত সবগুলো উপায়েই করা যেতে পারে ; [ধারা : ১০৭, দণ্ডবিধি] সঠিক উত্তর : বর্ণিত সবগুলো উপায়েই করা যেতে পারে ; [ধারা : ১০৭, দণ্ডবিধি] 16 / 32 16. কোনো অপরাধ সংঘটনের প্ররোচনার জন্য কোনো শাস্তির উল্লেখ না থাকলে অপরাধমূলক কাজে সহায়তাকারীর শাস্তি হবে- [বার : ২০১৭] ৫ বছর যে অপরাধটি হয়েছে তার জন্য নির্ধারিত শাস্তি ৭ বছর ১২ বছর সঠিক উত্তর : যে অপরাধটি হয়েছে তার জন্য নির্ধারিত শাস্তি ; [ধারা : ১০৯, দণ্ডবিধি] সঠিক উত্তর : যে অপরাধটি হয়েছে তার জন্য নির্ধারিত শাস্তি ; [ধারা : ১০৯, দণ্ডবিধি] 17 / 32 17. সাধারণভাবে কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধে অপসহায়তাকরণের শাস্তি কী, যদি অপরাধটি প্রকৃতপক্ষে সংঘটিত না হয়? মূল অপরাধের সর্বোচ্চ সাজার অর্ধেক মূল অপরাধের সর্বোচ্চ সাজার এক চতুর্থাংশ ২ বছর পর্যন্ত কারাদণ্ড ৭ বছর পর্যন্ত কারাদণ্ড সঠিক উত্তর : মূল অপরাধের সর্বোচ্চ সাজার এক চতুর্থাংশ ; [ধারা : ১১৬, দণ্ডবিধি] সঠিক উত্তর : মূল অপরাধের সর্বোচ্চ সাজার এক চতুর্থাংশ ; [ধারা : ১১৬, দণ্ডবিধি] 18 / 32 18. মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন দণ্ডে শাস্তিযোগ্য অপরাধে অপসহায়তাকরণের শাস্তি কী, যদি অপরাধটি সংঘটিত হতে গিয়ে ভিকটিম আঘাতপ্রাপ্ত হয়? ১০ বছর পর্যন্ত কারাদণ্ড অপরাধ—সংশ্লিষ্ট সর্বোচ্চ সাজার সমান ১৪ বছর পর্যন্ত কারাদণ্ড ৭ বছর পর্যন্ত কারাদণ্ড সঠিক উত্তর : ১৪ বছর পর্যন্ত কারাদণ্ড ; [ধারা : ১১৫, দণ্ডবিধি] সঠিক উত্তর : ১৪ বছর পর্যন্ত কারাদণ্ড ; [ধারা : ১১৫, দণ্ডবিধি] 19 / 32 19. ‘Liability of abettor when one act abetted and different act done’- এটি দণ্ডবিধির কত ধারার শিরোনাম? ১০৭ ধারা ১০৮ ধারা ১০৯ ধারা ১১১ ধারা সঠিক উত্তর : ১১১ ধারা ; [ধারা : ১১১, দণ্ডবিধি] সঠিক উত্তর : ১১১ ধারা ; [ধারা : ১১১, দণ্ডবিধি] 20 / 32 20. ‘জনসাধারণ বা দশের অধিক ব্যক্তি কতৃর্ক অপরাধ অনুষ্ঠানে অপসহায়তাকরণ’- এটি দণ্ডবিধির কত ধারার বিষয়বস্তু? ১১৫ ধারা ১১৭ ধারা ১১৪ ধারা ১১৬ ধারা সঠিক উত্তর : ১১৭ ধারা ; [ধারা : ১১৭, দণ্ডবিধি] সঠিক উত্তর : ১১৭ ধারা ; [ধারা : ১১৭, দণ্ডবিধি] 21 / 32 21. ‘ক’, ‘খ’ কে মিথ্যা সাক্ষ্যদানে প্ররোচিত করে। ‘খ’ উক্ত প্ররোচনার ফলে উক্ত অপরাধ সংঘটন করলে ক কোন অপরাধের শাস্তিতে দণ্ডিত হবে? মিথ্যা সাক্ষ্যদানের সমান দণ্ডে মিথ্যা সাক্ষ্য উদ্ভাবনের দণ্ডে মিথ্যা সাক্ষ্যদানের অর্ধেক দণ্ডে মিথ্যা সাক্ষ্যদানের এক চতুর্থাংশ দণ্ডে সঠিক উত্তর : মিথ্যা সাক্ষ্যদানের সমান দণ্ডে ; [ধারা : ১০৯, দণ্ডবিধি] সঠিক উত্তর : মিথ্যা সাক্ষ্যদানের সমান দণ্ডে ; [ধারা : ১০৯, দণ্ডবিধি] 22 / 32 22. মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন দণ্ডে শাস্তিযোগ্য অপরাধে অপসহায়তাকরণের শাস্তি কী, যদি অপরাধটি পরিপূর্ণভাবে সংঘটিত হয়ে থাকে? ১০ বছর পর্যন্ত কারাদণ্ড অপরাধ—সংশ্লিষ্ট সর্বোচ্চ সাজার সমান ১৪ বছর পর্যন্ত কারাদণ্ড ৭ বছর পর্যন্ত কারাদণ্ড সঠিক উত্তর : অপরাধ—সংশ্লিষ্ট সর্বোচ্চ সাজার সমান ; [ধারা : ১১৫ ও ১০৯, দণ্ডবিধি] সঠিক উত্তর : অপরাধ—সংশ্লিষ্ট সর্বোচ্চ সাজার সমান ; [ধারা : ১১৫ ও ১০৯, দণ্ডবিধি] 23 / 32 23. কোন সরকারী কর্মচারী যার দ্বায়িত্ব অপরাধ প্রতিরোধ করা, তিনি কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধে অপসহায়তা করলে তার শাস্তি কি? মূল অপরাধের সমান শাস্তি মূল অপরাধের সর্বোচ্চ সাজার এক চতুর্থাংশ মূল অপরাধের অর্ধেক শাস্তি ৭ বছর পর্যন্ত কারাদণ্ড সঠিক উত্তর : মূল অপরাধের অর্ধেক শাস্তি ; [ধারা : ১১৬, দণ্ডবিধি] সঠিক উত্তর : মূল অপরাধের অর্ধেক শাস্তি ; [ধারা : ১১৬, দণ্ডবিধি] 24 / 32 24. Abetment শব্দের অর্থ কী? সহায়তা অপসহায়তা ষড়যন্ত্র বাতিল বা রদ সঠিক উত্তর : অপসহায়তা ; [ধারা : ১০৭, দণ্ডবিধি] সঠিক উত্তর : অপসহায়তা ; [ধারা : ১০৭, দণ্ডবিধি] 25 / 32 25. দণ্ডবিধির ১১৪ ধারার শিরোনাম হিসেবে নিচের কোনটি সঠিক? Abettor present when offence is committed Liability of abettor when one act abetted and different act done Punishment of abetment if person abetted does act with different intention from that of abettor abettor সঠিক উত্তর : Abettor present when offence is committed ; [ধারা : ১১৪, দণ্ডবিধি] সঠিক উত্তর : Abettor present when offence is committed ; [ধারা : ১১৪, দণ্ডবিধি] 26 / 32 26. কোনো ব্যাপারে অপসহায়তা করার সংজ্ঞা দণ্ডবিধির কোন ধারায় বর্ণিত আছে? ১০৭ ধারা ১০৮ ধারা ৪৩ ধারা ৫২ ধারা সঠিক উত্তর : ১০৭ ধারা ; [ধারা : ১০৭, দণ্ডবিধি] সঠিক উত্তর : ১০৭ ধারা ; [ধারা : ১০৭, দণ্ডবিধি] 27 / 32 27. `Abetment of offence punishable with imprisonment, if offence be not committed’- এটি দণ্ডবিধির কত ধারার শিরোনাম? ১১৫ ধারা ১০৯ ধারা ১১৭ ধারা ১১৬ ধারা সঠিক উত্তর : ১১৬ ধারা ; [ধারা : ১১৬, দণ্ডবিধি] সঠিক উত্তর : ১১৬ ধারা ; [ধারা : ১১৬, দণ্ডবিধি] 28 / 32 28. দণ্ডবিধির ১০৭ ধারা অনুযায়ী অপরাধে অপসহায়তা কয়টি উপায়ে করা যায়? ২ ভাবে ৩ ভাবে ৪ ভাবে ৫ ভাবে সঠিক উত্তর : ৩ ভাবে ; [ধারা : ১০৭, দণ্ডবিধি] সঠিক উত্তর : ৩ ভাবে ; [ধারা : ১০৭, দণ্ডবিধি] 29 / 32 29. বাংলাদেশী নাগরিক ‘ক’- গোয়ায় অবস্থিত বিদেশী নাগরিক ‘খ’- কে গোয়ায় একটি খুন অনুষ্ঠানের জন্য প্ররোচিত করলো। ‘ক’- এর ক্ষেত্রে নিচের কোন বক্তব্যটি সঠিক? ‘ক’- কে ভারতীয় আইনের অধীনে প্ররোচনার দোষে দোষী হবে ‘ক’- কে আন্তর্জাতিক আইনের অধীনে প্ররোচনার দোষে দোষী করা হবে ‘ক’- কে শাস্তির আওতায় আনা যাবে না ‘ক’- কে দণ্ডবিধির অধীনে প্ররোচনার দোষে দোষী করা যাবে সঠিক উত্তর : ‘ক’- কে দণ্ডবিধির অধীনে প্ররোচনার দোষে দোষী করা যাবে ; [ধারা : ১০৮ক, দণ্ডবিধি] সঠিক উত্তর : ‘ক’- কে দণ্ডবিধির অধীনে প্ররোচনার দোষে দোষী করা যাবে ; [ধারা : ১০৮ক, দণ্ডবিধি] 30 / 32 30. জনসাধারণ বা দশের অধিক ব্যক্তি কর্তৃক অপরাধ সংঘটনে সহায়তাকরণের শাস্তি কি? ৬ বছরের জেল ৩ বছর পর্যন্ত জেল ১২ বছরের জেল ২ বছরের জেল সঠিক উত্তর : ৩ বছর পর্যন্ত জেল ; [ধারা : ১১৭, দণ্ডবিধি] সঠিক উত্তর : ৩ বছর পর্যন্ত জেল ; [ধারা : ১১৭, দণ্ডবিধি] 31 / 32 31. এবেটরের সংজ্ঞা দণ্ডবিধির কোন ধারার বিষয়বস্তু? ৯ ধারা ৪৪ ধারা ১০৮ ধারা ১২০ ধারা সঠিক উত্তর : ১০৮ ধারা ; [ধারা : ১০৮, দণ্ডবিধি] সঠিক উত্তর : ১০৮ ধারা ; [ধারা : ১০৮, দণ্ডবিধি] 32 / 32 32. ‘অপরাধ অনুষ্ঠানকালে সহায়তাকারীর উপস্থিতি’- এটি দণ্ডবিধির কত ধারার শিরোনাম? ১০৭ ধারা ২১৮ ধারা ১১৪ ধারা ১১১ ধারা সঠিক উত্তর : ১১৪ ধারা ; [ধারা : ১১৪, দণ্ডবিধি] সঠিক উত্তর : ১১৪ ধারা ; [ধারা : ১১৪, দণ্ডবিধি] Your score is Facebook 0% Restart quiz