আইনকানুন একাডেমি

/39
36

Penal Code [76-95] - Advanced Exam

এখানে দণ্ডবিধির ৭৬-৯৫ ধারাসমূহ নিয়ে অ্যাডভান্সড লেভেলের এমসিকিউ টেস্ট আছে। সংশ্লিষ্ট ধারাগুলো পড়ে নিয়ে এটি অনুশীলন করুন।

এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন। ইমেইলটি লেখা বাধ্যতামূলক নয়; তবে, ইমেইল এড্রেস দিলে আপনার ইমেইলে বিস্তারিত ফলাফল চলে যাবে।

1 / 39

1. দণ্ডবিধির চতুর্থ অধ্যায়ের বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সর্বাধিক সঠিক?

2 / 39

2. ‘Act to which a person is compelled by threats’- এটি দণ্ডবিধির কত ধারার শিরোনাম?

3 / 39

3. দণ্ডবিধির ৭৮ ধারার শিরোনাম হিসেবে নিচের কোনটি সঠিক?

4 / 39

4. একজন ১১ বছর বয়স্ক শিশুর কোনো কাজ কখন কোন শর্তে অপরাধ বলে বিবেচিত হবে না?

5 / 39

5. দণ্ডবিধির কত ধারার বিধান সাপেক্ষে সদবিশ্বাসে কৃত যোগাযোগ অপরাধ হিসেবে বিবেচিত হবে না?

6 / 39

6. দণ্ডবিধির ৮০ ধারার শিরোনাম হিসেবে নিচের কোনটি সঠিক?

7 / 39

7. দণ্ডবিধির ৮২ ধারার শিরোনাম হিসেবে নিচের কোনটি সঠিক?

8 / 39

8. বিচারকের বিচার পরিচালনাকালে কোনো কাজ দণ্ডবিধির কোন ধারা অনুযায়ী কোনো অপরাধ নয়?

9 / 39

9. ‘Act likely to cause harm, but done without criminal intent and to prevent other harm’- এটি দণ্ডবিধির কত ধারার শিরোনাম?

10 / 39

10. একজন বিচারকের সরল বিশ্বাসে সম্পাদিত বিচারিক কাজ অপরাধের অন্তর্ভুক্ত নয় মর্মে The Penal Code, 1860 এর কত ধারায় বর্ণিত হয়েছে? [বার : ২০২০]

11 / 39

11. দণ্ডবিধির ৯০ ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোন ধারণাটি সঠিক নয়?

12 / 39

12. আদালতের রায় অনুসরণে করা কোনো কাজ দণ্ডবিধির কোন ধারা অনুযায়ী কোনো অপরাধ নয়?

13 / 39

13. দণ্ডবিধির ৮৪ ধারার শিরোনাম হিসেবে নিচের কোনটি সঠিক?

14 / 39

14. দণ্ডবিধি অনুসারে Act done in good faith for benefit of a person without consent এর ক্ষেত্রে নির্দিষ্ট কতটি ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না?

15 / 39

15. Act done by a person justified, or by mistake of fact believing himself justified, by law- এটি দণ্ডবিধির কত ধারার শিরোনাম?

16 / 39

16. ক’ একটি কুঠার নিয়ে কাঠ কাটার কাজ করছে। কুঠারটির মাথা উঠে যাওয়ায় কাছে দণ্ডায়মান এক ব্যক্তিকে আঘাত করে ও তিনি নিহত হন। দণ্ডবিধি অনুসারে ক এর কাজটি অপরাধ না হবার শর্ত হিসেবে নিচের কোনটি সঠিক?

17 / 39

17. করিম রফিককে তার ইচ্ছার বিরুদ্ধে মদ খাইয়ে প্রচণ্ড নেশাগ্রস্থ করে ফেলে। এমতাবস্থায় নেশাগ্রস্থতায় বিচারশক্তি রহিত হয় রফিকের। নিজের লাইসেন্স করা বৈধ অস্ত্র উচিয়ে রাস্তায় দুইজন পথচারীকে হত্যা করার পরিণতি নিচের কোনটি হতে পারে?

18 / 39

18. Doctrine of alternative danger এর ধারণা দণ্ডবিধির ব্যতিক্রমের কোন ধারার সাথে সম্পর্কিত?

19 / 39

19. নিম্নের কোন কাজটি সাধারণ ব্যতিক্রমের আওতায় পড়বে না? [বার : ২০২২]

20 / 39

20. একটি জাহাজের কাপ্তান ‘ক’ নিজের কোনো দোষ বা ত্রুটি ব্যতিরেকে নিজেকে এরূপ অবস্থায় আপাতত দেখতে পান যে, তিনি তদীয় জাহাজের গতি পরিবর্তন না করলে বিশ বা ত্রিশজন আরোহীসহ একটি নৌকা ‘খ’ কে অনিবার্যভাবে ডুবিয়ে ফেলবেন এবং গতিপথ পরিবর্তন করলে তিনি দুইজন যাত্রীসহ একটি নৌকা ‘গ’ কে যা তিনি অবশ্যই ডুবিয়ে ফেলবেন। এক্ষেত্রে যদি ‘ক’ নৌকার ‘খ’ এর যাত্রীদের বিপদ মুক্তির জন্য সদবিশ্বাসে এবং নৌকা ‘গ’ কে ডুবিয়ে ফেলেন তাহলে ক এর অপরাধ নিচের কোনটি?

21 / 39

21. দণ্ডবিধির কত ধারার বিধান অনুসারে অনিচ্ছাকৃত প্রমত্ততার কারণে বিচারশক্তি রহিত ব্যক্তির কাজ অপরাধ হিসেবে বিবেচিত হবেনা?

22 / 39

22. দণ্ডবিধির কত ধারার বিধান অনুসারে ৯ বছরের কম বয়স্ক শিশুর কোন কাজই অপরাধ বলে বিবেচিত হয়না?

23 / 39

23. ‘সম্মতি ব্যতিরেকে কোন ব্যক্তির মঙ্গলার্থে সদ্বিশ্বাসে কৃত কাজ’Ñএটি দণ্ডবিধির কত ধারার শিরোনাম?

24 / 39

24. দণ্ডবিধির ৭৭ ধারার শিরোনাম হিসেবে নিচের কোনটি সঠিক?

25 / 39

25. দণ্ডবিধির ৯২ ধারার শিরোনাম হিসেবে নিচের কোনটি সঠিক?

26 / 39

26. বিচারালয়ের কোনো এক কর্মকর্তা ‘ক’, উক্ত বিচারালয় কর্তৃক ‘ম’ কে গ্রেফতার করার জন্য আদিষ্ট হয় এবং যথাযথ তদন্তের পর ‘খ’ কে ‘ম’ মনে করে ‘খ’ কে গ্রেফতার করেন। এখানে ক এর অপরাধ কোনটি?

27 / 39

27. The Penal Code, 1860 এর কোন অধ্যায়ে সাধারণ ব্যতিক্রমসমূহ বর্ণিত হয়েছে? [বার : ২০২২]

28 / 39

28. ‘Offence requiring a particular intent or knowledge committed by one who is intoxicated’- এটি দণ্ডবিধির কত ধারার শিরোনাম?

29 / 39

29. দণ্ডবিধির কত ধারার বিধান সাপেক্ষে সামান্য ক্ষতিকারক কাজ অপরাধ হিসেবে বিবেচিত হবে না?

30 / 39

30. ‘ক’ একটি কুঠার নিয়ে কাঠ কাটার কাজ করছে। কুঠারটির মাথা উঠে যাওয়ায় কাছে দণ্ডায়মান এক ব্যক্তিকে আঘাত করে ও তিনি নিহত হন। এখানে ‘ক’ এর অপরাধ কি?

31 / 39

31. কত বছর বয়সের শিশু কোনো অপরাধ করলে তা অপরাধ বলে গণ্য হয় না? [জুডি. : ২০০৮]

32 / 39

32. দণ্ডবিধির কত ধারার বিধান অনুসারে আইনানুগ কার্য সম্পাদনকালে দূর্ঘটনা অপরাধ হিসেবে বিবেচিত হবেনা?

33 / 39

33. একজন শৈল্য চিকিৎসক সরল বিশ্বাসে একজন রোগীকে বলেন “আপনি আর বাঁচবেন না”। এতে উক্ত রোগী মানসিক আঘাত পেয়ে মারা যায়। এক্ষেত্রে শৈল্য চিকিৎসক নিম্নের কোন ধারার অপরাধ করেছেন? [জুডি. : ২০১৩]

34 / 39

34. দণ্ডবিধি অনুসারে কত বছরের কম বয়স্ক শিশুর কর্মকাণ্ড শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে না? [বার : ২০১২]

35 / 39

35. ‘Act done in good faith for benefit of child or insane person, by or by consent of guardian’- এটি দণ্ডবিধির কত ধারার শিরোনাম?

36 / 39

36. Act done by a person bound, or by mistake of fact believing himself bound, by law- এটি সাক্ষ্য আইনের কত ধারার শিরোনাম?

37 / 39

37. দণ্ডবিধির ৯০ ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোন ধারণাটি সঠিক?

38 / 39

38. অপ্রকৃতিস্থ ব্যক্তির কাজ দণ্ডবিধির কোন ধারাবলে কোনো অপরাধ নয়?

39 / 39

39. ক’ ও ‘খ’ আনন্দ উপভোগের উদ্দেশ্যে পরস্পরের সাথে তরবারি খেলা খেলতে সম্মত হয়। খেলার এক পর্যায়ে খ মারাত্মক আহত হয় ক কর্তৃক। এখানে ক কোন অপরাধে অপরাধী সাব্যস্ত হতে পারে?

Your score is

0%